Md Shakuwat
ব্র্যান্ডের পিছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানাও, মানুষ তোমার পিছনে ছুুুটবে ��� Bdarmy�
ইনশাআল্লাহ ❤️
আগামীকাল রিক্রুট ব্যাচ-২৪ এর সদস্যরা নিজ নিজ ট্রেনিং সেন্টারে উপস্থিত হবে।
সম্পূর্ণ নতুন এক dcজীবনে স্বাদ নিতে চলছো তোমরা। যেখানে তোমাদের সিভিলিয়ান র'ক্তের ভিতরে ইঞ্চি ইঞ্চি করে আর্মির র'ক্ত ঢু'কিয়ে দেওয়া হবে।কাল থেকে তোমাদের মা দুইটা। একটা জন্মদাত্রী, অন্যটা দেশমাতা। dcকাল থেকে তোমাদের জন্মদাত্রী মায়ের কাছে মৃ'ত। কারণ সেনাবাহিনীর খাতায় নিজের নাম লেখানোর জন্য দেশমাতাকে সবার আগে রাখতে হবে। ট্রেনিং সেন্টারের প্রতিটি ধুলোকণাdc যত সময় পর্যন্ত তোমার ঘামের ঘ্রাণ নিতে না পারবে তত সময় পর্যন্ত তুমি গর্বিত সৈনিক হতে পারবেনা।
সব সময় একটা কথা মনে রাখবে কোনো কষ্টই চিরস্থায়ী নয়।
সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো। সফলভাবে প্রশিক্ষণ শেষ করে দেশরক্ষার গর্বিত অংশীদার হতে পারো।
Md Shakuwat
মনু'রা কেমন আছো? ✌️😂
পুরুষের পুরুষত্ব হচ্ছে টাকায় 💔😅
কারো মোনাজাতে থাকি বা না থাকি!
মায়ের মোনাজাতে ঠিকই ছিলাম,আছি এবং সারাজীবন থাকবো !!❤️
আমরা মিলাদ উদযাপন ছেড়ে দিয়েছি। অতপর একে-একে ছাড়লাম শবে বরাত, শবে মেরাজ, আশুরা, ফাতেহা ই ইয়াজদাহুম। সব ছেড়ে আমরা যখন সহিহ সেজে বসলাম তখন চোখ ফিরিয়ে দেখি নিজ আঙ্গিনায় পালন হচ্ছে ভ্যালেন্টাইন্স , ইস্টার ফ্রাইডে, হ্যাপি নিউ ইয়ার। আমরা আজ ঈদের দিন অলস হয়ে ঘুমাই আর পহেলা বৈশাখে সারা দুপুর রোদে পুড়ে বেহায়াপনা করি। আফসোস আমাদের দৈন্যতার প্রতি। আফসোস আমাদের উদাসীনতার প্রতি।
আল্লাহ আমাদের মধ্যে আবার ইসলামের সোনালী অতীত আর নফল আমলের উৎসব ফিরিয়ে আনুন। পরবর্তী প্রজন্ম যেনো উৎসব আর সংস্কৃতির দৈন্যতার ফলে ইমানহারা না হয়ে যায়। দ্বীনে ইসলামের মধ্যে যেনো বেদ্বীনের সংস্কৃতি প্রবেশ না করে...
এই জেনারেশনে যেসব ছেলেরা ধূমপান করে না, তারা সুন্দর অসম্ভব সুন্দর!❤️
Ami offline Hoye gele ki miss korba?🥺
শব ঈ বরাতে আমার কিছুই দরকার নাই।
আমার আম্মু তার দু হাত তোলা মোনাজাতে যা চায় তাই দিও মাবুদ ।
সরকারি চাকরি ওয়ালা ছেলের সাথে রিলেশন করলে মায়ের সাথে শুয়েও কথা বলা যায়,,,,🐸
আমি অনেকটা এভাবেই জীবনকে সহজ করে নিয়েছিলাম।
কারো কাছে ক্ষমা চেয়ে নিয়ে। কাউকে ক্ষমা করে দিয়ে।
__মির্জা গালিব
হিসাব বরাবর 🐸😎
Respect 👮♂️
যে তোমাকে বড় করছে তাঁর সামনে কখনো বড় হতে যেও না,,,,!❤️
- তারপর একদিন স্কুলের ইউনিফর্মটা বাড়িতে এসে খুললাম, আর কোনোদিন পরা হয়ে উঠেনি। 😅🌸
সুন্দরী না খোঁজে, সুন্দর একটা মন খোঁজ যে তোমাকে সুন্দর করে বুঝবে ❤️🌼
#সবাই_পেইজটি_ফলো_দিয়ে_পাশে_থাকবেন
Dream 😌😏
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি❤️👮♂️🇧🇩
অসময়ে সঙ্গ দিও! সুসময়ে সঙ্গী কেনা যায়।'❤️✨
আসসালামু আলাইকুম?
শুভ সকাল ❤️🌼
প্রত্যেকবার যখনই ছুটি শেষ করে ইউনিট এর উদ্দ্যেশ্যে বাসা ছেড়ে আসি। তখন ই এই দৃশ্যটা দেখি।আমি ইচ্ছে করেই পিছন ফিরে তাকাইনা।🥹
যতবারি তাকাই মায়ের কান্না লুকানোর দৃশ্যটা চোখে পরে! স্বার্থপরতার অভিনয় করে গাড়িতে উঠে চলে আসি।🥹🥲
তবুও মা যতটা পথ অব্দি গাড়িতে আমাকে দেখতে পায়। তার ওই মায়াবি চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। পরবর্তী ছুটি না পাওয়া পযন্ত তারা অপেক্ষায় থাকে তাদের এই ছোট্ট ছেলেটির জন্য। ✍️🇧🇩🤲
#সবাই_পেইজটি_ফলো_দিয়ে_পাশে_থাকবেন
Dream 😌😁
🙂
এই প্রথম বারের মতোই বাড়ি ছাড়ার গল্প 🥺
রিকুট ব্যাচ ২০২৪ এর জন্য 💔
#সবাই_পেইজটি_ফলো_দিয়ে_পাশে_থাকবেন
সকল এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই বোনদের প্রতি অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো।
আত্মসম্মানে আঘাত আসলে আর কোনোদিনও ফিরে তাকাবো না!
তুমি যতই আপন হও, আর মনের মানুষ হও!
হইতো সবার পোশাক আলাদা
কিন্তু উদ্দেশ্য একটাই,
আমার দেশ,আমার গর্ব 🇧🇩🙋♂️
#সবাই_পেইজটি_ফলো_দিয়ে_পাশে_থাকবেন
ঘুম থেকে উঠলে Duty
ডিউটি থেকে এলেই ঘুম জীবন যৌবন সব শেষ।😅, আবার ১৪ ফেব্রুয়ারি 🙂🙂
Happy Valentine's Day 😊
#সবাই_পেইজটি_ফলো_দিয়ে_পাশে_থাকবেন
যা যা ইচ্ছে প্রশ্ন করেন
১.নাম কী?
২. জন্ম তারিখ?
৩. পড়াশোনা কিসে?
৪. প্রিয় ফুল?
৫. প্রিয় রঙ?
৬. প্রিয় জায়গা?
৭. প্রিয় খাবার?
৮. প্রিয় পোশাক কি?
৯. প্রিয় লেখক কে?
১০. প্রিয় বই?
১১. হাড় ভেঙেছে কোনোদিন?
১২.ইন্স্টাগ্রাম আইডি আছে?
১৩. পোষাপ্রাণী আছে?
১৪. জেলার নাম কি?
১৫. কয়টা আইডি?
১৬.প্রিয় মানুষের নামের অক্ষর?
১৭. চুরি করেছেন কখনো?
১৮. ভূত দেখেছেন কখনো?
১৯. রান্না করেছেন কখনো?
২০. রক্তের গ্রুপ কি?
২১. মানুষ হিসেবে আপনি কেমন?
২২. একাকী বোধ করেন কখনো?
২৩. কিছু ফিরে পেতে চান?
২৪. কোথায় বেশি যেতে ইচ্ছা হয়?
২৫. প্রিয় বইয়ের নাম.?
২৬.কাউকে নিয়ে লিখেন?
২৭. কাউকে ভালোবাসেন?
২৮. শখ?
২৯. ভালো দিক?
৩০. খারাপ দিক?
৩১.কারো জন্য অপেক্ষা করেন.?
৩২. অবসরে কী করেন?
৩৩. কাউকে বই গিফট করছেন?
৩৪. কখনো বই গিফট পেয়েছেন?
৩৫. একজনকে নিতে বললে কাকে নিবেন?
৩৬. মানুষের কোন জিনিসটা ভালো লাগে?
৩৭. কী করতে বেশি ভালোবাসেন?
৩৮. চিঠিপত্র লিখেছেন কখনো?
৩৯. নিজের কোন জিনিসটা পছন্দের?
৪০. নিজের কোন জিনিসটা অপছন্দের?
৪১. একপাক্ষিক ভালোবেসেছেন কাউকে?
৪২. আপনার জন্যে কেউ অপেক্ষা করে?
৪৩. কাউকে ফিরে পেতে চান?
৪৪. কাউকে মিস করেন?
৪৫. বিয়ে কবে করবেন?
৪৬. কেমন ছেলে পছন্দ?
৪৭. বেস্টফ্রেন্ড ক'জন?
৪৮. জীবনে সবচেয়ে বেশি কোনটা প্রয়োজন?
৪৯. নিজেকে কত দিতে চান?
৫০. জীবনের লক্ষ্য কী?