Life Care Diagnostic Center Ltd

Life Care Diagnostic Center Ltd

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Life Care Diagnostic Center Ltd, Medical and health, .

23/01/2024

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''
:
এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।
:
ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।
:
তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।
এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।
:
সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।
:
আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।
:
উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subcontinent''
:
টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।
আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা
--------------------------------------------------
রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসীতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Ezithromycin or,cefixime or cefuroxime or levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কতো দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষধটি ১ ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।
:
চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

14/01/2024

#লাইফ #কেয়ার #ডায়াগনস্টিক #সেন্টার #লিমিটেড।
(সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটারাইজড ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার)
সঠিক ও নির্ভুল রোগ নির্নয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।
ঠিকানাঃ হাজী আশ্রাফ আলী সুপার মার্কেট (৩য় তলা)
পূর্ব শেওড়া পাড়া, মিরপুর, ঢাকা।
যোগাযোগঃ ০১৭৩৩৩৩৩৩৩৯
#বিশেষজ্ঞ #ডাক্তার #গণ #নিয়মিত #রোগী #দেখেন।

02/01/2024

লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
Happy New Year 2024

Photos from Life Care Diagnostic Center Ltd's post 20/12/2023

#লাইফ #কেয়ার #ডায়াগনস্টিক #সেন্টার #লিমিটেড।
(সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটারাইজড ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার)
সঠিক ও নির্ভুল রোগ নির্নয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।
ঠিকানাঃ হাজী আশ্রাফ আলী সুপার মার্কেট (৩য় তলা)
পূর্ব শেওড়া পাড়া, মিরপুর, ঢাকা।
যোগাযোগঃ ০১৭৩৩৩৩৩৩৩৯
#বিশেষজ্ঞ #ডাক্তার #গণ #নিয়মিত #রোগী #দেখেন।

Photos from Life Care Diagnostic Center Ltd's post 20/12/2023
Photos from Life Care Diagnostic Center Ltd's post 18/12/2023

লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।
স্থান: কাদের'স কনভেনশন সেন্টার।
হাজী আশ্রাফ আলী সুপার মার্কেট, পূর্ব শেওড়া পাড়া, মিরপুর, ঢাকা।

17/12/2023
Photos from Life Care Diagnostic Center Ltd's post 17/12/2023

লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের অলোকচিত্র।

16/12/2023

লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিলন মেলায় সম্মানিত অতিথি বৃন্দের দুপুরের খাবার গ্রহণ।

Photos from Life Care Diagnostic Center Ltd's post 15/12/2023

লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর
১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

17/11/2023

ডায়াবেটিস হলে তা সবসময় নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত ডায়াবেটিস পরিমাপ করা অপরিহার্য। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আসুন জেনে নিই তার উল্লেখযোগ্য শারীরিক সমস্যাগুলো সম্পর্কে।

Photos from Life Care Diagnostic Center Ltd's post 08/09/2023

ডাঃ মোঃ সাইফুল ইসলাম
ডায়াবেটিস, মেডিসিন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ।
কনসালটেন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পি.জি হাসপাতাল)
ম্যানেজিং ডিরেক্টর
লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড।
#প্রতিদিন #সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এ রোগী দেখেন।

Mobile uploads 17/04/2023

Videos (show all)

#লাইফ #কেয়ার #ডায়াগনস্টিক #সেন্টার #লিমিটেড। (সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটারাইজড ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার)স...
লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিলন মেলায় সম্মানিত অতিথি বৃন্দের দুপুরের খাবার গ্রহ...

Website