Genius Academy

Genius Academy

Genius Academy is so far the largest freelancing community with the aim to have 50,000 freelancers in Bangladesh by 2021.

15/12/2021

গৌরবোজ্জ্বল বিজয়ের ৫০ বছর।
Genius Academy এর পক্ষ থেকে সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মহান বিজয় দিবসের শুভেচ্ছা।।

05/06/2021

অদক্ষ হিসেবে বিদেশে যাওয়ার চেয়ে দক্ষ হয়ে দেশে বসেই ফ্রিল্যান্সিং করা শ্রেয়-

আমাদের অনেকের এমন একটি ভ্রান্ত ধারণা আছে যে কোনভাবে দেশের বাইরে গেলেই হয়ত খুব বেশি আয় করা সম্ভব। কিংবা দেশে তো চাকুরীর বাজারে মন্দা তাই বিদেশেই চাকুরি খোঁজার জন্য উত্তম।

❗ কিন্তু বিদেশে গিয়ে আপনি কি কাজ করবেন?

দেশে হয়ত যেসব কাজ কথা আপনি কখনও ভাবেনই নি আপনি বিদেশে গিয়ে সেসব কাজ করছেন, করছেন না করতে বাধ্য হচ্ছেন। আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রবাসী যারা আছেন তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কষ্টার্জিত টাকায় আমরা চলছি ঠিকই কিন্তু তারা কি তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছেন?

উন্নত বিশ্বে গেলে তো আরো বেশি পরিশ্রম করতে হয় কেননা তাদের অটোমেটেড জীবনের সাথে খাপ খাওয়াতে আমাদের কষ্ট হয়ে যায়।

তাহলে এমন কি কোন উপায় আছে যে দেশে বসেই আপনি আকর্ষনীয় আয়ও করতে পারছেন আবার রেমিট্যান্সও আসবে?

হ্যা, অবশ্যই আছে। আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। ঘরে বসেই আপনি ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের প্রতিটি দেশেই কাজ করতে পারবেন। এর জন্য যা প্রয়োজন তা হল দক্ষতা। কোন নিদির্ষ্ট বিষয়ে দক্ষ হয়ে অনলাইনে কাজ করতে পারেন বিশ্বব্যাপী। তবে অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। বর্তমানে বাংলাদেশের প্রায় সাড়ে ৬লক্ষ ফ্রিল্যান্সার রয়েছে যারা ঘরে বসেই অনলাইনে কাজ করছে দেশের বাইরে। চাইলে আপনিও হতে পারেন তাদের একজন।

বিদেশ- বিভূইয়ে পরিবার-পরিজন রেখে না গিয়ে আইটিতে দক্ষ হয়ে কাজ করুন দেশে থেকেই।

আইটি ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার জন্য যে কোন পরামর্শ পেতে আপনিও অংশ নিতে পারেন আমাদের অনলাইন সেমিনারে।

সেমিনারে অংশ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

🔵 কোর্সের রেগুলার কোর্স ফি ১০০০০ টাকা। এখন স্পেশাল অফারে মাত্র ৫০০০ টাকা।

🔵আমাদের মূল্যবান কোর্স সমূহ:
(১) গ্রাফিক্স ডিজাইন এন্ড আউটসোর্সিং
(২) ডিজিটাল মার্কেটিং কোর্স

কোর্সে এডমিশনের নিয়মঃ

পেমেন্ট সিস্টেমঃ
🔴০১. নিচের লিংকে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটি ফিলাপ করতে হবে। স্টুডেণ্ট রেজিস্ট্রেশনঃ https://forms.gle/iMG4YJaciNznDJtn8
🔴০২. বিকাশ/নগদ -পার্সোনালঃ 01781744484,
রকেটঃ 017817444842
🔴০৩. পেমেন্ট এর ছবি/স্ক্রিনশট নিয়ে রাখবেন।
🔴০৪. পেমেন্ট করার পর ছবি/স্ক্রিনশট আর যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই নাম্বারটা আমাদের পেইজে মেসেজ করুন।
তাহলেই আপনাকে একটা Student ID আর Secret Group Link দেয়া হবে।

হেল্পলাইনঃ 🔴০১৭২৪৪৪৭৫০০ ( 10:00AM - 9:00PM )

আমাদের ঠিকানাঃ
90/1, City Centre, Motijheel C/A, Dhaka, Bangladesh-1000, ঢাকা

05/06/2021

৫টি সেরা ফটো এডিটিং সফটওয়্যার-

ফটো এডিটিং গ্রাফিক ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ সাব-সেক্টর। এক কথায় ছবিকে এডিট করার প্রক্রিয়াকে ফটো এডিটিং বলে। সংজ্ঞাটি ছোট হলেও বাণিজ্যিকভাবে এর গুরুত্ব অনেক বেশি। কেননা বর্তমান অনলাইনের যুগে যেকোন সাইটে ক্রেতারা প্রথমে ছবি দেখেই সে পণ্য বা সার্ভিসের প্রতি আকৃষ্ট হন।আর ফটো এডিটং এর কাজই হলো ছবিকে জীবন্ত ও প্রাসঙ্গিক করে তোলা।

এ কাজের ৫ টি সেরা সফটওয়্যার সম্পর্কে আলোচনা করা হল:

:
একটি উন্নতমানের গ্রাফিক্স সফটওয়্যারের যা যা গুণ থাকা দরকার গিম্পে তার সবগুলোই আছে। GIMP একটি ওপেন সোর্স সফটওয়্যার যা ফ্রিতে ডাউনলোড করা যায়। অনেক কম রিসোর্স ব্যবহার করা হয় বলে সফটওয়্যারটি অনেক দ্রুত কাজ করে। বড় আকারে ছবি সম্পাদনার সুবিধাও পাওয়া যায় এখানে।

:
ছবি সম্পাদনার পাশাপাশি ছবিতে বিভিন্ন ইফেক্ট ব্যবহারে ফটোস্কেপ অতুলনীয়। Windows XP, ভিস্তা ও ৭-এর পাশাপাশি Linux ও Apple OS X অপারেটিং সিস্টেমেও ব্যবহার যোগ্য সফটওয়্যার এটি।

:
ছবিকে আরো নিখুঁত করতে কালার ও কার্ভ এডিটর সুবিধা ব্যবহারের সুযোগ রয়েছে এই সফটওয়্যারে। মাইক্রোসফট পেইন্টের সাথে এর যথেষ্ট মিল থাকায় এটা পরিচালনা করা তুলনামূলক সহজ।

.NET :
লেয়ার, লেভেল ও কার্ভ নামের তিন সুবিধা একসাথে রয়েছে বলে তুলনামূলক দ্রুত ছবি সম্পাদনার কাজ করা যায় এই সফটওয়্যারে।

:
সফটওয়্যারটিতে রয়েছে ফাইল নেভিগেশন, পেইন্টিংসহ বিভিন্ন সুবিধা। তাছাড়াও সহজে ও দ্রুত ছবি সম্পাদনার জন্য আছে বিল্ট-ইন ইমেজ এক্সপ্লোরার।
ফটো এডিটিং এর কাজ করতে হলে জনপ্রিয় কিছু সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। কেনন বর্তমানে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজটির চাহিদা অনেক বেশি।

গ্রাফিক ডিজাইন সম্পর্কে যে কোন তথ্য জানতে আপনি অংশ নিতে পারেন আমাদের অনলাইন সেমিনারে।

সেমিনারে অংশ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

🔵 কোর্সের রেগুলার কোর্স ফি ১০০০০ টাকা। এখন স্পেশাল অফারে মাত্র ৫০০০ টাকা।

🔵আমাদের মূল্যবান কোর্স সমূহ:
(১) গ্রাফিক্স ডিজাইন এন্ড আউটসোর্সিং
(২) ডিজিটাল মার্কেটিং কোর্স

কোর্সে এডমিশনের নিয়মঃ
পেমেন্ট সিস্টেমঃ
🔴০১. নিচের লিংকে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটি ফিলাপ করতে হবে। স্টুডেণ্ট রেজিস্ট্রেশনঃ https://forms.gle/iMG4YJaciNznDJtn8
🔴০২. বিকাশ/নগদ -পার্সোনালঃ 01781744484,
রকেটঃ 017817444842
🔴০৩. পেমেন্ট এর ছবি/স্ক্রিনশট নিয়ে রাখবেন।
🔴০৪. পেমেন্ট করার পর ছবি/স্ক্রিনশট আর যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই নাম্বারটা আমাদের পেইজে মেসেজ করুন।
তাহলেই আপনাকে একটা Student ID আর Secret Group Link দেয়া হবে।

হেল্পলাইনঃ 🔴০১৭২৪৪৪৭৫০০ ( 10:00AM - 9:00PM )

আমাদের ঠিকানাঃ
90/1, City Centre, Motijheel C/A, Dhaka, Bangladesh-1000, ঢাকা

05/06/2021

সফলতার কোন শর্টকাট নেই তবে KeyBoard এর অনেক শর্টকাট আছে
কিবোর্ড কে কাজে লাগিয়ে অনেকেই সফলতা অর্জন করেছে। কথাটা ভিন্ন রকম মনে হলেও যদি এভাবে চিন্তা করি তাহলে ব্যাপারটি বোঝা যাবে; আমরা যে সকল কাজ করি কিবোর্ড সেটার একটা মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে কিবোর্ড ব্যবহার করে সফলতা অর্জন করা সম্ভব।
সফলতার কোন শর্টকাট না থাকলেও কিবোর্ডের শর্টকাট গুলো ব্যবহারের মাধ্যমে অনেক দ্রুত কাজ করার ক্ষমতা অর্জন করা যায়।

নিচে কিবোর্ডের কিছু শর্টকাট দেওয়া হল :
☑Ctrl +A দ্বারা
সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করা য়ায়
☑Ctrl + Shift+ A
নির্বাচিত অংশকে Capital করা যায়
☑Ctrl + B
নির্বাচিত অংশকে Bold করা যায়
☑Ctrl + C
নির্বাচিত অংশকে Copy করা যায়
☑Ctrl + D
Font সিলেক্ট করা যায়
☑Ctrl + E
নির্বাচিত অংশকে Center এ আনা যায়
☑Ctrl + N
কোন নতুন ডকুমেন্ট খুলা যায়
☑Ctrl + O
ফাইল ওপেন করা যায়
☑Ctrl + P
ডকুমেন্ট Print করা যায়
☑Ctrl + R
নির্বাচিত অংশকে ডানে নেওয়া যায়
☑Ctrl + S
ডকুমেন্ট সেভ করা যায়

কিবোর্ডের এই শর্টকাট কমান্ডগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো জানা থাকলে কম্পিউটারের যেকোন প্রোগ্রাম অনেক সহজে ও দ্রুততার সাথে পরিচালণা করা যায়। তাই শর্টকাট কি জানা অতি গুরুত্বপূর্ণ বিষয়। শর্টকাট কি গুলো প্রতিটি প্রোগ্রামে একই ভাবে কাজ করে তাই একবার আয়ত্ত করতে পারলে প্রতিটি প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রেই বিষয়গুলো কাজে আসবে।

🔵 কোর্সের রেগুলার কোর্স ফি ১০০০০ টাকা। এখন স্পেশাল অফারে মাত্র ৫০০০ টাকা।

🔵আমাদের মূল্যবান কোর্স সমূহ:
(১) গ্রাফিক্স ডিজাইন এন্ড আউটসোর্সিং
(২) ডিজিটাল মার্কেটিং কোর্স

হেল্পলাইনঃ 🔴০১৭২৪৪৪৭৫০০ ( 10:00AM - 9:00PM )

আমাদের ঠিকানাঃ
90/1, City Centre, Motijheel C/A, Dhaka, Bangladesh-1000, ঢাকা

05/06/2021

তথ্য প্রযুক্তির এই যুগে ঘরে ঘরে কম্পিউটার, ল্যাপটপ আর হাতে হাতে স্মার্টফোন। গতানুগতিক পেশা থেকে আজ আমরা বেরিয়ে আসতে চেষ্টা করছি। সকলে মুক্ত পেশায় আগ্রহী। মুক্তপেশা বা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মকেই বেঁছে নিয়েছি। এক্ষেত্রে কম্পিউটার কিংবা ল্যাপটপ অপরিহার্য।

আপডেটেড ডিভাইস ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে একটি প্রশ্নের সম্মুখীন আমাদের সব সময়ই হতে হয় যে, Desktop নাকি Laptop ফ্রিল্যান্সিং এর কাজের জন্য কোন ডিভাইস নেয়া প্রয়োজন? আবার অনেকে জানতে চান স্মার্টফোন দিয়ে কাজ করা সম্ভব কি না?

এই প্রশ্নের উত্তর সব ক্ষেত্রে এক নয়, নির্ভর করে আপনি কোন সেক্টরে কাজ করতে চাইছেন? আপনি যদি গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স কিংবা অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার একটু বেশি ভালো কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন।সেক্ষেত্রে Desktop কম্পিউটার নেয়াই ভালো সিদ্ধান্ত। কারণ এক্ষেত্রে আপনি সুবিধামত কনফিগারেশন দিয়ে তৈরি করে নিতে পারবেন।

আবার আপনি যদি ডিজিটাল মার্কেটিং কিংবা SEO কিংবা কন্টেন্ট রাইটিং কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অনায়াসে ল্যাপটপ ব্যবহার করতে পারেন।
তাই নির্ভর করে আপনি কি ধরনের কাজ করতে চাইছেন সেটার ওপর।
আর যারা ভাবছেন স্মার্টফোনে তো সব ফিচার আছে তাহলে মোবাইল ফোন দিয়ে কেন কাজ করা সম্ভব নয়? মোবাইল ফোন ব্যবহার করে হয়ত অনলাইন থেকে বিষয়গুলো জেনে নিতে পারবেন তবে কাজ করার ক্ষেত্রে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। ধরুন আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করতে চাইছেন অ্যাপের সাহায্যে হয়ত ডিজাইন করতে পারবেন কিন্তু সেটার কাস্টমাইজেশন কি সম্ভব? কিংবা কোন ওয়েবসাইটের কাজ কি মোবাইল ফোন দিয়ে করা সম্ভব? অবশ্যই না।

তাই ফ্রিল্যান্সিং করার জন্য ক্ষেত্র অনুসারে আপনার একটি ল্যাপটপ কিংবা Desktop কম্পিউটার অবশ্যই প্রয়োজন।

কম্পিউটার কনফিগারেশন কেমন হবে? কোন ক্ষেত্রে কেমন কম্পিউটার প্রয়োজন জানতে আপনিও অংশ নিতে পারেন আমাদের অনলাইন সেমিনারে।

05/06/2021

চাকরি পাওয়ার ক্ষেত্রে কোন কোর্সটি উপযুক্ত?

কোনো কোর্স বা দক্ষতা অর্জনের পূর্বে অনেকেরই প্রথম প্রশ্ন থাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোন কোর্সটি উপযুক্ত? লক্ষ্য থাকে সেই কোর্সটি করা যেটা করলে দ্রুত চাকরি পাওয়ার সম্ভবনা থাকে।

এ কারণে অনেক সময় দেখা যায়, যে বিষয়টি নিয়ে একজনের বিন্দু মাত্র আগ্রহ নেই কেবল চাকরির আশায় সে কোর্সটি করা শুরু করেন। ফলে এক পর্যায়ে সে আর আগ্রহ অনুভব করেন না, হতাশায় পড়ে যান বা কোর্সটি ছেড়ে দেন। এতে তার শ্রম, সময় ও অর্থের অপচয় হয়। পাশাপাশি তার তেমন কিছু শেখা হয় না বলে চাকরি ক্ষেত্রেও কোর্সটি বেশি একটা কাজে আসে না।

তাহলে এ কথা বলা যায় যে, কোন ধরনের প্রশিক্ষণ নেওয়ার প্রথম উদ্দেশ্য চাকুরি কেন্দ্রিক হওয়া উচিত নয়। দক্ষতা অর্জন বা শেখা আসল উদ্দেশ্য হওয়া উচিত। আপনি যে কোন কিছু মনোযোগ সহকারে শিখলে বা দক্ষতা অর্জন করলে সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আপনাকে অবশ্যই লাভবান করবে। আপনার দক্ষতা থাকলে চাকরির কোন অভাব হবে না।

তাই দক্ষতা অর্জন করার উদ্দেশ্য নিয়েই কোনো প্রশিক্ষণ বা কোনো কোর্স করা উচিত। চাকরি পাওয়ার ক্ষেত্রে কোন কোর্সটি উপযুক্ত? এই প্রশ্নটি না করে, কোন বিষয়ে আপনার আগ্রহ, রয়েছে এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করুণ। দক্ষতা থাকলে চাকরি এবং অর্থ সবই আসবে।

এ ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সার্বিক সহযোগিতায় আছে জিনিয়াস একাডেমী। আমাদের সেমিনারে যোগ দিয়ে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিন ।
সেমিনারে অংশ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

🔵 কোর্সের রেগুলার কোর্স ফি ১০০০০ টাকা। এখন স্পেশাল অফারে মাত্র ৫০০০ টাকা।

🔵আমাদের মূল্যবান কোর্স সমূহ:
(১) গ্রাফিক্স ডিজাইন এন্ড আউটসোর্সিং
(২) ডিজিটাল মার্কেটিং কোর্স

কোর্সে এডমিশনের নিয়মঃ

পেমেন্ট সিস্টেমঃ
🔴০১. নিচের লিংকে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটি ফিলাপ করতে হবে। স্টুডেণ্ট রেজিস্ট্রেশনঃ https://forms.gle/iMG4YJaciNznDJtn8
🔴০২. বিকাশ/নগদ -পার্সোনালঃ 01781744484,
রকেটঃ 017817444842
🔴০৩. পেমেন্ট এর ছবি/স্ক্রিনশট নিয়ে রাখবেন।
🔴০৪. পেমেন্ট করার পর ছবি/স্ক্রিনশট আর যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই নাম্বারটা আমাদের পেইজে মেসেজ করুন।
তাহলেই আপনাকে একটা Student ID আর Secret Group Link দেয়া হবে।

হেল্পলাইনঃ 🔴০১৭২৪৪৪৭৫০০ ( 10:00AM - 9:00PM )

আমাদের ঠিকানাঃ
90/1, City Centre, Motijheel C/A, Dhaka, Bangladesh-1000, ঢাকা

05/06/2021

প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বাড়ছে দক্ষ মানুষের চাহিদা। আবার ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে অপ্রতুল চাকুরীর সুযোগ প্রতিযোগিতা বাড়িয়ে তুলছে। এক্ষেত্রে তারাই এগিয়ে থাকবেন যাদের প্রযুক্তিগত দক্ষতা বেশি। প্রতিযোগিতার এই দৌড়ে টিকতে হলে আপনাকে হতে প্রযুক্তিগত ভাবে দক্ষ হতে হবে।

এখন প্রশ্ন হল কিভাবে অর্জন করব এই দক্ষতা? কিংবা কোথায় গিয়ে শিখতে পারব?

বর্তমানে অনলাইনে অসংখ্য ফ্রি সোর্স রয়েছে যেখান থেকে আপনি প্রাথমিক ধারনা নিয়ে নিতেই পারবেন। তবে সম্পূর্ণ গাইডলাইনের জন্য একজন মেন্টর কিংবা কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করা জরুরী। জরুরী বলছি এজন্যই যে ফ্রি সোর্স গুলো থেকে আপনি অবশ্যই ধারনা নিতে পারবেন কিন্তু যখন কোন সমস্যার সম্মুখীন হবেন তখন সঠিক গাইডলাইন আপনি পাবেন না।

এবার নাহয় সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে আপনি দক্ষতা বৃদ্ধির জন্য যে কোন একটি কোর্স করবেন। কিন্তু কোথায় করবেন? বর্তমানে আশেপাশে অলিতে গলিতে অসংখ্য আইটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এমনও অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা আপনাকে কোর্স করার সাথে সাথেই আয় করার অঙ্গিকারও করবে। কিন্তু প্রতারণার ফাঁদে পা দিয়ে আপনার সময় ও অর্থ দুটিই অপচয় হবে না তো?

আপনি কোর্স ফি কম দেখে হয়ত ভাবছেন কম খরচে কোর্স করে ফেলবেন আর আপনি দক্ষ হয়ে কাজও শুরু করে ফেলবেন কিন্তু কোর্স করার পূর্বে তাদের সার্ভিসগুলো সম্পর্কে জেনে নিন।

☑কোর্স চলাকালীন কি ধরনের সাপোর্ট দেয়?
☑কোর্স পরবর্তী কোন সাপোর্ট আছে কি না?
☑কোর্স মেন্টর অভিজ্ঞ কি না?
☑কোর্স মডিউল বিশ্বমানের কি না?

এসব বিষয় যাচাই করেই কোর্স করার সিদ্ধান্ত নিন কেননা, আপনি যে সময় ও অর্থ ব্যয় করবেন সেটা আর কখনই ফিরে আসবেনা। তাই কোর্স ফি নিয়ে না ভেবে আগে ভাবুন কীভাবে দক্ষতা অর্জন করা যায়? আপনার একটি উপযুক্ত সিদ্ধান্তই হতে পারে আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।
আইটি ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে হলে কিংবা আইটি প্রশিক্ষণ বিষয়ক যে কোন তথ্য জানতে আপনি অংশ নিতে পারেন জিনিয়াস একাডেমীর অনলাইন সেমিনারে।

✉ এছাড়াও বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ m.me/GeniousAcademybd
📞 কল করুনঃ ০১৭২৪৪৪৭৫০০

☑বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টঃ 01781744484
☑রকেটঃ 017817444842
☑নগদ পার্সোনাল অ্যাকাউন্টঃ 01781744484

⭐আমাদের ঠিকানাঃ
90/1, City Centre, Motijheel C/A, Dhaka, Bangladesh-1000, ঢাকা

03/06/2021

প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ নয়, স্বাবলম্বী করার দায়িত্বও আমাদের-
সময়োপযোগী দক্ষতা অর্জন করার ক্ষেত্রে অনেকের প্রথম পছন্দ আইটি সেক্টর। কেননা এই খাতে প্রশিক্ষণ যেমন দেশীয় ও আর্ন্তজাতিক বিপুল কাজের দুয়ার খুলে দেয় অপর দিকে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করে।

এই বিপুল চাহিদার কারণে দেশে গড়ে উঠেছে বেশ কিছু আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান যেন প্রশিক্ষণ দিয়েই দায় সারছে। কিন্তু পরবর্তীতে বাস্তব কাজ করতে গেলে যে সকল সমস্যার সৃষ্টি হবে, সেগুলোর সমাধান তৎক্ষণাৎ না করতে পারলে ধীরে ধীরে কাজের আগ্রহ হারিয়ে যাবে। ফলে সফলতার যাত্রাটা আরো কঠিন হয়ে যাবে। এই সমস্যাগুলোর সমাধানে প্রয়োজন অভিজ্ঞ মতামত ও সার্বক্ষণিক সহযোগীতা যা একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানেরই দেওয়া উচিত।

কিন্তু জিনিয়াস একাডেমী এ সকল প্রতিষ্ঠান থেকে আলাদা। প্রশিক্ষণ দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়, ববং স্বাবলম্বী করার দায়িত্বেও আমাদের। প্রশিক্ষণ পরবর্তী কাজ পাওয়া থেকে শুরু করে কর্ম জীবনে কে কতটুকু সফলতা অর্জন করলো বা প্রশিক্ষণ পরবর্তী বাস্তব কর্মক্ষেত্রে কার কী সমস্যা হলো এ বিষয়গুলোও জিনিয়াস একাডেমী তাদের দায়িত্বের মধ্যে রাখে। সত্য কথা হলো এ বিষয়গুলোই প্রশিক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

👉 প্রশিক্ষণ শেষে আমাদের প্রশিক্ষণার্থী যে সকল সুবিধা পেয়ে থাকে -

✍️২৪/৭ অনলাইন সাপোর্ট
✍️লাইফটাইম সাপোর্ট
✍️জব প্লেসমেন্ট সুবিধা
✍️ইন্টার্নশিপের সুযোগ
✍️দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক

স্বাবলম্বী হতে হলে নিজ প্রচেষ্টা ও পরিশ্রমের কোন বিকল্প নেই। তবু একটি মানসম্মত প্রতিষ্ঠানের সহযোগিতার গুরুত্ব অনস্বীকার্য । এক্ষেত্রে জিনিয়াস একাডেমীর মত স্বনামধন্য প্রতিষ্ঠানের সহযোগিতা আপনার স্বাবলম্বী হয়ার যাত্রাকে করে তুলবে আরো সহজতর।

অনলাইন ভর্তির ক্ষেত্রে নিম্নের নম্বর ছাড়া অন্য কোন নম্বরে লেনদেন না করার অনুরোধ করা হল। যে কোন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেয়া তথ্যের সাথে মিলিয়ে নিন।

✉ এছাড়াও বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ m.me/GeniousAcademybd
📞 কল করুনঃ ০১৭২৪৪৪৭৫০০

☑বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টঃ 01781744484
☑রকেটঃ 017817444842
☑নগদ পার্সোনাল অ্যাকাউন্টঃ 01781744484

⭐আমাদের ঠিকানাঃ
90/1, City Centre, Motijheel C/A, Dhaka, Bangladesh-1000, ঢাকা

03/06/2021

ঘরে বসেই শিখুন কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স। অংশগ্রহণ করুন অনলাইন কোর্সে। দেরি না করে স্কলারশিপে কনফার্ম করে ফেলুন কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনার সিট। (স্কিল ডেভেলপমেন্ট+ফ্রিল্যান্সিং কোর্স)

কোর্স সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য 👇👇👇
🔵 অনলাইন কোর্স
🔵 ব্যাসিক থেকে মার্কেটপ্লেস পর্যন্ত কোর্সটা সাজানো হয়েছে।
🔵 সপ্তাহে ৩ দিন ক্লাস হবে।
🔵 ক্লাসগুলো হবে জুম বা গুগল মিটে।
🔵 তাই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো হেল্প বা সাপোর্ট পাবেন।
🔵 ক্লাস রেকর্ড করা হবে। সিক্রেট গ্রুপে ক্লাসের ভিডিও দেয়া হবে।

কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্সের মডিউলঃ
✅Digital Marketing Strategy
✅Earning Opportunities from this site
✅FB Business Page Creation
✅Dynamic Picture Create
✅FB unverified Business account create
✅Business Manage Account with security
✅FB Pixel set up
✅Event Set up
✅App Verify
✅Error fixing
✅Keyword Planner
✅Google Search ads/PPC ads campaign
✅Google display Ads/video campaign
✅Google Marchant account set up
✅Google Shoping ads campaign
✅Youtube Channel Create+fully customize
✅Youtube video seo, video boost
✅Email collection
✅Lead generation
✅Email Template Design
✅Email ads campaign
✅Website design using theme
✅Google friendly content writing
✅On Page SEO
✅Google webmaster tool
✅Robots.txt, sitemap create
✅Google Search console

🔵 কোর্সের রেগুলার কোর্স ফি ১০০০০ টাকা। এখন স্পেশাল অফারে মাত্র ৫০০০ টাকা।

এই কোর্সে এডমিশনের নিয়মঃ
পেমেন্ট সিস্টেমঃ
🔴০১. নিচের লিংকে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটি ফিলাপ করতে হবে। স্টুডেণ্ট রেজিস্ট্রেশনঃ https://forms.gle/iMG4YJaciNznDJtn8
🔴০২. বিকাশ/নগদ -পার্সোনালঃ 01781744484,
রকেটঃ 017817444842
🔴০৩. পেমেন্ট এর ছবি/স্ক্রিনশট নিয়ে রাখবেন।
🔴০৪. পেমেন্ট করার পর ছবি/স্ক্রিনশট আর যে নাম্বার থেকে পেমেন্ট করছেন সেই নাম্বারটা আমাদের পেইজে মেসেজ করুন।
তাহলেই আপনাকে একটা Student ID আর Secret Group Link দেয়া হবে।

হেল্পলাইনঃ 🔴০১৭২৪৪৪৭৫০০ ( 10:00AM - 9:00PM )

আমাদের ঠিকানাঃ
90/1, City Centre, Motijheel C/A, Dhaka, Bangladesh-1000, ঢাকা

03/06/2021

আসসালামু আলাইকুম
”বেকারত্ব দূরীকরণের একমাত্র কারিগর“
Genius Academy এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এখানে আপনি পাচ্ছেন এমন কিছু কোর্স যার মাধ্যমে রয়েছে দুইমাসের মধ্যে দীর্ঘ আয়ের সু্- ব্যবস্থা।

আমাদের মূল্যবান কোর্স সমূহ:
(১) গ্রাফিক্স ডিজাইন এন্ড আউটসোর্সিং
(২) ডিজিটাল মার্কেটিং কোর্স

আমরা রয়েছি দেশের সেবায়, আপনাদের পাশে।
আমরা হাতে কলমে এবং কম্পিউটার দ্বারা বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস এ কাজ করা শিখিয়ে থাকি। ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন ওয়েব সাইট এ সুন্দর পরিবেশে দক্ষ করে গড়ে তুলি।

✉ বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ m.me/GeniousAcademybd
📞 যোগাযোগ: +8801724447500

02/06/2021

ফ্রিল্যান্সিং মার্কেটে আপনার যোগ্যতার যত প্রমান দিতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করে তত বেশি টাকা আয় করতে পারবেন। আমাদের দেশে অনেক ভালো ভালো ফ্রিল্যান্সার রয়েছে যারা প্রতি মাসে ৩ থেকে ৫ লক্ষ টাকা ইনকাম করছে।

স্বাবলম্বী হতে হলে নিজ প্রচেষ্টা ও পরিশ্রমের কোন বিকল্প নেই। তবু একটি মানসম্মত প্রতিষ্ঠানের সহযোগিতার গুরুত্ব অনস্বীকার্য । এক্ষেত্রে জিনিয়াস একাডেমীর মত স্বনামধন্য প্রতিষ্ঠানের সহযোগিতা আপনার স্বাবলম্বী হয়ার যাত্রাকে করে তুলবে আরো সহজতর।

আপনিও ফ্রিল্যান্সিং করে নিজের জীবন সুন্দরভাবে গঠন করতে পারবেন।নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এখানে আপনি সুন্দর ভাবে কাজ করতে পারবেন। লক্ষ টাকা ইনকাম পারবেন।

02/06/2021

আপনি কী আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে স্কিল
ডেভেলপ করতে চান। তাহলে এই কের্সটি আপনারই জন্য।
জিনিয়াস একাডেমী আপনার জন্য নিয়ে এসেছে স্পেশাল অফার, গ্রাফিক্স ডিজাইন কোর্সে ৫০% স্কলারশিপ।

আমাদের এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে।
আপনি আপনার সিটটি আজই বুক করুন।

👉ফ্রিল্যান্সিং কোর্সে অংশ নিতে রেজিস্ট্রেশন করুনঃ https://bit.ly/3vKcpfg

বিস্তারিত জানতে কল করুন অথবা ইনবক্স করুন আমাদের ।
✉ ইনবক্স করুনঃ m.me/GeniousAcademybd
📞 কল করুনঃ ০১৭২৪৪৪৭৫০০

02/06/2021

ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে প্রতি বছর লাখো শিক্ষার্থী শেষ করছে স্নাতক। এত সংখ্যক শিক্ষিত বেকার কিন্তু নতুন কোন কর্মক্ষেত্র নেই। সরকারী চাকুরী যেন সোনার হরিণ এর মধ্যে বৈশ্বিক মহামারী করোনা। সরকারি চাকুরীর পাশাপাশি প্রাইভেট ক্ষেত্রেও এখন চাকুরীর সংকট। করোনা পরিস্থিতির কারণে কর্মী ছাটাই তো রয়েছেই। সকল বিষয় বিবেচনা করে আপনি যদি চান ব্যবসা করতে সেখানেও প্রতিবন্ধকতার শেষ নেই। ব্যবসায় ঝুঁকির চিন্তা তো রয়েছেই।

এতসব সমস্যার সমাধান কি? এমন কিছু আয়ত্ব করতে হবে যাতে ঝুঁকি কম। বর্তমান সময়ে প্রযুক্তির উন্নয়ন জীবনযাত্রার মানকে অনেকাংশেই সহজ করেছে। আপনি চাইলে কাজ করতে পারছেন ঘরে বসেই। অনলাইনে কাজ করা যায় বিশ্বব্যাপী তার মানে কি আপনি চাইলেই কাজ করতে পারবেন?

অবশ্যই না। যদিও কর্মক্ষেত্র অনেক বড় কিন্তু তাই বলেই আপনি অনলাইন মার্কেটে অ্যাকাউন্ট করলেই হাজার হাজার ডলার আয় করবেন বিষয়টি মোটেও এরকম নয়।

অনেকেই আছেন অনলাইন প্ল্যাটফর্মগুলোর ফ্রি সোর্স থেকে কাজ না শিখেই প্রাথমিক ধারনা নিয়েই অনলাইন মার্কেটপ্লেসে কাজ শুরু করে দিতে চান ফলে দেখা যায় কাজ পান না তখন শুরু হয় হতাশা।
একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠার পেছনে থাকে অনেক পরিশ্রম, চেষ্টা, ধৈর্য্য। দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠতে যে সব বিষয় খেয়াল রাখা জরুরী-

👉আপনি কোন সেক্টরে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সর্বপ্রথম তা নির্ধারণ করুন। এমন যেন না হয় প্রথমে একটি বিষয় শিখতে শুরু করলেন কিছুদিন পর মনে হল এটা আপনাকে দিয়ে সম্ভব নয়। এতে করে শুধু সময় ও অর্থ অপচয় হবে।

👉যে বিষয়ে কাজ করতে চাইছেন সে সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকা। ধরুন আপনি গ্রাফিক নিয়ে কাজ করতে চাইছেন ইউটিউবে ১০টি ভিডিও দেখে গ্রাফিক ডিজাইনার না হয়ে বিষয়টির ব্যাসিক জানুন। যেমনঃ কি কি সফটওয়্যার ব্যবহার করা হয়? কিভাবে কন্সেপ্ট তৈরী করতে হয়? কিংবা কালার সম্পর্কে বিস্তারিত ধারনা।

👉দক্ষতাকে গুরুত্ব দিন ইনকামকে নয়। প্রথমেই যদি ভাবেন অনলাইন মার্কেটে অ্যাকাউন্ট করেই মাসে হাজার ডলার ইনকাম হবে তাহলে আপনি ভুল। এমন অনেকেই আছেন যারা মার্কেটে ১০-১২ বছর যাবত কাজ করছেন। ক্লায়েন্ট অবশ্যই দক্ষ ব্যক্তিটিকেই বেঁছে নিবেন।

👉মার্কেটপ্লেসে সিনিয়র ডিজাইনারদের ডিজাইনগুলো দেখুন। সেই অনুসারে কনসেপ্ট তৈরি করতে চেষ্টা করুন।

এছাড়াও জিনিয়াস একাডেমীর গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচে ৫০% ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ।

👉ফ্রিল্যান্সিং কোর্সে অংশ নিতে রেজিস্ট্রেশন করুনঃ https://bit.ly/3vKcpfg

যে কোন তথ্য জানতে,
✉ইনবক্স করুনঃ m.me/GeniousAcademybd
📞কল করুনঃ০১৭২৪৪৪৭৫০০

01/06/2021

বর্তমানে বিশ্বে চলমান মহামারী করোনার কারণে পৃথিবী স্তব্ধ। এই করোনাকালীন সময়ে সকলের সুস্থ্যতার বিষয়ে বিবেচনা করে জিনিয়াস একাডেমীর সকল কার্যক্রম অনলাইনে চলেছে।
জিনিয়াস একাডেমীর অফিস সপ্তাহে ৭দিন সকাল ৯.০০টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত খোলা থাকে।

✉ এছাড়াও বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ m.me/GeniousAcademybd
📞 কল করুনঃ ০১৭২৪৪৪৭৫০০

অনলাইন ভর্তির ক্ষেত্রে নিম্নের নম্বর ছাড়া অন্য কোন নম্বরে লেনদেন না করার অনুরোধ করা হল। যে কোন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইটে দেয়া তথ্যের সাথে মিলিয়ে নিন।

☑বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টঃ 01781744484
☑রকেটঃ 017817444842
☑নগদ পার্সোনাল অ্যাকাউন্টঃ 01781744484
আমাদের ঠিকানাঃ
90/1, City Centre, Motijheel C/A, Dhaka, Bangladesh-1000, ঢাকা

01/06/2021

ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে নিন অনলাইনে । ঘরে থাকার এই সময় টাকে কাজে লাগান , অনলাইন ট্রেনিং এর মাধ্যমে
ডিজিটাল মার্কেটিং শিখার উপযুক্ত সময় এখনই। জিনিয়াস একাডেমীতে এখন ৫০% স্কলারশীপে ভর্তি চলছে!!!

অনেক শিক্ষার্থী অর্থনৈতিক স্বাবলম্বীতা এবং সময়ের অভাবে আমাদের কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান না। করোনাকালীন সময়কে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করে আপনিও হয়ে উঠতে পারেন একজন দক্ষ ফ্রিলান্সার এবং নতুন ভবিষ্যত গড়ে তুলতে পারেন অনলাইন জগতে।

তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

বিস্তারিত জানতে কল করুন অথবা ইনবক্স করুন আমাদের ।
মোবাইল ঃ ০১৭২৪৪৪ ৭৫০০

18/04/2021

আইটি বিষয়ক আপনার সকল প্রশ্নের উত্তর দিতে (সকাল ৯টা থেকে ৭টা পর্যন্ত) জিনিয়াস একাডেমী টিম থাকছে অনলাইনে -

বর্তমান সময়ে বিশ্বব্যাপী আমরা সকলে চ্যালেঞ্জিং সময় পার করছি। বৈশ্বিক মহামারি আমাদের করেছে গৃহবন্দি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কর্মস্থলে যেতে হচ্ছে না, ঘর থেকেই করতে হচ্ছে সকল কাজ। এই মহামারি আমাদের শিখিয়ে দিয়েছে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তিকে ব্যবহার করে আমরা দৈনন্দিন সকল প্রয়োজন মিটিয়ে নিচ্ছি। কেনাকাটা থেকে শুরু করে পড়াশুনা কিংবা আয় রোজগার সবই এখন ঘরে বসে অনলাইনে করে ফেলছি।

ঘরবন্দি এই অবসরকে অথবা কাজের ফাকে আপনি চাইছেন নিজেকে ডেভেলপ করতে কিংবা চাইছেন দৈনন্দিন কাজের পাশাপাশি এমন কিছু শিখতে যা আপনার নিত্য ইনকামকে আর একটু বাড়িয়ে দেয়।

👉 আপনি চাইছেন আইটি ক্ষেত্রে নিজের ক্যারিয়ারকে আরো একটু এগিয়ে নিতে অথবা আপনি চাইছেন পড়াশুনার পাশাপাশি স্বাবলম্বী হতে কিন্তু এই বিষয়ে সঠিক পরামর্শ কোথায় পাবেন?

👉আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তা কতটুকু ঠিক সে বিষয়ে কিভাবে নিশ্চিত হবেন?
আপনাদের অসুবিধার বিষয়ে বিবেচনা করে জিনিয়াস একাডেমী এক বিষয়ে অভিনব পদক্ষেপ নিয়েছে। পরামর্শের জন্য আপনাকে যেতে হবে না কোথাও, আপনারা লাইভ কাউন্সিলিং নিতে পারবেন আমাদের টিমের কাছে।

🕘 সপ্তাহে ৭দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের কাউন্সিলিং টিম থাকবে অনলাইনে। আইটি বিষয়ক যে কোন ক্যারিয়ার গাইডলাইন পেতে ম্যাসেজ করুন জিনিয়াস একাডেমী - এর পেজে।

🔴 জিনিয়াস একাডেমী সবসময় চেষ্টা করে আইটি বিষয়ক সঠিক গাইডলাইন দিতে। তাই Virtual Counseling দিতে আমরা পৌছে গেছি আপনার কাছে। সময় এখন নিজেকে আপডেট করার।
এছাড়াও আইটি বিষয়ক ও ক্রিয়েটিভ আইটির কোর্স সম্পর্কে জানতে-

📞 কল করুনঃ 01724447500

✉ সরাসরি‌ ‌ইনবক্স‌ ‌করুনঃ‌‌ ‌‌m.me/Genius-Academy-101396965385031

প্রয়োজনে যোগাযোগঃ
জিনিয়াস একাডেমী
৯০/১, সিটি সেন্টার, মতিঝিল সি/এ,
ঢাকা-১০০০।

18/04/2021

#অ্যাপ ডেভেলপমেন্টের অনলাইন ব্যাচে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ছাড় নিতে আজই কল দিন ০১৭২৪৪৪৭৫০০ নাম্বারে।

একজন অ্যাপ্লিকেশন ডেভেলপার বা #অ্যাপডেভেলপার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওয়েব বা মোবাইল প্লাটফর্ম কিংবা নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করে থাকেন। প্রযুক্তির নেতৃত্বের যুগে একজন অ্যাপ ডেভেলপারের চাহিদা দিন দিন বেড়েই চলছে। এর প্রধান কারণ ডিভাইসের সহজলভ্যতা ও ডিভাইস নির্ভরশীলতা।

কেবল স্মার্টফোনের কথা যদি বলি পৃথিবীতে দুই বিলিয়নেরও বেশি স্মার্টফোন রয়েছে যার ৮৭% অ্যান্ড্রয়েড। বিশ্বব্যাপী #স্মার্টফোন ব্যবহারকারীরা তাঁদের স্মার্টফোন ব্যবহারের ৮৬% সময় ব্যয় করেন অ্যাপসে। শুধু তাই নয় গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের মতে, বর্তমানে মোবাইল অ্যাপসের বাজার প্রায় ৫০ বিলিয়ন ডলারের বেশি।
অনেকের একটা ভুল ধারনা থাকে, অ্যাপ ডেভেলপার হতে হলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করতে হবে, বিষয়টি সত্য নয়। যে কেউ অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারবে। প্রয়োজন শুধু আগ্রহ। এই বিষয়ে আরও জানতে অংশ নিন আমাদের সেমিনারে।

এই আলোচনা থেকে অ্যাপ ডেভলপারের বাড়ন্ত চাহিদার সহজেই অনুমান করা যায়। এই চাহিদার দিকে লক্ষ্য করেই জিনিয়াস একাডেমী অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটি অনলাইন প্লার্টফর্মে নিয়ে এসেছে তাও আবার বিশেষ ছাড়=এ।
অ্যাপ ডেভেলপমেন্টের অনলাইন ব্যাচে বিশেষ ছাড়ে ভর্তি চলছে।
অনলাইন ব্যাচ এবং ছাড় সম্পর্কে বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭২৪৪৪৭৫০০।

✍️ইনবক্স করুনঃ m.me/Genius-Academy-101396965385031

🔴 সরাসরি Virtual Counselling নিনঃ
Helpline: 01724447500
(সপ্তাহে ৭ দিন সকাল ৯.০০টা - সন্ধ্যা ৭.০০টা)

04/04/2021

আসুন বহুলপরিচিত জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সম্পর্কে জেনে নেয়া যাক।

#ফাইভারঃ বাংলাদেশ তো বটেই, সাবকন্টিনেটাল কান্ট্রিগুলোতে ব্যাপক জনপ্রিয় একটি সাইট। এখানে কাজ পাওয়া তুলনামুলক সহজ, আর ভালো সার্ভিস দিলে প্রচুর পরিমানে কাজ পাওয়া যায়। অনেকে শুধু ফাইভা এর কাজ করে কোম্পানি, টিম পরিচালিত করেন। তবে, ফাইভার রিসেন্ট কিছু আপডেট নিয়ে আসার ফলে, নতুনদের জন্য অনেক কঠিন হয়ে গেছে।

#আপওয়ার্কঃ আপওয়ার্ক নিয়ে নতুন করে কিছু বলার নাই। আগে ছিল ওডেক্স, ইল্যান্স এবং ২টা মার্জ করে এখন আপওয়ার্ক। যদিও সিমাহীন স্প্যামিং এর কারনে, আপওয়ার্ক এ এখন বাংলাদেশ থেকে আইডি এপ্রুভ করান অনেক কঠিন হয়ে গেছে। সাধারনত, এক্সপেরিএন্স ফ্রিল্যান্সার রা এখানে কাজ করেন।

#পিপল_পার_আওয়ারঃ এটা ইউকে ভিত্তিক মার্কেট এবং রিসেন্ট সময়ে খুব ভালো করছে। এখানে কম্পিটিশন কম, কাজের মুল্য বেশী। তবে ক্লায়েন্ট তুলনামুলক কম হওয়াতে অনেকে কাজ কম পেয়ে থাকে। ভালো সার্ভিস দিলে, এখান থেকে অনেক কাজ পাওয়া যেতে পারে।

#এনভাটোঃ রিসেলিং মার্কেট হিসাবে এনভাটো এর সব গুলো মার্কেট ১নাম্বার স্থান দখল করে আছে এবং সামনেও থাকবে বলে মনে হয়। হাইলি স্কিলস, ক্রিয়েটিব এবং টিম নিয়ে সাধারনত এনভাটো তে কাজ করে। এখানে শুরুতে কাজ পাওয়া, প্রডাক্ট এপ্রুভ করান শুরুতে, নতুনদের জন্য দুঃস্বাধ্য ব্যাপার।

এর বাইরে, ছোট বড় অনেক মার্কেটপ্লেস আছে এবং অনেকে সেখানে কাজও করে। আপনারা চাইলে বাকি মার্কেটপ্লেস গুলো সম্পর্কে পোষ্ট দিব।

03/04/2021

কোডিং শেখার জন্য যারা নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম খুঁজছেন তাদের জন্য Genius Academy নিয়ে এলো Advanced Web Development কোর্স!

Back End Development- এ নিজের দক্ষতা বৃদ্ধি করতে আপনি বেছে নিতে পারেন এই কোর্সটি।

🙋‍♀️ কেন কোর্সটি করবেন?
💥আইটি প্রফেশনাল হতে চাইলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে
💥 ডেটাবেস সম্পর্কে জানতে পারবেন
💥 নিজেই কোন ওয়েবসাইট বানাতে চাইলে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে
💥 সার্ভার সাইড সম্পর্কে জানতে পারবেন
💥 বিভিন্ন আইটি বা সফটওয়্যার কোম্পানীতে চাকুরির সুযোগ
💥 ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই উপার্জনের সুযোগ

💁‍♀️ কি কি শিখবেন?
👉 PHP & MySQL (Raw PHP)
👉 Object Oriented Programing (OOP)
👉 AJAX with JSON Data with OOP
👉 Complete Vue JS Concept
👉Complete MVC Framework Development step by step
👉 Laravel Professional
👉 Complete GITHUB Professional

কারা কোর্সটি করতে পারবেন?
যে কোন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এই কোর্সটি করতে পারবেন
নন-আইটি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট দের ক্ষেত্রে অবশ্যই Programming Language সম্পর্কে Basic ধারনা থাকতে হবে।

তাই আর দেরি না করে ঘরে বসেই প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে চাইলে এখনই রেজিষ্ট্রেশন করে ফেলুন।

বিস্তারিত জানতে যোগাযোগ - 01724447500

অথবা কোর্স সংক্রান্ত যে কোন তথ্য জানতে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।

Videos (show all)

আসসালামু আলাইকুম”বেকারত্ব দূরীকরণের একমাত্র কারিগর“Genius Academy এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এখানে আপনি পাচ্ছেন ...
ফ্রিল্যান্সিং মার্কেটে আপনার যোগ্যতার যত প্রমান দিতে পারবেন, আপনি ফ্রিল্যান্সিং করে তত বেশি টাকা আয় করতে পারবেন। আমাদের...

Website