14Masoomin A.S. The Holy Fourteen

14Masoomin A.S. The Holy Fourteen

Ya Ali Madad �

19/10/2023

গাযযার হসপিটালে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিক্রিয়া:

আজকে ইরানে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।
ইরানের খুরাসানে ইমাম রেযা (আ.) এর পবিত্র রওজা মুবারাকে ধর্মীয় শোক দিবস ছাড়া ইতিহাসে প্রথম বারের মতো কালো পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকায় পবিত্র কুর'আনে আয়াত লেখা:
নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারিব, অর্থ: নিশ্চয়ই আল্লাহর সাহায্য এবং বিজয় অতি সন্নিকটে।
ইরানের বিভিন্ন শহরে শোক মিছিল এবং শোকানুষ্ঠান পালিত হয়েছে। শোকানুষ্ঠানে অনেক মানুষ কান্নায় ভেঙ্গে পড়েছিল। বিক্ষোভ ও শোকানুষ্ঠানে ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর জেনারেলরা ভাষণ দিয়েছেন।
ইরানে ফ্রান্স সহ বিভিন্ন ইউরোপীয়ান দূতাবাসে বিক্ষুব্ধ জনগণ হামলা করেছে। গোটা ইরানে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

ঐদিকে লেবাননে আজকে শোক ও বিক্ষোভ দিবস ঘোষণা করা হয়েছে। অসংখ্য লেবানিজ জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। বিশাল গাড়ী বহরে করে হাজার হাজার মানুষ গিয়ে আমেরিকার দূতাবাস ঘেরাও করেছিল।

ইরাকের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও শোকপালন করা হয়েছে। ধর্মীয় আলেমরা ফিলিস্তিনীদের পৃশে দাঁড়ানোর জন্য গোটা মুসলিম উম্মাহর প্রতি আহ্বান করে বক্তব্য দিয়েছে।

সিরিয়ার সরকার ইসরাইলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে বক্তব্য দিয়েছে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে।

ইয়ামানেও আজকে শোক পালন ও বিক্ষোভ হয়েছে। লাখ লাখ মানুষ মিছিল এবং জনসমাবেশ করেছে। জনসমাবেশে আনসারুল্লাহ হুসীদের পক্ষ থেকে ফিলিস্তিনের জন্য সর্বাত্মক সাহায্যের জন্য ইয়ামানীদের এগিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

18/10/2023

ফিলিস্তিন যুদ্ধে যাওয়ার জন্য ইরানের সরকারের তরফ থেকে সাধারণ জনগণের মধ্যে রেজিস্ট্রেশন চলতেছে। এই পর্যন্ত অল্প সময়ের মধ্যে সাড়ে তিন মিলিয়নের বেশি ইরানীদের এপ্লিকেশন জমা পড়েছে ফিলিস্তিন যুদ্ধে যাওয়ার জন্য!
শেষ পর্যন্ত রেজিস্ট্রেশনের সংখ্যা আরও কয়েক মিলিয়ন ছাড়াবে ...

ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাসের মুক্তির জন্য শুধুমাত্র ইরানী সরকারই না, বরং ইরানী জনগণও সর্বাত্মকভাবে এগিয়ে আসে সবসময়ই।
ইসলামী ইরানের সরকার এবং ইরানী জনগণ ফিলিস্তিন ইস্যুকে তাঁদের রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইস্যু মনে করে এবং ইসলামী ইরানের বৈদেশিক নীতির মধ্যে সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত নীতি হচ্ছে ফিলিস্তিনের মুক্তির নীতি।

গত জুম'আর দিন ফিলিস্তিনের মুক্তির জন্য পৃথিবীর সবচেয়ে বড় মিছিল ও জনসমাবেশ হয়েছে ইরানে। রাজধানী তেহরান ছাড়াও ইরানের ছোট বড় প্রায় সকল শহরেই একযোগে জুম'আর দিনে ফিলিস্তিনের জন্য মিছিল ও জনসমাবেশ হয়েছে। গোটা ইরানে কয়েক কোটি মানুষ রাস্তায় নেমে আসে সেদিন।
ইরানের টেলিভিশন চ্যানেলগুলো প্রায় সারাদিন ফিলিস্তিন ইস্যুতে নানা রকম সংবাদ, টক শো, অনুষ্ঠান, ইত্যাদি দেখাচ্ছে।
গাযযাতে সাহায্য করার জন্য ইরানী জনগণ মিলিয়ন ডলারের বেশি চাঁদা দিচ্ছে।
মসজিদ ও যিয়ারতের স্থানগুলোতে প্রায় প্রতিদিন ফিলিস্তিন ইস্যুতে আলোচনা এবং দু'আ হচ্ছে।
ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থানে ফিলিস্তিনের পতাকা উড়ছে ...

আপনারা কি এখনও শিয়া কাফির বলে চিল্লাবেন? যখন আপনাদের মুসলিম ভাই দের প্রয়োজন রয়েছে আপনারা কোথায়? যাদের কাফির বলছেন তাদের দিকে একটু ঘুরে দেখুন তারা কিভাবে প্রতিবাদ করছে । শিয়াদের প্রতিবাদ করার শিক্ষা টা আমরা ইমাম হুসাইন (আ) থেকে গ্রহণ করেছি ।কিভাবে হয় যার উপর আমরা ক্রন্দন করি তার দেওয়া শিক্ষা ভুলে যেতে?

18/10/2023

Sultan-E-Arab Shah-E-Khurasan Arbaab Raza Moula 💖💖💖💖💖

11/10/2023

তুরস্ক (Türkiye) থেকে ইসরাঈলে মানবিক সাহায্য পাঠানো হচ্ছে!!!!😡
ধিক! তোদের মুনাফিকির প্রতি।

09/10/2023

🖤🖤🖤🖤🖤

02/10/2023

আজ ১৭ই রবিউল আউয়াল মাওলা মোহাম্মদ সাঃ ও মাওলা ইমাম জাফর সাদিক আঃ এর আমেদ মোবারক।
সবাইকে ঈদ মোবারক।😍💝

27/09/2023

12 Rabiul Awwal - 17 Rabiul Awwal Eid-E-Jashn-E-Wiladat-E Rasool-E-Karim Huzur Muhammad Mostafa S.A.W.W. Mubarak Ho💖💖💖💖💖
Eid-E-Miladun Nabi S.A.W.W. Mubarak

26/09/2023

**_Eid e Shuja mubarak everyone🤲🤲

Remember me in your duas on this beautiful day__**

25/09/2023

৯ ই রবিউল আওয়াল ২৬০ হিজরিতে
ইমাম মাহদী (আ.) এর ইমামতের অভিষেক দিবস।
সবাইকে জানাই শুভেচ্ছা ও মোবারাকবাদ।

24/09/2023

৮ই রবিউল আউয়াল ইমাম হাসান আসকারী আঃ এর শাহাদাত দিবস 😭

19/09/2023

Geo Matami Geo

16/09/2023

আজ ১লা রবিউল আউয়াল মাওলা মহসিন ইবনে আলী (আঃ) এর শাহাদাত দিবস 'স্মরণে যুগের সর্বশেষ ইমাম সাহেবুজ্জামান মাহদী (আজ্জাল্লাহুতায়লা ফারাজাহুশ শারীফ) ও সকল মুমিন ও মুমিনাত কে গভীর শোক সমবেদনা জানাচ্ছি।😭

13/09/2023

28th Safar Shahadath-E RasoolAllah Hazrat Muhammad S.A.W. Aur Imam Hassan-E-Mujtaba A.S.😭😭😭😭😭

13/09/2023

২৮ এ সফর এবং কিছু অদ্ভুত সাদৃশ্য

এদিনটিই সেইদিন যেদিনে (১১ হিজরীর ২৮ সফর) পিতাদের প্ররোচনায় বিষ দিয়ে হত্যা করা হয় মাওলা মুহাম্মদ সঃ কে। বিষ দিয়েছিলো উনারই স্ত্রী, যাকে ইতিহাস এবং সুন্নি হাদিস গ্রন্থে “কিছু একটা” বলে আরবি এবারতে এবং অনুবাদের তেলেসমাতিতে তা ওষুধ হিসেবে প্রচার পায়।

এবং বেশ কিছু বছর পরে (৫০ হিজরির ২৮ সফর) উনার সন্তানসম বড় নাতী ইমাম হাসান আঃ কে একই উপায়ে অন্যের প্ররোচনায় বিষ দিয়ে হত্যা করা হয়। এবারও আসামী অন্য কেউ নয়, উনারই স্ত্রী!

দুজনকেই অনেকবার করে হত্যার চেষ্টা করা হয়। দুজনকেই যখন বাইরের কেউ হত্যা করতে পারছিলোনা তখন কাপুরুষ রা বিবিদের প্রলোভন দেখিয়ে হত্যার মতো জঘন্য কাজে প্ররোচিত করে।

দুজনের মৃতদেহের উপরেই জুলুম করা হয়।নানার মৃতদেহ ফেলে রেখে ক্ষমতার বাটোয়ারা করা হয়, তিনদিন প্রিয় নবীর মৃতদেহ নিয়ে অপেক্ষায় থাকেন সদ্য এতিম বিবি যাহ্‌রা!কোলে নিয়ে বসে থাকেন মাওলা আলী। পাশে বসে ক্রন্দনরত হাসান হুসাইন। এই হয়তো আসবে নানার উম্মত রা, এই হয়তো এসে তাদের সান্ত্বনা দিবে। তারা তো এলোইনা, পরে যখন কবর দেওয়ার পর তারা এলো এসে কবর খুড়ে দেহ বেড় করে ফেলতে চাইলো জানাজা পরার উছিলায়।

আর নাতীর ক্ষেত্রে কি হলো? মৃতদেহের উপর তীর ছোড়া হলো! এতোবেশি যে মৃতদেহকে সজারুর মতো দেখাচ্ছিলো। মৃতদেহ এতই ক্ষতবিক্ষত হয়েছিলো যে উনার কাফন চেঞ্জ করে দাফন করা হয়। অপরাধ কি ছিলো? উনার শেষ ইচ্ছে ছিল যেন নানার পাশে উনাকে দাফন করা হয়! কে মারিয়েছিল তীর? যে উনার নানার মুখে কিছু একটা ঢুকিয়ে দিয়েছিলো সে।

নানা নাতী দুজনেই দেখতে ছিলেন একরকম, কপালও করে এসেছেন একই রকম।

যারা মনে করেন খায়বারের যুদ্ধেই মাওলা মুহাম্মদ সঃ কে বিষ দেয়া হয় এবং সেই বিষক্রিয়ার পরিণতিতেই মাওলার ওফাত হয় তাদের বিবেকের কাছে প্রশ্ন খায়বার ৭ম হিজরিতে আর মাওলার শাহাদাত্ ১১ হিজরিতে মাঝখানের চার বছরে মাওলা যদি অসুস্থই থাকতেন তাহলে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, অটাসের যুদ্ধ, তাইফ দখল এবং তাবুকের যুদ্ধ কিভাবে করলেন, মারিয়া বিনতে কিবতিকে বিয়ে করলেন কিভাবে? কিভাবে উনার পুত্র সন্তান ইব্রাহিম জন্ম নিলেন?

আগের স্ত্রীদের মধ্যে বিবি খাদিজার গর্ভে ছাড়া অন্য স্ত্রীর গর্ভে সন্তান এলোনা কেন? উনারা সবাই বন্ধ্যা ছিলেন? নাকি অন্যকিছু? মাথায় প্রশ্ন আসেনা? আমার তো মাথায় প্রশ্ন কিলবিল করে!

মারিয়া বিনতে কিবতিয়ার গর্ভে সন্তান আসে কিন্তু অন্য বিবিদের গর্ভে আসেনা, এতে করে প্রতিক্রিয়া কি হতে পারে? যারা ভালো তাদের মন খারাপ হলেও হয়ে নিবে। কিন্তু যার দজ্জালপনার জন্য বিধবা হওয়ার পর আরবের কোন পুরুষই তাকে গ্রহণ করেনি যার মুখ খারাপের কারণে বাপেও থাপ্পড় দিয়েছে সে কি করবে? যাকে রানী বানানোর জন্য যুবায়ের ইবনে মুতিমের সাথে কাবিন/বাগদান ভেঙ্গে এনে রসুলের ঘরে দিয়ে আসা হয়েছে। সে বা তারা কি করবে?

খোলামনে ভাবুন তারপর আমাকে গালি দিন অথবা সত্য গ্রহণ করুন যা আপনার মনে চায়।

ওয়া লানতুল্লাহে আলা আদাইহিম আজমা’ইন।

ভাব পাগলা আব্দুল্লাহ (24-09-2022)
Ahmed Z Ahmed✍️🖤

13/09/2023
13/09/2023

-২৮শে সফর 'মাওলা মোহাম্মদ (সা:) এর শাহাদাত"😭

মাওলা মোহাম্মদ (সা:) এর স্বাভাবিক মৃত্যু নয়।😭
-মাওলা মোহাম্মদ (সা:) কে ঔষধ সেবন নামে বিষ প্রয়োগের ক্ষেত্রে শহীদ করা হয়েছে 😭
-মাওলা মোহাম্মদ (সা:) এর হত্যাকারী আয়েশা বিনতে আবু বকর (লা:) ও হাফসা বিনতে ওমর (লা:)।

সূত্র: বুখারী হাদিস -৪৪৫৮

عَلِيٌّ حَدَّثَنَا يَحْيَى وَزَادَ قَالَتْ عَائِشَةُ لَدَدْنَاهُ فِيْ مَرَضِهِ فَجَعَلَ يُشِيْرُ إِلَيْنَا أَنْ لَا تَلُدُّوْنِيْ فَقُلْنَا كَرَاهِيَةُ الْمَرِيْضِ لِلدَّوَاءِ فَلَمَّا أَفَاقَ قَالَ أَلَمْ أَنْهَكُمْ أَنْ تَلُدُّوْنِيْ قُلْنَا كَرَاهِيَةَ الْمَرِيْضِ لِلدَّوَاءِ فَقَالَ لَا يَبْقَى أَحَدٌ فِي الْبَيْتِ إِلَّا لُدَّ وَأَنَا أَنْظُرُ إِلَّا الْعَبَّاسَ فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ رَوَاهُ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ هِشَامٍ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم

৪৪৫৮. ‘আয়েশা বলেন,
"আমরা নবী (সা:) এর রোগাক্রান্ত অবস্থায় তাঁর মুখে ঔষধ ঢেলে দিলাম। তিনি ইশারায় আমাদেরকে তাঁর মুখে ঔষধ ঢালতে নিষেধ করলেন। আমরা বললাম, এটা ঔষধের প্রতি রোগীদের স্বাভাবিক বিরক্তিবোধ। যখন তিনি সুস্থবোধ করলেন তখন তিনি বললেন, আমি কি তোমাদের ওষুধ সেবন করাতে নিষেধ করিনি❓ আমরা বললাম, আমরা মনে করেছিলাম এটা ঔষধের প্রতি রোগীর সাধারণ বিরক্তিভাব। তখন তিনি বললেন, ‘আব্বাস ব্যতীত বাড়ির প্রত্যেকের মুখে ঔষধ ঢাল তা আমি দেখি।কেননা সে তোমাদের মাঝে উপস্থিত নেই। এ হাদীস ইবনু আবূ যিনাদ ....... ‘আয়েশা থেকে এবং তিনি নবী (সা:) থেকে বর্ণনা করেন।
সুত্রঃ
[৫৭১২, ৬৮৮৬, ৬৮৯৭; মুসলিম ৩৯/২৭, হাঃ ২২১৩, আহমাদ ২৪৩১৭] (আধুনিক প্রকাশনীঃ ৪১০১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৪১০৪)

-বিশেষ দ্রষ্টব্য : যে ওষুধ আয়েশা (লা:) মাওলা মোহাম্মদ (সা:) কে দিয়েছিলো সে ওষুধ না দেওয়ার জন্য মাওলা মোহাম্মদ (সা:) নিষেধ করেছিল কারন মাওলা মোহাম্মদ (সা:) জানতেন এটা ওষুধ নয় এটা বিষ..
মাওলা মোহাম্মদ (সাঃ) বলেছেন,
"আব্বাস ব্যতীত বাড়ির প্রত্যেকের মুখে ঔষধ ঢাল তা আমি দেখি।"❓

তখন কেউ খাইনি...
ও মোসলমান আর বুঝতে কি বাকি বলো তো❓

লানত বর্ষিত হোক আয়শা বিনতে আবু বক্কর পার বেশুমার।
লানত বর্ষিত হোক হাফসা বিনতে ওমর পার বেশুমার।
আলা লানতুল্লাহে কওমিজ জালেমিন।

-by ১২ বাহাত্তর

Photos from LiveAzadari Bangladesh's post 10/09/2023
09/09/2023

২৪শে সফর
দরবারে শাম জয়ী মহীয়সী নারী বিবি যায়নাব (সা.) এর পবিত্র শাহাদাৎ উপলক্ষে সবাইকে আমার আন্তরিক শোক ও সমবেদনা জানাচ্ছি।

05/09/2023

আজ ২০শে সফর,আজ মাওলা হুসাইন (আ:) এর শাহাদাত এর চল্লিশা (চেহলুম 'আরবাইন) 'স্মরণে যুগের সর্বশেষ ইমাম সাহেবুজ্জামান মাহদী (আজ্জাল্লাহুতায়লা ফরাজাহুশ শারীফ) ও সকল মুমিন ও মুমিনাত কে গভীর শোক সমবেদনা জানাচ্ছি।😭

02/09/2023

ইমাম হুসাইন (আ.)-এর যিয়ারত পাঠ করা। যেই ব্যাক্তি ইমাম হুসাইন (আ.)-এর যিয়ারত পাঠ করবে আল্লাহ তায়ালা তার গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন।

যিয়ারতে ইমাম হুসাইন আলাইহিস সালামঃ-

আসসালামু আলাইকা ইয়াবনা রাসুলিল্লাহি, আসসালামু আ’লাইকা ইয়াবনা আমিরিল মু’মিনিনা, আসসালামু আ’লাইকা ইয়াবনা সাইয়্যিদাতি নিসায়িল আ’লামিন,আশহাদু আন্নাকা ক্বাদ আক্বামতাস সালাতা ওয়া আতাইতাম যাকাত ওয়া আমারতা বিল মা’রুফি ওয়া নাহাইতা আনিল মুনকারি ওয়া আ’বাদতাল্লাহা মুখলিসান ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্বক্বা জিহাদিহী ও হাত্তা আতাকাল ইয়াক্বীন ফায়ালাইকাস সালামু মিননি মা বাক্বিতু ওয়া বাক্বী ইয়াললাইলু ওয়ান্নাহারু ওয়া আলা আলে বাইতিকাত ত্বাইয়্যিবীনাত ত্বাহিরীনা, আনা ইয়া ও মাওলাইয়া মাওলাল্লাকা ওয়ালি আলে বাইতিকা সিলমুন লিমান সালামাকুম ওয়া হারবুন লিমান হারাবাকুম ও মু’মিনুন বি সিররিকুম ওয়া জাহরিকুম ওয়া বাত্বিনাকুম লায়া’নালস্নাহু আয়’দাইকুম মিনাল আওয়ালিনা ওয়াল আখেরিনা ওয়া আনা আবরায়ু ইলাল্লাহি তায়ালা মিনহুম ইয়া মাওলাইয়া ইয়া আবা মুহাম্মাদিন ইয়া মাওলাইয়া আয়া আবা আবদিল্লাহি হাযা ইয়াওমুল ইসনাইনে ওয়া হুয়া ইয়াওমুকুমা ওয়াবি ইসমিকুমা ওয়া আনা ফিহী মিন যাইফুকুমা ফা আযিফানি ওয়া আহসিনা যিয়াফাতি ফানি'মা মানিসতুযি’ফা বিহী আনতুমা ওয়া আনা ফিহী মিন জাওয়ারিকুমা ফা আজিরানি ফা ইন্নাকুমা মা’মুরানি বিজ জিয়াফাতি ওয়াল ইজারাতি ফাসাল্লাল্লাহু আলাইকুম ওয়া আলি কুমাত্ব ত্বায়্যিবিনা।

02/09/2023

১৭ই সফর ইমামতের ধারার অষ্টম ইমাম আলী ইবনে মুসা রেজা (আঃ) এর পবিত্র শাহাদাত স্মরণে যুগের সর্বশেষ ইমাম বাকিতুল্লাহ (আজ্জাল্লাহুতায়লা ফারাজাহুশ শারীফ) ও সকল আহলে বাইতের অনুসারীদের জানাই আন্তরিক শোক ও সমবেদনা।😭

31/08/2023

🖤🖤🖤🖤🖤

30/08/2023

🖤🖤🖤🖤🖤
Labbaik Labbaik Ya Aaqa Moula Imam Hussain ibne Ali A.S.🖤🖤🖤🖤🖤

24/08/2023
12/06/2023

আজ ২৩শে জিলক্বদ আহলে বাইতের অষ্টম ইমাম আলী রেযা (আ:) পাকের শাহাদাত দিবস। 😭
সবাইকে শোক সমবেদনা। 😭

08/06/2023

ইমাম জাফর সাদিক (আঃ) বলেছেন : ‘যে ব্যক্তি কোন মু’মিনকে কোন গুনাহে লিপ্ত হওয়ার জন্য ধিক্কার দেয়, সে ঐ গুনাহে নিজে লিপ্ত না হওয়া অবধি মৃত্যুবরণ করে না।’

(উসুলে কাফী , খণ্ড ২ , পৃ. ৩৫৬)

31/05/2023

আজ বিশ্বমানবতার মুক্তিকামী মহান পুরুষ, ইসলামের প্রকৃত স্বরূপ উন্মোচনকামী কায়েমী স্বার্থবাদী মহলের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী নেতা নবীবংশের দীপ্তিমান অষ্টম নক্ষত্র,আল্লাহর হুজ্জাত ইমাম আলী ইবনে মুসা আর রেজা (আ.) এর পবিত্র বিলাদত দিবস উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন,মোবারকবাদ ও তার মহান সত্তার শানে পেশ করছি অশেষ দরুদ ও সালাম।

পবিত্র আহলে বাইতের (আ.) অষ্টম ইমাম রেজা (আ.) তার পিতার ছিলেন ইমাম মুসা ইবনে জাফর সাদিক (আ.) এবং তাঁর পবিত্র ও কল্যাণময়ী মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা ।এই মহামান্য ইমাম, ১৪৮ হিজরি সনের ১১ ই জিলকাদ মদিনায় জন্ম গ্রহন করেন।মওলার অনেক উপাধি রয়েছে। এসব উপাধির মধ্যে বহুল পরিচিত কয়েকটি হলো আবুল হাসান, রেযা, সাবির, রাযি এবং ফাযিল। তবে তিনি রেযা নামেই অধিক প্রসিদ্ধ ছিলেন। আলী ইবনে মুসা রেজা (আ.)’র একটি বড় উপাধি হল ‘আলেমে আ’লে মুহাম্মাদ’ বা মুহাম্মাদ (সা.)’র আহলে বাইতের আলেম।

ইমাম রেজা (আ.)’র পিতা ইমাম মুসা কাজিম (আ.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, আমার বাবা ইমাম জাফর সাদিক (আ.)আমাকে বার বার বলতেন যে, আলে মুহাম্মাদের আলেম বা জ্ঞানী হবে তোমার বংশধর।আহা! আমি যদি তাঁকে দেখতে পেতাম!তাঁর নামও হবে আমিরুল মু’মিনিন (আ.)’র নাম তথা আলী।

প্রায় হাজার বছর আগে লিখিত ‘শাওয়াহেদুন্নবুওয়াত’ নামক বইয়ে বর্ণিত একটি হাদিসে এসেছে, যারা ইরানের খোরাসানে অবস্থিত (যার বর্তমান নাম মাশহাদ) ইমাম রেজা (আ.)’র মাজার জিয়ারত করবে তারা বেহেশতবাসী হবে।মওলার মাজার শরিফ ইরানের খোরাসান প্রদেশের মাসহাদ শহরে বিদ্যমান রয়েছে।

আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।

21/05/2023

Eid-E-Jashne-Wiladath-E Aaqazadi Sayyeda Bibi Fatima Masooma-E-Qom S.A. Mubarak Ho💖

14/05/2023

⚫ إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ‎ ⚫
🏴 একটি শোক সংবাদ 🏴
অত্যন্ত দুঃখের সাথে জনাচ্ছি যে, হোসাইনী দালান ইমামবাড়া ম্যানেজমেন্ট কমিটি ও হোসাইনী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সম্মানিত প্রবীণ সদস্য, ৯/এইচ হোসেনী দালান রোড ঢাকার বাসিন্দা, জনাব আক্তার হোসেন আজ সকাল ৯:৩০ মিনিটে (ভারতীয় সময় আনুমানিক) কোলকাতার এন এইচ রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মরহুমের নামাজে জানাজার সময়সূচী পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

হোসাইনী ওয়েলফেয়ার এসোসিয়েশন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানায় গভীর সমবেদনা। 😭

সকলকে তার রুহের মাগফেরাত এর জন্য সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ্ যেন মরহুমকে আহলে বায়েত (আঃ) এর ওয়াসিলায় জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন।🙏

💠بِسْــــــــــــــمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْـــــم
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ۞ الرَّحْمَنِ الرَّحِيمِ ۞ مَالِكِ يَوْمِ الدِّينِ ۞ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ۞ اهدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ۞ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ۞ غَيرِ المَغضُوبِ عَڶَيهِمْ و ڶاَ اڶضَّاڶِّينَ ۞

💠 بِسْــــــــــــــمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْـــــم
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۞ اللَّهُ الصَّمَدُ ۞ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ۞ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ ۞

13/05/2023

ﺍﻟﻠﻬــــﻢ ﺍﻟﻌــــﻦ ﻗﺘــﻠـﺔ ﺍﻻﻣـــﺎﻡ ﺟﻌﻔــﺮﺍﻟﺼـــﺎﺩﻕ ﻋﻠﯿــــﮧ ﺍﻟﺴـــﻼﻡ
২৫শে শাওয়াল ইমামতের ধারার ৬ষ্ঠ ইমাম হযরত ইমাম জাফর সাদিক (আঃ) এর পবিত্র শাহাদাত দিবস স্মরণে যুগের সর্বশেষ ইমাম (আঃফাঃ) ও সকল আহলে বায়েতের অনুসারীদের জানাই আন্তরিক শোক ও সমবেদনা।

09/05/2023

Ya Moula Imam Ali Raza A.S. Aaqazadi Sayyeda Bibi Fatima Masooma E Qom S.A. Ki Sadqe Main Shifa Ata Farmaiyye Ya Elahi Ameen

Allama SYED ALI RAZA RIZVI faced an accident last night in Manchester due to heavy rain. 💔
Arms and different parts of body are injured. 💔
Please pray for his good health and speedy recovery.🙏🏻

04/05/2023

সিরিয়ায় ইরানি প্রেসিডেন্টের সফর।
কৌশলগত সহযোগিতা চুক্তি সই করলেন রায়িসি ও আসাদ।

দামেস্ক সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দু’দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তিতে সই করেছেন। দু’দিনের সফরে বুধবার দামেস্কে পৌঁছেই প্রেসিডেন্ট বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট রায়িসি।

ওই সাক্ষাতে দু’দেশের জনগণের পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্যের মানুষের স্বার্থে একটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তির ওপর দুই প্রেসিডেন্ট গুরুত্ব আরোপ করেন। কৌশলগত সহযোগিতা চুক্তির পাশাপাশি বাণিজ্য, তেল ও জ্বালানী, এঞ্জিনিয়ারিং, আবাসন, রেল ও আকাশপথে যোগাযোগ, মুক্ত বাণিজ্য অঞ্চল, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং পরস্পরের দেশে জিয়ারতকারীদের যাতায়াতের সুবিধা করে দেয়াসহ বিভিন্ন ক্ষেত্রে ১৪টি সমঝোতা স্মারকে সই করেন রায়িসি ও আসাদ।

এর আগে ইরানের প্রেসিডেন্ট একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে বুধবার দামেস্কে পৌঁছান। ২০১০ সালের পর এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্ট সিরিয়া সফর করলেন। ২০১০ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সর্বশেষ দামেস্ক সফর করেছিলেন।

ইরানের সড়ক পরিবহণমন্ত্রী এবং ইরান-সিরিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের সভাপতি মেহরদাদ বাজরপাশ স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলোকে গুরুত্ব ও সংখ্যার দিক থেকে ‘অভূতপূর্ব’ বলে জানিয়েছেন। এসব চুক্তি বাস্তবায়িত হলে ইরান ও সিরিয়ার মধ্যকার সহযোগিতা বহুগুণে বেড়ে যাবে।

বুধবারের আলোচনায় ইরান ও সিরিয়ার মধ্যে বাণিজ্যিক লেনদেন সহজ করার লক্ষ্যে একটি যৌথ ব্যাংক প্রতিষ্ঠার উপায় নিয়ে কথা বলেন দু’দেশের কর্মকর্তারা। এছাড়া, ইরানে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার এবং সিরিয়ায় অবস্থিত বিবি জয়নাব সালামুল্লাহি আলাইহার মাজার জিয়ারত করার সুযোগ করে দেয়ার জন্য দু’দেশের মধ্যে একাধিক সাপ্তাহিক ফ্লাইট চালুর বিষয়েও সমঝোতা হয়েছে বলে খবর পাওয়া গেছে। #

পার্সটুডে/এমএমআই/৪
মে ০৪, ২০২৩।

21/04/2023

Eid Mubarak 🖤

18/04/2023

"সকল নবীর ওয়ারিশ ১২ করে।"

আলে মোহাম্মদের ৬ষ্ঠ ইমাম,
-ইমাম জাফর সাদিক (আঃ) থেকে বর্ণিত হয়েছে,
তিনি সালমান ফার্সি রাঃ থেকে বর্ণনা করেছেন যে,

“আমি রসুল সঃ এর কাছে উপস্থিত হলাম,
তিনি আমার দিকে তাকালেন এবং বললেনঃ
"হে সালমান, আল্লাহ কোন নবী বা রাসুলকে পাঠান না যদি না তার সাথে থাকে ১২ জন"।

‘ইয়া রাসুলুল্লাহ,আমি তা দুই কিতাবের লোকদের কাছ থেকে জেনেছি’।

"হে সালমান, তুমি কি আমার ১২ জন ইমামকে চেনো, যাদেরকে আল্লাহ আমার পরে ইমাম হিসেবে নির্বাচন করেছেন?"

‘আল্লাহ ও তাঁর রাসুল ভাল জানেন।‘

"হে সালমান, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন পবিত্রতম আদি নুর থেকে এবং আমাকে ডাকলেন এবং আমি তার আদেশ মানলাম। এরপর তিনি আলীকে আমার নুর থেকে সৃষ্টি করলেন এবং তিনি তাকে ডাকলেন এবং সে আদেশ মানলো। আমার নুর ও আলীর নুর থেকে তিনি সৃষ্টি করলেন ফাতিমাহকে; তিনি তাকে ডাকলেন এবং সে আদেশ মানলো। আমার, আলীর ও ফাতিমাহর নুর থেকে সৃষ্টি করলেন আল হাসান ও আল হোসাইনকে। তিনি তাদের ডাকলেন এবং তাঁরা তাঁর আদেশ মানলো।
আল্লাহতায়ালা আমাদেরকে তাঁর ৫টি নাম থেকে নাম দিয়েছেন। আল্লাহতায়ালা হলেন আল মাহমুদ (প্রশংসিত) এবং আমি মুহাম্মাদ (প্রশংসার যোগ্য), আল্লাহতায়ালা হলেন আল আলী (উচ্চ) এবং এ হলো আলী (যে উচ্চ স্থানীয়), আল্লাহতায়ালা হলেন ‘আল ফাতির (যিনি শুন্য থেকে সৃষ্টি করেন) এবং এ হল ফাতিমাহ, আল্লাহতায়ালা হলেন তিনি যার কাছে আছে হাসান (অন্যের জন্য কল্যান) এবং এ হল হাসান, আল্লাহতায়ালা হলেন মুহাসসিন (পরম সুন্দর) এবং এ হল হুসাইন। তিনি ৯ জন ইমামকে সৃষ্টি করলেন আল হুসাইনের নুর থেকে এবং তাদেরকে ডাকলেন এবং তারা তাঁর আদেশ মানলো। আল্লাহতায়ালা উঁচু আকাশ, বিস্তৃত পৃ্থিবী, বাতাস, ফেরেশ্তা ও মানুষ সৃষ্টি করার আগেই আমরা ছিলাম নুর যারা তাঁর প্রশংসা করতো, তাঁর কথা শুনতো এবং তাঁকে মেনে চলতো।"

‘ইয়া রাসুলুল্লাহ সঃ, আমার বাবা ও মা আপনার জন্য উৎসর্গ হোক, ঐ ব্যাক্তির জন্য কি আছে যে এ ব্যক্তিদের, সেভাবে স্বীকৃ্তি দেয় যেভাবে তাঁদের স্বীকৃ্তি দেয়া উচিত?’

"হে সালমান, যে'ই তাদের স্বীকৃ্তি দেয় যেভাবে দেয়া উচিত এবং তাঁদের উদাহরন অনুসরন করে, তাঁদের সাথে বন্ধুত্ব রাখে এবং তাঁদের শত্রুদের কাছ থেকে মুক্ত থাকে আল্লাহ তায়ালার শপথ, সে আমাদের একজন। সে সেখানে ফেরত আসবে যেখানে আমরা ফেরত আসবো এবং সে সেখানে থাকবে যেখানে আমরা আছি।"

‘ইয়া রাসুলাল্লাহ, তাঁদের নাম ও বংশধারা না জানা থাকলে কি বিশ্বাস আছে?’

"না,সালমান"।

‘হে আল্লাহর রাসুল, আমি তাঁদের কোথায় পাবো?’

"তুমি ইতোমধ্যেই আল হুসাইনকে জানো, এরপর আসবে ইবাদাতকারীদের সর্দার আলী ইবনুল হুসাইন (যায়নুল আবেদীন), এরপর তার পুত্র মুহাম্মাদ ইবনে আলী- পূর্বের ও পরের নবী ও রসুলদের জ্ঞান বিদীর্নকারী (আল-বাক্কির); এরপর জাফর ইবনে মুহাম্মাদ, আল্লাহর সত্যবাদী জিহবা (আল সাদিক); এরপর মুসা ইবনে জাফর, যে আল্লাহর ধৈর্যের মাধ্যমে তার রাগকে নিশ্চুপ রেখেছে (আল কাযিম); এরপর আলী ইবনে মুসা, যে আল্লাহতায়ালার গোপন বিষয়ে সন্তুষ্ট আছে (আল রিদা); এরপর মুহাম্মাদ ইবনে আলী, আল্লাহতায়ালার সৃষ্টির মাঝ থেকে নির্বাচিত জন (আল মুখতার); এরপর আলী ইবনে মুহাম্মাদ, যে আল্লাহর দিকে পথ প্রদশক (আল হাদী); এরপর আল হাসান ইবনে আলী, যে নিশ্চুপ, আল্লাহতায়ালার গোপন বিষয়ের বিশ্বস্থ পাহারাদার (আল আসকারী); এরপর মিম হা দাল (মুহাম্মাদ), যাকে ডাকা হয় ইবনে আল হাসান, যে ঘোষক আল্লাহতায়ালার অধিকার প্রতিষ্ঠিত করে।"

সালমান বলেনঃ
‘আমি কাঁদলাম, এরপরে বললামঃ
ইয়া রাসুলাল্লাহ, আমার জীবন তাদের সময় পর্যন্ত দীর্ঘায়িত হোক'।
তিনি বললেনঃ
"হে সালমান, এটি তেলাওয়াত করোঃ
“যখন দু’টি প্রতিশ্রুতির প্রথমটি এলো, আমি তোমাদের বিরুধ্বে পাঠালাম আমার শক্তিশালী যোদ্ধা বান্দাদের, আর তারা বাড়িগুলোর ভিতর পর্যন্ত প্রবেশ করলো এবং তা ছিলো একটি প্রতিশ্রুতি, বাস্তবায়িত হওয়ার জন্য। এরপর আমরা তোমাদেরকে তাদের বিরুদ্বে বিজয়ী করলাম এবং তোমাদেরকে সম্পদ ও সন্তানাদি দিয়ে সাহায্য করলাম এবং তোমাদেরকে একটি বড় সংখ্যার দলে পরিনত করলাম”।
(সুরা বনি ইসরাইল-৫,৬)।

সালমান বললেনঃ
'আমি অনেক কাঁদলাম, এবং আমার আকাঙ্ক্ষা প্রচন্ড হয়ে দাঁড়ালো।
আমি বললামঃ ইয়া রাসুলাল্লাহ, এটি কি আপনার কাছ থেকে একটি প্রতিশ্রুতি?’

"হ্যাঁ, তাঁর শপথ যিনি আমাকে পাঠিয়েছেন এবং সংবাদ দিয়েছেন, এটি একটি প্রতিশ্রুতি আমার, আলীর, ফাতিমার, আল হাসান, আল হুসেইন এবং হুসেইনের বংশ থেকে ৯ জন ইমামদের কাছ থেকে তোমার জন্য এবং তাদের জন্য যারা আমাদের সাথে আছে এবং যাদের প্রতি যুলুম করা হয়েছে। যে তার বিশ্বাসে সত্যিকারভাবে আন্তরিক, তা হলো আল্লাহতায়ালার শপথ হে সালমান, ইবলিস ও তার বাহিনীগুলো আসুক। যার আছে সত্যিকার বিশ্বাস- সে শান্তি পাবে প্রত্যাঘাত ও নির্যাতন এবং উত্তরাধীকারের (অন্যদের দ্বারা) মাধ্যমে। তোমার রব কারো উপরে যুলুম করবেন না।
আমাদের কথা এই আয়াতে বলা হয়েছেঃ
“আমরা চাইলাম তাদেরকে নেয়ামত দিতে যাদেরকে পৃথিবীতে দুর্বল ভাবা হতো এবং তাদেরকে নেতা বানাতে এবং তাদেরকে উত্তরাধিকারী বানাতে এবং তাদেরকে যমীনে ক্ষমতা দিতে এবং ফেরাউন, হামান এবং তাদের বাহিনীগুলোকে দেখাতে যা থেকে তারা ভয় পেতো”।
(সুরা কাসাস-৫,৬)।

সালমান বলেনঃ
আমি আল্লাহর রাসুলের কাছ থেকে বিদায় নিলাম সম্পুর্ন ভ্রুক্ষেপহীন হয়ে যে- কিভাবে সালমাম মৃত্যুর সাথে দেখা করবে অথবা কীভাবে মৃত্যু তার সাথে দেখা করবে।
সূত্রঃ
মিসবাহুস শারিয়াহ, ইমাম জাফর সাদেক আঃ।

আসুন এবার আগে বারি....
ওয়াজ ফরমানেওয়ালারা আর উমাঈয়া আব্বীয়দের তোহমদ করে সাটিফিকেট নেওয়া লকব সৈয়দ শায়েখ পীর (যারা এজিদ মুয়াবিয়া সাকিফার হয়ে কাজ করে) কিছু বুঝুক আর নাই বুঝুক একটা কথা খুব ভালো বোঝে আর সেটা হল যে,তাকে শুনতে আসা মাননেওয়ালা মানুষগুলো চরমভাবে কোরআন ও হাদিস সম্বন্ধে শুধু মূর্খ নয় মহামূর্খ।
তানাহলে যাই বলুক, বলে টিক কিনা, সবাই সমস্বরে বলে উঠে ঠিক! তা কোরআন ও আহলে
বাইয়াতের আঃ) বিপক্ষে নাকি দোসমনে আলে মোহাম্মদ সাঃ) পক্ষে একটুও ভাববার বিষয় মনে করে না।
আর ওয়াজীকীনরাও ভক্তদের তোহমদে আল্লাদে গদগদ, কেবলা হুজুর, পীর মশায়েখ, বাবাজান তোহমদ শুনে বেজায় খুশী, যেমন ওয়াজীকিন তেমন স্রোতা।।
যারা ১২ ইমামের ইমামত কে অস্বীকার করে তাদের ওপর কিয়ামত তাক লানত বর্ষিত হোক।
আলা লানতুল্লাহে কওমে জালেমিন।
যারা ১২ ইমামত কে অস্বীকার করে এবং পীর কে ১২ ইমামের জায়গায় বসিয়ে তহমোদ করে খান্দান চালায় তাহারা মিথ্যাবাদী... কারন রাসুল সাঃ বলেছেন,
তার ওয়ারিশ জানেশিন ১২ জন প্রথম আলী শেষ মাহদী।তাহলে যারা বারো ইমামে এর স্থানে পীর কে বসিয়ে ব্যবসা করে তারা লানতী।আর ১১ ইমাম শাহাদাত হয়েছে শেষ ইমাম মেহেদী আঃ ১৫ই শাবান ২৫৫ হিজরীতে আবির্ভাব হয়ে আল্লাহর হুকুমতে ৩২৯ হিজরীতে গায়বাতে কুবরাতে রয়েছেন সেখানে যারা গায়বাতে ইমাম কে অস্বীকার করে পীর কে ১২ ইমামের স্থানে বসিয়ে দরবারী কারবার চালায় তাহারা খাটি মুনাফেক কারন তাহারা দুশমনে মোহাম্মদ সাঃ।

আলা লানতুল্লাহে কওমে উমাইয়্যা জালেমিন
আলা লানতুল্লাহে কওমে আব্বাসিয়া জালেমিন।

Videos (show all)

Website