Civilian's of NPI - 2022

Civilian's of NPI - 2022

নারসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল তথ্য পেতে গ্রুপ এ চোখ রাখুন

04/04/2022

Civil department এর সদ্য ভর্তি হওয়া সকল Student এর জন্য মেসেঞ্জার গ্রুপ বানানো হবে। গ্রুপ এ জইন করতে শুধু কমেন্টে গিয়ে একটা কমেন্ট করো। গ্রুপ খোলার উদ্দেশ্য পরিচয় আর সকল তথ্য + আগামী 4 বছর পরার সকল কিছুর জন্য

03/04/2022

📛 জরুরি নোটিশ 📛

আগামী ০৪ এপ্রিল পযর্ন্ত বৃদ্ধি করা হয়েছে পলিটেকনিক স্ব - শরীরে ভর্তি।

এবং আগামী ০৬ এপ্রিল থেকে অপেক্ষামান তালিকা থেকে FCFS (First Come First Service) এর মাধ‍্যমে শিক্ষার্থী নেওয়া হবে

03/04/2022

যদি লক্ষ্যে থাকে ডুয়েট তাহলে পোস্ট আপনার জন্য। ৷৷৷৷ পোস্ট ।।।।।।
💪একটুখানি ডুয়েটিয়ান 💪

হতাশা, ব্যর্থতা আর গ্লানির তিক্ত অনুভূতিগুলো যখন ঘিরে ধরে তখন ঘুরে দাঁড়ানোর জন্য সম্বল হয় একটু আশা, একটুখানি সম্ভাবনার হাতছানি। জীবনের কঠিন সময়গুলোতে তোমার মনোবল ধরে রাখতে হৃদয়ে একটুখানি সাহসের যোগানদাতা হিসেবে বারবার পাশে এসে দাঁড়ায় কেউ না কেউ। যে দুর্বলকে যোগায় শক্তি,💪
দিশেহারাকে দেখায় পথ,🧗‍♂️
অন্ধকারে জ্বালায় আলোর মশাল।

হুম, ইতিহাস সাক্ষী একেকটা ডুয়েটিয়ান একজন ডিপ্লোমা স্টুডেন্ট এর কাছে তার থেকেও বেশি কিছু ।

ডিপ্লোমার দুই একটা সেমিস্টার পার করার আগেই যখন তুমি ভাবতে শুরু করো কেন যে এসএসসি তে ভাল করার পর ও এই সেক্টরে আসলাম!!!😪😪

ঠিক তখনই তুমার ডুয়েটিয়ান ভাইটা কাধে হাতটা রেখে স্বরন করিয়ে দেয় =
" কিরে ছোট ভয় পাচ্ছিস কেন ? তোর জন্য ত ডুয়েট অপেক্ষায় বসে আছে। আর ডুয়েট তো সেরাদের সেরা "।

ঠিক তখন তুমি ভাবতে শুরু করো আমাকেও হতে হবে সেরাদের সেরা। আর তখন থেকেই তুমার মধ্যে শুরু হয় ডুয়েট তৃষ্ণা !! একটা যুদ্ধের হার না মানা সৈনিক হতে চাওয়া তুমিটা লেগে পড়ো যুদ্ধের প্রস্তুতি নিতে, সেই ৩য় সেমিষ্টার থেকেই!! 🖊️📅🖊️

বিশ্বাস করো ভাই তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে- তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য।

কখনও যদি গাজিপুর এসে রাস্তা হারিয়ে যাও, রাস্তার পাশে থাকা লিপলেট ধরে যেকোনো ডুয়েটিয়ান ভাইকে ফোন দিয়ে বলবা ভাইয়া আমি ডুয়েট ছিনতেছিনা। কোচিং এর ক্লাস ফেলে রেখে তুমাকে না চেনা সত্ত্বেও তুমাকে রিসিভ করতে ছুটে আসা ভাইটাই ডুয়েটিয়ান।
চেলেঞ্জ করে বলছি আন্তরিকতায় আমরাই সেরা। তুমার কাজ শুধু চোখ বন্ধ করে গাজীপুর চলে আসা। 🚶‍♂️🚶‍♂️🚶‍♀️
বাকিটা আমরা দেখবো।

জীবন মানে নিরন্তর ছুটে চলা.. পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া.. সংগ্রাম এবং সাফল্য – এই তো জীবন!
জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো।

তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না- পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়

কখনো হাল ছেড়ে দিও না! এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য।

ডুয়েট শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় না। হাজারটা স্বপ্ন, একটু আবেগ, কিছুটা ভালবাসা, একজন বাবার গর্ব করার জায়গা আর....
একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর বুকের বা পাশ।🚼

তাই তুমাকে বলছি, হ্যাঁ ঠিক তুমাকেই। পরিশ্রম শুরু করো আজ থেকেই। যদি এমন কিছু পেতে চাও যা আগে কখনও পাওনি তবে এমন কিছু করে দেখাও যা আগে কখনোই করোনি। গাজিপুরে তুমার অবস্থানটা নিশ্চিত করে দেখিয়ে দাও তুমি শুধু তুমার পলিটেকনিক এই বস না, দেশজুরে ছিটিয়ে থাকা পুরো ২০০+ পলিটেকনিক এর বস তুমি।

যারা এডমিশন এ আসতে ভয় পাচ্ছ তাদের বলছিঃ 🙋‍🙋‍♀️

সিংহ হয়ে জন্মে মুরগির মত আচরণ করাটা অন্যায় । তুমি পারবে। বিশ্বাস করো তুমি পারবে। আমিও পেরেছি। হতাশ হাওয়ার কিছু নেই। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি।
হুম, আবারো বলছি ডুয়েটকে শুধু হৃদয়ে লালন নয়, এর জন্য হাড়ভাঙা পরিশ্রম শুরু করো।👨‍🏫
তুমার মুল্যবান সময় টুকু ফোন আর জিএফ/ বিএফ কে নয় নিজেকে দিয়ে নিজের নামের সাথে ডুয়েটিয়ান উপাধিটা লাগাও, দেখবা হাজারো জিএফ/বিএফ তুমার পিছু নিবে।
মনোযোগ দাও নিজের কাজে, স্বপ্নে।
ইনশাআল্লাহ দেখা হবে ২০ একরের স্বপ্নের ক্যাম্পাসে।

আমার জন্য সকলে দোয়া করবেন।
নিজের সপ্ন গুলো যেনো পুরুন করতে পারি। মা বাবার মুখ যেনো উজ্জ্বল করতে পারি 😊

Mahi Alam Mihat
Civil Technology
Narsigdi Polytechnic Institute
Creator Admin(@ )

03/04/2022

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এ চান্সপ্রাপ্ত সকল নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন.... 🌹

03/04/2022

কে কোন জেলা থেকে আসছো?
আমি ঢাকা।
তোমারা?

02/04/2022

NPI civil department 1st semester students stay connected 💕 we'll inform every notice from this page

Website