Md Imrul Hossan
ভালো কিছু করার জন্য একটু মানসিকতাই যথেষ্ট
আর একাটি দারুন কৌতুক, ওদের বাড়ি নাকি Oilcap এ
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়
ওদের কৌতুক অভিনয় দিলদার, টেলিসামাদ, হারুন কিসিঞ্জার কেউ হার মানিয়ে যাবে ,,,,
যদিও রক্ত বের হতে একটু দেরি হয়েছে কিন্তু নাটকে অভিনয় গুলো ছিল দারুণ ।
পরিচালনায়ঃ ফণি ভূষণ হালদার
সহযোগিতায় অন্যান্য শিক্ষক মন্ডলী
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়
এদের কৌতুক দেখে না হেসে আর পারিনা😃🤣🤣🤣
বিঃদ্রঃ ভালো ভাবে শোনার জন্য এয়ার ফোন ব্যবহার করুন
Follow
ছাদের উপর মায়ের সবজি বাগান
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় এর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মেয়েদের ফুটবল খেলার অনুশীলন চলছে। উৎসাহ দিতে দিকনির্দেশনা দিচ্ছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান স্যার।
🥰🥰🥰🥰🥰
অনেক দিন পর আমার স্কুলের সবচেয়ে সিনিয়র শিক্ষকের (মোঃবাদশা মিয়া) সাথে একটু ক্রিকেট খেললাম। 💕
অনেক বছর পর খেজুরের রস খেলাম
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীদের অভিনীত ১৬ ডিসেম্বর উপলক্ষে নাটক।🥰🥰🥰
🔥Tap To Play (AHA) এই ফিচারটার ব্যবহার ইদানিং খুব দেখছি, ফেসবুক খুললেই এটা দেখতে পাওয়া যায়।
❌এই ভাবে ভাগ্য পরিক্ষা গণকের ডিজিটাল ভার্সন। এই বিশ্বাস আমাদের আকিদা ধ্বংস করে দেবে। আকিদা ঠিক করা উচিত।
সেই সাথে মনে রাখা উচিত গায়েবের(ভবিষ্যৎ) খবর আল্লাহ ছাড়া কেউ জানে না।
সকলের জানা দরকার মজা করার ছলে আমরা পাপ করে ফেলছি।
❌এসব ইমান ধ্বংসকারী ট্রেন্ড হতে নিজেদের বিরত রাখি।
ইব্নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ গায়েবের চাবি হল পাঁচটি, যা আল্লাহ্ ছাড়া কেউ জানে না।
(১) কেউ জানে না যে, আগামীকাল কী ঘটবে।
(২) কেউ জানে না যে, আগামীকাল সে কী অর্জন করবে।
(৩) কেউ জানে না যে, মায়ের গর্ভে কী আছে।
(৪) কেউ জানে না যে, সে কোথায় মারা যাবে।
(৫) কেউ জানে না যে, কখন বৃষ্টি হবে।
সহিহ বুখারী, হাদিস নং ১০৩৯
হাদিসের মান: সহিহ
ওই দেখা যায় সুন্দরবন.........
খেলাধুলা ও বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য পুরস্কার দিয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা করলাম…
যে দেশের হাজারো মানুষ না খেতে পেয়ে, শীতের কষ্টে মারা যায় সেখানে নিছক আনন্দ করতে তারাবাজি, ফানুস কিভাবে উড়ায় যুক্তিতে আসেনা। আবার এই আনন্দ করতে যেয়ে হয়তো অনেকের মূল্যবান জিনিস পুড়িয়ে ফেলছি। সাহায্য নাইবা করতে পারলাম এইভাবে অপচয় থেকেতো দূরে থাকতে পারি। এতটা বিবেকহীন আমরা কিভাবে হয়ে গেলাম।
অনেক চেষ্টা করলাম বাকা দাগ খোঁজার কিন্তু পেলামনা। আসলেই কি বাকা দাগ আছে? কেও পেলে কোন দিকে আছে জানাবেন।
নৌকা ভ্রমন
বুয়েটে আবরার হত্যা মামলায় 20 জনের ফাঁসি আর তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও 50 হাজার জরিমানা।