Al-amin Bin Azhar

Al-amin Bin Azhar

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-amin Bin Azhar, Public Figure, .

17/05/2023

জুমুআর খুৎবাহ দিচ্ছেন হাফেজ মাওলানা মুফতী মুজাহিদ বিন জামাল সাহেব হাফিযাহুল্লাহ।

04/11/2022

জামিয়াতুসসুন্নাহ জয়েনউদ্দিন হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক
ওয়াজ ও দোয়ার মাহফিল 🥀🥀
স্থান ঃ মাদ্রাসা প্রাঙ্গণ!
তারিখ ঃ ২৬ শে নভেম্বর
রোজ ঃ শনিবার, বাদ আসর
উক্ত মাহফিলে আপনাদের সবাইকে দাওয়াত রইলো!
আপনারা সবাই মাহফিলে আসবেন ইনশাআল্লাহ 🌻

19/10/2022

আবারো বাংলাদেশের বিশ্বজয়...!
💝অভিনন্দন হাফেজ আবু রাহাত💝
কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা১৯/১০/২০২২শে বাংলাদেশের বিস্ময়কর বালক,শায়েখ নেছার আহমাদ আন নাছিরী হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠিত ও পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের অধ্যয়নরত খুদে হাফেজ "আবু রাহাত" ৩য় স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ।

04/10/2022

🥰🥰🥰

02/10/2022

হতাশ.............
ভাবছেন দুআ করা ছেড়ে দিবেন??.
অভিমান হচ্ছে!!?

কান্না পাচ্ছে!!?
রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হবে না দেখে_ভাবছেন আপনি অসম্ভব কিছু চাচ্ছেন যা কবুল হচ্ছে না..???

তবে_মনে রাখুন...
আপনি ভুলে যাচ্ছেন আপনার রবের ক্ষমতা সম্পর্কে!!

__যেই রব আদম (আঃ) মা বাবা ছাড়া বানালেন!!
যে আল্লাহ মুসা (আঃ) কে তার শত্রুর ঘরে বড় করলেন!!

যে আল্লাহ মরিয়ম (আঃ)কে স্বামী ছাড়া সন্তান দিলেন.!!

যে আল্লাহ আর কত কত অসম্ভবকে সম্ভব করলেন!!
সেই আল্লহ আপনার দোয়া কবুল করতে পারেন না??...

ভুলে যাবেন না_ আরশের মালিক আপনার রব..!!!
তার কাছে অসম্ভব বলে কিছুই নেই!!

সঠিক সময়ে সব পেয়ে যাবেন__
ইনশা আল্লহ....

আপনার রব জানেন আপনার জন্য কখন কি মঙ্গলজনক...!!!

থেমে যাবেন না!!..
হতাশ হবেন না!!_

দোয়া করতেই থাকুন...
ওয়াল্লাহি শেষ হাসিটা আপনিই হাসবেন!

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ............❤️

02/10/2022

#প্রেক্ষাপট_১
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা। জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।
#প্রেক্ষাপট_২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।
#প্রেক্ষাপট_৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারে ?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!
# এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
#গল্পের_হিতোপদেশঃ
---জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যাক্তি হতে সাবধান।
(সংগৃহীত)

01/10/2022

اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ 🥀🥀

আমরা আপনারই ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই 🤲🤲

01/10/2022

❤️

25/08/2022

আমার জানা মতে মহান আল্লাহ ছাড়া দুনিয়া এবং পরকালের এমন কারো শক্তি নেই যে তোকে জাহান্নাম থেকে রক্ষা করবে।
বাপ-মা যদি মন থেকে ক্ষমা না করে তাহলে তোর কপালে অনেক শাস্তি রয়েছে 😭😭
ইনশাআল্লাহ।😭😭

15/08/2022

যারা বউয়ের ছবি ফেসবুকে দেয় এই ভিডিওটি তাদের জন্য। আশা করি এটা দেখার পর আর কেউ বউয়ের ছবি দিবে না।
স্ত্রী আপনার সম্পদ। তাকে প্রদর্শন করে তার সম্মান কমাবেন না। এবং উভয়ের আখেরাতকে
নষ্ঠ করবেন না।

12/08/2022

আলহামদুলিল্লাহ,
শায়েখ আলী হাসান উসামা হুজুরের হাতে হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন । নতুন নাম রেখেছে আবদুল্লাহ।

09/08/2022
25/07/2022

কোরআন শরিফ ❤️

24/07/2022

মহান রবের অপূর্ব নিদর্শন আল্লাহু আকবর❤️
এটা নাকি হাকালুকি হাওর থেকে আল্লাহ'র কুদরতি ভাবে পানি তুলে নিচ্ছেন আলহামদুলিল্লাহ।

23/07/2022

মাশাল্লাহ ❤️

20/07/2022

💦মাশা-আল্লাহ💦

দীর্ঘ ৪৮ বছর study করে প্রাইমারি স্কুলের হেডমাস্টার সুব্রত মুসলমান হয়েছেন💦

আল্লাহ সুব-হানআল্লাহ তায়ালা মুমিন হিসাবে ভাইকে কবুল করুন🤎🤲🤎🤍🤲🤍

09/07/2022

Ya Makkah ❤️

29/06/2022

আসুন যাচাই করে নিই! কোরআন ও সুন্নাহর আলোকে।

28/06/2022

যে ৩ প‌থে মানু‌ষের অকল‌্যাণ বে‌শি আ‌সে!

ইসলাম অলক্ষু‌ণে-কুলক্ষু‌ণে বিশ্বাসী নয়। ইসলা‌মের দৃ‌ষ্টি‌তে এটা কুসংস্কার ও অপ‌বিশ্বাস। তথা‌পি তিন‌টি জি‌নি‌ষ আল্লাহর ইচ্ছায় মানু‌ষের অমঙ্গল টে‌নে আন‌ার সম্ভাবনা রা‌খে। এমন‌টিই ব‌লে‌ছেন নবী‌জি সাল্লাল্লাহু আলাই‌হি ওয়াসাল্লাম। তাই য‌দি ‌কো‌নো জি‌নিস‌কে অলক্ষু‌ণে বলা যে‌তে পা‌রে, তা হ‌লে সেটা ওই ৩‌জি‌নি‌স হতে পা‌রে- নারী, বা‌ড়ি ও গা‌ড়ি। (বুখারী : ৫০৯৩)
الشُّؤْمُ فِي الْمَرْأَةِ وَالدَّارِ وَالْفَرَسِ ".

এ হাদীসের ব‌্যাখ‌্যায় আ‌লিমগণ ব‌লে‌ছেন, মানুষের বিপদাপদ, অমঙ্গল ও মন্দ‌কিছু এ তিন দিক থে‌কে সব‌চে বে‌শি আ‌সে। এ‌গু‌লো বিপদাপ‌দের তিন‌টি রুট। এজন‌্য এ তিন জি‌নিস ব‌্যবহা‌রে সতর্কতা অবলম্বন কর‌তে বলা হ‌য়ে‌ছে।

(১) নারী‌দের ব‌্যাপা‌রে পুরুষ‌কে সাবধান থাক‌তে বলা হ‌য়ে‌ছে। কারণ নারী পুরু‌ষের জন‌্য সব‌চে বড় ফিতনা। বিবাহ কর‌তে দীনদার দে‌খে বি‌য়ে কর‌তে বলা হ‌য়ে‌ছে। দীনদার না হ‌লে পুরু‌ষের ভোগা‌ন্তির শেষ নেই। রং, রূপ ও অ‌র্থের লো‌ভে প‌ড়ে আ‌বে‌গে বি‌য়ে নয়; বরং দে‌খে শু‌নে বু‌ঝে বি‌য়ে কর‌তে বলা হ‌য়ে‌ছে। বি‌য়ের পর বাসর রা‌তে স্ত্রীর কপা‌লে হাত রে‌খে এক‌টি বি‌শেষ দুআ পড়‌তে বলা হ‌য়ে‌ছে, যেন এ নারী‌ জীবনসঙ্গীর কল‌্যানই সে লাভ ক‌রে এবং তার ম‌ধ্যে থাকা সম্ভাব‌্য সব ধর‌নের অকল‌্যাণ থে‌কে রক্ষা পায়।

(২) বা‌ড়ি কর‌তে দে‌খে শুন‌ে কর‌তে বলা হ‌য়ে‌ছে। বি‌শেষক‌রে বা‌ড়ির প‌রি‌বেশ প্রতি‌বেশ ও পা‌রিপা‌র্শ্বিক অবস্থা বিবেচনা করে বা‌ড়ি কর‌ার প্রতি শরীয়ত উদ্বুদ্ধ ক‌রে‌ছে। বা‌ড়ির প্রতিবেশীরা কেমন, কা‌ছে মস‌জিদ মাদরাসা আ‌ছে কি না, সমা‌জের লো‌কেরা সৎ ও নেককার কিনা ইত‌্যা‌দি। এজন‌্য অমুস‌লিম সমা‌জে অপারগতা ছাড়া বসবাস করতে নিরুৎসা‌হিত ক‌রে‌ছে। অন‌্যথা তা‌র দীনী বা দু‌নিয়াবী ক্ষ‌তির ঝুঁ‌কি র‌য়ে‌ছে। ঘ‌রে ঢুক‌তেও সালাম দি‌য়ে ঢুক‌তে বলা হ‌য়ে‌ছে। যে সালাম দি‌য়ে ঘ‌রে প্রবেশ ক‌রে, সে নিরাপদ থা‌কে। ব‌লে‌ছেন প্রিয় নবী‌জি সা.।

৩) গা‌ড়ি বা বাহন, যা মানু‌ষের মৌ‌লিক প্রয়োজ‌নের অন‌্যতম, সেটা ব‌্যবহা‌রেও সতর্ক থাক‌তে বলা হ‌য়ে‌ছে। ঘোড়া আল্লাহর দেওয়া সেরা বাহন। ঘোড়া দে‌খে শু‌নে কিন‌তে বলা হ‌য়ে‌ছে। কেনার পর প্রথ‌ম কপাল ধ‌রে দুআ পড়‌তে বলা হ‌য়ে‌ছে। প্রতিবার সাওয়ার হওয়ার সময় দুআ পড়‌তে, এবং আল্লাহর ওপর ভরসা করার আ‌দেশ ক‌রা হ‌য়েছে। সাবধা‌নে চালা‌তে বলা হ‌য়ে‌ছে।

খোদার দান ঘোড়ার সা‌থে মানু‌ষের তৈ‌রি বাহন বাইক বা মোটরসাই‌কে‌লের য‌থেষ্ট মিল আ‌ছে। ঘোড়া ও বাইক সেরা ব‌্যক্তিগত বাহন। ঘোড়া ও বাই‌ক উভ‌য়ের ম‌ধ্যে উন্মত্তভাব ও নিয়ন্ত্রহীনতা আ‌ছে। ঘোড়া ও বাইক তার আ‌রোহী‌দের ম‌ধ্যে দারুণভা‌বে অহং সৃ‌ষ্টি ক‌রে। অশ্বা‌রোহী ও বাইকা‌রোহীদের ম‌ধ্যে আরোহ‌নের পর একটা ভাব চ‌লে আ‌সে, যা তার ম‌ধ্যে নিয়ন্ত্রণহীনতা তৈ‌রি ক‌রে। এ জন‌্য যার-তার জন‌্য এই দুই বাহন মানানসই নয়। যে আত্ম‌নিয়ন্ত্রণ করতে পার‌বে, সেই বাইক ও ঘোড়া নিয়ন্ত্রণ কর‌তে পার‌বে। সেই বাইক চালা‌‌তে পারবে। ন‌চেৎ বাইক চালা‌নো এ‌ড়ি‌য়ে যাওয়া উ‌চিত।

প্রতি‌দিন যে হা‌রে বাইক দুর্ঘটনার সংবাদ শোনা যা‌চ্ছে, তার সা‌থে বিষয়‌টি মি‌লি‌য়ে নিন। উঠ‌তি তরুণ ও যুব‌কেরা বাই‌কে ওঠার পর যেন বাদশা হ‌য়ে যায়। এরা না নি‌জের প্রতি দা‌য়িত্ব‌বোধ লালন ক‌রে, না প‌রিবার বা মাবাবার প্রতি। বাবার খে‌য়ে বে‌ড়ে ওঠা তরুণ, বাবার অ‌র্থে বাই‌কে ও‌ঠে আত্ম‌নিয়ন্ত্রণহীন হ‌য়ে প‌ড়ে। এ‌দের কা‌ছে না নি‌জের জীব‌নের মূল‌্য আ‌ছে, না পরিবা‌রের প্রতি মায়ামমতা। ফ‌লে নিত‌্য বাইক দুর্ঘটনা ঘট‌ছে। ঘরগু‌লো যুবক শুন‌্য হ‌য়ে পড়‌ছে। বাংলা‌দে‌শে সড়ক দুর্ঘটনায় বাইক এ‌ক্সি‌ডে‌ন্টের হার সব‌চে‌য়ে বে‌শি। ‌বি‌টিআর‌সি এজন‌্য মহাসড়‌কে বাইক চালা‌নো নি‌ষি‌দ্ধের সুপা‌রিশ ক‌রে‌ছে। খুব শীঘ্রই এ‌টি পাশ হ‌য়ে আস‌বে। পাশ হওয়া উ‌চিত।
গতকাল পদ্মা‌সেতু সর্বসাধার‌ণের জন‌্য উন্মুক্ত হওয়ার প্রথম দি‌নেই দুটি তরতাজ যুবপ্রাণ ঝরে গেল। মুহূ‌র্তে দুটি প‌রিবা‌রের স্বপ্ন ভে‌ঙে গেল। একজন ছিল নব‌বিবা‌হিত। তার স্ত্রীর আশাও ভঙ্গ হ‌লো। ‌ভে‌ঙে গেল তার মাবাবা ও প‌রিবা‌রের আশা।

যুবক ভাই‌দের বল‌ছি, বিলা‌সিতার জন‌্য নয়, বাইক কিন‌ুন প্রয়োজ‌নে। প্রয়োজ‌নে কিন‌লেও লাগাম ছাড়া হ‌বেন না। নিয়ন্ত্রণহীন বাইকার‌দের পেছ‌নে ছড়‌বেন না। নি‌জে‌কে ভা‌লোবাসুন। প‌রিবার‌কে ভা‌লোবাসুন। সতর্ক হোন, সংযত হোন। আল্লাহর না‌মে বাই‌কে চড়ুন। আল্লাহর ওপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপ‌নি নিরাপদ থাক‌বেন। আল্লাহ সবাই‌কে হেফাযত করুন। আমীন!

মুহাম্মাদ সাইফুদ্দীন গাজী
দারুল হিকমাহ
চৌমুহনী, নোয়াখালী
২৭/০৬/২২

26/06/2022

ক্বাবা তুমি বড়ই দামি
থাকো নবীর দেশে!

সুযোগ পেলে ইনশাআল্লাহ
ঘুরবো তোমার পাশে!

23/06/2022

কি হচ্ছে এসব আমাদের দেশে? এই জুলুমের ছায়ায় আর কতদিন? জালিমরা একজন মাজলুম শায়খুল হাদীসের সাথে গত ১৪টা মাস যাবত জুলুম নিপীড়ন চালিয়ে যাচ্ছে, আর আমরা মুখে কুলুপ এঁটে বসে আছি, আমরা কি এর দায় এড়িয়ে যেতে পারি?

কি এমন অপরাধ করে ফেলছে তিনি? কি এমন শরীয়ত বিরোধী কাজ করেছেন তিনি? যে শরীয়ত বিরোধী কাজের জন্য আপনি তার পক্ষে লড়তে যাচ্ছেন না!

কোন ইসলামের রাজনীতি আমি আর আপনি করি যে রাজনীতি একজন মাজলুম শায়খুল হাদীসের পক্ষে লড়তে আপনাকে আমাকে উদ্ধুদ্ধ করেনা!

জেনে রাখবেন.... হাশরের ময়দানে ঠিকি সবাইকে জবাবদিহি করতে হবে।

সমাজে/রাষ্ট্রে জুলুম চলবে আর আলেমসমাজ চুপ থাকবে, এই চুপ থাকার জন্য আমাকে এবং আপনাকে ঠিকি আল্লাহ্‌র কাঠগড়ায় দাড়াতে হবে।

মনে রাখবেন, আল্লামা মামুনুল হক সাহেব প্রকৃত সফলকাম,
হক্বের পথে কারাবরণ ইনশাআল্লাহ্‌ নাজাতের উছিলা হবে,
কিন্তু দুর্ভাগা হচ্ছি আমি আর আপনি! একজন মাজলুম শায়খুল হাদীসের পক্ষ হয়ে লড়তে পারলাম না।

শেষে একটা আবদার, হে মাবুদ......
এই জালিমদের শেষ অবদি দেখিয়ে মরণ দিও,
সেদিন যেন আনন্দে আত্মহারা হয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে পারি.... আলহামদুলিল্লাহ্‌, ছৃম্মা আলহামদুলিল্লাহ্‌
আল্লাহ্‌ যথার্থই করেছেন।

23/06/2022

আহা ক্ষমতাসীন দের ত্রাণ বিতরণ 😭
যা একজন ভিক্ষুকের ভিক্ষা দেয়া কেও হার মানায় 😭

Photos from Al-amin Bin Azhar's post 19/06/2022

বন্দরনগরী ভৈরব বাজারে মেঘনা নদী ভাঙ্গনে দুটি রাইস মিলসহ ১৫ টি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

19/06/2022

🥺🥺🥺

18/06/2022

ইয়া আল্লাহ এই সব আর সহ্য হচ্ছে না😭😭🤲🤲
আপনি সবাইকে হেফাজত করুন। আমিন😭🤲

Videos (show all)

জুমুআর খুৎবাহ দিচ্ছেন হাফেজ মাওলানা মুফতী মুজাহিদ বিন জামাল সাহেব হাফিযাহুল্লাহ।
আবারো বাংলাদেশের বিশ্বজয়...!💝অভিনন্দন হাফেজ আবু রাহাত💝কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা১৯/১০/২০২২শে ব...
🥰🥰🥰
❤️
বিশ্বজয়ী তাকরিমকে রাষ্ট্রীয় সংবর্ধনা  #reelsbangla #
আমার জানা মতে মহান আল্লাহ ছাড়া দুনিয়া এবং পরকালের এমন কারো শক্তি নেই যে তোকে জাহান্নাম থেকে রক্ষা করবে।বাপ-মা যদি মন থেক...
যারা বউয়ের ছবি ফেসবুকে দেয় এই ভিডিওটি তাদের জন্য। আশা করি এটা দেখার পর আর কেউ বউয়ের ছবি দিবে না।স্ত্রী আপনার সম্পদ। তাকে...
আলহামদুলিল্লাহ, শায়েখ আলী হাসান উসামা হুজুরের হাতে হিন্দু ধর্ম থেকে  ইসলাম গ্রহণ করেছেন । নতুন নাম রেখেছে আবদুল্লাহ।
কোরআন শরিফ ❤️
মহান রবের অপূর্ব নিদর্শন আল্লাহু আকবর❤️এটা নাকি হাকালুকি হাওর থেকে আল্লাহ'র কুদরতি ভাবে পানি তুলে নিচ্ছেন আলহামদুলিল্লাহ...
মাশাল্লাহ ❤️