Tea Vale - টি ভ্যালী

Tea Vale - টি ভ্যালী

'Tea Vale' serve you various type of Green Tea, Black Tea

15/12/2023

বিজয় দিবসে সকলকে শুভেচ্ছা।

03/08/2023

চা খাওয়ার কি কোন সময় আছে?

চা হলো শুধু একটা ভালোবাসার নাম। তাই যেকোনো সময় খাওয়া যায়৷ মন ভালো হোক বা খারাপ হোক।

এক কাপ পারফেক্ট চা পারে মন কে সতেজ করে তুলতে।
যেকোনো ভালো চায়ের সাথে আদা, লেবু, মধু কিংবা লবঙ্গ জাতীয় প্রাকৃতিক উপাদান মিশিয়ে নিয়মিত পান করলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা/ ইমিউনিটি বৃদ্ধিতে সহায়ক।

31/12/2021

May the New Year 2022 bring you more happiness, success, love and blessings!

15/12/2021

বিজয়ের ৫০ বছরের প্রদীপ্ত গৌরব আমাদের।
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ও সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

01/09/2021

Tea Vale

5 Herbal Teas for Amazing Health Benefits

Besides the Doodhpati, Bubble tea, and Chai, tea also works wonders for those who are health conscious. Let us take a look at some of the healthy teas that you may include in your diet:

Ginger Tea:Ginger in itself is considered a beneficial herb and when combined with tea leaves, the two make a healing combination. Packed with antioxidants, ginger tea will provide a refreshing flavour that will be effective if you have a sore throat. It also boosts immunity and is perfect for winters.

Lemon Tea:If you are looking for a perfect summer drink, add a bit of lemongrass to your brewing tea and brace yourself for a wave of citrus burst. According to a study, people who drank lemon balm tea for six weeks had improved elasticity of the arteries. Hence, it is beneficial for people with heart disease, stroke, and mental decline since arterial stiffness is considered a risk factor.
Hibiscus Tea:Not only does it add a splash of colour to your drink, but hibiscus tea also comes with antiviral properties, and is proven to reduce stress. One can enjoy it as both-an iced drink or a hot beverage.

Peppermint Tea:Adding a zest of spice to your tea, the peppermint herb is surely going to liven up your tastebuds. Consuming this tea has proven to support digestive tract health. It also comes with antioxidant, anticancer, antibacterial, and antiviral properties.

Chamomile Tea:If you have trouble sleeping and are always feeling stressed out, drinking Chamomile tea will soothe your nerves. So, grab a cup of chamomile tea and just relax.

26/08/2021

বাংলাদেশের সেরা তিন চা !!??
বাংলাদেশের সেরা তিন চায়ের লিস্টে কোন কোন চা আসবে তা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক থাকলেও সারাদেশব্যাপী ঘুরে বেড়ানো ১০০ জন চা খোরের (Tea lover) দেওয়া ভোটের উপর এই ভিডিওটি আমরা বানিয়েছি। তিন জেলার তিনটি চা কে আমরা এই ভিডিওতে দেখেয়েছি।
সেরা তিনের লিস্টে এই ভিডিওতে উঠে এসেছে,,,
★সিলেটের পাঁচ ভাই এবং পানসী হোটেলের চা।
★দিনাজপুরের বটতলার মালাই চা।
★ঢাকার মতিঝিলের হীরাঝিল হোটেলের চা।
সেরা বিষয়টা আপেক্ষিক,,, অনেক ক্ষেত্রেই, তাই মানুষ থেকে মানুষে বিষয়টি পরিবর্তিত। তারপরও এই বিষয়টি নিয়ে ভিডিও বানানো।
আমরা ভোট গ্রহনের সময় কয়েকটি বিষয়কে শর্ত হিসাবে দিয়ে ছিলাম।
তা হল,
★ ১/ চায়ের দাম ৩০ টাকার বেশি হতে পারবে না।
★২/ দোকানে প্রতিদিন গড়ে ৫০০ কাপ চা বিক্রি হতে হবে।
★৩/ আম জনতা সাধারন মানুষের চা হতে হবে। কোন ফ্যান্সি বা সৌখিন অপ্রচলিত চা হওয়া চলবে না।
এতসব শর্ত মেনে যে সমস্ত চা খোর আমাদের এই জরিপ করতে সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানাই।

আপনার মতে আর কোন কোন চা সেরার লিস্টে থাকতে পারত তা আমাদের জানাতে পারেন।
মজার বিষয় হল ব্যক্তিগত ভাবে আমার নিজের পছন্দের সেরা তিন চায়ের মাত্র ১ টি এই লিস্টে জায়গা পেয়েছে।
বাকি দুটি পায়নি।
আপনার মতামতের অপেক্ষায় রইলাম।
সবকিছু ঠিক থাকলে আবারো সেরা চা খেতে সারাদেশ ভ্রমণ করব।
চায়ের প্রতি ভালবাসা।।।।
ধন্যবাদ।

#সংগ্রহীত

25/08/2021

চা
চা প্রতিটি বাঙালির কাছেই পরিচিত একটি নাম। গল্প কিংবা আড্ডা, চা ছাড়া জমানো দায়।

প্রায় সবার কাছেই জনপ্রিয় হলো ব্ল্যাক টি।

স্ট্রেস, নিদ্রাহীনতা, উদ্বিগ্নতা কাটাতে মনে আসে, চা এটি জাদুকরী উপায়ে আমাদের ক্লান্তি বা আলস্য দূর করে থাকে।

চা আমাদের কর্মশক্তি বাড়ায়। চা যে কেবল গরম পানীয়ের কাজ করে, তা কিন্তু নয়। এক গবেষণার দেখা গেছে, নিয়মিত চা পান করলে সুস্থতা ও গড় আয়ু বৃদ্ধি পায়। জাপানীদের কর্মমুখর জীবনের পেছনে যেসব জিনিস দায়ী, তার অন্যতম হলো চা।

তবে এই চা-ও হয়ে যেতে পারে ঝুঁকিপূর্ণ, যদি সেটা অস্বাস্থ্যকর চিনির মিশ্রণে তৈরি করা হয়। তাই চিনির বিকল্প হিসেবে কী ব্যবহার করবেন?
চিনির বিকল্প হিসেবে সেরা উপাদান হলো মধু। মধুমিশ্রিত চা যে কেবল সুস্বাদু, তা কিন্তু নয়। এটি দেহের জন্যে বেশ উপকারী। এটি দেহের ক্লান্তি দূর করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া সর্দিকাশি নির্মূলের ক্ষেত্রে উত্তম সহায়ক হিসেবে কাজ করে। এই মৌসুমে যারা সর্দিজ্বর নিয়ে চিন্তিত, তারা চায়ের সাথে মধু মিশিয়ে পান করে দেখতে পারেন। ইন শা আল্লাহ, অভাবনীয় রকমের উপকার পাবেন।
ক্লান্তি দূর করে ফ্রেশ মন নিয়ে কাটান প্রতিটি বেলা। আর এই যাত্রায় আপনার সহযোগী হোক মধুমিশ্রিত চা।

23/08/2021

🍁চা খাওয়ার কি কোন সময় আছে? নাহ নাই।
চা হলো শুধু একটা ভালোবাসার নাম। তাই যেকোনো সময় খাওয়া যায়৷ মন ভালো হোক বা খারাপ হোক।
এক কাপ পারফেক্ট চা পারে মন কে সতেজ করে তুলতে।🍁

17/08/2021

যেকোনো ভালো চায়ের সাথে আদা, লেবু, মধু কিংবা লবঙ্গ জাতীয় প্রাকৃতিক উপাদান মিশিয়ে নিয়মিত পান করলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা/ ইমিউনিটি বৃদ্ধিতে সহায়ক।

"Best Quality Tea" Tea Vale

শ্রীমঙ্গলের বাগানের সতেজ মাঝারি দানার চা-পাতি "
বাগানের চা পাতা এবং বাজারের চা পাতার মধ্যের পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝবেন।

বাজার দর ৪০০ গ্রাম যা ২৩০-২৫০ টাকা রাখা হয়, আর আমরা তা প্রতি কেজি ৪৫০ টাকা করে রাখছি!!! এবং ৫০০গ্রাম দিচ্ছি ২৫০ টাকায়!!!
যদি অরজিনাল চা পাতা টেষ্ট করতে চান নিয়ে দেখতে পারেন।

!!এক কাপ চা!!
সতেজতা সারাদিন -টি ভ্যালী

06/08/2021

HISTORIC

An extraordinary performance from their bowling attack gives Bangladesh their first-ever bilateral win against Australia.

They lead the five-match series 3⃣-0⃣

03/08/2021

অভিনন্দন বাংলাদেশ। 🇧🇩
Bangladesh Cricket:The Tigers

01/08/2021

Happy Friendship Day 2021

25/07/2021

Congratulations to Bangladesh Team for winning Test, ODI and T20I series for the first time in a tour 👏

19/07/2021

Tea Vale

Tea Will Make You Push More
Well, this is not just a beverage to choose from, tea is the supreme choice with a low percentage of caffeine. After, subsiding instances of cancer, Chai can fight the medical emergency dealing with heart problems. Additionally, this will also improve:

Weight loss
Extends a stronger immunity system
Lower cholesterol
Provide mental alertness

18/07/2021

প্রিয়জনকে চা উপহার।
পছন্দের প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা প্রিয়জনকে উপহার হিসেবে দিতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের পেজে।
সুবিধাসমূহঃ
১. হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা।
২. সুন্দর এবং মার্জিত প্যাকেজিং সুবিধা।
৩. গ্রীণ টি, ব্লাক টি, হোয়াইট টি অথবা রেগুলার যেকোন ধরণের চা উপহার হিসেবে দিতে পারেন।

!!এক কাপ চা!!
সতেজতা সারাদিন -টি ভ্যালী

08/07/2021

CORPORATE GIFT

If you are looking for a fully-unique and bespoke corporate gifting solution, we recommend a concierge experience that will help you create custom gift boxes for your customers, clients, and executives.

OUR PRODUCTS

WHITE TEA
GREEN TEA
BLACK TEA

04/07/2021

ক্লান্তিতে যখন মুখ দিয়ে বের হয় "ধুর"...
ব্যস্ততা যখন শরীর জুড়ে তোলে অবসাদের সুর...
৫/১০ টাকা খরচ করে চুমুক দিলেই পাবেন..
যে কোন সময় রিফ্রেশনেস রাত দুপুর..........
!!এক কাপ চা!!
সতেজতা সারাদিন -টি ভ্যালী

01/07/2021

প্রিয়জনকে চা উপহার।
পছন্দের প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা প্রিয়জনকে উপহার হিসেবে দিতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের পেজে।
সুবিধাসমূহঃ
১. হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা।
২. সুন্দর এবং মার্জিত প্যাকেজিং সুবিধা।
৩. গ্রীণ টি, ব্লাক টি, হোয়াইট টি অথবা রেগুলার যেকোন ধরণের চা উপহার হিসেবে দিতে পারেন।

27/06/2021

চা খাওয়ার পর সাথে সাথে পানি খেতে নিষেধ করা হয় কেন?

চা খাওয়ার আগে পানি খেয়ে নেওয়া উচিত,
চা খাওয়ার পর পানি খাওয়া উচিত নয় কেননা আপনি হঠাৎ খুব গরম কিংবা ঠান্ডা চা পানের পর হঠাৎ করে পানি পান করলে তাপমাত্রার হঠাৎ পরিবর্তনের ফলে
টেম্পারেচার সব খেতে পারেন। যা আপনার দাঁত এবং মস্তিস্ক ও স্নায়ুতন্ত্র সবকিছুর জন্যই ক্ষতিকর।

চা-কফি পান এর আগে পানি খাওয়া কে উৎসাহিত করা হয়। কারণ চা এসিডিক পানীয় ও তা আমাদের পেটের এসিড এর সাথে সরাসরি যুক্ত হয়ে এসিড এর ঘনত্ব বাড়িয়ে দেয় কিন্তু চা পানের আগেই পানি খেলে তা পেটের এসিড কে লঘু করে ফেলে।
ফলে চা পানের পর আর সমস্যা হয় না। এছাড়াও চা তে থাকা ট্যাটিন ও ক্যাফেইন উভয়ই ডিহাইড্রেটিং যৌগ।
অর্থাৎ চা পান এরপর এই উপাদানগুলো আপনার দেহে শুষ্কতা সৃষ্টি করবে। তাই চা পানের আগে বা চা পানের কমপক্ষে 15 মিনিট পর পানি পান করা উচিত।

16/06/2021

CORPORATE GIFT

OUR PRODUCTS

WHITE TEA
GREEN TEA
BLACK TEA

13/06/2021

#গ্রীণ-টি এর স্বাস্থ্য উপকারিতাঃ

• ক্যান্সার প্রতিরোধ করে।
• শরীরের বিভিন্ন অংশের মেদ কমায়।
• হার্টের জন্য খুবই ভালো।
• ত্বক ও চুলকে সুন্দর রাখে।
• শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখে। রক্ত পরিষ্কার করে।
• ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী।
• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিডনি ভালো রাখে।
ফিনলে ও জাফলং গ্রীন টি বানানোর নিয়মঃ
গরম পানিতে গ্রীনটি ২ চামচ দিয়ে নাড়াবেন। তলানি পরবে। এরপর পান করবেন।

BTRI গ্রীন টি বানানোর নিয়মঃ
কিছু পাতা (২-১ চিমটি) একটি কাপে অথবা গ্লাসে নিন। তারপর এতে গরম পানি মেশান আপনার পরিমাণ মত। ব্যাস ৫ মিনিট অপেক্ষা করুন, দেখবেন সুন্দর একটা ফ্লেভার & কালার চলে এসেছে। এখন আপনি পান করুন। (চাইলে ১ চামচ মধু মিশ্রণ করতে পারেন, মেদ কমানোর জন্য অনেক উপকারী)।
যারা শরীরের মেদ কমাতে চান তারাও নিয়োমিত গ্রিন টি সেবন করুন, আশাকরি ভালো ফল পাবেন।
কেউ অরিজিনাল গ্রীণ টি কিনতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের পেইজে। মুল্য নয় কোয়ালিটি ই আমাদের একমাত্র লক্ষ্য।

Opening Hours

Monday 09:00 - 21:00