Jasim Uddin

Jasim Uddin

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jasim Uddin, Education Website, .

24/05/2023

#গুরুত্বপূর্ণ_বাংলা শব্দ

১. "উনপাঁজুরে" শব্দরে অর্থ – দুর্বল

২. "সায়র" শব্দের অর্থ—দিঘি

৩. "পার্বণ" শব্দের অর্থ—উৎসব

৪. "লেফাফা" শব্দের অর্থ—মোড়ক

৫. "আদিখ্যেতা" শব্দের অর্থ— ন্যাকামি

৬. "চয়ন" শব্দের অর্থ—সম্ভার

৭. "অর্ঘ" শব্দের অর্থ— মূল্য

৮. "সোপান" শব্দের অর্থ—সিঁড়ি

৯. "মূঢ়তা" শব্দের অর্থ—-অনভিজ্ঞতা

১০. "অনিন্দ্য" শব্দটির অর্থ –-নিখুঁত

১১. "নির্নিমেষ" শব্দটির অর্থ –-অপলক

১২. "বায়স" শব্দের অর্থ –-কাক

১৩. "হাতে আসা" এর যথার্থ অর্থ -- আয়ত্তে আসা

১৪. "খেচর" শব্দের অর্থ—পাখি

১৫. "প্রথিতযশা" শব্দের অর্থ—খ্যাতনামা

১৬. "আদ্যোপান্ত" শব্দের অর্থ— আগাগোড়া

১৭. "দুহিতা" শব্দের অর্থ—কন্যা

১৮. "সমীরণ" শব্দের অর্থ—বাতাস

১৯. "অভিরাম" শব্দের অর্থ—সুন্দর

২০. "আভরণ" শব্দের অর্থ—অলংকার

২১. "উপাদান" শব্দের অর্থ—উপকরণ

২২. "অনীক" শব্দের অর্থ- সৈনিক

২৩. "উপরোধ" শব্দের অর্থ কী ?- অনুরোধ

২৪. "আভরণ" শব্দের অর্থ – অলংকার

২৫. "পরার্থ" শব্দের অর্থ – পরোপকার

18/05/2023

▪️নোবেল চালু-১৯০১
▪️ফিফা গঠিত-১৯০৪
▪️বঙ্গভঙ্গ-১৯০৫
▪️বঙ্গভঙ্গ রদ-১৯১১
▪️টাইটানিক ধংস-১৯১২
▪️রবীন্দ্রনাথের নোবেল লাভ-১৯১৩
▪️১ম বিশ্বযুদ্ধ শুরু হয়-১৯১৪
▪️রুশ বিপ্লব-১৯১৭
▪️১ম বিশ্বযুদ্ধ শেষ-১৯১৯
▪️২য় ভার্সাই চুক্তি-১৯১৯
▪️ম্যাগনাকার্টা-১২১৫
▪️উত্তর আমেরিকা আবিস্কার-১৪৯২
▪️শিল্প বিপ্লব-১৭৬০
▪️আমেরিকা মুক্ত-১৭৭৬
▪️১ম ভার্সাই চুক্তি-১৭৮০
▪️ফোর্ট উইলিয়াম কলেজ -১৮০০
▪️ট্রাফালগার যুদ্ধ-১৮০৫
▪️ওয়াটার লুর যুদ্ধ -১৮১৫
▪️দাশ প্রথার বিলোপ-১৮৬৩
▪️আব্রাহাম লিংকন মারা যান-১৮৬৫
▪️সুয়েজ খাল খনন-১৮৬৯
▪️ফরাসি বিপ্লব-১৭৮৯
▪️দুই জার্মানী একত্রিত হয়-১৯৯০
▪️শিমন পেরেজ+ইয়াসির আরাফাত নোবেল পান-১৯৯৩
▪️নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন-১৯৯৪
▪️সিটি বিটি সই হয়-১৯৯৬
▪️সিটি বিটি অনুমোদন-২০০০
▪️জাতিসংঘ নোবেল পায়-২০০৭
▪️দঃ সুদান স্বাধীন হয়-২০১১
▪️এপিজে আঃ কালাম মারা যান-২০১৫
▪️মোঃ আলী মারা যান-২০১৬
▪️ফিডেল কাস্ত্রো মারা যায়-২৫ নভেম্বর,২০১৬
▪️ঢাবি স্থাপিত-১৯২১
▪️হিটলার জার্মান চ্যান্সলর হন-১৯৩৩
▪️২য় বিশ্বযুদ্ধ শুরু-১৯৩৯
▪️ছিয়াত্তরের মনবন্তর-১১৭৬ (বাংলা)
▪️২য় বিশ্বযুদ্ধ শেষ-১৯৪৫
▪️জাতিসংঘ-১৯৪৫
▪️দেশ বিভাগ-১৯৪৭
▪️আরব-ইসরায়েল যুদ্ধ-১৯৪৮
▪️বিবিসি বাংলার যাত্রা-১৯৪৯
▪️এভারেস্ট বিজয়-১৯৫৩
▪️সুয়েজ খাল জাতীয়করন-১৯৫৬
▪️চাঁদে ১ম মানুষ যায়-১৯৬৯
▪️তাইওয়ান স্বাধীনতা হারায়-১৯৭১
▪️ইরানে ইসলামী বিপ্লব-১৯৭৯
▪️আঃ ছালাম ও মাদার তেরেসার নোবেল লাভ-১৯৭৯
▪️ফকল্যান্ড যুদ্ধ-১৯৮২

14/05/2023

এক নজরে প্রাচীন বাংলার বংশ পরিচিতির সারাংশ

❖ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা - চন্দ্রগুপ্ত মৌর্য।
❖ মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা - দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য।
❖ মৌর্য বংশের রাজধানী - পাটালিপুত্র।
❖ মৌর্য বংশের সর্বশেষ রাজা - বৃহদ্রথ।
❖ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা - প্রথম চন্দ্রগুপ্ত।
❖ গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা - দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
❖ গুপ্ত বংশের শেষ রাজা - দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
❖ পাল বংশের প্রতিষ্ঠাতা - গোপাল।
❖ পাল বংশের শ্রেষ্ঠ রাজা - ধর্মপাল।
❖ পাল বংশের রাজধানী - পাহাড়পুর/সোমপুর।
❖ পাল বংশের সর্বশেষ রাজা - রামপাল।
❖ সেন বংশের প্রতিষ্ঠাতা - হেমন্ত সেন।
❖ সেন বংশের শ্রেষ্ঠ রাজা - বিজয় সেন।
❖ সেন বংশের রাজধানী - নবদ্বীপ, নদীয়া।
❖ সেন বংশের সর্বশেষ রাজা - লক্ষ্মণ সেন।

05/05/2023

িসিএস_শেষ_মূহুর্তের_প্রস্তুতি
#সাম্প্রতিক
১। বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ( রাষ্ট্রপতি) এর নাম কি? - মো: সাহাবুদ্দিন
২। দেশের প্রথম স্মার্ট উপজেলা - শিবচর, মাদারীপুর
৩। মুজিবনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে - মেহেরপুর
৪। GDP-এর চূড়ান্ত হিসাব ২০২১-২২ অনুযায়ী, মাথাপিছু আয় - ২,৭৯৩ টাকা
৫। ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি সেরা চলচ্চিত্র - লাল মোরগের ঝুঁটি, নোনাজলের কাব্য
৬। 'আমার জীবননীতি আমার রাজনীতি ' গ্রন্থের রচয়িতা - মো: আবদুল হামিদ
৭। সম্প্রতি বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস চালু হয় - ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
৮। ২০২৩ সালে একুশে পদক লাভ করে ১৯ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর নাম - বাংলাদেশ জাতীয় জাদুঘর ( শিক্ষা), বিদ্যানন্দ ফাউন্ডেশন ( সমাজসেবা)
৯। ২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পয়ন - বাংলাদেশ
১০। মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান - ৫ম
১১। ব্যবহারের দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান - ৭ম
১২। আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে? - কানাডা ভিত্তিক " International Mother Language Lovers Association ".
১৩। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা - ৪০ টি
১৪। দেশের প্রথম পাতাল রেল (MRT Line-1) এর দৈর্ঘ্য - ৩১.২৪১ কিলোমিটার
১৫। সর্বজনীন পেনসন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় - ২৪ জানুয়ারী, ২০২৩
১৬। বাংলাদেশের ঢাকা মেট্রোরেল (MRT Line-6) উদ্বোধন করা হয় - ২৮ ডিসেম্বর, ২০২২
১৭। মেট্রোরেল এর প্রথম যাত্রী - শেখ হাসিনা
১৮। ২০২৩ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুকে ' ডক্টর অব লজ' ডিগ্রি (মরণোত্তর) প্রদান করবে- ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯। বিবিসি বাংলা রেডিও'র সম্প্রচার বন্ধ হয়- ৩১ ডিসেম্বর, ২০২২
২০। কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ৩৫টি পত্রাবলি নিয়ে সংকলিত গ্রন্থের নাম - চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান
২১। শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি - জামালপুর
২২। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস- ১০ জানুয়ারি
২৩। শহীদ আসাদ দিবস - ২০ জানুয়ারি
২৪। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ লাভ করেন- ১৫ জন ব্যক্তি
২৫। বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে।
২৬। সুন্দরবনে বাঘের সংখ্যা - ১১৪ টি
২৭। মেট্রোরেল এর লোগোর ডিজাইনার - আলী আহসান নিশান
২৮। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার

25/05/2022

১।শেখ হাসিনা সাবমেরিন ঘাটি কোথায়??
- কক্সবাজার,পেকুয়া
২।সম্প্রতি কোন ঘূর্নিঝড় বঙ্গপোসাগরে আঘাত হেনেছে?
- গুলাব
৩।বাংলাদেশ কবে গণটিকা চালু করে?
- ৭ আগস্ট ২০২১
৪ বাংলাদেশ এর পণ্য রপ্তানিতে সবচেয়ে বড় বাজার?
- ইউরোপিয় ইউনিয়ন
৫।মাৎস্যন্যায় শব্দের অর্থ?
- অরাজকতা
৬।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় কোন জেলায় স্থাপিত হবে?
- লালমনিরহাট।
৭ নিউজিল্যান্ড এ ক্রাইস্টচার্চে হামলা ঘটে কবে?
- ১৫ মার্চ,২০১৯
৮।দেশে প্রথমবারের মত শিক্ষাবিমা চালু হয়
- ১ মার্চ,২০২১
৯। বঙ্গবন্ধু ও বঙ্গ বইটি লিখেছেন কে?
- শাবলু শাহাবউদ্দিন ।
১০।দেশের প্রথম বাংলা ব্রাউজার " দূরন্ত " এর যাত্রা শুরু হয়
- ২৮ ফেব্রুয়ারী, ২০২১
১১।MR TV কোন দেশের রাস্ট্রীয় টেলিভিশন?
- মায়ানমার
১2।মায়ানমারে সেনা অভূত্থান ঘটে কবে?
- ১ ফেব্রুয়ারি,২০২১
১২।আইভরি কোস্টের রাজধানী?
- আবিদজান
১৩।প্রধানমন্ত্রী কবে কোভিড এর টিকা নেন?
- ৪ মার্চ, ২০২১
১৪।বাংলাদেশ এর রাস্ট্রীয় অথিতি ভবনের নাম কি?
- পদ্মা
১৫।কোন দেশকে ২ নীতির দেশ বলা হয়?
- চীন
১৬। সম্প্রতি কোন দেশ ২ সন্তান থেকে ৩ সন্তান নীতি পাশ করে?
- চীন
১৭।২০২০ এ কুমিল্লায় নতুন প্রজাতির পদ্মের নাম কি?
- গোমতি
১৮।সম্প্রতি আদমশুমারী শুরু হবে কবে?
- ২৫-৩১ অক্টোবর,২০২১ (ষষ্ঠ আদমশুমারি)
১৯।শেখ রাসেল দিবস কবে?
- ১৮ অক্টোবর
২০।দ্যা গার্ডিয়ান কোন দেশের পত্রিকা?
- UK
২১।৬ দফা তত্ত্বর কোথায় অবস্থিত?
- টাংগাইল
২২।বর্তমানে মাথাপিছু জিডিপি কত?
- ২০৯৭ (জুন থেকে আগস্ট পর্যন্ত ২২২৭ ছিল)
২৩।৫ সেপ্টেম্বর, ২০২১, সম্প্রতি কোন দেশ এ সেনা অভ্যুত্থান ঘটে?
- গিনি
২৪।সম্প্রতি মালেশিয়ার সাথে কোন দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে?
- উত্তর কোরিয়া (১৯ মার্চ,২০২১)
২৫।অলিম্পিক গেমস এ ক্রিকেট যুক্ত হবে?
- ২০২৮ এ
২৬।ICDDRB এর গবেষকরা করোনার কোন ঔষধ এর কার্যকারিতা পেয়েছে?
- আইভারমেক্টিন
২৭।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আবিষ্কার করা নতুন ব্যাঙ এর নাম কি?
- Raorchestes razakhani
২৮।কৃষি বিপণনের সরকারী এপ এর নাম কি?
- সদাই
২৯।মাদারীপুর জেলার নতুন উপজেলার নাম কি?
- ডাসার
৩০।বিশ্বের সেরা এয়ারওয়েজ
- কাতার এয়ারলাইন্স
৩১। মধুমালা কি?
- নতুন প্রজাতির তরমুজ
ধন্যবাদ
collected

24/05/2022

মুখস্থ করে ফেলুন ৫ মিনিটে (বার বার আসে)
বই এবং লেখকের নাম
১। হাজার বছর ধরে- জহির রায়হান
২। চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর
৩। চিলেকোঠার সেপাই – আখতারুজ্জামান ইলিয়াস
৪। দূরবীন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫। পথের পাচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৬। অনামিকা নামের রহস্য- শাবলু শাহাবউদ্দিন
৭। নিষিদ্ধ লোবান- সৈয়দ সামছুল হক
৮। ট্রিলজি ( সেই সময়, প্রথম আলো, পুর্ব পশ্চিম) – সুনীল গঙ্গোপাধ্যায়।
৯। সূর্য দীঘল বাড়ি – আবু ইসহাক
১৫। গঙ্গা – সমরেশ বসু
১০। জীবন আমার বোন লেখক- মাহমুদুল হক
১১। কৃষ্ণকুমারী – মাইকেল মধ্যসুদন দত্ত
১২। সাতকাহন – সমরেশ মজুমদার
১৩। নীল দর্পণ -দীনবন্ধু মিত্র
১৪। কড়ি দিয়ে কিনলাম – বিমল মিত্র
১৫। রক্তাক্ত প্রান্তর – মুনীর চৌধুরী
১৬। দুর্গেশ নন্দিনী – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৭। সুবচন নির্বসনে – আবদুল্লাহ আল মামুন
১৮। জননী — শওকত ওসমান
১৯। যে জলে আগুন জ্বলে – হেলাল হাফিজ
২০। রাজবন্দীর জবানবন্দী – কাজী নজরুল ইসলাম
২১। দিবারিত্রির কাব্য – মানিক বন্দ্যোপাধ্যায়
২২। গর্ভধারিণী – সমরেশ মজুমদার
২৩। লোটাকম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায়
২৪। পুতুলনাচের ইতিকথা – মানিক বন্দ্যোপাধ্যায়
২৫। পথের দাবি – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৬। স্বপ্ন ও সফলতা - শাবলু শাহাবউদ্দিন
২৭। জোৎস্না ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ
২১। গাভী বিত্তান্ত – আহমদ ছফা
২৮। ঝিলাম নদীর দেশ-বুলবুল সারওয়ার
২৯। দিপু নাম্বার টু – জাফর ইকবাল
৩০। অপরাজিত – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩১। কবি – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩২। শেষের কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
৩৩। ছাড়পত্র – সুকান্ত ভট্টাচার্য
৩৪। ন হন্যতে – মৈত্রেয়ী দেবী
৩৫। শাপমোচন – ফাল্গুনী মুখোপাধ্যায়
৩৬। নকশীকাঁথার মাঠ। – জসীমউদ্দীন
৩৭। ক্রিতদাসের হাসি -শওকত ওসমান
৩৮। বিষাদসিন্ধু – মীর মোশাররফ হোসেন
৩৯। শাম্ব – সমরেশ বসু
৪০। লাল সালু – সৈয়দ ওয়ালিউল্লাহ
৪১। রাইফেল রোটি আওরাত-আনোয়ার পাশা
৪২। হাঙর নদী গ্রেনেড – সেলিনা হোসেন
৪৩। চাঁদের অমাবস্যা – সৈয়দ ওয়ালীউল্লাহ
৪৪। মৃত্যুক্ষুধা – কাজী নজরুল ইসলাম
৪৫। সুলতানার স্বপ্ন – বেগম রোকেয়া
৪৬। দেশে বিদেশে- সৈয়দ মুজতবা আলী
৪৭। মাধুকরী – বুদ্ধদেব গুহ
৪৮। প্রমথ চৌধুরী – তেল নুন লকড়ি
৪৯। ছাপ্পান্ন হাজার বর্গমাইল -হুমায়ূন আজাদ
৫০। বরফ গলা নদী – জহির রায়হান
৫১। চিতা বহ্নিমান – ফাল্গুনী মুখোপাধ্যায়
৫২। মা- আনিসুল হক
৫৩। লাল নীল দীপাবলি – হুমায়ূন আজাদ
৫৪। কাছের মানুষ – সুচিত্রা ভট্টাচার্য
৫৫। মেমসাহেব – নিমাই ভট্টাচার্য
৫৬। সঞ্চিতা – কাজী নজরুল ইসলাম
৫৭। কাঁদো নদী কাঁদো -ওলালিউল্লাহ
৫৮। সবিনয় নিবেদন – বুদ্ধদেব গুহ
৫৯। তেইশ নাম্বার তৈলচিত্র- আলাউদ্দিন আল আজাদ
৬০। সারেং বউ – শহিদুল্লাহ কায়সার
৬১। সুর্য তুমি সাথি – আহমদ ছফা
৬২। সাত সাগরের মাঝি – ফররুখ আহমদ
৬৩। পদ্মা নদীর মাঝি – মানিক বন্দ্যোপাধ্যায়
৬৪। শ্রীকান্ত – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬৫। খোয়াবনামা – আখতারুজ্জামান ইলিয়াস
৬৬। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে – শামসুর রাহমান
৬৭। বনলতা সেন – জীবনানন্দ দাশ
৬৮। সোনালি কাবিন – আল মাহমুদ
৬৯। রাখালি – জসিম উদ্দিন
৭০। ইজরায়েল মিশন- শাবলু শাহাবউদ্দিন
৭১। মেঘনাদবধ কাব্য – মাইকেল মধুসূদন দত্ত
৭২। দৃষ্টিপাত-যাযাবর
৭৯। জাহান্নাম হইতে বিদায় – শওকত ওসমান
৭৩। তিতাস একটি নদীর নাম – অদৈত মল্লবর্মন
৭৪। নন্দিত নরকে – হুমায়ূন আহমেদ
৭৫। আমি বিরাঙ্গনা বলছি – ডঃ নীলিমা ইব্রাহীম
৭৬। জমিদার দর্পন – মীর মশাররফ হোসেন
৭৭। সংশপ্তক – শহিদুল্লাহ কায়সার
৭৮। ফেলুদা সমগ্র -সত্যজিত রায়
৭৯। কলকাতার কাছেই – গজেন্দ্রকুমার মিত্র
৮০। হাজার চুরাশির মা – মহাশ্বেতা দেবী
৮১। পল্লীসমাজ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮২। রূপমঞ্জরী- নারায়ণ সান্যাল
৮৩। আগুন পাখি- হাসান আজিজুল হক
৮৪। বিমল মিত্র- সাহেব বিবি গোলাম
৮৫। গীতাঞ্জলি- রবীন্দ্রনাথ ঠাকুর
৮৬। অগ্নিবীণা – কাজী নজরুল ইসলাম
৮৭। ঝরা পালক – জীবনানন্দ দাশ
৮৮। মতিচুর- বেগম রোকেয়া
৮৯। আলালের ঘরের দুলাল – প্যারিচাঁদ মিত্র
৯০। গোরা – রবীন্দ্রনাথ ঠাকুর
৯১। বিলেতে সাড়ে সাতশ দিন- মুহাম্মদ আব্দুল হাই
৯২। আবদুল্লাহ – কাজী ইমদাদুল হক
৯৩। আরন্যক – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৯৪। একাত্তরের দিনগুলি-জাহানারা ইমাম
৯৫। হাঁসুলি বাঁকের উপকথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-
৯৬। প্রদোষ প্রাকৃতজন – শওকত আলী
৯৭। ক্রাচের কর্নেল – শাহদুজ্জামান
৯৮। সঞ্চয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর
৯৯। উপনিবেশ – নারায়ন গঙ্গোপাধ্যায়
১০০। নুরজাহান- ইমদাদুল হক মিলন
ধন্যবাদ
সংগ্রহীত

24/05/2022

গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর (বার বার আসে)
১. দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ⇒ ১৭৬৫;
২. ছিয়াত্তরের মন্বন্তর ⇒ ১৭৭০;
৩. আমেরিকার স্বাধীনতা লাভ ⇒ ১৭৭৬ ;
৪. ফরাসি বিপ্লব ⇒ ১৭৮৯;
৫. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা ⇒ ১৮০০;
৬. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু ⇒ ১৮০১ ;
৭. ওয়াটার লুর যুদ্ধ ⇒ ১৮১৫ ;
৮. লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু ⇒ ১৮২৯;
৯. তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান ⇒ ১৮৩১;
১০. লর্ড ডাল হৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু ⇒ ১৮৫৩;
১১. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় ⇒ ১২০৪ সালে;
১২. ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠা ⇒ ১৪৫৯;
১৩. কম্ববাসের আমেরিকা আবিষ্কার ⇒ ১৪৯২;
১৪. ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার ⇒ ১৪৯৮ ;
১৫. পানি পথের ১ম যুদ্ধ ⇒ ১৫২৬;
১৬. বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন লাভ⇒ ১৫৫৬;
১৭. সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী ⇒ ১৬১০ ;
১৮. পলাশীর যুদ্ধ ⇒ ১৭৫৭ সালে;
১৯. পানি পথের ৩য় যুদ্ধ ⇒ ১৭৬১ ;
২০. বক্সারের যুদ্ধ ⇒ ১৭৬৪;
২১. লর্ড ডাল হৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ ⇒ ১৮৫৬;
২২. বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু ⇒ ১৮৫৭ সালে;
২৩. নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ ⇒ ১৮৬০;
২৪. রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ কাব্যে প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু – ১৮৬১ ;
২৫. বাংলাদেশে রেল চালু ⇒ ১৮৬২;
২৬. যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান লিটারেরি সোসাইটি ⇒ ১৮৬৩ ;
২৭. বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত ⇒ ১৮৬৫;
২৮. রোকেয়ার জন্ম ⇒ ১৮৮০;
২৯. পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান ⇒ ১৮৯৩ ;
৩০. আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু ⇒ ১৮৯৬ ;
৩১. কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম ⇒ ১৮৯৯ ;
৩২. নোবেল পুরস্কার দেওয়া শুরু ⇒ ১৯০১;
৩৩. বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী ⇒ ১৯০৫ সালে;
৩৪. মুসলীম লীগ প্রতিষ্ঠিত ⇒ ১৯০৬ সালে;
৩৫. চর্যাপদ আবিষ্কৃত ⇒ ১৯০৭ সালে;
৩৬. শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত ⇒ ১৯০৯ সালে;
৩৭. গীতাঞ্জলি প্রকাশ ⇒ ১৯১০;
৩৮.বঙ্গভঙ্গ রদ ⇒ ১৯১১ সালে;
৩৯. টাইটানিকের ডোবা ⇒ ১৯১২ ;
৪০. গীতাঞ্জলির জন্য রবীর নোবলে + যুক্তরাষ্ট্র কর্তৃক।
collected 😊

23/05/2022

#সাম্প্রতিক_গুরুত্বপূর্ণ_সাধারণ_জ্ঞান ২০২২

মুখস্থ করে ফেলুন

১। বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।
২। বঙ্গবন্ধ-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ২০২৩ সালে।
৩।বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে ২০২৬ সালে।
৩।বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে।
৪। বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথেই রয়েছে ৪টি দেশ।
৫।.মুজিববর্ষের স্মরনিকার নামঃ ‘ন্যায়কণ্ঠ’।
৬।. FAO এর ৩৬ তম সম্মেলন ২০২২ সালে অনুষ্ঠিত হবেঃ ঢাকা, বাংলাদেশ।
৭। সেন্ট মার্টিন ও এর আশেপাশের ১,৭৪৩ বর্গ কিমি এলাকাকে ‘Marine Protected Area’ (MPA) ঘোষণা করা হয়েছে। ঘোষণাকাল : ৪ জানুয়ারি, ২০২২।
৮। বঙ্গবন্ধু ও বঙ্গ বইটি লিখেছেন শাবলু শাহাবউদ্দিন ।
৮।. জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ : হাভিয়ের কাবরেরা (স্পেন)।
৯।. ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম ‘রিহলা’।
১০. ২০২২ সালের পোডাক্ট অফ দ্য ইয়ার বা বর্ষপণ্য ‘আইসিটি পণ্য ও সেবা’। ২০২১ সালে বর্ষপণ্য ছিলো ‘চামড়া ও চামড়াজাত দ্রব্য’।
১০. উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ – ৯ম।
১১. ২০৩০ সালে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে হবে – ২৪ তম।
১২. পাসপোর্ট ইনডেক্স ২০২২ সালের তালিকার শীর্ষস্থানে যৌথভাবে আছে জাপান ও সিঙ্গাপুর।বাংলাদেশ ১০৩ তম।
১৩. বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত চলচ্চিত্রের নাম – স্ফুলিঙ্গ।
১৪. Global Firepower Index-2022 বাংলাদেশ ৪৬তম। ১ম যুক্তরাষ্ট্র; সবশেষে ভুটান।
১৫. প্রথমবার মানুষের সাহায্য ছাড়া সফল অস্ত্রোপচার করেছে মার্কিন রোবট “STAR” (The Smart Tissue Autonomous Robot)
১৬. রিবা আন্তর্জাতিক পুরস্কারে ‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শ্যামনগরের ফ্রেন্ডশিপ হাসপাতাল।
১৭. আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২১ – শাহিন শাহ আফ্রিদি।

১৯. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ (অবস্থান – বোর্নিও দ্বীপে)
২০. ১০৭ দেশের সমর্থনে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজ্যুলেশন গৃহীত হয়েছে ১৭ই নভেম্বর, ২০২১
২১।বাংলাদেশে করোনার প্রথম ট্যাবলেট ‘মলনুপিরাভির’ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস (৯ নভেম্বর)। নাম – ‘এমোরিভির ২০০
২২. ১ম বার ‘Indian Ocean Rim Association’ (IORA) এর চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ।
২৩. ১২ ডিসেম্বর ২০২১ সালে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হয়েছে বাংলাদেশে। ফাইভ-জি চালু করা মোবাইল অপারেটর হলো টেলিটক।
২৪. ২০২২ সালে কপ-২৭ মিশরে এবং ২০২৩ সালে কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।
২৫. ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন সজীব ওয়াজেদ জয়।
Also read :সাধারণ জ্ঞান (বঙ্গবন্ধু স্যাটেলাইট-১) প্রশ্ন এবং উত্তর ২০২২
২৬. COP-26 জলবায়ু সম্মেলনে বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র – “নোনা জলের কাব্য” প্রদর্শিত হয়। পরিচালক– রেজওয়ান শাহরিয়ার।
২৭. বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর
– ২০১৫-১৬
২৮. গ্রীন হাউস গ্যাস নি:সরণে শীর্ষ দেশ
– চীন।
২৯। প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে ‘জাতিসংঘ জনসেবা পুরস্কার’ (UN Public Service Award) পেয়েছে ভূমি মন্ত্রণালয়।
৩০. বিশ্বে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে ‘Fintech Ecosystem Development Corporation’.
৩১. ফ্রান্সের সাথে আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ৩টি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ (১০ নভেম্বর)।
৩২. বিশ্বের প্রথম কাগজবিহীন প্রশাসন চালু করে দুবাই
২। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)—২৮ ফেব্রুয়ারি ২০২২।
৩। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।
৬। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
৭। বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ
৮। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন – রেজওয়ান শাহরিয়ার সুমিত।
৯। রেজওয়ান শাহরিয়ার সুমিত ” হীরালাল সেন পদক -২০২২” পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য
১০। ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২
১১। দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)।
১২। E-Sim=Embedded Subscriber Identity Module.
১৩। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)।
১৪। BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
১৫। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।
১৬। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
১৮। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।
১৯। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে–মিশর
২০। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত।
২১। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
২২। নিরাপদ শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড , ২য়- সংযুক্ত আরব আমিরাত , ৩য়ঃ কাতার।
বাংলাদেশের অবস্থান – ১০৫ তম।

ধন্যবাদ

19/04/2022

গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ:
৩৬টি প্রশ্ন পড়ে Done লিখুন।

০১| "মুজিব"শব্দের অর্থ?
_____উত্তরদাতা
০২| "আওয়ামী" শব্দের অর্থ কী?
_____আমজনতা
০৩| "মৌসুম"শব্দের অর্থ?
_____ঋতু
০৪| "আতাতুর্ক"শব্দের অর্থ?
_____জাতির জনক
০৫| "মোবাইল"শব্দের অর্থ?
_____ভ্রাম্যমাণ বা স্থানান্তরযোগ্যতা

০৬| "কাটরা"শব্দটি দ্বারা বুঝায়?
_____বিশ্রামাগার
০৭| "রেনেসাঁ" শব্দের অর্থ কী?
_____পুনর্জন্ম বা নবজাগরণ
০৮| "গ্লোবাল ভিলেজ"অর্থ?
_____বিশ্বগ্রাম বা বিশ্বায়ন
০৯| "আগা খান"শব্দের অর্থ?
_____সম্মানী শাসক
১০| শ্রীঘর শব্দের অর্থ?
_____জেলখানা

১১| "মধুপ" শব্দের অর্থ কী?
_____মধু পান করে যে ভ্রমর
১২| "সমুদ্র সফেন" মানে কী?
_____ফেনাময় সমুদ্র
১৩| "ফালাসিফা" শব্দের অর্থ কী?
_____দার্শনিক
১৪| "ফাজিল"শব্দের অর্থ কী?
_____পণ্ডিত বা বিদ্বান
১৫| "মুসলিম বা মুসলমান"শব্দের অর্থ?
_____আত্মসমর্পণকারী

১৬| "সাইক্লোন" শব্দের অর্থ কী?
_____সাপের কুণ্ডলী/চাকা
১৭| "কৈবর্ত" শব্দের অর্থ?
____জেলে/ধীবর বা মৎসজীবী
১৮| "ব্লাসফেমি"শব্দ দ্বারা বুঝায়?
_____ধর্মীয় অবমাননা/ধর্মনিন্দা
১৯| "কনস্টানটিনোপল" শব্দের অর্থ?
_____সম্রাট কনস্টান-টিয়াসের শহর
২০| "ককপিট" শব্দের অর্থ?
____রণক্ষেত্র

২১| "বেসাতি"শব্দের অর্থ?
____কেনাবেচা
২২| "গ্রিনপিস"হচ্ছে---?
____নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারী পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
২৩| "কার্টাগেনা প্রটোকল"হচ্ছে?
____কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
২৪| "ওয়াল্ড ওয়াচ" হচ্ছে?
____ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা
২৫| "লোহিত ও দামিনী" শব্দের অর্থ?
____লাল রং ও বিদ্যুৎ

২৬| "বাতিঘর"শব্দের অর্থ?
____জাহাজের নাবিকদের দির্কনিদেশনা দেওয়ার জন্য প্রোজ্বলিত কুণ্ডলি।
২৭| "মান্দি ও চাকমা" শব্দের অর্থ কী?
_____মানুষ
২৮| "SMOG"হচ্ছে...?2
_____দূষিত বাতাস
২৯| "IUCN"শব্দটি দ্বারা বুঝায়?
_____বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
৩০| "টর্নেডো"শব্দের অর্থ?
_____বজ্রঝড়

৩১| "সুনামি" শব্দের অর্থ?
_____বন্দরের ঢেউ
৩২| "সিডর" শব্দের অর্থ?
_____চোখ
৩৩| "আইলা" শব্দের অর্থ?
_____ডলফিন
৩৪| "রোয়ানু" শব্দের অর্থ?
_____নারকেলের ছোবড়ার আঁশের দড়ি
৩৫| "মোরা" শব্দের অর্থ?
_____সাগরের তারা

৩৬| "তিতলি" শব্দের অর্থ?
_____প্রজাপতি।

15/04/2022

✪ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ✪
☑ অসমাপ্ত আত্মজীবনী
☞ অনূদিত হয়: ১৭টি ভাষায় ( #সর্বশেষ- গ্রীক ভাষায়)
☞ প্রকাশিত হয়: ১৮টি ভাষায় (বাংলাসহ)
☑ কারাগারের রোজনামচা
☞ অনূদিত হয়: ৪টি ভাষায় ( #সর্বশেষঃ ফ্রেঞ্চ ভাষায়)
☞ প্রকাশিত হয়: ৫টি ভাষায়।
☑ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ
☞ অনূদিত হয়: ১৬টি ভাষায় ( #সর্বশেষঃ আইরিশ, স্কটিশ ও ওয়েলশ ভাষায়)
☞ প্রকাশিত হয়: ১৭টি ভাষায়।
☑ বিসিএস, প্রাইমারি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ চলমান সকল নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেনে রাখুন __

15/04/2022

চর, ভ্যালি, বন্দর, সৈকত! (বেশ গুরুত্বপূর্ণ)

1. চর মানিক – ভোলা।
2. চর জব্বার – ভোলা।
3. চর কুকরি মুকরি অবস্থিত – ভোলা।
4. চর নিউটন অবস্থিত – ভোলা।
5. চর কুকরী মুকরী--ভোলা।
6. চর জংলী--ভোলা।
7. চর নিজাম--ভোলা।
8. দুবলার চর--সুন্দরবন ।
9. দুবলার চর-- অতিথী পাখির জন্য বিখ্যাত।
10. পাটনীর চর--সুন্দরবন ।
11. চর আলোকজান্ডার—লক্ষীপুর
12. গজারিয়ার চর—লক্ষীপুর
13. নির্মল চর--রাজশাহীঃ।
14. বেহুলার চর--কুড়িগ্রামে ।
15. মুহুরীরর চর—ফেনী।
16. কৃত্রিম উপায়ে বঙ্গোপসাগরে চর জাগানো সম্ভব --ক্রস ড্যাম পদ্ধতিতে

ভ্যালি
1. বলিশিরা ভ্যালি--মৌলভিবাজার জেলায়।
2. নাপিত খালি ভ্যালি--কক্সবাজার।
3. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকে বলে – ভেঙ্গী ভ্যালী।
4. হালদা ভ্যালি অবস্থিত -- খাগরাছড়িতে।
5. সাজেক ভেলী—রাঙ্গামাটি ।

বন্দর
1. বাংলাদেশের সমুদ্রবন্দর তিনটি – চট্টগ্রাম ও মংলা, পায়রা
2. সবচেয়ে বড় সমুদ্র বন্দর – চট্টগ্রাম বন্দর ।
3. চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত –কর্ণফুলী নদীরতীরে।
4. চট্টগ্রাম সমুদ্র বন্দরের অস্তিত্ব পাওয়া যায়-খ্রিস্টপূর্ব ৪০০ বছর আগে
5. চট্টগ্রাম সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় -১৯৪৭ সালে
6. চট্টগ্রাম সমুদ্র বন্দর আরব বণিকদের কাছে- সামুন্দা, সেটগাং নামে পরিচিত ।
7. পর্তুগীজ নাবিকদের কাছে--পোর্টগ্রান্ডি নামে পরিচিত ।
8. মংলা সমুদ্র বন্দর অবস্থিত – পশুর নদীরতীরে (১৯৫০)।
9. মংলা বন্দরে জেটির সংখ্যা-- ৫টি
10. সমুদ্র বন্দর সংকেত--১১টি ।
11. প্রধান নদী বন্দর - নারায়নগঞ্জ
12. নদীবন্দর সংকেত --৪টি ।
13. এশিয়ার সবচেয়ে বৃহত্তম স্থলবন্দর কোনটি- বেনাপোল
14. সাতক্ষীরায় অবস্থিত একমাত্র স্থল বন্দর – ভোমরা
15. বিবির বাজার স্থলবন্দরটি – কুমিল্লা
16. হিলি ও বিরল স্থল বন্দর—দিনাজপুর ।
17. ধানুয়া কামালপুর স্থলবন্দর—জামালপুর ।

সৈকত
1. বিশ্বের বৃহত্তম আসমুদ্র সৈকত –কক্সবাজার সমুদ্রসৈকত।
2. যে সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সুর্যাস্তদেখা যায় –কুয়াকাটা সমুদ্র সৈকত।
3. পাথর সমৃদ্ধ ‘ইনানি বিচ’ অবস্থিত –কক্সবাজারে।
4. কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয়– সাগরকন্যা।
5. কুয়াকাটা সমুদ্র সৈকত –- পটুয়াখালী
6. কুয়কাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য--১৮কিমি।
7. কাপ্তাই হৃদ অবস্থিত – রাঙামাটিতে।

দ্বীপ
1. বৃহত্তম ব-দ্বীপ – সুন্দরবন
2. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ – বাংলাদেশ ।
3. বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ--ভোলা।
4. সাগর দ্বীপ বলা হয়--ভোলা কে ।
5. তজমদ্দিন দ্বীপ অবস্থিত--ভোলায় ।
6. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ—মহেশখালী
7. পর্তুগীজরা বসবাস করত- মনপুরা দ্বীপে (ভোলার)
8. নিঝুম দ্বীপের আয়তন—৯১ বর্গ কিমি ।
9. নিঝুম দ্বীপের পূর্ব নাম--বাউলার চর
10. ছেঁড়াদ্বীপের আয়তন--৩ বর্গকিমি ।
11. সেন্টমার্টন দ্বীপের আয়তন কত--- বর্গকিমি ।
12. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ --সেন্টমার্টিন (ছেঁড়াদ্বীপ না থাকলে)
13. সেন্টমার্টন দ্বীপের অপর নাম—নারিকেল জিঞ্জিরা ।
14. সেন্টমার্টিনের কাছে জেগে উঠা নতুন দ্বীপটির নাম --গোলাচর।
15. টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপের মাঝে অবস্থিত অংশটুকুর নাম--বাংলা চ্যানেল।
16. দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন -- ৮ বর্গ কিমি
17. ভারতের নৌবাহিনী দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে-- ১৯৮১ সালে।
18. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম-- পূর্বাশা বা নিউমুন (ভারতীয়রা বলে) ।
19. অসংখ্যা দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল কোনটি—সুন্দরবন ।READ JOB EDU

14/04/2022

✅ ১৬টি জাতীয় প্রতীক ও এগুলোর ইংরেজি নাম

১) জাতীয় পশু- রয়েল বেঙ্গল টাইগার(Royal Bengal Tiger).
২) জাতীয় পোশাক- শাড়ি ও লুঙ্গি(Shari & Lungi).
৩) জাতীয় ফল- কাঁঠাল(Jackfruit).
৪) জাতীয় গাছ- আম(Mango tree).
৫) জাতীয় পাখি- দোয়েল(Magpie).
৬) জাতীয় মসজিদ- বায়তুল মোকাররম(Baitul Mokarram).
৭) জাতীয় মন্দির- ঢাকেশ্বরী মন্দির (Dhakashawri temple).
৮) জাতীয় পানীয়- চা(Tea).
৯) জাতীয় বাদ্যযন্ত্র - দোতারা(Dotara).
১০) জাতীয় কবি- কাজী নজরুল ইসলাম(Kazi Nazrul Islam).
১১) জাতীয় খেলা- কাবাডি/হা-ডু-ডু(Kabadi/Ha-doo-doo).
১২) জাতীয় মাছ- ইলিশ (Hilsa).
১৩) জাতীয় দুর্গ- লালবাগ কেল্লা(Lalbagh fort).
১৪) জাতীয় ফুল- শাপলা(Water lily).
১৫) জাতীয় পর্বত - কেও ক্রাডং(Keo kradong).
১৬) জাতীয় সংগীত - আমার সোনার বাংলা(Amar Sonar Bangla).

Thanks for reading!

14/04/2022

➤➤ বাংলাদেশের ছোট-বড় ( বিভাগ , জেলা , থানা )
১.সবচেয়ে বড় বিভাগ-চট্টগ্রাম।
২.সবচেয়ে ছোট বিভাগ-ময়মনসিং
৩ আয়তনে বড় জেলা-রাঙামাটি।
৪. আয়তনে ছোট জেলা- নারায়নগন্জ।
৫.জনসংখ্যায় বড় জেলা-ঢাকা।
৬.জনসংখ্যায় ছোট জেলা-বান্দরবন।
৭.আয়তনে বড় থানা-শ্যামনগর (সাতক্ষীরা)
৮.আয়তনে ছোট থানা- কোতোয়ালী(ঢাকা)।
৯.জনসংখ্যায় বড় থানা-বেগমগঞ্জ (নোয়াখালী)।
১০.জনসংখ্যায় ছোট থানা- রাজস্থলী (রাঙামাটি)।
১১.বাংলাদেশের সর্ব দক্ষিণ- পশ্চিমের থানা-শ্যামনগর (সাতক্ষীরা)।
১২.বাংলাদেশের সর্ব উত্তর-পূর্বের থানা:- জকিগঞ্জ,সিলেট।
১৩.সবচেয়ে বড় গ্রাম-বানিয়াচং, হবিগঞ্জ।
১৪.সর্ব পূর্বের জেলা-বান্দরবন।
১৫.সর্ব পশ্চিমের জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
১৬.সর্ব উত্তরের জেলা-পঞ্চগড়।
১৭.সর্ব দক্ষিণের জেলা-কক্সবাজার।
১৮.সর্ব পূর্বের থানা/উপজেলা-থানচি।
১৯.সর্ব পশ্চিমের থানা-শিবগঞ্জ।
২০.সর্ব উত্তরের থানা-তেঁতুলিয়া।
২১.সর্ব দক্ষিণের থানা-টেকনাফ।
২২.সর্ব পূর্বের স্থান-আখাইন ঠং।
২৩.সর্ব পশ্চিমের স্থান-মনাকশা।
২৪.সর্ব উত্তরের স্থান-বাংলাবান্ধা।
২৫.সর্ব দক্ষিণের স্থান-ছেঁড়াদ্বীপ/সেন্টমার্টিন।
২৬.বাংলাদেশের পাদদেশীয় সমভূমি এলাকা-রংপুর ও দিনাজপুর।
২৭.সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা-৩৭.৫০মি.
২৮.সোয়াচ অব নো গ্রাউন্ড অবস্থিত- বঙ্গপসাগরে।
২৯.বাংলাদেশের ভূমি উত্তর পূর্ব দিক থেকে, দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ: ঢালু।

⇨ Md. Abdul Kaium
⇨Department of English, Dhaka College, Dhaka.

14/04/2022

➤➤ বাংলাদেশের ছোট-বড় ( বিভাগ , জেলা , থানা )
১.সবচেয়ে বড় বিভাগ-চট্টগ্রাম।
২.সবচেয়ে ছোট বিভাগ-ময়মনসিং
৩ আয়তনে বড় জেলা-রাঙামাটি।
৪. আয়তনে ছোট জেলা- নারায়নগন্জ।
৫.জনসংখ্যায় বড় জেলা-ঢাকা।
৬.জনসংখ্যায় ছোট জেলা-বান্দরবন।
৭.আয়তনে বড় থানা-শ্যামনগর (সাতক্ষীরা)
৮.আয়তনে ছোট থানা- কোতোয়ালী(ঢাকা)।
৯.জনসংখ্যায় বড় থানা-বেগমগঞ্জ (নোয়াখালী)।
১০.জনসংখ্যায় ছোট থানা- রাজস্থলী (রাঙামাটি)।
১১.বাংলাদেশের সর্ব দক্ষিণ- পশ্চিমের থানা-শ্যামনগর (সাতক্ষীরা)।
১২.বাংলাদেশের সর্ব উত্তর-পূর্বের থানা:- জকিগঞ্জ,সিলেট।
১৩.সবচেয়ে বড় গ্রাম-বানিয়াচং, হবিগঞ্জ।
১৪.সর্ব পূর্বের জেলা-বান্দরবন।
১৫.সর্ব পশ্চিমের জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
১৬.সর্ব উত্তরের জেলা-পঞ্চগড়।
১৭.সর্ব দক্ষিণের জেলা-কক্সবাজার।
১৮.সর্ব পূর্বের থানা/উপজেলা-থানচি।
১৯.সর্ব পশ্চিমের থানা-শিবগঞ্জ।
২০.সর্ব উত্তরের থানা-তেঁতুলিয়া।
২১.সর্ব দক্ষিণের থানা-টেকনাফ।
২২.সর্ব পূর্বের স্থান-আখাইন ঠং।
২৩.সর্ব পশ্চিমের স্থান-মনাকশা।
২৪.সর্ব উত্তরের স্থান-বাংলাবান্ধা।
২৫.সর্ব দক্ষিণের স্থান-ছেঁড়াদ্বীপ/সেন্টমার্টিন।
২৬.বাংলাদেশের পাদদেশীয় সমভূমি এলাকা-রংপুর ও দিনাজপুর।
২৭.সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা-৩৭.৫০মি.
২৮.সোয়াচ অব নো গ্রাউন্ড অবস্থিত- বঙ্গপসাগরে।

13/04/2022

**বাংলাদেশের* *গুরুত্বপূর্ণ* *চুক্তিসমূহ*
✅ সর্বশেষ ফারাক্কা পানিবন্টন চুক্তি কখন
স্বাক্ষরিত হয় ?
=১২ ডিসেম্বর, ১৯৯৬
✅ বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি
=১৯৭৪
কার্যকর হয় কবে?
=৬ জুন ২০১৫
✅ বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন
করে?
Ans: ২০০০
✅ ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি
স্বাক্ষরিত হয় কত
তারিখে?
Ans: ১৯৭২ সালের ১৯ মার্চ
✅ বহুল আলোচিত ‘টিফা’ চুক্তির বিষয় –
=বাণিজ্য ও বিনিয়োগ
✅ ফারাক্কা বাঁধ চালু হয় কবে?
=১৯৭৫
✅ ১৯৯৭ সালের ২ ডিসেম্বরে আমাদের
প্রধান
স্বরণীয় ঘটনা কি ?
✅: পার্বত্য চট্টগ্রাম
শান্তি চুক্তি
✅ Extradition Treaty হল –
=অপরাধী প্রত্যর্পণ চুক্তি
✅ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে
সম্পাদিত
হয় ?
= ২ ডিসেম্বর, ১৯৯৭
✅ চুক্তি অনুযায়ী বেরুবাড়ির বদলে ভারত
থেকে কোন স্থানটি বাংলাদেশের পাবার কথা ?
👉👉: তিন বিঘা
✅ উপজাতিদের প্রতিনিধি হিসেবে কে পার্বত্য
চট্টগ্রাম শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন ?
=: সন্তু লারমা
✅ ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ কার
নেতৃতে পরিচালিত হয় ?
+: মওলানা আবদুল হামিদ
খান ভাসানী
✅ পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম
শান্তিচুক্তি স্বাক্ষর করেন ?
= : জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা
✅ বাংলাদেশ-ভারত পানিচুক্তি (গঙ্গার
পানিবন্টন চুক্তি) স্বাক্ষরিত হয়েছে কবে ?
Ans: ১২ ডিসেম্বর,
১৯৯৬
✅ ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায়
স্বাক্ষরিত হয়?
=: দিল্লী
✅ কোন তারিখে ভারত-বাংলাদেশ পানি
চুক্তি কার্যকর হয়?
=: ১২ ডিসেম্বর, ১৯৯৬
✅ ফারাক্কা বাঁধ বাংলাদেশেরসীমান্ত থেকে
কত দূরে অবস্থিত?
=: ১৬.৫ কিলোমিটার

✅ এখন পর্যন্ত ফারাক্কার ওপর কয়টি চুক্তি
স্বাক্ষরিত হয়েছে ?
=৫
✅ ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি
কোথায় স্বাক্ষরিত হয়?
=: নয়াদিল্লী
✅ বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি আইনে ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর করে কবে?
=: ২৮ মে ২০১৫
✅ ভারত-বাংলাদেশ সীমানা
চিহ্নিতকরণে মুজিব
ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয় ?
=: ১৬মে ,১৯৭৪
✅ বাংলাদেশের কোন নদীর উজানে ভারত
ফারাক্কা বাঁধ নির্মান করেছে ?
=: পদ্মা
✅ বাংলাদেশ কত সালে হানা’ (হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস আসেসমেন্ট ) চুক্তি স্বাক্ষর
করে?
=: ১৯৯৮
✅ ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের
উত্তর পশ্চিমাঞ্চলে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে ?
=বন্যার প্রকোপ বৃদ্ধি
✅ ভারত-বাংলাদেশ (গঙ্গা নদীর) পানি চুক্তির
মেয়াদ
=: ৩০ বছর
সংগৃহীত

13/04/2022

🇧🇩🇧🇩🇧🇩 Admission 🇧🇩🇧🇩
✅পড়া হলে ডান লিখও

☞ প্রথম স্বাধীন জেলা -- যশোর।
☞ প্রথম সেনাবাহিনী প্রধান -- জেনারেল এমএজি
ওসমানী।
☞ প্রথম জাতীয় অধ্যাপক -- শিল্পাচার্য জয়নুল
আবেদীন।
☞ প্রথম রণতরী -- বি এন এস পদ্মা।
☞ প্রথম পতাকা উত্তলন -- ২ মার্চ ১৯৭১।
☞ প্রথম নোট (মুদ্রা) চালু হয় -- ৪ মার্চ ১৯৭২।
☞ প্রথম বিমান চালু হয় -- ৪ ফেব্রুয়ারি ১৯৭২।
☞ প্রথম বিশ্ববিদ্যালয় -- ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)।
☞ প্রথম নির্বাচন কমিশনার -- বিচারপতি মোহাম্মাদ
ইদ্রিস।
☞ প্রথম বাংলা ছায়াছবি -- মুখ ও মুখোশ (১৯৫৬)।
☞ প্রথম বিমানবাহিনী প্রধান -- একে খন্দকার।
☞ প্রথম নারী পাইলট -- কানিজ ফাতেমা রোকসানা।
☞ প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুড়া।
☞ প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম কচুবাড়ী কৃষ্টপুর
(ঠাকুরগাঁও জেলার সালন্দ ইউনিয়নের একটি গ্রাম)।
☞ প্রথম বানিজ্য জাহাজ -- বাংলার দূত।
☞ প্রথম নারী উপাচার্য -- ফারজানা ইসলাম
(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।
☞ ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী
শহীদ -- প্রীতিলতা ।
☞ প্রথম নারী এভারেস্ট জয়ী -- নিশাত মজুমদার।
☞ প্রথম নারী স্পিকার -- শিরিন শারমিন চৌধূরী।
☞ প্রথম এভারেস্ট জয়ী -- মুসা ইব্রাহিম।
…………………………………
১.বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম?
উঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
২. বাংলাদেশের বৃহত্তম ব্যাংক?
উঃ সোনালী ব্যাংক
৩. বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল?
উঃ মনিহার (যশোর)
৪. বাংলাদেশের বৃহত্তম কন্টেনার
জাহাজ?
উঃ বাংলার দূত
৫. বাংলাদেশের বৃহত্তম শহর?
উঃ ঢাকা
৬. বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর?
উঃ চট্টগ্রাম বন্দর
৭. বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র?
উঃ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র
৮. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ
কেন্দ্র?
উঃ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র
৯.বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
উঃ তিতাস, ব্রাহ্মণবাড়িয়া
১০. বাংলাদেশের বৃহত্তম হোটেল?
উঃ হোটেল সোনারগাঁও, ঢাকা
১১. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ?
উঃ তাজিংডং
১২. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়?
উঃ গারো (ময়মনসিংহ)
১৩. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ?
উঃ বৈলাম (প্রায় ৬১মিটার)
১৪. বাংলাদেশের দীর্ঘতম নদী?
উঃ মেঘনা
১৫. বাংলাদেশের প্রশস্ততম নদী?
উঃমেঘনা
১৬. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু ?
উঃ হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি:)
১৭. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু? উঃ
পদ্মা সেতু (৬.১৫ কি:মি:)
১৮. বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র
সৈকত?
উঃ কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম)

13/04/2022

⏺️ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:

🔹 আগুনের পরশমনি: হুমায়ূন আহমেদ
🔹শ্যামল ছায়া: হুমায়ূন আহমেদ
🔹জাহান্নাম হতে বিদায়: শ‌ওকত ওসমান
🔹 দুই সৈনিক: শ‌ওকত ওসমান
🔹নেকড়ে অরণ্য: শ‌ওকত ওসমান
🔹রাইফেল রোটি অওরাত: আনোয়ার পাশা
🔹নিষিদ্ধ লোবান: সৈয়দ শামসুল হক
🔹হাঙ্গর নদী গ্রেনেড: সেলিনা হোসেন
🔹মা: আনিসুল হক
🔹জোছনা ও জননীর গল্প: হুমায়ূন আহমেদ
🔹উপমহাদেশ: আল মাহমুদ
🔹ফেরারী সূর্য : রাবেয়া খাতুন
🔹কাঁটা তারের প্রজাপতি: সেলিনা হোসেন
🔹জলাঙ্গী: শ‌ওকত ওসমান
🔹নীল দংশন: সৈয়দ শামসুল হক

পড়ার শেষে ডান লিখে উৎসাহিত করবেন।

13/04/2022

✪ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ✪

☑ অসমাপ্ত আত্মজীবনী
☞ অনূদিত হয়: ১৭টি ভাষায় ( #সর্বশেষ- গ্রীক ভাষায়)
☞ প্রকাশিত হয়: ১৮টি ভাষায় (বাংলাসহ)

☑ কারাগারের রোজনামচা
☞ অনূদিত হয়: ৪টি ভাষায় ( #সর্বশেষঃ ফ্রেঞ্চ ভাষায়)
☞ প্রকাশিত হয়: ৫টি ভাষায়।

☑ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ
☞ অনূদিত হয়: ১৬টি ভাষায় ( #সর্বশেষঃ আইরিশ, স্কটিশ ও ওয়েলশ ভাষায়)
☞ প্রকাশিত হয়: ১৭টি ভাষায়।

☑ বিসিএস, প্রাইমারি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ চলমান সকল নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেনে রাখুন __

Website