Rehnuma Tabassum
A professional writer
অবশেষে আমি খুব খুব খুশী।
আপনাদের সবার ভালোবাসায় কোন প্রকার ব্যাংক লোন না নিয়ে, বন্ধু বা আত্মীয় স্বজনের সাহায্য ছাড়াই এতো বছরের চেষ্টা ও পরিশ্রমের পর আজ জমানো টাকায় এই পর্যায়ে এসেছি এবং অবশেষে আমার একটি স্বপ্নপুরণ হোল।
লোকজন অবজ্ঞার চোখে তাকাত, খোঁটা দিতো এবং হাসাহাসিও করতো। বেশ কয়বার তো মনেই হয়েছে যে আর বোধহয় হলো না!😒
কিন্তু দৃঢ় সংকল্প আর কঠোর পরিশ্রমের জন্য আজ আমার নিজের টাকা দিয়ে জিপির নেট প্যাক কিনে এই পিকটা ডাউনলোড করে পোস্ট করলাম ।😎
'ধর্মেও আছি, জিরাফেও আছি'-এই প্রবাদটির অর্থ কী? এর উৎপত্তিই বা কীভাবে হয়েছিল?
জয়পুরের মহারাজ একবার জাহাজে করে আফ্রিকা থেকে একটি জিরাফ আনান তার চিড়িয়াখানার জন্য। এইরকম অদ্ভুত দর্শন বিশাল আকৃতির জীব জয়পুর কেন আশেপাশের কেউ কখনও শোনেনি দেখা তো দূরের কথা। জয়পুর এবং আশপাশ থেকে দলে দলে সেই চিড়িয়াখানায় ভিড় জমাতো অদ্ভুত দর্শন সেই জন্তু দেখতে।
আশেপাশের দেশীয় রাজারা সম্ভবতঃ ঈর্ষান্বিত হয়েই কিছু মানুষ ধর্মের দোহাই দিয়ে রটিয়ে দিল যে এই রকম অদ্ভুত দর্শন জন্তুর উল্লেখ হিন্দু , মুসলমান বা ঈশাহী ধর্মগ্রন্থে কোথাও নেই তাই এই জন্তুটি ঈশ্বরের সৃষ্টি না, শয়তানের সৃষ্টি। একে দেখাও পাপ। জিরাফ দেখলে তাকে নরকে বা দোজখে যেতে হবে।
এই ফতোয়াতে দর্শনার্থী প্রথম চোটে অনেকটা কমে গেলেও আস্তে আস্তে আবার দুয়েক জন করে আসতে লাগল। মানুষের কৌতুহলের জোর ধর্মীয় ফতোয়ার জোরের থেকেও শক্তিশালী মনে হচ্ছিল।
তখন জয়পুরের মহারাজ একটু চালাকি করে রাতের দিকেও অনেকক্ষণ চিড়িয়াখানা খোলা রাখার ব্যবস্থা করলেন। ক্রমশঃ দেখা গেল যেসব ধর্মের ধ্বজাধারী দিনের বেলায় জিরাফ বিরোধী ফতোয়ার কথা ধর্মস্থানে ভক্তদের বোঝায় তারাই আবার অন্ধকার হলে চুপিচুপি সপরিবারে জিরাফ দেখতে চিড়িয়াখানায় যায়। এসব ভন্ড মৌলবাদীদেরই জয়পুরের লোকেরা বলত এই ব্যাটারা দিনের বেলায় ধর্মে আছে রাতের বেলায় জিরাফে।
পুরনো সৃতি
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ভোকেশনাল শিক্ষার ভিডিও ক্লাস পেতে যোগ দিন :
https://www.facebook.com/GOLNElectrical
#
নাহ, মানেযে, ইয়ে, মানে, না, ইয়ে .......
একজন অসাধারণ বিপ্লবীর গল্প। তার লেখা বই এর রিভিউ।
যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসেনা। - এ.পি. জে. আব্দুল কালাম
ক্রিকেট বিষয়ক আপডেট পেতে যোগ দিন:
https://www.facebook.com/GOLNCricket
বনলতা সেন কবিতা - জীবনানন্দ দাশ
Link: https://cutt.ly/fXzKr7s
সহজে বাঁশি শিখুন!
যোগ দিন : https://www.facebook.com/GOLNBansuri
* Sponsor Post
সহজে চাইনিজ ভাষা শিখুন !
ভিজিট করুন : https://www.facebook.com/GOLNILH
Once you stop learning you start dying - Albert Einstein.
This post is Sponsored by
Strong people forgive. Intelligent people ignore." - Albert Einstein.
This post is Sponsored by
দুষ্প্রাপ্য ছবি।
সৃতির পাতায় ঘুরে দেখা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (১৯৪৫) "গভর্নমেন্ট অফ ইন্ডিয়াঃ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট" কতৃক 'দেশ' পত্রিকায় প্রকাশিত।
This post is Sponsored by
শুভ রাত্রি !
৭০-র দশকের ফ্যাশন
glive24.com
১৮৫০ সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ড. জন মুররের তোলা এই ছবিটি তাজ মহলের প্রথম তোলা ছবি হিসেবে পরিচিত !
Powered by
পৃথিবী কবিতা [ পুত্রপুট কাব্যগ্রন্থ ] রবীন্দ্রনাথ ঠাকুর - আমার রবীন্দ্রনাথ, GOLN পৃথিবী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের "পুত্রপুট"কাব্যের অন্তর্গত। পত্রপুট রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি ব....
১৯০০ সালে একটি জুতার দোকান !
Powered by glive24.com
এটি কোন ময়লার স্তূপের ছবি নয়, মাউন্ট এভারেস্টের চূড়া।
মানুষ কোটি টাকা খরচ করে পর্বতে উঠেও এই চরিত্রটা বদলাতে পারেনি।
প্রকৃতি নষ্ট করার অভ্যাস যেন আমাদের রক্তে।
Powered by
বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে জ্বালানী তেলের মূল্য সমন্বয়
----
জনবান্ধব আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করে নাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে অবস্থার প্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই জ্বালানী তেলের মূল্য এডজাস্টমেন্টে যেতে বাধ্য হচ্ছে সরকার।
২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য রি-এডজাস্টমেন্ট করবে সরকার।
বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন বিগত ছয় মাসে (ফেব্রুয়ারি ২২ থেকে জুলাই ২০২২ পর্যন্ত) জ্বালানি তেল বিক্রয়ে ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে।
বর্তমানে, আন্তর্জাতিক তেলের বাজার পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার ।
বিশ্ববাজারে জ্বালানি তেলের উর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশে নিয়মিত তেলের মূল্য সমন্বয় করে থাকে।
ভারত ২২মে ২০২২ তারিখ থেকে কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটার ৯২.৭৬ রুপি এবং পেট্রোল লিটার প্রতি ১০৬.০৩ রুপি নির্ধারণ করেছে।
এই মূল্য বাংলাদেশী টাকায় যথাক্রমে ১১৪.০৯ টাকা এবং ১৩০.৪২ টাকা। ( ১ রুপি = গড় ১.২৩ টাকা)।
বাংলাদেশে কলকাতার তুলনায় ডিজেলের মূল্য লিটার প্রতি ৩৪.০৯ এবং পেট্টোল লিটার প্রতি ৪৪.৪২ টাকা কমে বিক্রয় হচ্ছিল। মূল্য কম থাকায় তেল পাচার হওয়ার আশঙ্কা শতভাগ।
এশিয়ার অনান্য দেশ যেমন -
নেপালে ডিজেল ১২৭ টাকা, ইন্দোনেশিয়া ১৩৮, সিঙ্গাপুর ১৮৯ টাকা ও হংকং এ ২৬০ টাকা।
সমন্বয়কৃত মূল্য --
ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা/ লিটার, কেরোসিন ১১৪ টাকা/ লিটার, অকটেন ১৩৫ টাকা/ লিটার ও পেট্টোল ১৩০ টাকা/ লিটার।
#বাংলাদেশ #বিদ্যুৎ #জ্বালানী #অকটেন #পেট্রোল #ডিজেল #মূল্যসমন্বয়
কাজী নজরুল ইসলাম ও পল্লীকবি জসীমউদ্দিন
# amarnazrul.com