Md Nasir 301

Md Nasir 301

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Nasir 301, Blogger, .

20/06/2024

বিষধর সাপ রাসেল ভাইপারঃ
💌
💌
সতর্কীকরণ পোষ্ট……………📢📣
গতকাল সকালে ভোলার ইলিশায় বসতবাড়িতে এই সাপটি পাওয়া গেছে এবং গতকয়েকদিন আগে ভোলার লালমোহনেও পাওয়া গেছে-- সবাইকে সতর্ক থাকতে বলা হলো।

এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।

31/10/2023
31/10/2023

বাংলার মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে
মুক্তি চাই।

31/10/2023

গনতন্ত্র মেরামতের কাজ চলছে,
দেশবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।
Tarique Rahman

31/10/2023

সাবাস বাংলাদেশ

02/10/2023

চিল দাদা ৫ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন!

দাদার চিল মুড কবে শেষ হবে তা তিনি'ই ভালো জানেন!

02/05/2022

ঈদ মোবারক
🥀🥀🥀🥰🥰

Videos (show all)

Website