Axon Doctors Academy

Axon Doctors Academy
01/03/2024

আসসালামু আলাইকুম ডিপ্লোমা পরীক্ষার্থী ভাইয়া/আপুরা।

আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং পরীক্ষার ভালোমত প্রিপারেশন নিয়েছেন।আমরা একেবারেই আমাদের কোর্সের শেষ প্রান্তে এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ।

শেষ সময়ে বেশি বেশি রিভিশন দেওয়া এবং কমন টপিকগুলো বারবার পড়ার অনুরোধ থাকবে।

হয়তো ভালো লাগবে না।এক ঘেয়ে লাগবে।এক কাপ কফি খেয়ে পুনরায় শুরু করে দিন। দিনশেষে কমন টপিক থেকেই প্রশ্ন আসবে এবং যাদের মুখস্ত থাকবে তারায় চান্স পাবেন।আর আনকমন টপিক সবার জন্যই আনকমনই থাকবে।

সবার জন্য Axon Doctors Academy এর পক্ষ থেকে শুভকামনা সবসময়।

রেজাল্ট জানাতে ভুলবেন না।
আশা করি আনন্দগুলো আমরা একসাথে ভাগাভাগি করে নিব এবং ছোট্ট প্রোগ্রামের আয়োজন করব।

আপনাদেরকে পাশে পেয়ে Axon Doctors Academy গর্বিত।

20/02/2024

থার্ড ইয়ার + ফোর্থ ইয়ারের সাথে অপূর্ব সমন্বয় আমাদের Pathology কোর্স।

প্রথম ধাপে পোস্ট গ্রাজুয়েশনের সাথে মিল রেখে আই প্যাডে ক্লাস নেওয়া হয়।

দ্বিতীয় ধাপে মেইন বইটাও দাগিয়ে দেওয়া হয়।

আজকে পর্যন্ত 1k Discount আছে।হেসিটেশন ছাড়াই এনরোল করে ফেলো।অনারিয়াম ফেরত নেওয়ার সুযোগও আছে।তাহলে আর চিন্তা কিসের।

প্রথম ক্লাস পহেলা মার্চ!

Pathology নিয়ে প্রফ এবং পোস্ট গ্রাজুয়েশনের টেনসন কাটাতে এনরোল করে ফেলো।আর বিস্তারিত জানতে কমেন্ট/ ইনবক্সে জানাও।

Photos from Axon Doctors Academy's post 17/02/2024

দুইটা পোস্ট একসাথে দিলাম।হাতে একটু সময় কম।ক্লাসের মাঝে পোস্ট দিচ্ছি...

আমরা মোটামুটিভাবে সফল আলহামদুলিল্লাহ।
ঠিক এই কাজটাই আমরা করতে চাই।

যেই পড়াটা তুমি আন্ডার গ্রাজুয়েটে পড়ো সেই একই পড়া পোস্ট গ্রাজুয়েশনে পড়তে হয়।পড়ার পাশপাশি শুধু জেনে গেলেই হয় কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসছে।

তাহলে ইন্টার্নীর পরে তোমাকে অথৈ সাগরে পড়তে হবে না।কথাটা মেনে চলো এবং গ্রুপটাকে ফলো করে একদিন আমাকে খুঁজে তুমি মিষ্টি মুখ করায় যাবা।এটুকু বিশ্বাস তোমার না থাকলেও আমার আছে।

শুধু একটু চিন্তার পার্থক্য এবং পড়ার একটু স্টাইল চেঞ্জের কারণে তুমি অন্যদের তুলনায় অনেক এগিয়ে যাবা।বড় ভাইদের পিছনে পিছনে ক্যারিয়ার বিষযক প্রশ্ন নিয়ে ঘুরতে হবে না ইনশাআল্লাহ।

আর দ্বিতীয় বিষয়টা হল Congratulations I.B. Ismail Hossain ভাইয়াকে আমাদের গ্রুপের একেবারে প্রথম থেকে আমাদের সাথে থেকে অনুপ্রেরণা সাহস যুগিয়ে ছিল।কখনো ছেড়ে যায় নি।

সে এখন থেকে 2nd And 3rd Phase Co-ordinator হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

শুভকামনা সবসময় তোমার জন্য।Axon ও তোমার পাশে থাকবে ইনশাআল্লাহ।

Photos from Axon Doctors Academy's post 16/02/2024

অনেক ধন্যবাদ সীমান্ত ভাইয়াকে।

প্রতিযোগিতা শুরু হয়ে গেল।
আল কোরআনের আয়াত দিয়েই ❤️

প্রথমে মেনশন কাউন্ট হবে।প্রতিযোগী নিজেও মনেশন করতে পারবেন।অন্যান্যও মেনশন করে তাকে জিতিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ।

এরপরে অন্যান্যদের কমেন্ট তারপরে লাইক।

আমরা Art,Quran Recitation,Islamic Nasheed and Photography ৪ টা ক্যাটাগরিতে ৪ জন পুরস্কৃত করব ইনশাআল্লাহ।

Davidson's,Bailey and Love Or equivalent যেকোন কিছু নিতে পারবা ইনশাআল্লাহ।

শুভকামনা সীমান্ত ভাইয়ার জন্য।বিস্তারিত কমেন্ট সেকশনে চেক করো।

14/02/2024

জীবন আপনাকে কোন কোন সময় অবিরাম কষ্ট দিবে, দুঃখ দিবে, পাহাড়সম না পাওয়ার বেদনা দিয়ে ঘিরে রাখবে।

এভাবে আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেন আপনার দেয়ালে পিঠ ঠেকে যায়। আপনাকে এমনভাবে মোচড়াবে যেন আপনি ভেঙ্গে পড়েন।

কিন্তু, এই সময়ে যদি ধৈর্য্য ধারণ করতে পারেন এবং দয়াময়ের কাছে সাহায্য চাইতে থাকতে পারেন। দেখবেন, আপনার সাহায্য করার জন্য কেউ না কেউ কাছে থাকবে। এমনও হতে পারে, আপনি যার কাছে সাহায্য কখনও আশা করেন নি, তার কাছ থেকেই সবচেয়ে সঙ্গীন মূহুর্তের সহযোগিতা পেয়েছেন।

এভাবে দীর্ঘ পরীক্ষার মধ্য দিয়ে আপনি যদি উত্তীর্ণ হতে পারেন, মনে হবে এক একটা ঘটনা হচ্ছে এক একটি piece of puzzle। যে ঘটনাগুলো আপনার কাছে আপাত কষ্টের মনে হচ্ছিল, আসলে তা ছিল আপনাকে গড়ে নেয়ার জন্য তাঁর পরিকল্পনা। যে না পাওয়ার মধ্য দিয়ে আপনি গিয়েছেন, তা ছিল কোন কঠিন সময়ের অল্পে তুষ্ট থাকার ট্রেইনিং।

অতএব, চলুন হতাশ না হই। হতাশা প্রাণশক্তিকে নষ্ট করে দেয়। কখনও হতাশা চলে আসলে, ফুটপাতে গভীর ঘুমে নিমগ্ন মানুষটার দিকে তাকান, ছেড়া স্যান্ডেলের ঠেলাগাড়ি ওয়ালার পায়ের দিকে দেখুন, কয়েক হাজার টাকা বেতনের বৃদ্ধ দাড়োয়ানের দিকে দৃষ্টি দিন।

আপনি এই পোস্ট পড়ছেন। সুতরাং, আপনি তাদের চেয়ে অন্তত ভাল আছেন।

প্রজ্ঞাময় আমাকে আপনাকে যে কাঠিন্যের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, হয়ত তা একটি বিরাট সাফল্যের দিকে নিয়ে যাবার পরিকল্পনারই অংশ। হোক তা এপারে বা ওপারে।
Abdullah Saeed Khan

14/02/2024

MBBS কোর্সের ৫ বছরের পরীক্ষার হিসাব -

🔷 1st prof -
Anatomy item =93
physiology item =49
Bio chemistry item=32
total item=174
card+ term+practical +viva+ospe=54
1st prof exam. written +viva+practical+ospe=18
Total exam in 1st 1.5 yr( 174+54+18)= 246

🔷 2nd prof+ 3rd prof -
microbiology item=70
pharmacology item=40
pathology item. =70
community medicine =35
Forensic medicine =43
total item.=258
term exam.( writer+viva +ospe+practical) =54
2nd prof exam=23
Total exam
in 3rd and 4th yr(258+54+25)= 337

🔷 Final prof(5th yr)
item total around 200
pre prof=32
Final prof =32
Total = 264
TOTAL exam in 5 yrs=(246+335+264)
=845
এছাড়া ward final, block final, year final) exam এর সংখ্যা medical college ভেদে ভিন্ন ভিন্ন
প্রতিটি পরীক্ষাতে ৬০% নম্বর নিয়ে পাস করতে হয়।
ফেল করলে সংখ্যা আরো বাড়তে থাকে।
৮৪৫ টি পরীক্ষায় প্রতিটাতে ৬০% পেয়ে পাস করে নামের আগে Dr. বসে, এমনি এমনিতেই বসে না। "

এতো পড়া নিয়ে চিন্তিত?
পাশে আছি আমরা Axon ❤️

14/02/2024

বিসিএস পরীক্ষায় ডাক্তারদের জন্য সবচেয়ে কঠিন ধাপটি হল প্রিলিমিনারি পরীক্ষা৷ ৪৫ তম বিসিএস এ ডাক্তার দের জন্য পোস্ট ছিল ৮৯১ ( হেলথ ৪৫০+ ফ্যামিলি প্লানিং ৪৪১)। কিন্তু প্রিলি পাসই করেছে ৫৯১ জন৷ সুতরাং ডাক্তারদের জন্য প্রিলি টেকাটাই চ্যালেন্জিং, একই সাথে এটা ক্যাডার হওয়ার জন্য একটি বড় সুযোগ ও বটে৷

বিগত ২ টি বিসিএস এ প্রিলির কাট মার্ক ১২০+, সুতরাং আপনাকে ১৩০+ এর টার্গেট নিয়ে পডতে হবে আসলে৷ আর প্রিলির ব্যাপারে আমার মনে হয় স্ট্রং জোন উইক জোন টার্গেট না করে পড়ে ২০০ মার্কেরই প্রিপারেশন নেওয়া উচিত৷ আপনি অবশ্যই ম্যাথ, মেন্টাল এবিলিটি, বিজ্ঞান, ইংলিশ গ্রামার, কম্পিউটার টা্গেট করবেন তার মানে এই নয় যে আপনি নৈতিকতা, ভূগোল, সাধারণ জ্ঞান, ইংলিশ লিটারেচার কে কম গুরুত্ব দিবেন৷ এগুলো ও আপনাকে স্ট্রাটেজিক্যালি পড়তে হবে৷ কারন ৪৫ তম বিসিএস এ বিজ্ঞান, কম্পিউটার, বাংলা সাহিত্য অত্যন্ত কঠিন ছিল৷ সেখানে ভূগোল , নৈতিকতা, সাধারণ জ্ঞান দিয়ে সহজ ছিল যা দিয়ে কাভার করতে হইছে৷ এ বছর হয়ত আবার ম্যাথ, মেন্টাল, সাধারণ জ্ঞান কঠিন হতে পারে৷ সেক্ষেত্রে আপনাকে ২০০ মার্কেরই প্রিপারেশন স্ট্রাটেজিকালি নিতে হবে৷

আগামি কয়েক দিন ধারাবাহিক ভাবে প্রতিটি বিষয়ের প্রস্তুতি কৌশল নিয়ে পোস্ট করা হবে ইনশাআল্লাহ৷ আগামি কাল বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পোস্ট করা হবে ইনশাআল্লাহ।

13/02/2024

অনেক তো হল ক্লাস কিংবা একাডেমিক পোস্ট দেওয়া।এবার গ্রুপে একটু ভালো,দৃষ্টিনন্দন বিষয় থাকুক।আমরা আমাদের প্রতিভাগুলো বের করে ফেলি।

১৫ তারিখ থেকে শুরু হচ্ছে...
1. Axon Art Competition
2. Axon Holy Quran Recitation
3. Axon Islami Nasheed Competition

তিনটা ক্যাটাগরিতে আমরা ৩ জনকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ।

অংশ গ্রুহণ করতে ইচ্ছুক হলে....

১. পোস্টের উপরে হ্যাশট্যাগ দাও কোনটাতে অংশ নিচ্ছো।

২.মেডিকেল রিলেটেড যেকোন ছবিই একে,যেকোন সুরা কিংবা আয়াত তেলাওয়াত করে রেকর্ড করে কিংবা যেকোন ইসলাম নাশিদ রেকর্ড করে গ্রুপে আপলোড করা যাবে।

৩. সর্বোচ্চ সংখ্যক মেনশন,কমেন্ট এবং লাইকের উপর ভিত্তি করে বিজয়ী নির্ধারিত করা হবে।

অংশগ্রহণ না করলে আমার টাকাগুলো বেঁচে যাবে...😁

শুরু করো আজই....

গোপন কথা হল ব্যস্ততার কারণে গ্রুপে পোস্ট করা হচ্ছে না।৮ তারিখের পরে ব্যস্ততা কমবে।ততদিন পর্যন্ত প্রতিযোগিতা চলুক।

দেখা হবে বিজয়ে।মেডিসিন সার্জারী FCPS Part-1 এর অফারের মাত্র ১ দিন বাকি।

12/02/2024

ডিপ্লোমা পরীক্ষার আর বেশিদিন সময় নাই।

আমাদের সেকেন্ড টাইম রিভিশন চলছে আলহামদুলিল্লাহ।শুকরিয়া যে আমরা ভালোমত শেষ করতে পেরেছি।

বিগত নভেম্বরের ফার্মাকোলজির প্রশ্ন এনালাইসিস করে দেখা গেছে.....

১. Autonomic Pharmacology থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে।তাই ANS এর সাথে আপনারা General অংশে বেশি গুরুত্ব দিন।আশা করি প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা বাড়বে।( ছবিতে General Pharmacology এর সব Mnemonics এক সাথে দিয়ে দিলাম।আশা করি কাজে লাগবে ইনশাআল্লাহ)

২. Anti -HTN,Anti-DM,Anti-TB, এবং Antibiotics থেকে দ্বিতীয় বেশি সংখ্যক বেশি প্রশ্ন এসেছে।
৩. রেসিডেন্সিতে ডিপ্লোমার প্রশ্ন থেকে হুবহু কমন পড়েছে ৩ টা প্রশ্ন।মানে রেসিডেন্সির প্রশ্ন ভালোমত পড়লে ডিপ্লোমাতেও কমন পড়বে।

৪. National Guidelines TB,Dengue Fever থেকে প্রশ্ন এসেছে।তাই এগুলো ভালোমত পড়ে যাবেন ইনশাআল্লাহ।
৫. বিগত বছরের প্রশ্ন সলভ করতে ভুলবেন না।

ধন্যবাদ সকলকে....

11/02/2024

Congratulations from Axon Doctors Academy

Photos from Axon Doctors Academy's post 06/02/2024

আপনার মেন্টর আপনাকে কঠিন সময়ের জন্য প্রস্তুত করছে তো?
যেকোন পরীক্ষায় চান্স পাওয়ার জন্য দরকার Integrated Knowledge!যেমন ধরুন-

Case-1 : আপনি Pleural Effusion নিয়ে অনেক পড়লেন।কিন্তু যদি প্রশ্ন করা হয়
Exudative নাকি Transudative?
Unilateral নাকি Bilateral?
Right sided নাকি Left Sided? তাহলে পারছেন তো?

Case- 2: পাশাপাশি দুইটা বক্স Heamoptysis আর Clubbing পড়লেন।এদের মধ্যকার Common Cause প্রশ্ন আসলে পারছেন তো?

Case-3 : একটা বক্স থেকে যতভাবে প্রশ্ন আসে সবগুলো ধরিয়ে দিচ্ছে তো?

ছন্দকারে কিংবা গল্পের ছলে প্রেম কাহিনী না শুনিয়ে ডিজিজ মুখস্ত রাখার টেকনিক শিখছেন তো?

Residency/Diploma কিংবা FCPS পার্ট-১ সবই হবে একই ডেভিডসন পড়ে ইনশাআল্লাহ।

5th Davidoson Review ব্যাচে তোমাকে স্বাগতম ❤️

বিস্তারিত জানতে কমেন্ট /ইনবক্সে জানাও।

04/02/2024

Urine Extravasation ❤️

Note it Down and Thank me later!

Diploma এর আগে আমাদের সাথে এনাটমি একবার রিভিশন করে নিতে পারেন।

এটার জন্যও আমাদের ধন্যবাদ দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ।

Photos from Axon Doctors Academy's post 03/02/2024

অনেকেই অনেকভাবে ডেভিডসন পড়ান।

কেউ বা জানাটাকে প্রাধান্য দেন কেউবা শুধু এক্সাম ওরিয়েন্টেড।

আমরা চেষ্টা করি ডেভিডসনের সাথে প্রাকটিক্যাল নলেজ মিলিয়ে পড়ানোর।সেই সাথে বিগত বছরের রেসিডেন্সি/ডিপ্লোমা/এফসিপিএস পার্ট-১ এর প্রশ্নগুলো এড করে দেওয়ার যাতে আপনাকে প্রতিটা পরীক্ষার আগে আলাদা করে কোচিং করতে না হয়।

আমাদের ডিউটি,পরিবার,চেম্বার মিলিয়ে কতটুকুই বা সময় থাকে পড়ার।কিন্তু এর মধ্যেই আমাদের পড়তে হয় সবকিছু করতে হয়।

আমাদের আজকের ডেভিডসন ব্যাচের নিউরোলজি লেকচার।
আপনিও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের কোর্সে।

আপনার সময়,শ্রম এবং অর্থের যথাযথ মূল্যায়ন পাবেন আশা করি।
You Won't regret for your investment InshaAllah ❤️

03/02/2024

আমার বরাবরই ইচ্ছা ছিল নিউরো-সার্জন হওয়ার।

ফার্স্ট ইয়ার/মেডিকেলের কোচিং করেছি তখন পর্যন্ত আমার ইচ্ছা এরকমই ছিল।২০১৪ সালের একটা ডায়েরী ছিল সেখানে এরকমই একটা নোট লেখা আছে। দেখাব একদিন ইনশাআল্লাহ।

কিন্তু পরবর্তীতে FCPS পার্ট-১ করেছি মেডিসিনে।নিউরোলজিতে।এটার পিছনে কারণ দুইটা।

এক.এনাটমি পড়ার অনীহা/দূর্বলতা।।

দুই. আমার Anxiety Disorder!কোন কাজ ঠিকমতো হল কি হল না এটা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকি।কাজ শুরুর আগে এবং পরে কি করব না করব কিংবা কি করলাম,ঠিকমতো হল কি না এগুলো নিয়ে সারাক্ষণ টেনসন হতে থাকে।কোন রোগীর আমার দ্বারা ক্ষতি হবে বা আমি যদি সারাক্ষণ একটা অপারেশন নিয়ে ভাবতে থাকি তাহলে আর কোন কাজেই মনোযোগ দিতে পারব না।এজন্যই সার্জন হওয়ার চিন্তা থেকে সরে আসা।

আলহামদুলিল্লাহ বর্তমানে দুইটার কোন সমস্যায় নেই।

কারণ আমি বরাবরই শেখার জন্য অনেক আগ্রহী।আর আসলেই আমাদের এনাটমি কোর্সটা বেস্ট কি না সেটা যাচাই করার জন্যই Dr. Dolon এর এনাটমি লেকচার করা শুরু করি।

আমি একটুও বাড়িয়ে বলছি না এই লেকচারগুলো আমার ক্যারিয়ার ভাবনা চেঞ্জ করে দিয়েছে।এতো চমৎকার ভাবে এনাটমি পড়া যায় এবং এনাটমি এতোটা সহজে বুঝা যায় আমার কখনো জানা ছিল না।

হয়তো আবার সার্জন হওয়ার পিছনে ছুটতে পারি।যদিও সেটা সময় এবং পরিস্থিতি সাপেক্ষ বিষয়।
দেখা যাক।ভাবনা চলমান।

Thank U Bro ❤️
The Unparallel Anatomy Teacher in BD ❤️

(অনেকের কাছে বাড়িয়ে বলা মনে হবে।
অনেকেই এনরোল করলে আমার মতো ফিলিংস নাও হতে পারে।ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে।তাই ডেমো দেখে সিদ্ধান্ত নিবেন এনরোল করবেন কি না।আমরা আপনাকে নিয়ে ব্যবসা করতে চাই না এতুটুক বিশ্বাস করতে পারেন। তাই এই ডিসক্লেইমার।
বিস্তারিত জানতে ইনবক্সে জানান /কমেন্ট করতে পারেন)

আমাদের এনাটমি নোট এটার থেকে ভালো।❤️

02/02/2024

আমরা কেন আমাদের Easy Anatomy Batch কে Unparallel বলছি এই ভিডিওটা একটু কষ্ট করে দেখলেই বুঝবেন ইনশাআল্লাহ।
আর কিছুদিন পরেই ডিপ্লোমা পরীক্ষা।

Anatomy ভালো না পারলে চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে।

আমাদের কোর্সে বেসিক ক্লিয়ারসহ ডিপ্লোমার সব টপিক কাভার করবে এবং খুব সহজেই মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ।

আপনাকে বোঝানোর জন্য ছবি একে কিংবা 3D ভিডিও দেখানো সবই করার চেষ্টা করেছি।

সিদ্ধান্ত একান্তই আপনার।বিস্তারিত জানতে কমেন্ট/ইনবক্স করতে পারেন।

(বি:দ্র:ভিডিওটি 2গুণ স্পিড বাড়িয়ে ধারণ করা)

Photos from Axon Doctors Academy's post 26/01/2024

এনাটমি নিয়ে বেশিরভাগই আমরা অনেক ভয়ে থাকি।

সমস্যা হল এনাটমির দূর্বলতা নিয়ে পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়া কঠিন।আগে অনেকেই বলতো এনাটমি পড়ার দরকার নাই। সব True/Fasle. দাগায়ে আসবেন।কিন্তু সমস্যা হল আপনি এই পদ্ধতিতে হয়তো চান্স পেতে পারেন কিন্তু ভালো সাবজেক্ট /ইন্সটিটিউট পাবেন না এটা নিশ্চিত করে বলা যায়।নিজে ভুক্তভোগী 👻

তাই এনাটমির বেসিক ক্লিয়ার করে কনফিডেন্ট প্রস্তুতি নিতে চাইলে এনরোল করে ফেলতে পারেন আমাদের
Easy anatomy For Diploma ব্যাচে।

Exclusive Notes Free থাকবে ইনশাআল্লাহ।
থাকছে 1k discount ❤️

You Won't regret for your investment InshaAllah ❤️

বিস্তারিত জানতে কমেন্ট/ইনবক্স করুন।

Photos from Axon Doctors Academy's post 23/01/2024

আজকের ডেভিডসন পড়ানোর সময়ের কিছু স্কিনশট।

আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে সব ইনফর্মেশন এক জায়গায় করে দেওয়া চেষ্টা করে যাচ্ছি।

তুমি Haematuia এর Cause পড়লে কিন্তু পরীক্ষায় আসল....
1. Microscopic Cause of Heamaturia
2. Causes of Gross haematuria
3. Causes of Painful haematuria
4. Causes of Painless haematuria
5. Causes of transient haematuria
6. Causes of Non-visible Haematuria

তখন যাতে ভড়কে না যাও সেজন্য সবই এক জায়গায় করে লিখে দিয়েছি।

অন্য সব জায়গায় এবং সব ক্লাসে আমরা একইভাবে ইনফর্মেশন এড করে দিয়েছি।।

বিশ্বাস করো ফাও কথা বলে /গল্প করে সময় নষ্ট করি না।

একবার দেখে নাও...নোট করে নাও।

বেস্ট ডক্টর হতে হলে জানতে হবে ভেতর থেকে।❤️

আর এ যাত্রায় শামিল হতে চাইলে জানাতে পারো।

It will be your best investment InshaAllah ❤️

19/01/2024

"কোন ব্যাচের প্রচারণা নয়।ফ্রি গাইডলাইন সেমিনার!"

৪৬ তম প্রিলি।হাতে আছে ১ মাস ২০ দিন।অনেকেই নতুন করে শুরু করবেন।অনেকেই রিভিশন দিবেন।তাদের জন্য এপ্রোচটা কেমন হওয়া উচিৎ সেরকম একটা ভিডিও করেছিলাম।

অনেকেই মিস করেছেন।

তাদের জন্য আগামীকাল রাত নয়টায় ছোট্ট একটা প্রেজেন্টেশন দিব ইনশাআল্লাহ।

আগ্রহী হলে কমেন্টে জানাতে পারেন।এটা হতে পারে এই এক মাস ২০ দিনের পাথেয়।

15/01/2024

স্বপ্ন যখন FCPS Part-1 Medicine!
সঙ্গী হোক Axon এবং Triple Revision Batch ❤️

আজ থেকে শুরু হচ্ছে।
প্রথম ক্লাস CVS and Respiratory Physiology !সবার জন্য উন্মুক্ত।

রাত ঠিক দশটায় দেখা হচ্ছে।

আগ্রহী হলে কমেন্ট করুন।রিপ্লাই এ জুম লিঙ্ক দিব ইনশাআল্লাহ ❤️

তোমার জন্য বেস্ট ব্যাচ হতে যাচ্ছে।যদি তুমি বুঝতে...☹️

15/01/2024

আমি Vitamin B-complex মনে রাখতাম যেভাবে:

একটা Cute কঙ্কাল মানব কল্পনা করে নিলাম।
এবার আমরা নিচ (↑) থেকে শুরু করবো B(1.2.3.)
Thigh, Ribs, Neck

•Thigh এর সাথে মিলায়ে→ Thiamine (B1)
•Ribs এর সাথে মিলায়ে→ Riboflavin (B2)
•Neck এর সাথে মিলায়ে→ Nicotinic Acid (B3)

B4 নেই

আবারো নিচ (↑) থেকে শুরু করি B(5.6.7.) এখন…
*Thigh-এ Pant পরিয়ে,
*Ribs এর উপর Pizaa 🍕 shaped dress পরিয়ে
(মনে করো Urfi Javed lite),
আর around the *Neck- Bluetooth (BT:ᛒ) headphones 🎧 দিয়ে কঙ্কালটাকে সাজানো হলো।

(Thigh)
•Pant এরসাথে মিলায়ে→ Pantothenic acid (B5)
(Ribs)
•Triangle dress=Pyramid ∆→ Pyridoxine (B6)
(Neck)
•Bluetooth(BT) 🎧→ BioTin(BT) (B7)

B8 নেই

•B9→ Folic Acid
•B12→ Cobalamin

এখানে Thigh, Ribs, Neck তিনটা key points. যা দিয়ে 3*2=6টা মনে থাকবে আর বাকি দুইটা আলাদা মনে রাখবো।

10/01/2024

সবাই সবদিকে ব্যস্ত হয়ে যাচ্ছে।

অনেকে কাজ ছাড়াই ব্যস্ত, এজন্য পড়াশোনা করে না।
অনেকে আবার কাজের চাপে পড়াশোনা করার সময়ই পাচ্ছি না।

কিন্তু বহমান সময়ের সাথে সাথে ক্যালেন্ডারের পাতা একটা থেকে উল্টে চলে যাচ্ছে আরেকটাতে।এই বছরের পা দিলাম মনে হচ্ছে গতকাল অথচ ১০ দিন হারিয়ে গেছে।

আমাদের মূল্যবান সময়গুলো কেটে যাচ্ছে অযত্ন,অবহেলায়।

সময়ের হিসাব বড়ই ভয়ানক।আপনার বহমান সময় থেকে আমাদেরকে ২ টা মাস দিবেন?

Diploma Double Revision Batch-2 ❤️

১৫ তারিখ। Note it 😍 প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যান...❤️
রিভিউ কমেন্ট সেকশনে...

10/01/2024

"MD/MS/Diploma"
একবার নয় ৫ বার রিভিশন"

Dr. Zahid Hasan Dolon
MBBS(ShSMC)
FCPS Part -1 (G. Surgery)
FCPS Part-1 ENT
MS Phase A (ENT)

এর Excellent Presentation টা দেখতে পারেন।

10/01/2024

যখন #রেসিডেন্সি বা #ডিপ্লোমা কোচিং করেন তখন
১. আপনি Long Batch/Foundation Batch এ ভর্তি হন।
২. আপনি Last 10 Years Question Solve ব্যাচে ভর্তি হন।
৩. আপনি 500 Topics ব্যাচে ভর্তি হন।

প্রত্যেকটার জন্য আলাদা করে করে কোর্স করলে কতটাকা খরচ করতে হয়?

সবগুলো ব্যাচ আপনাকে আমরা একসাথে করে করতে হেল্প করব ওগুলোরও ৩ ভাগের এক ভাগ খরচে।প্রত্যেকটা ক্লাসের আমরা হ্যান্ডনোট প্রদান করব ইনশাআল্লাহ।

প্রথম ১০ জনের জন্য থাকবে ৬ হাজার ডিসকাউন্ট।

সব নিয়ে বিস্তারিত কথা হবে ১০ তারিখ রাত সাড়ে নয়টায়...

লিঙ্ক পেতে কমেন্ট করে রাখুন।গাইডলাইনের জন্য হলেও কমেন্ট করতে পারেন কিভাবে সময়টাকে বেস্ট ইউটিলাইজ করে ৩/৫ বার রিভিশন করা যায় সেটাও শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ।

Photos from Axon Doctors Academy's post 08/01/2024

"অন্যখানে ১ বার;
আমাদের এখানে ৩ বার নয় ৫ বার"

রিভিশনের জন্য যাতে কারো চান্স মিস না হয়ে যায়!তাদের জন্যই আমাদের আয়োজন Tripple Revision ❤️

১. প্রথমবার জানুয়ারি'১৫ থেকে জুলাই এর ১৫ তারিখের মধ্যে।

২. দ্বিতীয়বার জুলাই'১৫ থেকে সেপ্টেম্বরের'১৫ তারিখ।

৩. তৃতীয়বার সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে অক্টোবরের ১৫ তারিখ শেষ হবে ইনশাআল্লাহ।

৪. অক্টোবরের ১৫ তারিখের পর থেকে শুধুই Mock Test দিয়ে নিজেকে শাণিত করবেন।
৫. যারা ডিপ্লোমাও দিবেন তাদের জন্য রেসিডেন্সির পরবর্তী মাসগুলোতে থাকবে আরও ২ বার রিভিশনের সুযোগ।

আড়াই মাসে ডিপ্লোমা পরীক্ষার জন্য ২ বার রিভিশন দিবেন
নাকি ১০ মাসের রেসিডেন্সিতে ৩ বার রিভিশন
এবং ১৫ মাসের ডিপ্লোমা কোর্সে ৫ বার রিভিশন দিবেন সেটা নিয়ে এটা নিয়ে বিস্তারিত কথা বলবেন Dr. Zahid Hassan Dolon ভাই।

সেও Tripple চান্স পাওয়া মেন্টর ❤️

আমি থাকব হোস্ট হিসেবে!দেখা হচ্ছে ১০ তারিখ।রাত সাড়ে নয়টায়।

কমেন্ট করে রাখো। রিপ্লাই এ জুম লিঙ্ক দেওয়া হবে ইনশাআল্লাহ।

07/01/2024

আলহামদুলিল্লাহ।

১০ তারিখে Cardiology ক্লাসের মাধ্যমে শুরু হচ্ছে Fifth Year Batch এবং The Ambitious Intern Batch ❤️

যারা আগের পোস্টগুলোতে কমেন্ট করেছিলে সবাইকে ইনবক্সে ডিটেইলস পাঠানো হয়েছে।খুঁজে না পেলে Message Request /Spam চেক করো।

তোমার জন্য বেস্ট সার্ভিস নিয়ে আমরা রেডি।শুধু একটুখানি পড়ার আগ্রহ থাকলেই আমরা সেটাকে আরও বহুগুণে বাড়িয়ে দিতে পারব ইনশাআল্লাহ।

তোমার ভেতরের আগ্রহটা বের করে নিয়ে আসার দায়িত্ব আমাদের।

একবার দায়িত্ব দিয়ে দেখতে পারো।

যারা পেমেন্ট করো নি।ডিসকাউন্ট থাকতে থাকতে পেমেন্ট করে ফেলো।❤️

Photos from Axon Doctors Academy's post 04/01/2024

⚠️⚠️ CLINICAL ANATOMY ⚠️⚠️

THORACIC INLET SYNDROME

Also called: •Scalenus Anterior Syndrome
•Cervical Rib Syndrome

(Thoracic inlet কে অনেকেই outlet বলে, সে হিসেবে Thoracic Outlet syndrome বলা হয় এবং এ নামেই Web-এ Search Results গুলো আসতে দেখা যায়)

Thoracic inlet/ Superior thoracic aperture পড়ার সময় আমরা •Scalenus Muscle, •Subclavian artery-vein, •Recurrent laryngeal nerve, •Brachial plexus, •Phrenic nerve, Apices of the Lungs ইত্যাদি খেয়াল করেছি।এখন…

"Thoracic inlet syndrome" বলতে মূলত Subclavian Vessel and Lower trunk of the Brachial plexus এর compression এর কারণে যে clinical manifestation পাওয়া যায় সেটাকে বোঝায়।

•কি কি কারণে Compression হতে পারে??

—Cervical Rib( যেটা Normally থাকেনা) এই অতিরিক্ত Rib Thoracic inlet- এ চাপ সৃষ্টি করতে পারে।

—Hypertrophied Scalenus anterior muscle: muscle এর Size increase অতিরিক্ত জায়গা নিয়ে Nerve and blood vessels কে compress করে।

—তাছাড়া হঠাৎ জোরে ঘাড় বাঁকানো Whiplash (Neck Strain), Tumor, Cancer, osteoarthritis এর কারণেও Compression হতে পারে।

•তাহলে আমরা কি কি লক্ষণ বা symptoms পাবো? সেগুলো আমরা একটু ভাগ করে পড়বো…

*Neurogenic: এটাই বেশি কমন।
—Lower trunk of Brachial plexus এর involvement এর কারণে Forearm and hand এর Medial side বরাবর…
•Numbness(অসাড়তা),
•Tingling sensation (অনেক পিপঁড়া কামড়ানো/Dish line এর ঝিরঝির type যে feelings) এবং •Pain হয়
•Small muscles of the hand এর wasting-ও হয়ে থাকে।
—তাছাড়া Phrenic Nerve আর L. Recurrent laryngeal nerve এর involvement থাকলে শ্বাসকষ্ট, Hoarsness of voice(কর্কশতা)-ও হতে পারে।

*Vascular: Subclavian Vein বা Clavicle এর নিচে থাকা অন্য কোনো vein compression হয়ে symptoms দেখা দিতে পারে। Compression এর কারনে blood চলতে অসুবিধা হওয়ায় blood Clot হতে পারে।

•Subclavian Artery এর involvement এর কারণে Upper Limb-এ কিছু Ischemic Symptoms(as inadequate blood supply) দেখা দিতে পারে যেমন •Pallor(বিবর্ণতা) •Coldness of Upper Limb।
•আর Subclavian artery এর Compression এর কারণে Radial Pulse আমরা Weak পাবো।

আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এভাবে ভাগ ভাগ করে বুঝে পড়লে বোঝা প্লাস মনে রাখা সহজ এবং দীর্ঘস্থায়ী হয়। আমরা Axon Family পড়ালেখা যেনো সহজ হয় সেইরকম approach নিয়ে আগাচ্ছি। তোমাদের পথচলা সহজ করতে আমাদের 1st Year Batch-এ যুক্ত হতে পারো। কে কে আগ্রহী জানাও। কমেন্টে লিংক দেয়া হবে।

N.B. কোনোকিছু বুঝতে সমস্যা হলে Comment করো, তাছাড়া Axon Mentor Panel এর inbox সবসময় খোলায় আছে। যদি বুঝে থাকো তোমার অনুভূতি জানাতে ভুলো না কিন্তু 😅

30/12/2023

আজকের গাইডলাইন সেমিনারে ফার্স্ট ইয়ারের ছেলে-মেয়েগুলোর পড়াশোনার এতো আগ্রহ দেখে ভালোই লাগলো।
মাশা-আল্লাহ ❤️

এটা ধরে রেখো।আশা করি কখনো হতাশা কিংবা পিছনে ফিরে তাকাতে হবে না।

সবসময়ের জন্য আমরা তোমাদের সাথে আছি।

আমরা সামনে কিছু ডেমো ক্লাস নিতে চাই।

কোন টপিকে নিলে তোমাদের জন্য সুবিধা হবে?

কঠিন টপিকগুলোর নাম জানাতে পারো।তার মধ্য থেকেই ডেমো ক্লাস নিব ইনশাআল্লাহ।

29/12/2023

"Whoever travels without a guide needs two hundred years for a two-days journey”
— Rumi

সুপ্রিয় 1st Prof শিক্ষার্থীরা,
আশা করি ভালোই যাচ্ছে সময়।
এতদিনে আশা করি বুঝে গেছো Medical-এ discipline, Planning কতটা গুরুত্বপূর্ণ। 1st Prof এর 3টা সাবজেক্ট তোমাদের মেডিকেল ক্যারিয়ারে বারবার লাগবে ঘুরেফিরেই। And the best study of a topic is before Item. আলহামদুলিল্লাহ, আমরা Anatomy, Physiology, Biochemistry এই তিনটা সাবজেক্টের আইটেম কার্ড ধরে ধরে আমরা ক্লাসগুলো সাজিয়েছি। আমাদের যতটুকু সামর্থ্য আছে সবুটুকু দিয়ে তোমাদেরকে আমরা সহোযোগিতা করতে চাই। আমাদের মতো ভুল যাতে তোমাদের করতে না হয় সেজন্যই আমাদের First Year ব্যাচ। ইতোমধ্যেই আমরা Announcement দিয়ে দিয়েছি Group-এ।

তোমাদের জন্য আমরা আগামী 30 ডিসেম্বর রাত 9:30 PM Guideline Seminar এর আয়োজন করেছি। অল্প কিছু সময় উপস্থিত থেকো আশা করি Guidelines পেয়ে তোমাদের চলার পথ আরো সুন্দর হবে।
আগ্রহী হলে কমেন্টে জানাও। রিপ্লাই-এ Zoom Link দেওয়া হবে। তোমার ফ্রেন্ডদের মেনশন করো।

29/12/2023

আলহামদুলিল্লাহ।

Diploma Double Revision ব্যাচের Biochemistry লেকচার শেষ হয়েছে।Microbiology চলছে।প্রতিটা লেকচার শেষ হওয়ার পরে আমরা এরকম ছোট ছোট সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ।

(এই টপিকগুলোরও সবকিছু পড়তে হবে না।যেটা ক্লাসে বলেছি সেটুকুই)

যারা রেসিডেন্সি এবং ডিপ্লোমা দিবেন প্লিজ এই টপিকগুলো খুব ভালোমত পড়ে ফেলবেন।ছবিটা সেভ করে নিবেন।



ব্যাচ সম্বন্ধে জানতে কমেন্ট /ইনবক্সে জানাতে পারেন....

Videos (show all)

আমরা কেন আমাদের Easy Anatomy Batch কে Unparallel বলছি এই ভিডিওটা একটু কষ্ট করে দেখলেই বুঝবেন ইনশাআল্লাহ।আর কিছুদিন পরেই ...
#Davidson_Review #Axon_Doctors_Academy
"MD/MS/Diploma"একবার নয় ৫ বার রিভিশন"Dr. Zahid Hasan DolonMBBS(ShSMC)FCPS Part -1 (G. Surgery) FCPS Part-1 ENTMS Phase A...

Website