BJYM Metiabruz Mondal 3

BJYM Metiabruz Mondal 3

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BJYM Metiabruz Mondal 3, Political organisation, .

15/04/2022

দূর হোক বিগত বছরের সব গ্লানি, শুভ হোক সবকিছু, লক্ষ্মী-গণপতির আরাধনায় সমৃদ্ধি হোক সকল ব‍্যবসার। সকলের ভালো হোক।

শুভ নববর্ষ ১৪২৯

MX Player 15/03/2022

"হিন্দুদের গায়ের চামড়া দিয়ে আমি আমার পায়ের জুতো বানাবো" - এই মহান উক্তি কে করেছিলো কেউ জানেন???

জানেন না। একজন ও বলতে পারবেন না।

এই জন্যই বাঙ্গালীকে বলা হয় আত্মবিস্মৃত জাতি।

সম্প্রতি কাশ্মীরে প্রায় তিন লক্ষ হিন্দু উদ্বাস্তুর উপর নির্মম অত্যাচারের ইতিহাস নিয়ে বিবেক অগ্নিহোত্রি তৈরি করেছেন

নিঃসন্দেহে সাধু উদ্যোগ।

কিন্তু প্রায় তিন কোটি বাঙলাভাষী হিন্দু কি ভাবে ক্রমান্বয়ে ১৯৪৭, ১৯৫৩, ১৯৬৪, ১৯৭১, ১৯৯২ - এ একে একে বাংলাদেশ থেকে নির্মম অত্যাচারিত হয়ে এদেশে পাড়ি দিলো, তা নিয়ে কি কারো মাথা ব্যাথ্যা আছে?

বাংলাদেশে 'হিন্দু জেনোসাইড' শুরু হয়েছিল ১৯৪৬ সালের ১০'ই অক্টোবর, যা এখনো চলছে।

এই নিয়ে প্রথম উদ্যোগ চোখে পড়েছিল, - চিত্রপরিচালক শ্রী মিলন ভৌমিক পরিচালিত গোপাল পাঁঠা'কে (মুখার্জি) কেন্দ্র করে নির্মিত একটি ছবি।

এরপর ডঃ মৃণাল কান্তি দেবনাথ #বাস্তুহারা নামে তাঁর নিজের জীবন নিয়েই একটি ছবি নির্মান করেছিলেন, যা কিন্তু অবশ্যই প্রত্যেক বাঙালী'র দেখা উচিৎ।

দূর্ভাগ্যবশতঃ রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ হওয়ায় এই দুটি ছবিকে কোন প্রেক্ষাগৃহে দেখাতেই দেয় নি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সারকার।

সে যাই হোক, #গোপাল_পাঁঠার আজ কি দশা হয়েছে, তা জানা না থাকলেও ম্যাক্সপ্লেয়ারে গিয়ে নিচের লিঙ্ক থেকে #বাস্তুহারা নামের সিনেমাটি এখনও বিনা পয়সায় দেখতে পারেন।.. পারেন নয়, অবশ্যই দেখবেন। সবাইকে দেখাবেন-ও...

https://www.mxplayer.in/movie/watch-bastuhara-movie-online-f2de514e553d7f30513fab040409f7ef

#বাস্তুহারা
#গোপাল_পাঁঠা

MX Player MXPlay is a video streaming service and India's Maha entertainment destination.

15/03/2022

- ভাই তুই সারাদিন ধর্ম নিয়ে এত মাতামাতি করিস কেন?
- ধর্ম নিয়ে মাতামাতি করি না তো। জেহাদী আগ্রাসন নিয়ে কথা বলি।
- যাই হোক। তাই বা করবি কেন? দুনিয়ায় চর্চা করার জিনিসের কি অভাব পড়েছে? এই আমাকে দেখ‚ এসব নিয়ে কোনো মাথাই ঘামাই না। আমার কাছে মানুষের একমাত্র পরিচয় সে মানুষ। ব্যাস।

- শুনবি কেন করি?
- হ্যাঁ!
- আচ্ছা শোন। কোরা‚ণ পড়েছিস?
- না।
- গণিমতের মাল কাদের বলে জানিস?
- না।
- দার উল হার্ব আর দার উল ইসলাম কি জানিস?
- না।
- গাজওয়া - ই - হিন্দ নিয়ে কিছু জানিস?
- না।
- ১৯৪৬ এর কলকাতার হিন্দু গণহত্যা নিয়ে কিছু পড়েছিস?
- না।
- নোয়াখালী হিন্দু গনহত্যা নিয়ে কিছু জানিস?
- না।
- 'বাবারা আমার মেয়েটা বড্ড ছোটো‚ তোমরা সবাই এক এক করে এসো - কে কাদের কেন বলেছিলো জানিস?
- না।
- যোগেন্দ্রনাথ মণ্ডলের পদত্যাগপত্র পড়েছিস?
- না।
- হুমায়ূন আজাদের পাক সার জমিন সাদ বাদ পড়েছিস?
- না।
- অধিকারী থিসিসে কমিউনিস্টরা কিভাবে দেশভাগের চক্রান্ত করেছিল তা জানিস?
- না।
- নজরুলের 'বাজিছে দামামা বাঁধরে আমামা" কবিতাটা পড়েছিস?
- না।
- শ্রদ্ধানন্দ হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানিস?
- না।
- রবীন্দ্রনাথের কালান্তর প্রবন্ধ পড়েছিস?
- না।
- মালাবার হিন্দু গনহত্যা সম্পর্কে কিছু পড়েছিস?
- না।
- সৈয়দ মুজিবুল্লার বিতণ্ডা পড়েছিস?
- না।
- মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়েছিস?
- না।
- তামাম আরব - মধ্যএশিয়া - ইরাণ থেকে কিভাবে অমুসলিমরা বিলুপ্ত হয়ে গেল তা নিয়ে কোনো ইতিহাস পড়েছিস?
- না।
- কাশ্মীরে হিন্দু গনহত্যা নিয়ে কিছু পড়েছিস?
- না।
- জিজিয়া কি জানিস?
- না।
- তোর ফ্যামিলিকে কেন বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে হয়েছে তা জানিস?
- না।

ঠিক এইজন্যেই তুই সেকুলার আর আমি তথাকথিত সাম্প্রদায়িক! কারণ আমি কোরা‚ন পড়েছি‚ ইতিহাস জেনেছি‚ পরিবারের অতীত জেনেছি আর তুই সেসবের ধারে কাছ থেকেও যাস নি।

দুটো সম্প্রদায়‚ দুটো জাতি‚ দুটো সভ্যতা কেন আলাদা তা জানতে হলে বই পড়তে হয়‚ তাদের নিজস্ব নিয়ম কানুন সম্পর্কে জানতে হয়‚ তাদের ইতিহাস জানতে হয়‚ ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়।

সবাই সমান - এইটুকু বলার জন্যে তো নিখাদ অজ্ঞতাই যথেষ্ট! :-)

কলমেঃ শ্রী সৌভিক দত্ত।

14/03/2022

"কাশ্মীর ফাইলস নিয়ে পশ্চিম বঙ্গের হিন্দুত্বাদীদের মধ্যে as usual উৎসাহের কমতি নেই। সেই সঙ্গে উপচে পড়ছে আত্ম ঘৃণাও। কিন্তু এই হিন্দুত্ববাদীদেরই ঘটি বাঙাল কচকচানিতে যত উৎসাহ দেখি তার সিকিভাগ উৎসাহও নিজেদের পূর্বমানুষের সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথন ও পুনর্কথনে দেখিনা। যদিওবা কেউ নোয়াখালী নিয়ে দুচার কথা কয়, আসাম ত্রিপুরা বিহার প্রসঙ্গে সম্পূর্ন স্পিকটি নট। আমার ধারণা পূর্ব বঙ্গের গভীর ট্রমা নিউট্রালাইজ করতেই সম্ভবত ঘটি বাঙাল দ্বৈরথের অবতারণা। খুবই সুচারু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মডেল ছিল সন্দেহ নেই। তাহলে কী কাশ্মীর ফাইলস নিয়ে এই উৎসাহও আসলে আসাম ত্রিপুরা বিহার থেকে মুখ ফিরিয়ে রাখার সোশ্যাল ইঞ্জিনি়য়ারিং কৌশল?

ওই যে হয় না, বাচ্চার খুব খিদে পেয়েছে, তার দুধ দরকার। আপনি তার মন ভুলিয়ে রাখতে হাতে একখান চোষাকাঠি ধরিয়ে দিলেন।"

Shashangka Mitro এর উপরোক্ত বক্তব্যের সাথে আমি সহমত এবং এটার কারণ হিসাবে, আমার মনে হয়, দায়ী হলো সমাজের রাজনৈতিক ইকোসিস্টেমের প্রতি নির্ভরশীলতা। বাংলার হিন্দুরা, যারা আগে লাল ইকোসিস্টেমের উপর নির্ভরশীল ছিল আজ তাদের অধিকাংশই গেরুয়া ইকোসিস্টেমের উপর নির্ভরশীল হয়ে গেছে। এই কারণেই, লাল জমানায়, সুভাস চক্কোত্তি তারাপীঠে পূজা দিয়ে, পার্টি দ্বারা তিরস্কৃত হলে আর রেজ্জাক মোল্লা হজ করতে যাওয়া নিয়ে পার্টি টুঁশব্দ না করলেও তারা সেই দ্বিচারিতা নীরবে মেনে নিতো। এখনও পশ্চিমবঙ্গে বিসর্জন বন্ধ হওয়া নিয়ে তারা সরব হলেও একই ঘটনা বিহার বা ঝাড়খন্ডে ঘটলে তারা নীরব থাকে। বাঙালী-বিহারী ভেদাভেদ করলে তাদের "হিন্দু ঐক্য" বিনষ্ট হয় কিন্তু আসামে NRC এর অজুহাতে বাঙালীদের টার্গেট করলে হিন্দু ঐক্যে কোন প্রভাব পড়েনা। বলিউডে পেট্রোডলার নিয়ে তারা খুব চিন্তিত কিন্তু IPL এ বিনিয়োগ নিয়ে তাদের মাথাব্যথা নেই কারণ ইকোসিস্টেম তাদের সেটা এখনও শেখায়নি।

আসলে বাংলার রাজনীতির দখল বরাবরই তথাকথিত উচ্চবর্ণের হাতে। এই উচ্চবর্ণের লোকেরাই মুঘলদের দরবারে মোসাহেবি করতো, ইংরেজ আমলে কেরানিগিরি করতো। রাজ অনুগ্রহে প্রতিপালিত হওয়া তাদের মজ্জায় ঢুকে গেছে। স্বাধীনতার পরেও কংগ্রেস বা কম্যুনিস্টদের নেতৃত্বে ছিল এই তথাকথিত উচ্চবর্ণের লোক। আজও দেখুন রাজ্যের সব রাজনৈতিক দলেরই অধিকাংশ নেতা হয় বামুন নয় কায়েত। বাঙালী যাদেরকে নিজেদের আইকন ভেবে নিয়েছে, উত্তম কুমার থেকে অমর্ত্য সেন, উৎপল দত্ত হোক বা শম্ভু মিত্র, এরা সবাই সেই শ্রেণীরই প্রতিনিধি। সমাজের তথাকথিত নিম্নবর্ণের প্রতিনিধি কোথায়?

বাঙালী সমাজের নেতৃত্বের ভার চলে গেছে উচ্চবর্গের ব্রাহ্মণ বা বৈশ্যের হাতে অথচ সমাজের যারা ক্ষত্রিয় শ্রেণী তারাই আজ মূলস্রোতে ব্রাত্য। এদের সবাই সমাজের নিম্নবর্গের, করুণার পাত্র। কিন্তু বাস্তব হলো যে যেকোন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই মূলত এরাই করে এসেছে। ফুরফুরার বাগদী রাজা হোক বা পূর্ব-পাকিস্তানের নমঃশূদ্র, মাটি রক্ষার লড়াই কিন্তু তথাকথিত নিম্নবর্ণজাতরাই করেছে। উচ্চবর্ণের লোকেরা এদের উপর ছড়ি ঘুরিয়েছে কিন্তু প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেয়নি। এই স্বীকৃতি দানের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারতেন বঙ্গের গেরুয়া বসনধারীরা কিন্তু, দুর্ভাগ্যবশত, তারাও সেই কাজে সম্পূর্ণ ব্যর্থ।

লক্ষ্য করে দেখুন, উত্তর প্রদেশে আগে নির্বাচন হতো জাতপাতের নিরিখে। রাজপুত নেতা রাজনাথ সিং বা ওবিসি নেতা কল্যাণ সিং সেই সমীকরণ বদলাতে পারেননি। রাম মন্দির আন্দোলনের পরেও বয়ে চলছিল সেই ধারা। এবার উত্তর প্রদেশের হিন্দুরা, জাতপাতের ঊর্ধ্বে উঠে ভোট দিয়েছে নিজেদের হিন্দু পরিচয়ের জন্যে আর মুসলমানদের ভোট একতরফা গিয়েছে সমাজবাদী পার্টির ঝুলিতে। হিন্দুদের এই ঐক্য সম্ভব হয়েছে যোগী আদিত্যনাথের মত এক গেরুয়াধারীর নেতৃত্বে। যোগী সেই নাথ সম্প্রদায়ের প্রধান যাদের পূজিত ১০০ জন সিদ্ধ পুরুষের মধ্যে ৯৪ জনই তথাকথিত নিম্নবর্গের। এই কারণেই যোগীকে যতই রাজপুত বলে প্রচার হোক, সমাজ তার মধ্যে এক সংসারত্যাগী সন্ন্যাসী দেখেছে ও গোরখনাথ মঠের মঠাধ্যক্ষ হিসাবে সকল গোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। এটাই গেরুয়ার মাহাত্ম্য।

বঙ্গের হিন্দুরা যতদিন না পর্যন্ত এই সহজ সত্যকে উপলব্ধি করে, তথাকথিত নিম্নবর্গের যোদ্ধাদের নিজেদের বলে ভাবতে পারবে ততদিন পরিস্থিতির বদল হবেনা। রাজনৈতিক ক্ষমতা হাতবদল হলেও সমাজে হিন্দুদের আধিপত্য প্রতিষ্ঠিত হবেনা। রাজনৈতিক ইকোসিস্টেম কখনও কোন জাতিকে হীনমন্যতা থেকে মুক্ত করে, তার আত্মপ্রত্যয় ফিরিয়ে দিতে পারেনা।

Maitra

Photos from BJYM Metiabruz Mondal 3's post 27/04/2021

Will miss you Sir...both of you. pawer

27/04/2021

ফল ঘোষণার পর বিজয় মিছিল বা জমায়েত করা যাবেনা, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।

আমরা সকল জেলা নেতৃত্ব এবং কার্যকর্তাগণদের উদ্দেশ্যে জানাচ্ছি কঠোর ভাবে এই নিয়ম পালন করুন। এই সময় আমরা আমাদের শক্তিকে ব্যবহার করি যারা বিপদের মধ্যে আছেন তাদের সাহায্য করে।

18/04/2021

Mota bhai rocks

28/03/2021

Turu lub🧡

27/03/2021

এই সেই মুহূর্ত যখন উনি বাংলাদেশকে আদানি আম্বানি এর কাছে বেচে দিচ্ছিলেন

25/03/2021

বাংলাদেশও এত চাড্ডি😝🤭

Photos from BJYM Metiabruz Mondal 3's post 24/03/2021

এবার কি ভিসা নিয়ে দেশের বাইরে গিয়ে এদের ক্যালাতে হবে নাকি।

19/03/2021

"প্রার্থী পছন্দ হয়নি" অজুহাতে যারা শ্যামাপ্রসাদ মুখার্জীর ছবি দেওয়া ফ্লেক্স ছিড়তে পারে...আর যাইহোক তারা আদর্শ মেনে দল করেনি কখনও..

19/03/2021

বিনা মন্তব্যে

18/03/2021

যারা বলে ব্রাহ্মণ বাদ নিপাত যাক তাদের পলিটব্যুরো তে উচ্চ বর্ণের ছড়াছড়ি ,

ফারাক একটা আছেই .. ফারাক কথাতেই হয় না ,কাজে করে দেখাতে হয় ...

প্রতিটা খেটে খাওয়া, দরিদ্র মানুষের ক্রাশ চন্দনা বাউরী।

17/03/2021

Good night....

17/03/2021

#কমিউনিস্টদের #স্ববিরোধীতার #কিছু #উদাহরণ।

(১)১৯২৫ তাসখন্দে জন্ম,ভারতে শাখা স্থাপন।তাও কত্তা বলে ভারতের কমিউনিস্ট পার্টি😜😜😜।

(২)প্রথমে মার্কস,পরে লেনিন, পরে মাও,পরে চে পাবলিক ঠিক কাকে ফলো করবে এখনো মাথা চুলকিয়ে চানাচুর হয়ে যায়🤧🙄🙄🙄🙄🙄🙄।

(৩)ক্ষুদিরাম কমিউনিস্ট ছিলেন। ক্ষুদিরামের মৃত্যু ১৯০৮, আপনাদের জন্ম কত্তা ১৯২৫। কি করে হয় বাওয়া? 😫😫😫😫😫😫

(৪)সুভাষ তোজোর কুকুর, ফ্যাসিস্টদের দালাল।১৯৩৯ এ Germanyর সাথে রাশিয়া যখন অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে তখন তাহলে নিজেদের দালাল বলে স্বীকার করেছিলেন? 🤪🤪🤪🤪🤪🤪

(৫)সাভারকর ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিলেন ( যদিও প্রমাণিত নয়)আপনাদের কথায়।তা কত্তা আপনারা কিভাবে জনযুদ্ধের নামে ভারতছাড়ো আন্দোলনের বিরোধিতা করলেন,প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সাথ দিলেন, মানবেন্দ্র বাবু নিজেই ইংরেজ বিরোধিতা থেকে সরে এসে ইংরেজদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের যুক্তি দেন!😪😪😪😪😪

(৬)ভগত আপনাদের লোক ছিলেন। আপনাদের লেখকরা সিলেবাসে কি ভাবে এতদিন পাঞ্জাবের সন্ত্রাসবাদী আন্দোলনে ভগতের নাম যুক্ত করে রেখেছিলেন? বিপান, সুমিত সরকার জবাব দিন, মরে গেলেও মাটিতে নেমে জবাব দিন😎😎😎😎। আরে কত্তা ভুলে গেছিলাম আপনারা আবার আত্মা পরমাত্মায় বিশ্বাস করেন না😝😝😝😝।

(৭)একটা কথা বুঝতে পারিনা কত্তা। গান্ধী সই না করলে ভগতের মৃত্য হতনা,নাথুরাম হাতে অস্ত্র না তুললে ভগতের প্রতি সুবিচার হতনা।আফটার অল আপনারা এখন ভগত সিং কে নিজেদের লোক বলে প্রচার করছেন। তা কত্তা নাথুরাম কিভাবে আপনাদের টার্গেট হয়? 😥😥😥😥😥আরে আরে বুঝেছি ভগত প্রেম মেকি, actually নাথুরাম 'হিন্দু' এটাই অপরাধ। তারমানে আপনাদের আইডিওলজির কাছে ভগতের মতো মানুষও তুচ্ছ🤑🤑🤑🤑।আমরা আবার এতদিন জানতুম ভগত,রাজগুরুরা দেশভক্তির গান গাইতে গাইতে মৃত্যুবরণ করেন,দেশভক্তি খাইসে কত্তা সেও তো হিন্দু জাতীয়তাবাদ, এইবার বুজসি কত্তা আপনাদের মেকি ভগত প্রেম🤔🤔🤔🤔🤔🤔🤔🤔।

(৮)বলছি কত্তা প্রথমে রাশিয়া, ৬২ তে চীনের বন্দনা করলেন, ভারতের বিপক্ষে গিয়ে। ৭৬ তে পুনরায় রাশিয়ার বন্দনা করলেন ইন্দিরা আপনাদের কথামতো সোশ্যালিস্ট কথাটি সংবিধানে ঢোকানোর জন্য। নেহেরুর বন্দনা করতেন উনি সোশ্যালিস্ট হওয়ায়। সবই চীন আর রাশিয়ার মায়া কত্তা। আর সুভাষ শ্রী চৈতন্য মহাপ্রভুর সোশ্যালিজমে বিশ্বাসী ছিলেন এবং মার্ক্সবাদের চরম বিপক্ষে ছিলেন বলে, একজন বামপন্থী হওয়া সত্ত্বেও সে আপনাদের কাছে বখাটে ছেলে😲😲😲😲 যেমনটি গান্ধী বলতেন সুভাষকে, ' সুভাষ একটি বখাটে ছেলে',আরে কত্তা সবই আইডিওলজির খেলা😜😜😜😜।

(৯)মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাবকে সমর্থন করলেন, গান্ধীকে চাপ দিতে থাকলেন জিন্নার দাবী মেনে নেওয়ার জন্য,রাস্তায় রাস্তায় ভারত ভাগ হয়ে যাতে পাকিস্তান তৈরি হয় তারজন্য লিফলেট বিলি করলেন; এখন আপনাদের সুসন্তান রা দেশ তেরে টুকরে হোগা শ্লোগান তুলছে, তারপরে আপনাদের কাছে একটাই প্রশ্নের উত্তর চাই কত্তা যার উত্তর মুই খুঁজে পাইতিসিনা কত্তা -

"জয় শ্রী রাম ধ্বনি কি করে ভারত ভাগের কথা বলে"?

#স #ন্দী #প।

17/03/2021

কফি হাউসে দেখলাম কচি ভামেরা স্লোগান দিয়েছে "এই বাংলা ক্ষুদিরামের, নাথুরামের নয়"। আচ্ছা ওরা কি এটা জানে যে উনি যে অনুশীলন সমিতির সভ্য ছিলেন, সেই একই সমিতির আর একজন সক্রিয় সদস্য ছিলেন ডক্টর কেশব বলিরাম হেগড়েওয়ার যাঁর হাত ধরেই জন্ম নিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ? ওহে অকালকুষ্মাণ্ডর দল তোমরা কি এটা জানো যে অনুশীলন সমিতিতে বিপ্লবীদের যোগদান করার মুহূর্তে মা কালীসহ অন্যান্য দেবদেবীর পুজো করে, বুকের রক্ত দিয়ে শপথ গ্রহণ করতে হতো, এবং সেখানে অহিন্দুদের যোগদান নিষিদ্ধ ছিলো? তোমরা কি এটা জানো অনুশীলন সমিতির আদর্শগত ভিত্তির মূলে ছিলো হিন্দু জাতীয়তাবাদ? তাহলে ক্ষুদিরামের নাম নেওয়ার সময়ে ওনার আদর্শ কি অনুসরণ করবে এই সকল অকালকুষ্মাণ্ড অশিক্ষিতর দল?

17/03/2021

দুঃস্থ অন্নদাতারা এসেছে রাজ্যে... তাও অবার জিপসি নিয়ে ।।
ফ্যাসিস্ট মুদি কালা কৃষি কানুন হঠাও... ✊✊

16/03/2021

আহত বাঘ নরখাদক হয়

নরখাদক হইতে সাবধান

Photos from BJYM Metiabruz Mondal 3's post 15/03/2021

Yuva team meet with METIABRUZ Bidhansabha canditate.

Photos from BJYM Metiabruz Mondal 3's post 05/03/2021
05/03/2021
Photos from BJYM Metiabruz Mondal 3's post 26/01/2021

নেতাজি সুভাষ চন্দ্র বসুর 125তম জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা মেটিয়াবৣজ মন্ডল 3 এর আয়োজিত রক্ত দান শিবির।উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ।

Videos (show all)

Mota bhai rocks

Website