Human friend foundation
An initiative to engage and connect migrant worker and local community.A friend in need in a friend .
আরেকজন বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে হারালাম,,, আজকে সকালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা যায়,,, কালাং....কিমলি কোম্পানির,,
প্রবাসীরা কাজের চাপে স্ট্রোক কইরা মরে নারে ভাই,
তারা স্ট্রোক কইরা মরে, পরিবারের দেওয়া অতিরিক্ত চাপ সহ্য করতে না পাইরা!!!
পরিবারের যে সন্তান টা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে,
দিন শেষে তার উপরই সবাই জবরদস্তি করে....
শখের জীবন আমারও ছিল,,,
কিন্তু হেঁড়ে গেছি পরিস্থিতির কাছে প্রবাসী হয়ে।
হিংসা নয়! চেষ্টা করো তুমিও পারবে সফলতা অর্জন করতে!
ইন'শা'আল্লাহ!❤️
কিছু মানুষ টাকার দিক দিয়ে গরিব, কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়লোক। 💖
আমাদের কামলা বলো আর যায় বলো। আমরা দেশ এবং পরিবারের জন্য কাজ করেই যাবো ইনশাআল্লাহ ✌️✊
একজন প্রবাসীর আত্মত্যাগ,
আপনি কখনই পরিমাপ করতে পারবেন না!
স্বপ্ন যেহেতু দেখছি পূরণ একদিন হবে ইনশাআল্লাহ. 🤲
শতবার ব্যার্থ হলে ও হাল ছাড়বো না চেষ্টা চালিয়ে যাবো..🥲❤️
প্রবাস নামের জেলখানায় স্বেচ্ছায় পরিবার ও দেশের জন্য জীবনটা কাটিয়ে দেয়ার নাম প্রবাসী এরা শুধুই টাকার মেশিন।
#প্রবাসজীবন
#রেমিটেন্সযোদ্ধা
ছাত্ররা দেশ স্বাধীন করেছে, এখন সব টাকা ব্যাংকে যাবে ইনশাআল্লাহ
এমপি মন্ত্রীরা দেশের টাকা বাহিরে পাঠায় আর আমাদের প্রবাসি ভাইরা কস্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়। বাংলাদেশের আসল হিরোতো তারাই। প্রবাসীদের মন থেকে ভালোবাসি🥰
লন্ডন কে পিছনে ফেলে বিশ্বের চতুর্থতম ধনী শহরের তালিকায় সিঙ্গাপুর।
স্বপ্নের প্রবাস 😱🇸🇬
জীবন সবার জন্য এক না ,
পকেটে ৫০০ টাকা আপনাকে বিলাসীতা শেখাবে।
আর ৫ টাকা শেখাবে বাস্তবতা। পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না
বয়স সেই পর্যায়ে চলে গেছে,
যেখানে ঘুম কম ভবিষ্যৎ চিন্তা বেশি 🥹
শুভ সকাল 🇸🇬
Now a days the weather is very hot. Protect yourself from Heat stress
Photo: MOM
সিংগাপুরে প্রবাসী হিসেবে থাকার জন্য কিছু পরামর্শ দেওয়া যাচ্ছে:
সিংগাপুরে ইংরেজি ভাষায় বেশিরভাগ প্রবাসীরা কথা বলে সুতরাং, এই ভাষায় কাজের জন্য সামান্য দক্ষতা অর্জন করা উচিত।
সিংগাপুর খুবই শৃঙ্খলাবদ্ধ একটি দেশ। সুতরাং, স্থানীয় নিয়মাবলী এবং আইন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।
সিংগাপুরে স্বাস্থ্য ও সুরক্ষার ব্যবস্থা খুব ভাল। তবে, তাতে কোন আপাত সমস্যা দেখা দিলে সবচেয়ে ভাল হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করা।
সিংগাপুরে বিভিন্ন ধরনের সংস্কৃতির লোকেরা বাস করে। সুতরাং, সবার সংস্কৃতি সম্মান করা এবং তাদের উৎসব এবং অনুষ্ঠানগুলিতে অংশ নিয়ে সম্পর্ক গড়তে পারেন।
সিংগাপুরে সময়ের প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয়। তাই, সময়ের মূল্য দিন।
আসসালামু আলাইকুম
৯ম রমজান ২০ মার্চ ২০২৪ রোজ বুধবার
সেহরির শেষ সময় ৫:৪২ মিনিট এবং ইফতার ৭:১৭ মিনিট।
আগামীকাল ১৪ মার্চ বৃহস্পতিবার সেহরি ও ইফতারের সময়সূচী 🤲
২য় রমজান ১৩ মার্চ ২০২৪ রোজ বুধবার সেহরি ও ইফতারের সময়সূচী।
আজ প্রথম তারাবিহ আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরে প্রথম রোযা। প্রবাসী ভাইয়েরা নিরাপদে কাজ করবেন রমজান মোবারক ❤️❤️❤️
আজ সোমবার সিংগাপুর প্রথম তারাবিহ রোজা শুরু আগামীকাল মঙ্গলবার থেকে ।
ইনশাআল্লাহ প্রবাসের কঠোর পরিশ্রম রোদ বৃষ্টি কষ্ট যাইহোক রমজানের সবগুলো রোজা থাকার নিয়ত করেছি ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব আল্লাহকে রাজি খুশির জন্য। বাংলাদেশের শুয়ে বসে থাকা রোজা আর প্রবাসে কঠোর পরিশ্রমের কাজ করে রোজা থাকা আকাশ পাতাল তফাৎ।
আমি অনেক প্রবাসীকে দেখছি ৩০ দিন কাজ করে ঘামে ভিজে তবুও রোজা ভাঙ্গে নাই। আল্লাহ তুমি তাদের রোজা নামাজ কবুল করো যারা রোজা থাকার নিয়ত করতেছে তাদের রমজানের ভিতরে কাজ সহজ করে দাও প্রবাসে। আমিন
বাংলাদেশ থেকে যাহারা প্রবাসে
আসতে ইচ্ছুক লেখাগুলা তাদের উদ্দেশ্যে।
আসলে পৃথিবীর কোথাও শান্তি নেই।
প্রবাসীরা বসে এক দেড় লাখ টাকা বেতন পাচ্ছি
তবুও বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য আমাদের মন সবসময়ই উদগ্রীব হয়ে থাকে । আবার যে বেকার ছেলেটি বাংলাদেশে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে ঘুরছে সে কিভাবে প্রবাসের কোন রাষ্ট্রে ভালো বেতনে চাকরি পাবে সে চিন্তায় বিভোর হয়ে আছে।
নামটাই তো প্রবাস, এখানে শ্রমিকদের জন্য বসবাসের জন্য অধিকাংশ ডরমেটরিই অনুপযুক্ত। ১০×১৪ ফুট একটি রুমে, ডাবল বেডে ১২/১৪ জন মানুষের বসবাস খুবই কষ্টদায়ক। রুমের ভেতর প্রচণ্ড গরম তার উপর, যদি বিছানায় ছারপোকার রাজত্ব থাকে তবে রাতের ঘুম হারাম । যতই আপনার বিছানায় প্লাইউঠ কিংবা বিছানা পরিষ্কার রাখেন না কেন, ছারপোকা সেখানে বাসা বাঁধবেই।
এই গরমের ভেতর কিংবা ছারপোকার কামড় খেয়েও অনেকই কুম্ভকর্ণের মত নাক ডেকে ঘুমায়। কারণ সারাদিন অমানবিক পরিশ্রম করার পরে শরীরের সামান্যতম এনার্জি থাকে না।
আর খাওয়া খাদ্যের কথা কি বলবো। যদি ডরমেটরির ভেতর রান্নার ব্যবস্থা থাকে তবে তো সে বেঁচে গেল। আর যদি কেটারিং খেতে হয়, তবে সেই অখাদ্য কুখাদ্যের জেরে তার নাড়িভুড়ি পঁচে যাবে ।
প্রবাসে যারা প্রথম আসে তাদের বেতন তেমন একটা ভালো থাকে না। যদি হোটেল থেকে কিনে খেতে যায় তবে তাদের বেতনের অধিকাংশই খাওয়ার পেছনে চলে যাবে, কারণ এখানে সবকিছুই অত্যাধিক দাম। তাই বাধ্য হয়েই সকলে সেই কেটারিং নামের অখাদ্য মুখে তুলে নেয়।
প্রবাসে আসার আগে দশবার ভাবুন, উত্তপ্ত রোদের ভেতর কাজ করতে পারবেন কিনা ! গরমে তেনা তেনা হয়ে ছারপোকাকে সঙ্গী করে ঘুমাতে পারবেন কিনা ! ক্যাটারিং নামের অখাদ্য গুলো মুখে রুচবে কিনা !
স্কুল কলেজ থেকে হয়তো কিছু সার্টিফিকেট অর্জন করেছেন। সত্যি বলতে বাস্তব জীবনে এই সার্টিফিকেটের তেমন কোন মূল্য নেই। প্রবাসে আপনার পরিচয় আপনি একজন শ্রমিক।
যদি দেশে কিছু করার সুযোগ থাকে,
প্রবাসের চিন্তা বাদ দিন।
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
যেখানে আছেন, সেখানেই থাকুন এবং সুখের
রেণু সেখান থেকেই সংগ্রহ করার চেষ্টা করুন।
বিদেশ নামের চাকচিক্য দেখে,
দেশ ছাড়ার কোনো মানেই হয় না।
এখানে চাকচিক্য দেখে বেতন হয় না,
বেতন হয় কর্মে🌺🇧🇩
সফলতার সহজ রাস্তায় হাঁটতে গিয়ে কম্পিটিটরদের ভিড়ে হারিয়ে যাচ্ছেন নাতো?
শ্রম দিয়ে যান সতর্কতার সাথে সফলতা আসবেই।
সিঙ্গাপুরে পবিত্র মাহে রমজানের ইফতার ও সেহরির সময়সূচি ২০২৪।
Click here to claim your Sponsored Listing.