Jajan Kenaram High School
One of the prestigious possessions, established in 1857 and still bringing its glory equally..
Routine of 1st sunmative Test of JAJAN KENARAM HIGH SCHOOL, 2023
এদের নবম শ্রেণির রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করার জন্য তাড়াতাড়ি বিদ্যালয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। শেষ তারিখ ০৫/০৯/২০২২
সকল ছাত্র ছাত্রী দের আমাদের দেশের স্বাধীনতার অমৃত মহোৎসবে ৭৬তম স্বাধীনতা দিবস বা স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে । দীর্ঘ দু'বছর পর আমরা ভয়ানক করোনা কে হার মানিয়ে আমরা আবার মহাসমারোহে স্বাধীনতা দিবস পালন করবো। এজন্য তোমাদের সকলকে সকাল ৭ঃ৩০ টায় উপস্থিত থাকতে বলা হচ্ছে। সম্ভব হলে সঙ্গে সামান্য ফুল নিয়ে আসতে বলা হচ্ছে।
আগামী ০৬/০৮/২২ তারিখ শনিবার ক্লাস XII এর ছাত্র ছাত্রী দের বই ও খাতা দেওয়া হবে। সঙ্গে আনতে হবে ভর্তির রসিদ।
জজান কেনারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির (২০২১) সমস্ত ছাত্র ছাত্রী দের জানানো হচ্ছে আগামী কাল ২৬/০৭/২২ তারিখ মঙ্গলবার থেকে নিম্ন লিখিত সূচী অনুযায়ী জজান কেনারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণির বার্ষিক(২০২২) পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের দ্বাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
মঙ্গলবার -২৬/০৭/২২- ছাত্রীদের, বুধবার -২৭/০৭/২২- ছাত্র দের, -বেলা ১২টা থেকে।
সঙ্গে আনতে হবে একাদশ শ্রেণির ভর্তির রসিদ, আধার কার্ডের জেরক্স, আপডেট করা Bank passbook এর প্রথম ও শেষ পাতার জেরক্স,
দু'কপি পাসপোর্ট ছবি, (৪৭০+২২৫)টাকা -LAB CANDIDATE, (৪১০+২১৫)-Non LAB CANDIDATE দের জন্য।
ধন্যবাদান্তে
প্রধান শিক্ষক
জজান কেনারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
The Students of class IX applied Vidyasagar Science Olympiad in 2021 are studying in class X in 2022. They will also have to appear the first layer examination on 08.5.22.
* Moreover top most 5 Students studying in class IX in 2022 will apply now in the portal as noted above by 20.4.22. There will be two separate set of Question papers one for class X and another for class IX.
This is to inform all the HOIs of High and Higher Secondary schools that the last date of applying Vidyasagar Science Olympiad by students of Class IX( 2022) is 20.4.22.
* The Said examination will be held on 08.5.22.
* Top five students of Class IX( 2022) will apply online in Website of JBNSTS ( http://vidyasagarscienceolympiad.jbnsts.ac.in/
Pls help your schools students applying for this examination. This is a platform of meritorious students to exert their talent. As per direction of higher authority I would request all the HOIs to take necessary steps in this regard.
Pls see this office Memo No 970- G dated 07.04.22 .
Thanks ,
DIS SE 12.04.22
জজান কেনারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী দের জানানো হচ্ছে আগামী ২/৪/২০২২ তারিখ শনিবার থেকে উচ্চ মাধ্যমিক (১০ টা থেকে) ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা (বেলা ২ টা থেকে) অনুষ্ঠিত হবে। উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রী দের (সকাল ৯ঃ৩০ টা তে আসতে হবে) আগামীকালকের মধ্যে ADMIT CARD সংগ্রহ করতে বলা হচ্ছে। একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী দের (আসতে হবে বেলা ১ঃ৪০ মিনিটে) Registration card পরীক্ষার সময় দেওয়া হবে।Admit card জন্য ৬০টাকা এবং Registration card এর জন্য ১৫ টাকা করে দিতে হবে।সকল ছাত্র ছাত্রী দের পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।
সকল ছাত্র ছাত্রী দের জানানো হচ্ছে আগামী কাল থেকে আমাদের বিদ্যালয়ে (১৫ থেকে ১৮ বছর)প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে নিম্ন লিখিত সূচী অনুযায়ী।
১২/০২/ ২০২২ তারিখ ছাত্র দের ( ছাত্রীদের আসতে হবে না) ও ১৪/০২/২০২২ ছাত্রীদের ( ছাত্র দের আসতে হবে না))। ১৫/০২/২০২২ তারিখ অবশিষ্টদের।সঙ্গে মোবাইল ও আধার কার্ড, প্রথম ডোজের সময় প্রাপ্ত টোকেনের কাগজ।
*_বিশেষ ঘোষণা_*
আগামীকাল থেকে বিদ্যালয়ের অষ্টম থেকে নতুন দশম শ্রেণি সহ একাদশ শ্রেণি পর্যন্ত পঠন পাঠন চালু হবে। চলবে ১০ঃ৫০ a.m থেকে ৪ঃ০০ p.m পর্যন্ত।
পাড়ায় শিক্ষালয় এবং উৎসশ্রীতে অনেক শিক্ষক /শিক্ষিকা চলে যাওয়ার জন্য শিক্ষক/ শিক্ষিকা সংখ্যা কমে যাওয়ায় আমরা সোম,বুধ,শুক্রবার ছাত্রীদের এবং মঙ্গল,বৃহস্পতি, শনিবার ছাত্র দের পঠন পাঠন হবে। সকলকে জানানো হচ্ছে তোমরা সকলে নিজেদের সাইকেল মিড ডে মিলের চাতালে তুলে রাখবে।সামনের চত্বরে কেউ সাইকেল রাখবে না।
আগামীকাল ২/২/২২তারিখ বিদ্যালয়ে অভিভাবক - শিক্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকল সন্মানীয় অভিভাবক /অভিভাবিকাদের উপস্থিতি থাকতে বলা হচ্ছে।
প্রথমটি সকাল ১১ঃ৩০ টা।
বিষয় - পাড়ায় শিক্ষালয় ও বিদ্যালয়ের পঠন পাঠন ( অভিভাবক সভা)। সময় দুপুর ১ঃ৩০ টা।
*বিশেষ ঘোষণা*
আগামীকাল ১/০২/২২ তারিখ মঙ্গলবার ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র ছাত্রী যাদের এখনও covid vaccine এর প্রথম ডোজ হয় নি তাদের vaccine হবে।তাদের আগামীকাল আসতে বলা হচ্ছে।
সমস্ত দশম শ্রেণির ছাত্র ছাত্রী দের জানানো হচ্ছে আগামীকাল ২০/০১/২২(বৃহস্পতিবার) তারিখ ছাত্র দের ও ২১/০১/২২(শুক্রবার) তারিখ ছাত্রী দের( যারা ২০২২সালে মাধ্যমিক পরীক্ষা দেবে) TEST PAPER দেওয়া হবে।সকাল ১১টা থেকে।
School Education Department এর উদ্যোগে এই COVID পরিস্থিতিতে বিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে কিছু কর্মসূচি রূপায়ণ করা হয়েছে।
১) *Banglarshiksha Classroom* - যেসকল শিক্ষার্থী এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দেবে এবং যারা ক্লাস X এ উঠলো তাদের জন্য zee ২৪ ঘণ্টায় সকল লাইভ ক্লাস রুমের ব্যবস্থা করা হয়েছে।
আগামী সোমবার ১৭/০১/২০২২ থেকে এই লাইভ classroom session শুরু হবে। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ।
সোম, বুধ, শুক্র বার দ্বাদশ শ্রেণীর এবং মঙ্গল ও বৃহস্পতি বার দশম শ্রেণীর লাইভ classroom অনুষ্ঠিত হবে।
নির্দিষ্ট বিষয়ের অনুষ্ঠানের আগের দিন বেলা ১২ টা পর্যন্ত শিক্ষার্থী রা নিজের নাম, ক্লাস, স্কুলের নাম, জেলা ও বিষয় উল্লেখ করে নির্দিষ্ট whatsapp অথবা মেইল আইডি তে mail করে প্রশ্ন পাঠাতে পারবে।
Whatsapp no - 9830409773
Email Id - [email protected]
২) *বাংলার শিক্ষা দূরভাষে* -
এই উদ্যোগটি নেওয়া হয়েছে ষষ্ট শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর শিক্ষার্থী দের জন্য।
১৮০০১২৩২৮২৩ এই টোল ফ্রী নম্বর এ ফোন করে শিক্ষার্থী রা পঠন পাঠন সংক্রান্ত যে কোনো প্রশ্ন রাখতে পারেন। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সেই প্রশ্নের উত্তর দেবেন। আগামী ১৭/০১/২০২২ থেকে এই কর্মসূচির সূচনা হতে চলেছে।
ষষ্ট থেকে অষ্টম শ্রেণীর শিক্ষর্থী রা প্রশ্ন করবেন প্রতিদিন ( রবিবার বাদে) সকাল ১০-৩০ থেকে দুপুর ১-৩০ পর্যন্ত
এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষর্থী রা প্রশ্ন করবেন দুপুর ১-৩০ থেকে বিকেল ৪-৩০ পর্যন্ত।
২০২১ সালের সমস্ত দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রী দের জানানো হচ্ছে যাদের ২০২১ সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক TEST পরীক্ষা দেওয়া হয় নি তারা অবশ্যই MEDICAL CERTIFICATE সহ নিম্ন লিখিত সূচী অনুযায়ী enrolment ফর্ম ফিলাপ করে যাবে। কেউ অনুপস্থিত থাকলে তার দায়ভার বিদ্যালয় কতৃপক্ষের থাকবে না।
দশম - ১৫/০১/২০২২
দ্বাদশ - ১১/০১/২০২২
২০২২ সালের সমস্ত নবম ও দশম শ্রেণির ছাত্র ছাত্রী জানানো হচ্ছে নিম্ন লিখিত সূচী অনুযায়ী তোমাদের জানুয়ারী মাসের ACTIVITY TASK দেওয়া হবে।
১০/০১/২০২২ সোমবার নবম ও দশম শ্রেণির ছাত্র দের।
১১/০১/২০২২ মঙ্গলবার নবম ও দশম শ্রেণির ছাত্রী দের।
# # # # # # বিশেষ ঘোষণা # # # # #
বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত স্নেহের ছাত্র ছাত্রী দের জানানো যাচ্ছে যে আগামীকাল ০১/০১/২০২২তারিখ দুপুর ২টা তে শিক্ষক- অভিভাবক সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকল সন্মানীয় অভিভাবক / অভিভাবিকাগণের উপস্থিতি একান্ত কাম্য। এই সভার মূল আলোচনা হবে ছাত্র ছাত্রী দের কোভিড -১৯ ভ্যাকসিন। ১৫- ১৮ বছর বয়সী সকল ছাত্র ছাত্রী দের এই ভ্যাকসিন দেওয়া হবে। সঙ্গে আনতে হবে আধার কার্ড এবং মোবাইল ফোন।
Videos (show all)
Contact the school
Website
Opening Hours
Monday | 10:30 - 16:30 |
Tuesday | 10:30 - 16:30 |
Wednesday | 10:30 - 16:30 |
Thursday | 10:30 - 16:30 |
Friday | 10:30 - 16:30 |
Saturday | 10:30 - 14:00 |