MA Razzak

MA Razzak

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MA Razzak, Business Center, Dumki, .

02/12/2023

3678 স্কয়ার ফিট জায়গায় আধুনিক মডেলের 3 ইউনিটের বাড়ির ডিজাইন। একটি সুন্দর ও আকর্ষণীয় বিল্ডিংয়ের প্রয়োজনীয় ড্রয়িং, ডিজাইন ও পরামর্শ পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
পুরো প্রজেক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুন
Confidence Engineering & Architect Consultant
কনফিডেন্স ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্ট কন্সালটেন্ট
অফিস:
পদুয়ার বাজার বিশ্বরোড, কুমিল্লা
Engr. Farhad Hossain
Mobail: 01845426931( imo & whatsApp)
রামপুরা, ঢাকা
Engr. Eliyas Hossen
Mobail: 01787291023(imo & whatsApp)
আমাদের সেবা সমূহ_ _ _
☞ স্ট্রাকচারাল ডিজাইন ☞ আর্কিটেক্টচারাল ড্রইং
☞ ইলেকট্রিক্যাল ড্রইং ☞ প্লাম্বিং ড্রইং
☞ ডিজিটাল সার্ভে ☞ সয়েল টেস্ট
☞ পাইলিং ☞ সাইট সুপারভিশন
☞ পৌরসভা ড্রইং ☞ এস্টিমেটিং এন্ড কস্টিং ☞ 3D ডিজাইন। ☞ ইন্টেরিয়র ডিজাইন।

30/11/2023
29/11/2023

মাদ্রাসা ই দারুল ইনসাফ কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিলে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের প্রদর্শনী। শরীফ বাড়ি, দুম কী, পটুয়াখালী।

27/11/2023
09/10/2022

রাসুল সঃ এর মৃত্যু দিবস সন্দেহহীন , জন্ম দিবস সন্দিহান, এবার বলেন, ঈদে মিলাদুননবী / বিচ্ছেদে মিলাদুননবী?

05/10/2022

যেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মাদ (সা.)🖤🧡

১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২/ তিনি কম হাসতেন।
৩/ তিনি মুচকি হাসতেন, হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।
৪/ তিনি অট্টহাসি হাসতেন না।
৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬/ তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন।
৭/ তিনি কখনোই প্রতিশোধ নিতেন না।
৮/ তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি।
৯/ তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন।
১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১/ তিনি শিশুদের সালাম দিতেন।
১২/ তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন।
১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭/ তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।
১৮/ তিনি উপহার গ্রহণ করতেন।
১৯/ তিনি সাদকাহ (দান) করতেন।
২০/ তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
২১/ তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন
২২/ হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
২৩/ কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
২৪/ বিনা প্রয়োজনে কথা বলতেন না।
২৫/ কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে।
২৬/ কথা, কাজ ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
২৭/ নম্রতাকে পছন্দ করতেন।
২৮/ তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
২৯/ কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
৩০/ শরীয়তবিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন।
৩১/ আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
৩২/ খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
৩৩/ ক্ষমাকে পছন্দ করতেন।
৩৪/ সর্বদা ধৈর্য্য ধারণ করতেন।
রাসুল (সা.) এর গুণাবলি বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন।

আমিন..

04/10/2022

বাংলাদেশে আকবরের জন্ম হয়েছে, উনি দ্বীনে এলাহি কায়েম করতে চান। কালকে দেখলাম আকবরের সুরে মাঠে নেমেছেন

04/10/2022

খমতা যারযার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার

04/10/2022

মুসলিস সমাজে বসবাসকারী অমুসলিমদের নিরাপত্তা বিধান করেছে ইসলাম, তাদের ধর্মিও কাজে শরিক থাকার বৈধতা দেয়নি ইসলাম

28/09/2022

গ্রুপের প্রথম দিনে সকল বন্ধুদের সুখী জীবন কামনা।

Videos (show all)

মাদ্রাসা ই দারুল ইনসাফ কর্তৃক আয়োজিত  বাৎসরিক মাহফিলে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের প্রদর্শনী। শরীফ বাড়ি, দুম কী, পটুয়াখা...

Website