Right choice
i am kanak an freelance marketer, i provided digital marketing course .
"প্রত্যেকটা সফল ব্যক্তির একটি ব্যর্থতার গল্প থাকে "
এই গল্প শেয়ার করার জন্য হলেও সফল হতে হবে...!
We Are FUTURENET SOLDIER
জীবনে সব থেকে খারাপ সময় হচ্ছে যখন কেউ Identity Crisis এ পড়ে..!
কে আমি..?কি পরিচয় আমার...?
সময়ের কাজ সময়ে না করলে একটা সময় পরে হাজার কাজ করেও কোনো লাভ হয় না..!
সবার সামনে যখন নিজের পরিচয় দিতে গিয়ে গলা আটকে যায়,মাথা নিচু হয়ে যায় সত্যি সেই মুহূর্তের থেকে কষ্টের মুহুর্ত আর হয় না...হতে পারে না...!
অনেকে বোঝে না...মজা করে চিল করে সময় পার করছে...বাবা-মা তো আছেই যখন যা ইচ্ছা পাচ্ছি তো..সমস্যা কোথায়..? ..নিজের কেন কিছু করতে হবে..?..কিন্তু কতোদিন...?
বাবা-মার প্রতি কোনো দায়িত্ব নেই...?ওহ হো বড় হয়নি তো তারা এখনো..!
মেয়ে হোক বা ছেলে উভয় এর ই বাবা-মার প্রতি কিছু দায়িত্ব আছে...মেয়ে বলে কিছু করবো না এটা ভাবার কি আদো কোনো যুক্তি আছে...?
সবার ই নিজের একটা পরিচয় থাকা উচিৎ... তারপর না হয় মা/মেয়ে/বোন/স্ত্রী কিংবা বাবা/ছেলে/ভাই/স্বামী...
১৮ বছর বয়সে যা করা যায় নিজের ক্যারিয়ারের জন্য ৪০ বছর বয়সে তা কখনোই সম্ভব নয়..
তাই সময় এর কাজ সময় থাকতেই করতে হয়...!
তুমি যখন সবাইকে ভালবাসতে শিখবে,
সবার কল্যাণে কাজ করে যাবে-
জীবনের প্রান্তিলগ্নে গিয়ে দেখবে মানুষের ভালবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো!
বিশ্বাস করো এরচেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতে হতে পারে না
শ্রদ্ধেয় ভাইয়া এবং আপুমনিরা জীবনে প্রেম/ভালোবাসা/বিয়ে/রিলেশন/Attraction/Emotion ছাড়া আরও অনেক কিছু আছে,,,
এই কারণেই যে কেউ টেনশন করে/মন খারাপ হয় বিষয় টা তেমন না..!
এর বাহিরেও ফ্যামিলি আছে/আত্নীয় স্বজন আছে/পাড়া-প্রতিবেশী আছে/পড়াশোনা/ক্যারিয়ার/মা-বাবার পাশে দাঁড়ানোর চিন্তা এই বিষয় গুলোও আছে..!
তাই সব সময় ওই একটা বিষয় নিয়ে পড়ে না থেকে অন্য কিছুও ভাবতে শিখুন..!
কারো সাথে দেখা হলেই বা একবার কথা হলেই তাকে প্রপোজ করে বসতে হবে এটা কেমন কথা বা কেমন ব্যক্তিত্ব..?
জীবন টা ছেলে খেলার বিষয় না..!
আর যারা এই বিষয় নিয়ে থাকতে আগ্রহী তারা তা নিয়ে ই থাকুন,যারা চায় না তাদের প্লিজ তাদের মতো করেই থাকতে দিন..!
(কেউ ব্যক্তিগত ভাবে না নিলেই ভালো হবে, আমার ব্যক্তিগত ভাবনা..)
ক্যারিয়ার শুধু মাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমেই তৈরি করা যায় না,সাথে অভিজ্ঞতারও প্রয়োজন হয়..! #
কিছু স্বপ্ন মানুষ ঘুমিয়ে দেখে,আর কিছু স্বপ্ন ঘুমাতে দেয় না,তাড়া করে বেড়ায়..!🙂
💁♀️স্বপ্ন গুলো চাইলেই পূরণ করা যায় যদি বিশ্বাস থাকে..!
এখনি সময় স্বপ্ন গুলো পূরণ করার,তাহলে ই না শান্তিতে ঘুমানো যাবে😇😇
We offer:
1) Digital marketing 💻
2) Affiliate marketing 👨💼
3) Social media promotion
4) How to earn in lakhs? 💰
And many more... That too with life time mentorship and guidance. 👩🏫
So, why wait? Hurry now!
Dm me or comment ' interested ' below to know more . 📩❤