হিজিবিজির দেশে - hijibijir deshe

হিজিবিজির দেশে - hijibijir deshe

কিছু অজানা লেখা চেনা মানুষের

13/04/2022

এই জন্য বলি তোমার নাম আমাকে দিও না।
এই জন্য বলি তোমার সঙ্গে আমাকে জরিও না।
এই জন্য বলি তোমার জন্য আমার করা সব জিনিস ভুলে যেও।

হা ভুলে যেও।

তোমাকে নিয়ে গল্প বাধবো, তোমাকে নিয়ে গল্প করব।
কোথায়ে সেই দিন গুলি? আমাকে কি দিতে পারবে কেউ?
এই অজানা পেজ এ লেখা এই কবিতা তোমাকে নিবেদন করলাম।
পরিচয় না হয়ে না এ জানলে।
এই কবিতা লেখা থাকবে এক অন্তিম দিন পর্যন্ত,
তুমি অমর হলে আমর এই ছোট নিবেদনে।

এই কথা এ বলার ছিল।

এই কবিতার কোনও নাম নেই............ ঠিক তোমার মত।
এই কবিতার কোনও ছন্দ নেই, ঠিক তোমার এই প্রেমের মত।
এই কবিতার কোনও উদ্ধেশ নেই ঠিক আমার ভালবাসার মত।

ভাল থেকো।

03/04/2022

03/04/2022

এই পেজটা খোলার আসল উদ্দেশ্য হচ্ছে আমি একজন মানুষ হিসাবে যা যা দেখি সেগুলো নিয়ে লিখবো বোঝাবো। সঙ্গে পশ্চিম বঙ্গের বাঙালি মানুষের জীবন কতটা আলাদা সেটা নিয়েও বলবো। দেখি কতটকু করতে পারি।

বাংলাদেশ এর মানুষ দেখতে পারেন কিন্তু তাদের কে উদ্দেশ্য করে কিছু আমি এখান থেকে বলবো না কখনোই। আমি সেই যোগ্য নই।

Facebook এখন খিল্লি খিস্তি করার জায়গা হয়ে গেছে কিছু group বাদ দিলে। সেটা যদি কিছুটা change করতে পারি। নিজের যতটুকু চেষ্টা হবে। ভালো লেখার আশায় যদি এই পেজ টা লাইক করেন। কিন্তু নামহিন থাকবে এই পেজে।

Twitter এ তাও কথা হয় লাইফ স্টাইল নিয়ে। মানুষের আসল জীবনের অঙ্গ টাকা কড়ি নিয়ে। যেটা বাঙালিরা একদম denial এ নিয়ে গেছে। ওটা নিয়ে কথা বললে তুমি ঘুষখোর, লোভী হয়ে যেতে পারো।

Instagram কে নিয়ে কিছু বলার থাকবে না ওটা একটা plaftorm যেটায় ছবিটাই সব কথা বলে। বড় লেখার জায়গা নেই।

Twitter ও তাই ছোট তে কতটা ভালো মত লেখা যায়, যেটা marketing এ খুব e কার্যকরী। কিন্তু কোনো বিষয়ে নিয়ে কথা বলতে গেলে সেই Facebook ই একটা platform যে কিনা space দায়ে কথা বলার।

আর আমি কোথাও নাম বলছিনা দেখি না কতটা কি নাম না জেনে মানুষ বিশ্বাস করতে পারেন। আমি কোনো সমষ্টি নই। একা একটি মানুষ এই পেজ টা সামলাবো যা মনে হবে লিখবো ছোট বড়। কিন্তু লেখার কারণ থাকবে তাতে observation থাকবে। বাংলা English মিলিয়ে সব লেখা হবে।

প্রচেষ্টা একটা কতটা করা যায়।

Website