MA Razzak
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MA Razzak, Business Center, Dumki, .
3678 স্কয়ার ফিট জায়গায় আধুনিক মডেলের 3 ইউনিটের বাড়ির ডিজাইন। একটি সুন্দর ও আকর্ষণীয় বিল্ডিংয়ের প্রয়োজনীয় ড্রয়িং, ডিজাইন ও পরামর্শ পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
পুরো প্রজেক্টটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অনুগ্রহ করে কল করুন
Confidence Engineering & Architect Consultant
কনফিডেন্স ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্ট কন্সালটেন্ট
অফিস:
পদুয়ার বাজার বিশ্বরোড, কুমিল্লা
Engr. Farhad Hossain
Mobail: 01845426931( imo & whatsApp)
রামপুরা, ঢাকা
Engr. Eliyas Hossen
Mobail: 01787291023(imo & whatsApp)
আমাদের সেবা সমূহ_ _ _
☞ স্ট্রাকচারাল ডিজাইন ☞ আর্কিটেক্টচারাল ড্রইং
☞ ইলেকট্রিক্যাল ড্রইং ☞ প্লাম্বিং ড্রইং
☞ ডিজিটাল সার্ভে ☞ সয়েল টেস্ট
☞ পাইলিং ☞ সাইট সুপারভিশন
☞ পৌরসভা ড্রইং ☞ এস্টিমেটিং এন্ড কস্টিং ☞ 3D ডিজাইন। ☞ ইন্টেরিয়র ডিজাইন।
মাদ্রাসা ই দারুল ইনসাফ কর্তৃক আয়োজিত বাৎসরিক মাহফিলে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের প্রদর্শনী। শরীফ বাড়ি, দুম কী, পটুয়াখালী।
রাসুল সঃ এর মৃত্যু দিবস সন্দেহহীন , জন্ম দিবস সন্দিহান, এবার বলেন, ঈদে মিলাদুননবী / বিচ্ছেদে মিলাদুননবী?
যেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মাদ (সা.)🖤🧡
১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২/ তিনি কম হাসতেন।
৩/ তিনি মুচকি হাসতেন, হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।
৪/ তিনি অট্টহাসি হাসতেন না।
৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬/ তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন।
৭/ তিনি কখনোই প্রতিশোধ নিতেন না।
৮/ তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি।
৯/ তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন।
১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১/ তিনি শিশুদের সালাম দিতেন।
১২/ তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন।
১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭/ তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।
১৮/ তিনি উপহার গ্রহণ করতেন।
১৯/ তিনি সাদকাহ (দান) করতেন।
২০/ তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
২১/ তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন
২২/ হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
২৩/ কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
২৪/ বিনা প্রয়োজনে কথা বলতেন না।
২৫/ কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে।
২৬/ কথা, কাজ ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
২৭/ নম্রতাকে পছন্দ করতেন।
২৮/ তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
২৯/ কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
৩০/ শরীয়তবিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন।
৩১/ আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
৩২/ খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
৩৩/ ক্ষমাকে পছন্দ করতেন।
৩৪/ সর্বদা ধৈর্য্য ধারণ করতেন।
রাসুল (সা.) এর গুণাবলি বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন।
আমিন..
বাংলাদেশে আকবরের জন্ম হয়েছে, উনি দ্বীনে এলাহি কায়েম করতে চান। কালকে দেখলাম আকবরের সুরে মাঠে নেমেছেন
খমতা যারযার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার
মুসলিস সমাজে বসবাসকারী অমুসলিমদের নিরাপত্তা বিধান করেছে ইসলাম, তাদের ধর্মিও কাজে শরিক থাকার বৈধতা দেয়নি ইসলাম
গ্রুপের প্রথম দিনে সকল বন্ধুদের সুখী জীবন কামনা।