Out Of Context Football Bangladesh

Out Of Context Football Bangladesh

সবাই পাশে থাকলেও বালকামা জাকারবার্গ ?

09/12/2022

HA HA Bangladesh ☕️

26/10/2022

Waiting for Europa?Huh

25/10/2022

খামোশ, পাকা পেঁপে, কাশেমরা করলে Beast, Warrior, Tank
দুধ না দেয়া গাভি করলে বেয়াদব।

মানে বিচার যাই হোক, তালগাছটা চিনির বাপ পেরেজ আগেই কিনে রেখেছে।

24/10/2022

Praying for rain to cancel the Game between Zim vs SA 🤲 So BD will be on the top for 3 days atleast 👀

24/10/2022
21/09/2022

কেইরা ওয়ালশ, নারী ফুটবলারদের মধ্যে ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফী প্রদান করে তাকে কিনে নেয় বার্সেলোনা। আর সে ট্রান্সফার ফী'র পরিমাণ হচ্ছে চার লক্ষ ইউরো বা বাংলাদেশী মুদ্রায় প্রায় চার কোটি বারো লক্ষ টাকার মতো। তার বাৎসরিক বেতন হচ্ছে ৪৫০০০ ইউরো, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা।
অন্যদিকে আছে নেইমার জুনিয়র, পুরুষদের মধ্যে যাকে ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফী দিয়ে কিনে নেয় প্যারিস সেইন্ট জার্মেইন। তার ট্রান্সফার ফী হচ্ছে ২২২ মিলিয়ন ইউরো, যা বাংলা টাকায় প্রায় দুই হাজার দুইশত সাতাশি কোটি টাকা। তাছাড়া নেইমারের বার্ষিক বেতন প্রায় ৫৩ মিলিয়ন ইউরো বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৪৬ কোটি টাকা।
একটু খেয়াল করে দেখুন, শুধুমাত্র দুই পায়ের মাঝখানে একটি পুরুষাঙ্গ ঝুলে থাকার কারণেই নেইমারকে কিনতে কেইরা ওয়ালশের চেয়ে প্রায় ২২৮৭ কোটি টাকা বেশী খরচ করা হয়েছে, আর একই কারণে নেইমার কেইরা ওয়ালশের চেয়ে বছরে প্রায় ৫৪৬ কোটি টাকা বেশী বেতন পায়।
আমরা মনে করি যে নারী-পুরুষের বেতন ও সুযোগ-সুবিধার বৈষম্য কেবলমাত্র আমাদের দেশেই রয়েছে, অথচ সারাবিশ্বের পুরুষেরাই তাদের সৃষ্ঠ পুরুষতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে নারীদেরকে কর্মক্ষেত্রে এভাবে শোষণ করে যাচ্ছে। নেইমার তো তেমন আহামরি কোন খেলোয়াড় না, তাছাড়া সে তো বছরের বেশীরভাগ সময় ইনজুরীতেই থাকে। তার লিঙ্গপরিচয় ছাড়া বিশেষ এমন কিছুই নেই, যার কারণে সে কেইরা ওয়ালশের চেয়ে ৫৪৬ কোটি টাকা বেশী বেতন পেতে পারে কিংবা তাকে কিনতে কেইরা ওয়ালশের চাইতে ২২৮৭ কোটি টাকা বেশী খরচ করতে হবে। নেইমার যেমন দুই পা দিয়ে খেলে, কেইরাও দুই পা দিয়েই খেলে। নেইমার তো নিশ্চয়ই দুই পায়ের পাশাপাশি তার মাঝের পা দিয়েও গোল করেনা, যার কারণে তাকে নারী ফুটবলারদের তুলনায় এমন অভাবনীয় বেশী বেতন দিতে হবে...
এসব বেতনবৈষম্যের একমাত্র কারণ হলো নারীকে ছোট করে দেখানো, অসম্মান করা।
নারী-পুরুষ যদি কর্মক্ষেত্রে সমান অধিকার আসলেই পেতো, তাহলে কেইরা ওয়ালশও নেইমারের মতো বছরে ৫৪৬ কোটি টাকা বেতন পেতো। অথচ নেইমারের চেয়ে হাজারগুণ ভালো খেলোয়াড় হওয়া স্বত্বেও কিংবা নেইমারের চেয়ে অনেক বেশী অর্জন থাকা স্বত্বেও কেইরা ওয়ালশরা নেইমারদের হাজার ভাগের এক ভাগ বেতন বা অন্যান্য সুবিধা পান না- কেবলমাত্র নারী হবার কারণে। তাও কেইরা ওয়ালশরা শত বাধা-বিপত্তি অতিক্রম করে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা ও মোল্লাতন্ত্রের সাথে লড়াই করে সামনে এগিয়ে যাচ্ছে, আর এক একটি অর্জনের মাধ্যমে আমাদেরকে গর্ব করার সুযোগ এনে দিচ্ছে। এতো কম সুবিধা পেয়েও যে নারীরা পুরুষের চেয়ে এতো বেশী অর্জন করছে- না জানি, পুরুষদের সমান সুযোগ-সুবিধা পেলে আরও কতো কিছু অর্জন করে ফেলতে পারতো...

লেখিকা-
উর্বশী অনন্যা
শিক্ষার্থী, ক্রীড়া ও শারিরীক সম্পর্ক বিভাগ, আনন্দবাজার বিশ্ববিদ্যালয়।
উপ-ক্রীড়া বিষয়ক উপদেষ্টা, আনন্দবাজার বিশ্ববিদ্যালয় পুরুষ নারীবাদী সমিতি।

19/06/2022

Happy Father's Day

16/06/2022

De Maria was arrested for scoring a website goal 🇧🇷🇧🇷

10/06/2022

🚨Argentina and Brazil were invited to join the nations league by UEFA.

The offer was withdrawn after Portugal threatened to leave the competition if Argentina joined the tournament.

10/06/2022

I am quite good in.........

24/05/2022

🗣️ রিপোর্টার " সর্বকালের সেরা কে..?

🇧🇷 পেলে " আমি ওই সর্বকালের সেরা.."💙

🇦🇷 ম্যারাডোনা " নিঃসন্দেহে আমি সর্বকালের সেরা.."💙

🇦🇷 মেসি " আমি ইতিহাসের সেরা এবং সর্বকালের সেরা.."💙

🇧🇷 ক্রিস্টিয়ানো রোনালদো" আমি সবসময় এইটা বলি যে, অনেকে আছে সর্বকালের সেরা..!মানুষ অবশ্যই বিবেচনা করবে.."💙 আমি না..!"❤️

এইটাই রোনালদোকে সবার থেকে আলদা করেছে..!"🥰

17/05/2022

Dybala 😭😭

17/05/2022

গত বছরের জুনে ব্রাজিলের একটি স্থানীয় গণমাধ্যম কৌতিনহোর একটি এক্সক্লুসিভ ইন্টার্ভিউ নেয়। কিন্তু ইন্টারভিউটি ফুটবল মাফিয়া মেসির বিরুদ্ধে হাওয়ায় তা প্রকাশ পায়নি, পরে আমাদের গোপন সূত্রের মাধ্যমে আমরা ইন্টারভিউটি সংগ্রহ করি।

ইন্টার্ভিউয়ের বাংলা অনুবাদ নিম্নরূপঃ
🎤সাংবাদিকঃ আপনার ভবিষ্যত পরিকল্পনা কি? আপনি কি বার্সেলোনায় থাকবেন নাকি অন্য কোনো ক্লাবে যাওয়ার কথা ভাবছেন?
🗣️কৌতিনহোঃ দেখুন প্রতিটা খেলোয়াড়ই নিজেকে প্রমাণ করার জন্য প্লেয়িং টাইম চায়। এখানে আমি সেটি পাচ্ছি না। সুতরাং, আমি আগামী সীজনের জন্য নতুন ক্লাব খুঁজছি।
🎤সাংবাদিকঃ বায়ার্ন ও বার্সেলোনার মাঝে কি রকম তফাৎ বলে আপনি মনে করেন?
🗣️কৌতিনহোঃ অনেক তফাৎই আছে। বায়ার্নে আমি নিজের মতো করে খেলতে পেরেছি। অনেক বেশী সুযোগ-সুবিধা পেয়েছি। বিশেষত ফিটনেস ও খাবার-দাবারের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা।
🎤সাংবাদিকঃ আপনার কাছে কোন খেলোয়াড়কে সেরা বলে মনে হয়?
🗣️কৌতিনহোঃ ক্রিস্টিয়ানো ১ এবং নেইমার ২।
🎤সাংবাদিকঃ কিন্তু বার্সায় থাকাকালীন অবস্থায় আপনি মেসিকে সেরা বলেছিলেন।
🗣️কৌতিনহোঃ বার্সায় টিকে থাকতে হলে আপনাকে মেসির গুণগান করতে হবে।
🎤সাংবাদিকঃ কিভাবে বুঝলেন এটা?
🗣️কৌতিনহোঃ বার্সায় যখন আমি এসেছিলাম প্রথম দিনই মেসি আমাকে বলেছিলো, ‘‘দেখো কৌতিনহো, বার্সার একাদশে থাকতে হলে মিডিয়ার সামনে আমাকে সেরা বলতে হবে।’’ এই কথা শুনার পর আমি কিছু বলতে চেয়েছিলাম। কিন্তু মেসি আমার দিকে তেড়ে আসে।
🎤সাংবাদিকঃ বায়ার্নে এতো ভালো খেলার পরও বার্সেলোনা আপনাকে সুযোগ দিচ্ছে না কেনো?
🗣️কৌতিনহোঃ দেখুন মেসি অনেক লোভী। এই ক্লাব তার কথায় চলে। চুক্তি অনুযায়ী ১০০ ম্যাচ খেললে বার্সেলোনা লিভারপুলকে ২০ মিলিয়ন ইউরো দিতে হবে। কিন্তু মেসি সেই টাকা নিজে নিতে চায়।
🎤সাংবাদিকঃ রোনাল্ড কোম্যান তো আপনাকে খেলাবেন বলেছিলেন?
🗣️কৌতিনহোঃ আমি আগেই বলেছি এখানে মেসির কথায় সব চলে। কোচকেও সে হুমকি দিয়েছে যাতে আমাকে সুযোগ না দেয়।
🎤সাংবাদিকঃ মেসির এই কার্যক্রমগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
🗣️কৌতিনহোঃ কেঁদে কেঁদে বলছে, আমি মেসিকে কোনোদিনও ক্ষমা করবো না। সে শুধু আমার ক্যারিয়ার নয়, আরো অনেক ব্রাজিলীয়ানের ক্যারিয়ার নষ্ট করেছে। নেইমার, ম্যালকম, আর্থুররা তাদের মাঝে অন্যতম।
🎤সাংবাদিকঃ বার্সেলোনায় যোগ দেওয়ার পূর্বে নেইমার কি আপনাকে কিছু বলে নি?
🗣️কৌতিনহোঃ হ্যাঁ, নেইমারের সাথে আমার কথা হয়েছিলো। সে বার্সেলোনায় মেসির এই আধিপত্যের ব্যাপারে আমাকে সব বলেছিলো। কিন্তু ক্লাবে যোগ দেওয়ার পূর্বে মেসি আমাকে পার্সোনালি কল করে অনেক ইমোশনাল কথা বলে। তাই আমি ভেবেছিলাম নেইমার আমার সাথে মজা করছে। তারপর যখন ক্লাবে যোগ দেই সেদিন থেকেই বুঝতে পারি মেসি কেমন মানুষ। বাইরে থেকে তাকে একেবারে সাদা-সিধে মনে হয়। কিন্তু যতক্ষন না আপনি তার সাথে মিশছেন ততক্ষন পর্যন্ত তার এই নোংরামিগুলো সম্পর্কে ধারণাও করতে পারবেন না। আমি ফিফার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যত দ্রুত সম্ভব মেসিকে বহিঃষ্কার করা উচিত। ফুটবল বাঁচাতে এটা করতেই হবে।
Source: আলব্রাজীলিয়া

09/09/2021

🙏

Videos (show all)

Happy Father's Day
De Maria was arrested for scoring a website goal 🇧🇷🇧🇷
I am quite good in.........
Dybala 😭😭

Website