Holy Cross College Admission Test Preparation
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Holy Cross College Admission Test Preparation, Education, .
For getting Gold Live Rate please download this App
App Link:
যারা হলি ক্রস কলেজে সাইন্স থেকে আর্টসে আসবে তাদের জন্য-
১. বাংলার জন্য প্রথমে ব্যাকরণ পড়ো, তারপর সময় থাকলে বাংলা ১ম গদ্য, পদ্য পড়ো। ব্যাকরণ খুঁটিয়ে পড়বে। এক্ষেত্রে নেক্সাস কলেজ ভর্তি গাইড বিজ্ঞান বিভাগেরটা অবশ্যই ফলো করবা।
২. মডেল কোশ্চেন প্র্যাক্টিস এর জন্য চাইলে পড়তে পার। তবে জরুরি না। আগে গ্রামারই পড়ো। article, preposition, right forms of verb, narration, changing sentence সহ সব টপিক পড়তে হবে। প্রতিটা গ্রামার টপিকের exception মাথায় রেখো। ইংরেজি অংশ নেক্সাস কলেজ ভর্তি গাইড বিজ্ঞান বিভাগ থেকে ফলো করলেই হবে।
৩. ম্যাথ করতেই হবে। সূত্র, মোটামুটি স্ট্যান্ডার্ড ম্যাথ লাগবে। খুবই কঠিন আসবে না আশা করি। ছোটো-খাটো, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ, বীজগণিত লাগবে। গণিত অংশ নেক্সাস কলেজ ভর্তি গাইড বিজ্ঞান বিভাগ থেকে ১০০% কমন পাবা ইনশাআল্লাহ।
৪. এক্সাম্পল, অনুশীলন অংশ সব লাগবে। ক্যালকুলেটর ছাড়া করার মতো ম্যাথ লাগবে।
৫. জিকের জন্য আলাদা কিছু করতে হবে না। সমাজ বই, SSC র মানবিকের গ্রুপ সাবজেক্টের বইগুলো পড়লেই চলবে। ফুল সিলেবাস পড়ো।
৬. প্রশ্ন কী এমসিকিউ নাকি সিকিউ আসবে সেটা কেউ বলতে পারে না। সিকিউ এলে তখন বিপদে পড়বে। সিকিউ, এমসিকিউ দুটোর জন্যই প্রস্তুতি রেখো।
৭. ৯-১০ম এর সাধারণ বিজ্ঞান পড়তে হবে। প্রশ্ন আসতেই পারে।
🔷 হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার জন্য বুক সাজেশন:
তারপর আসি হলিক্রস কলেজ ভর্তি পরীক্ষার জন্য কি কি পড়াশোনা করতে হবে। ভর্তি পরীক্ষার জন্য শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর বোর্ড বই এবং নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সংবলিত একটি গাইড বইয়ের উপর পর্যাপ্ত জ্ঞান থাকলেই ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
** হলিক্রস-এর শিক্ষকরাও একটি কথা বলেন যে বোর্ড বইয়ের বিকল্প নেই ***
তবে বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারনার জন্য অবশ্যই একটি গাইড বই দেখতে হবে সেক্ষেত্রে নেক্সাস নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি গাইডটি দেখতে পারো। বিগত বছরগুলোতে যারা নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজে চান্স পেয়েছে তাদের মধ্যে ৯০%+ শিক্ষার্থী নেক্সাস ও বোর্ড বই ফলো করেই চান্স পেয়েছে। নেক্সাস (NEXUS) - নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার জন্য বাজারের সবচেয়ে বিক্রিত বই। যেটি রকমারিতে বিগত ৫ বছর যাবত Number - 1 বিক্রিত বইয়ের অবস্থান ধরে রেখেছে। এই বইটিতে নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষার বিগত সকল বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান, অধ্যায় ভিত্তিক আলোচনা, MCQ, প্রাকটিসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও শেষে ভাইভা প্রশ্ন সমাধানসহ রয়েছে। আর এই নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই থেকেই বিগত বছরগুলোতে প্রায় শতভাগ প্রশ্নই হুবুহু কমন ছিল। আশাকরা যায় এই বছরও নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই ফলো করলে ১০০% প্রশ্নই কমন পাবেন।
🔅 বইগুলো পাওয়া যাবে রকমারিতে। অর্ডার করতে লিংকে প্রবেশ করুন।
০১। বিজ্ঞান বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189473/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-guide--science-department-
০২। বিজ্ঞান বিভাগ প্রশ্নব্যাংক লিংক: https://www.rokomari.com/book/189474/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-question-bank--department-of-science-?ref=rec_0_p_189473
০৩। বাণিজ্য বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189475/nexus-notre-dame--holicross-and-st--joseph-s-college-admission-guide-o-proshnobank--department-of-commerce-
যারা কোচিং করতে চান তাদের কলেজ ভর্তি পরীক্ষার পূর্বের এই অল্প সময়টুকুতে ঝুঁকিমুক্ত প্রস্তুতির জন্য নেক্সাসে কোচিং করতে পারেন। এটাই হবে বুদ্ধিমানের কাজ।🙂 যোগাযোগঃ ০১৮১৩৯০০৯৬৬ (ফার্মগেট)
যারা হলিক্রস, নটর ডেম ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাও শুধু তারাই ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে নিচের গ্রুপগুলোতে যুক্ত থাকতে পারো....
০১। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/240977859903885/?ref=share
০২। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/788155788340711/
০৩। নটর ডেম কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/694455844964553/
০৪। সেন্ট যোসেফ্ কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/746609533028498/
০৫। হলি ক্রস কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/580939589929716/
#শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও ।
বন্ধুদের #মেনশন করে দাও।
তোমাদের জন্যে অনেক অনেক শুভকামনা রইলো।
কোনো প্রশ্ন থাকলে COMMENT করো////
সবাই ভালো থাকবে। আশা করি তোমাদের প্রস্তুতি ভালো ভাবে নিবে।ধন্যবাদ।
#হলিক্রসকলেজভর্তি
#হলিক্রসকলেজ
#হলিক্রসকলেজভর্তিপ্রস্তুতি
🔴 নটরডেম কলেজ এডমিশন (A to Z)
প্রশ্নঃ নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হবে নাকি হাফ সিলেবাসে হবে?
উত্তরঃ ভর্তির সার্কুলার দেওয়ার আগ পর্যন্ত এই সম্পর্কে কিছুই আগে থেকে বলা যাচ্ছে না! এখন বেস্ট অপশন হচ্ছে, এসএসসি টার্গেট রেখে হাফ সিলেবাসের উপর পড়াশোনা চালিয়ে যাওয়া। এসএসসি এর পর বাকিটা চিন্তা করবা!
প্রশ্নঃ ভর্তির আবেদন কখন? কিভাবে করবো?
উত্তরঃ এসএসসি এর রেজাল্ট এর পরপরই নটরডেম কলেজের ওয়েবসাইটে ভর্তির সার্কুলার প্রকাশ করা হয়! অনলাইনে ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তির আবেদন সম্পূর্ণ করতে হবে। ভর্তির আবেদন ফি বাবদ 260 টাকা বিকাশে পেমেন্ট করতে হবে ।
আজকে মানবিক বিভাগ নিয়ে বিস্তারিত বলছি!
পরবর্তীতে কোন বিভাগ নিয়ে লিখবো কমেন্টে জানিয়ে দাও😀
প্রশ্নঃ মানবিক বিভাগে সীট সংখ্যা কত?
উত্তরঃ 400 টি।।
প্রশ্নঃ নূন্যতম কত পয়েন্ট পেলে মানবিক বিভাগে ভর্তির আবেদন করতে পারবো?
উত্তরঃ জিপিএ 3.00 ।। বিভাগ পরিবর্তন করে মানবিক বিভাগে আবেদন করতে চাইলে নূন্যতম 3.50 লাগবে।
প্রশ্নঃ মানবিক বিভাগে বেতন কত? খরচ কি খুব বেশি?
উত্তরঃ ঢাকার অন্যান্য প্রাইভেট কলেজ গুলোর তুলনামূলক নটরডেম কলেজে খরচ কম হয়! মানবিক বিভাগের ক্ষেত্রে মাসিক বেতন 1000 টাকা।
প্রশ্নঃ ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন কিরকম হয়?
উত্তরঃ MCQ & SHORT QUESTIONS
প্রশ্নঃ ভাইবা কখন? কিভাবে হয়? কি কি জিজ্ঞেস করে?
উত্তরঃ ভাইবা নিয়ে পরবর্তীতে আলাদা একটা পোস্ট করবো ইন শা আল্লাহ।
প্রশ্নঃ মানবিক বিভাগে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে?
উত্তরঃ বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বিজ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান ।
(বইয়ের কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ, কিভাবে প্রস্তুতি নিতে হবে, আগের বছর কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে এই বিষয়ে আরেকটা লিখা লিখবো ইন শা আল্লাহ।তখন বিস্তারিত জানতে পারবে।)
প্রশ্নঃ মানবিক বিভাগেও কি গণিত থেকে প্রশ্ন হয়?
উত্তরঃ হ্যা, হয়। আমাদের সময়ে বেশ কয়েকটা ছিলো।
প্রশ্নঃ ভাইয়া, দিনে কতো ঘন্টা করে পড়লে চান্স পাবো?
উত্তরঃ ভাইয়া, কতো ঘন্টা পড়তেছো ওইটা কোনো ফেক্ট না। কি পড়তেছো ওইটাই ফেক্ট। এখন টার্গেট রেখে পড়াশোনা চালিয়ে যেতে পারো। বইয়ের একদম বেসিক জিনিস গুলো ক্লিয়ার রাখো।..
তারপর আসে ভর্তির জন্য কি কি পড়াশোনা করতে হবে। ভর্তি পরীক্ষার জন্য শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর বোর্ড বই এবং নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সংবলিত একটি গাইড বইয়ের উপর পর্যাপ্ত জ্ঞান থাকলেই ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
** নটরডেম-এর শিক্ষকরাও একটি কথা বলেন যে বোর্ড বইয়ের বিকল্প নেই ***
তবে বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারনার জন্য অবশ্যই একটি গাইড বই দেখতে হবে সেক্ষেত্রে নেক্সাস নটর ডেম কলেজ গাইডটি দেখতে পারো।এটি নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার জন্য বাজারের সবচেয়ে বিক্রিত বই “নেক্সাস (NEXUS)”। এই বইটিতে নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষার বিগত সকল বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়েছে। আর এই নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই থেকেই বিগত বছরগুলোতে প্রায় শতভাগ প্রশ্নই হুবুহু কমন ছিল। আশাকরা যায় এই বছরও নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই ফলো করলে ১০০% প্রশ্নই কমন পাবা।
🔅 বইগুলো পাওয়া যাবে রকমারিতে। অর্ডার করতে লিংকে প্রবেশ করুন।
০১। বিজ্ঞান বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189473/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-guide--science-department-
০২। বিজ্ঞান বিভাগ প্রশ্নব্যাংক লিংক: https://www.rokomari.com/book/189474/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-question-bank--department-of-science-?ref=rec_0_p_189473
০৩। বাণিজ্য বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189475/nexus-notre-dame--holicross-and-st--joseph-s-college-admission-guide-o-proshnobank--department-of-commerce-
শেষ এ অতিরিক্ত আত্মবিশ্বাস বা অতিরিক্ত চিন্তা পড়া থেকে মন সরিয়ে নেয় , মনে হয় আমি সব পারি/ আমি পারি না ।
বেশি না ভেবে চেষ্টা করলে ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ।
যারা নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাও শুধু তারাই ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে নিচের গ্রুপগুলোতে যুক্ত হও....
০১। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/240977859903885/?ref=share
০২। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/788155788340711/
০৩। নটর ডেম কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/694455844964553/
০৪। সেন্ট যোসেফ্ কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/746609533028498/
০৫। হলি ক্রস কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/580939589929716/
পরবর্তীতে কোন বিভাগ নিয়ে লিখবো কমেন্ট করে জানিয়ে দাও😀
Best of luck!
2023-24
(লিখিত + মৌখিক পরীক্ষা)
#লিখিত_পরীক্ষা:-
লিখিত পরীক্ষা বোর্ড বই অথাৎ ৯-১০ এর পাঠ্যপুস্তক এর আলোকে আসবে।
প্রশ্ন MCQ+CQ(ছোট খাটো প্রশ্ন,Math, রচনা, এক কথার প্রশ্ন) উভয় ধরণের হতে পারে, আবার শুধু MCQ Type এর হতে পারে ।
পরীক্ষা মার্ক ১০০ হতে পারে
লিখিত পরীক্ষা =50
মৌখিক পরীক্ষা = 50
যে বই গুলা বেশি করে পরতে হবে :বাংলা, ইংরেজি, ICT
আর যে যে বিভাগ এ ঐ বিভাগ এর বই গুলা ভালো করে পড়বে। যেমন:
বিজ্ঞান বিভাগ : উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান
ব্যবসায় শিক্ষা বিভাগ : হিসাববিজ্ঞান,Finance
যারা এ তারা কথার Math গুলা ভালো করে দেখবে।পদার্থ&রসায়ন এর Math গুলাও দেখে আসবা যেন MCQ আকারে আসলে পার।
যারা এ তারা Finance& Accounting এর Math গুলা দেখে আসবা।
#মৌখিক_পরীক্ষা :
পোষাক: তুমি যে Dress টা পরবে তা অবশ্যই Formal dress হতে হবে। Formal pant , Formal Shirt, shoe.
কোনো ভাবে জিন্স প্যান্ট, Style করা Shirt, গেঞ্জি পড়ে আসা যাবে না।টাই না পরাই ভালো। চুল কাটিং ছোট হবে। নিচে আর একটি ছবি দেওয়া আছে
মৌখিক পরীক্ষা যা যা থাকতে পারে :-
১। তোমার নাম, মা-বাবার নাম
২। তোমার স্কুল এর নাম, স্কুল এর হেডমাস্টার এর নাম
৩।তুমি কোথায় থাকো, তোমার দেশের বাড়ি কোথায়, এবং ঐ জেলা কিসের জন্য বিখ্যাত
৪।তোমার প্রিয় Subject কোনটি, এবং ঐ subject থেকে এক দুই টা Question করতে পারে
৫।তুমি কেন Notre Dame College এ পড়তে চাও, তোমার ইচ্ছা তে নাকি বাবা মার ইচ্ছা তে পড়তে চাও
৬।কিভাবে ক্লাস রুম পরিস্কার রাখবে এবং ক্লাস এ শান্তি বজায় রাখবে
৭। বই থেকে ছোট খাটো প্রশ্ন করবে, সূত্র গুলো ধরতে পারে ( যা তোমার MCQ+CQ+ Viva এর ক্ষেত্রে লাগবে তাই ভালো করে পড়ে আসবে)
৮। তুমি ধুপমাপ কর কিনা , দেশের প্রতি এবং কলেজ এর প্রতি তোমার দায়িত্ব
৯।তুমি কি মনে কর তুমি চান্স পাবে, কলেজের সব নিয়ম কানুন মেনে চলতে পারবে
১০. নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষার জন্য বুক সাজেশন:
যাদের স্বপ্ন নটরডেম কলেজে ভর্তি হওয়া তারা ভর্তি পরীক্ষার জন্য নবম ও দশম শ্রেণীর বোর্ড বই এবং নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সংবলিত একটি গাইড বইয়ের উপর পর্যাপ্ত জ্ঞান রাখলেই ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
** নটরডেম-এর শিক্ষকরাও একটি কথা বলেন যে বোর্ড বইয়ের বিকল্প নেই ***
তবে বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারনার জন্য অবশ্যই একটি গাইড বই দেখতে হবে সেক্ষেত্রে নেক্সাস নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি গাইডটি দেখতে পারো। বিগত বছরগুলোতে যারা নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজে চান্স পেয়েছে তাদের মধ্যে ৯০%+ শিক্ষার্থী নেক্সাস ও বোর্ড বই ফলো করেই চান্স পেয়েছে। নেক্সাস (NEXUS) - নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার জন্য বাজারের সবচেয়ে বিক্রিত বই। যেটি রকমারিতে বিগত ৫ বছর যাবত Number - 1 বিক্রিত বইয়ের অবস্থান ধরে রেখেছে। এই বইটিতে নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষার বিগত সকল বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান, অধ্যায় ভিত্তিক আলোচনা, MCQ, প্রাকটিসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও শেষে ভাইভা প্রশ্ন সমাধানসহ রয়েছে। আর এই নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই থেকেই বিগত বছরগুলোতে প্রায় শতভাগ প্রশ্নই হুবুহু কমন ছিল। আশাকরা যায় এই বছরও নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই ফলো করলে ১০০% প্রশ্নই কমন পাবেন।
🔅 বইগুলো পাওয়া যাবে রকমারিতে। অর্ডার করতে লিংকে প্রবেশ করুন।
০১। বিজ্ঞান বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189473/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-guide--science-department-
০২। বিজ্ঞান বিভাগ প্রশ্নব্যাংক লিংক: https://www.rokomari.com/book/189474/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-question-bank--department-of-science-?ref=rec_0_p_189473
০৩। বাণিজ্য বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189475/nexus-notre-dame--holicross-and-st--joseph-s-college-admission-guide-o-proshnobank--department-of-commerce-
১১. যারা কোচিং করতে চান তাদের কলেজ ভর্তি পরীক্ষার পূর্বের এই অল্প সময়টুকুতে ঝুঁকিমুক্ত প্রস্তুতির জন্য নেক্সাসে কোচিং করতে পারেন। এটাই হবে বুদ্ধিমানের কাজ।🙂 যোগাযোগঃ ০১৮১৩৯০০৯৬৬ (ফার্মগেট)
বিঃদ্রঃ (কোনো প্রকার মোবাইল ফোন,high level ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, বোর্ড, অতিরিক্ত কাগজ সঙ্গে আনা যাবে না)।
যেহেতু প্রতিযোগিতা অনেক বেশি তাই সবাই তোমাদের সেরাটা দিবে,ভালো করে পড়বে।
যারা নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাও শুধু তারাই ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে নিচের গ্রুপগুলোতে যুক্ত থাকতে পারো....
০১। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/240977859903885/?ref=share
০২। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/788155788340711/
০৩। নটর ডেম কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/694455844964553/
০৪। সেন্ট যোসেফ্ কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/746609533028498/
০৫। হলি ক্রস কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/580939589929716/
#সবার_জন্য_শুভ_কামনা_রইল
🔴 SSC 2023 ব্যাচের পরীক্ষার্থীদের কলেজ ভর্তি প্রস্তুতি নিয়ে কিছু কথাঃ
আর কিছু দিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আশা করি এর জন্য তোমরা অনেক ভালো ভাবে প্রস্তুতি নিতেছ।
১) তোমরা অনেকের কাছে আগে থেকে শুনে আসছ হয়তো যে, বোর্ড বই বেশি করে পড়তে হবে। সত্যি কথা বলতে বোর্ড বই বেশি না অনেক অনেক বেশি করে পড়তে হবে। কারণ বোর্ড বইয়ের কোনো বিকল্প নেই। বিগত বছরের প্রশ্ন সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা পেতে ও শতভাগ প্রস্তুতি নিতে বোর্ড বইয়ের পাশাপাশি অবশ্যই নেক্সাস কলেজ ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ফলো করতে হবে। নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার জন্য বুক সাজেশন:
যাদের স্বপ্ন নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি হওয়া তারা ভর্তি পরীক্ষার জন্য নবম ও দশম শ্রেণীর বোর্ড বই এবং নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সংবলিত একটি গাইড বইয়ের উপর পর্যাপ্ত জ্ঞান রাখলেই ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
** নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ-এর শিক্ষকরাও একটি কথা বলেন যে বোর্ড বইয়ের বিকল্প নেই ***
তবে বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারনার জন্য অবশ্যই একটি গাইড বই দেখতে হবে সেক্ষেত্রে নেক্সাস নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি গাইডটি দেখতে পারো। বিগত বছরগুলোতে যারা নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজে চান্স পেয়েছে তাদের মধ্যে ৯০%+ শিক্ষার্থী নেক্সাস ও বোর্ড বই ফলো করেই চান্স পেয়েছে। নেক্সাস (NEXUS) - নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার জন্য বাজারের সবচেয়ে বিক্রিত বই। যেটি রকমারিতে বিগত ৫ বছর যাবত Number - 1 বিক্রিত বইয়ের অবস্থান ধরে রেখেছে। এই বইটিতে নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষার বিগত সকল বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান, অধ্যায় ভিত্তিক আলোচনা, MCQ, প্রাকটিসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও শেষে ভাইভা প্রশ্ন সমাধানসহ রয়েছে। আর এই নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই থেকেই বিগত বছরগুলোতে প্রায় শতভাগ প্রশ্নই হুবুহু কমন ছিল। আশাকরা যায় এই বছরও নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই ফলো করলে ১০০% প্রশ্নই কমন পাবেন।
🔅 বইগুলো পাওয়া যাবে রকমারিতে। অর্ডার করতে লিংকে প্রবেশ করুন।
০১। বিজ্ঞান বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189473/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-guide--science-department-
০২। বিজ্ঞান বিভাগ প্রশ্নব্যাংক লিংক: https://www.rokomari.com/book/189474/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-question-bank--department-of-science-?ref=rec_0_p_189473
০৩। বাণিজ্য বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189475/nexus-notre-dame--holicross-and-st--joseph-s-college-admission-guide-o-proshnobank--department-of-commerce-
২) বাংলা ১ম পত্রের ক্ষেত্রে মূল গল্প ও কবিতার পাশাপাশি পাঠ পরিচিতি, কবি পরিচিতি ও শব্দার্থ ভালো করে পড়তে হবে। যার ফলে এসএসসি ও এনডিসির ভর্তি পরীক্ষা দুই জায়গায় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে নেক্সাস কলেজ ভর্তি গাইড বিজ্ঞান বিভাগ ও বোর্ড বই ফলো করলেই শতভাগ প্রস্তুতি হয়ে যাবে।
৩) বাংলা ২য় পত্র অনেকের কাছে একটু বেশিই কঠিন লাগে। এর প্রধান কারণ হলো এমসিকিউ। কারণ অধিকাংশ এমসিকিউ আসে উদাহরণ থেকে। তাই অনেকেই কনফিউজড হয়ে যাই। এই কনফিউশান দূর করার জন্য বাংলা ২য় পত্রের কিছু গুরুত্বপূর্ণ টপিক ভালো ভাবে পড়তে হবে। যেমনঃ সন্ধি, সামাস, কারক, বাগধারা ইত্যাদি। আমাদের ভর্তি পরীক্ষার সময় এগুলো থেকে বেশ কয়েকটা প্রশ্ন এসেছিল। এক্ষেত্রে নেক্সাস কলেজ ভর্তি গাইড বিজ্ঞান বিভাগ ফলো করলেই শতভাগ প্রশ্ন কমন পাবা।
৪) মানবিক বিভাগে সবথেকে গুরুত্ব যেই বিষয়ে সেটা হলো ইংরেজি। কারণ মানবিক বিভাগের অনেক স্টুডেন্ট ইংরেজিতে দুর্বল থাকে। তাই ইংরেজি বেশি বেশি পড়তে হবে আর প্রাকটিস করতে হবে। যাতে ইংরেজির দূর্বলতা দূর হয়।ইংরেজির জন্য নেক্সাস কলেজ ভর্তি গাইড বিজ্ঞান বিভাগ ফলো করলেই শতভাগ প্রস্তুতি হয়ে যাবে।
৫) আইসিটি নিয়ে বলার তেমন কিছু নেই। এখন না পড়লেও হবে। কিন্তু এসএসসির পরে অবশ্যই পড়তে হবে। কারণ এনডিসির ভর্তি পরীক্ষায় এখান থেকে ভালোই প্রশ্ন আসে প্রতিবছর। আইসিটির জন্য নেক্সাস কলেজ ভর্তি গাইড বিজ্ঞান বিভাগেরটা অবশ্যই ফলো করবা।
৬) গ্রুপের বিষয় গুলো (ভূগোল, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি) ভালো ভাবে পড়ার পাশাপাশি খুব অল্প সময়ে লেখার প্রাকটিস করতে হবে। নাহলে কিন্তু পরীক্ষার সময় সব কিছু লিখে শেষ করা যায় না। (এগুলো থেকে ভর্তি এনডিসির পরীক্ষায় প্রশ্ন আসে না)
যেহেতু প্রতিযোগিতা অনেক বেশি তাই সবাই তোমাদের সেরাটা দিবে,ভালো করে পড়বে।
সবশেষে এইটাই বলবো শেষ এই কয়েকটি দিন ভালো ভাবে কাজে লাগাও। নিজের সর্বোচ্চ টুক দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল কারার চেষ্টা কর। তাহলেই দেখবে পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি তুমি তোমার স্বপ্নের জায়গায় যেতে পেরেছ। আর হ্যাঁ, সবসময় সৃষ্টি কর্তাকে স্মরণ করতে ভুলবে না ❤
যারা নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাও শুধু তারাই ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে নিচের গ্রুপগুলোতে যুক্ত থাকতে পারো....
০১। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/240977859903885/?ref=share
০২। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/788155788340711/
০৩। নটর ডেম কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/694455844964553/
০৪। সেন্ট যোসেফ্ কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/746609533028498/
০৫। হলি ক্রস কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/580939589929716/
ভুল-ত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন 🥺😄
ধন্যবাদ 💖
Requirements to get into most renowned colleges(According to last year)
1.♦️Notre Dame College
Needed GPA 5, A+ in Higher Mathematics
Success: Astonishing success in University admission tests, really good for extra curricular activities. Also Damians obtain most scholarships in HSC.
2.♦️ Dhaka Residential Model College (Morning Shift)
Overall marks needed 1240+ . That's approximately 94% for per subject.
Success: Astonishing success in HSC examination and Varsity admission tests. Best college for extra curricular activities and sports. Best High school in South Asia and obtains most scholarships in SSC .
3.♦️Dhaka Residential Model College (Day Shift)
Overall marks needed 1225+
4.♦️Adamjee Cantonment College
Overall marks needed 1220+
Success: Obtains good result in HSC examination and good for education and extra curricular activities too.
5.♦️Rajuk Uttara Model College
Overall marks needed 1215+
Success: Good for HSC examination and education.
6.♦️Dhaka College
Overall marks needed 1215-1220+
Success: Does really good in HSC examination and University admission tests.
7.♦️St. Joseph Higher Secondary School
GPA 5 needed.
Success: Good for University admission tests and extra curricular activities.
8.♦️Government Science College
1200+ marks needed
যাদের স্বপ্ন নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি হওয়া তারা ভর্তি পরীক্ষার জন্য নবম ও দশম শ্রেণীর বোর্ড বই এবং নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজ ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সংবলিত একটি গাইড বইয়ের উপর পর্যাপ্ত জ্ঞান রাখলেই ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
** নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজ-এর শিক্ষকরাও একটি কথা বলেন যে বোর্ড বইয়ের বিকল্প নেই ***
তবে বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারনার জন্য অবশ্যই একটি গাইড বই দেখতে হবে সেক্ষেত্রে নেক্সাস নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি গাইডটি দেখতে পারো। বিগত বছরগুলোতে যারা নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজে চান্স পেয়েছে তাদের মধ্যে ৯০%+ শিক্ষার্থী নেক্সাস ও বোর্ড বই ফলো করেই চান্স পেয়েছে। নেক্সাস (NEXUS) - নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার জন্য বাজারের সবচেয়ে বিক্রিত বই। যেটি রকমারিতে বিগত ৫ বছর যাবত Number - 1 বিক্রিত বইয়ের অবস্থান ধরে রেখেছে। এই বইটিতে নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষার বিগত সকল বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান, অধ্যায় ভিত্তিক আলোচনা, MCQ, প্রাকটিসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও শেষে ভাইভা প্রশ্ন সমাধানসহ রয়েছে। আর এই নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই থেকেই বিগত বছরগুলোতে প্রায় শতভাগ প্রশ্নই হুবুহু কমন ছিল। আশাকরা যায় এই বছরও নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই ফলো করলে ১০০% প্রশ্নই কমন পাবেন।
🔅 বইগুলো পাওয়া যাবে রকমারিতে। অর্ডার করতে লিংকে প্রবেশ করুন।
০১। বিজ্ঞান বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189473/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-guide--science-department-
০২। বিজ্ঞান বিভাগ প্রশ্নব্যাংক লিংক: https://www.rokomari.com/book/189474/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-question-bank--department-of-science-?ref=rec_0_p_189473
০৩। বাণিজ্য বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189475/nexus-notre-dame--holicross-and-st--joseph-s-college-admission-guide-o-proshnobank--department-of-commerce-
যারা নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাও শুধু তারাই ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে নিচের গ্রুপগুলোতে যুক্ত থাকতে পারো....
০১। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/240977859903885/?ref=share
০২। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/788155788340711/
০৩। নটর ডেম কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/694455844964553/
০৪। সেন্ট যোসেফ্ কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/746609533028498/
০৫। হলি ক্রস কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/580939589929716/
#সবার_জন্য_শুভ_কামনা_রইল
SSC পরীক্ষা ভালোভাবে শেষ করার পরের ধাপ হলো, ভালো একটা কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি গ্রহণ করা।
দেশের স্বনামধন্য কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে থাকে নানা প্রতিবন্ধকতা ও প্রতিযোগিতা, প্রতিযোগিতার এই রেসে ভালোভাবে উৎরে যেতে প্রয়োজন ভালো সহায়ক বইয়ের পাশপাশি পরিকল্পনা মাফিক পড়াশুনা।
নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষার জন্য বিষয় ভিত্তিক আলোচনা, প্রতিটি প্রশ্নের নির্ভূল সমাধান ও বিগত বছরের প্রশ্নের নিখুঁত এবং দুর্দান্ত টেকনিক সমৃদ্ধ ব্যাখ্যা নিয়ে NEXUS কলেজ ভর্তি গাইড।
নেক্সাস-এর বইগুলো পাওয়া যাচ্ছে রকমারিতে। বই অর্ডার লিংক নিচে দেওয়া হলো।
০১। বিজ্ঞান বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189473/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-guide--science-department-
০২। বিজ্ঞান বিভাগ প্রশ্নব্যাংক লিংক: https://www.rokomari.com/book/189474/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-question-bank--department-of-science-?ref=rec_0_p_189473
০৩। বাণিজ্য বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189475/nexus-notre-dame--holicross-and-st--joseph-s-college-admission-guide-o-proshnobank--department-of-commerce-
তোমরা যারা SSC পরীক্ষা দিচ্ছো, পরীক্ষা শেষে তোমাদের কাজ হবে পছন্দের কলেজে ভর্তির প্রস্তুতি নেয়া। নটরডেম, হলিক্রস এবং সেন্ট যোসেফ এই ৩টি কলেজে ভর্তি হতে চাও তোমাদের কিন্তু নিতে হবে ভালোমতো প্রস্তুতি।
কিন্তু কীভাবে তোমরা তোমাদের স্বপ্নের কলেজে ভর্তির প্রস্তুতি নিবে? এর সিলেবাস, পরীক্ষার ধরণ কোনোটাইতো তোমার জানা নেই! কি একটু চিন্তায় পড়ে গেলে? চিন্তার কোনো কারণ নেই। তোমার স্বপ্নের কলেজে ভর্তির জন্য আজই রকমারি থেকে সংগ্রহ করো নেক্সাস পাবলিকেশন্সের কলেজ ভর্তির প্রস্তুতি গাইড। কলেজে ভর্তির প্রস্তুতি গাইড অর্ডার করতে ক্লিক করো এই লিংকে- http://rokshort.com/bOu1yYOvr
🔴 SSC 2023 ব্যাচের পরীক্ষার্থীদের কলেজ ভর্তি প্রস্তুতি নিয়ে কিছু কথাঃ
আর কিছু দিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আশা করি এর জন্য তোমরা অনেক ভালো ভাবে প্রস্তুতি নিতেছ।
১) তোমরা অনেকের কাছে আগে থেকে শুনে আসছ হয়তো যে, বোর্ড বই বেশি করে পড়তে হবে। সত্যি কথা বলতে বোর্ড বই বেশি না অনেক অনেক বেশি করে পড়তে হবে। কারণ বোর্ড বইয়ের কোনো বিকল্প নেই। বিগত বছরের প্রশ্ন সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা পেতে ও শতভাগ প্রস্তুতি নিতে বোর্ড বইয়ের পাশাপাশি অবশ্যই নেক্সাস কলেজ ভর্তি গাইড ও প্রশ্নব্যাংক ফলো করতে হবে। নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার জন্য বুক সাজেশন:
যাদের স্বপ্ন নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি হওয়া তারা ভর্তি পরীক্ষার জন্য নবম ও দশম শ্রেণীর বোর্ড বই এবং নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সংবলিত একটি গাইড বইয়ের উপর পর্যাপ্ত জ্ঞান রাখলেই ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
** নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ-এর শিক্ষকরাও একটি কথা বলেন যে বোর্ড বইয়ের বিকল্প নেই ***
তবে বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারনার জন্য অবশ্যই একটি গাইড বই দেখতে হবে সেক্ষেত্রে নেক্সাস নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি গাইডটি দেখতে পারো। বিগত বছরগুলোতে যারা নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজে চান্স পেয়েছে তাদের মধ্যে ৯০%+ শিক্ষার্থী নেক্সাস ও বোর্ড বই ফলো করেই চান্স পেয়েছে। নেক্সাস (NEXUS) - নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার জন্য বাজারের সবচেয়ে বিক্রিত বই। যেটি রকমারিতে বিগত ৫ বছর যাবত Number - 1 বিক্রিত বইয়ের অবস্থান ধরে রেখেছে। এই বইটিতে নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষার বিগত সকল বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান, অধ্যায় ভিত্তিক আলোচনা, MCQ, প্রাকটিসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও শেষে ভাইভা প্রশ্ন সমাধানসহ রয়েছে। আর এই নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই থেকেই বিগত বছরগুলোতে প্রায় শতভাগ প্রশ্নই হুবুহু কমন ছিল। আশাকরা যায় এই বছরও নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই ফলো করলে ১০০% প্রশ্নই কমন পাবেন।
🔅 বইগুলো পাওয়া যাবে রকমারিতে। অর্ডার করতে লিংকে প্রবেশ করুন।
০১। বিজ্ঞান বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189473/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-guide--science-department-
০২। বিজ্ঞান বিভাগ প্রশ্নব্যাংক লিংক: https://www.rokomari.com/book/189474/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-question-bank--department-of-science-?ref=rec_0_p_189473
০৩। বাণিজ্য বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189475/nexus-notre-dame--holicross-and-st--joseph-s-college-admission-guide-o-proshnobank--department-of-commerce-
২) বাংলা ১ম পত্রের ক্ষেত্রে মূল গল্প ও কবিতার পাশাপাশি পাঠ পরিচিতি, কবি পরিচিতি ও শব্দার্থ ভালো করে পড়তে হবে। যার ফলে এসএসসি ও এনডিসির ভর্তি পরীক্ষা দুই জায়গায় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে নেক্সাস কলেজ ভর্তি গাইড বিজ্ঞান বিভাগ ও বোর্ড বই ফলো করলেই শতভাগ প্রস্তুতি হয়ে যাবে।
৩) বাংলা ২য় পত্র অনেকের কাছে একটু বেশিই কঠিন লাগে। এর প্রধান কারণ হলো এমসিকিউ। কারণ অধিকাংশ এমসিকিউ আসে উদাহরণ থেকে। তাই অনেকেই কনফিউজড হয়ে যাই। এই কনফিউশান দূর করার জন্য বাংলা ২য় পত্রের কিছু গুরুত্বপূর্ণ টপিক ভালো ভাবে পড়তে হবে। যেমনঃ সন্ধি, সামাস, কারক, বাগধারা ইত্যাদি। আমাদের ভর্তি পরীক্ষার সময় এগুলো থেকে বেশ কয়েকটা প্রশ্ন এসেছিল। এক্ষেত্রে নেক্সাস কলেজ ভর্তি গাইড বিজ্ঞান বিভাগ ফলো করলেই শতভাগ প্রশ্ন কমন পাবা।
৪) মানবিক বিভাগে সবথেকে গুরুত্ব যেই বিষয়ে সেটা হলো ইংরেজি। কারণ মানবিক বিভাগের অনেক স্টুডেন্ট ইংরেজিতে দুর্বল থাকে। তাই ইংরেজি বেশি বেশি পড়তে হবে আর প্রাকটিস করতে হবে। যাতে ইংরেজির দূর্বলতা দূর হয়।ইংরেজির জন্য নেক্সাস কলেজ ভর্তি গাইড বিজ্ঞান বিভাগ ফলো করলেই শতভাগ প্রস্তুতি হয়ে যাবে।
৫) আইসিটি নিয়ে বলার তেমন কিছু নেই। এখন না পড়লেও হবে। কিন্তু এসএসসির পরে অবশ্যই পড়তে হবে। কারণ এনডিসির ভর্তি পরীক্ষায় এখান থেকে ভালোই প্রশ্ন আসে প্রতিবছর। আইসিটির জন্য নেক্সাস কলেজ ভর্তি গাইড বিজ্ঞান বিভাগেরটা অবশ্যই ফলো করবা।
৬) গ্রুপের বিষয় গুলো (ভূগোল, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি) ভালো ভাবে পড়ার পাশাপাশি খুব অল্প সময়ে লেখার প্রাকটিস করতে হবে। নাহলে কিন্তু পরীক্ষার সময় সব কিছু লিখে শেষ করা যায় না। (এগুলো থেকে ভর্তি এনডিসির পরীক্ষায় প্রশ্ন আসে না)
🔶 যারা কোচিং করতে চান তাদের কলেজ ভর্তি পরীক্ষার পূর্বের এই অল্প সময়টুকুতে ঝুঁকিমুক্ত প্রস্তুতির জন্য নেক্সাসে কোচিং করতে পারেন। এটাই হবে বুদ্ধিমানের কাজ।
🏡 যোগাযোগ: ০১৮১৩-৯০০৯৬৬
যেহেতু প্রতিযোগিতা অনেক বেশি তাই সবাই তোমাদের সেরাটা দিবে,ভালো করে পড়বে।
সবশেষে এইটাই বলবো শেষ এই কয়েকটি দিন ভালো ভাবে কাজে লাগাও। নিজের সর্বোচ্চ টুক দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল কারার চেষ্টা কর। তাহলেই দেখবে পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি তুমি তোমার স্বপ্নের জায়গায় যেতে পেরেছ। আর হ্যাঁ, সবসময় সৃষ্টি কর্তাকে স্মরণ করতে ভুলবে না ❤
যারা নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাও শুধু তারাই ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে নিচের গ্রুপগুলোতে যুক্ত থাকতে পারো....
০১। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/240977859903885/?ref=share
০২। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/788155788340711/
০৩। নটর ডেম কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/694455844964553/
০৪। সেন্ট যোসেফ্ কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/746609533028498/
০৫। হলি ক্রস কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/580939589929716/
ভুল-ত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন 🥺😄
ধন্যবাদ 💖
💥 নটর ডেম কলেজ ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যাদের স্বপ্ন নটর ডেম কলেজে ভর্তি হওয়া তারা ভর্তি পরীক্ষার জন্য নবম ও দশম শ্রেণীর বোর্ড বই এবং নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সংবলিত একটি গাইড বইয়ের উপর পর্যাপ্ত জ্ঞান রাখলেই ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব।
** নটর ডেম কলেজ-এর শিক্ষকরাও একটি কথা বলেন যে বোর্ড বইয়ের বিকল্প নেই ***
তবে বিগত বছরের প্রশ্ন সম্পর্কে ধারনার জন্য অবশ্যই একটি গাইড বই দেখতে হবে সেক্ষেত্রে নেক্সাস নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি গাইডটি দেখতে পারো। বিগত বছরগুলোতে যারা নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজে চান্স পেয়েছে তাদের মধ্যে ৯০%+ শিক্ষার্থী নেক্সাস ও বোর্ড বই ফলো করেই চান্স পেয়েছে। নেক্সাস (NEXUS) - নটর ডেম, হলি ক্রস ও সেন্টযোসেফ কলেজ ভর্তি পরীক্ষার জন্য বাজারের সবচেয়ে বিক্রিত বই। যেটি রকমারিতে বিগত ৫ বছর যাবত Number - 1 বিক্রিত বইয়ের অবস্থান ধরে রেখেছে। এই বইটিতে নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ কলেজ ভর্তি পরীক্ষার বিগত সকল বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান, অধ্যায় ভিত্তিক আলোচনা, MCQ, প্রাকটিসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও শেষে ভাইভা প্রশ্ন সমাধানসহ রয়েছে। আর এই নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই থেকেই বিগত বছরগুলোতে প্রায় শতভাগ প্রশ্নই হুবুহু কমন ছিল। আশাকরা যায় এই বছরও নেক্সাস (NEXUS) এবং বোর্ড বই ফলো করলে ১০০% প্রশ্নই কমন পাবেন।
🔅 বইগুলো পাওয়া যাবে রকমারিতে। অর্ডার করতে লিংকে প্রবেশ করুন।
০১। বিজ্ঞান বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189473/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-guide--science-department-
০২। বিজ্ঞান বিভাগ প্রশ্নব্যাংক লিংক: https://www.rokomari.com/book/189474/nexus-notredame--hollycross-and-st--joseph-s-college-admission-question-bank--department-of-science-?ref=rec_0_p_189473
০৩। বাণিজ্য বিভাগ গাইড লিংক: https://www.rokomari.com/book/189475/nexus-notre-dame--holicross-and-st--joseph-s-college-admission-guide-o-proshnobank--department-of-commerce-
যেহেতু প্রতিযোগিতা অনেক বেশি তাই সবাই তোমাদের সেরাটা দিবে,ভালো করে পড়বে।
সবশেষে এইটাই বলবো শেষ এই কয়েকটি দিন ভালো ভাবে কাজে লাগাও। নিজের সর্বোচ্চ টুক দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল কারার চেষ্টা কর। তাহলেই দেখবে পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি তুমি তোমার স্বপ্নের জায়গায় যেতে পেরেছ। আর হ্যাঁ, সবসময় সৃষ্টি কর্তাকে স্মরণ করতে ভুলবে না ❤
যারা নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি পরীক্ষা দিতে চাও শুধু তারাই ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে নিচের গ্রুপগুলোতে যুক্ত থাকতে পারো....
০১। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/240977859903885/?ref=share
০২। নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ্ কলেজে ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/788155788340711/
০৩। নটর ডেম কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/694455844964553/
০৪। সেন্ট যোসেফ্ কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/746609533028498/
০৫। হলি ক্রস কলেজ ভর্তি প্রস্তুতি গ্রুপ: https://www.facebook.com/groups/580939589929716/
ভুল-ত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন 🥺😄
ধন্যবাদ 💖