Dr. Juwel Tarofdar

Dr. Juwel Tarofdar

Doctor

06/05/2023
Photos from Dr. Juwel Tarofdar's post 13/10/2022

কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগে করণীয়

02/08/2021

#ডেঙ্গু_ও_চিকুনগুনিয়ায়_অাক্রান্ত_হলে_করণীয়

Photos from Dr. Juwel Tarofdar's post 01/08/2021

#কোভিড_১৯_ভ্যাক্সিন_জিজ্ঞাসা_ও_উত্তর

সুরক্ষা : কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন 29/07/2021

আপনার বয়স যদি ২৫ বছর কিংবা বেশি হয়,

তবে আজই সুরক্ষা ওয়েবসাইটে ( https://surokkha.gov.bd/) গিয়ে কোভিড১৯ এর ভ্যাক্সিন নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করুন ও মোবাইলে মেসেজ পেলে ভ্যাক্সিন কার্ড নিয়ে ভ্যাক্সিন সেন্টারে গিয়ে ভ্যাক্সিন নিয়ে নিন।

আর যদি বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হয়, তবে অপেক্ষা করুন ও সুরক্ষা ওয়েবসাইটে চোখ রাখুন, খুব শীঘ্রই আপনার ভ্যাক্সিন নেয়ার সুযোগ আসছে।

সুরক্ষা : কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন। অনলাইনে ...

16/07/2021

#কোভিড১৯_সম্পর্কে_যা_জানা_জরুরি

১) বর্তমান সময়ে জ্বর হলে প্রথমেই ভাবুন কোভিড১৯, কোভিড১৯ এবং কোভিড১৯,
কদাচিৎ ডেংগু হতে পারে,
টাইফয়েড হবার সম্ভাবনা খুবই খুবই কম।

সুতরাং জ্বর হলে প্রথমেই কোভিড১৯ শনাক্তের জন্য Rapid Antigen Test করুন,
Rapid Antigen Test নেগেটিভ হলে RT PCR করুন,

তারপর কোন টেস্ট করতে চাইলে ডেংগুর NS1,IgM, IgG টেস্ট করুন।

দয়া করে টাইফয়েড জ্বর দেখার জন্য Widal Test করবেন না, এই টেস্টের ডায়াগনস্টিক ভ্যালু নেই বললেই চলে।
যদি খুবই ইচ্ছা হয় টাইফয়েড ডায়াগনোসিস করার তবে রক্তের কালচার টেস্ট (Blood for Culture & Sensitivity) করুন।

ডেংগু কিংবা টাইফয়েড হলে সাথে কোভিড১৯ হবে না, এমনটি নয়, দুটা অসুখ একসাথেও হতে পারে। তাই যেকোন জ্বরের ডায়াগনস্টিক টেস্টের সাথে অবশ্যই করোনার টেস্ট করুন।

২) Rapid Antigen Test খুব অল্প সময়ে কোভিড১৯ শনাক্ত করতে পারে তবে সকল কোভিড১৯ রোগিকে শনাক্ত করতে পারে না।
Rapid Antigen Test নেগেটিভ এমন অনেক স্যাম্পলই পরবর্তীতে RT PCR Test করলে পজিটিভ আসে।

Rapid Antigen Test এর একটাই রেজাল্ট গুরুত্বপূর্ণ, তা হল পজিটিভ রেজাল্ট। নেগেটিভ রেজাল্ট আসলে তা সন্দেহজনক, নেগেটিভ অর্থ করোনা ভাইরাস শনাক্ত করা যায় নি, স্যাম্পলে ভাইরাস থাকতেও পারে আবার নাও পারে। কনফার্মড হতে RT PCR টেস্ট করতে হবে।

সুতরাং Rapid Antigen Test নেগেটিভ আসলে RT PCR Test এর রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করুন।

তাহলে Rapid Antigen টেস্ট কেন করব?

Rapid Antigen Test এ খুব কম সময় লাগে অন্যদিকে RT PCR এ সময় বেশি লাগে।

Rapid Antigen Test যেকোন স্থানেই করা যায়, উপজেলা লেভেলেও হয় কিন্তু RT PCR নির্ধারিত ল্যাব ছাড়া করা যায় না।

Rapid Antigen Test করে পজিটিভ পেলে আর RT PCR করার প্রয়োজন নেই, ফলে RT PCR ল্যাবে স্যাম্পল লোড কমে, দুই টেস্ট মিলিয়ে বেশি রোগি সেবা পায়।

৩) কোভিড১৯ আক্রান্ত হলে কি করব?

কোভিড১৯ শনাক্ত করার উদ্দেশ্য হল আপনি সচেতন হবেন, নিজেকে আইসোলেশনে রাখবেন ও চিকিৎসকের পরামর্শে চলবেন।

কোভিড১৯ আক্রান্ত হলেই আতংকিত হবেন না, কারন অধিকাংশ রোগিই লক্ষণভিত্তিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করেই সুস্থ হয়ে যান।

আইসোলেশনে কেন থাকবেন?

আপনার জন্য কোভিড১৯ সাধারণ রোগের মত হলেও আপনার আশেপাশের অনেকের ক্ষেত্রে গুরুতর সমস্যা হতে পারে, তাই নিজেকে আলাদা রাখুন।

কোভিড১৯ একটি ভাইরাসঘটিত রোগ। তাই এখানে এন্টিবায়োটিকের কোন ভূমিকা নেই। তাই দিনের পর দিন এন্টিবায়োটিক খেলেও লাভ নেই। বিনা প্রয়োজনে এন্টিবায়োটিক খেলে আপনার অসুস্থ শরীর খুব দ্রুতই দূর্বল হয় পড়বে।

তাহলে চিকিৎসকরা অনেক রোগিকে এন্টিবায়োটিক দেয় কেন?

যেকোন ভাইরাল অসুখে ব্যাক্টেরিয়ার ইনফেকশন হবার চান্স থাকে, এটাকে সেকেন্ডারি ইনফেকশন বলে। এই সেকেন্ডারি ইনফেকশনের জন্য এন্টিবায়োটিক দেয়া হয়।

তাহলে কোভিড১৯ এ কখন এন্টিবায়োটিক খাব?

সেকেন্ডারি ব্যাক্টেরিয়াল ইনফেকশন সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে এন্টিবায়োটিক খাবেন, যেমনঃ নিউমোনিয়া।

আইভারমেকটিন খেলে কি কোভিড১৯ ভাল হয়?

না, কোভিড১৯ এ আইভারমেক্টিনের কোন উপকারিতা নেই।

আর খাবারের ব্যাপারে একটা কথা বলি- নির্দিষ্ট কোন খাবার খেলে কোভিড১৯ থেকে তাড়াতাড়ি মুক্তি মিলবে এমনটি নয়।

অনেকেই কোভিড১৯ আক্রান্ত হয়ে দিনে ১০ টা করে লেবু খাচ্ছেন, লাভ নেই, বরং একদিনে এত লেবু খেয়ে পেট ফাপবে, বমি হবে, কষ্ট বাড়বে। সকল মৌসুমি ফলই উপকারী, সব ধরনের ফলই পরিমিত পরিমাণে খান।

গরম পানির ভাপ নিলে কি করোনা দূর হবে?
না, তবে গলা ব্যথায় কুসুম গরম পানি খেলে আরাম পাবেন।

কোভিড১৯ আক্রান্ত হলে ঘন ঘন অল্প করে পুষ্টিকর খাবার খান। শক্ত খাবার গিলতে কষ্ট হলে, খাবারে অরুচি থাকলে পুষ্টিকর খাবার তরল আকারে স্বল্প সময় ব্যবধানে বারবার খান।

৪) ভ্যাক্সিন নিলেও কি কোভিড১৯ আক্রান্ত হব?

হতে পারেন, তবে যারা ভ্যাক্সিন নিয়েছেন, তাদের অধিকাংশই কোভিড১৯ আক্রান্ত হলেও খুব অল্প সময়ে সুস্থ হয়েছেন, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়নি।

ভ্যাক্সিন নিলেও যদি কোভিড১৯ আক্রান্ত হই তাহলে ভ্যাক্সিন কেন নেব?

কারন দীর্ঘ সময় আপনি অসুস্থ থাকলে আপনার দৈনন্দিন কাজ ব্যাহত হবে, আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

যদি হাসপাতালে ভর্তি হতে হয়, তবে আরো বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

আর যদি দীর্ঘ সময় অসুস্থ হয়ে আইসোলেশনে থাকতে না পারেন, তবে সবার সাথে মেলামেশার কারণে আপনার দ্বারা আপনার পরিবারের মানুষ, কাছের মানুষ আক্রান্ত হবেন, তখন সার্বিকভাবে আরো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

তাই ভ্যাক্সিন নেয়া জরুরি।

কোভিড১৯ সম্পর্কে জানুন, সচেতন হোন ও ভ্যাক্সিন নিন।

Website

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00