Rejaul Haque Kawshik

Rejaul Haque Kawshik

A journalist & video creator. Covering Banking, Insurance, Capital Market,Tourism, and Financial Se

Photos from Rejaul Haque Kawshik's post 02/12/2023

ইউএসএ'র শিক্ষা ব্যবস্থায় টিএ (টিচিং এসিসটেন্ট)দের ভূমিকা অনেক। টিএর এর উপর নির্ভর করেই কোর্স অফার করে বিশ্ববিদ্যালয়। এতে উভয় পক্ষেরই লাভ। বিশ্ববিদ্যালয় খুব কম পয়সা দিয়ে এ কাজটি শেষ করাতে পারে। আর আমাদের মত টিএ'রা আমেরিকায় বিনা পয়সায় পড়ার সুযোগ পায়। সঙ্গে বোনাস হলো অভিজ্ঞতা অর্জন হয়। যা পরবর্তীতে ক্যারিয়ারে কাজ দেয়। ক্লাস পরিচালনা/গ্রেডিং/টিচিং এর ক্ষেত্রে টিএ'রা বেশ স্বাধীনতাভাবেই (কিছু ব্যতিক্রম বাদে) কাজ করতে পারেন বলে আমার কাছে মনে হয়েছে।
যাহোক, গতকাল শুক্রবার ফল-২৩ সেমিস্টারের শেষ ক্লাস ছিল। পাবলিক স্পিকিং ক্লাসের প্রায় পুরোটাই স্পিস বেজড হওয়ায় ফাইনাল এক্সাম নেই বল্লেই চলে। নামকাওয়াস্তে আগামী বুধবার আছে। তাই বলা যায় গতকালই সেমিস্টার শেষ হয়েছে। আগের দুই সেমিস্টারের মত এবারও দুটো সেকশন ছিল। এবার প্রতি সেকশনে স্টুডেন্ট ছিল ২৫ জন করে।

26/11/2023

📸 Watch this video on Facebook
https://www.facebook.com/share/r/RpL6pEd4r1pXhz86/?mibextid=D5vuiz

31/08/2023

22/07/2023

I Don't Care. কারন, আমি সততার সাথে চলি...

14/06/2023
03/05/2023
25/04/2023

আপনি কী ৩ থেকে ১২ বছরের সন্তানের পিতা বা মাতা? আপনার সন্তান কী সোশ্যাল মিডিয়া (ইউটিউব, ফেসবুক বা অন্যান্য) কিছু ব্যবহার করে/দেখে। তাহলে এই লেখা আপনার জন্য....
বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সন্তান লালন-পালন ক্রমেই কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে সন্তানদের অনলাইন ক্রিয়াকলাপ বিষয়ে অনেক পিতা-মাতাকেই উদ্বিগ্ন হতে দেখা যায়। একজন নবীন গবেষক হিসেবে দ্রুত পরিবর্তনশীল সোশ্যাল মিডিয়ার যুগে পিতামাতার সন্তান প্রতিপালনের চ্যালেঞ্জ এবং সুযোগগুলি বুঝতে চাই। এ বিষয়ে একটি গবেষণা করছি। গবেষণার প্রয়োজনে আপনার সহযোগিতা দরকার। নিচের লিংকে যেয়ে সার্ভেতে অংশ নিন। আপনার ১০ থেকে ১৫ মিনিটের সময়দান হয়ত আপনার সন্তানের জন্য কাজে লাগবে। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া হোক নিরাপদ সে কামনায় সার্ভেতে অংশ নেওয়ায় অগ্রিম ধন্যবাদ।
লিংকে ক্লিক করুন:
https://mnsu.co1.qualtrics.com/jfe/form/SV_8qP31R2KkN2rmEm

18/03/2023

To me success means effectiveness in the world, that I am able to carry my ideas and values into the world - that I am able to change it in positive ways.
Maxine Hong Kingston

25/02/2023

ভালো! ভালো!!

23/01/2023

"Music is the strongest form of magic"- Marilyn Manson

20/01/2023

দেখা হবে, কথা হবে...

’’ইউনিভার্সিটি টিচিং মেথডোলজি ইন ইউএসএ (সোশ্যাল সাইন্স অ্যান্ড আর্টস ফ্যাকাল্টি)
তারিখ: ২১ জানুয়ারি ২০২৩
রাত ৮:৩০ মি: (বাংলাদেশ সময়)

অতিথি প্যানেল:
১) অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস
সমাজ কর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

২) সাইফুল ইসলাম
সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি), বাংলাদেশ।

৩) শামছুল হক
সহকারী অধ্যাপক, কলেজ অব আর্টস অ্যান্ড সাইন্সেস, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), বাংলাদেশ।

৪) ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান
সহকারী অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

সভাপতি:
ড. একরাম উদ্দিন সুমন
মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব কম্পারেটিভ স্টাডিজ (বিআইসিএস)।

22/11/2022
21/11/2022

A Quick Overview of Bangladesh

06/08/2022

একদিন সক্রেটিসের কাছে তার এক পরিচিত লোক এসে বলল, আপনি কি জানেন আপনার বন্ধু সম্পর্কে আমি কি শুনেছি?
সক্রেটিস তেমন আগ্রহী না হয়ে বললেন, এক মিনিট থামেন।
আমাকে কিছু বলার আগে আপনাকে ছোট্ট একটা পরীক্ষা পার হতে হবে; এই পরীক্ষার নাম ‘ট্রিপল ফিল্টার টেস্ট’।
লোকটা অবাক হয়ে প্রশ্ন করল, ট্রিপল ফিল্টার!!!
এইটা আবার কি জিনিস?
সক্রেটিস বললেন, আমার বন্ধু সম্পর্কে আমাকে কিছু বলার আগে আপনি যা বলবেন তা ফিল্টার করে নেওয়া ভালো।
তিন ধাপে ফিল্টার হবে বলে আমি এটাকে 'ট্রিপল ফিল্টার টেস্ট' বলি।
প্রথম ফিল্টার হলো ‘সত্যবাদিতা/Truthfulness.
আপনি কি নিশ্চিত যে আপনি যা বলবেন তা সত্য?
লোকটা বলল, না, আমি শুধু শুনেছি জাস্ট এতটুকুই।
পুরোপুরি সত্য কিনা, তা নিশ্চিত নই।
সক্রেটিস বললেন, ঠিক আছে।
তাহলে আপনি জানেন না এটা সত্য কিনা?
এবার দ্বিতীয় ফিল্টার। এই ফিল্টারের নাম হল ‘ভালোত্ব/Goodness.
আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি ভালো কোনো বিষয়?
লোকটা একটু আমতা আমতা করে বলল,
না, ভালো নয়, খারাপ কিছু।
সক্রেটিস বললেন, তার মানে আপনি আমার বন্ধু সম্পর্কে এমন একটা খারাপ কথা বলতে এসেছেন যা আদৌ সত্য কিনা সে ব্যাপারে আপনি নিশ্চিত নন।
আচ্ছা, আপনি হয়ত এখনো পরীক্ষায় পাস করতে পারেন। কারণ তিন নাম্বার ফিল্টার বাকি আছে।
এটা হল ‘উপকারিতা/Usefulness.
আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি আমার বা আপনার কোনো উপকারে লাগবে?
লোকটি বলল, না, সেরকম না। এতে আমার বা আপনার কারোই উপকৃত হওয়ার সম্ভাবনা নেই।
সক্রেটিস তখন শান্তভাবে বললেন বেশ, আপনি যা বলতে চান তা-
সত্য না,
ভালো কিছুও না,
আবার আমার বা আপনার কোনো উপকারেও আসবে না।
তাহলে কেনইবা আমরা এসব অহেতুক কাজে সময় নষ্ট করব? We shall try to use our time truthfulness, goodness and usefulness.
চলুন, সময়টাকে একটা ভালো কাজে ব্যয় করি।
লোকটা তাই আর কিছু না বলে চলে গেল।
Source: Jennifer Cook O’Toole, The Asperkid’s (Secret) Book of Social Rules জীবনের চলার পথে দিকদর্শন ৷

15/07/2022

Feels like 41°C

09/07/2022

আসসালামুয়ালাইকুম।
ঈদ মোবারক।
তাকাবালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আপনার এবং আমাদের থেকে - আমাদের সমস্ত নেক আমল কবুল করুন), আমীন।
"তাদের গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না এবং তাদের রক্তও পৌঁছাবে না, তবে যা পৌঁছাবে তা হল তোমাদের তাকওয়া।" (আল কুরআন ২:৩৭).
কোরবানি মানে ত্যাগ , আর কোরবানি ঈদ হলো আত্মত্যাগের অনুশীলন। হিংসা, অহংকার, মিথ্যা, লোভ, জুলুম, প্রতারনা ও পশুত্বকে জবাই এর মাধ্যমে এবারের ঈদ আনন্দ হোক সমাজের সকলকে নিয়ে।

Photos from Rejaul Haque Kawshik's post 06/07/2022

গুগল বলে আমি নাকী চলতি বছরে পৃথিবীর ১১ শতাংশ অংশ ঘুরে ফেলেছি।মামা আরও বলে আমি নাকী ৫টা দেশ ও ৭৩টা শহর ঘুরেছি। যদিও পাসপোর্টে এমনকী ফেসবুকেও তার প্রমাণ নেই.....

01/05/2022

Eid Mubarak


YT: https://youtu.be/Vggd-NrURoA

30/04/2022

Happy Labour Day 2022

YT: https://www.youtube.com/watch?v=r_1w904VUGg

16/04/2022

71.عَبْد -[আব্দ] Slave (গোলাম)
72.أَهْل -[আহল] Family (দল, পরিবার)
73.يَد -[ইয়াদ] Hand (আয়ত্তে, হাত)
74.قَالَ -[ক্বলা] He said (বলেছেন)
75.كَانَ [কানা] He was

16/04/2022

66.آخِر -[আখির] Last ( শেষ)
67.جَنَّة -[জান্নাহ] Jannah (বাগান)
68.نَار -[নার] Fire ( আগুন)
69.غَيْر -[গইর] Without (ব্যতিরেকে, ব্যতীত)
70.قَلْب -[ক্বলব] Heart ( অন্তর)

14/04/2022

61.سَبِيل -[সাবিল] Way (পথ, উপায়)
62.أَمْر -[আম্র] Command (আজ্ঞা, নির্দেশ)
63.بَعْض -[বা'দ] Some (কেহ, কিছু)
64.خَيْر -[খইর] Better (উত্তম, শ্রেষ্ঠ)
65.إِلَٰه -ইলাহ

14/04/2022

56 .كَلَّا -[কুল্লা] Nay (বস্তুত)
57.لَيْسَ -[লাইসা] It is not (মতো নয়)
58.بَلَى -[বালা] Of course (নিশ্চয়ই)
59.نَعَمْ [নাআ'ম]- Yes
60.مُؤْمِن -[মু'মিন] Believer (বিশ্বাসী)

12/04/2022

51.كَمْ -[কামা] How much (কতোটুকু)
52.لَا -[লা] No (না)
53.مَا -[মা] Not (মোটেই নয়)
54.لَمْ -[লাম] Not (নয়)
55.لَنْ -[লান] Never (কখনোও না)

Videos (show all)

#snowfall
Eid Mubarak#Eidulfitr2022#eidmubarakYT: https://youtu.be/Vggd-NrURoA
Happy Labour Day 2022YT: https://www.youtube.com/watch?v=r_1w904VUGg
নৌকা ভ্রমণ। শীতলক্ষা নদী