Durgapur Agroho
Durgapur Agroho - attempt by a group of volunteers to uplift lives of villagers in and around Durgap
'DURGAPUR AGROHO' works towards empowerment of the village for leading a life with dignity by implementing the following :
1) EDUCATION
· Literacy Campaign-To reduce illiteracy & promote literacy
· Providing education to the literate women & children
· Assist in further education by providing monetary assistance & scholarship to meritorious students.
2) HEALTH
·
প্রতিবছরের মতো এই বছরেও ডিসেম্বরের ২০ তারিখে নরনারায়ণ সেবা কর্মসূচি পালিত হল মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দারা আদিবাসী গ্রামের 'ভারতী বিদ্যালয়' এ ।
ওই দিন ১০২ জন শিশুর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। মেনুতে ছিল ভাত ,ডাল ,আলু ভাজা, আলু পোস্ত, মুরগির মাংস, চাটনি, পাঁপড় ও গুড়ের রসগোল্লা।
সমাজসেবী শ্রীমতী অর্চনা চ্যাটার্জির স্মৃতিতে উনার পরিবারের মানুষেরা আমাদের হাতে নরনারায়ণ সেবার এই দায়িত্বভার তুলে দেন। প্রতিবছর এই দিনটিতে এই সেবা কাজের সুযোগ আমাদের করে দেবার জন্য আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ🙏
আর কৃতজ্ঞতা প্রকাশ করি স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির সদস্যদের কাছে এত সুন্দর ব্যবস্থাপনার জন্য , যা উনারা প্রতিবছরই করে থাকেন 🙏
দুর্গাপুর আজকের কর্মসূচি । ১০০ জন শিশুর মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা।
বিগত চার বছর ধরে এই কাজের দায়িত্ব আমরা পেয়ে আসছি । এই ধরনের কাজে দায়িত্ব পেয়ে আমরা ধন্য মনে করি নিজেদের । এই ধরনের কাজ করতে আমাদের ভীষণ ভালো লাগে, মনে ভীষণ শান্তি পাই আমরা ।
ঈশ্বরের কৃপায় প্রতিবারের মতো আজকের কাজও আশা করি সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে🙏🙏🙏
যদি নেটওয়ার্ক ঠিক থাকে তবে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমরা দুর্গাপুর আগ্রহর পেজ থেকে ফেসবুক লাইভ করব। আপনারা/ তোমরা সবাই দেখবেন/ দেখবে। আর যে যেখান থেকে দেখবেন /দেখবে তার নাম আর লোকেশন টা অবশ্যই জানাবেন/ জানাবে।
"বহুরূপে সম্মুখে তোমার
ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর ?
জীবে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর ।"
দুর্গাপুর আগ্রহ'র পরবর্তী সেবা কাজের কর্মসূচী :
স্বর্গীয়া সমাজসেবী শ্রীমতী অর্চনা চ্যাটার্জীর স্মৃতিতে আগামী ২০ ডিসেম্বর, ২০২৩, বুধবার ১০০ জন শিশুর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দারা আদিবাসী গ্রামের 'ভারতী বিদ্যালয়' এ ।
ব্যবস্থাপনা : স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি, দুর্গাপুর
দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে ও অর্থ সাহায্যে দুর্গাপুর আগ্রহ পরিচালিত এই পর্বের ডিসেম্বর মাসের দ্বিতীয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ প্রদান কর্মসূচি পালিত হলো ১৮ শে ডিসেম্বর, ২০২৩, সোমবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের রামমোহন এভিনিউ এর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে।
যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ।
আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি🙏🙏🙏
আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সম্পাদক ও কার্যকরী সমিতির সদস্যদের প্রতি , তাঁরা তাঁদের আশ্রমে প্রতিমাসে একটি করে হেল্থ ক্যাম্প করার সুযোগ করে দিয়েছেন বলে🙏🙏🙏
দুর্গাপুর আগ্রহ'র পরবর্তী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের কর্মসূচি :
তারিখ : ২৭ শে ডিসেম্বর , ২০২৩, বুধবার
স্থান : এস. এন. ব্যানার্জি রোডের বিধান স্পোর্টিং ক্লাবে ( কুড়ুরিয়া ডাঙ্গাল মোড় )
সময়: দুপুর একটা থেকে দুপুর চারটে
"বহুরূপে সম্মুখে তোমার
ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর ?
জীবে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর ।"
দুর্গাপুর আগ্রহ'র পরবর্তী সেবা কাজের কর্মসূচী :
স্বর্গীয়া সমাজসেবী শ্রীমতী অর্চনা চ্যাটার্জীর স্মৃতিতে আগামী ২০ ডিসেম্বর, ২০২৩, বুধবার ১০০ জন শিশুর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দারা আদিবাসী গ্রামের 'ভারতী বিদ্যালয়' এ ।
ব্যবস্থাপনা : স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি, দুর্গাপুর
দুর্গাপুর আগ্রহ'র পরবর্তী কর্মসূচি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আগামী ১৮ ই ডিসেম্বর, ২০২৩, সোমবার :
দুর্গাপুর ইস্পাত কারখানার 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি' ( CSR ) বিভাগের উদ্যোগে এবং অর্থ সাহায্যে ও দুর্গাপুর আগ্রহর পরিচালনায় এটি এই পর্বের ২য় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান শিবির ।
এই শিবির সম্পূর্ণভাবেই দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, যাঁরা কোনো জায়গা থেকে কোনো চিকিৎসার সুবিধা ও সুযোগ পান না।
এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরগুলোতে বিনা পয়সায় চিকিৎসা তো হয় ই, বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
এইসব অঞ্চলে যাঁরা বাড়িতে বাড়িতে কাজ করেন, বাগানের কাজ করেন, টোটো অটো চালান, বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন ক্যাটারারের অধীনে কাজ করেন, সেই সমস্ত মানুষের জন্য এই স্বাস্থ্য শিবির।
এই শিবিরে দেখাতে গেলে আধার কার্ডের জেরক্স আনতেই হবে। আর যাঁদের বিপিএল কার্ড আছে, সেই কার্ডের জেরক্সও সঙ্গে আনতে হবে।
স্বাস্থ্য শিবিরের তারিখ : ১৮ ই ডিসেম্বর , ২০২৩ , সোমবার
স্বাস্থ্য শিবিরের স্থান : রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম , রামমোহন এভিনিউ, এ জোন, দুর্গাপুর স্টিল টাউনশিপ, দুর্গাপুর - ৪
সময় : দুপুর ১.০০ থেকে ৪.০০
দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগের উদ্যোগে ও অর্থ সাহায্যে এবং দুর্গাপুর আগ্রহ পরিচালিত ডিসেম্বর মাসের প্রথম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ প্রদান কর্মসূচি পালিত হলো আজ অর্থাৎ ৮ ই ডিসেম্বর, ২০২৩, শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের Tagore Avenue এর 'ফাইন আর্টস ক্লাব'এ ।
যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ।
আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি🙏🙏🙏
আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি ফাইন আর্টস ক্লাবের সম্পাদক ও কার্যকরী সমিতির সদস্যদের প্রতি , তাঁরা তাঁদের ক্লাবে প্রতিমাসে একটি করে হেল্থ ক্যাম্প করার সুযোগ করে দিয়েছেন বলে🙏🙏🙏
দুর্গাপুর আগ্রহ'র পরবর্তী কর্মসূচি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ৮ ই ডিসেম্বর, ২০২৩, শুক্রবার :
দুর্গাপুর ইস্পাত কারখানার 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি' ( CSR ) বিভাগের উদ্যোগে এবং অর্থ সাহায্যে ও দুর্গাপুর আগ্রহর পরিচালনায় এটি এই পর্বের ২য় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান শিবির ।
এই শিবির সম্পূর্ণভাবেই দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, যাঁরা কোনো জায়গা থেকে কোনো চিকিৎসার সুবিধা ও সুযোগ পান না।
এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরগুলোতে বিনা পয়সায় চিকিৎসা তো হয় ই, বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
এইসব অঞ্চলে যাঁরা বাড়িতে বাড়িতে কাজ করেন, বাগানের কাজ করেন, টোটো অটো চালান, বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন ক্যাটারারের অধীনে কাজ করেন, সেই সমস্ত মানুষের জন্য এই স্বাস্থ্য শিবির।
এই শিবিরে দেখাতে গেলে আধার কার্ডের জেরক্স আনতেই হবে। আর যাঁদের বিপিএল কার্ড আছে, সেই কার্ডের জেরক্সও সঙ্গে আনতে হবে।
স্বাস্থ্য শিবিরের তারিখ : ৮ ই ডিসেম্বর , ২০২৩ , শুক্রবার
স্বাস্থ্য শিবিরের স্থান : ফাইন আর্টস ক্লাব, টেগোর এভিনিউ, এ জোন, দুর্গাপুর স্টিল টাউনশিপ, দুর্গাপুর - ৪
সময় : দুপুর ১.০০ থেকে ৪.০০
দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে ও অর্থ সাহায্যে দুর্গাপুর আগ্রহ পরিচালিত নতুন পর্বের প্রথম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ প্রদান কর্মসূচি পালিত হলো ২৯ শে নভেম্বর, ২০২৩, বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের S.N.Banerjee Road এর কুরুড়িয়া ডাঙাল মোড়ে 'বিধান স্পোর্টিং ক্লাব'এ ।
যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ ।
আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি🙏🙏🙏
আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বিধান স্পোর্টিং ক্লাবের সম্পাদক ও কার্যকরী সমিতির সদস্যদের প্রতি , তাঁরা তাঁদের ক্লাবে প্রতিমাসে একটি করে হেল্থ ক্যাম্প করার সুযোগ করে দিয়েছেন বলে🙏🙏🙏
দুর্গাপুর আগ্রহর পরবর্তী কর্মসূচি বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবির ।
২৯ শে নভেম্বর , ২০২৩, বুধবার
এস. এন. ব্যানার্জী রোড
দুর্গাপুর ইস্পাত কারখানার 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি' ( CSR ) বিভাগের উদ্যোগে এবং অর্থ সাহায্যে ও দুর্গাপুর আগ্রহর পরিচালনায় এটি এই পর্বের ১ম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান শিবির ।
এই শিবির সম্পূর্ণভাবেই দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, যাঁরা কোনো জায়গা থেকে কোনো চিকিৎসার সুবিধা ও সুযোগ পান না।
এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরগুলোতে বিনা পয়সায় চিকিৎসা তো হয় ই, বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
এইসব অঞ্চলে যাঁরা বাড়িতে বাড়িতে কাজ করেন, বাগানের কাজ করেন, টোটো অটো চালান, বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন ক্যাটারারের অধীনে কাজ করেন, সেই সমস্ত মানুষের জন্য এই স্বাস্থ্য শিবির।
এই শিবিরে দেখাতে গেলে আধার কার্ডের জেরক্স আনতেই হবে। আর যাঁদের বিপিএল কার্ড আছে, সেই কার্ডের জেরক্সও সঙ্গে আনতে হবে।
স্বাস্থ্য শিবিরের তারিখ : ২৯ শে নভেম্বর, ২০২৩ , বুধবার
স্বাস্থ্য শিবিরের স্থান : বিধান স্পোর্টিং ক্লাব , এস এন ব্যানার্জি রোড, এ জোন , দুর্গাপুর ৪ ( কুরুড়িয়া ডাঙ্গাল মোড় )
সময় : দুপুর ১.০০ থেকে ৪.০০
দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে ও অর্থ সাহায্যে দুর্গাপুর আগ্রহ পরিচালিত এই পর্বের নভেম্বর মাসের দ্বিতীয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ প্রদান কর্মসূচি পালিত হলো আজ অর্থাৎ ২৪ শে নভেম্বর, ২০২৩, শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের রামমোহন এভিনিউ এর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে।
যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ।
আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি🙏🙏🙏
আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সম্পাদক ও কার্যকরী সমিতির সদস্যদের প্রতি , তাঁরা তাঁদের আশ্রমে প্রতিমাসে একটি করে হেল্থ ক্যাম্প করার সুযোগ করে দিয়েছেন বলে🙏🙏🙏
দুর্গাপুর আগ্রহ'র পরবর্তী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের কর্মসূচি :
তারিখ : ২৯ শে নভেম্বর , ২০২৩, বুধবার
স্থান : এস. এন. ব্যানার্জি রোডের বিধান স্পোর্টিং ক্লাবে ( কুড়ুরিয়া ডাঙ্গাল মোড় )
সময়: দুপুর একটা থেকে দুপুর চারটে
দুর্গাপুর আগ্রহর পরবর্তী কর্মসূচি :
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
আগামীকাল অর্থাৎ ২৪ শে নভেম্বর, ২০২৩, শুক্রবার :
দুর্গাপুর ইস্পাত কারখানার 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি' ( CSR ) বিভাগের উদ্যোগে এবং অর্থ সাহায্যে ও দুর্গাপুর আগ্রহর পরিচালনায় এটি এই পর্বের ২য় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান শিবির ।
এই শিবির সম্পূর্ণভাবেই দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, যাঁরা কোনো জায়গা থেকে কোনো চিকিৎসার সুবিধা ও সুযোগ পান না বা চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা নেই।
এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরগুলোতে বিনা পয়সায় চিকিৎসা তো হয় ই, বিনামূল্যে ভালো ভালো ওষুধও দেওয়া হয়।
এইসব অঞ্চলে যাঁরা বাড়িতে বাড়িতে কাজ করেন, বাগানের কাজ করেন, টোটো অটো চালান, বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন ক্যাটারারের অধীনে কাজ করেন, সেই সমস্ত আর্থিক অসচ্ছল মানুষের জন্য এই স্বাস্থ্য শিবির।
এই শিবিরে দেখাতে গেলে আধার কার্ডের জেরক্স আনতেই হবে। আর যাঁদের বিপিএল কার্ড আছে, সেই কার্ডের জেরক্সও সঙ্গে আনতে হবে।
স্বাস্থ্য শিবিরের তারিখ : ২৪ শে নভেম্বর , ২০২৩ , শুক্রবার
স্বাস্থ্য শিবিরের স্থান : রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, রামমোহন এভিনিউ, এ জোন, দুর্গাপুর স্টিল টাউনশিপ, দুর্গাপুর - ৪
সময় : দুপুর ১.০০ থেকে ৪.০০
দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে ও অর্থ সাহায্যে দুর্গাপুর আগ্রহ পরিচালিত নতুন পর্বের নভেম্বর মাসের প্রথম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ প্রদান কর্মসূচি পালিত হলো আজ অর্থাৎ ১৭ ই নভেম্বর, ২০২৩, শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের Tagore Avenue এর 'ফাইন আর্টস ক্লাব'এ ।
যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ।
আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি🙏🙏🙏
আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি ফাইন আর্টস ক্লাবের সম্পাদক ও কার্যকরী সমিতির সদস্যদের প্রতি , তাঁরা তাঁদের ক্লাবে প্রতিমাসে একটি করে হেল্থ ক্যাম্প করার সুযোগ করে দিয়েছেন বলে🙏🙏🙏
দুর্গাপুর আগ্রহর পরবর্তী কর্মসূচি বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবির । আগামীকাল অর্থাৎ ১৭ই নভেম্বর, ২০২৩, শুক্রবার :
দুর্গাপুর ইস্পাত কারখানার 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি' ( CSR ) বিভাগের উদ্যোগে এবং অর্থ সাহায্যে ও দুর্গাপুর আগ্রহর পরিচালনায় এটি এই পর্বের ২য় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান শিবির ।
এই শিবির সম্পূর্ণভাবেই দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, যাঁরা কোনো জায়গা থেকে কোনো চিকিৎসার সুবিধা ও সুযোগ পান না।
এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরগুলোতে বিনা পয়সায় চিকিৎসা তো হয় ই, বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
এইসব অঞ্চলে যাঁরা বাড়িতে বাড়িতে কাজ করেন, বাগানের কাজ করেন, টোটো অটো চালান, বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন ক্যাটারারের অধীনে কাজ করেন, সেই সমস্ত মানুষের জন্য এই স্বাস্থ্য শিবির।
এই শিবিরে দেখাতে গেলে আধার কার্ডের জেরক্স আনতেই হবে। আর যাঁদের বিপিএল কার্ড আছে, সেই কার্ডের জেরক্সও সঙ্গে আনতে হবে।
স্বাস্থ্য শিবিরের তারিখ : ১৭ ই নভেম্বর , ২০২৩ , শুক্রবার
স্বাস্থ্য শিবিরের স্থান : ফাইন আর্টস ক্লাব, টেগোর এভিনিউ, এ জোন, দুর্গাপুর স্টিল টাউনশিপ, দুর্গাপুর - ৪
সময় : দুপুর ১.০০ থেকে ৪.০০
শুভ দীপাবলি উপলক্ষ্যে দুর্গাপুর আগ্রহ'র পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে ও অর্থ সাহায্যে দুর্গাপুর আগ্রহ পরিচালিত নতুন পর্বের প্রথম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ঔষধ প্রদান কর্মসূচি পালিত হলো ৩০ শে অক্টোবর, ২০২৩, সোমবার দুর্গাপুর ইস্পাত কারখানার শিল্পাঞ্চলের এ-জোনের S.N.Banerjee Road এর কুরুড়িয়া ডাঙাল মোড়ে 'বিধান স্পোর্টিং ক্লাব'এ ।
যাঁরা কোন জায়গা থেকে চিকিৎসার সুযোগ পান না, শুধুমাত্র তাঁদের জন্যই এই স্বাস্থ্য শিবিরের সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন দুর্গাপুর ইস্পাত কারখানার CSR বিভাগ ।
আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি🙏🙏🙏
আর আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বিধান স্পোর্টিং ক্লাবের সম্পাদক ও কার্যকরী সমিতির সদস্যদের প্রতি , তাঁরা তাঁদের ক্লাবে প্রতিমাসে একটি করে হেল্থ ক্যাম্প করার সুযোগ করে দিয়েছেন বলে🙏🙏🙏
দুর্গাপুর আগ্রহর পরবর্তী কর্মসূচি বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবির । আগামী ৩০ শে অক্টোবর , ২০২৩, সোমবার :
দুর্গাপুর ইস্পাত কারখানার 'কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি' ( CSR ) বিভাগের উদ্যোগে এবং অর্থ সাহায্যে ও দুর্গাপুর আগ্রহর পরিচালনায় এটি এই পর্বের ১ম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান শিবির ।
এই শিবির সম্পূর্ণভাবেই দুঃস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, যাঁরা কোনো জায়গা থেকে কোনো চিকিৎসার সুবিধা ও সুযোগ পান না।
এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরগুলোতে বিনা পয়সায় চিকিৎসা তো হয় ই, বিনামূল্যে ওষুধও দেওয়া হয়।
এইসব অঞ্চলে যাঁরা বাড়িতে বাড়িতে কাজ করেন, বাগানের কাজ করেন, টোটো অটো চালান, বিভিন্ন দোকানে কাজ করেন, বিভিন্ন ক্যাটারারের অধীনে কাজ করেন, সেই সমস্ত মানুষের জন্য এই স্বাস্থ্য শিবির।
এই শিবিরে দেখাতে গেলে আধার কার্ডের জেরক্স আনতেই হবে। আর যাঁদের বিপিএল কার্ড আছে, সেই কার্ডের জেরক্সও সঙ্গে আনতে হবে।
স্বাস্থ্য শিবিরের তারিখ : ৩০ শে অক্টোবর , ২০২৩ , সোমবার
স্বাস্থ্য শিবিরের স্থান : বিধান স্পোর্টিং ক্লাব , এস এন ব্যানার্জি রোড, এ জোন , দুর্গাপুর ৪ ( কুরুড়িয়া ডাঙ্গাল মোড় )
সময় : দুপুর ১.০০ থেকে ৪.০০
দুর্গাপুর আগ্রহ'র পক্ষ থেকে সকল সদস্য, অতিথি সদস্য, স্বেচ্ছাসেবী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।
।। চললো উমা কৈলাশে ।।
- অরিতা চ্যাটার্জী ( সদস্য )
চললো উমা কৈলাশে
বিষাদ ঘনায় মনে
"আসছে বছর এসো মাগো"
বলছে জনে জনে।
অপেক্ষায় থাকবো আমরা
একটি বছর ধরে
যাবার বেলায় আশীষ দিও,
দিও আঁচল ভ'রে।
কাটে যেন সারা বছর
আনন্দেরই গানে
থাকুক হাসি, আসুক খুশি
সব মানুষের প্রাণে।
শুভ বিজয়া
অরিতা
আসন্ন দূর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে ৫০০ শিশুর মুখে হাসি ফোটাতে দুর্গাপুর আগ্রহ তাদের মধ্যে নতুন জামা বিতরণের যে ৫ দিন ব্যাপি কর্মসূচি গ্রহণ করেছিল, তার পঞ্চম ও শেষ কর্মসূচি ছিল আজ অর্থাৎ
১২ই অক্টোবর, ২০২৩, বুধবার।
স্থান : কাঁঠালডাঙা, শিবপুর
আজকের কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির সদস্যরা। দুর্গাপুর আগ্রহর পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।
এই বৃহৎ কর্মসূচি রূপায়ণে যে সব সদস্যরা, অতিথি সদস্যরা এবং শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে এসে দুর্গাপুর আগ্রহর প্রতি তাঁদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য দুর্গাপুর আগ্রহ সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আগামী দিনেও তাঁরা সবাই এভাবেই দুর্গাপুর আগ্রহর পাশে এই ভাবেই থাকবেন, এই কামনা করি।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ঈশ্বরের কৃপায় পাঁচ দিনের এই বৃহৎ কর্মসূচি খুবই সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছে।
🙏🙏🙏🙏🙏🙏
আসন্ন দূর্গাপূজা , ২০২৩ উপলক্ষ্যে ৫০০ শিশুকে নতুন জামা বিতরণের চতুর্থ কর্মসূচি:
১১ই অক্টোবর, ২০২৩, মঙ্গলবার
স্থান : স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি , বিদ্যাসাগরের অভিনিউ, দুর্গাপুর-৫
দুর্গাপুর আগ্রহর আসন্ন দুর্গাপূজো 2023 উপলক্ষে ৫০০ জন শিশুকে নতুন জামা দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর যে কর্মসূচি আগ্রহ নিয়েছে, তার পরবর্তী এবং শেষ কর্মসূচি ১২ ই অক্টোবর, ২০২৩, বৃহস্পতিবার
স্থান: কাঁঠালডাঙ্গা, শিবপুর
আসন্ন দূর্গাপূজা , ২০২৩ উপলক্ষ্যে শিশুদের নতুন জামা বিতরণের তৃতীয় কর্মসূচি:
১০ ই অক্টোবর, ২০২৩, মঙ্গলবার
ষষ্ঠ ICDS Centre : মোলডাঙ্গা, মলানদীঘি
আসন্ন দূর্গাপূজা , ২০২৩ উপলক্ষ্যে শিশুদের নতুন জামা বিতরণের তৃতীয় কর্মসূচি:
১০ ই অক্টোবর, ২০২৩, মঙ্গলবার
পঞ্চম ICDS Centre : আকন্দারা হাজরা পাড়া
আসন্ন দূর্গাপূজা , ২০২৩ উপলক্ষ্যে শিশুদের নতুন জামা বিতরণের তৃতীয় কর্মসূচি:
১০ ই অক্টোবর, ২০২৩, মঙ্গলবার
চতুর্থ ICDS Centre : আকন্দারা মুসলিম পাড়া
আসন্ন দূর্গাপূজা , ২০২৩ উপলক্ষ্যে শিশুদের নতুন জামা বিতরণের তৃতীয় কর্মসূচি:
১০ ই অক্টোবর, ২০২৩, মঙ্গলবার
তৃতীয় ICDS Centre : আকন্দারা রুইদাস পাড়া
আসন্ন দূর্গাপূজা , ২০২৩ উপলক্ষ্যে শিশুদের নতুন জামা বিতরণের তৃতীয় কর্মসূচি:
১০ ই অক্টোবর, ২০২৩, মঙ্গলবার
দ্বিতীয় ICDS Centre : আকন্দারা বাউরি পাড়া
আসন্ন দূর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে দুর্গাপুর আগ্রহ আয়োজিত ৫০০ জন শিশুকে নতুন জামা বিতরণের তৃতীয় কর্মসূচি :
আসন্ন দুর্গাপুজো ২০২৩ উপলক্ষ্যে দুর্গাপুর আগ্রহ আয়োজিত দুঃস্থ শিশুদের নতুন জামা বিতরণের তৃতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে পালিত হলো ১০ ই অক্টোবর, ২০২৩ এ । এই দিন মোট ২১০ জন শিশুকে নতুন জামা বিতরণ করা হলো আকন্দারা ও মলানদীঘির ৬ টি ICDS Centre এ।
এই ছটি আইসিডিএস সেন্টার হল : আকন্দারা আদিবাসী পাড়া, আকন্দারা বাউরি পাড়া, আকন্দারা রুইদাস পাড়া, আকন্দারা মুসলিম পাড়া, আকন্দারা হাজরা পাড়া ও মলানদীঘির মোলডাঙ্গা আদিবাসী পাড়া।
এই বছর দুর্গাপুজো উপলক্ষ্যে মোট ৫০০ জন দুঃস্থ শিশুকে নতুন জামা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে দুর্গাপুর আগ্রহর পক্ষ থেকে।
এই ৫০০ জন শিশুকে জামা কাপড় দেওয়ার ব্যাপারে যাঁরা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সব সদস্য, অতিথি সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের দুর্গাপুরের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা রাখি ভবিষ্যতেও তাঁরা সবাই এরকম ভাবেই দুর্গাপুর আগ্রহের পাশে থাকবেন ।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
দুর্গাপুর আগ্রহ আয়োজিত নতুন জামা বিতরণের পরবর্তী কর্মসূচি আগামীকাল অর্থাৎ ১১ই অক্টোবর, ২০২৩, বুধবার স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতিতে । ওখানে মোট ৪১ জন শিশুকে নতুন জামা দেওয়া হবে। এইসঙ্গে ৮ জন সেবিকা মা ও ২ জন সেবিকা বোনকে নতুন শাড়ি ও কুর্তি, সালোয়ার দেওয়া হবে।
প্রতিটি ICDS Centre এর ছবি আমরা আলাদা ভাবে দিচ্ছি।
প্রথম ICDS Centre : আকন্দারা আদিবাসী পাড়া
আসন্ন দূর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে দুর্গাপুর আগ্রহ আয়োজিত ৫০০ জন শিশুকে নতুন জামা বিতরণের তৃতীয় কর্মসূচি :
দুর্গাপুর আগ্রহর পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে ৫০০ শিশুকে জামাকাপড় বিতরণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার দ্বিতীয় দিন ছিল ৯ ই অক্টোবর, ২০২৩, সোমবার । এই দিন এম এ এম সির ত্রিনাথ আশ্রমে ৪০ জন শিশুকে নতুন জামা ও পাঁচজন সেবিকা মা'কে নতুন শাড়ি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০৮ থানা পতি শ্রী রঞ্জিতানন্দ জী মহারাজ , আরো অনেক পরম শ্রদ্ধেয় মহারাজেরা। এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর ভিডিও শ্রীমতী মহাশ্বেতা বিশ্বাস, সমাজসেবী শ্রী সুদেব রায় মহাশয়, সমাজসেবী শ্রী অরবিন্দ মুখার্জি, সমাজসেবী শ্রীমতী চিন্ময়ী বিশ্বাস ও কমনওয়েলথ গেমস এ স্বর্ণপদক বিজয়ী শ্রীমতী সীমা দত্ত চ্যাটার্জী।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রদ্ধেয় শ্রী রাজীব ঘাঁটি মহাশয়।
আশ্রমের পক্ষ থেকে কুড়ি জন শিশুকে নতুন জামা ও আশেপাশের অঞ্চলের ২০০ জন দুঃস্থ মহিলাকে নতুন শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠান খুবই সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়।
দুর্গাপুর আগ্রহর পরবর্তী কর্মসূচি ১০ ই অক্টোবর,২০২৩ মঙ্গলবার। এই দিন ২১০ টি শিশুকে নতুন জামান প্রদান করা হবে।
স্থান : আকন্দারা ও মলানদীঘির ৬ টি আইসিডিএস সেন্টার
সময় : সকাল ১০.০০টা
আসন্ন দূর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে দুর্গাপুর আগ্রহ আয়োজিত ৫০০ জন শিশুকে নতুন জামা বিতরণের দ্বিতীয় কর্মসূচি :
আগামীকাল অর্থাৎ ৯ ই অক্টোবর, ২০২৩, সোমবার এম এ এম সি'র ত্রিনাথ আশ্রমে চল্লিশটি শিশুকে নতুন জামা ও পাঁচজন সেবিকা মা'কে শাড়ি দেওয়া হবে ।
সময় : দুপুর বারোটা
দুর্গাপুর আগ্রহ পরিচালিত ইছাপুরের কর্মকার পাড়ার সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সফল পরীক্ষার্থীদের শংসাপত্র ও আই ডি কার্ড প্রদান এর কর্মসূচি পালিত হয় ৪ঠা অক্টোবর, ২০২৩ ইছাপুরের কাঁঠালতলা পাড়ায়।
সফল পরীক্ষার্থীদের প্রত্যেকের হাতে শংসাপত্র ও আইডি কার্ড তুলে দেন দুর্গাপুর আগ্রহর সদস্যরা ও শুভাকাঙ্ক্ষী শ্রী কল্যাণ রায় চৌধুরী।
মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন , সেই কথা মাথায় রেখেই দুর্গাপুর আগ্রহ এই অঞ্চলের মহিলাদের সেলাই প্রশিক্ষণের ক্লাস শুরু করে।
সফল পরীক্ষার্থীদের প্রতি দুর্গাপুর আগ্রহর সব সদস্যর পক্ষ থেকে আন্তরিক শুভকামনা রইল।
আসন্ন দুর্গাপুজো ২০২৩ উপলক্ষ্যে দুর্গাপুর আগ্রহ আয়োজিত দুঃস্থ শিশুদের নতুন জামা বিতরণের প্রথম কর্মসূচি সুষ্ঠুভাবে পালিত হলো ৪ঠা অক্টোবর, ২০২৩ এ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে । এই দিন মোট ১০০ জন শিশুকে নতুন জামা বিতরণ করা হলো।
এই বছর দুর্গাপুজো উপলক্ষ্যে মোট ৫০০ জন দুঃস্থ শিশুকে নতুন জামা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে দুর্গাপুর আগ্রহর পক্ষ থেকে।
৪ ঠা অক্টোবর,২০২৩ ছিল বিতরণের প্রথম দিন ।
এই দিন প্রথমে শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ করা হলো সরপি বাদ্যকর পাড়ায় সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে (ICDS Centre)।
তারপর শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ করা হলো সরপি নেতাজী যুব ওয়েলফেয়ার সোসাইটির ক্লাব ঘরে । এখানে আশেপাশের অঞ্চলের শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন জামা ।
এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যে এত সুষ্ঠুভাবে সবকিছু সুসম্পন্ন হলো, তা শুধু ঈশ্বরের কৃপায় ।
🙏🙏🙏
ওখানকার দুটি জায়গার ব্যবস্থাপনায় যাঁরা ছিলেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই । আর ধন্যবাদ জানাই শ্রী কল্যাণ রায় চৌধুরীকে, যাঁর উদ্যোগেই এই কর্মসূচি সফল হয়েছে ।
৫০০ জন শিশুকে জামা কাপড় দেওয়ার ব্যাপারে যাঁরা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেই সব সদস্য, অতিথি সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের দুর্গাপুরের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা রাখি ভবিষ্যতেও তাঁরা সবাই এরকম ভাবেই দুর্গাপুর আগ্রহের পাশে থাকবেন ।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
দুর্গাপুর আগ্রহ আয়োজিত নতুন জামা বিতরণের পরবর্তী কর্মসূচি আগামী ১০ই অক্টোবর, ২০২৩ আকন্দারা ও মলানদিঘির ৬ টি ICDS Centre এ । ওখানে মোট ২১০ জন শিশুকে নতুন জামা দেওয়া হবে
দুর্গাপুর আগ্রহ আসন্ন দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে ৫০০ জন শিশুর মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে অনেকগুলি কর্মসূচি নিয়ে।
আগামীকাল অর্থাৎ ৪ ঠা অক্টোবর ২০২৩, বুধবার দুর্গাপুর আগ্রহর প্রথম কর্মসূচি :
১) শিশুদের নতুন জামা বিতরণ -
স্থান : সরপি বাদ্যকর পাড়া ICDS Centre ও সরপি যুব নেতাজি ওয়েলফেয়ার সোসাইটি, সরপি, ইছাপুর গ্রাম পঞ্চায়েত
সময় : দুপুর ২.০০ টো
২) দুর্গাপুর আগ্রহ পরিচালিত সেলাই প্রশিক্ষণের পরীক্ষার সফল পরীক্ষার্থীদের সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ
স্থান: কাঁঠালতলা পাড়া, ইছাপুর, ইছাপুর গ্রাম পঞ্চায়েত
সময় : বিকাল ৪.০০ টে
সবাইকে শেয়ার করার অনুরোধ জানাই 🙏
সবার কাছে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন 🙏🙏🙏।
যদি ৫০০ টা বাচ্চাকে আমরা পুজোর সময় নতুন জামা দিতে পারি, তবে সেটাই হবে আমাদের ঈশ্বর সেবার কাজ এবং মা দুর্গার যথার্থ আরাধনা 🙏🙏🙏।
যাঁদের পক্ষে সম্ভব, তাঁরা ইচ্ছে করলে একাধিক বাচ্চার জামার দায়িত্ব নিতে পারেন, যেমন অনেকেই প্রতিবার নিয়ে থাকেন ।🙏🙏🙏
দুর্গাপুর আগ্রহর পরিচালনায় দুটো সেলাইয়ের ক্লাস চলছে সুন্দর ভাবে । প্রথম ক্লাসটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে এবং দ্বিতীয় টা জুন মাস থেকে। দুটো ক্লাসে মোট ৩০ জন মহিলা সেলাই প্রশিক্ষণ নিচ্ছে একজন উপযুক্ত শিক্ষিকার তত্ত্বাবধানে । আনন্দের খবর যে আরো ১৫ জন মহিলা সেলাই প্রশিক্ষণের জন্য নাম লিখিয়েছেন দুর্গাপুর আগ্রহ র কাছে।
বিদ্যাসাগর
অরিতা চ্যাটার্জী ( দুর্গাপুর আগ্রহর সদস্য )
পরিচয় করিয়েছিলে বর্ণ সাথে
নারীর হাতেও দিয়েছিলে বর্ণের মশাল
পথ চিনে এগিয়ে যেতে
সেই কালো বর্ণ আলো এনে দিলো নারীর জীবনে
কুসংস্কারের পাকে পাকে জড়িয়ে থাকা সমাজে
প্রচন্ড আঘাত হানলে
সাদা থান, একবেলা আহার আর একাদশী থেকে মুক্তি দিতে চাইলে নারীকে
দিতে চাইলে রঙিন জীবন
পুতুল খেলার বয়সে বন্ধ করলে বিবাহ
বড় কঠিন ছিল এইসব
সমাজ তোমায় ধিক্কার দিয়েছে, প্রতিরোধ করেছে
তোমার অনমনীয় মেরুদন্ড
তোমার উন্নত শির কখনো করো কাছে নত হয়নি
এমন কি ব্রিটিশদের কাছেও নয়।
দীন দুঃখী মানুষের মাথার ছাতা ছিলে তুমি
তাইতো তুমি দয়ার সাগর
এই সাগরে কতজন সাঁতার কেটেছে
পৃথিবীর তিন ভাগ জল
নদী,সাগর, মহাসাগরে ভরা
সবার শ্রেষ্ঠ সাগর তুমি
হে বিদ্যাসাগর, দয়ার সাগর
প্রণাম জানাই।