Sabit's cake house

Sabit's cake house

হোমমেড কেক, বেকারী অনলাইন শপ

20/07/2023

আজকের অর্ডারের কেক টা।বাড়িতে আসার পর এটায় প্রথম অর্ডার আলহামদুলিল্লাহ।

02/05/2023

একটি স্নিগ্ধ কেক।

Photos from Sabit's cake house's post 02/05/2023

রোজার আগ থেকে পেইজে সময় দিতে পারি নাই।এর পর ঈদের ছুটি কাটিয়ে বাসায় এসে সবকিছু গুছিয়ে নিতে আরো কয়েকদিন কেটে গেলো।এখন আবার আগের মত একটিভ থাকবো ইনশাআল্লাহ।

08/03/2023

আজকেরটা বাসার জন্য বানালাম।আমার ছেলে কেক বানানো দেখেই জিগ্যেস করছে, "আম্মু কেকটা অন্যরা নিয়ে যাবে না? আমি বললাম না বাবা এটা তোমার জন্যেই বানাইছি।" অনেককে নিতে দেখে তো তাই ভাবছে আজকেও নিয়ে যাবে।

03/03/2023

পুরুষের বাম পাশের হাড় দিয়ে তার স্ত্রী তৈরি হয়েছে , এ কথা কি সত্য?

সব নারীরাই কি পুরুষের বাম পাজর হতে সৃষ্টি নাকি কেবল মা হাওয়াই ছিলেন আদম (আঃ) এর বাম পাজর হতে সৃষ্টি?

উত্তরঃ

এটা সত্য এবং তা সহী হাদীস দ্বারা প্রমাণিত। তবে এটা হচ্ছে রুপক অর্থে। আর এটাই হচ্ছে এই হাদীসের সঠিক ব্যাখ্যা।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّالْمَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ لَنْ تَسْتَقِيمَ لَكَ عَلَى طَرِيقَةٍ، فَإِنِ اسْتَمْتَعْتَ بِهَا اسْتَمْتَعْتَ بِهَا وَبِهَا عِوَجٌ، وَإِنْ ذَهَبْتَ تُقِيمُهَا، كَسَرْتَهَا وَكَسْرُهَا طَلَاقُهَا

হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) ইরশাদ করেছেন, নারীকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। সে তোমার জন্য কখনোই সোজা হবে না। তার দ্বারা কাজ আদায় করতে হলে এই বাঁকা অবস্থায়ই আদায় করতে হবে। এটি সোজা করতে গেলে ভেঙ্গে যাবে। ভাঙ্গার অর্থ হল তালাক ঘটে যাওয়া। {সহীহ মুসলিম ১৪৬৮}

হাদিসে নারীদের পাজরের হাড় দ্বারা তৈরীর কথা এসেছে। কিন্তু কার পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে? তা হাদীসে বর্ণিত হয়নি।

সুতরাং না বুঝার কারণে অনেকে মনে করেন, স্বামীর পাজরের হাড় দিয়ে স্ত্রীকে তৈরী করা হয়েছে।

একথাটি সম্পূর্ণ গলদ। একথার কোন ভিত্তি নেই।

হ্যাঁ, হযরত হাওয়া (আঃ) কে হযরত আদম (আঃ) এর পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। একথা সত্য। কিন্তু এর মানে সকল স্ত্রীলোককে তার স্বামীর পাজরের হাড় দিয়ে তৈরী করার দাবীটি অযৌক্তিক ও বানোয়াট।

একেতো এর পক্ষে কোন দলীল নেই। দ্বিতীয়ত এটি যুক্তিহীন কথা। কারণ, যে সকল মেয়ে বাচ্চা শিশুকালেই মারা গেছে, বা বিবাহ ছাড়াই মারা গেছে, তাদের কার হাড় দিয়ে তৈরী করা হল?

তাদেরতো স্বামীই ছিল না দুনিয়াতে। তাহলে?

সুতরাং স্বামীর পাজরের হাড় দিয়ে তৈরী করা হয়েছে স্ত্রীদের এ দাবীটিই যেহেতু ভুল। তাই আপনার উপরোক্ত প্রশ্নেরই আর কোন যৌক্তিকতা বাকি থাকে না।

তাহলে উক্ত হাদিসটির ব্যাখ্যা কী?

হাদীসে যে পাজরের হাড় দিয়ে তৈরীর যে কথা বলা হয়েছে। এর দ্বারা দু’টি উদ্দেশ্য হতে পারে। যথা-

১. এটি কেবলি একটি উপমা। সত্যিই পাজরের হাড় দ্বারা তৈরী হওয়া উদ্দেশ্য নয়। নারীদের একটি সৌন্দর্য হল, তারা সাধারণতঃ একটু কথায় আচরণে বাঁকা স্বভাবের হয়ে থাকে। এটি সর্বক্ষেত্রে তাদের দোষ নয়। অনেক ক্ষেত্রেই সৌন্দর্য।

২. নারীরা বাবা আদম আঃ এর পাজরের হাড় দ্বারা তৈরী। স্বামীর পাজরের হাড় দ্বারা নয়। {তাকমিলা
ফাতহুল মুলহিম ১/১৩৭, ১৩৮, হাদিস নং ৩৬৩১}collected

03/03/2023

অর্ডারের ৪ পিস কাপকেক আলহামদুলিল্লাহ।

Photos from Sabit's cake house's post 02/03/2023

একটা সময় ছিলো যখন কেক কেনা হতো শুধু জন্মদিন / বিবাহ বার্ষিকী উদযাপনে।এখন সময় বদলে গেছে আলহামদুলিল্লাহ জন্মদিন ছাড়াও অনেকে কেক নিচ্ছে।পাশের বাসার ভাবী বাড়ি যাবে তাই এই ২ টা কেক নিছে।ওনি যেমন বলছে তেমনই করে দিছি।যেহেতু বাড়ির জন্য নিছে তাই বড় কেক নিছে।আমার কাছে বড় বক্স ছিলো না সেইজন্য টাব কেক টার ডিজাইন ভালো মত করতে পারি নাই।তবুও ওনি সন্তুষ্ট হয়েছেন।পরিশেষে এটাই বলবো কেক হোক পরিবারকে খুশি করার মাধ্যম।অতিথি আপ্যায়নের মাধ্যম। মিষ্টিমুখ করার মাধ্যম।

28/02/2023

আজকে ডেলিভারি দিলাম ৬ পিস কাপকেক আলহামদুলিল্লাহ।

Photos from Sabit's cake house's post 26/02/2023

আসসালামুআলাইকুম
কেকের মুল্য তালিকা দেওয়া হলোঃ
১.ভ্যনিলা স্পঞ্জ কেক =৫০০ টাকা( প্রতি পাউন্ড)
২.চকোলেট স্পঞ্জ কেক=৬৫০ টাকা
৩. অরেঞ্জ / লেমন কেক = ৫৫০ টাকা
৪.জার কেক =১৫০ টাকা( প্রতি জার)
৫.টাব কেক=৪০০ টাকা( প্রতি টাব)
৬.কাপ কেক=৩৫ টাকা পিস
৭.রেড ভেলভেট কেক= ১০০০ টাকা(প্রতি পাউন্ড)
অনলাইনে অর্ডার করা ১ম ৫ জনের জন্য থাকবে বিশেষ মুল্য ছাড় বা ১০০-২০০গ্রাম অতিরিক্ত ফ্রী।কাপ কেক সর্বনিম্ন ৪ পিস অর্ডার করতে হবে।জার কেক সর্বনিম্ন ২ পিস অর্ডার করতে হবে।
(পিক কালেক্টেড) এই সকল ডিজাইন করে দেওয়া যাবে।কাস্টমাইজড কেকে ৫০ টাকা এক্সট্রা চার্জ দিতে হবে।যাওয়া আসার ভাড়া অনুযায়ী ডেলিভারী চার্জ কাস্টমারকেই বহন করতে হবে নইলে নিজে এসে নিয়েও যেতে পারবেন।অর্ডার কনফার্ম করতে কিছু টাকা এডভান্স প্রেমেন্ট করতে হবে।

22/02/2023

আসসালামুআলাইকুম। পেইজ থেকে কোনো কমেন্ট করতে পারছি না কি একটা অবস্থা😥😥😥

18/02/2023

🌼🌼 একটা কথা মনে রাখবেন, শ্বশুর বাড়ি বা অন্য কোথাও কখনো কারো কথায় বা কাজে কষ্ট পেলে কাউকে বলবেন না।কাউকেই না।কোনো আপনজনকেই না। এমন কি যার থেকে কষ্ট পেয়েছেন তাকেও বুঝতে দেবেন না আপনি মনে আঘাত পেয়েছেন।

এই ভাবে চুপ থাকলে আপনার মনের মধ্যে একটা কষ্ট অনুভব হবে যেটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানবে না। ঠিক এই মুহূর্তের এই চুপ থেকে হাসি মুখে থাকা কষ্ট টাই আল্লাহ তায়ালা অনেক অনেক অনেক পছন্দ করেন।

আর এই সামান্য সবর এর কারনে আল্লাহ তায়ালা যে পরবর্তী তে আপনাকে এমন অলৌকিক ভাবে খুশি করে দেবেন যেটা আপনি চিন্তা ও করতে পারবেন না।দুনিয়াতেও আখেরাতেও। ইনশাআল্লাহ
🥰🥰🥰🥰

‼️‼️আর যদি অতিরিক্ত কষ্ট পান, বা কেউ জুলুম, অবিচার করে তাহলেও যতটা সম্ভব কাউকে কিছু না বলে শুধু আকাশের দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ তোমার বান্দার দ্বারা আমি কষ্ট পেয়েছি, নির্যাতিত হয়েছি। তোমার দিকে তাকিয়ে আমি তাকে মাফ করে দিলাম তুমি আমার অন্তরে প্রশান্তি দান করে আমাকে খুশি করে দাও।💝

এরকম একবার করেই দেখেন, মনে কতটা শান্তি অনুভব হয় নিজেই টের পাবেন। ইনশাআল্লাহ। 🌸

আল্লাহ তায়াল, কষ্ট পেলে আমাদের কে চুপ থাকার তৌফিক দান করুক।আমীন🌼
Collected
🌸🌸🌸

Photos from Sabit's cake house's post 12/02/2023

ছবিতে ভালো আসে নাই।কিন্তু সামনে থেকে খুব সুন্দর ৩০০+ গ্রামের এই ছোট্ট কিউট চকলেট স্পঞ্জ কেক টা।

10/02/2023
08/02/2023

Delivery done alhamdulillah

08/02/2023

আসসালামুআলাইকুম। আমরা যেসব কেক অর্ডার নিয়ে থাকি সেগুলো হলো
১.ভ্যানিলা স্পঞ্জ কেক
২. ভেনিলা ময়েস্ট কেক
৩.চকোলেট স্পঞ্জ কেক
৪.চকোলেট ময়েস্ট কেক
৫.পাউন্ড ফ্রুটস কেক
৬.কাপকেক
৭.রেড ভেলভেট কেক
৮.জার কেক
৯.অরেঞ্জ কেক
১০.লেমন কেক
কোনো মানুষের ছবি / প্রানীর প্রতিকৃতিতে ডেকোরেশন করা কেক এর অর্ডার নেওয়া হয় না।আপাতত ১০ টা আইটেমের কেক রাখছি সামনে আরো কিছু সংযুক্ত করবো ইনশাআল্লাহ।

08/02/2023

আজকের অর্ডারের কেক ছিলো এটা।ওজন ৭০০ গ্রাম।বাচ্চারা কেকের ক্রিমটা বেশি পছন্দ করে, আর সবাই ফুলের অংশের কেক খেতে চায়। তাই তাদের চাহিদা অনুযায়ী পুরো কেকটাই ফুল দিয়ে ভরা।

Photos from Sabit's cake house's post 04/02/2023

গতকালকের করা ২ টা কেক

27/01/2023

আসসালামুআলাইকুম
অনেকে মনে করেন বাজারে কেক এর দাম কম তাহলে বেশি দাম দিয়ে হোমমেড কেক কেনো নিব।সেক্ষেত্রে খুব সহজে বুঝিয়ে দেই, বাড়িতে আপনার মা বোনের রান্নার মত কি হোটেলের রান্না করা খাবার স্বাস্থ্যসম্মত হবে? আমরা নিজের সন্তানকে যেটা নিশ্চিতে খাওয়াতে পারবো সেটাই সেল করি।
এবার বলি দোকানের কেকগুলোর দাম হোমমেড গুলোর তুলনায় কম কেনো হয়। আর এটা অস্বাস্থ্যকর কেনো?
আমরা কেক করি হুইপড ক্রিম/ বাটার ক্রিম দিয়ে আর দোকানে করা হয় ডালডা দিয়ে।ডালডায় ১০ গুনের বেশি ট্রান্সফ্যাট থাকে যা ক্ষতিকর চর্বিজাতীয় খাবার।ট্রান্সফ্যাট রক্তে খারাপ কলেস্টেরলে বাড়িয়ে ভালো কোলেস্টেরল কমিয়ে দেয় যারফলে "হার্ট অ্যাটাক,মস্তিষ্কের স্ট্রোক,রক্তনালীর অসুখ,ডায়াবেটিস সহ নানাবিধ রোগের ঝুকি বাড়িয়ে দেয়।
আর যেখানে ডালডা সহজলভ্য দামে কম তাই কেকের দাম ও কম হয়।

19/01/2023

১। কমপক্ষে ২ দিন আগে অর্ডার করতে হবে।
২। ডেলিভারী চার্জ ক্রেতা বহন করবে।
৩। গাড়ি ভাড়া অনুযায়ী ডেলিভারী চার্জ নির্ধারিত হবে।
৪। অর্ডার কনফার্ম করতে ডেলিভারী চার্জ অগ্রীম প্রদান করতে হবে।
৫।কেকের ওপরে Happy birthday, Happy Anniversary এই সমস্ত লেখা হয় না।
৬। কোনো ছবি বা প্রানীর মুর্তি,পুতুল টাইপ কেক ডেকোরেশন করা হয় না।
৭।কোনো দিবস উপলক্ষে কেক না কিনে পরিজন দের মিষ্টি মুখ করাতে কেক কিনুন। কেক দেখতে যেমন আকর্ষনীয় খেতেও খুব মজাদার অতিথি আপ্যায়নেও নিতে পারেন।

19/01/2023

অর্ডার করতে ইনবক্স করুন

27/11/2022

১ পাউন্ড বার্থডে কেক সারপ্রাইজ হয়ে পৌছে গেলো গন্তব্যে।

22/11/2022

প্রথম বার যখন কেক ডেকোরেশন করছিলাম

22/11/2022

ভ্যানিলা ময়েস্ট কেক

Website

Address

Natore