Mousumi Choudhury
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mousumi Choudhury, Video Creator, .
#Dreams versus Reality #স্বপ্ন বনাম বাস্তবতা #Dreams #Reality If you like the video then please like , share , subscribe my channel THANK YOU
https://mistustorytaler.blogspot.com/2021/08/dreams-versus-reality.html
স্বপ্ন ভার্সেস বাস্তবতা
কি যেইটা সত্যি হয়না সেটাই স্বপ্ন আর যেইটা মানা কঠিন সেটাই বাস্তবতা ? কম বেশি আমরা সবাই এই সত্যির সাথেই অবগত। .... কিন্তু স্বপ্নের সংজ্ঞা টা তো পরিবর্তন ও হতে পারে রাতে দেখা স্বপ্ন যদি খোলা চোখে সত্যি হয়ে যাই ,যদি নিজের শহরে দেখা ভোরের আকাশ টা একটা অচেনা শহরের বা দেশের আকাশের সাথে পরিবর্তিত হয়ে যাই ,এখানে বাস্তবতা হলো আকাশ যেটা তুমি খোলা চোখে দেখছো যেটা তোমার বাস্তবেও আছে আবার স্বপ্নেও বিদ্যমান।
স্বপ্ন যদি হয় সাফল্যের বাস্তবতা হলো বেঁচে থাকা যদি বেঁচেই না থাকো তবে সাফল্য পাবে কেমন করে। তোমার স্বপ্ন ছিল নৃর্থশিল্পী হবার ,আর তোমার স্বপ্ন ছিল আর্টিস্ট হবার ,আর তোমার আরে তোমাকেই বলছি তোমার স্বপ্ন কি ছিল বোরো এক্টর হবার তাই না, আরে তোমাকে কেমন করে ভুলতে পারি তোমার তো স্বপ্ন ছিল সেই প্রেমিকাকে বিয়ে করার যার সাথে আগামী কাটানোর সংকল্প করেছিলে তুমি। সবার স্বপ্ন ভাঙা কাচের মতন টুকরো হয়ে আছে বাস্তব হলো সেই টুকরো এখনো দৃশ্যমান যেই টুকরো দেখে কেউ আজ আফসোস করে চলেছে আবার কেউ চোখের জলে ব্যাক্ত করে চলেছে কেউ চাইছে টুকরো গুলো যত্নে রাখতে কেউবা চাই দূরে ছুড়ে ফেলে দিতে কেউবা নতুন কে স্বীকার করেছে কেউবা পুরোনোতে থেমে গেছে। কিন্তু বাস্তবতা একটাই সবাই বেঁচে আছে হাজারো গড়ার ভিড়ে কেউবা একা কেউবা সঙ্গীর সাথে প্রতিনিয়ত একের পর এক দিন কাটিয়ে চলেছে।
কোথাও দূরে স্বপ্ন আর বাস্তব জীবন আর মৃত্যুর গন্ডি পেরিয়ে গেলো এক প্রান্তে কারোর শেষ যাত্রা সমাপ্ত হলো ওপর প্রান্তে কোনো সদ্যোজাতর জীবন যাত্রা শুরু হলো। কেউ স্বপ্ন নিয়ে হারিয়ে গেলো অচেনার দেশে কেউবা কারোর স্বপ্নের সিঁড়ি হয়ে নেবে এলো ,কেউ বাস্তবে অভস্ত কেউবা স্বপ্নে নিজেকে সুখী দেখতে অভস্ত। কারোর সত্যি হওয়া স্বপ্ন নতুন স্বপ্নের দিকে টানছে কারোর ভাঙা স্বপ্ন ভয়ে ভয়ে আবারো দেখতে ইচ্ছা করছে। সত্যি আর কঠিন এর এই লড়াই লড়েই চলেছি সকলে ,এর নাতো সমাপ্তি আছে না আছে শুরু আছে শুধু বেঁচে থাকা। 🧚♀️🧚🧚♂️
😘😘
https://youtu.be/vt8-sBnrw_Q
Thank you all of YOU to be my Followers, an one more humble request from all of you to be my subscriber in YouTube I will give my link subscribe an be in my family tap on the bell icon so, that my upcoming videos you are able too see, an please suggest topics upon which my next video will be
#Different_aspects_and_different_stages_of_life Please subscribe my channel
😇
The Indifferent Society
short story
যদি
যদি জীবনটাকে আরো ভালোভাবে সাজাতে পারতাম ,
যদি নিত্য শেখার সুযোগটা আবারো একবার ফিরে পেতুম ।
যদি পাওয়া গুলোকে মূল্য দিতাম ,
তাহলে মনে হয় না পাওয়া গুলোর তালিকা এতো বাড়তো না ।
কত যদি থাকে জীবনে ?
শেষের কবিতা হয়ে হারিয়ে যাবে একদিন মৃত্যুর শিখাই পুড়ে ।
যদি আর একবার সুযোগ পেতাম অঙ্কন টা শেখার ,
যদি আর একবার পেতুম ফিরে দাদুর স্নেহের হাত ।
যদি পারতাম সাহিত্য টাকে আরো ভালো করে জানতে ,
ইচ্ছা গুলোকে মহত্ব দিতাম মিথ্যার পিছনে না ছুটে ।
যদি সারা দিতাম সেইদিন তার সেই ডাকে ,
হয়তো সে আজ আমার হতো চিরদিনের তরে ।
পারতাম যদি মুছে দিতে পুরোনো সেই ভুলগুলো,
করতুম শুরু নতুন করে হারানো সেই দিনগুলো ।
অগোছালো জিনিসগুলো নিতাম যদি গুছিয়ে ,
হয়তো বা থাকতাম সুখী , কেটে যেত আফসোস গুলো ।
ভাবলে আজ কষ্ট হয় হারানো সেই পছন্দের মানুষগুলো ,
তারা হয়তো আছে ভালোই , ভুলেই গেছে স্মৃতি গুলো ।
যদির এই লড়াই এ দৌড়াচ্ছি আমি বুঝি একাই,
কেউ তো করে না জিজ্ঞেস মনের সেই দুঃখ গুলো ।
রাত পেরোলেই আবার জীবন চলবে নিজের মতোই ,
ক্ষনিকের এই ব্যাকুলতায় যাবে না কিছুই কারো ।
মানিয়ে নেবো আমিও দিয়ে ভাগ্যর দোহায় ,
আসলে আমিও জানি যদি পাল্টাবে না কখনোই ।
।। ধন্যবাদ ।।
তোমার আছে আমার নেই কেন
হিংসা , প্রতিযোগিতা তোমার পাওয়া আমার পাওয়ার লড়াই এসব নিয়েই আজকের গল্প । আজকাল কম্পেটিশন এর যুগ ছোট বাচারাও এর থেকে বাদ যাই নি ওর থেকে এতো বেশি নম্বর আন্তে হবে ভালো করে পড়তে হবে এসবের চাপে ওদের মধ্যেও একটা হিংসা তৈরী হয় । সব কিছুতে কোথাও যেন একটা না পাওয়া থেকেই যাই ।
তোমার ভালো বাড়ি আছে আমার কেন নেই তোমার ভালো টাকা স্যালারি আমার কেন নেই তোমার মার্ক্স্ ভালো আমার কেন নোই , তোমার ভালো সংসার আমার সংসার এ দুঃখ কেন । এসবের মধ্যে নিজের কাছে থাকা কিছু দামি অমূল্য জিনিস এর মহত্ব ভুলেই যাই কত রকমের মানুষ কত ভ্যারিটির সমাজ, caste কে নিয়ে আমাদের বেঁচে থাকা গরিব মধ্যেবিত্ত কে দেখে ভাবে ও কতই না সুখী অপর দিকে মধ্যবিত্ত মানুষরা ভাবে বড়োলোক দেড় কোনো সমস্যায় নেই ।
আমি একজন কলেজ ছাত্রী তো আমার পাওয়া না পাওয়া টা স্বাভাৱিক ভাবেই অন্য রকম হবে যেমনি ধরুন আমার বন্ধু আমার থেকে বেশি মার্ক্স্ আনে আমার কেন আসে না , ওর কাছে দামি ব্র্যান্ডেড ড্রেস আছে আমার কাছে নেই কেন , ওর বয়ফ্রেইন্ড এর দামি bike আছে অনেক স্টাইলিশ আর আমার বয়ফ্রেইন্ড খুব এ সাধারণ bike প্রেমী নয় সে এগুলো তো হলো না পাওয়া কিন্তু এই না পাওয়ার মধ্যে পাওয়াগুলো কি কেউ খুঁজেছো , যদি তোমার বন্ধুর মার্ক্স্ তোমার থেকে বেশি আসে তাতে তার কোনো দশ নেই বা তোমার না পাওয়ার ও কিছু নেই সে হয়তো বেশি প্রিপারেশন নিয়েছিল তোমার কোথায় একটু ঘামটি ছিল , একবার ভাব তো সেইসব স্টুডেন্টস দের কথা যারা হয়তো পাশ এ করতে পারেনি এই সেমেস্টার তা হয়তো বা পড়া হয়নি বলে বা তার কোনো সমস্যার জন্য তার থেকে তো তুমি ভালোই পেয়েছো । যদি তোমার বন্ধু ব্র্যান্ডেড জামা পরে আর তুমি সস্তার তাতে কি আসে যাই কিছু মানুষ তো সেটাও পাই না আর এইযে নতুন ট্রেন্ড উঠেছে না ব্র্যান্ডেড জিনিসের বিশ্বাস করো পুরোটাই নকল , দেখো আমি একজন মধ্যবিত্ত মানুষ তাই ভাবনাটাও সেরকম এ হবে আমার মতে যে টাকাই একটা ব্র্যান্ডেড জামা কিনবে সেই টাকায় আমি কোনো মার্কেট থেকে দুটো জামা নিয়ে নিতে পারি তাতে আমার কালেকশন তা ও বাড়বে অনেকের কাছেই চিপ লাগতে পারে এইটা কিন্তু ভেবে দেখবে একটু । যদি ওর বয়ফ্রেইন্ড স্টাইলিশ হয় দামি bike নিয়ে ঘরে তাতে কি সত্যি কিছু যাই আসে যদি ভালোবসতে চাও তাহলে কি দেখে বাসবে মানুষটাকে দেখে তাই না এ ক্ষেত্রে দেখবে তোমার সাধারণ bike এর প্রতি আকৃষ্ট না হওয়া বয়ফ্রেইন্ড এ পারফেক্ট হবে কেন কি সে তোমাকে বুজবে তোমার প্রায়োরিটি থাকবে বেশি তবে হ্যাঁ যদি টাইমপাস করতে চাও তো প্রথম অপসন চুস করতে পারো ।
সংসারে খুব অশান্তি পারুল দির বর এর স্যালারি অনেক প্রতিবার এনিভার্সারি তে দামি জিনিস উপহার দেয় , এভরি উইকেন্ড এ রেস্টুরেন্ট এ ঘুরতে যাই আর জয়াদির বর সেই ১০ তা ৫ তার সরকারি চাকরি যেখানে ছুটি নেই বেশিটাকা স্যালারি নেই দামি উপহার নেই ভালো খাওয়াদাওয়া নেই তাই প্রায় দিন এ অশান্তি লেগেই থাকে কিন্তু জয়া দি এটা দেখে না মাসের স্যালারি যখন হাথে পরে ওনার হাসব্যান্ড সব থেকে আগে এসে ওনার হাথে দেয় দামি উপহার দিতে হয়তো পারে না কিন্তু পছন্দের খাবার মনে করে ঠিক আনে । দামি রেস্টুরেন্ট হয়তো যাওয়া হয় না কিন্তু সপ্তায় একদিন ওনার হাসব্যান্ড নিজের হাথে রান্না ঠিক এ করে ছোট ছোট আবদার এর দাম অনেক বেশি হয় আর সেগুলো যে পূরণ করতে পারে সেই স্পেশাল আপনার জন্যে তাই না পাওয়ার মিথ্যে লড়াই এ পাওয়া জিনিসগুলোকে মূল্য দিতে ভুলে যাবেন না এইটা জীবন নেগেটিভ- পজেটিভ ভালো -খারাপ যেমন থাকে সেরকম পাওয়া না পাওয়াও থাকে সেটার থেকে ভালো কে খুঁজে নিতে হয়।তোমার যেমন ভালোকিছু আছে আমার কাছেও আছে ........................... পড়ার জন্য ধন্যবাদ ।
Our Society Humiliation towards Men .
#2020 || kichu kotha Jodi video valo lage to ekta like , share , comment ar subscribe kore dewen ..... THANK YOU
#Boys_problem_society_bus || #Chele-somosha_somaj_bus || Bengali story I hope you like the video . If yes , then don't forget to like , share , comment and subscribe this channel . THANK YOU
গুজব (সত্য ঘটনা )
নমস্কার আমি মিষ্টু রয় চৌধুরী । আমার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার একটা ছোট গ্রামে । তো আরো ৫ জন গ্রামের মেয়ের মতই আমিও নিজের ছোট বেলাএ অনেক প্রকার এর গুজব শুনেছি । সত্যি বলতে বিশ্বাস ও করেছি , আসলে তো আমিও খানিকটা ভীতু প্রকৃতির । তো যেহেতু গ্রাম তো সেখানে ভুতুড়ে গল্প থাকবে না তা কি হয় । আমিও নিজের ছোটবেলায় এগুলোকে ঘিরেই বড়ো হয়েছি । এখন তো অনেক কিছুই পরিবর্তিত সেই সব ভুতুড়ে বাড়িও আজ বিলুপ্ত , আজ সেই থ্রিল আর নেই । যাই হোক যাওয়া যাক আসল গল্পে ।
আমার বাড়ির সামনে বেশ কিছুটা বনজঙ্গলে ভরা তখন তো ইলেকট্রিসিটি ও নেই সেই লন্ঠন এরআলো সন্ধের পরে পুরো নিঃস্থপ্ততা । তো আমার বাড়ির বেশ কিছুটা দূরে এস উসুল একটা ভুতুড়ে বাড়ি ছিল , হা এখনো আছে সেটা তবে এখন ভুত নেই 😆। যাই হোক ফিরে আসি গল্পে , তো ওই বাড়ি ঘিরে যে গল্প ছিল সেটা হলো সেখানে যারা থাকতেন তারা সবাই আত্মহত্যা করে মারা গেছেন । তো বুজতেই পারছেন গুজব টা কি হতে পারে হা তো তারা নাকি অতৃপ্ত আত্মা হয়ে ওই বাড়িতেই আছে মজার ব্যাপার হলো ওই বাড়ির সামনেই একটা মনসা ঠাকুরের মন্দির ছিল। .... যাকে আমরা মনসা তলা বলে থাকি । মানে সকালে ছেলেরা সেখানে গল্পগুজব করতো মেয়েদের তো যাবার অনুমতি ছিল না কেন কি ভুতে ধরতে পারে , কিন্তু সন্ধ্যের পরে কারোর সেখানে যাবার সাহস হতো না । ওই বাড়ির আশেপাশের যারা থাকতেন সকাল হতেই নতুন গল্প শোনা যেত যেমন রাতে নাকি টর্চ জ্বালাতো কারা সব জাইগা বাদ দিয়ে ওখানেই বেশি জোরে বাতাস বইতো , রাতে জানলা খোলা থাকলে কারা নাকি ঢিল মারতো , অদ্ভুত সব শব্দ শোনা যেত । পুরোটাই যে গুজব সেটা বলবো না টর্চ কিন্তু সত্যিই জ্বলতো তবে ভুত জ্বালাতো কিনা জানি না কেন কি ভুত টর্চ জ্বালায় সেটা আমার জানা নেই আজকে এই ২০২০ তে দাঁড়িয়ে এইটা স্বচ্ছন্দে বলতে পারছি কিন্তু সেই টাইম এ খুব বেশি ভয় পেতাম , আর হ্যা আওয়াজও হতো কিন্তু সেইটা শেয়াল এর যাইহোক সেই টাইম এ আর অত বুদ্ধি ছিল না ।
একদিন শীতের সন্ধে বেলাতে বসে আছি ফ্যামিলি সাথে গল্প করছি ,বাড়ির সাথেই আমাদের গরু ছাগল থাকতো আর মাজখানে ঘাট তো আমি খেলার জন্য গরুর কাছে যাজছিলাম হটাৎ দেখি ঘাট এর পাশে ঝাপের আড়ালে একটা বিটখট লোক দাঁড়িয়ে আছে যার দাঁত অনেক বেশি বড়ো সারা গায়ে লোম আর চোখ অনেক বেশি ভয়ঙ্কর আমি তো দেখেই চক্ষু সরবরা চিৎকার করার শক্তি টুকুও হারিয়ে ফেলেছিলাম তার পরে ছুটে দাদুর কাছে পালিয়ে যাই আমি তো ভেবেছিলুম ওইটাই ভুত । কিন্তু দাদু দেখে তারা করলো তারপরে জানতে পারলাম ওইটা একটা লোক এ ছিল যে চুরি করার জন্য ভুত সেজে ঘুরছিলো । কিন্তু আমি কি আর বুজি সবাইকে বলে দিলাম ভুত দেখেছি আর আমার বন্ধুরা তাদের বন্ধুদের বলে দিলো এই ভাবেই গুজব রটে গেইল ।
তবে আজ ভাবলে হাঁসি এ পাই। ..... ও হ্যা আর একটা ভুতের ঘটনা ঘটেছিলো কিন্তু সেইটা আজ না পরের পার্ট এ শোনাবো আজ এইটুকুই। ........ ধন্যবাদ
লোকডাউন নে বাড়িতে বসে কি করা যেতে পারে ??
অনেক ব্যাস্ততার পরে একটু সময় আমরা পেয়েছি ফ্যামিলির সাথে থাকার ,মা কে কাজে হেল্প করার ,নিজের হারিয়ে যাওয়া ভালোলাগা গুলোকে নড়িয়ে দেখার ছোটবেলার হারিয়ে যাওয়া স্বপ্ন গুলোকে আবার একবার মনে করার তাই কবে বাইরে যাবো আমরা এইটা না ভেবে নিজের হারিয়ে যাওয়া দিন গুলোকে একবার খুঁজে দেখি ।
সকালে উঠে একবার ভালো করে বাইরে প্রকৃতি কে দেখো মনে হবে জীবনে কোনো সমস্যা ই নেই , চারিদিকে পসিটিভ জিনিস । তারপরে নিজের হাথে চা বানাও র নিজের বাবা মাকে খাওয়াও , ব্যাস্ততার জন্য তো অন্য সময়ে ঠিক করে সকাল টা উপভোগ ই করতে পারো নি , আজ সুযোগ পেয়েছো একটু উপভোগ করো । অন্য সময় তো দেরি হয়ে যাছছে বলে মায়ের উপর রাগারাগি করো কখনো না খেয়েই বেরিয়ে যাও আজ নাহয় নিজের হাথে রান্না করে মা বাবা নিজের পরিবার কে খাওয়াও মা এর পছন্দের খাবার বানিয়ে মা কে আনন্দিত করো , আর যদি রান্না করতে নাই পারো তো মাকে সাহায্য করে দাও ছোটবেলার মতোন কাজের সময় তাঁকে বিরোক্ত করো 😊। এই লোকডাউন এ অনেক শাশুড়ি বৌমার মধ্যেও মনরাগরাগি মান অভিমান চলছে কিন্তু কেন দুজনেই তো একটু চেষ্টা করতে পারেন একে অপরকে বোঝার দুজনে মিলে সংসার এর কাজ ,ঘর ঘুছানো রান্না করতে পারেন আসলে সংসার টা তো আপনাদের দুজনেরি ।
আচ্ছা মনে আছে ছোটবেলায় আমরা নিজেদের ড্রয়িং খাতা তে কতো রকমের জিনিস আঁকিবুকি করতাম , আমি নিজের কথা একটু বলি আমার কোনোদিনই নেচার বা কোনো প্রকার ফল ফুল আঁকতে ভালো লাগতো না , আমার ভালো লাগতো মডেল আঁকতে আর তাদের কে সুন্দর ডিসাইনার ড্রেস পড়াতে হ্যাঁ আমি চাইতাম ফ্যাশন ডিসাইনার হতে কিন্তু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আমার সেই স্বপ্নও হারিয়ে গেল , যাইহোক এই লোকডাউন এর জন্য আবার আমি আঁকার সুযোগ পেয়েছি হয়তো ফ্যাশন ডিসাইনার হতে পারবো না কিন্তু বিশ্বাস করুন মনের মধ্যে একটা সুন্দৰ অনুভূতি হয়েছে । আপ্নারাও চেষ্টা করতে পারেন ।
বা আরো একটা কাজ করতে পারেন নিজের মায়ের কাছে গল্প শোনা ,হ্যাঁ আমাদের যেমন ছোটবেলা ছিলো ওনাদের ও তো ছিল মা এর কাছেগল্প শুনতে চান তাঁর ছোটবেলা কেমন ছিল সে রান্না কোথায় কার কাছে থেকে শিখেছিল , তার ছোট থেকে বড়ো হয়ে ওঠার গল্প মেয়ে থেকে পরিপূর্ন নারী আর তার থেকে বৌ মা হয়ে ওঠার গল্প ।
আপনাদের বাচ্ছাদের দেখেছেন তো ওরা কেমন কার্টুন দেখে আনন্দ পায় সত্যি বলতে আমিও মাঝেমধ্যে দেখি 🙈 , মনটা সত্যি সেই সব দিনে ফিরে যাই যখন আমরা মায়েদের কোলে শুয়ে রূপকথার গল্প শুনতুম । কিছুদিন আগে আমফন ঝড়ের কারণে আমাদের ইলেকট্রিক বেশ কয়েকদিন বন্ধ ছিল তো সেইসময় একটা পূর্ণিমা রাতে চাঁদ দেখছিলাম নিজের বাড়ির জানলা দিয়ে হটাৎ শুনলুম মা গুনগুন করে নিজের মনে কিছু বলছে একটু ভালো করে শুনতে বুজলাম মা সুলুক বলছে হ্যাঁ আমাদের এখানে ওগুলোকে সুলুক এ বলে এ,আমিও মা এর সাথে যোগ দিলাম দুজনে মিলে জোরেজোরে বলতে লাগলাম "একির বিকির চাম চিকির ,চামে কাটা মজুমদার ,খেতে এলো দামুদার ,দামোদরের হাঁড়িকুড়ি গোয়ালে বসে চাল কুড়ি । চাল কুড়তে হলো বেলা , ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাচী ,কোদাল হলো ভোঁতা খেঁক শিয়ালের মাথা " হি হি হি একটু ছেলেমানুষি তাই না কিন্তু ঐদিন আমি আর মা সত্যি নিজেদের ছেলেবেলা খুঁজে পেলাম ।
আবার অন্যদিন লিখবো আজ এইটুকুই থাক । ধন্যবাদ 🙏
This video is a short bengali rumours story.
THIS IS AN BENGALI RUMOURS GHOST STORY.
A flower cannot blossom without sunshine , and human cannot live without love
#beautiful#birds || Be still , and the earth will speak to you || Hey beautiful people if you like the video then don't forget to like , share, comment and subscribe ....... THANK YOU
#real_fashionista_game_enjoyful || tried once || I hope you enjoy this game .... then please like , share , ¤comment and subscribe kar dena