Knitty Fantasy
Assalamu Alaikum...
Handmade embroidery & crochet items are available here.❤️
শোনো সে কদম ফুল , আবার সোনালী ছোঁয়া রুপকৌটো আঁখিতে সুরমা এঁকো, যেন এক দুপুর রোদ এসে থেমে যায় পলক শেষে.........🦋🦋🦋
মাশা-আল্লাহ ❤️❤️❤️
হাওয়াই মিঠাই😍😍😍
কান ঢেকে দিলে টুপি খুলে ফেলবে তাই আলাদিনের মতো টুপি পরেছে...😄
★Just because it's handmade doesn’t mean it's cheap...🙂
মনের মরুভূমিতে করি সূর্যমুখীর চাষ...🌻🌻🌻
We say it's handcrafted,
but really,
it comes from the heart...❤️❤️❤️
সুবহানাল্লাহ...💙
বাচ্চাদের জন্য জামা বানাতে খুব ভালোলাগে....❤️❤️❤️
Lotus flower...🪷🪷🪷
আসসালামু আলাইকুম। 🌷🌷🌷
আজকের এই দিনে আল্লাহ আমাকে আমার আব্বু,আম্মুর কোলজুড়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ।❤️❤️❤️
★আমার আব্বু,আম্মুর জন্য দোয়ার দরখাস্ত। ❤️
On the way to Barisal...🌷🌷🌷
...
🌷🌷🌷
Don't forget to say Masha Allah...🌷🌷🌷
❤️❤️❤️
Alhamdulillah 💜💛💜
দুনিয়াতে হেসে খেলে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর হাসবে না।
চোখ ভর্তি অশ্রু, মন ভর্তি যন্ত্রণা নিয়ে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর কাঁদবে না।
এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে...
Let life be beautiful like tulips...🌷🌷🌷
💜💜💜
মিষ্টি রোদে
মিষ্টি রং...❤️
Incomplete...💜💜💜
Going to Rangpur...🎆
Alhamdulillah ❤️
Small circle
Private life
Peaceful mind...🤍💛💜
A good review made my day Special Alhamdulillah...❤️❤️❤️
সারপ্রাইজ দিতে এবং পেতে মোটামুটি সবাই পছন্দ করেন ।কিন্তু সারপ্রাইজটা আসছে কোন দিক থেকে সেটাই ভাববার বিষয়।
যেমনটি হয়েছে ঢাকা থেকে আসা একটি অর্ডারের ক্ষেত্রে। আন্টি চেয়েছিলেন ওনার ছেলে এবং স্বামীকে বিজয় দিবস উপলক্ষে পাঞ্জাবী উপহার দিবেন। যেই চিন্তা সেই কাজ। আমার পেইজে অর্ডার করে ফেললেন। সারপ্রাইজ দেয়ার দিনটাও কাছে চলে আসলো কিন্তু আন্টি হঠাৎ করেই এতো বেশি অসুস্থ হয়ে পরলেন যে আন্টির অসুস্থতাই সবার কাছে ভয়ানক সারপ্রাইজ হয়ে দাঁড়ালো।তারপর হাসপাতালে ছোটাছুটি...😔
এজন্যই বলা যায়না সারপ্রাইজ আসলে আসছে কোন দিক থেকে।দেখা যায় সারপ্রাইজ দিতে গিয়ে আমরাই অনেক সময় সারপ্রাইজ পেয়ে যাই।ভালোভাবে নয়তো........।🙂
আন্টির সার্বিক সুস্থতার জন্য অনেক দোয়া.....❤️
★ঢাকার উদ্দেশ্যে.....
আজ সূর্যমুখীর মন ভার...🌻🌻🌻
"এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলো যারা
আমরা তোমাদের ভুলবো না।"
মহান #বিজয়_দিবসের শুভেচ্ছা এবং
যাদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয়
তাদের প্রতি গভীর শ্রদ্ধা। ❤️
চোখ ফেরানো দায়...😇
আসসালামু আলাইকুম।
অনেকেই পরামর্শ দিয়েছেন আমি যেন আমার Product-এর সাথে দাম লিখে দেই।খুবই ভালো পরামর্শ। আমারও ভালো লাগতো যদি আমি তা করতে পারতাম।
কিন্তু....
সমস্যাটা অন্য জায়গায়...
আমি প্রথমের দিকে Product-এর সাথে বা Comment-এ দাম লিখে দিয়েছিলাম এতে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে...
★আমার Page-এ দাম দেখে কিছু অসাধু লোক কম দামে দেয়ার কথা বলে সুযোগ নেয়ার চেষ্টা করেছে।
(আমি নিজের হাতে কাজ করি।
এটা সম্ভবই না দুই জনের হাতের কাজ এক রকম হবে।জানিনা তারা কি কমে দিতে চায়!!!)🙂
★আমি Hand Embroidery- এর কাজ করি।অনেক আপুর Request থাকে পাঞ্জাবীটা একটু নরমাল রেখে কাজটা সুন্দর করে দেয়ার।যাতে খরচটা তারা বহন করতে পারেন।
এখন, যে আপুরা দুইটার quality ভালো চান তাদের ক্ষেত্রে একই দাম রাখা তো Possible হয় না।একই Design-এর বিভিন্ন দাম হলে আপনারাই পাগল হয়ে যাবেন।নয়তো আমাকে বানাবেন।😑
★আমি কুশিকাটার কাজ করি।বয়স অনুযায়ী,Size অনুযায়ী,সুতার পরিমাণ, সুতার quality,সময়,শ্রম ইত্যাদি অনেক কিছু মিলিয়ে আমাকে দাম নির্ধারণ করতে হয়।
একটা ২ বছরের Unhealthy বাবুর জামার Size এবং একটা ২ বছরের Healthy বাবুর জামার Size কি এক হবে?
সুতার পরিমাণ বেশি লাগবেনা?
তাহলে একই ডিজাইনের জামার কয়টা দাম লিখবো বলেন!!!
এতো ব্যাখ্যা করে লিখলে এতো সময় কারোর নেই পড়ার জন্য।এজন্য দাম লিখে দেয়া অনেক সমস্যার।
আরো অনেক গুলো বিষয় আছে।যাই হোক, আপনারা যখন দোকানে কিছু কিনতে যান,দাম জিজ্ঞেস করেন না? নাকি দোকানে গিয়ে শুধু জিনিস দেখিয়ে দিয়ে বসে থাকেন।একই তো বিষয়.... ওইটা সামনা সামনি।আর এটা Online...
কথার জায়গায় একটু কষ্ট করে দাম টা লিখে জানতে চাইলেই হয়। আর আপনাকে কষ্ট করে এতো ব্যাখ্যাও পড়তে হয় না। শুধু আপনার টুকু আপনি জেনে নিলেন।।।
★এতোটুকু সাহায্য তো আমাকে করা যেতেই পারে...
❤️❤️❤️
মানুষ আমার পেইজ এমন ভাবে ইগনোর করতেছে যেন আমি পেঁয়াজ বিক্রি করতেছি।😑
এতো সুন্দর সুন্দর কাজ করতেছি।কোথায় ফ্রেন্ডদের ইনভাইট দেবে আমার পেইজে। তা না...🙂
#হাতের_কাজের_পাঞ্জাবী ❤️
আমি সূর্যমুখী ফুলের মত দেখি তোমায় দূরে থেকে...🌻🌻🌻
Assalamu Alaikum...
❤️
...🥰
...😍
★Length:62+ inch.(without tassel),Tassel 4 inch.
★ Width: 7.5 inch.
★Light weight.
★Colour: Black,Maroon,Ash,White combination...❤️❤️❤️
★Inbox if you want to take it...🖤🖤🖤