Syfuzzaman Lavlu

Syfuzzaman Lavlu

The official fan page of "Syfuzzaman Lavlu"

17/07/2024

যেকোনো আন্দোলনের সময় কাউকে অখুশী না করে, সবার মন রক্ষা করার জন্য, সেফ জোনে থেকে, বড় বড় সেলিব্রেটিরা যেসব স্ট্যাটাস দেয়৷ আপনিও চাইলে এই সিস্টেম ফলো করে মাত্র চারটি ধাপেই একটি স্ট্যাটাস লিখতে পারবেন।

* প্রথম ধাপ: দেশ নিয়ে একটা হতাশাজনক র‍্যান্ডম উক্তি করুন৷ যেমন-
"আমার প্রিয় দেশ আজ ভালো নেই। এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। আমার প্রিয় ভার্সিটি আজ অসুখী। দেশের এই অবস্থায় আমি লজ্জিত৷ সুস্থ নেই আমার প্রিয় মাতৃভূমি। আমার দেশটার কি হয়ে গেল।"

* দ্বিতীয় ধাপ: আপনি শুধুমাত্র ভায়োলেন্সের বিপক্ষে, রক্তপাত চান না, এটা জোর গলায় বলুন৷ মোটেও এগুলো কারা করছে, কেন করছে, সেসব নাম ভুলেও উচ্চারণ করবেন না৷ যেমন-

"কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। আর কোনো সংঘাত না হোক৷ সংঘাত রক্তপাতে কোনো সমাধান আসে না। আর কোনো রক্তক্ষরণ দেখতে চাই না। সহিংসতা কাম্য নয়। আমার প্রাণের ভার্সিটিতে আর রক্তপাত চাইনা। রক্ত নয়, শান্তি চাই। আর কোনো মায়ের কোল খালি না হোক। আমি আমার ভাই বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না৷"

* তৃতীয় ধাপ: হুদাই একটা প্রশ্ন ছুড়ে দিন। প্রশ্ন কাকে করছেন, প্রশ্নের উদ্দেশ্য কি, এগুলো ভুলেও লিখবেন না। র‍্যান্ডম একটা উদ্দেশ্যহীন প্রশ্ন হলেই হবে। যেমন-

"ছাত্রদের আজ কি হয়ে গেল? সবাই এমন চুপ কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? দেশের আজ এই অবস্থা কেন? সোনার বাংলা আজ শ্মশান কেন? আর কত রক্তপাত হলে আমরা থামব?"

* চতুর্থ ধাপ: এবার একটা কাল্পনিক সমাধানের আশা ব্যক্ত করে আপনার মূল্যবান বক্তব্য শেষ করুন৷ যেমন-

"খুব দ্রুত চলমান সংকটের যৌক্তিক সমাধান কামনা করছি। এই সংকটের অতি দ্রুতই যথাযথ সমাধান হোক। দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যার যথাযথ সমাধান কাম্য। এই অস্থিরতা দ্রুত কেটে যাক৷ সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ৷"

এভাবেই প্রতিটা ধাপ থেকে মাত্র একটা বা দুইটা করে লাইন নিয়ে ধারাবাহিকভাবে সাজিয়ে একটা প্যারাগ্রাফ লিখে আপনিও আজই দিয়ে দিতে পারেন একটি সময়োপযোগী, আন্দোলন এবং সরকার দুজনেরই পক্ষে থাকার মত, ঝুকিমুক্ত, সহজ ও সুন্দর ফেসবুক স্ট্যাটাস। আমাকে ক্রেডিট না দিলেও চলবে৷

ধন্যবাদ।

16/06/2024

আমি তোমাদেরই লোক।

21/04/2024

প্রতিটি সাকসেসফুল অর্ডার এর বিপরীতে প্রত্যেক "যুবকের" নামে ডেস্টিনির জন্য বরাদ্দ নির্ধারিত জায়গায় একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দিলেন ইভ্যালির প্রতিষ্ঠাতা এমডি রাসেল।

সুত্র: ডেইলি পেহলি কিরান।

10/04/2024

আমি তোমাদেরই লোক!

24/01/2024

মনে মনে শরীফা হলেও
আমি আসলেই শরীফ,
মনে মনে ধনী হলেও
বাস্তবে আমি গরিব।

04/10/2023

কাশফুল! ❤️

28/08/2023

সাইকোলজি গ্রুপের পোস্ট বি লাইক-

খালাতো বোনের বিয়েতে গিয়ে এক মেয়েকে দেখে আমার ভালো লাগে। সেদিন রাতে মেয়েটাকে আমি প্রপোজ করি। সে আমাকে না করে দেয়। দুইদিন পর বিয়ের অনুষ্ঠান শেষে আমি ঢাকা চলে আসি। ঢাকা আসার পর জানতে পারি মেয়েটাও ঢাকা থাকে। আমার পাশের এলাকায়। যেকারণে আমাদের মধ্যে শারিরীক সম্পর্ক হয়। কয়েকবার শারিরীক সম্পর্ক হওয়ার পর মেয়েটাকে আমি আবার প্রপোজ করি৷ সে এবারও না করে দেয়। এর ফলে আমাদের আবার শারিরীক সম্পর্ক হয়৷ এভাবে এক বছর চলার পর মেয়েটা আমার প্রপোজে সাড়া দেয়। আমরা ঠিক করি পারিবারিক ভাবে বিয়ে করব। কিন্তু বাসায় বিয়ের কথা বলা নিয়ে আমার আর ওর মাঝে ঝগড়া হয়। আমরা ব্রেকাপ করে ফেলি৷ যার ফলে আমাদের তিনমাস কথা বলা এমনকি মুখ দেখাদেখিও বন্ধ থাকে। তবে এর মাঝে আমাদের কয়েকবার শারিরীক সম্পর্ক হয়। এখন সব ঠিক হওয়ার পর আমাদের বিয়ে হয়। বিয়ের রাতে আমি জানতে পারি এই তিনমাসের মাঝে ও একটা ছেলের সাথে রেস্টুরেন্টে গিয়ে পাস্তা খেয়েছিলো। অথচ ও আমাকে বলত ওর পাস্তা পছন্দ না। ওর পছন্দ বার্গার৷ এটা নিয়ে আমি কয়েকমাস ধরে ট্রমায় আছি। ওকে একদমই সহ্য করতে পারছি না। এতে মানসিক ও শারিরীক সম্পর্কে প্রভাব পড়েছে। এখন আমি এই ট্রমা কাটানোর জন্য কি করতে পারি। কেউ পরামর্শ দিলে উপকৃত হতাম।
আইন আদালত গ্রুপের পোস্ট বি লাইক-

আমার বিয়ের সাত মাস হয়েছে। শুরুতে আমার স্বামী বিভিন্ন অজুহাতে আমার গায়ে হাত তুলতো। পরে একদিন আমি ওর কথার জবাব দিলে মেরে আমার দুই পা ভেঙে দেয়। আমি হুইল চেয়ারে চলাচল করলেও সুখী ছিলাম।৷ পুরুষ মানুষ একটু আধটু গায়ে হাত দিবে এটাই স্বাভাবিক। কিন্তু একদিন ও অফিস থেকে এসে দরজা খোলার জন্য কলিংবেল দিলে আমার হুল চেয়ারে গিয়ে দরজা খুলতে দেরি হয়। যার ফলে ও রাগ করে আমাকে দশ তলা থেকে নিচে ফেলে দেয়। আমার মেরুদন্ডের হাড় ভেঙে যায়। মাথায় আঘাত লাগে। আমি আঠাশ দিন কোমায় থেকে সুস্থ হই। ও আমার সামনে এসে হাত জোর করে স্যরি বললে আমি ওকে ক্ষমা করে দিই। শুধুমাত্র সংসার টিকিয়ে রাখার জন্য। তাছাড়া আমি বিছনায় থাকলেও ও আমার খেয়াল রাখত। সপ্তাহে অন্তত একদিন আমাকে ফ্রিজ থেকে বিস্কুট এনে দিত। ওর এই চেহারা আমি আগে কখনো দেখিনি৷ আমার খুব ভালো লাগে। আমি নতুন করে ওর প্রেমে পড়ি। কিন্তু গতকাল যেটা হয়েছে সেটা আমি নিতে পারছি না। ও আমার কাজের বুয়াকে রাগ করে দুইটা চড় দেয়৷ আমি জীবিত থাকতে আমার স্বামী অন্য মেয়ের গায়ে হাত তুলবে এটা আমি মেনে নিতে পারব না। আমি ডিভোর্স দিব ভাবছি। এক্ষেত্রে আইনগতভাবে আমার করণীয় কি?
ধর্মীয় জিজ্ঞাসা গ্রুপের প্রশ্ন বি লাইক-

আমি আর আমার বয়ফ্রেন্ড দুই বছর যাবৎ বিবাহ ছাড়া একসাথে লিভ টুগেদার সম্পর্কে আছি। প্রায়ই আমাদের মাঝে ঝগড়া হয়। কিন্তু কখনো খুব বড় ঝগড়া হয়নি। কিন্তু গত পরশুদিন প্রচন্ড ঝগড়া হয়। ঝগড়ার মাঝে আমার প্রেমিক কন্ট্রোল হারিয়ে ফেলে তিনবার তালাক বলে দেয়। আমাদের বিবাহের সম্পর্ক না হওয়ার পরও তিন তালাক দেয়ার পর থেকে আমি ওর সাথে আর বিছানা শেয়ার করিনি। আলাদা রুমে আছি। কিন্তু আজ ও প্রায় জোর করেই আমার সাথে শারিরীক সম্পর্ক করে ফেলে। তারপর থেকে আমার খুব অপরাধবোধ হচ্ছে। আমরা কি বেশি পাপ করে ফেললাম? এই পাপ থেকে মুক্তির উপায় কি?

© Sohail Rahman

02/07/2023

শাকিব খান কে টাকার লোভ দেখাইছে।

শাকিব খান চৌধুরী সাবের মুখের উপ্রে ছ্যাপ মাইরা না কইরা আসছে।

টানটান উত্তেজনা। সবাই মাই টিভি অন করেন।

দ্রুত।

03/06/2023

শালি ছাড়া বিয়ে করা এক বন্ধুকে ব্লক দিলাম। বেঈমানের কোনো জায়গা নেই আমার লাইফে।

26/05/2023

- ভাই কি অবস্থা?
- এইতো ভাই ভালোই, আপনার কি অবস্থা?
- এইতো চলতেছে, আছেন কেমন?
- আছি ভালোই, আপনি কেমন আছেন?
- আমিও ভালো ভাই, তারপর দিনকাল কেমন যায়?
- এইতো যাচ্ছে একরকম, আপনার কথা বলেন।
- আমারো যাচ্ছে সেরকমই, খবরটবর বলেন।
- খবর তো ভালোই ভাই, আপনার কি খবর।
- এইতো ভাই, তারপর বলেন।
- এইতো ভাই, সব ঠিকঠাক?
- হ্যা ভাই চলতেছে, আপনার?
- আমিও আছি ভাই, খারাপ না।
- ভালোই আছেন টাছেন তাইলে?
- হুম, আপনার কথা টথা বলেন।
- আমিও আছি ভাই একরকম। শরীর স্বাস্থ্য ভালো?
- ভালো ভাই, আপনার খবর বলেন।
- এইতো ভাই, আপনার কি অবস্থা?
(তিন ঘন্টা পর)
- তারপর? আছেন কেমন?
- এইতো ভাই আছি আরকি। আপনি ভালো তো?

25/04/2023

আমি পুরাতন রাষ্ট্রপতিকে মিস করব, যেভাবে মিস করেছি গত ১০ বছর ধরে।

09/04/2023

মিশা সওদাগরকে দেখলাম বন্ধু বান্ধব নিয়ে শাবনুরকে রাস্তায় একা পেয়ে ইভটিজিং করতেছে। এরা কি মানুষ? এই সিচুয়েশনে ফাকা রাস্তায় একা একটা মেয়েকে পেয়ে দলবল নিয়ে ইভটিজিং করবে? মোবাইল হাতে নিয়ে ৯৯৯ এ কল দিবো কিনা ভাবতে ভাবতে চ্যানেল চেঞ্জ করে দিলাম।

08/04/2023

এত গরম পরলে মানুষ করবে কিভাবে?

04/04/2023

দেয়ালে পিঠ ঠেইকা গেছিল, ঘুইরা দাড়াইলাম, এখন সামনে দেয়াল৷

31/03/2023

ছোটবেলায় চাঁদকে মামা ডাকা, বড়বেলায় সেই মামাকে মেয়ে বানিয়ে প্রেমিকার সাথে তুলনা করার মত বিড়ম্বনা এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই...

26/03/2023

ইফতারের আগমুহূর্তে যেসব মেয়েরা অনলাইনে থাকে এদের বিয়ে করবেন না, এরা শরবত বানায় না!

Photos from Lucid International Limited's post 28/02/2023

কংগ্রাচুলেশনস৷

22/02/2023

টেকলক জিপিএস ট্র‍্যাকার এখন ইভ্যালিতে আকর্ষণীয় ডিস্কাউন্টে।

15% Discount এ কিনুন Techlock GPS Tracker!

শুধুমাত্র আপনার জন্য স্পেশাল প্রাইসে ইভ্যালি Lucid International Limited-এ পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বুঝে নিন আপনার কাঙ্খিত পণ্য।

ইভ্যালি থেকে আপনার প্রয়োজনীয় সকল প্রোডাক্ট কিনে প্রতিটি ডেলিভারিতে অর্ডার মূল্যের সমপরিমাণ স্টার অর্জন করে হতে পারেন ইভ্যালির গর্বিত 'সুপার স্টার' গ্রাহক। অর্জিত স্টার পয়েন্টেস এর উপর আগামী দিনগুলোতে থাকছে চমকপ্রদ এবং আকর্ষণীয় সব অফার!

অর্ডার করতে ক্লিক করুনঃ https://evaly.com.bd/shops/lucid-international-limited-9256333

17/02/2023

একদিন সময় ছিলো, টাকা ছিলো না। এখন দিন বদলাইসে।
সময় নাই, টাকাও নাই।

15/02/2023

ব্যক্তিগত কোকিল থাকলে ৩৬৫ দিনই বসন্ত।
কিন্তু যার একটা কা’উয়া ও নাই তার সবসময়ই চৈত্র মাস।

05/02/2023

যেভাবে বই মেলায় যাওয়ার জন্য নারীসঙ্গী/পুরুষসঙ্গী খুজতেছে মনে হয় মেলায় যেয়ে স্যাকস করবে।

04/02/2023

লুসিড ড্রিম।

তথ্য: লুসিড ড্রিম হচ্ছে এমন ধরনের স্বপ্ন যেখানে ব্যক্তি স্বপ্নের মাধ্যেও জেগে থাকতে পারেন এবং তিনি যে স্বপ্ন দেখছেন তা বুঝতে পারেন। এমনকি স্বপ্নের ঘটনা, পরিবেশ, প্রেক্ষাপট নিজের ইচ্ছেমতো পরিবর্তন করতে পারেন।

Source: Healthline

30/01/2023

রাত দশটায় মাহফিলে বসে বসে ঝিমাচ্ছিলাম।

ঘুমে ঢুলে পড়ে যাবো, এমন সময় হুজুর মাইকে বললেন, "দাঁড়ান।"

আমি কিছু না বুঝে দাঁড়িয়ে গেলাম। সবাই আমার দিকে ফিরে খুব প্রশংসা করলো। মাশাআল্লাহ, মারহাবার বন্যা বয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না।

তারপর হুজুর বললেন,"আলহামদুলিল্লাহ, মাহফিলের জন্য ৫ লাখ টাকা দান করবে এমন একজন ভাই পেলাম। আর কে কে আছেন দাঁড়ান।"

রাত দশটার পরে এগারোটা না বেজে আমার বারোটা বেজে গেল।

Monarch Mart - Home 09/01/2023

গাজিপুরে ফ্রি ইন্সটলেশন৷
আর ঢাকায় ফ্রি ডেলিভারি৷

Monarch Mart - Home

Evaly | Online shopping platform 29/12/2022

গাজিপুরে ফ্রি ইন্সটলেশন৷
আর ঢাকায় ফ্রি ডেলিভারি৷

Evaly | Online shopping platform E-valy is an e-commerce site which will be capable of providing every kind of goods and products from every sector to every consumer located in Bangladesh.

27/12/2022

গাজিপুরে ফ্রি ইন্সটলেশন৷
আর ঢাকায় ফ্রি ডেলিভারি৷

টেকলক জিপিএস ট্র‍্যাকার এখন ইভ্যালিতে!
৬০০ টাকা ডিস্কাউন্টে!!!
অর্ডার করতে ইভ্যালি এপ/ওয়েবসাইট ভিজিট করুন।

কোন মাসিক ফি নেই। ঢাকা ও গাজিপুরে ফ্রি ইন্সটলেশন সুবিধা।


#ইভ্যালি

26/12/2022

অর্ডার করে ফাটিয়ে দাও৷

টেকলক জিপিএস ট্র‍্যাকার এখন পাঠাও শপে!
৩০০ টাকা ডিস্কাউন্টে!!!
অর্ডার করতে পাঠাও শপ ভিজিট করুন।

কোন মাসিক ফি নেই। ঢাকা ও গাজিপুরে ফ্রি ইন্সটলেশন সুবিধা।


#পাঠাও

23/11/2022

খেলার যেই পরিস্থিতি অফসাইড হয় তি তি তি তি
আআ তিতিতিতি
বাপ দাদার আমলের স্মৃতি দিসি হাত দিয়া
ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই?
কন টুকুর টাকুর অফসাইড কইরা কয় ডা গোল কামাই?
কন টুকুর টাকুর অফসাইড কইরা কয় ডা গোল কামাই?

🇦🇷 শরম দিলা ভাইরে...??

🇸🇦 ভাই আছস বাইরে;
লাখ ডলারের তেল দিমু কাতারের বাইরে...!

🇧🇷 কি খবর সৌদি মিয়া, চিল্লাইতাছো কি নিয়া...

🇸🇦 ২ গোল দিয়া বন্নি করুম,
খেলা শুরু পেনাল্টি দিয়া;

মানুষ ত মনে করে হুদা হুদি চেতি
আহেন ভাই, বহেন... দেখেন খেলার পরিস্থিতি….।।

Videos (show all)

কাশফুল! ❤️

Website