Apu Heaven Speech - অপু হেভেন স্পীচ্

Apu Heaven Speech - অপু হেভেন স্পীচ্

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Apu Heaven Speech - অপু হেভেন স্পীচ্, Education, .

18/05/2022
21/06/2021

৭০ হাজার মুসলিম কি দা*জ্জা-লের
অনুসরণ কোরবে? (পর্বঃ -৩)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَتْبَعُ الدَّ*جَّا-لَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا عَلَيْهِمُ السِّيجَانُ-

আবূ সাঈদ খুদরী বলেছেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘আমার উম্মতের মধ্য হ’তে সত্তর হাযার লোক দা*জ্জা-লকে অনুরণ করবে’।(বাগাবী, শারহুস সুন্নাহ হা/৪২৬৫; মিশকাত হা/৫৪৯০)

তাহকীক :
খুবই য'ঈফ: শারহুস্ সুন্নাহ হা/৪২৬৫, আবূ হারূন-এর নাম ‘উমারাহ্ ইবনু জুওয়াইন, সে মাতরূক। য'ঈফাহ্ হা/৬০৮৮, মুসান্নাফ আবদুর রাযযাক হা/২০৮২৫।

(১) শায়েখ আলবানী (রহঃ) এটিকে যঈফ বলেছেন। (তাহক্বীক্ব মিশকাত হা/৫৪৯০)

তিনি বলেন, ضعيف جداً بلفظ أمتي ‘আমার উম্মত’ শব্দ যোগে (এটি) অত্যন্ত দুর্বল। তিনি আরো বলেছেন,
قلت: وهذا إسناد ضعيف جداً؛ أبو هارون اسمه: عمارة بن جُوَين، قال الحافظ في التقريب متروك، ومنهم من كذبه ‘
আমি বলেছি, সনদটি খুবই যঈফ। আবূ হারূণের নাম হ’ল উমারাহ বিন জুয়াইন। হাফেয ইবনে হাজার ‘আত-তাক্বরীব’ গ্রন্থে বলেছেন, তিনি মাতরূক। তিনি মিথ্যুকদের অন্যতম।(যঈফাহ হা/৬০৮৮)
তিনি আরো বলেছেন,
আমি আলবানী বলছিঃ বরং শুবাহ (রহ) তাকে খুবই দুর্বল আখ্যা দিয়ে বলেছেনঃ আমার গর্দানে প্রহার করার জন্য এগিয়ে দেয়া আমার নিকট বেশী পছন্দের আবূ হারূন আবাদী হতে হাদীস বর্ণনা করার চেয়ে। এটিকে ওকায়লী সহীহ সনদে তার (শুবাহ) থেকে বর্ণনা করেছেন। (সিলসিলাতুল যঈফাহ হা/১৪৪১)

(২) শায়েখ যুবায়ের আলী যাঈ (রহঃ) বলেছেন, ‘এর সনদ খুবই দুর্বল। বাগাবী এটি শারহুস সুন্নাহ (হা/৪২৬৫, ১৫/১২) গ্রন্থে বর্ণনা করেছেন। এতে ‘আবূ হারূন আল-আবদী’ নামক মাতরূক রাবী রয়েছেন। যিনি মিথ্যার দোষে অভিযুক্ত। আর মুসলিমের হাদীছটি (হা/২৯৪৪)-এর বিরোধী’।(তাহক্বীক্ব মিশকাত হা/৫৪৯০, ৩/২৭৭)

(৩) মোল্লা আলী ক্বারী হানাফী (রহঃ) বলেছেন,
قِيلَ: فِي سَنَدِهِ أَبُو هَارُونَ وَهُوَ مَتْرُوكٌ
‘বলা হয়েছে, এর সনদের মধ্যে আবূ হারূণ রয়েছেন। আর তিনি মাতরূক’।(মিরক্বাতুল মাফাতীহ ৮/৩৪৮১)

(৪) বর্ণনাকারী হলো, "আবু হারুন আল-আবদী" প্রসঙ্গে মুহাদ্দিসগনের মতামত।

১) তার দুর্বলতার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন একমত হয়েছেন ।(সুনান ইবনু মাজাহ, ১/৯০; হা/২৪৮)

২) ইমাম আহমাদ বিন হাম্বাল (রহ) তার সম্পর্কে বলেছেন,
ﺃﺑﻮ ﻫﺎﺭﻭﻥ ﺍﻟﻌﺒﺪﻱ ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ
আবু হারুন আল-আবদির হাদিস পরিত্যক্ত।

৩) ইমাম বুখারি(রহ)- লিখেছেন,
ﺍﺑﻮ ﻫﺎﺭﻭﻥ ﺍﻟﻌﺒﺪﻱ ﻛﺬﺍﺏ
আবু হারুন আল-আবদি মিথ্যাবাদী। (বায়হাকি, কিতাবুল কিরায়াত, পৃ. ১৩৮)

৪) ইমাম নাসায়ি (রহ)- তার সম্পর্কে বলেন,
ﻣﺘﺮﻭﻙ ﺍﻟﺤﺪﻳﺚ ﻭﺍﺳﻤﻪ ﻋﻤﺎﺭﺓ ﺑﻦ ﺟﻮﻳﻦ
সে মাতরুকুল হাদিস। তার আসল নাম হলো
উমারাহ ইবনু জুওয়ায়িন। (নাসায়ি, সুনানুল কুবরা,
৬/৮৫)

৫) হাম্মাদ বিন যায়িদ (রহ) বলেছেন,
ﻛَﺎﻥَ ﺃَﺑُﻮْ ﻫَﺎﺭُﻭْﻥَ ﺍﻟْﻌَﺒْﺪِﻯْ ﻛَﺬَّﺍﺑًﺎ ﻳَﺮْﻭِﻯْ ﺑِﺎﻟْﻐَﺪَﺍﺓِ ﺷَﻴْﺌًﺎ ﻭَﺑِﺎﻟْﻌَﺸِﻲِّ ﺷَﻴْﺌًﺎ
আবু হারুন আল-আবদি মিথ্যুক। সে সকালে একরকম আর বিকালে আরেকরকম বর্ণনা
করে। (আল-জারহ ওয়াত তাদীল, ৩/৩৬৩; রাবি নং-২০০৫)

৬) নাসিরুদ্দিন আলবানী (রহ)- তাকে মাতরুক এবং মিথ্যুক বলে আখ্যায়িত করেছেন। (ইরওয়াউল গালিল, ৩/১৭)

৭) মুহাক্কিক আমর বিন আব্দুল মুনয়িম সালিম (রহ)- তার একটি বর্নিত হাদিসের তাহকীকে লিখেছেন, হাদিসটি মাওযু। (তাহকিক শারফু আসহাবিল হাদিস হা/২৮ [কায়রো : মাকতাবাহ ইবনু তাইমিয়াহ, ১৪১৭ হি.] পৃ. ৫১)

৮) সম্মানিত মুহাক্কিক (রহ)- এর পূর্বে ২৮ নং হাদিসের সনদে আবু হারুন আল-আবদি সম্পর্কে বলেন :“আবু হারুন আল-আবদি, তার নাম উমারাহ ইবনু জুওয়াইন, সে মাতরুক। একাধিক আহলে ইলম তাকে মিথ্যুক বলেছেন। তাঁদের মধ্যে আছেন ইবনু আলিয়াহ,হাম্মাদ বিন যায়িদ, ইবনু মায়িন প্রমুখ।

৯) শাইখ যুবায়ের আলি যাঈ (রহ) -ও আবু হারুন
আবদিকে মিথ্যুক বলেছেন। (তাহকিক তিরমিযি,
হা/১৯৫০, ২৬৫০; তাহকিক ইবনু মাজাহ, হা/২৪৭, ২৪৯ [উর্দু])

এটি ছহীহ মুসলিমের হাদীছের সরাসরি বিরোধী- আনাস বিন মালেক (রাঃ) বলেছেন,
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَتْبَعُ الدَّ*جَّا-لَ مِنْ يَهُ*ودِ أَصْبَهَانَ، سَبْعُونَ أَلْفًا عَلَيْهِمُ الطَّيَالِسَةُ
‘ইস্পাহানের সত্তর হাযার ই*হু-দী দাজ্জালের অনুসরণ করবে। যাদের পরনে ত্বায়ালিসাহ (এক ধরনের পোষাক) থাকবে। (মুসলিম হা/২৯৪৪, অন্য নুসখ হা/৭২৮২, ইফ- নুসখা হা/৭১২৫, সিলসিলাতুস্ সহীহাহ হা/৩০৮০, সহীহুল জামি হা/ ৮০১৬, মুসনাদে আহমাদ হা/১২৯৩১)

অতএব সত্তর হাযার মুসলিম উম্মাহ দা*জ্জালের অনুসরণ করবে- এটি ভ্রান্ত দাবী। সহীহ্ সুত্র অনুসারে ৭০ হাযার ই*হু*দী দা*জ্জালের অনুসরণ করবে.

Photos from Apu Heaven Speech - অপু হেভেন স্পীচ্'s post 28/05/2021

Soon that day comes insha’allah when we take the journey to Masjid al Aqsa!

The place where all the Prophets (as) of God gathered to pray together.

Our trips to al Aqsa start from this August! With trips in Aug, Sept, Oct and two in December, it’s time for you to visit! OPEN TO ALL.

Full details of the trip can be seen via the link here: https://www.alburujpress.com/courses/course/387/

13/05/2021

ঈদুল ফিতর ১৪-০৫ ২০২১ শুক্রবার

Website