Md Shahadat Hossain rana
Nearby photography services
Valle de Eugenia Los Valles
पांवटासाहिबजिलासिरमौरहिमाचलप्रदेश
Kabirhat
হাতির জিল
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Shahadat Hossain rana, Camera/Photo, Rajshahi Division.
ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি বড় এবং ধ্বংসাত্মক ঢেউ নিয়ে আসতে পারে উল্লেখ করেছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার
বিস্তারিত : https://www.somoynews.tv/news/2024-07-01/VWBwPQ32
সিজদা'র সবচেয়ে সুন্দর বিষয়টি হচ্ছে, আপনি চুপিসা'রে জমিনে ফি'স'ফি'স করে বলছেন। আর আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ শুনছেন!
সুবহানআল্লাহ! 🖤
চোখ পৃথিবীর সবকিছু দেখতে পায়.কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে°.সেটা দেখতে পায় না.ঠিক সেই ভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় .কিন্তু. নিজের দোষ কখনো দেখতে পায় না
জীবনে আমরা যেটা পাইনি। হাজার চেষ্টা করেও যেটা পাচ্ছি না । হয়তো যেটা পাবো না সেটার প্রতি তীব্র আকর্ষণ থাকে আমাদের।সেটা হতে পারে ছোট বেলায় উচু ডালের ফুল ,দামী আসবাব অথবা কোনো পোশাক,হতে পারে পছন্দের ঘুরতে যাওয়ার কোনো জায়গায় কিংবা হঠাৎ ভীষণ ভাবে ভালো লেগে যাওয়া কোনো মানুষ....!
প্রেম আর বিবাহীত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাক্সেস না। একজনকে ভালোবসলাম তাকে যেকোন উপায়ে পেয়ে গেলাম মানেই আমার ভালোবাসা ধন্য হয়ে গেল, আমার জীবন পূর্ণতা পেয়ে গেল এরকমটা ভাবা বোকামি। আসল জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে, আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অব্দি থাকতে পারাটাই সাক্সেস।
পাঁচ বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাক্সেস ভাবা বহু লোকের সম্পর্ক পাঁচ মাস পার না হতেই আমি ডিভোর্স হয়ে যেতে দেখেছি। বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অংকের শূন্যের কোটায়।
সারাদিন ফোনে কথা বলে, মেসেজ দিয়ে, সাপ্তাহ একদিন দেখা করে, গিফট দিয়ে গিভ এন্ড টেক একটা সম্পর্ক যে কেউ এগিয়ে নিতে পারে। কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে, যত্ন নিয়ে, জীবনের শেষ অবদি সম্পর্কে এগিয়ে নেয়া মোটেও সহজ কাজ না।
বিয়ের পর যখন আবেগ কমে, ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি, ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায়, শারীরিক চাহিদা যখন কমে আসে, শ'ত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে, ঠিক তখন সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে, থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূূর্ণতা।
তাই জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো, এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অবদি ভালোবেসে যেতে পারার আত্মবিশ্বাস ও সাহস রাখে।❤️
অনেক ছেলেদের গার্জিয়ান আছে যারা মেয়ের বাবা মা নেই শুনলে সেই মেয়েকে বাড়ির বউ বানাতে চায় না। অথচ মা-বাবা হারানো ছেলে-মেয়েদের অনেক স্বপ্ন থাকে নিজের না থাকলেওও শশুড় শাশুড়ী হয়তো মা-বাবার অভাব পূরণ করবে!! 🌸🖤
"লায়লা" আর আমার মধ্যে খুব মিল, 'লায়লা' বারবার যায় মামুনের কাছে! আর আমি বারবার যাইই ব্রাজিলের খেলা দেখতে!!' 🙂
0.0
সময় বদলায় না....... বদলে যায় মানুষের মন...! যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মনুষ্যত্বহীন 💔
- ছেড়ে না গিয়ে, ভালোবাসার মানুষের পাশে থাকুন দেখবেন জীবন সুন্দর..!🥰💖🥀
জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী, যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভে'ঙ্গে দিবে না, যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেওও অন্যকোনো ডালে বাসা বাধবে না..!!🖤🤗
সফলতা বলতে কিছুই নেই। আসলে টাকা কে ভদ্র ভাষায় ক্যারিয়ার বলে😊
পরিস্থিতির সাথে লড়াই করা যায়,,, —
কিন্তু ভাগ্যের সাথে না,,,, ভাগ্য এমন একটা
জিনিস,, কাউকে সব দিয়ে দেয়,,,, —
আবার কারোর সব স্বপ্ন কেড়ে নেয়,,💔🥺
-শূন্য পকেটে যে নারী পাশে থাকে,
-সাফল্য শেষে সে নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে!🖤🥰
“আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ও ক্ষুধা দিয়ে, ধন-সম্পদ ও শস্যের অভাব দিয়ে, আর জীবনের ক্ষতি দিয়ে। সুসংবাদ দাও ধৈর্যশীলদের।”
(সূরা বাকারাঃ ১৫৫)
লাইফে সম্পদ থাকা জরুরি নয়, জীবনের শান্তি থাকা জরুরী-❤️🥀🫶
আল্লাহ বলছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব।"
(আলহামদুলিল্লাহ)
-বাবার টাকা নয় বাবা থাকাটাই অনেক বড় কিছু!🥀😊🖤
এখন আমি ঘুমেও রাসেল ভাইপারকে দেখি😒
কি শুরু করলেন আপনারা?
যেখানেই যায়না কেন মনেহয় আমার পাশেই হেতে শুইয়া আছে😖😖
২৩ জুন ১৭৫৭, বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়।
মানুষের কোন হুশ ছিল না যে কতবড় বিপদের মধ্যে তারা পরেছে।
২৩ জুন ২০২৪, ভারত দেশকে তাদের রেল করিডোর বানিয়ে সার্বভৌমত্ব দাফন করে অখণ্ড ভারতের পথে আরেক পর্যায় সম্পন্ন করলো।
আমি নিশ্চুপ, আমরা নিশ্চুপ, জাতি নিশ্চুপ।
শুধু সরব স্বার্থান্বেষী মহল।
মানুষ সাপ থেকে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ কিন্তু বেশি বিষাক্ত না! কথাটি অনেকেই আমরা জানি না! সাপ কামড়ে বিষাক্ত দুটি দাঁত দিয়ে মানুষ কামড়ে বিষাক্ত জিহ্বা দিয়ে কথা দিয়ে আচরণ দিয়ে! সাপে কামড়ালে ভ্যাকসিন আছে মানুষ কামড়ালে কোনো প্রতিষেধক নেই!!!
- ছোট্ট এ জীবনে কত কিছুই না ঘটে একই আকাশের
নিচে কেউ হাঁসে কেউ আবার কাঁদে 🙂
এক সাপ দিয়ে,
সেন্ট মার্টিন,বেনজির,আজিজ,
এসব ইস্যু গায়েব হয়ে গেলো!
সকল হিফজ
শিক্ষকদেরকে স্যালুট জানাই❤️
শিক্ষকগণ পরম ধৈর্যশীল ব্যক্তি কারণ তারা ২০ জন ছাত্র থেকে দুষ্টুমির জন্য সারা দিনে ৩০০ বিচার আসলেও,তবুও তারা ধৈর্যশীল হয়ে মাথা ঠান্ডা রেখে অন্যের সন্তানকে মানুষ করতে বিরক্তবোধ করেনা। আমিন।
আপনি হয়তো চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে কিন্তু আপনার কথাগুলো থেকে ফুটে উঠবে বাতিলের আতংক হিসেবে আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমীন
যেই দলে জিহাদ নেই, শহীদ নেই, মাজলুম নেই, কারাবরণ নেই,
সে দল কখন'ই প্রকৃত ইসলামী দল হতে পারে না।
আল্লাহর কসম: কোন জীবিত পীর বা কোন মৃত পীর আপনার ভাগ্যের কোন পরিবর্তন করতে পারবেনা।
🎤 #আল্লামা দেলোয়ার হোসাইন _সাঈদী_রহঃ
"নামায যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করাও তেমন ফরজ"। শুধু নামাজ পড়লেন রোজা রাখলেন আর জান্নাতে চলে যাবেন, এতো সহজ হলে আল্লাহ রাসুল (সা:) দ্বীন কায়েমের জন্য নিজের দাঁত মোবারক শহিদ হতো না
ইসলামে কোন শিয়া, সুন্নি নেই। এবং ইসলামে কোন ভাগ নেই (সুরা-আনআম,১৫৯)। আমাদের পরিচয় হবে শুধু মুসলিম (সুরা আল-ইমরান, ১০৩)।
মনে রাখবেন মাঝহাব ৪ টা হলেও, ইসলাম কিন্তু একটাই।
চেটে নয়, খেটে বড় হও
এই চ কননি বইন পুত অগল
এটা কার ডায়লগ?
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Rajshahi Division
Rajshahi Division
🔥➖➖➖➖🌀➖➖➖➖🔥 #सपना_तो_बहुत_खतरनाक_है #मेरी_जान #लेकीन_देखो_जिन्दगी_कहा_तक
Rajshahi Division
https://www.instagram.com/invites/contact/?i=1wmp60ioe95zk&utm_content=hoovpjr