Mir Mehtab Ali Mahim
Trying to learn and trying to share
Wanna read the Quran?
- Quran.com
Wanna read hadiths?
- Sunnah.com
Have some Islamic questions?
- Islamqa.info/en
Having doubts or misconceptions about Islam?
- Alasna.org
- Sapienceinstitute.org
Wanna have a general intro to Islam?
- Onereason.org
Islam Question & Answer Islam Question & Answer is a site that aims to provide intelligent, authoritative responses to anyone's question about Islam
Dear Muslim,
if you're healing and working on becoming a better Muslim, be careful not to make healing your entire identity. you are not a problem that needs to be solved. Even if you make mistakes, it's because you're human and not because you're broken. seeking Allāh ﷻ forgiveness is a lifestyle, not only something you do once you've sinned. make sure you define yourself by the good you do every day for yourself and your deen, and not by your mistakes and bad decisions.
Somethings are more beautiful when you keep them between you and Allah.
Keep some things sacred to yourself whether it’s your grooming habits, beauty secrets, good grades, love life, family issues, ambitions or finances. Some people pretend to be your well wisher, but in real they aren't the way they look. They are something else behind your back, nazr or evil eyes are real. Don't be afraid to have your private secrets, you do not have to be an open book.©
যেই পরিমাণ আতশবাজি হলো গত রাতে, সত্যিই আমার
মন খারাপ হয়েছে
কত শত পাখি মরলো আপনার এই আনন্দে!
পাখি! বাদ দেন
মানুষের হিসেব দেই
এই থার্টি ফার্স্টেও ১২৬ জন প্যালেস্টাইন শিশু নারী পুরুষ কালকের ঠিক অমন শব্দে বোমার আঘাতে শহীদ হয়েছেন।
যাদের রক্তে রঙিন করে ওরা ওদের বছর শুরু করেছে
আর আমার মনে হলো আমরাও মন প্রাণ ভরে ওদের সেই উদযাপনে শরিক হলাম
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক
2024 will be Best Year of My life Inshallah
Paul Alexander's life took a daunting twist when he was just 6 years old, struck by the devastating blow of polio.
The disease caused him to lose his motor skills and even the ability to breathe independently.
But his indomitable spirit refused to be broken. At the age of 21, he accomplished something truly extraordinary—he became the first person to graduate from a Dallas high school without ever physically attending a class.
His relentless determination led him to Southern Methodist University in Dallas, despite facing repeated rejections from the university administration.
Later, he secured a spot in law school at the prestigious University of Texas at Austin.
For decades, Paul Alexander served as a lawyer in Dallas and Fort Worth, representing clients in court with utmost professionalism, clad in his three-piece suit, and sitting tall in a modified wheelchair that held his paralyzed body upright.
Remarkably, for the past 65 years, he has relied on an iron lung to sustain his life—a testament to his resilience and willpower.
Yet, what truly sets Paul apart is not merely his physical endurance, but his unwavering positivity and the ability to spread joy to everyone around him.
Despite enduring unimaginable hardships, he continues to inspire those he encounters with his unyielding spirit and infectious optimism.
Paul's remarkable story serves as a profound reminder to us all that on the days when life feels tough and challenges seem insurmountable, we can draw strength from his example.
No matter what adversities we've faced, choosing positivity can make a world of difference—lifting not only our own spirits but also those of others around us.
If someone is nice to you but bad mouths other people, you should try and advise him privately. If that fails, don't get too close to him. Maintain a professional relationship. Always try to talk good about people. You will save yourself so much time to focus on yourself.
Dear tired soul ❤️
No matter how much pain this dunya may cause to you, just bear it with patience. It's better to cry it all to Allāh rather than searching any comfort from wrong person or in a wrong place. You may shed tears every night but that's okay, your emotions and feelings are valid. Even after rain sun will rise and shine again just to give hope to every tired soul or person. Don't lose hope in the mercy of Allāh. Have tawakkul to Him and accept whatever it may be ♡
Bi idhnillāh ♡
জীবনে মানসিক শান্তিটাই আসল। বাকি সব কিছু মিথ্যা।💔
আপনার কাছে সবকিছু আছে শুধু মানসিক শান্তি নাই।
আমার মতে আপনার কাছে কিচ্ছু নাই, নাথিং। দুনিয়াদারি একদিকে আর নিজের মানসিক শান্তি আরেকদিকে। নিজের মনের শান্তিটাকে খুঁজুন। বিশ্বাস করুন, মনের শান্তির উপরে কিচ্ছু নাই। কিচ্ছু না। মন শান্তি তো সব শান্তি।🤍
দু'আ করার একটা টেকনিক—
যখন আপনি কোন বিষয়ে আল্লাহর কাছে কিছু চাইবেন তখন ওই বিষয় রিলেটেড আল্লাহর কোন গুণের নাম আছে তা একবার দেখে নিবেন৷ অনেকেই আল্লাহর সব নাম জানেন আবার অনেকেই জানেন না৷ তাই গুগলে আল্লাহর সব নাম পেয়ে যাবেন সেখানে একবার চোখ বোলাবেন৷ দেখবেন আপনার দু'আর বিষয়টি রিলেটেড আল্লাহর কোন নামটি আছে৷ দু'আ তে আল্লাহর সেই নামটি বলে বলেই দু'আ করবেন তাহলে দু'আ কবুলের সম্ভাবনা বেড়ে যাবে ইনশাআল্লাহ৷
উদহারন সরূপ বলা যায়, ধরুন আপনাকে কেউ ভুল বুঝেছে এখন আপনি চাইছেন উনার আর আপনার মাঝের বিবাদ মিটে যাক৷ তখন আপনি আল্লাহর কাছে কিভাবে দু'আ করবেন?
আল্লাহর একটি নাম الحسيب ( আল-হাসীব) অর্থ "মীমাংসাকারী" আপনি দু'আর মাঝে বলবেন ইয়া হাসীব অর্থাৎ হে মীমাংসাকারী আপনিতো সবকিছুই মীমাংসা করতে জানেন৷ আমার আর উনার মাঝের বিবাদটুকু মিমাংসা করে দিন৷
এভাবে দু'আ করলে দেখবেন অনেক দ্রুতই কবুল হয়ে যাবে৷ ইনশাআল্লাহ
আশা করছি গল্পটা ভালো লাগবে
একলোক ট্রেন থেকে নামলো,আরেক ট্রেনে উঠবে ২০মিনিট পর।এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসল।
ওয়েটিং রুমে ঢুকে তার চোখ পড়ল রুমের লাইট টি নষ্ট। তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা,তাই একটি ঝাড়ু কিনলো তখন সে রুম ঝাড়ু দিলো। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরাম দায়ক নয়, তাই সে একটি আরাম দায়ক চেয়ার কিনলো।এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো।
এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরাম দায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মূহুর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে উঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল.......
আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই।
কিন্ত আপনি কি জানেন এই লোকটি কে?
এই লোক টি আর কেউ নয়
আপনি - আমি!!!
অবাক হলে ও এটাই সত্য আমরাও দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য।
১ম ট্রেন আমাদের জন্ম....
২য় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য (জান্নাত অথবা জাহান্নাম)।
আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম।।
যেখানে আমরা মাত্র কয়েকটা মিনিট থাকবো।
অথচ এই দুনিয়ার জীবনকেই এমন ভাবে সাজাচ্ছি।
যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে।
আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো!
আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের খোরাক যোগাড় করার তৌফিক দান করুন
Sometimes self company is the best company, you can go wherever you want to go, you can eat whatever you want to eat, you can do whatever you want to do, you don’t need to give any answers to anyone, Self company means your soul is free you are free❤️.
I miss me. The old me. My energy. My smile. My glow. I have to get back to that..✨Everything will be okay. In Shaa’Allah 🙂❤️
let's respect people's mental spaces. if you see someone online on social media and not responding to you, they may not be in a proper mental space to hold a conversation. not everything is about you. nobody is ignoring you.
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে ভালোবাসেন। অবশ্যই অনেক ভালোবাসেন। এমন অনেক সময় গেছে আমি আল্লাহকে ডাকিনি কিন্তু তিনি আমাকে ফেলে দেননি। আমার রিযিক বন্ধ করেননি। তাঁর নেয়ামত থেকে আমাকে দূরে রাখেননি। এটা ভালোবাসা ছাড়া আর কি হতে পারে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ♥️🤲🏻
"রাগের সর্বোত্তম চিকিৎসা হলো চুপ হয়ে যাওয়া।" 🖤
উসমান ইবনে আফফান (রা.)
🤍
Better than fake people 🙂♥️
Move on from your past and forgive yourself for all the mistakes you've done. Don't overthink about future that hasn't arrived yet. Focus on your present and make it colorful. Your future life depends on your actions today.
Sometimes, no matter how patient you are, you'll still have emotional breakdowns. You will still feel anger and frustrations towards others. It doesn't mean that you're a bad person, or that's who you really are. It means you're a human. You do have feelings, and when people try to hurt it, it's normal to respond in frustrations. Just don't go over your limits. A good muslim is he who acts with kindness even to those who hate him.
it's not a joke
- Information about Jins!
Allah says (and He created the jinn and mankind only to
worship)
The jins see us but we do not see them because Allah has
made a membrane in the eves of man so that we do not
see them because if we see them we might die of fear or
become blind because of the shock. Their sight is really
terrifying
They always live around us and there are 3 types of them:
- Elifrit -this ones have the ability to transfer things from
one country to another and they are used by witches and
sorcerers
-Alkhabal- these are the freaks of the jin and they disturb
man such as wearing their clothes, epilepsy and so on
Ghilan- They appear in form of man,cat, dog, donkey, or
any animal.
Generally? All of them are weak and they flee when they
hear Surat Yassin, muawadhatein, or surat bagarah.
Therefore I advise you dear muslim brother or sister;
1. When you change your clothes say bismillahi Rahmani
Raheem, so that they don't see your nakedness.
2. When you sleep, sleep on your right side and read the
Muawadhatein because the jin will sleep over you and
suffocate you and also make you have nightmares just to
bother you.
3. Beware of planting pins or nails in the puppets or dolls
for they live there. If you disturb them, they will revenge on
yOu.
4. Do not speak loudly in the middle of the night because
you can upset them and they deliberately hurt you in
silence
5. Do not cry alone because your jin becomes sad on your
sadness and they wait to hug you so your body
temperature goes high.
A father told his daughter, "Congrats on your graduation. I bought you a car a while back. I want you to have it now."
Before I give it to you, take it to a car dealer in the city and sell it. See how much they offer.”
The girl came back to her father and said: "They offered me $10,000 dollars because it looks very old"
Father said: "Ok, now take it to the pawn shop".
The girl returns to her father and said: "The pawn shop offered $1,000 dollars because it's a very old car and a lot of work done".
The father told her to join a passionate car club with experts and show them the car.
The girl drove to the passionate car club.
She returned to her father after a few hours and told him, “Some people in the club offered me $100,000 dollars because its a rare car that's in good condition.”
Then the father said, "I wanted to let you know that you are not worth anything if you are not in the right place. If you are not appreciated, do not be angry, that means you are in the wrong place. Don't stay in a place where no one sees your value ."
Know your worth and know where you are valued. A diamond doesn't shine on the bottom of a cave.
At age 20, 21+ is not easy, you lose friends, face financial crisis, have dreams but cannot fulfill them, fall, fail, hit reality, make mistakes, and lose yourself.
you see your parents getting older, and having low grades, and then in the end everyone hates you and you can't do anything 💔.
যে কাজ গুলো কিছুটা হলেও আপনাকে মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করবে:
১.ঘুম থেকে উঠে কখনো কারো মেসেজ চেক করবেন না কারন আপনি যার মেসেজের বা ফোনের আশা করছেন সে যদি না দেয় তাহলে আপনার খারাপ লাগবে যার প্রভাব সারা দিনের কাজের উপর পড়বে তাই এটা থেকে বিরত থাকবেন!
২.সপ্তাহে একদিন হলেও ভোর হওয়া দেখুন!সকাল টা কে উপভোগ করুন এতে আপনার ভালো হবে!
৩.যখন মন খুব অশান্ত হয়ে যাবে তখন দশ মিনিট হাটুন হাটার সময় পায়ের পদক্ষেপ গুনুন এতে মন কিছুটা শান্ত হবে!
৪.প্রতিদিন কাউকে না কাউকে সালাম দিবেন এতে আপনার মনের অহংকার দূর হবে!
৫.মানুষের সমালোচনা,অপমান,চাপ মেনে নিতে শিখুন এতে আপনার পথ চলতে সহজ হবে!
৬.নিজেকে কখনো অন্যের কাছে প্রমান করতে যাবেন না এতে মূল্য-সম্মান দুইটাই হারাবেন!
৭.যদি কোনো সম্পর্ক অটুট করতে চান তাহলে রাগের সময় বলা কথা মনে রাখবেন না কিন্তু যে আপনাকে মানুষের সামনে ছোট করে কথা বলে তার থেকে দূরে থাকবেন!
৮.কাউকে নিয়ে মজা করার আগে ভেবে নিবেন মজা টাতে সে কষ্ট পাবে কিনা আপনার মজা অন্য জনের কান্নার কারন যেন না হয়!
৯.কারো সম্পর্কে না জেনে কখনোই কিছু বলবেন না কারন অনেক সময় না বুঝে কথা বলার জন্য ঝামেলা হয়!
১০. সময়কে ভালো কাজে ব্যবহার করবেন সময় আপনাকে সম্মান আর মূল্যবান করে দিবে!
১২. সব সময় মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন মনের ভাষা থেকে চোখের ভাষা বুঝার চেষ্টা করবেন!
১৩.অন্যের কাছ থেকে প্রত্যাশা করা বাদ দিন!কারন তার কাছে যে প্রত্যাশা করবেন যদি না পান মন খারাপ হবে তাই সব সময় নিজের কাছে প্রত্যাশা করবেন!
১৪.কখনোই অন্যের মত হতে চাইবেন না!
১৫.রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন!যখন অতিরিক্ত রাগ হবে তখন বিছানায় শুয়ে পড়বেন অথবা এক গ্লাস পানি পান করবেন এতে রাগ কিছুটা হলেও কমবে!
১৬.প্রতিদিন একটা করে মোটিভেশনাল গল্প বা ভিডিও দেখবেন এতে আপনার মাঝে আগ্রহ জাগবে!
১৭.দিন শেষে একটা তালিকা তৈরি করবেন সারা দিন কয়টা মিথ্যা কথা বলছেন,কী বিষয় নিয়ে রেগে গেছেন,কত সময় অযথা নষ্ট করছেন,কাউকে ছোট করে কথা বলছেন কিনা পরের দিন এই তালিকা থেকে এক একটা করে কারন গুলো বাদ দিবেন কিছু দিন পর দেখবেন আপনার মাঝে এই সমস্যা গুলো আর থাকবে না!
January 1