Majgeram Dakhil Madrarasha Mdm

Majgeram Dakhil Madrarasha Mdm

তুমি নিজে ভালো কাজ করে এবং অন্যকে ভালো কাজের নির্দেশ দাও��

28/07/2023

MDM SSC RESULT 2023 🥀🥀
🍁🍁ALL HAMDULILAH🍁🍁

Photos from Majgeram Dakhil Madrarasha Mdm's post 05/12/2022

Majhgeram Dakhil Madrashar SSC 2022, Result.

02/12/2022

Ma Sha Allah

02/12/2022
31/08/2022

❝নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন❞
▧ টাস্কঃ ১
ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন।
সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।
আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।
একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।
▧ টাস্কঃ ২
৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।
সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।
▧ টাস্কঃ ৩
হারাম বর্জন করুন।
গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি।
হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না।
▧ টাস্কঃ ৪
গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপড়ে ফেলুন।
মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কী?
এতো কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হিফাজত করুন।
বেশি বেশি ইস্তিগফার পড়ুন।
▧ টাস্কঃ ৫
আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।
কিছু সময় একা থাকুন।
বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন।
নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।
এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
▧ টাস্কঃ ৬
৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।
সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।
কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।
কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!
▧ টাস্কঃ ৭
মেয়েরা প্রোপারলি পর্দা করার চেষ্টা করবেন।
কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না।
▧ টাস্কঃ ৮
ফোন থেকে এক ক্লিকেই গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন।
▧ টাস্কঃ ৯
প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
মাত্র ২/৩ মিনিটে এই আমলটি করে নেবেন।
▧ টাস্কঃ ১০
প্রতিদিন ১০০ বার করে
১. সুবহানাল্লাহ
২. আলহামদুলিল্লাহ
৩. আল্লাহু আকবার
৪. লা-ইলাহা ইল্লাল্লাহ
৫. আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী
৭. সুবহানাল্লাহিল আজিম পড়া।
আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।
▧ টাস্কঃ ১১
এইবার নতুন কিছু শুরু হোক।
এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।
দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।
আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।
▧ টাস্কঃ ১২
প্রতিদিন সকালে একবার
বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।
▧ টাস্কঃ ১৩
যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তাওবা করবেন।
আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন।
],♥️🍁🍁🍁
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন , " যে ব্যক্তি মানুষকে হিদায়তের দিকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমান সওয়ার রয়েছে , যে পরিমাণ পাবে তাকে অনুসরনকারীরা "
🍁🍁🍁🍁🍁
ইয়া আল্লাহ প্রত্যেক মুমিনকে প্রকৃত মুমিন ও পরিপূর্ণ মুসলিম হবার এবং আমাকে - সবাইকে এই আমল করার তোফিক দান করুন। " নিশ্চয়ই আপনি অতি দয়ালু এবং পরম ক্ষমাশীল ।"

আমিন ওয়া ইয়া কুম 💕

24/06/2022

প্রিয় স্যারদের বিদায় বেলায় কিছু মুহূর্ত..

Photos from Majgeram Dakhil Madrarasha Mdm's post 24/06/2022

আমাদের প্রিয় স্যারদের বিদায় বেলার সময়ের কিছু ছবি।

24/06/2022

আমাদের মাদ্রাসা

Videos (show all)

Website