Smart Study

Smart Study

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Smart Study, Educational consultant, .

24/12/2022

* গল্পে গল্পে সাত মহাদেশ পরিচিত **..................................
প্রসঙ্গ এশিয়া -১..................................
আচ্ছা ভাই, বলেন তো গোটা পৃথিবীর ৩০ ভাগ এলাকা জুড়ে আছে কোন মহাদেশ?...উত্তরটা জলদি দিন- এশিয়া। আয়তন কত জানেন নাকি? না ভাই, অত বড় সংখ্যা আমার মনে থাকে না !!কোন ব্যাপার না, শুধু মনে রাখেন ৪...৪৫, কি বুঝলেন না? এর মানে ৪ কোটি ৪৫ লাখ বর্গ কিমি।দেখলেন তো কত্ত সহজ !!
এশিয়া মহাদেশ আবার খুব রোমান্টিক! লুকিয়ে লুকিয়ে ইউরোপ সুন্দরীর সাথে লাইন মারে। যেখানে বসে তারা দু'জন ডেট করে সেটাকে ইউরোশিয়া বলে,কি বোঝা গেল ভাই?
আচ্ছা ভাই, আপনি কি খুব ভালো সাতার পারেন? আসেন বাজি লাগি আপনি কাস্পিয়ান হ্রদ পাড়ি দিতে পারবেন না, কারন এটাই এশিয়ার সব থেকে বড় হ্রদ। আর যদি পারেন তবে আপনি সত্যিই জিনিয়াস সাতারু, তবে সাবধান! ভুলেও কখনো বৈকাল হ্রদে নামতে যাবেন না, কারন ওটা এশিয়ার সব থেকে গভীর হ্রদ, গড় গভীরতা প্রায় ৬৩৬ মিটার !!
কি বললেন আপনি বৈকাল হ্রদেও সাতরাতে পারবেন?অকে এবার পারলে চীনের ইয়াংসিকিয়াং নদী সাতরে পাড়ি দেন তো...হে হে জানতাম পারবেন না, ৬৩৮০ কিমি নদী পাড়ি দেওয়া অত সহজ না, আরে ভাই এটাই এশিয়ার সব থেকে লম্বা নদী !.....................................
প্রসঙ্গ এশিয়া-২...........................................................
আচ্ছা ভাই, যদি প্রিলি তে পাশ না করি, কি করবো জানেন?
- কি?
- ডাইরেক্ট মালদ্বীপের সেনাবাহিনীতে যোগ দিবো !!
-সরি ভাই, আপনি পারবেন না, কারন মালদ্বীপের কোন সেনাবাহিনী নাই !!
- ও আচ্ছা তাই নাকি, তাহলে ভুটানে গিয়া বিড়ি বেচুম !!
- ভাই, আপনি সেটাও পারবেন না, কারন ভুটানে রাস্ট্রীয়ভাবে ধূমপান করা বারণ।
- হায়, হায়...তাহলে কি করা যায়, বলেন তো, আচ্ছা আফগানিস্তানের রাজার কাছে গেলে কেমন হয়? উনি নিশ্চয় কোন ব্যবস্থা করে দিবেন আমার?
- ভাই, আপনি কোন দুনিয়াতে আছেন বলেন তো? সেই ১৯৭৩ সাল থেকে আফগানিস্তানে রাজতন্ত্র শেষ !! হাসালেন ভাই
- তাহলে আমি কিতা করাম, যান আফগানিস্তানের সমুদ্র বন্দরে শুটকির ব্যবসা করিবো...হে...হে।
- ভাই, থামেন, এটাও সম্ভব না, আফগানিস্তানে কোন সমুদ্র বন্দর নাই
- থামেন মিয়া, যা বলি কন নাই...নাই, আচ্ছা যান, আমি প্রিলিতে ফেল করলে নেপালে গিয়া খুন খারাপি করুম যাতে আমারে ফাসি দেয়।
- ভাই, অফ যান, ১৯৯৭ সাল থেকে নেপালে ম্রত্যুদন্ড দেওয়া আইনত মানা।...............................................
প্রসঙ্গ এশিয়া-৩..................................................
-বুম......বুম...বুম
-কি হইসে, চিল্লাস কেন?
- ভাই, পারমানবিক বোমা ফুটসে, ১৯৯৮ সালের ২৮ এবং ৩০ মে পাকিস্তান পারমানবিক বোমার এক্সপেরিমেন্ট চালায়।
- ও আচ্ছা, তাই বল, আমি তো ভাবলাম বাংলাদেশী পেট্রোল বোমা !!
- ভাই, কাদির ভাইকে চিনেন?
- কোন কাদির ভাই, আমাদের হলে যে চা বেচে সেই কাদির?
- আরেহ না ভাই, পাকিস্তানের পারমানবিক বোমার জনক বিজ্ঞানী আব্দুল কাদির খানের কথা বলতেসিলাম...
- ও আচ্ছা, তা বুঝায়ে বলতে হবে তো, তাইনা? যত্তসব, ঘুমা !.......................কেলেঙ্কারি, কেলেঙ্কারি ......।
- আবার কি হলো !!
- ভাই, ভারতের বোফরস কেলেঙ্কারির কথা বলতেসিলাম
- ধুর ব্যাটা, আমি তো ভাবলাম সানি আপার নতুন কিছু......!!.......................আচ্ছা ভাই, ১৪৯৮ সালে যদি আমারে কেউ ফেরত নিয়া যায়, আমি কি করবো জানেন?
- কি করবি?
- ডাইরেক্ট ভাস্কো দা গামাকে মাইরা ফেলবো, শালা ভারতে আসার জলপথ ডিস্কভার না করলেই আজ আমাদের এত্ত ঝামেলা হইতো না।
-ভাস্কো দা গামার উপর তোর এত রাগ কেন?
- রাগ হবে না ভাই, সে আসছে ভারতে, কই ভারত থেকে তো কোন সাগর দা গামা টাইপের কেউ ইউরোপে যায় নাই !!
-আচ্ছা তোরে যদি ভারতে পাঠাই যাবি?
- না ভাই, সেদিন বইতে পড়লাম, ভারতে নাকি এইডস সংক্রমনের হার আফ্রিকান দেশগুলার থেকেও বেশী !! আমি যামু না ভারতে
- থাক তোর গিয়ে কাজ নাই,.................................
প্রসঙ্গ এশিয়া -৪................................
ভাই, আপনাকে খুব সহজ একটা প্রশ্ন করি, কেমন, বলেন তো পৃথিবীর সব থেকে উচু বুদ্ধ মূর্তি কোন দেশে আছে? কি ভাবছেন, চীন, জাপান, মায়ানমার... জী না, উত্তরটা হলো আফগানিস্তান। মুসলিম প্রধান দেশ হলেও এখানেই সব থেকে উচু বুদ্ধ মূর্তিটা পাওয়া যায়।
এক জামাই, দুই বউ (পড়ুন, এক দেশ, দুই নীতি) কোথায় চালু আছে বলুন তো?...হ্যা, ঠিক ধরেছেন, চীনে। চীনারা আবার হংকং কে একদমই পছন্দ করে না। মীনা রাজুর গল্পে মীনা যেমন ডিমের কম ভাগ পেয়েছিল, ঠিক তেমনি চীনারাও এই নীতি চালু করে হংকং কে একটু পোলট্রি দিতেছে আরকি, বোঝেনিতো চীনারা কঠিন চীজ। যাই হোক এই নীতি চালু হয়েছিল ১৯৯৭ সালে, চালু থাকবে ২০৪৭ সাল পর্যন্ত !!
ভালো কথা, জানেন তো ইউরোপীয়ান সুন্দরী বেশ অনেকগুলো বছর এশিয়াকে উপনিবেশ করে রেখেছিল। আচ্ছা বলেন তো, এশিয়া মহাদেশে ইউরোপের সব থেকে প্রাচীন উপনিবেশ কোন্টা?...ঠিক ধরেছেন, ম্যাকাও।
ও আচ্ছা আরেকটা কথা, যদি আপনি আজ থেকে ১০০-১৫০ বছর আগে জন্মাতেন, তবে চীনকে কী নামে ডাকতেন, বলেন তো?...হ্যা, চীনের পূর্বনাম ক্যাথে। যার অর্থ শান্তিময় দেশ।
প্রসঙ্গ এশিয়া- ৫........................................................
চলুন, সকাল সকাল নিপ্পন থেকে ঘুরে আসি। আপনার মুখে হাসি দেখেই বোঝা যাচ্ছে আপনি বুঝতে পেরেছেন আমি জাপানের কথায় বলছি। নিপ্পন মানে কি অবশ্যি জানেন, সূর্যোদয়ের দেশ। রোজা আছেন তো, না থাকলে সকাল সকাল ভরপেট নাস্তা করুন, একদম ডায়েট করবেন না !! ও আচ্ছা জাপানের আইন্সভার নাম কিন্তু ডায়েট, মজার নাম তাইনা? নাস্তা করে বেরিয়ে পড়ুন, কি ভাবছেন? প্রেমিকার সাথে দেখা করবেন !! এক কাজ করুন, ফ্রেশ কিছু চন্দ্রমল্লিকা ফুল কিনে দেখা করতে যান। কারন জাতীয় ফুল হলো চন্দ্রমল্লিকা !! আপনার প্রেমিকা কি এভারেস্ট জয় করেছে? সে কি চোখ কপালে তুলছেন কেন? জাপানের নারী জুনকো তাবেই সর্বপ্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেছিলেন , তাই আপনার প্রেমিকার কথা জিজ্ঞেস করলাম আরকি। জাপানিদের চেহারা কি কিউট তাইনা, এই কিউট চেহারা মানুসগুলা কিন্তু ব্যাপক ঝামেলা পাকাতে জানে, চীনের সাথেই ঝামেলা পাকিয়েছে ২ বার, একবার ১৮৯৫ সালে আরেকবার ১৯৪৫ সালে। ম্যাপ আছে তো সামনে, বেশ জাপানের ডান পাশে কুড়িল দীপপুঞ্জ নিশ্চয় দেখতে পারছেন, এটা নিয়ে রাশিয়ার সাথেও জাপানের ঝামেলা হয়েছিল। আর ১৯৪১ সালে ঝামেলা হয়েছিল আমেরিকানদের সাথে। তবে একটা ছোট্ট ছেলে জাপানিদের চিরতরে ঠান্ডা করে দেয়। লিটল বোমা পারমানবিক বোমার কথা বলছিলাম আমি।
প্রসঙ্গ এশিয়া -৬..........................................................................
আচ্ছা, সারাদিন বিসিএসের পড়াশোনা করতে গিয়ে মাঝে মাঝে কি আপনার গরম চুলার আগুনে ঝাপিয়ে পড়তে ইচ্ছে করে !! যদি ইচ্ছে হয়, যেন তেন চুলার আগুনে ঝাপ দিয়ে ইজ্জত হারাবেন না। সোজা ইরানে চলে যান। ওখানে তিন-তিনটা পারমানবিক চুল্লি পাবেন- বুশেহর পরমানু চুল্লি, দারখুয়িন পরমানু চুল্লি এবং ইস্ফাহান পরমানু চুল্লি। যে কোন একটাতে ঝাপিয়ে পড়ে নিজের দেশের নাম উজ্জ্বল করুন। তবে যাওয়ার আগে সাবধান এই চুলা নিয়ে কিন্তু ইরান আর আমেরিকার মধ্যে মুখ দেখাদেখি বন্ধ ছিলো ১৯৮০ সাল থেকে। এই কিছুদিন হলো দুই বান্ধবীর সম্পর্ক কিছুটা ভালো।
চুল্লির কথা গেলো, যদি আপনি পরমানু বোমার বিস্ফোরন চোখের সামনে দেখতে চান একটু কষ্ট করে উত্তর কোরিয়া চলে যান। ওখানে প্রায়ই ফরমালিন মুক্ত পরমানু বোমার মেলা বসে (কাল্পনিক)। উত্তর কোরিয়া ৮ম দেশ হিসেবে ২০০৬ সালের ৯ অক্টোবর পরমানু বোমার বিস্ফোরন ঘটায়। যদি সত্যিই যান তবে প্রেসিডেন্ট কিম জং উনের সাথে সেলফি তুলতে ভুলবেন না !!
চুল্লি গেল, আবার পরমানু বোমাও গেল, আচ্ছা যদি আপনার গ্রামে যেতে ইচ্ছা করে কি করবেন? নিজ গ্রামে তো কতই গেছেন, এবার চলেন পান্মুঞ্জাম গ্রামে যায়। চিনতে পারেন নাই? এটা হলো উত্তর আর দক্ষিণ কোরিয়ার ঠিক মাঝখানে অবস্থিত একটা গ্রাম। সময় পেলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ব্লু হাউজে ঘুরে আসতে পারেন। ভালো কথা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নাম জানেন তো? পার্ক জিউন হাই, মহিলা দেখতে কিউট আছেন !!
আর যদি আপনার কোথাও যেতে ইচ্ছে না হয়, টেবিলে বসে মুড়ি পেয়াজু খান। আমি নেপাল থেকে ঘুরে আসি। নেপালের শেষ রাজা বীর বিক্রম শাহ দেবের সাথে সেলফি আমাকে তুলতেই হবে। ভালো কথা জানেন তো, ২৮ মে, ২০০৮ সালে নেপালে ২৪০ বছরের রাজতন্ত্রের বিলোপ হয় এবং ৮ সেপ্টেম্বর ২০০৮ এ নেপাল সরকার দাস প্রথা বিলোপ করে। ভাগ্যিস দাস প্রথা নাই, নয়ত তোমার যা চেহারা নিশ্চিত দাস হিসেবে চালায় দিতো !!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,প্রসঙ্গ এশিয়া -৭.....................................................
-ভাই, বিয়ে করবো, কিছু শেকেল ধার দেন?
-কি চাইলেন, শেকেল? ওটা আবার কি !
-ও জানেন না বুঝি, শেকেল হলো ইসরাইলের মুদ্রার নাম।
-ভাই কি ইসরাইলি মেয়েকে বিয়ে করতেসেন ! সাবধান, চরম ঝামেলাবাজ দেশ হলো ইসরাইল। আরবের সাথেই ইসরাইলের যুদ্ধ হয় চার বার- ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭ এবং ১৯৭৩ সালে।
-হ্যা, ভাই জানি, আমার হবু বউ আবার ক্যাম্প ডেভিড চুক্তির মহা ভক্ত, তাই শেষ পর্যন্ত বিয়েটা করা। কি চোখ কপালে তুলছেন কেন? ক্যাম্প ডেভিড চুক্তি হলো ইসরাইল আর আরবের মাঝে করা শান্তি চুক্তি।
-ও আচ্ছা, যাক বিয়েটা ভালোই হবে মনে হয় !!
-ও আচ্ছা ভাই, আরেকটা কথা, মেয়ে আবার থিওডোর হার্জলের এক রকমের আত্নীয় লাগে !!
-এই সেরেছে কি শুনালেন দাদা !! থিওডোর কে ছিলেন জানেন তো? ইহুদিবাদের জনক। এই বংশের মেয়ে, কি জানি কেমন হয়? ভাই, আমি বলি কি বিয়েটা করেন না, কবে দেখবেন আমান আর মোসাদ মিলে আপনার ১২ টা বাজায় দিসে।
-আমান- মোসাদ টা আবার কে? মেয়ের প্রেমিক-ট্রেমিক নাকি?
-জী না, আমান(১৯৫০) হলো ইসরাইলের সাম্রিক গোয়েন্দা সংস্থা আর মোসাদ (১৯৪৯) হলো ইসরাইলের সরকারি গোয়েন্দা সংস্থা।===============================
প্রসঙ্গ আফ্রিকা ১...........................................................
গোটা পৃথিবীকে ৫ ভাগ করুন। এই ৫ ভাগের এক ভাগ জুড়ে আছে কালো মানুষের দেশ আফ্রিকা। আমরা কথায় কথায় সাহারা মরুভুমির রেফারেন্স দেই। এই সাহারা আপা( পড়ুন মরুভূমি) আফ্রিকাতেই অবস্থিত। যদি কেউ প্রশ্ন করে, আফ্রিকাতে কয়টা দেশ ! উত্তরটা খুব দ্রুত দিন......সেঞ্চুরি করে আরও ৪ রান অর্থাৎ৫৪ টা দেশ আছে আফ্রিকাতে। আপনার সামনে ম্যাপ আছে তো ? বেশ দেখতেই পারছেন আফ্রিকা আর একটু হলেই ইউরোপের সাথে লাইন মারতে পারতো যদি না মাঝখানে বেরসিকের মতো ভূমধ্যসাগর হাজির না হতো। কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই ভূমধ্যসাগরের !!
ম্যাপ টা পাশে আছে তো?ওই যে দ্যাখেন, আফ্রিকা যে একটু এশিয়ার সাথে সুখ দুঃখের কথা বলবে সেই উপায় টাও নাই। মাঝখানে আছে লোহিত সাগর। বোঝাই যাচ্ছে, অধিকাংশ বিসিএস প্রত্যাশীর মতো আফ্রিকাও এখনো ব্যাচেলর ! আচ্ছা ভাই, আপনার কি খুব ঠান্ডা লাগতেসে? কোনো ব্যাপার না, সোজা আফ্রিকার লিবিয়াতে চলে যান। লিবিয়ার আল_আজিজিয়া হলো পৃথিবীর সবথেকে হট স্থান।
,..........................................
প্রসঙ্গ আফ্রিকা- ২........................................................
জানেন নাকি ভাই, আফ্রিকাতে জন্মহার সবথেকে বেশী !! আর হবেই বা না কেন? দুই দুইটা মরুভূমি আছে এখানে। সাহারার নামতো সবাই জানে। আরেকটার নাম জানেন তো? ওই যে ম্যাপের নিচের দিকে, কালো হরি(পড়ুন কালাহরি) মরুভূমি। মরুভূমি আছে আর গরম থাকবে না তাই কি হয়! আর যত বেশী গরম তত বেশী বাচ্চা উৎপাদন ।থাক ওসব কথা.........!!
আফ্রিকার মানুষ গুলা লম্বা চওড়া হয়। আরে ভাই, শুধু মানুষ ক্যান, পৃথিবীর সব থেকে লম্বা নদীটাও তো এখানে। নীল নদীর কথা বলতেসিলাম, ৬,৬৫০ কিমি লম্বা, ভাবা যায়?
আপনি কি আফ্রিকার সব থেকে উচু জায়গায় এক কাপ কফি খেতে চান?, চলেন তাঞ্জানিয়াতে যাই। ম্যাপ আছে তো, বলেন তো তাঞ্জানিয়া কোথায়? ওই যে কেনিয়ার নিচে, পাইসেন? তাঞ্জানিয়ার কিলিমাঞ্জারো পাহাড়টাই হলো আফ্রিকার সব থেকে উচু জায়গা।
আর যদি, বিসিএস ক্যাডার হতে না পারিয়া কোন ভাইয়ের মরার শখ হয় ( সিরিয়াসলি নিবেন না প্লিজ) তাহলে সোজা চলে যান জিবুতিতে। ওখানে লেক_আসাল নামে একটা জায়গা আছে। মাটি থেকে প্রায় ১৫৬ মিটার গভীর এবং এটাই আফ্রিকার সর্বনিম্ন স্থান। কোনো চিন্তাভাবনা না করেই লাফ দিবেন লেক_আসালে !! আহত হবেন না, ডাইরেক্ট নিহত!!
আফ্রিকা নিয়ে টক ঝাল মিস্ট অনেক কিছু লিখলাম। ...ভয় হয়তেসে আফ্রিকা আপা আবার আমাকে ঢিস_ঢুস না মেরে বসেন। ভালো কথা আফ্রিকার যে লম্বা একটা শিং আছে জানেন তো? ম্যাপ আছে না আপনার সাম্নে?...ডান দিকে তাকান, হ্যা ওই যে সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া আর জিবুতি, এই ৪ টা দেশকে একসাথে আফ্রিকার শিং বলে।.............................................
প্রসঙ্গ ইউরোপ-১......................................................................................
ছোট মরিচের ঝাল বেশী, প্রবাদ বাক্যটা শুনেছেন নিশ্চয়? ইউরোপ হলো ছোট মরিচের মতো, গোটা পৃথিবীর মাত্র ৭ ভাগ জুড়ে আছে ইউরোপ। সুন্দরী ইউরোপ আরেকটু হলেই হাফ সেঞ্চুরী করতেন বয়ফ্রেন্ড (পড়ুন দেশ) সংখ্যায় !! মাত্র ২ টার জন্য পারেননি !! তাই ৪৮ টা প্রেমিক (দেশ) নিয়েই তিনি খুশি।
ইউরোপের সবথেকে বড়লোক বয়ফ্রেন্ডের নাম রাশিয়া। যেমন লম্বা (আয়তন) তেমন টাকা (জনসংখ্যা)। সবথেকে গরিব প্রেমিকের নাম ভ্যাটিকান সিটি। ভ্যাটিকানের নিজের ফ্ল্যাটও নাই। থাকেন অন্যের (ইতালি) ফ্ল্যাটে।
সুন্দরী ইউরোপের ৫ টা বয়ফ্রেন্ড আছে যাদের নানা ধরনের স্ক্যান্ডাল আছে। ৫ টা বয়ফ্রেন্ডের নাম হলো, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড আর আইসল্যান্ড। স্ক্যান্ডাল আছে বলেই তাদের বলে স্ক্যান্ডনেভিয়ান প্রেমিক (পড়ুন দেশ)। আবার কিছু প্রেমিক আছে যারা একটু বিটলা টাইপ। এস্তোনিয়া, লাটভিয়া আর লিথুয়ানিয়া, এই ৩ টা প্রেমিক বেশী বিটলামি করে বলে তাদের বাল্টিক প্রেমিক বলা হয়।
সুন্দরী ইউরোপের আবার অনেক বড় হলুদ জামা (পড়ুন ব্রহত্তম দ্বীপ) আছে, জামাটার নাম গ্রিনল্যান্ড। এটা আবার গিফট করেছে স্ক্যান্ডালবাজ ডেনমার্ক !! তবে গ্রিনল্যান্ডকে দেখতে চাইলে আপনাকে ইউরোপ থেকে বের হতে হবে। ম্যাপ সামনে আছে তো? বেশ, ম্যাপের সব থেকে উপরে বামে পচা হলুদ রঙয়ের গ্রিনল্যান্ডকে এবার আপনি নিশ্চয়ই খুজে পেয়েছেন !!
যাই হোক, গত রোজার ইদে সুন্দরী নতুন জুতা কিনেছেন, বুট জুতা। দেখবেন? বেশ আপনার চোখটা ম্যাপে নিয়ে যান, কি খুজে পেয়েছেন? ভালো করে লক্ষ করুন তো ইতালির ম্যাপটা, ঠিক জুতার মতোই তাইনা !!........................................
প্রসঙ্গ ইউরোপ-২........................................................................................
এই যে পেপার পত্রিকায় সারাদিন গণতন্ত্র নিয়ে এত লেখালেখি করে, জানেন নাকি গণতন্ত্রের আম্মু কে? এই ইউরোপের গ্রীসেই জন্ম হয় গণতন্ত্রের ! ম্যাপ আছে তো, বলুন দেখি গ্রীস কোথায়.?..... ওই যে ইজিয়ান সাগরের পাশেই গ্রীস। আর ভালো লাগছে না গ্রীসে থাকতে, চলুন, এক লাফে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতাল যাই। কি নাই ইতালিতে বলুন, ফ্যাসিজম,মুসোলিনি, ১১.৩ ডিগ্রি হেলানো পিসার টাওয়ার, রেনেসা সবই তো এখানে। আপনার কি খিদে পেয়েছে? ব্যাপার না, চলেন পাস্তা খাই। পাস্তার জন্ম কিন্তু ইতালিতে। খাবার শেষে অপেরা দেখবো। এই অপেরার চালু হয় কিন্তু এখানেই প্রথম !!
এবার চলুন ফ্রাসে যাই। আজ তো ১৪ জুলাই (কাল্পনিক), ফ্রান্সের স্বাধীনতা দিবস। আচ্ছা বলুন তো, কার নেতৃত্বে ফ্রান্স স্বাধীন হয়?... উত্তরটাও জলদি দিন, চার্লস গ্যালে। ১৪ জুলাই কি হয়েছিল জানেন তো?... পতন হয়েছিল ভাই, বাস্তিল দুর্গের পতন, সে ফরাসী বিপ্লবের সময়কার কথা। থাক ভাই, অত অতীতে গিয়ে কাজ নেই। চলেন, ট্যাক্সি নেই। ট্যাক্সি আপনাকে নিয়ে যাবে আলমা ডি টানেলে, এই রাস্তায় কি হয়েছিলো বলেন তো? জী হ্যা, প্রিন্সেস ডায়না এই রাস্তাতেই এক্সিডেন্ট করে মারা যান। ও কি,ভয় পাবেন না গাড়ি ড্রাইভার আস্তে চালাবে !!
আলমা টানেল তো দেখা শেষ, এবারে সোজা ল্যুভর মিউজিয়াম আর এলিসি প্রাসাদ। এলিসি প্রাসাদে কে থাকে বুঝতে পারছেন তো?...।ঠিক ধরেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট থাকেন। তো যাবেন নাকি প্রেসিডেন্টের সাথে একবার দেখা করতে ? আচ্ছা ভাই, ফ্রান্সে আসলাম আর করসিকা দ্বীপে যাবো না সেটা কি হয় নাকি !! কি ভাই ধরতে পারসেন? সেই দ্বীপ যেখানে নেপোলিয়ন জন্মায়ছিলেন। করসিকা দ্বীপ থেকে সোজা সমুদ্রে ঝাপ দিবো !! ভয় পেলেন নাকি, তবে ভয় পাওয়ারই কথা। ট্রেনে চেপে সমুদ্রের নিচ দিয়ে ৫০ কিলোমিটার পথ অতিক্রম করে ইংল্যান্ডে যেতে কার না ভয় লাগে বলেন!!
তো কি দেখবো ইংল্যান্ডে? কত্ত কিছু,এই যেমন ধরুন, ট্রাফাল্গার স্কোয়ার, হোয়াইট হল (হোয়াইট হাউজ না কিন্তু), বাকিংহাম প্যালেস ( রাজপরিবার যেখানে থাকে আরকি), ১০ এবং ১১ নং ডাউনিং স্ট্রীট...আরো অনেক জায়গা। ভাই সুযোগ পেলে ভিক্টোরিয়া ক্রস ( সরবোচ্চ রাস্ট্রীয় সম্মান) টাও নিয়ে আসবো। চলেন এবার বেলজিয়ামে, ওখানকার ইউরোওপীয় ইউনিয়নের সদর দপ্তর দেখেই বাংলাদেশে চলে আসবো। আমাদের ভিসার মেয়াদ ফুরিয়ে আসছে প্রায়
============
প্রসঙ্গ উত্তর আমেরিকা-১........................................................
হ্যালো, আপনি কি আমেরিকা যেতে চান? তবে কলম কিনে বাসে উঠে পড়ুন !! যাক, আপনার মুচকি হাসি দেখে ধরেই নিচ্ছি আপনি বুঝতে পারসেন আমি কলম্বাসের কথাই বলছি। আমার মনে হয় আপনি এটাও জানেন, কলম্বাস ১৪৯২ সালে আমেরিকা আবিস্কার করেন। আচ্ছা আপনাকে একটু কঠিন প্রশ্ন করি, উত্তর আমেরিকায় টোটাল কয়টা দেশ? ২৩ টা, যাহ্, আপনাকে আটকানো গেলো নাহ !! ওকে, আরো কঠিন প্রশ্ন আপনার জন্য, উত্তর আমেরিকার আয়তন কত?... কি ভাবছেন? কনফিউজড?, ব্যপার নাহ, মনে রাখুন, ২ জন ব্যাটসম্যান যথাক্রমে ৪৪ এবং ৭৪ রান করসে। আই মিন, ২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার বর্গ কিমি, হলো তো সোজা।। ঘন বর্ষা, আপনার কি খালে বিলে সাঁতরাতে মন চাইছে? কোন ব্যাপার নাহ, পানামা খালে চলে যান। সাঁতরাতেও পারবেন আবার উত্তর আর দক্ষিণ আমেরিকাও একসাথে দেখতে পারবেন, কারন এই খাল দুই আমেরিকাকে আলাদা করেছে। আর যদি লম্বা ছুটি কাটাতে চান, সোজা মিসিসিপি ন্দীতে চলে যান প্লিজ, এটাই উত্তর আমেরিকার সব থেকে লম্বা নদী, লম্বা নদীর বুকে লম্বা ছুটি কাটানো, ভালোই হবে। ও কি, কি বললেন, আপনি ঠান্ডা একদম সইতে পারেন নাহ? ঠিক আছে, এক কাজ করুন, ডেথ ভ্যালিতে ঘুরে আসুন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ডেথ ভ্যালি উত্তর আমেরিকার সব থেকে হট জায়গা।....................................
প্রসঙ্গ উত্তর আমেরিকা-২........................................................
আচ্ছা ধরুন, বাংলাদেশ সরকার যদি কয়েকজন বিসিএস প্রত্যাশীদের কিউবাতে পাঠিয়ে দেয়, কি হবে বলুন তো? প্রথমেই, প্লেনেই সবাই হাভানা...হাভানা বলে চেচাতে থাকবে, কারন উনারা জানে কিউবার রাজধানী হাভানা। সুন্দরী এয়ার হোস্টেজ হাভানায় সবাইকে নামিয়ে দেয়ার পর সবাই বাজারে গিয়ে খোজ করবে মুক্তোর !! কারন কোচিং শিটে লেখা ছিলো, কিউবা হলো মুক্তোর দেশ। তারপর দলবেঁধে সবাই কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সাথে সেলফি তুলতে যাবে। ক্যাস্ট্রো সাহেব সবাইকে চা খাওয়াবেন আর বলবেন কিউবার অতীত ইতিহাসের কথা। কিভাবে ১৪৯২ সালে কলম্বাস কিউবা আবিস্কারের পর আবার স্পেন ৪০০ বছরের জন্য কিউবা দখল করে নেয় সেই গল্প শোনাতে গিয়ে তিনি চা-নাস্তা খাওয়ানোর কথা ভুলে যাবেন। এরপর কিছু বিসিএস প্রত্যাশী রাউল ক্যস্ট্রোকে দুটো কটু কথা শুনিয়ে দিবেন। রাউল সাহেব ভয়ানক ক্ষেপে সবাইকে পাঠিয়ে দিবেন কুখ্যাত গুয়েন্তানামো বে বন্দীশালায়। বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় ২ দিন পর সবাই মুক্তি পাবেন। তারপর রাউল সাহেব নিজের ভুল বুঝতে পেরে সবাইকে কানাডার সিএন টাওয়ারে( জাতীয় টাওয়ার) নিজ খরচে ঘুরতে পাঠাবেন। ওখানে বিসিএস প্রত্যাশীদের বরন করা হবে লিলি ফুল আর ম্যাপল পাতা দিয়ে( কারন, কানাডা হলো লিলি ফুল আর ম্যাপল পাতার দেশ)। সিএন টাওয়ার থেকে সবাইকে নিয়ে যাওয়া হবে উড বাফেলো ন্যাশনাল পার্কে (উত্তর আমেরিকার সব থেকে বড় পার্ক)। সব শেষে, বিসিএস প্রত্যাশীদের পাঠানো হবে কুইবেক প্রদেশে। সেখানে এক সুন্দরী ললনা ফরাসী ভাষায় সাগর রহমান নামের এক প্রার্থীকে প্রেমের প্রস্তাব দিবেন। সাগর সাহেব হতচকিত হয়ে ভাব্বেন, তাহলে তিনি প্রফেসরস বইতে ঠিকই পড়েছিলেন, কানাডার কুইবেকে সবাই ফরাসী ভাষায় কথা বলে !!................................
উত্তর আমেরিকা- ০৩.................................................................
মনে আছে তো সেই ললনার কথা, গত গল্পে যে আমাকে প্রেমের প্রস্তাব দেয় !! যাই হোক, সবাইকে বিদায় জানিয়ে সেই ললনার হাত ধরে আমি পাড়ি জমালাম আমেরিকায় (সব খরচা সেই মেয়ে বহন করবে এই শর্তে)। প্লেনে কথায় কথায় জানতে পারলাম, ললনার বাবা আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের নাগরিক। সেই লুইজিয়ানা যা আমেরিকা ফ্রান্সের কাছ থেকে কিনেছিলো ( তাইতো সুন্দরী ফ্রেঞ্চ ভাষায় কথা বলে)। মেয়ে আবার মার্ক টোয়েনের (আমেরিকান সাহিত্যিক)লেখার মহা ভক্ত। আমি তো বিসিএসের প্রিপারেশন নিতে গিয়ে মার্ক টোয়েনের নানা তথ্য মুখস্ত করেছি, তাই আলাপটাও জমছিলো ভালো। মেয়েটার আবার জেনারেল নলেজে ব্যাপক আগ্রহ। খানিক বাদে বলা নেই, কওয়া নেই ধুম করে আমাকে জিজ্ঞেস করে, বলো তো আমেরিকার স্বাধীনতা দিবস কবে? আমি একটু টাশকি খেলেও উত্তর দিলাম ১৭৭৬ সালের ৪ জুলাই। ও আচ্ছা, এবার বলতো, আমেরিকা তার সংবিধান রচনা করে কবে?...এ কেমন মেয়ে বাবা যাই হোক আমি মুখটা পাথরের মতো করে বললাম ১৭৮৯ সালে। পারসো, আরেকটা ধরি, আমেরিকার পতাকায় কয়টা রেখা?...১৩ টা।
মেয়েটা আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিল, আমি হাত তুলে তাকে থামালাম। অনেক হয়েছে এবার আমার পালা। আমি প্রশ্ন করি, তুমি উত্তর দাও মেয়ে। বলোতো, আমেরিকার নারীরা কবে ভোটাধিকার পায়? মেয়েটাও কি কম যায়, চটপট করে বললো, ১৯২০ সালে। আমিও হাল ছেড়ে দিবো না, আরেকটা কঠিন প্রশ্ন করলাম, সিনেটের আসন সংখ্যা কত?...মেয়ে মুখে ফেস পাউডার মাখতে মাখতে বললো, ১০০ টা। উফফ, কি মেয়েরে বাবা, বেল দিতেসেই না। যাই হোক, আমি বুঝে গেলাম ললনাকে অত সহজে আটকানো যাবে নাহ। তাই পরের প্রশ্নটা একটু কঠিনই করলাম, আমেরিকার কোন কোন প্রেসিডেন্ট আতাতায়ীর হাতে মারা যান? সুন্দরী এক গাল হেসে ব্যাগ থেকে মাশকারা বের করে চোখে লাগাতে লাগাতে উত্তর দিলো-৪ জন, আব্রাহাম লিংকন, জেমস এগারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে ও জন এফ কেনেডি। আমি চুপচাপ বসে মেয়েটার চোখে মাশকারা লাগানো দেখছিলাম। এই মেয়েকে হারানো আমার পক্ষে সম্ভব নাহ !!
হঠাত মেয়েটা গ্রাউন্ড জিরো... গ্রাউন্ড জিরো( টুইন টাওয়ার আগে যেখানে ছিলো) বলে চেচাতে লাগলো। আমার চারপাশের সিনারিও দ্রুত পাল্টাতে থাকলো। আমি যেটাকে প্লেন ভাবছিলাম সেটা আসলে নাটোরের বিসিএস কোচিং এর ক্লাস্রুম। ক্লাসে স্যার জিরো...জিরো বলে কি অংক শেখায়........
প্রসঙ্গ দক্ষিণ আমেরিকা-০১.....................................................
বাহ, বেশ, আপনি তো ভালোই ফুটবল খেলেন। তা ফুটবল ভালো খেলা অনেক দেশগুলোই কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশে !! ও জানেন দেখছি তা বলুন তো, এই মহাদেশের সব থেকে উঁচু পর্বতমালার নাম কি? পারছেন না ? আন্দাজে বললেও আপনি পারবেন, আন্দাজে, মার্ক মাই ওয়ার্ড। জি হ্যা, ঠিক ধরেছেন, আন্দিজ পর্বতমালাই হলো এই মহাদেশের সব থেকে উঁচু পর্বতমালা। আপনার কি বড়সি দিয়ে মাছ ধরতে ভালো লাগে?...ভালো লাগলে নিশ্চিন্তে চলে যেতে পারেন আম্মাজানের কাহে। কি বুঝলেন নাহ !! আমি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী আমাজনের কথা বলছিলাম রে ভাই। তবে ওই নদীতে মাছের পাশাপাশি আপনাকে কুমির চাচ্চু বা অ্যাানাকোন্ডা আন্টিও ওয়েল্কাম জানাতে পারেন। সো, সাবধান !!
বাংলাদেশে মানুষের ভীড়ে থাকতে থাকতে যদি আপনি হাপিয়ে ঊঠে,তাহলে দক্ষিণ আমেরিকার সুরিনামে চলে যেতে পারেন,কারন আয়তনে এবং জনসংখ্যায় সুরিনাম হলো এই মহাদেশের সব থেকে পিচ্চি দেশ। হ্যালো, আপু,আপনার কি বসন্ত সিজন ভালো লাগে, তাহলে বয়ফ্রেন্ড কে বলুন আপনাকে ইকুয়েডর নিয়ে যেতে, কারন ইকুয়েডর কে চির বসন্তের দেশ বলা হয়।সারা বছর বসন্ত থাকবে, গরমে আপনার মেকআপ গলে গলে পরবে নাহ একদম !! ভার্সিটির হলে গনরুমে থাকতে থাকতে হাপিয়ে উঠেছেন? কোন টেনশন নিয়েন না, টিউশনির টাকা জমিয়ে ঘুরে আসুন পৃথিবীর সব থেকে দক্ষিণের নগরী পুয়ের্তো উইলিয়াম থেকে, যা চিলিতে অবস্থিত। আর আপনি যদি মদ- গাজা'র ফ্যান হয়ে থাকেন, তাহলেও দক্ষিণ আমেরিকা আপনাকে হতাশ করবে নাহ !! সোজা কলম্বিয়া চলে যান, সব থেকে বেশী মাদক এথানে উথপাদিত হয়। আপনার দ্রুত মরার শখ থাকলে ঘুরে আসুন কলম্বিয়া থেকে !! আর হ্যা, আরেকটা কথা, দক্ষিণ আমেরিকাতে কিন্তু সব মিলিয়ে স্বাধীন দেশ মোটে ১২ টি।।................................................
প্রসঙ্গ দক্ষিণ আমেরিকা-০২........................................................
আচ্ছা, আপনি কি ডায়েট করেন? মিস্টি কুমড়া হয়ে যাওয়ার ভয়ে কম কম খান? আপনি কি জিরো ফিগারের স্বপ্ন দ্যাখেন?......সব গুলোর উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে দক্ষিণ আমেরিকার দেশ চিলিকে আপনার অবশ্যি পছন্দ হবে !! চোখ ধাঁধানো স্লিম ফিগার এই দেশের, তাই চিলি হলো বিশ্বের সব থেকে স্লিম রাস্ট্র !!
চে গুয়েভারা'র নাম তো অবশ্যি শুনেছেন...। বিপ্লবী এই নেতা কিন্তু জন্মেছিলেন এই দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনাতে ১৯২৮ সালের ১৪ জুন, (ইশ মাত্র কদিন আগেই গুরুর জন্মদিন গেল, উইশ করতে ভুলে গেসিলাম)। সো, আর্জেন্টিনা শুধু মেসি'র দেশ না, বুঝতেই পারছেন। আর্জেন্টিনার রাজধানীর নাম তো জানেন?...বুয়েন্স আয়ারস। বলেন তো বুয়েন্স আয়ারস কোন নদীর তীরে?... কি পারছেন না, তাহলে এক কাজ করুন, লুঙ্গি পালটে আসুন !! লুঙ্গি পাল্টা, আই মিন লা প্লাটা নদীর তীরেই বুয়েন্স আয়ারস অবস্থিত। বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি বলেন তো?... ইসাবেলা ডি পেরন, তিনিও কিন্তু আর্জেন্টিনার মানুষ।........চলুন এবার নেইমার-পেলের দেশ থেকে ঘুরে আসি। ঠিক ধরেছেন, আমি ব্রাজিলের কথাই বলছি। ব্রাজিলে গিয়ে রোনালদো'র খুব সুবিধে হবে, কারন ব্রাজিলিয়ানরা পর্তুগিজ ভাষায় কথা বলে( ব্রাজিল আগে পর্তুগালের কলোনি ছিল) !! ব্রাজিলে কিন্তু আগে রাজতন্ত্র ছিলো জানেন তো? ১৮১৫ সাল থেকে ১৮৮৯ সাল পর্যন্ত। এখনো রাজতন্ত্র থাকলে ভালোই হতো, প্রতি ম্যাচে নেইমার গোল করে মহারাজাকে কুর্নিশ করে বলতো, জাহাপনা, গোল করেছি !!! ও আচ্ছা আরেকটা কথা, ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি বলুন তো? ...দিল্মা রুসেফ, মহিলা যখন হাসেন, তখন ভারী কিউট লাগে !!......................................................
প্রসঙ্গ ওশেনিয়া মহাদেশ-০১.............................................................................
--আচ্ছা শুনলাম আপনি নাকি ইদের ছুটিতে অস্ট্রেলিয়াতে ঘুরতে যাচ্ছেন !!
--হুম, ঠিকই শুনেছেন ...
--ও খুব ভালো, বলেন তো 'অস্ট্রেলিয়া' মানে কি?
--জানি ভাই, অস্ট্রেলিয়া মানে এশিয়ার দক্ষিণাঞ্চল !
--বেশ, বেশ, তা ভাই, আপনি প্লিজ আমার জন্য এক জোড়া ক্যাঙ্গারু নিয়ে আসবেন। শুনেছি অস্ট্রেলিয়া নাকি ক্যাঙ্গারুর দেশ !!
-- আনবো, আনবো
--থ্যংক্স, আরেকটা ব্যাপার। আপনার ফোনে কি ভালো ভিডিও হয়?
--কেন বলেন তো !!
--না মানে, শুনেছি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গ্রেট ব্যারিয়ার রিফ নাকি পৃথিবীর সব থেকে বড় প্রবাল প্রাচীর। যদি আপনি একটু ভিডিও করে আনতেন, কবে না কবে যাই?
--ওকে।। আনবো, আনবো
--কোসিয়াস্কোতে নিশ্চয় যাবেন?
--সেটা আবার কি?
-- ওমা, ভাই, জানেন না, কোসিয়াস্ক হলো অস্ট্রেলিয়ার সব থেকে বড় পর্বত, অবশ্যি যাবেন এবং ছবি তুলবেন। সাথে ওয়াটার বোতল থাকলে গ্রেট ভিক্টোরিয়া (ওশেনিয়া মহাদেশের সব থেকে বড় হ্রদ) থেকে এক বোতল পানি নিয়ে আসবেন প্লিজ।
-- ক্যান !!
-- না মানে, ওয়াশার পানি খেতে খেতে আর ভালো লাগে নাহ। ভিক্টরিয়ার পানি একটু খাইতাম আরকি !! হে...হে....................................................................
প্রসঙ্গ ওশেনিয়া মহাদেশ-০২............................................
হ্যালো মিস, কোথায় চল্লেন?...কি ভোট দিতে, তা বেশ তো, খুব ভালো। আপনার ভোট আপনি দিন,আমি বিরক্ত করবো নাহ, শুধু একটা প্রশ্ন, বলেন তো কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেন?...হ্যা, ঠিকই বলেছেন, নিউজিল্যান্ডের নারীরা ১৮৯৩ সালে।বাহ, আপনি বেশ খোজখবর রাখেন দেখছি !! কি বললেন, আপনি রাগবি খেলাও পারেন !! চমৎকার, নিউজিল্যান্ডের জাতীয় খেলাও রাগবি। আচ্ছা মিস, আপনি কোন ধরনের পাখি লাইক করেন?...সে কি !! কিউই পাখি, বড়ই অদ্ভুত, নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই। আচ্ছা আপনার ফেসবুক আইডি কি নামে? ...কি শোনালেন আপনি, আপনার ফেবু আইডির নাম 'দক্ষিণের গ্রেট ব্রিটেন' !! নিউজিল্যান্ড কেউ ঠিক এই নামেই ডাকা হয় জানেন তো। আচ্ছা, আপনার সাথে নিউজিল্যান্ডের এত মিল ক্যান,আপনার বাড়ি কই?...ও নোয়াখালী, তাইতো বলি নিউজিল্যান্ডের সাথে এত মিল ক্যামনে !! নিউজিল্যান্ড-নোয়াখালী, মিল তো থাকবেই !
আচ্ছা যাই তাহলে, আপনি ভোট দেন। সে কি টাকা চাইছেন কেন? কি বললেন, আপনাকে ২ মিনিট বিরক্ত করলাম তার জরিমানা দিতেই হবে। এ কেমন কথা, ২০১২ সালে অস্ট্রেলিয়া কার্বন নির্গমনের উপর জরিমানা আরোপ করছিলো, আপনি দেখি সেই পথেই হাটছেন !! আরেহ ভাই, আমি তো কার্বন ছাড়ি নাই, ২ টা কথাই তো বলেছি।
সে কি চোখ রাঙ্গাচ্ছেন কেন?, মনে রাখবেন এক মাঘে শীত যায় না, একদিন আমিই আপনাকে মারে ডার্লিং ( ওশেনিয়ার সব থেকে বড় নদী) এর ঘোলা জল খাওয়াবো, হুহ...!!........................................................
প্র্সঙ্গ এন্টার্কটিকা মহাদেশ.........................................................
আপনি কি আইস্ক্রীমের ফ্যান, চকবার দেখলে কি আপনার মুখ জলে পূর্ণ হয়ে যায়, তবে আর দেরি না করে রিকশা করে এন্টার্কটিকা চলে যান (আদৌ কি পসিবল !!)। পুরো আইসের গুদামখানা হলো এই মহাদেশ। পুরো বিশ্বের শতকরা ৯০ ভাগ বরফ এখানে জমাট বেধে আছে।
আপনি যদি লুঙ্গি, গামছা,টপস বা জেগিংস পড়ে এন্টার্কটিকা যেতে চান, তাহলে মহা ভুল করবেন, কারন ওখানের তাপমাত্রা শূন্যের নিচে ৮৯ ডিগ্রী সেলসিয়াস ! ভাবা যায় !!
ভাবছেন, ঠান্ডা লাগলে লাগবে, আশেপাশের দোকান থেকে অ্যালাক্টল জাতীয় ট্যাবলেট কিনে খেয়ে নিবেন !! জী না , আপনি পারবেন না, কারন ওখানটায় স্থায়ী জনবসতি নাই, আর দোকান পাট তো দূরের কথা। তবে আপনি একটা কাজ করতে পারেন, খুব ঠান্ডা লাগলে মাউন্ট ইরেবাসের (সক্রিয় আগ্নেয়গিরি) বুকে ঝাপিয়ে পড়তে পারেন, তবে আপনি বার বি কিউ হয়ে গেলে সেই দায়দায়িত্ব কিন্তু আমার নাহ !! এই মহাদেশের সব থেকে উচু স্থানের নাম ভিন্সন ম্যাসিফ। এন্টারক্টিকায় বসে আপনার যদি প্রেমিকার সাথে কথা বলতে ইচ্ছা হয়, তাহলে সোজা চলে যাবেন ভিন্সন ম্যাসিফে, কারন এত উচু জায়গায় নেটওয়ার্কের কোন ঝামেলা হবে না আশা করি !! আর অফিস থেকে যদি বার বার ফোন আসে, তাহলে চলে যান এই মহাদেশের সব থেকে নিচু জায়গা বেন্টলে সাবগ্ল্যাসিয়াল ট্রেঞ্চে, যা প্রায় ২৫৫৫ মিটার গভীর। আপনার অফিসের বসের ও সাধ্য নাই আপনাকে ফোন দিয়ে বিরক্ত করার !! ছুটি কাটিয়ে দেশে ফেরার আগে স্যূটকেসের মধ্যে যথেষ্ট পরিমানে পেঙ্গুইন, তিমি আর সিল মাছ নিয়ে নিন। দেশে ফিরে আপনজন কে এগুলো উপহার দিয়ে চমকে দিন। সবার বাসা-বাড়িতে ছড়িয়ে পড়ুক তিমি আর সিল মাছ রান্নার সুঘ্রান !!* গল্পে গল্পে সাত মহাদেশ পরিচিত **..................................
প্রসঙ্গ এশিয়া -১..................................
আচ্ছা ভাই, বলেন তো গোটা পৃথিবীর ৩০ ভাগ এলাকা জুড়ে আছে কোন মহাদেশ?...উত্তরটা জলদি দিন- এশিয়া। আয়তন কত জানেন নাকি? না ভাই, অত বড় সংখ্যা আমার মনে থাকে না !!কোন ব্যাপার না, শুধু

Website