চুনারুঘাটের ভালবাসার গল্প

চুনারুঘাটের ভালবাসার গল্প

আসসালামু আলাইকুম হে আমাদের পালনকর্তা,আমাকে,আমার পিতা-মাতাকে এবং
সব মুমিনকে ক্ষমা করুন, আমিন

06/04/2024

“আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফ্ওয়া ফা'ফু আন্নী” 🤲🏻🖤

08/07/2023

জার্মানির"🇩🇪 প্রায় জায়গা।যাদের বাড়তি অতিরিক্ত খাবার আছে,,তারা এই ভাবে রেখে যান,,আর যাদের খাবার লাগবে,,তারা নিয়ে যান।
আমাদের বাংলাদেশে এমন হলে
কিছু মানুষ অনাহার থেকে বেঁচে যেত
আমাদের খাবারও তো অপচয় হয় আমরা কি এরকম সাহায্য করতে পারি না😥

07/07/2023
10/06/2023

শত শত দোয়া কবুলের মাঝে একদিন
আমার আপনার দোয়াটাও কবুল হয়ে যাবে ♡•
ইনশাআল্লাহ

12/04/2023

❤ـــــﮩـ٨ـﮩـــღــﮩ٨ﮩﮩﮩﮩــ٨ـﮩـ❤
.!💔🥀মাঝে মাঝে😔
─❝খুব জানতে ইচ্ছে করে━❥❝
━❥❝আমি মানুষ টা❞......!!
━❥❝কেমন হলে━❥❝
━❥❝তোমার মনের মতো হইতে
পারতাম❞-----!!🖤🌻😞
┊┊☆_ __|
┊★------
❥━──➸➽❥❂❥━──➸❤ـــــﮩـ٨ـﮩـــღــﮩ٨ﮩﮩﮩﮩــ٨ـﮩـ❤
.!💔🥀

28/02/2023

অপেক্ষায় আছি ❤️❤️❤️

15/02/2023

13/02/2023

ছবিটার দিকে অনেকক্ষণ অপলক তাকিয়ে থাকলে 'জীবনের সকল আয়োজন'কে কেবলই অর্থহীন মনে হয়।

কোনো এক বাঁশ-বাগানের মধ্যখানে ফাঁকা জায়গায় ঠিক এমনই একটা ঘর আমাদের সবার জন্য অপেক্ষা করছে।

আমরা না চাইলেও, একদিন সেখানেই আমাদেরকে ফিরে যেতে হবে খুব শিগ্রই আপন ঠিকানায়।

এজন্য দুই চোখ মুজার আগে চিন্তা করা দরকার একবার, যদি ভুলবশত চোখ দুইটা মুজে যায়

আর চিন্তা করে কোন লাভ হবে না, এজন্য এই মাটির উপরে অন্তত আর কোন কিছু কর, বা, না করো।

তোমার একটি টাকা দিয়ে যেন কোন অসৎ কাজ, বা উপসংস্কৃতিক কোন জিনিস তোমার দাঁড়ায় না হয়, এই চিন্তাটা দুটি চোখ মুজার আগে করা দরকার।

মহান আল্লাহ পাক যেন মরার আগে আমাদেরকে খাঁটি মোমিন হিসাবে এই অন্ধকার কবরে ঢুকরা তৌফিক দান করেন, আমিন।

13/02/2023

পাঁচ ওয়াক্ত নামাজী হয়ে যাও 🥰🥀🥀✅

12/02/2023

সংসারী ছেলে মা কে ডেকে বলছে......... "মা একটা কথা বলি?আমার একটা অনুরোধ রাখবে?"
মা-"তুই চাইলে আমি কি না করতে পারি?বল তোর সব কথা আমি রাখবো।"
"তোমার বৌমা বলছিলো...তোমার তো বয়স হয়েছে।এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন... আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি....... তোমার কাশিটাও বেড়ে গেছে। আরো তো ডায়বেটিকস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা আরো কতো কি!"
মা:"হ্যাঁ রে... মনে হয় আর বেশিদিন..."
" আহ... থামো তো মা। তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়িতে... না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়?......এটাই বলছিলো তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নাই, আমি ব্যাবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।ওখানে তুমি আরামেই থাকবে মা।....... মা এটাই আমার . . মানে আমাদের অনুরোধ ছিলো।"
"আচ্ছা তুই চাইলে তাই হবে"।
"থ্যাংকস মা......আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।"
পরের দিন:অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে।নীরবতা ভাঙলেন মা.......
"বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো ?পারলে একটা ফোন কিনে দিস আমাকে..."
" হা হা হা ...মা তুমি ফোন দিয়ে কি করবে ?আহা... ওখানে ফোন আছে তো......"
কিছুক্ষন পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। আবার বেশকিছুক্ষন নিরব থেকে এবার ছেলে বলে উঠলো...
"নামো মা..... এটাই তো ওই বৃদ্ধাশ্রম মা।দেখেছো! বলেছিলাম না তোমার পছন্দ হবে।তোমার জন্য দোতালার দক্ষিনের ঘরটা বুকিং করে রেখেছি।"
টিং ডং টিং ডং(দরজা খুললো)
"হ্যাপি বার্থ ডে টু ইউ ! !
হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা' ! ! !"
দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এতো বেলুন আগে কখনো দেখেননি । এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি। আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে। ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।
" হ্যাপি বার্থ ডে মা"
মা:"তুই অনেক বড় হয়ে গেছিস (কান্নাভেজা কন্ঠে)
কিন্তু এটা কার ঘর?"
" বাড়ির ফলকে নাম দেখোনি! বাবার নামে রেখেছি । মা পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা।
"তুই না ! !এমন কি কেউ করে?(কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না)
পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আঁতিপাঁতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন।
" নে এটার আর দরকার হবে না। ইঁদুরের বিষ ! চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো।"
"ধুর মা কি যে বলো !এটায় তো সেসব আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও।"
মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ঔষুধ খেতে হবে না ।

সংগৃহীত।

👉লিখাটি ভালো লেগে থাকলে ফেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বা ইনবক্সে মেসেজ পাঠিয়ে সাথেই থাকবেন ❤❤

12/02/2023

আর কেউ আমার প্রেমে না পড়ুক
কেউ না বলুক আমাকে ভালোবাসে,
আর কেউ আপনি থেকে তুমি না হোক।

একটা জনম কেটে যাক মায়া হীন
এইবার মৃত্যু হোক অনুভূতির,
মৃত্যু হোক অনুভবের।

আর কেউ না আসুক বসন্ত হ'য়ে
কেউ না আসুক আপন মানুষ হয়ে।
এইবার জয় হোক একাকীত্বের,
জয় হোক বিরহের।

হেরে যাক ক্ষনস্থায়ী প্রেম,
হেরে যাক মিথ্যে প্রতিশ্রুতি।
প্রাক্তন নামটা হারিয়ে যাক পৃথিবী থেকে,
হারিয়ে যাক অসমাপ্ত গল্প।

কেউ না চিনুক অবহেলা,
আর অবজ্ঞাকে।
কোনো মন খারাপের দিন না আসুক,
নির্ঘুম রজনীগুলো দীর্ঘ না হোক।

হৃদপিণ্ডের ছাপা কষ্টগুলো উড়ে যাক মেঘ হয়ে
অভিযোগের বাক্সটা বিস্ফোরিত হোক।
আর কোনো স্বপ্ন মায়াজালে আটকে না যাক,
মানুষ ভুলে গিয়ে ভুলে যাক -
প্রেম আর ভালোবাসার সংজ্ঞা...

__

12/02/2023

পর্ব___১
ছোট গল্প
জান্নাতকে যখন আমি ও আমার পরিবার দেখতে গিয়ে ছিলাম,,, জান্নাতের প্রথম কথাটা শুনে,,,আমি, আমার পরিবার যতটুকু অবাক না হয়ে ছিলাম তার থেকে বেশি অবাক হয়ে ছিল তার পরিবার।

সেদিন আমরা বলার আগেই জান্নাত বলে উঠেছিল,,,
জান্নাত: আমি আপনার সাথে আলাদা ভাবে কথা বলতে চাই।

সবাই আমাদের আলাদা করে কথা বলার সুযোগ করে দিয়ে চলে যেতে নিলে,,,জান্নাত বলে উঠলো দাদি তুমি থাকো।

দাদি মুচকি হাসলো,,,যেন তিনি আগে থেকেই জানতো,,এটা ওকে শুনতে হবে।
যাক এত গভীরে আমরা নাইবা গেলাম,

জান্নাত বলে উঠলো......
আমি জানি আপনার আমাকে পছন্দ হয়েছে,,তাই নতুন করে জানতে চাইলান না।

আমি এবার আরেক দফা অবাক হলাম। আর মনে মনে বললাম কি মেয়েরে বাবা,,শুনেছি কোন মেয়েকে ছেলে পক্ষ দেখতে আসলে লজ্জাই মাথা তুলতেই পারে না,,আর এই মেয়ে তো আমাকেই লজ্জার মধ্যে ফেলে দিচ্ছে।

জান্নাত: মেয়েটার লজ্জা নাই নাকি,,,কি? এই সব ভাবছেন তো।

আমি আনমনেই মাথা নেড়ে হুম বললাম,,,আর যেই মনে পড়েছে আমার তো জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা।

এর ফাকে দাদি বলে উঠলো..........
জ্ঞান হারাতে হবে না দাদু ভাই,,, আগে আমার বুড়ি দাদির কথাটা শুনো।

এবার আমি সত্যি শেষ,,,,,,আমার মনে হয় না এর আগে বউ দেখতে এসে কেউ এমন অবস্থায় পড়েছে,,,,,এই সব আকাশ-পাতাল ভাবতে ভাবতে,,,,,,

জান্নাত বলে উঠলো,,,,,,
দেখুন আমি জানি এই সময় মেয়েরা একটু বেশিই লজ্জা পায়,,,,আর আমার ও লজ্জা পাওয়ার কথা ছিল,,,,,
কিন্তু আমি লজ্জার জন্যই,,,কোন চেষ্টা না করেই আমার ইহকাল-পরকাল নষ্ট করতে পারি না। তাই কথা গুলো আপনাকে বলতে চাইছি।

আমি বিয়ের জন্য ছেলেদের যে গুন গুলো খুজ ছিলাম,,তার মধ্যে কয়েকটা গুন ও আপনার মধ্যে রয়েছে।
তবে আজ-কাল অনেক এ এভাবে চলা ফেরা করে লোক দেখানোর জন্য।
তাই আমি কিছু কথা আগেই বলেদিতে চাই,,,এই সব কথা যদি আপনি মনে করেন রাখতে পারবেন তাহলে বিয়ের কথা সামনে আগাবেন,,,আর যদি না পারেন তো বিয়ের জন্য আপনি না করে দিবেন।

আমি অনেক সাহস নিয়ে বললাম,,,জি বলেন,,

জান্নাত: আমি আপনাকে শুধু মাত্র এই দুনিয়ার জন্য চাই না।
বিয়ে আমাদের দ্বীনের অর্ধেক,,,তাই আমি বিয়ের মাধ্যমে আমার দুনিয়া ও আখিরাত দুইটায় সুন্দর করতে চাই।
দুনিয়াই একটু কম হলে সমস্যা নাই,,কিন্তু আখিরাতে কোন কম করতে চাই না।
আমি যেমন আপনার মাধ্যমে আমার জান্নাতকে পাওয়ার সহজ রাস্তা খুজে নেওয়ার চেষ্টা করবো,
ঠিক তেমনি ভাবে আপনি আমায় সেই পথ খুজতে সাহায্য করবেন।
আপনার কাছে অবশ্যই পরিস্কার এর জন্য আপনাকে কি কি করতে হবে,,,, তাই আর বুঝিয়ে বলতে হবে না।
এখন আপনি ভাবুন কি করবেন........

আমি মনে মনে অনেক খুশি---কারণ আমি ও তো এমন চেয়ে ছিলাম,,তাই আল্লাহকে মনে মনে বলেই ফেললাম, যেন আমার বিয়ে এই জান্নাতের সাথে হয়।
তাও একটু মজা নেওয়ার জন্য জান্নাতকে বললাম...
আমি: হুম বুঝলাম,, কিন্তু চাইলে তো আপনি বিয়েটা ভেঙ্গে দিতে পারেন। আমাকে বলছেন কেন?

জান্নাত: আসলে এবার আমি বিয়ের জন্য না করলেও আমার পরিবার শুনবে না। তাই আপনাকেই সাহায্য করতে হবে।

আমি: জান্নাতের এই কথাটা বলার সময় ওর চেহারা টা দেখার মতো ছিল। মেয়েটা ভেবেছিল আমি মনে হয় ওর কথা গুলো রাখতে পারবো না,,,তাই বিয়েতে রাজি ও হবো না,,,
আমি ও তাকে কিছু না বলে শুধু মুচকি একটা হাসি দিয়ে চলে যেতে লাগলাম,,,
,আর তখনই জান্নাত বলে উঠলো,,,,,

আরে কিছু তো বলে যান,,,,,আর হ্যা,, যদি এই সব রাখতে না পারেন,, তবে দয়া করে বিয়েতে না করে দিয়েন,,।

আমি: (মনে মনে) বললাম পাগলি একটা,,,,,আর জান্নাতকে একটা ছোট্ট হাসি দিয়ে বললাম,,, জি আমার নাম নূর ইসলাম।

এবার জান্নাত অবাকের ৮ম পর্যায়ে,,,,,

আমি আর কিছু না বলে চলে যেতে লাগলাম,,,আর যেতে যেতে শুনতে পেলাম,,, জান্নাত বলছে,, দাদি কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি,,, ওনার কাছে নাম কে জানতে চাইলো...!!!

তখন দাদি জান্নাতকে বলেছিল,,,,হয়তো বিয়েটা করবে তাই তার প্রেয়সীকে নাম টা জানিয়ে গেলো,,আর তা না হলে,,বিয়েটা যখন ভেঙ্গে দিবে তখন যেন তুই তাকে তার নাম বলে ধন্যবাদ জানাতে পারিস তাই জানালো.......

সংগৃহীত

চলবে ইনশাআল্লাহ........

Photos from চুনারুঘাটের ভালবাসার গল্প's post 10/02/2023

তুরস্ক আর সিরিয়ার ছবিগুলো যেন চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে, স্বপ্নের এই দুনিয়া ধূলিসাৎ হয়ে যেতে পারে যেকোনো মুহূর্তে। যাকে ঘিরে এত আশা, এত বাসনা, যার জন্য এত ছুটোছুটি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, যার লোভে এত মারামারি, সম্পর্কের বিচ্ছেদ, সেই দুনিয়া চোখের পলকেই ধূলিকণায় পরিণত হতে পারে। তিলে তিলে গড়া স্বপ্নগুলো মাটির সাথে মিশে যেতে পারে নিমিষেই।
ছবিগুলো দেখার পর থেকে প্রচণ্ড বিষণ্ণ লাগছে। হয়ত কিছুদিন যেতেই এগুলো ভুলে যাবো। এরপর আবার ফিরে যাবো আগের গাফলতির জীবনে। হায় আফসোস, এত এত বিপদ দেখেও যদি আমাদের টনক না নড়ে, নিজের অজানা অন্তিম পরিণতির কথা ভেবে ভয় না জাগে, সীমাহীন গুনাহগুলো তাওবা দিয়ে মুছে না ফেলতে, তাহলে আর কীসের জন্য আমরা অপেক্ষা করছি? আর কীসে আমাদের গাফেল মনকে সজাগ হবে?
ইয়া আল্লাহ! বিপদগ্রস্ত এই মানুষগুলোর প্রতি রহম করুন। যেভাবে আপনি তাদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন, আমাদেরকেও একই পরীক্ষায় ফেলবেন না। ইয়া রব্ব! আমরা বড়ই দুর্বল বান্দা। আমাদের কারও সাধ্য নেই তোমার পরীক্ষা মোকাবিলা করার। আমাদেরকে ক্ষমা করো, আমাদের শিক্ষা নেবার তাওফীক দাও!

04/02/2023

জীবনের উদ্দেশ্যেই জান্নাত 🥰🥰🤲

22/01/2023

হে বোন আজ আপনার উদ্দেশ্যে কিছু কথা বলবো,
আজ আমার অনেক বোনেরা আছেন যারা মোটা মুটি দ্বীন মানতে আগ্রহী আলহামদুলিল্লাহ। পরিবার ও দ্বীন মানতে উৎসাহী জোগায়।তবে তারা যখন বাইরে হয় তখন দেখা যায়, রঙ বেরঙের এমন ডিজাইনের বোরকা পরিধান করে যত টুকু বের হয়ে থাকে ততোটুকুতেই কারসাজি আকি ঝুকি করে বের হয় যেমন,পায়ে মোজার পরে নুপুর,হাতে মোজার পরে আংটি,ব্রাসলেট ঘড়ি ইত্যাদি। চোখ যতটুকু বের করা থাকে আইলানা, মাশকারা চোখে কাজল আরো কত কি!!
বোন আমার হয়তো আপনি এটা মনে করে সাজ গোজ করে বের হন যেহেতু মুসলিম ঘরের মেয়ে বোরকাবিহীন বের হলে কেমন হয়!!তবে যতটুকু প্রদর্শন করা যায় সেটাই আমার থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে। কেন বোন??
কখনো কি নিজের কাছে প্রশ্ন করেছো এটা তোমার কেন মনে হয়??
কখনো কি ভেবে দেখেছো এটা সয়তানের কত বড় জালে তুমি পা দিয়েছো।কখনো তুমি এটা চিন্তা করেছো এটা তোমার দ্বিনি ভাইদের জন্য কতটা ক্ষতিকর??

তুমি কি জানো বোন তুমি এভাবে যখন নিজেকে প্রদর্শন করে ঘুরে বেড়াও তখন কত ভাইদের অন্তরের নূর তুমি কেড়ে নাও।তুমি কি জানো এক হ্রদয়ে নুর জালতে কত টা দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হয়।

একটা ভাই যখন রাতের পর রাত জেগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর ইবাদতে মশগুল থেকে তার অন্তর নুর জালতে সক্ষম হয় সেই নুর যেখানে তোমার রক্ষা করার কথা সেখানে তুমিই নষ্ট করে দিলে??

তুমি কি জানো এটা তে তুমি
নিজেই তোমার বিপদ টেনে এনেছো।একটা ছেলের অন্তরের নুর নষ্ট করার মানে সে আর তোমার দিকে পবিত্র দৃষ্টিতে তাকাতে পারবে না।তোমাকে একটা সুস্বাধু খাবার ছাড়া কিছুই মনে করবে না।

হে বোন তুমি কি কখনো দেখেছো, যুবক ভাইরা তোমার দিকে কোন দৃষ্টিতে তাকায়?? আমি খুব কাছ থেকে দেখেছি একটা পুরুষ মানুষ বেপর্দা, বা বোরকা পরে ও সাজ গোজ করা নারিদের দিকে কেমন শকুনের দৃষ্টি নিক্ষেপ করে। তখন তোমাকে তাদের কাছে সব থেকে প্রিয় খাবার ছাড়া কিছুই মনে করে না।এটা কি তোমার জন্য সম্মানের??

তুমি কি চাও যুবক ছেলে রা তোমাকে সম্মানহানি করুক??তুমি কি চাও তোমাকে নিয়ে তারা কুকল্পনার সাগরে হারিয়ে যাক।
তোমার এহেন চলা-ফেরাতে যুবক ভাইদের কতটা সমস্যা হয় সেটা কি কখনো তুমি আচ করেছো??
কখনো দেখেছো তাদের একাকীত্ব ঘরের আর্তনাদ।
তুমি যদি জানতে তোমাকে দেখে তার হ্রদয়ে কতটা প্রভাব পড়ে আর একাকীত্ব ঘরে তারা কতটা ছটপট করতে করতে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানায় তাদের দিল কতটা "আত্বচিৎকার" দিয়ে ওঠে তাহলে তোমার হ্রদয় থর থর করে কাপতে বাধ্য হতো।।

তুমি কখনোই নিজের একটা আঙুল বের করতে ও সাহস পেতে না বেগানা পুরুষের সামনে।

আমি তো আমার মামাদের সাথে ও পর্দা করি,আমার দুধমাতার ছেলেদের সাথে পর্দা করি, এমন কি নিজের ভাইদের সামনে সব সময় শালীন ভাবে যাওয়ার চেষ্টা করি।কারন তারা পুরুষ মানুষ।তাদের যে আমার দেখে কোন সমস্যা হবে না, তার গ্যারান্টি আমাকে কে দিবে!!
নিজের স্বামির সামনে ছাড়া কারো কাছে আমরা নিরাপদ নয়।

তাই বোন আমার যদি পা দুটি আগিয়ে দাও ধরতে রাজি আছি তবুও নিজের সৌন্দর্য প্রদর্শন করিও না।আর আমার ভাইদের কষ্টের কারন হয়ো না।

08/01/2023

আপনি যতই ভালো থাকেন না কেন 🥰🥰

Photos from চুনারুঘাটের ভালবাসার গল্প's post 06/01/2023

মনকে ভালো করার জন্য এবং অবসাদ মুক্ত করার জন্য সুন্দর ফুলের বিকল্প নেই। ফুল একটি সুন্দর জিনিস এবং পবিত্র জিনিস। আপনার মনে যদি কোন ধরনের বিষাদ থেকে থাকে তাহলে আপনি সুন্দর ফুলের ছবি দেখবেন। তাহলে আপনার মনের বিষাদ নিমিষেই দূর হয়ে যাবে। কারণ ফুলের কোমলতা আপনার মনকে ছুঁয়ে যাবে🥰🏵️

26/12/2022

মাশাল্লাহ 🥰🥰🥰

15/12/2022

"মৃত্যুর পর একজন মানুষের উত্তম কাজ হলো দুনিয়ায়
দ্বীনদার সন্তান রেখে যাওয়া"

(মুসলিম শরীফ ২৫৫৪)

15/12/2022

রাসূলুল্লাহ ( ﷺ) বলেছেনঃ

❝আল্লাহ তা‘আলা বলেন, যে ব্যক্তি একটি নেক আমল করলো, তার জন্য রয়েছে তার দশ গুণ। আমি অবশ্য বাড়াতেও পারি। যে ব্যক্তি কোন পাপ কাজ করলো, তার পাপের শাস্তি হবে তার সম-পরিমাণ অথবা আমি তা ক্ষমাও করতে পারি❞
•••••(ইবনে মাজাহঃ-৩৮২১)•••••

15/12/2022

😊😊😊

30/11/2022

শিশুরা হলো জান্নাতের প্রজাপতি 🥰
আর শিশু ফুলের ভিতর কন্যারা হলো অধিক সুগন্ধীময় ❤️

[বুখারী,মুসলিম,মিসকাত হা/৪৯৪৯] 🥀❤️🥀

18/10/2022

🌹আসসালামুয়ালাইকুম 🌹
চোখ দিয়ে পানি পড়ার মত একটি ঘটনা।........
তিনদিন হলো হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে নেই।
কেউ
জানেনা নবীজি কোথায়। ওমর ফারুক (রাযিঃ) মুক্ত
তরবারি
হাতে ঘোষণা দিলেন, “যদি নবীজির কোন কিছু হয়
তবে
আমি ওমর বলছি মক্কার একটা মুনাফিকও আস্ত
শরীরে থাকবে না।“ এদিকে আবু বকর (রাযিঃ)
বললেন,
থাম ভাই চল নবীজির তালাস করি। দুই জনে মদিনা
থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মরুভূমি
পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে
দেখলেন এক রাখাল দাড়িয়ে আছে। আবু বকর (রাযিঃ)

ওমর ফারুক (রাযিঃ) রাখালকে জিজ্ঞেস করলেন,
তুমি কি মুহাম্মদ (সা.) কে দেখেছ? রাখাল উত্তরে
বলল
আমি মুহাম্মদ (সা.) কে চিনি না এবং আপনাদেরও চিনি না।
তবে ঐ পাহাড়ের উপরে একজন লোক ইয়া উম্মাতি,
ইয়া
উম্মাতি বলে কাঁদছেন।
আবু বকর (রাযিঃ) ও ওমর ফারুক (রাযিঃ)
বুঝতে বাকি ছিলনা ঐ লোক আর কেউ না দয়াল
নবীজি
হযরত মুহাম্মদ (সা.)। রাখাল আবার বলল লোকটির
সাথে
সাথে আমার সব উঠ, ভেড়াগুলোও কাঁদতেছে
আর খাওয়া
বন্ধ করে দিছে। আপনারা উনাকে নিয়ে যান তা না
হলে আমার সব উঠ, ভেড়াগুলো কাঁদতে কাঁদতে
মরে
যাবে। আবু বকর (রাযিঃ) ও ওমর ফারুক (রাযিঃ) পাহাড়ে
গিয়ে দেখলেন দয়াল নবীজি সেজদা-রত
অবস্থায় ইয়া
উম্মাতি, ইয়া উম্মাতি বলে কাঁদছেন। নবীজির কষ্টে
আবু বকর (রাযিঃ) বললেন ইয়া রসুলুল্লাহ আমি আবু বকর
ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি
সব আপনার উম্মাতকে দিয়ে দিলাম, আপনি দয়া করে
মাথা উঠান।
নবীজি মাথা উঠায় না। এবার ওমর ফারুক (রাযিঃ)
বললেন ইয়া রসুলুল্লাহ আমি ওমর যে আপনার মাথা
নিতে
গিয়ে নিজের মাথা দিয়ে দিয়েছি সে আপনার
উম্মাতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি মাথা
উঠায় না। আবু বকর (রাযিঃ) বললেন ওমর কাজ হবে না
রসুলুল্লাহকে একমাত্র ফাতিমা শান্ত করতে পারবে।
তারা দুই জনে মদিনা দিকে ছুটছেন, পথে হযরত
আলী
(রাযিঃ) এর সাথে দেখা। আবু বকর ও ওমর (রাযিঃ)
বললেন সামনে গিয়ে লাভ নেই, রসুলুল্লাহকে
শান্ত
করতে ফাতিমাকে লাগবে। এবার তিন জনে ফাতিমার
বাড়ির সামনে আসলেন আলী (রাযিঃ) ফাতিমাকে ডাক
দিলেন, ফাতিমা বাইরে আসে স্বামীর চেহারা
দেখে
বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন, তবে
কি মক্কার
মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলছে?
আলী
(রাযিঃ) বললেন তুমি তাড়াতাড়ি চলো নবীজি ইয়া
উম্মাতি, ইয়া উম্মাতি বলে কাঁদছেন, মাথা উঠাচ্ছেন
না। ফাতিমা দৌরে গেলেন। নবীজির কাছে গিয়ে
বলছেন আব্বাজান আপনি সফরে যাবার আগে এবং
সফর
থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন,
আমার সাথে
কথা বলতেন। কিন্তু আজ তিন দিন হল আপনার কোন
খোঁজ নেই, আপনি কি আমাকে ভুলে গেছেন?
নবীজি
তাও মাথা উঠায় না। ফাতিমা (রাযিঃ) বললেন
আব্বাজান আমি আপনার ফাতিমার সব নেকী আপনার
উম্মাতকে দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না।
নবীজির দুই পাশে হাসান, হুছাইন দাড়িয়ে
বলতেছেন
নানাজান উঠেন, নানাজান উঠেন। নবীজি মাথা উঠায়
না। হঠাৎ ফাতিমা (রাযিঃ) বলে উঠলেন ►►►
“আব্বাজান আপনি উঠেন আমি আপনার উম্মাতির জন্য
আমি হাসান, হুছাইনকে কুরবানি করে দিলাম।“ ◄◄◄
আল্লাহ্ আকবার, আল্লাহ্ আকবার, আল্লাহ্ আকবার।
এবার নবীজি মাথা উঠালেন আর বললেন ফাতিমা তুমি
কি দোয়া করলা আমার আল্লাহ্ তোমার দোয়া কবুল
করে ফেলছেন।
নবী-রসূল, সাহাবিদের রক্ত ঝরানোর করনেই সেই
দ্বীন
আজ আপনার, আমার কাছে আসতে পেরেছে।
আসুন আল্লাহ্ হুকুমগুলো নবীর তরীকায় পালন
করার
চেষ্টা করি। আমিন,
🕋😥🕋😥🕋😥🕋😥🕋

08/10/2022

আলহামদুলিল্লাহ
আজ আমাদের প্রিয় رسول(সঃ) এর জন্মদিন-! 💝

08/10/2022

পারলে ভুল ধরে দেখান।❌✅
ا ب ت ث ج ح خ د ذ ر ز

س ش ص ض ط ظ ع غ ف

ق ك ل م ن و ه ء ي

জানি ভুল ধরতে পারেননি। কেন লিখলাম জানেন ??
নেকির আশায়। প্রতিটা হরফে ১০টি করে নেকি ।
তাহলে 10×29=290 নেকি।।

আলহামদুলিল্লাহ 🥰🥰😊

07/10/2022

কোটি কোটি শুকরিয়া আমার রবের প্রতি
যিনি আমাকে ঘুম নামক মৃ'ত্যু থেকে জাগিয়ে সকাল🌅 দেখান"
আলহামদুলিল্লাহ ❤️

Videos (show all)

❤ـــــﮩـ٨ـﮩـــღــﮩ٨ﮩﮩﮩﮩــ٨ـﮩـ❤ .!💔🥀মাঝে মাঝে😔 ─❝খুব জানতে ইচ্ছে করে━❥❝    ━❥❝আমি মানুষ টা❞......!!            ━❥❝কেমন হল...
#Alhamdulillah
পাঁচ ওয়াক্ত নামাজী হয়ে যাও 🥰🥀🥀✅
জীবনের উদ্দেশ্যেই জান্নাত 🥰🥰🤲
আপনি যতই ভালো থাকেন না কেন 🥰🥰
মাশাল্লাহ 🥰🥰🥰
😊😊😊
সূরা আর রহমান 🥀🥀🥰

Website