BCS and All Job Preparation

BCS and All Job Preparation

চাকুরির পড়াশুনার আলাপ করবো আমরা সবাই ?

03/02/2024

সাইবার নিরাপত্তার জন্য করণীয়ঃ
১) ফেসবুক থেকে সব সময় লগ ইন ও লগ আউট হতে হবে।
২) আপনার সাথে কোন নায়ক/নায়িকার মিল আছে,কিংবা ৩০ বছর পর আপনাকে কেমন দেখাবে এই জাতীয় লিংকে কখনোই ঢুকা যাবে না।
৩) আপনার ফেইসবুক,বা মেইল পাসওয়ার্ড চায় এই ধরনের লিংকে কখনোই ঢুকা যাবে না।
৪) অপরিচিত কোন মেইল বা লিংকে কোনক্রমেই ঢুকা যাবে না।
৫) আপনার ফেইসবুকের টাইম-লাইনের সেটিং ঠিক করতে হবে। যেখানে অন্য কেউ কিছু লিখে টাইমলাইনে যাতে না দিতে পারে,সেই ব্যবস্থা করতে হবে।
৬) মোবাইল,কম্পিউটার,বা মেইলের পার্সওয়ার্ড ৩ মাস অন্তর অন্তর পরির্বতন করতে হবে।
৭) মোবাইল বা কম্পিউটারে কোন অন্তরঙ্গ ছবি রাখা যাবে না। এই ধরনের কাজ হতে বিরত থাকুন। কারণ যে কোন সময় আপনার মোবাইল ফোনটি হারিয়ে যেতে পারে,কিংবা যে কোন সময় আপনার বন্ধু-বান্ধব আপনার কম্পিউটারে ঢুকে আপনার ছবি চুরি করে নিয়ে আপনাকে কিংবা আপনার প্রিয়জনকে ব্ল্যাকমেইল করতে পারে।
8) কোনক্রমেই লোকেশন/অবস্থানজনিত ছবি আপডেট দেওয়া যাবে না। যেমন-আমি সাক্ষী দিতে যাচিছ,-আমি এখন ট্রেনে,বাসে ইত্যাদি।
৯) আপনার মোবাইল বা কম্পিউটারে কিংবা মেসেঞ্জারে কোন অপরিচিত নাম্বার হতে কোন মেইল,বা ছবি আসলে তা কোনক্রমেই খোলা উচিত না।
১০) আপনি লটারীতে টাকা বা গাড়ি জিতেছেন,কিংবা আমেরিকা ও ইউরোপ থেকে এফবি একাউন্ট হোল্ডার কোন ব্যক্তি যদি আপনাকে মেইল করে জানায় যে,সে অনেক বড় লোকের মেয়ে তার কাছে অনেক ডলার আছে,অথাৎ লোভনীয় কোন মেইলের ফাঁদে পড়া যাবে না।
১১) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে আপনার কোন তথ্য চায় যেমন-এনআইডি নাম্বার,সহ অনান্য তথাদী,তাহলে সেই ফোন বর্জন করতে হবে। অপরিচিত কাউকেই নিজের কোন তথ্য দেওয়া থেকে বিরত থাকুন।
১২) কোন অপরিচিত নাম্বার হতে ফোন করে আপনাকে জানায় যে,সে রবি,বা গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার সেন্টার হতে ফোন করেছে,তাদের Server সমস্যার কারণে আপনার মোবাইল ফোনটি কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে,এই ধরনের কোন কথাবার্তা শুনা যাবে না। কোনক্রমেই মোবাইল ফোন বন্ধ রাখা যাবে না।
১৩) কোন অপরিচিত নাম্বার হতে মিস কল আসলে তা ব্যাক করা যাবে না; এতে আপনার নাম্বার Spoofing হতে পারে।
১৪) যেকোন সফটওয়ার বা Apps এ ঢুকার সময় আপনার তথ্য বা এক্সসেস চায়; সেখানে না ঢুকাই শ্রেয়।
১৫) সব সময় শক্তিশালী পার্সওয়ার্ড, যেমন-সংখ্যা, Symbol ও অক্ষরের Mixed/Complex পার্সওয়ার্ড ব্যবহার করুন।
১৬) +১১১১, অথবা +২২২২২,এই জাতীয় ফোন নাম্বার থেকে ফোন রিসিভ থেকে বিরত থাকুন।

(সংগৃহীত পোস্ট)

03/02/2024

গল্পে ও ছন্দে বাংলা সাহিত্য প্রস্তুতি
প্রিয়তমাকে দেওয়া এক প্রেমপত্রে শিখুন বাংলা সাহিত্য!
প্রিয় সাদিয়া,
😍😍😍
১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে যেমন চর্যাপদ আবিষ্কার করেছিলো তেমনি আমি তোমাকে আবিষ্কার করেছি আমার গহীন মন থেকে😳😳 ১৯১৬ সালে যেমন শাস্ত্রী মশায় কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তা প্রকাশ করেছিল ঠিক আমিও আমার মনের অব্যক্ত কথাগুলো প্রকাশ করেছি😌😌 হয়তো আমি মুণীদত্তের চর্যাপদের ব্যাখ্যার মতো ব্যাখ্যা করতে পারিনি তবে তুমি চাইলেই এই আলো আঁধারী ভাষা বুঝতে পারতে😒😒 তোমার আমার সম্পর্কটা ঠিক শহীদুল্লাহর, সুনীতিকুমারের চর্যাপদ রচনাকালের সময় নিয়ে দ্বন্দ্বের মতো আমি (শ) বলি ৬৫০ আর তুমি(সু) বলো ৯৫০-১২০০😟😟
আমি চর্যাপদের আদি কবি লুইপার মতো আদি প্রেমিক হতে চেয়েছিলাম, সর্বাধিক পদকর্তা কাহ্নপার (১৩ টি পদ) মতো দিতে চেয়েছিলাম সর্বাধিক ভালোবাসা যদিও চর্যাপদের বাঙালি কবি ভুসুকুপার মতো আমি আমার পরিচয় কাউকে দেইনি😎😎
১২০১-১৩৫০ সালে বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মতো আজ আমার মনে এক ভয়ানক অন্ধকার গ্রাস করেছে এজন্য অন্ধকার যুগের জন্য দায়ী বখতিয়ার খিলজীর মতো আমি তোমাকে দায়ী করবো না😇😇
একদিন হয়তো বড়ু চণ্ডীদাসের মতো আমিও শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচনা করবো আর দুজন মিলে রাধাকৃষ্ণের মতো প্রেমের দ্যুতি ছড়াবো😍😍
বড়ু চণ্ডীদাস ছাড়াও বাংলা সাহিত্যে দ্বিজ চন্ডীদাস নামে একজন কবি আছে যার একটি কবিতা পড়লেই তোমার কথা মনে পড়ে-
"বহুদিন পর বঁধুয়া এলে.
দেখা না হইত পড়াণ গেলে.
এতেক সহিত অবলা বলে.
ফাটিয়া যাইত পাষাণ হলে.
দুখিনীর দিন দুখেতে গেল.
মথুরা নগরে ছিলে ত ভাল.
এই সুখ দুখ কিছু না গণি..
তোমার কুশলে কুশল মানি.."
হ্যাঁ আমি তোমারি কুশলে কুশল মানি 🙂🙂
আচ্ছা তুমি তো জানো আমি সাপ ভয় পাই,মনসামঙ্গলের লক্ষীন্দরের মতো আমাকেও যদি কখনো সাপে কাটে বেহুলার মতো আমার পাশে থাকবে কি?😖😖 নাকি চন্ডীমঙ্গলের ফুল্লরার মতো আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে যে কিনা ভুল বুঝেছিল তার স্বামী কালকেতুকে😢😢
সংসার নিয়ে আমি তোমার মতো আমি গাড়িবাড়ি আর অট্টালিকার স্বপ্ন দেখিনা শুধু অন্নদামঙ্গলের রচয়িতা ভারতচন্দ্র রায় গুণাকরের মতোই বলবো
"আমার সন্তান যেন থাকে দুধেভাতে"👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦
আচ্ছা আমি যদি কনফেশন গুলো মিথিলার রাজসভার কবি বিদ্যাপতির মতো ব্রজবুলি ভাষায় লিখতাম
"আজু রজনী হম ভাগে গমাওল
পেখল পিয়া মুখ চন্দা"
তাহলে তুমি কি আমার মনের ভাষা বুঝতে পারতে?😂😂
আচ্ছা বাংলায় বলি "অনেক ভাগ্যে আজ আমার রাত পোহালো, দেখলাম প্রিয়মুখ"😍😍
আচ্ছা প্রিয় তোমার মুখ দেখার সৌভাগ্য আমার কখন হবে?😉😉
চৈতন্যদেব বাংলা সাহিত্যে এক। অক্ষর না লিখেও ইতিহাসে অধিকার করে আছেন বড় স্থান, সেরকম তুমিও আমাকে একটু ভালো না বাসলেও আমার অন্তরে বড় স্থান দখল করে থাকবে😍😍
তুমি তো জাতপাতে বিশ্বাসী😡😡
পড়েছ কি বাল্মীকির রামায়ণ?😳😳
যার প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা?🐍🐍
পড়েছ কি ব্যাসদেব এর মহাভারত?🐶🐶
যার প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর আর শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন কাশীরাম দাস🐙🐙
পড়ে দেখিও এইখানে বৈষম্য নেই কোন জাতপাতের😞😞
কৃত্তিবাস এর একটি কবিতা শুনাই
"সংসার মাঝে কয়েকটি সুর.
রেখে দিয়ে যাব করিয়া মধুর.
দুএকটি কাটা করে দিব দূর.
তার পরে ছুটি নিবো.."
কেন জানি মনে হয় না পাওয়ার কস্টে শীঘ্রই ছুটি হবে আমার😞😞
আর তোমার আমার কাহিনী নিয়ে বাংলা ভাষার প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীরের ইউসুফ-জোলেখা কাব্যের মতোই কেউ কাব্য রচনা করবে😒😒
অথবা আমাদের প্রণয় নিয়ে বাহরাম খানের লাইলি-মজনুর মতোই রচিত হবে কোন এক প্রণয়োপাখ্যান😖😖
আচ্ছা মনে কি পড়ে মধ্যযুগের কবি আব্দুল হাকিমের কবিতা?
কনফেশন দেখে রাগ করবে কি তুমি? 😒😒
রাগ করোনা রূপবতী, একদিন মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি আলাওলের মতই তোমাকে নিয়ে রচিব "পদ্মাবতী"😍😍 চন্দ্রকুমার দে যেমন বাংলা সাহিত্যের লোকসাহিত্যগুলো সংগ্রহে রেখেছিল তেমনি আমার লেখা কনফেশনগুলো সংগ্রহে রেখো(আরও লিখার ইচ্ছা আছে, যদি তুমি রাগ না করো) ,দীনেশচন্দ্র সেন এর মতো " মৈমনসিংহ গীতিকার" সম্পাদনার মতো সম্পাদনার কাজটা না হয় আমিই করবো😎😎
আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো আমাদের কথাগুলো নিয়ে লিখবো "কথামালা"😯😯 তবে তার মতো "সীতার বনবাস" রচনা করতে চাই না😭😭
আমি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের "আলালের ঘরের দুলাল "নই তবে তুমি আমার দুর্গেশনন্দিনী ( বাংলা সাহিত্যর প্রথম সার্থক উপন্যাস)😵😵 আমি মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের মতোই তোমার জন্য করব "মেঘনাদবধ" আজ জেনে রেখো হে তিলোত্তমাসম্ভবা👿👿
আমি বিহারীলাল চক্রবর্তীর মতোই হবো ভোরের পাখি আর লিখবো "বঙ্গসুন্দরী" কাব্য🐓🐓
মেয়ে আমার বউ হবে? 😦😦
বঙ্কিমচন্দ্রের মতো ইংরেজিতে
লিখবো তোমায় নিয়ে "রাজমোহনস ওয়াইফ"😹😹
আমি কিন্তু জাদরেল জামাই হবো না, হবো তারাচরণ শিকদারের লেখা বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক "ভদ্রার্জুন" এর মতো😉😉
রবী ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের মতোই তোমাকে দিবো "হিন্দু মেলার উপহার" আর তোমাকে ভূতের ভয় দেখিয়ে তার মতোই প্রবন্ধ লিখবো "পঞ্চভূত"💀💀 আমি নজরুলের মতো "বিদ্রোহী" হবো আর তোমাকে নিয়ে ঘুরতে যাবো "ছায়ানট"😲😲 বসে থাকবো জসীমউদ্দীনের "নকসী কাঁথার মাঠ" এ😻😻
আমাদের বাচ্চা হবে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব যাদের নাম রাখবো "বুদ্ধদেব,জীবনানন্দ,সুধীন্দ্র,অমীয় আর বিষ্ণু"😂😂
হয়তো আমি সুকুমার রায়ের মতো "আবোল তাবোল" লিখছি তাই বলে ভেবোনা আমি শরৎচন্দ্রের মতো "চরিত্রহীন"🙂🙂
জীবনান্দের বনলতা সেন কবিতাটি পরেছো? 😯😯
শুনো বালিকা
"আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন"
জীবনানন্দের "আকাশলীনা" কবিতার মতোই বলতে চাই
"সুরঞ্জনা, ওইখানে যেওনাকো তুমি,বোলোনাকো কথা ওই যুবকের সাথে"😞😞
হয়তো জীবনানন্দের মতো রাস্তায় ট্রাম চাপা পড়ে আমারো একদিন মৃত্যু হবে আর রচিত হবে আরেকটি ছোটগল্প😒😒
কিন্তু তার আগেই ব্লক মেরে দিবেনা তো?
রবি ঠাকুরের মতই বলতে হচ্ছে
"অন্তরে অতৃপ্তি রবে
সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ"
(সংগৃহীত ও পরিমার্জিত )

03/02/2024
22/12/2023

👉 বাংলাদেশের বনজ সম্পদ:

☞ কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমি থাকা প্রয়োজন- শতকরা ২৫ ভাগ।
☞ সরকারি হিসাবে বাংলাদেশের মোট ভূমির বনভূমি রয়েছে- ১৭.৫%।
☞ FAO-এর মতে, বাংলাদশর মোট ভূমির বনভূমি রয়েছে- ১৪.১%।
☞ মধুপুর বনাঞ্চল অবস্থিত- টাঙ্গাইল জেলায়।
☞ মধুপুর বনাঞ্চলর প্রধান বৃক্ষ- শাল।
☞ ভাওয়াল বনাঞ্চল অবস্থিত- গাজীপুর জেলায়।
☞ বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষ- বৈলাম বৃক্ষ।
☞ পরিবেশ রক্ষায় যে গাছটি ক্ষতিকর- ইউক্লিপটাস।
‘☞ উপকূলীয় সবুজ বেষ্টনী’ বনাঞ্চল করা হয়েছে- ১২টি জেলায়।
☞ বাংলাদেশ বন গবষণা কেন্দ্র অবস্থিত- চট্টগ্রাম।
☞ বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুতে ব্যবহৃত হয়- গেওয়া কাঠ।
☞ পৃথিবীর বৃহত্তম ‘ম্যানগ্রোভ’ বন- সুন্দরবন।
☞ পৃথিবীর বিখ্যাত টাইডাল বনভূমি- সুন্দরবন।
☞বিভাগ অনুসারে সবচেয়ে় বেশি বনভূমি রয়েছে- চট্টগ্রাম বিভাগে।
☞ বাংলাদেশে রাষ্ট্রীয় বনভূমি নেই- ২৮টি জেলায়।
☞ একক জেলা হিসেবে বনভূমির পরিমাণ বেশি- বাগেরহাটে।
☞ বৃহত্তম বন- পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল (যৌথভাবে)।
☞ চিরহরিৎ বন বলা হয়- পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলকে।
☞ পত্রঝরা বন বলা হয়- মধুপুর ও ভাওয়াল বনকে।
☞ একক হিসাবে বাংলাদশর বৃহত্তম বন- সুন্দরবন।
☞ সুন্দরবনের আয়তন- ১০০০০ বর্গকিলোমিটার।
☞ সুন্দরবনের বাংলাদেশে পড়েছে- ৬০১৭ বর্গকিলোমিটার।
☞ বাংলাদেশে পড়েছে সুন্দরবনের- ৬২ শতাংশ।
☞ সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের' অংশ হিসেবে ঘোষণা করে- ইউনেস্কো।
☞ ইউনেস্কো সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘাষণা করে- ৬ ডিসম্বর, ১৯৯৭ সালে (৭৯৮তম)।
☞ সুন্দরবন স্পর্শ করছে বাংলাদেশের ৫টি জেলাকে (খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী)।

16/11/2023

েকে_40_তম_বিসিএস_পর্যন্ত_14টা_প্রশ্ন_এসেছে


1.‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’ * মাহবুব উল আলম চৌধুরী

2. “বাতাসে লাশের গন্ধ ভাসে” * রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ্

3.’বামন চিনি পৈতা প্রমাণ বামনী চিনি কিসে রে।’ * লালন

4. সাহিত্য জাতির দর্পন স্বরূপ * প্রমথ চৌধুরী

5. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত * প্রমথ চৌধুরী

6.“মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’ * রবীন্দ্রনাথ ঠাকুর

7. ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’ * শামসুর রাহমান

8. ‘ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’ * সুকান্ত ভট্টাচার্য।

9. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’।* ভারতচন্দ্র

10. ‘‘আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” * রজনীকান্ত সেন

11.“এতই যদি দ্বিধা তবে জন্মেছিলে কেন?” * নির্মলেন্দু গুণ

12.‘রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা’ * কাজী নজরুলর ইসলাম

13. “প্রণমিয়া পাটনী কহিল জোর হাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” * ভারতচন্দ্র রায়গুনাকর

14. “আমারে নিবা মাঝি লগে?” # মানিক বন্দ্যোপাধ্যায়, পদ্মা নদীর মাঝি”

15.‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।’ * রবীন্দ্রনাথ ঠাকুর

16. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়’ * রবীন্দ্রনাথ ঠাকুর

17.‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’ * জীবনানন্দ দাশ

18. ‘‘আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি” * জীবনানন্দ দাশ।

19. ‘‘মহাজ্ঞানী মহাজন,যে পথে ক’রে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।” * হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

20. ‘‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।” * কামিনী রায়।

21. ‘সই, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া।’ * চন্ডিদাস।

22.‘রূপলাগি অখিঁ ঝুরে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।’ * জ্ঞানদাস।

23. ‘‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ” * সৈয়দ এমদাদ আলী।

24. “মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়…” * মুনির চৌধুরী, রক্তাক্ত প্রান্তর

25. ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’ * মুকুন্দরাম।

26. সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক দূর অকল্যাণ সফল অশোভন।’ * শেখ ফজলল করিম।

27. ‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’ * কৃষ্ণচন্দ্র মজুমদার।

11/11/2023

কিছু আপডেট তথ্য
🗨️বর্তমানে শিক্ষা বোর্ড- ১১ টি।
💭 বর্তমানে দেশে সিটি। কর্পোরেশনের সংখ্যা - ১২ টি।
🗨️ বর্তমানে উপজেলা- ৪৯৫ টি।
💭 বর্তমানে পৌরসভার সংখ্যা -৩৩০ টি, (সর্বশেষ শ্যামনগর সাতক্ষীরা)।
🗨️ বর্তমানে দেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা - ২৯ টি ( সর্বশেষ ইলিশা-১,ভোলা)।
💭 বর্তমানে দেশে নদীবন্দর আছে- ৪৩ টি ( সর্বশেষ নাজিরগঞ্জ, পাবনা)।
🗨️বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে বিশ্বের- ৪১ তম দেশ হিসেবে।
💭 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিশ্বের ৩৩তম পারমানবিক শক্তি ব্যবহারকারী দেশ হতে যাচ্ছে- বাংলাদেশ।
🗨️ বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ- ৫৭ তম।
💭 বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা - ৪৪৮ জন( জুন,২০২২)।
🗨️ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর - আবদুর রউফ তালুকদার (১২ তম)।
💭 বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার- কাজী হাবিবুল আউয়াল(১৩তম)।

10/11/2023

⚫ যে এককথায় প্রকাশগুলো বার বার পরীক্ষায় আসে!
✍️ যিনি বিদ্যা লাভ করিয়াছেন -- কৃতবিদ্য (সোনালী & জনতা ২০২০)
✍️ বহু দেখেছে যে -- ভূয়োদর্শী ( আট ব্যাংক ২০১৯)
✍️ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -- ইতিহাসবেত্তা (পূবালী ব্যাংক ১৯)
✍️ মকমক হলো -ব্যাঙের ডাক (সিনিয়র অফিসার ১৮)
✍️ অকালে যাকে জাগরণ করা হয় -- অকালবোধন ( প্রবাসী কল্যাণ ব্যাংক ১৮)
✍️ যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে -- প্রোষিতপত্নীক (কৃষি ব্যাংক ১৭)
✍️ অনুকরণ করার ইচ্ছা -- অনুচিকীর্ষা (রাকৃউবি ১৭)
✍️ বিশ্বজনের হিতকর -বিশ্বজনীন (প্রবাসী কল্যাণ ১৭)
✍️ যে নারীর হিংসা নেই -- অনসূয়া (বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন)
✍️ টঙ্কার --- ধনুকের ধ্বনি (উত্তরা ব্যাংক)
✍️ যাকে ভাষায় প্রকাশ করা যায় না -- অনির্বচনীয় (উত্তরা ব্যাংক ১৭)
✍️ এক থেকে শুরু করে ক্রমাগত -- একাদিক্রমে (পূবালী ব্যাংক ১৩)
✍️ যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে -- অবিমৃষ্যকারী (রাকৃউব ১১)
✍️ যা লাফিয়ে চলে -- প্লবগ (সোনালী ব্যাংক ১০)
✍️ যার কিছু নেই-- অকিঞ্চন (রুপালী ব্যাংক ২০১০)
✍️ সম্পূর্ণরুপে বিবেচনা করা হয় নাই এমন -- অসমীক্ষিত (রুপালী ২০১০)
✍️ বৃষ্টির জল --- শীকর
✍️ গোপন করার ইচ্ছা -- জুগুপ্সা
✍️ আজীবন সধবা যে নারী -- চিরায়ুস্মতী (তিতাস গ্যাস ২০১১)
✍️ যা দীপ্তি পাচ্ছে -- দেদীপ্যমান (বিবি এডি ২০১০)
✍️ দশ চক্রে ভগবান ভূত -- দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা (জনতা ২০১১)
✍️ বাঘের চামড়া-- কৃত্তি (সিটি ব্যাংক ১১)
✍️ যে ব্যক্তির দুহাত সমানে চলে -- সব্যসাচী
✍️ যা বিনা যত্নে উৎপন্ন হিয়েছে--- অযত্নসম্ভূত
✍️ রাজহাসের ডাক -- ক্রেকার
✍️ দুইয়ের মধ্যে একটি-- অন্যতর
✍️ যার বসন আলগা-- অসংবৃত
✍️ চক্রের প্রান্তভাগকে বলা হয়-- চক্রধারা
✍️ শুভক্ষণে জন্ম যার -- ক্ষণজন্মা
✍️ হরিণের চামড়া -- অজিন
✍️ যে জমিতে ফসল জন্মায় না-- ঊষর
✍️ পাওয়ার ইচ্ছা-- ঈপ্সা
✍️বিশ্বজনের হিতকর-- বিশ্বজনীন
✍️যা প্রমাণ করা যায় না-- অপ্রমেয়
✍️একই সময়ে বর্তমণ -- সমসাময়িক
✍️গাছে উঠতে পটু যে -- গেছো
✍️গম্ভীর ধ্বনি-- মন্দ্র
✍️মুক্তি পেতে ইচ্ছুক-- মুমুক্ষু
✍️সম্মুখে অগ্রসর হয়ে -- প্রত্যুদগমন
✍️রাত্রির শেষভাগ -- পররাত্র
✍️যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে--- জাতিস্মর
✍️যে বস্তি থেকে উৎখাত হয়েছে-- উদ্বাস্তু
✍️ঋষির ন্যায় --- ঋষিকল্প
✍️শোনা যায় এমন -- শ্রুতিগ্রাহ্য
✍️অবক্ষ জলে নেমে স্নান-- অবগাহন
✍️ভোজন করার ইচ্ছা ----বুভুক্ষা
✍️আপনাকে পন্ডিত মনে করে যে---- পন্ডিতন্মন্য
✍️যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় --- মাধুকরী
✍️কর দান করে যে---- করদ
✍️যে বহু বিষয় জানে--- বহুজ্ঞ
✍️দ্বারে থাকে যে--- দৌবারিক
✍️কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ -- কর্মঠ
✍️যে অননরত কাঁদছে -- রোরুদ্যমান
✍️আটপৌরে--- যা সব সময় পরার উপযোগী
✍️জয় সূচনা করে এরুপ তিথি -- শুভ তিথি
✍️যা সাধারনের মধ্যে দেখা যায়না -- অনন্যসাধারন
✍️শত্রুকে পীড়া দেয় যে --- পরন্তপ
✍️ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি -- ঋত্বিক
✍️চোখের কোন -- অপাঙ্গ
✍️অলংকারের ধ্বনি -- শিঞ্জন
✍️সৃষ্টি করার ইচ্ছা -- সিসৃক্ষা
✍️খাতা পত্র রাখার ঘর -- দপ্তরখানা
✍️আকাশ ও পৃথিবী -- ক্রন্দসী
✍️আট বছর বয়সী কন্যা -- গৌরী
✍️জেষ্ঠ্যর বর্তমানে কনিষ্ঠের বিয়ে -- পরিবেদন
✍️যে অন্যের লেখা চুরী করে -- কুম্ভিলক
✍️ কল্পনার দ্বারা রচিত মূর্তি -- ভাবমূর্তি
✍️যে বিষয়ে কোনো বিতর্ক নেই -- অবসংবাদী
✍️মোটাও নয়, রোগাও নয়---- দোহারা
✍️যে ভরণ পোষন করে -- ভর্তা
✍️বাইরের জগৎ সম্পর্কে যার জ্ঞান নেই -- কূপমন্ডূক
✍️শোক দূর হয়েছে যার--- বীত শোক
( সংগৃহীত)

02/11/2023

#বিখ্যাত_ব্যক্তিদের_লেখা_গ্রন্থঃ-

★ বিল ক্লিনটন --- "My Life"
★ হিলারি ক্লিনটন --- "Living History"
★ উড্রো উইলসন --- "New Freedom"
★ কর্নেল গাদ্দাফি --- "Green Book"
★ আল বেরুনী --- কিতাবুল হিন্দ
★ ইবনে বতুতা --- কিতাবুল রেহালা
★ গুনার মিরডাল --- Tha Asian Drama
★ প্লেটো --- "দি রিপাবলিক"
★ ম্যাকিয়াভেলি --- "দি প্রিন্স"
★ হোমার --- "ইলিয়াড" ও "ওডিসি"
★ স্টিফেন হকিং --- "A Brief History of Time"
★ লিও টলস্টয় --- "War and Peace"
★ চার্চিল --- "History of the Second world War"
★ ভ্লাদিমির লেলিন --- "The State and Revolution"
★ জওহরলাল নেহেরু --- "Discovery of India"
★ অ্যাডলফ হি*টলা*র --- "M*ei*n Ka*mpf"
★নেলসন ম্যান্ডেলা --- "A Long Walk to Freedom" & "Conversations Myself"
★ বারাক ওবামা --- "Dream from my Father"
"The Audacity of Hope" & "It Takes a nation"
★ শেখ হাসিনা --- "শেখ মুজিব আমার পিতা"
সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র" "আমার স্বপ্ন আমার সংগ্রাম" ও "দারিদ্র বিমোচন কিছু ভাবনা"
★ বেনজির ভুট্টো --- "Daughter of the East" "Daughter of Destiny" & "Democracy and the West"
★ মহাত্মা গান্ধী --- "The story of my experiments with truth"
★ এপিজে আব্দুল কালাম আজাদ --- "Wings of Fire"
★ মাওলানা আবুল কালাম --- " India Wins Freedom"

24/10/2023

🎯সন্ধি বিচ্ছেদ থেকে বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বার বার আসা প্রশ্ন সমূহ। আশাকরি যে কোন পরীক্ষায় এখান থেকে কমন পাওয়া যাবে।


হিংসা+উক = হিংসুক

নিন্দা+উক = নিন্দুক

প্রাণ+অধিক = প্রাণাধিক


হিম+অলোয় = হিমালয়

হস্ত+অন্তর = হস্তান্তর

হিত+অহিত = হিতাহিত

দেব+আলয় = দেবালায়

সিংহ+আসন = সিংহাসন

রত্ন+আকর = রত্নাকর

আশা+অতীত = আশাতীত

কথা+অমৃত = কথামৃত

মহা+অর্ঘ = মহার্ঘ

ঘিরি+ইন্দ্র = গিরীন্দ্র

হিত+ঐষী = হিতষী

ক্ষুদা+ঋত = ক্ষুধার্ত

রাজা+ঋষি = রাজর্ষি

সপ্ত+ঋষি= সপ্তর্ষি

উত্তম+ঋণ = উত্তমর্ণ

প্রশ্ন+উত্তর = প্রশ্নোত্তর

পর+উপকার = পরোপকার

হিত+উপদেশ = হিতোপদেশ

যথা+উপযুক্ত = যথোপযুক্ত

মহা+উৎসব = মহোৎসব

নর+ইন্দ্র = নরেন্দ্র

নীল+উৎপল = নীলোৎপল

রম+ঈশ = রমেশ

নর+ঈশ = নরেশ

স্ব+ইচ্ছা = সেচ্ছা

পূর্ণ+ইন্দু = পূর্ণেন্দু

সদা+আনন্দ = সদানন্দ

মহা+আসয় = মহাশয়

কারা+আগার = কারাগার

প্রতি+ছবি = প্রতিচ্ছবি

প্র+ছদ = প্রচ্ছদ

অঙ্গ+ছেদ = অঙ্গচ্ছেদ

বি+ছিন্ন = বিছিন্ন

পরি+ছেদ = পরিচ্ছেদ

বি+ছেদ = বিচ্ছেদ

ক্ষিতী+ঈশ = ক্ষিতিশ

মহী+ঈন্দ্র = মহীন্দ্র

পৃথ্বি+ঈশ = পৃথ্বীশ

অতি+ইব = অতীব

প্রতি+ঈক্ষা = প্রতীক্ষা

রবি+ঈন্দ্র = রবীন্দ্র

দিল্লি+ঈশ্বর = দিল্লীশ্বর

প্রতি+অহ = প্রত্যহ

অতি+অধিক = অত্যধিক

গতি+অন্তর =গত্যন্তর

আদি+অন্ত = আদ্যন্ত

প্রতি+আবর্তন = প্রত্যাবর্তন

প্রতি+আশা = প্রত্যাশা

যদি+অপি = যদ্যপি

পর+যন্ত = পর্যন্ত

অগ্নি+উৎপাত = অগ্নুৎপাত

অতি+আশ্চর্য = অত্যাশ্চর্য

প্রতি+উপকার = প্রত্যুপকার

অনু+অয় = অন্বয়

মনু+অন্তর = মন্বন্তর

তত+অন্ত = তদন্ত

সৎ+আনন্দ = সদানন্দ

সৎ+উপায় = সদুপায়

মুখ+ছবি = মুখচ্ছবি

সম্+মান = সম্মান

সম্+ধান = সন্ধান

সম্+কীর্ণ = সংকীর্ণ

সম্+গঠন = সংগঠন

সম্+গীত = সংগীত

সম্+ঘাত = সংঘাত

বারম্+বার = বারংবার

উৎ+হৃত = উদ্ধৃত

উৎ+হত = উদ্ধত

উৎ+লেখ = উল্লেখ

উৎ+লিখিত = উল্লিখিত

উৎ+লেখ্য = উল্লেখ্য

উৎ+দম = উদ্যম

উৎ+ভব = উদ্ভব

বৃক্ষ+ছায়া = বৃক্ষছায়া

স্ব+ছন্দে = স্বচ্ছন্দে

অনু+ছেদ = অনুচ্ছেদ

উৎ+চারণ = উচ্চারণ

শরৎ+চন্দ্র = শরচ্ছন্দ্র

সৎ+চরিত্র = সচ্চরিত্র

তদ+ছবি = তচ্ছবি

তদ+জন্য = তজ্জন্য

যাবত+জীবন = যাবজ্জীবন

উৎ+শৃঙ্খল = উচ্ছৃঙ্খল

আব:+কার = আবিষ্কার

ভা:+কর = ভাস্কর

বাচ:+পতি = বাচস্পতি

চতু:+কোন = চতুষ্কোন

কিম্+বা = কিংবা

সম্+বরণ = সংবরণ

সম্+যোগ = সংযোগ

সম্+যোজন = সংযোজন

সম্+শোধন = সংশোধন

সর্বম্+সহা = সর্বংসহা

স্বয়ম্+বরা = স্বয়ংবরা

তদ্+পর = তৎপর

সম্+কৃতি = সংস্কৃতি

পরি+কৃত = পরিষ্কৃত

পুন:+জন্ম = পুনর্জন্ম

পুন:+বার = পুনর্বার

অন্ত:+ভুক্ত = অন্তভুক্ত

অন্ত:+বর্তী = অন্তবর্তী

প্রাদু:+ভাব = প্রাদুর্ভাব

নি:+জন = নির্জন

দু:+লোভ = দুর্লোভ

দুর:+অন্ত = দুরন্ত

পুর:+কার = পুরস্কার

তির:+কার = তিরস্কার

চতু:+পদ = চতুষ্পদ

নি:+পাপ = নিষ্পাপ

বহি:+কৃত = বহিষ্কৃত

দ:+কৃতি = দুষ্কুতি

নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ

আরো কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ যে গুলো বিভিন্ন পরীক্ষায় একাদিক বার এসেছিল

যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে-
নিপাতনে সিদ্ধ সন্ধি
নাবিক – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
নৌ + ইক
সন্ধির প্রধান সুবিধা কী?
উচ্চারণের সুবিধা
সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
সম্ + কার
দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
দিব্ + লোক
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
আশ্চর্য
লবণ শব্দটির সন্ধিবিচ্ছেদ –
লো + অন
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
পর + পর = পরস্পর
স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
স্বরসন্ধি
প্রত্যূষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
প্রতি + ঊষ
বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বৃষ্ + তি
সন্ধির প্রধান উদ্দেশ্য –
স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য
কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
দিগন্ত
কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
কুলটা
গায়ক – এর সন্ধি কোনটি?
গৈ + অক
তন্বী শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
তনু + ঈ
অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
অতি + অন্ত
অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
স্বরসন্ধি
বনস্পতি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বন + পতি
ষষ্ঠ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ষষ + থ
পরীক্ষা – এর সন্ধি বিচ্ধে কোনটি?
পরি + ঈক্ষা
উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
উপর্যুক্ত
সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সম্ + চয়
নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
পূর্ণেন্দু কোন সন্ধি?
স্বরসন্ধি
সন্ধি – এর সন্ধি বিচ্ছেদ কী?
সম্ + ধি
কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ –
কৃষ্ + তি
বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ব্যঞ্জনসন্ধির
তৎসম সন্ধি কয় প্রকার?
তিন
কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
সংস্কার/পরিষ্কার
অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি
অহঃ + অহ
পর্যন্ত – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
পরি + অন্ত
শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি
শীত + ঋত
গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
গো + পদ
কোনটি বিসর্গ সন্ধি?
ততোধিক
কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
স্বরসন্ধি
শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
শীত + ঋত
সংবাদ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
সম্ + বাদ
দিগন্ত – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
দিক্ + অন্ত
মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
মনস + ঈষা
মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি?
তৎসম স্বরসন্ধি
পশু + অধম’ – এর শুদ্ধ সন্ধি কী?
পশ্বাধম
গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
গো + এষণা
অন্বেষণ – এর সন্ধিবিচ্ছেদ কী?
অনু + এষণ
সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ধ্বনিতত্ত্ব
বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?
দু ভাগে
জনৈক – শব্দটির সন্ধিবিচ্ছেদ –
জন + এক
রবীন্দ্র – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
রবি + ইন্দ্র
ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ব্যঞ্জনসন্ধি
বিদ্যালয় – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বিদ্যা + আলয়
অহর্নিশ – সন্ধিবিচ্ছেদ কোনটি?
অহঃ + নিশা
দুর্যোগ – এর সন্ধিবিচ্ছেদ কী?
দুঃ + যোগ
নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?
দুই
ষোড়শ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ষট্ + দশ
মুখচ্ছবি শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সু + আগত
শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
শীত + ঋত
বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ব্যঞ্জনসন্ধির
অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
অহঃ + অহ
নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
কুলটা
কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
সংস্কার/পরিষ্কার
তন্বী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
তনু + ঈ
কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
দিগন্ত
বনস্পতি- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বন + পতি
নিষ্কর” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বৃষ্ + তি
অন্বেষণ শব্দটি কোন সন্ধি?যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে-
নিপাতনে সিদ্ধ সন্ধি
নাবিক – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
নৌ + ইক
সন্ধির প্রধান সুবিধা কী?
উচ্চারণের সুবিধা
সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
সম্ + কার
দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
দিব্ + লোক
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
আশ্চর্য
লবণ শব্দটির সন্ধিবিচ্ছেদ –
লো + অন
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
পর + পর = পরস্পর
স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
স্বরসন্ধি
প্রত্যূষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
প্রতি + ঊষ
বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বৃষ্ + তি
সন্ধির প্রধান উদ্দেশ্য –
স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য
কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
দিগন্ত
কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
কুলটা
গায়ক – এর সন্ধি কোনটি?
গৈ + অক
তন্বী শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
তনু + ঈ
অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
অতি + অন্ত
অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
স্বরসন্ধি
বনস্পতি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বন + পতি
ষষ্ঠ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ষষ + থ
পরীক্ষা – এর সন্ধি বিচ্ধে কোনটি?
পরি + ঈক্ষা
উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
উপর্যুক্ত
সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সম্ + চয়
নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
পূর্ণেন্দু কোন সন্ধি?
স্বরসন্ধি
সন্ধি – এর সন্ধি বিচ্ছেদ কী?
সম্ + ধি
কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ –
কৃষ্ + তি
বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ব্যঞ্জনসন্ধির
তৎসম সন্ধি কয় প্রকার?
তিন
কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
সংস্কার/পরিষ্কার
অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি
অহঃ + অহ
পর্যন্ত – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
পরি + অন্ত
শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি
শীত + ঋত
গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
গো + পদ
কোনটি বিসর্গ সন্ধি?
ততোধিক
কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
স্বরসন্ধি
শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
শীত + ঋত
সংবাদ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
সম্ + বাদ
দিগন্ত – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
দিক্ + অন্ত
মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
মনস + ঈষা
মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি?
তৎসম স্বরসন্ধি
পশু + অধম’ – এর শুদ্ধ সন্ধি কী?
পশ্বাধম
গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
গো + এষণা
অন্বেষণ – এর সন্ধিবিচ্ছেদ কী?
অনু + এষণ
সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ধ্বনিতত্ত্ব
বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?
দু ভাগে
জনৈক – শব্দটির সন্ধিবিচ্ছেদ –
জন + এক
রবীন্দ্র – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
রবি + ইন্দ্র
ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ব্যঞ্জনসন্ধি
বিদ্যালয় – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বিদ্যা + আলয়
অহর্নিশ – সন্ধিবিচ্ছেদ কোনটি?
অহঃ + নিশা
দুর্যোগ – এর সন্ধিবিচ্ছেদ কী?
দুঃ + যোগ
নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?
দুই
ষোড়শ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ষট্ + দশ
মুখচ্ছবি শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সু + আগত
শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
শীত + ঋত
বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ব্যঞ্জনসন্ধির
অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
অহঃ + অহ
নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
কুলটা
কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
সংস্কার/পরিষ্কার
তন্বী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
তনু + ঈ
কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
দিগন্ত
বনস্পতি- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বন + পতি
নিষ্কর” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বৃষ্ + তিযে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে-
নিপাতনে সিদ্ধ সন্ধি
নাবিক – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
নৌ + ইক
সন্ধির প্রধান সুবিধা কী?
উচ্চারণের সুবিধা
সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
সম্ + কার
দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
দিব্ + লোক
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
আশ্চর্য
লবণ শব্দটির সন্ধিবিচ্ছেদ –
লো + অন
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
পর + পর = পরস্পর
স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
স্বরসন্ধি
প্রত্যূষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
প্রতি + ঊষ
বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বৃষ্ + তি
সন্ধির প্রধান উদ্দেশ্য –
স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য
কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
দিগন্ত
কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
কুলটা
গায়ক – এর সন্ধি কোনটি?
গৈ + অক
তন্বী শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
তনু + ঈ
অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
অতি + অন্ত
অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
স্বরসন্ধি
বনস্পতি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বন + পতি
ষষ্ঠ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ষষ + থ
পরীক্ষা – এর সন্ধি বিচ্ধে কোনটি?
পরি + ঈক্ষা
উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
উপর্যুক্ত
সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সম্ + চয়
নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
পূর্ণেন্দু কোন সন্ধি?
স্বরসন্ধি
সন্ধি – এর সন্ধি বিচ্ছেদ কী?
সম্ + ধি
কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ –
কৃষ্ + তি
বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ব্যঞ্জনসন্ধির
তৎসম সন্ধি কয় প্রকার?
তিন
কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
সংস্কার/পরিষ্কার
অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি
অহঃ + অহ
পর্যন্ত – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
পরি + অন্ত
শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি
শীত + ঋত
গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
গো + পদ
কোনটি বিসর্গ সন্ধি?
ততোধিক
কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
স্বরসন্ধি
শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
শীত + ঋত
সংবাদ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
সম্ + বাদ
দিগন্ত – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
দিক্ + অন্ত
মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
মনস + ঈষা
মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি?
তৎসম স্বরসন্ধি
পশু + অধম’ – এর শুদ্ধ সন্ধি কী?
পশ্বাধম
গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
গো + এষণা
অন্বেষণ – এর সন্ধিবিচ্ছেদ কী?
অনু + এষণ
সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ধ্বনিতত্ত্ব
বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?
দু ভাগে
জনৈক – শব্দটির সন্ধিবিচ্ছেদ –
জন + এক
রবীন্দ্র – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
রবি + ইন্দ্র
ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ব্যঞ্জনসন্ধি
বিদ্যালয় – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বিদ্যা + আলয়
অহর্নিশ – সন্ধিবিচ্ছেদ কোনটি?
অহঃ + নিশা
দুর্যোগ – এর সন্ধিবিচ্ছেদ কী?
দুঃ + যোগ
নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?
দুই
ষোড়শ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ষট্ + দশ
মুখচ্ছবি শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সু + আগত
শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
শীত + ঋত
বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ব্যঞ্জনসন্ধির
অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
অহঃ + অহ
নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
কুলটা
কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
সংস্কার/পরিষ্কার
তন্বী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
তনু + ঈ
কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
দিগন্ত
বনস্পতি- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বন + পতি
নিষ্কর” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বৃষ্ + তি
যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে-
নিপাতনে সিদ্ধ সন্ধি
নাবিক – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
নৌ + ইক
সন্ধির প্রধান সুবিধা কী?
উচ্চারণের সুবিধা
সংস্কার শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
সম্ + কার
দ্যুলোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
দিব্ + লোক
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
আশ্চর্য
লবণ শব্দটির সন্ধিবিচ্ছেদ –
লো + অন
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
পর + পর = পরস্পর
স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
স্বরসন্ধি
প্রত্যূষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
প্রতি + ঊষ
বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বৃষ্ + তি
সন্ধির প্রধান উদ্দেশ্য –
স্বাভাবিক উচ্চারণে সহজসাধ্য
কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
দিগন্ত
কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
কুলটা
গায়ক – এর সন্ধি কোনটি?
গৈ + অক
তন্বী শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
তনু + ঈ
অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
অতি + অন্ত
অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
স্বরসন্ধি
বনস্পতি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বন + পতি
ষষ্ঠ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ষষ + থ
পরীক্ষা – এর সন্ধি বিচ্ধে কোনটি?
পরি + ঈক্ষা
উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
উপর্যুক্ত
সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সম্ + চয়
নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
পূর্ণেন্দু কোন সন্ধি?
স্বরসন্ধি
সন্ধি – এর সন্ধি বিচ্ছেদ কী?
সম্ + ধি
কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ –
কৃষ্ + তি
বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ব্যঞ্জনসন্ধির
তৎসম সন্ধি কয় প্রকার?
তিন
কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
সংস্কার/পরিষ্কার
অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি
অহঃ + অহ
পর্যন্ত – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
পরি + অন্ত
শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি
শীত + ঋত
গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
গো + পদ
কোনটি বিসর্গ সন্ধি?
ততোধিক
কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই?
ধ্বনিমাধুর্য রক্ষিত না হলে
অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
স্বরসন্ধি
শীতার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
শীত + ঋত
সংবাদ শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
সম্ + বাদ
দিগন্ত – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
দিক্ + অন্ত
মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
মনস + ঈষা
মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি?
তৎসম স্বরসন্ধি
পশু + অধম’ – এর শুদ্ধ সন্ধি কী?
পশ্বাধম
গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
গো + এষণা
অন্বেষণ – এর সন্ধিবিচ্ছেদ কী?
অনু + এষণ
সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ধ্বনিতত্ত্ব
বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে?
দু ভাগে
জনৈক – শব্দটির সন্ধিবিচ্ছেদ –
জন + এক
রবীন্দ্র – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
রবি + ইন্দ্র
ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ব্যঞ্জনসন্ধি
বিদ্যালয় – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বিদ্যা + আলয়
অহর্নিশ – সন্ধিবিচ্ছেদ কোনটি?
অহঃ + নিশা
দুর্যোগ – এর সন্ধিবিচ্ছেদ কী?
দুঃ + যোগ
নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার?
দুই
ষোড়শ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ষট্ + দশ
মুখচ্ছবি শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি
স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সু + আগত
শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?
শীত + ঋত
বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
ব্যঞ্জনসন্ধির
অহরহ – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
অহঃ + অহ
নিষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
কুলটা
কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
সংস্কার/পরিষ্কার
তন্বী শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
তনু + ঈ
কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
দিগন্ত
বনস্পতি- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বন + পতি
নিষ্কর” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + কর
বৃষ্টি – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
বৃষ্ + তি
অন্বেষণ শব্দটি কোন সন্ধি?
স্বরসন্ধি
গায়ক – এর সন্ধি কোনটি?
গৈ + অক
অত্যন্ত” এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
অতি + অন্ত
স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে?
স্বরসন্ধি
প্রত্যূষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
প্রতি + ঊষ
গোষ্পদ – এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
গো + পদ
তদবধি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
তৎ + অবধি
পর্যন্ত – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
পরি + অন্ত
দুর্যোগ – এর সন্ধিবিচ্ছেদ কী?
দুঃ + যোগ
রবীন্দ্র – এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
রবি + ইন্দ্র
মতৈক্য শব্দের সন্ধিবিচ্ছেদকোনটি?
মত + ঐক্য
স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
সু + আগত

সংগৃহীত

Videos (show all)

Phrases and Idioms Part -2 (Words start with 'A')Follow: Career Help and Education
Phrases and Idioms Part -1 (Words start with 'A')Follow: Career Help and Education
পর্ব ৪। বাংলাসাহিত্য। আধুনিক যুগ।
বাংলা সাহিত্য
মধ্যযুগ
বাংলা সাহিত্য। পর্ব-১। চর্যাপদ

Website