Jr Muktar Hosain Maruf Hasan

Jr Muktar Hosain Maruf Hasan

আপনাদের যা প্রয়োজন আমাদের ইনবক্সে বল?

07/08/2021

আমিও রইলাম

06/08/2021

কথা গুলো💓💞💕💓💞💕

11/06/2021

বয়রাদের (ঠসা) কান্ড,,,,,,,
https://youtu.be/iPCdoDPGPKk
কেউ কানে শুনেনা🤑🤑🤑

18/05/2021
15/05/2021

আল্লাহ তুমি খিয়াল রেখো এই আমার প্রতি,

14/05/2021
07/05/2021

আমরা দুই ভাই বোন👨‍👦👨‍👦👩‍👧👩‍❤️‍👩

06/05/2021

বাবা তুমি সত্য মহান👍👍

03/05/2021
Photos from Jr Muktar Hosain Maruf Hasan's post 24/04/2021

আমরা কি পারিনা 😭 এদের পাশে দাড়াতে,
এদের মুখে এক মুঠো খাবার দিতে,।
পারি না, তাদের কে তাদের অধিকার বুঝিয়ে দিতে,।

24/04/2021

রমজান মাসে সবাই বেশি
আল কুরআন তেলোয়াত করো কারন
রমজানে আল্লাহ তা'য়ালা অনেক ছাওয়াব দিয়ে থাকেন।আল্লাহ আমাদের সবাইকে তেলোয়াত করার তাওফিক দান করুক আমিন।

20/04/2021

ডিপ্রেশনে ভুগবেন না

বিপদ-আপদ এলে তা থেকে পরিত্রাণের সবচে' বড় মাধ্যম হলো আল্লাহর আশ্রয় গ্রহণ করা। আল্লাহর সাহায্য কামনা করা। মুসলিম মাত্রই বিশ্বাস করে- ভালোমন্দ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং যা চাওয়ার, আল্লাহর কাছেই চাইতে হয়। তাঁর সাহায্য ব্যতিত ডিপ্রেশন, হতাশা বা নৈরাজ্য থেকে আমরা কেউ মুক্তি পেতে পারি না।

আল্লাহর আশ্রয় গ্রহণের একটি সহজ এবং বড় মাধ্যম হলো- বেশি বেশি ইসতিগফার পড়া। রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন- "যে ব্যক্তি অধিক পরিমাণে ইসতিগফার পড়বে, আল্লাহ তা'আলা তাকে সকল পেরেশানি থেকে মুক্ত করবেন। সকল সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ তৈরি করে দিবেন। আর তাকে ধারণাতীত রিজিক দান করবেন।"(১)

এই হাদিসে ইসতিগফারের তিনটি ফজিলতের কথা বলা আছে। পেরেশানি থেকে মুক্তি লাভ করা যাবে। সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ পাওয়া যাবে। আর রিজিকের ব্যবস্থা অর্থাৎ আমার যাবতীয় প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা আল্লাহ তা'আলা করে দিবেন।

বিপদ এলে আমরা ইগতিগফার পড়তে পারি। সংকীর্ণতায় ভুগলে পড়তে পারি। রিজিকের টেনশন দূর করতেও আমরা বেশি বেশি ইগতিগফারের আমল করতে পারি। বড়দের থেকে শুনেছি- শেষ রাতের ইসতিগফার সবচে' বেশি ফলদায়ক।

আল্লাহ তা'আলা আমাদেরকে বেশি বেশি ইসতিগফার পড়ার তৌফিক দান করুন। আমিন।

১. মুসনাদে আহমাদ - ২২৩৪

~~~~~~~~~
মুখতার হুসাইন

19/06/2020

👌আমাদের গ্রাম👌

Videos (show all)

আমিও রইলাম
কথা গুল💞💕💞💕💞💕💞
বয়রাদের কান্ড,,,,,https://youtu.be/iPCdoDPGPKk
উপদেশ মুলুক কথা,,,,
আল্লাহ তুমি খিয়াল রেখো এই আমার প্রতি,
হয়তো আমিও একদিন বড় হবো,,,
আমরা দুই ভাই বোন👨‍👦👨‍👦👩‍👧👩‍❤️‍👩
বাবা তুমি সত্য মহান👍👍
👌আমাদের গ্রাম👌

Telephone

Website