Dawah- 'দাওয়াহ'
This is an Islamic page, like this page and take part in the propagation of Islam
মৃত্যু সুনিশ্চিত ┇ Full Lecture ┇Shaikh Tamim Al Adnani মৃত্যু সুনিশ্চিত ┇ Full Lecture ┇Shaikh Tamim Al Adnani
🚨 ছবিটা ভালো করে খেয়াল করি, তারপর ভাবি..
আল্লাহর এ বান্দাগুলোও একদা আমার-আপনার মতো এ দুনিয়াতে ছিলেন। ক্ষণস্থায়ী এ ধোঁকার দুনিয়া নিয়ে তাদেরও ছিল অঢেল স্বপ্ন। এদের মধ্যে অনেকেই শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে সুখী করার জন্য হালাল-হারাম তোয়াক্কা না করে পাগলের মতো সারাজীবন টাকার পিছনে ছুটেছেন। হয়তোবা এদের মধ্যে ছিলেন অনেকই অহংকারী। কেউবা ধরাকে সরা জ্ঞান করেছিলেন।
অথচ, এদের কেউ কখনো কল্পনা করেননি স্বাধের এই দুনিয়া আর মায়ার এই বাঁধন ছেড়ে এভাবে পড়ে থাকবে তাদের নিথর দেহ।
আজ তারা কোথায়? তারা লাশ হয়ে পড়ে আছেন মেডিকেলের মর্গে। আহা! কবে আমরা বুঝব, এই দুনিয়ার কোনো কিছুই আমাদের আপন না।
দুনিয়ার ভোগ আর মায়া যে মিথ্যে মরীচিকা।
মহান আল্লাহ এ ব্যাপারে কী বলছে শুনুন :
☑️ ‘হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে ‘ (সুরা ইনফিতার : ৬)
☑️ ‘হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য; অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে; আর বড় প্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে।’ (সুরা ফাতির : ৫)
☑️ ‘হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় কর এবং সেই দিনকে ভয় কর যেদিন পিতা তার সন্তানের কোন উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোন উপকারে আসবে না। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোকা দিতে না পারে এবং মহাপ্রতারক (শয়তান) যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলতে না পারে।‘ (সুরা লোকমান : ৩৩)
☑️ রাসুলুল্লাহ সাঃ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ কর। আর জীবিকা আসতে দেরী দেখে আল্লাহর অবাধ্যতার মাধ্যমে তা (জীবিকা) অন্বেষণ করোনা।
কেননা আল্লাহর কাছে যা রয়েছে তা তাঁর আনুগত্য ব্যতীত পাওয়া যায়না।
(বায়হাকী, ছহীহুল জামে' হা/২০৮৫)
🙏 অতএব হে মুসলিম ভাই-বোন! মৃত্যুর মাধ্যমে রবের কাছে যাওয়ার আগেই ফিরে আসুন রবের কাছে তাঁর আনুগত্যের মাধ্যমে। দৈনিক পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করুন। কুরআন-হাদীছ পড়ুন, ইসলামকে জানুন এবং হালাল-হারাম যাচাই পূর্বক উপার্জন করে জীবন যাপন করুন। তবেই আপনি সফল হতে পারবেন ইনশা-আল্লাহ।
Copy
কারো প্রতি বিদ্বেষ নয়,শুধু বিবেক জাগ্রত করার জন্য--
এটা কি মুমিন মুসলমানের কাজ হতে পারে??
👉আসুন জেনে নিই, প্রিয় মুসলিম ভাইয়েরা ভার্চুয়াল ভাবে ভাগ্য পরিক্ষা বা গণকের মাধ্যমে নিজেদের ভাগ্য পরীক্ষা করে, মহান আল্লাহু সুবহানাহু ওয়াতাআ'লা ওনার সাথে শিরকের ভয়াবহ গুনাহ করছি না তো?
আসুন সাবধানতা অবলম্বন করি,মুমিন মুসলমান হিসেবে আকীদা মজবুত রাখি।
মনে রাখবেন গায়েবের(ভবিষ্যৎ) খবর এক মাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ছাড়া কেউ জানে না।
আসুন মজা করার ছলে আমরা হুট করে কিছু না জেনে,কিছু না শুনে শীরকের ভয়াবহ গুনাহ থেকে নিজেদের কে হেফাজত রাখি।
মন থেকে ডিলিট করি,টাইম লাইন থেকে ডিলিট করি।
ইস্তেগফার পাঠ করি,ভুলে বা মজার ছলে হয়ে যাওয়া গুনাহের জন্য, মহান আল্লাহু সুবহানাহু ওয়াতাআ'লা ওনার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি।।
👉এসব ইমান ধ্বংসকারী ট্রেন্ড হতে নিজেদের বিরত রাখুন।
ইব্নু ‘উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গায়েবের চাবি হলো পাঁচটি, যা আল্লাহ্ ছাড়া কেউ জানে না।
(১) কেউ জানে না যে, আগামীকাল কী ঘটবে।
(২) কেউ জানে না যে, আগামীকাল সে কী অর্জন করবে।
(৩) কেউ জানে না যে, মায়ের গর্ভে কী আছে।
(৪) কেউ জানে না যে, সে কোথায় মারা যাবে।
(৫) কেউ জানে না যে, কখন বৃষ্টি হবে।
[সহিহ বুখারী, হাদিস নং ১০৩৯]
হাদিসের মান: সহিহ