TURN to ISLAM

TURN to ISLAM

This page is created for get people to follow the path Allah has given us.

21/06/2023

আপনার বাবা মা আর আত্মীয়-স্বজন চান আপনি নামাজি হন।তারা চান যেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন।সৎ পথে চলেন,সত্য কথা বলেন,এবং আপনি আল্লাহর ভয় করেন।
যখন আপনি আস্তে আস্তে এক ওয়াক্ত, কিছুদিন পর দুই তার পর তিন,চার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন তখন তারা খুব খুশি হয়ে যান।
আস্তে আস্তে আপনার মধ্যে ধর্মীয় অনুভূতির সৃষ্টি হয়। আপনার দাড়ি গুলো অগোছালো হয়ে গেছে আর তা বড় হতে শুরু করেছে। দুই একটা বই থেকে হাদিস পড়া শুরু করেছেন। কোরআন মাজিদ সূরা ও তার অর্থ এবং আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জানতে শুরু করেছেন।নবী সাঃ এর নিতি আদর্শ নিজের মাঝে ধারণ করার চেষ্টা করছেন।
হালাল হারামের পার্থক্য বুঝতে পারছেন। পরিবারের ভুল ধরিয়ে দিচ্ছেন। তাদের কে বলছেন এটা ঠিক আর ওটা ঠিক নয়। তখন সে বাবা মা আর আত্মীয়-স্বজনরাই বলবে দুইদিন এর হাজী আর এতোবড় কথা।
দাড়ি কি কাটবি না?
কিরে তোর জন্য তো কারো কাছে মুখ দেখাতে পারি না।
দাঁড়িগুলো কেটে ফেল নইলে মেয়ের বাপ মেয়ে দিবে না।
কিরে তোর গাল চুলকায় না?
দাড়ি‌ কাটবি না হয় বাড়ি ছাড়বি।
তুই কি জানিস এতো বড়দের মুখের উপর কথা বলিস?
তুই ব্যাংকে কেন চাকরি করবি না তোরে কি সারাজীবন খাইয়ে যাবো।
দাড়ি কাটবি না তো দেখা যাবে কতোদিন তোর ভন্ডামি চলে।
আর কতোদিন তোরে একটা কথা বলবো তোর দাড়ি তো এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে।
ছেলের দাড়ি আছে এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিবো না।
বাবা মা আর আত্মীয়-স্বজনদের কাছে তখন আপনি বিষ।
আমরা তোমার ভালো চাই খারাপ না তাই তো একটু কম কম হুজুর হতে বলছি।
অথচ কয়েকদিন বা কয়েক মাস আগে তারাই চাইত আপনি নামাজ পড়া শুরু করেন সৎ পথে চলেন, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন।
কিন্তু এখন তারা ঠিকই আপনাকে আস্তে আস্তে বিষ মাখানো তীরের আগা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিদ্ধ করতে একটু দ্বিধা করে না।
এখন না পারছেন তাদের কথা মতো চলতে আর না পারছেন আল্লাহ এবং তাঁর রাসূলের কাছ হতে মুখ ফিরিয়ে নিতে।
আচ্ছা তারা আসলেই কি আপনার ভালো কখনো চেয়েছে?

16/06/2023

নবী সাঃ এর সুন্নাত পালন করতে নিজের বাড়িতেই আপনার অসুবিধা হবে।
তাও সেই পরিবারের লোকজনের মুখে শোনা যায় আমরা তো তোমার ভালো চাই।

16/06/2023

প্রতিদিন অন্তত একটি করে হাদিস পড়ুন।

20/02/2023

Haram is so normalized nowadays that being halal is too religious and extreme.

20/02/2023

Ramadan is near my brothers.may allah bless us all 🖤

20/02/2023

Say Astagfirullah.

Photos from TURN to ISLAM 's post 18/02/2023

Why is dating haram?

18/02/2023

What are you doing?
Aren't you a Muslim?

18/02/2023

Brother and sister it is high time that we should come back to the right path.the path to Allah,the path of forgiveness.
We should not waste our time in foolishness.

17/02/2023

Assalamuwalaikum. May Almighty Allah guide us to the right path 🖤

Website