Blood Bank Manikganj
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Blood Bank Manikganj, Blood bank, .
❤️ শুভ জন্মদিন প্রিয় ভাই ❤️
আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
শুভ হোক আপনার আগামীর পথ চলা
নিরন্তর শুভ কামনা রইলো।
মিজানুর রহমান
সম্মাননীয় উপদেষ্টা
ব্লাড ব্যাংক মানিকগঞ্জ
❤️শুভ জন্মদিন প্রিয় ভাই❤️
আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
শুভ হোক আপনার আগামীর পথ চলা
নিরন্তর শুভ কামনা রইলো।
মোহাম্মাদ হাফিজ
সম্মাননীয় উপদেষ্টা
ব্লাড ব্যাংক মানিকগঞ্জ
ব্লাড ব্যাংক মানিকগঞ্জ পরিবার এর পক্ষ থেকে সবাইকে
মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 🇧🇩
আল্লাহ আমাদের দেশের সকল সমস্যা সমাধান করে দিক এবং বহিঃশত্রুর থেকে নিরাপদ রাখুক।
আসুন রক্ত দানের পূর্বে কিছু বিষয় জেনে নেই -
🩸🩸🩸কারা রক্ত দিতে পারবেন
■ ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তি রক্ত দিতে পারবেন।
■ যাদের ওজন ৫০ কেজি বা তার বেশি (কখনো সর্বনিম্ন ওজন ৪৫ কেজিও ধরা হয়)।
■ কোনো ব্যক্তি একবার রক্ত দেওয়ার ৪ মাস পর আবার রক্ত দিতে পারবেন।
🩸🩸🩸কারা রক্ত দেবেন না
● রক্তের হিমোগ্লোবিন ১১-এর নিচে হলে রক্ত দেওয়া ঠিক নয়। এতে করে হার্টবিট বেড়ে যাওয়া, ক্লান্ত লাগা, চোখে ঝাঁপসা দেখা, মাথা ঘোরাসহ অজ্ঞানও হয়ে যেতে পারেন।
● রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক না থাকলে রক্ত দেওয়া ওই মুহূর্তে উচিত নয়।
● শ্বাস–প্রশ্বাসজনিত রোগ, যেমন হাঁপানি বা অ্যাজমা।
● রক্তবাহিত রোগ যেমন, হেপাটাইটিস বি বা সি, জন্ডিস, এইডস, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি থাকলে রক্ত দেওয়া যাবে না। তা ছাড়া টাইফয়েড, ডায়াবেটিস, চর্মরোগ, বাতজ্বর, হৃদ্রোগ থাকলেও রক্ত দেওয়া উচিত নয়।
● নারীদের মধ্যে যাঁরা অন্তঃসত্ত্বা ও যাঁদের ঋতুস্রাব চলছে তাঁরা রক্ত দেবেন না, সন্তান জন্মদানের এক বছরের মধ্যেও না।
● যাঁরা কিছু ওষুধ সেবন করছেন, যেমন, কেমোথেরাপি, হরমোন থেরাপি, অ্যান্টিবায়োটিক ইত্যাদি তাঁরা সে সময় রক্ত দেবেন না।
● যাঁদের বিগত ৬ মাসের মধ্যে বড় কোনো দুর্ঘটনা বা অস্ত্রোপচার হয়েছে তাঁরা রক্ত দেবেন না।
👨🏼⚕️জনসচেতনতায় - ব্লাড ব্যাংক মানিকগঞ্জ ।
আমাদের ব্লাড ব্যাংকের মানবিক কাজের সাথে যুক্ত আছেন তিনি।
শ্রদ্ধা এবং ভালোবাসা রইল সম্মাননীয় #উপদেষ্টা মহোদয়। —
❤️শুভ জন্মদিন প্রিয় ভাই❤️
আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
শুভ হোক আপনার আগামীর পথ চলা
নিরন্তর শুভ কামনা রইলো।
রতন পারভেজ (Ratan Parvez)
সম্মাননীয় উপদেষ্ঠা
ব্লাড ব্যাংক মানিকগঞ্জ
#কনটেস্ট ✴️ #কনটেস্ট✴️ #কনটেস্ট
"Blood Bank Manikganj " গ্রুপে আপনাদের সকলকে স্বাগত।
আমরা আমাদের গ্রুপের ৪০০তম ( #চারশত তম) রক্তদান উপলক্ষ্যে শুরু করতে যাচ্ছি ১৩দিন ব্যাপি কনটেস্ট উৎসব। ✳️
কনটেস্টে অংশগ্রহণের নিয়মাবলীঃ
১)গ্রুপে ১০০ জন মেম্বার ইনভাইট করতে হবে।(স্ক্রিনশট নিয়ে কমেন্টবক্সে দিতে হবে।)
২)নিজের ফেসবুক প্রোফাইলে আপনার পোস্টটি শেয়ার করে স্ক্রিনশট কমেন্টবক্সে দিতে হবে। ❇️
৩)
হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
★ সর্বোচ্চ লাইক/রিয়্যাক্টএবং কমেন্টের ওপর ভিত্তি করে বিজয়ী ঘোষণা করা হবে।
★প্রতিটি রিয়্যাক্ট/লাইক এর জন্য ১ পয়েন্ট কাউন্ট করা হবে এবং প্রতিটি কমেন্টের জন্য ২ পয়েন্ট কাউন্ট করা হবে।
(ভিন্ন ভিন্ন আইডির কমেন্টসহ মেনশন দেয়া মূল কমেন্ট কাউন্ট করা হবে। কোনো রিপ্লাই কমেন্ট কাউন্ট করা হবে না।)
★ আগামী ৩০ সেপ্টেম্বর,২০২১, রাত ১২ টা পর্যন্ত কন্টেস্টে অংশগ্রহণ করা যাবে
আপনি পোস্ট শেয়ার করে অথবা যত ইচ্ছা বন্ধুদের মেনশন করে লাইক কমেন্ট শেয়ার বাড়াতে পারেন।(গ্রুপের এডমিন প্যানেলের যৌক্তিক সিদ্ধান্ত কার্যকর থাকবে,অযাচিত,খারাপ কমেন্ট গ্রহণযোগ্য নয়)✅
#কনটেস্টের বিষয় ✴️✳️
★ #নিজের রক্তদানের ছবি, রক্তের গ্রুপ এবং উপজেলার নাম উল্লেখ করে গ্রুপে পোস্ট করতে হবে। (রক্ত দিয়েছেন কিন্তু ছবি নেই এরকম হলে নিজের যেকোনো একটি মার্জিত ছবি দিতে পারবেন)
★ যারা এখনো রক্ত দেন নি কিন্তু রক্তদানে #ইচ্ছুক এরকম ভাই/বোনদের নিজের যেকোনো একটি শালীন ছবি, রক্তের গ্রুপ এবং উপজেলার নামসহ গ্রুপে পোস্ট করতে হবে।
#পুরস্কার_হিসেবে_থাকবে:
মোট ৫ জন কে পুরস্কার দেওয়া হবে।❤️
প্রথম বিজয়ীঃ একটি মোবাইল হ্যান্ডসেট এবং একটি সম্মাননা স্মারক পাবেন।
দ্বিতীয় বিজয়ীঃগ্রুপের একজন একটিভ মেম্বার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।আকর্ষনীয় একটা গিফট থাকবে।
তৃতীয় বিজয়ীঃআকর্ষনীয় গিফট পাবেন ।
এভাবে ৪র্থ, ৫ম বিজয়ী সবার জন্য একটি করে আকর্ষণীয় পুরস্কার থাকবে।
বিজয়ী পাঁচজনকে গ্রুপের পরবর্তী অফলাইন প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে।✌️✌️
কনটেস্টে অংশগ্রহণকারী সকলের পোস্ট ছবিসহ আমাদের পেইজে প্রকাশ করা হবে।😍
সকলের আন্তরিক সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।অগ্রিম ধন্যবাদ।🥰