Mitali Express-মিতালী এক্সপ্রেস
Mitali express train inaugurated 27th March 2021. The 3rd India-Bangladesh train service between Dhaka-Chilahati-Haldibari-Jalpaiguri.
সর্বোচ্চ যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে শিলিগুড়ি গেল মিতালী এক্সপ্রেস
ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস ট্রেনটি গতকাল সর্বোচ্চ সংখ্যক যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে শিলিগুড়ি প্রবেশ করেছে।
২০২২ সালের ১ লা জুন বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি সীমান্ত দিয়ে চলাচলকারী ঢাকা শিলিগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন চালু হয়। ট্রেনটিতে প্রথমে ৮ থেকে ১২ জন যাত্রী এরপর সর্বোচ্চ ১৪৫ জন যাত্রী চলাচল করে। কিন্তু গতকাল শুক্রবার ৩৯৭ জন যাত্রী নিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ভারতের হলদিবাড়ি সীমান্তে প্রবেশ করে।
রেলসূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এই ট্রেনটিতে শুক্রবার ৪০৭ জন বুকিং করেছিলেন, কিন্তু যাত্রা করেন ৩৯৭ জন যাত্রী। সাধারণ যাত্রীর পাশাপাশি এদিন ট্্েরনে ভ্রমণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএম মাসুদ হাসান ও তার পরিবারের ৩ জন সদস্য।
বাংলাদেশে দূর্গাপূজা উপলক্ষে সাত দিনের ছুটি চলছে, আর এই ছুটি কাটাতে অনেকেই শিলিগুড়ি ভ্রমণ করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ভ্রমনের জন্য ভুটানের গেট খুলে যাওয়ায় পর্যটকদের মধ্যে দ্বিগুণ উৎসাহ বৃদ্ধি পেয়েছে। তবে এদিন ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পরে হলদিবাড়ি স্টেশনে প্রবেশ করে।
ট্রেনটি প্রতি রবিবার ও বুধবার শিলিগুড়ি থেকে যাত্রা করে আর সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে শিলিগুড়ি যায়।
শুরুর দিকে যাত্রী কম থাকলেও দিনদিন প্রতিটি যাত্রাতেই যাত্রী বাড়ছে মিতালী এক্সপ্রেসে। ফলে এই ট্রেনকে কেন্দ্র করে বাংলাদেশের আয়বৃদ্ধির বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে। শুধুমাত্র ঢাকা স্টেশন থেকে ছেড়েই যে পরিমান যাত্রী ভারতে যাচ্ছে, চিলাহাটি স্টেশনে ইমিগ্রেশনসহ যাত্রী উঠানামা করলে এই পরিমানটা আরও বাড়বে বলে মনে করছেন বিভিন্ন মহল। অনুরূপভাবে ভারতের সীমান্তবর্তী স্টেশন হলদিবাড়িতেও ইমিগ্রেশন চালু হলে বাংলাদেশে যাত্রী আসার সংখ্যাটাও দ্বিগুন হবে জানিয়েছেন তারা।
মিতালী এক্সপ্রেস আজ ১৭ জুলাই দুপুরে যখন চিলাহাটি স্টেশনে প্রবেশ করে।
৯ জন যাত্রী নিয়ে মিতালী এক্সপ্রেস ট্রেন চিলাহাটি স্টেশনে। গন্তব্য ঢাকা। মোট যাত্রী ১১ জন, ২ জন যাত্রী ট্রেনে উঠে নাই।
মিতালী এক্সপ্রেস এখন ফুলবাড়িতে। কিছুক্ষণের মধ্যেই পার্বতিপুর ঢুকবে।
মিতালী এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা। মিতালী এক্সপ্রেস ট্রেন চিলাহাটি স্টেশনে প্রবেশ করলো। স্বাগত জানালো রেলকর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও চিলাহাটিবাসী।
মিতালী এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা। ভারতীয় রেল কর্মকর্তাদের স্বাগত জানানো হচ্ছে।
মিতালী এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা।
মিতালী এক্সপ্রেস ট্রেনের কোচ ঢাকা নিয়ে যাবে এই ইঞ্জিন।
#লাইভ_আপডেট
চিলাহাটিতে বিরাট ট্রেন দুর্ঘটনা।
চিলাহাটি কমিউটার (রকেট মেইল) এর সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে সকাল ৭ টায়। ট্রাকের কেমন ক্ষতি হয়েছে তা ছবিতে স্পষ্ট। ট্রাক চালক স্পটেই মারা গেছেন। লোকোমোটিভ এর নিচে চাকা ঢুকে আছে।
চিলাহাটি টু ডোমার লাইন ব্লক আপাতত।
ঘটনাটি ঘটেছে #কাজিরহাট এলাকায়।
২৪ আগস্ট ২০২১
সর্বাধিক তথ্য, ভিন্ন মাত্রার, উচ্চমানের ভিডিও ফুটেজ সহ চিলাহাটি হলদিবাড়ি রুটে মালবাহী ট্রেন চালুর ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলেও দেয়া আছে, সেখান থেকে দেখলে উপকৃত হবো। প্লিজ সাপোর্ট মী।
https://youtu.be/-FlgLg8xxFc
✪☞এই মাত্র পাওয়াঃ ১১ই আগষ্ট ২০২১ ইং তারিখ থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করবে।
সূত্রঃ #বাংলাদেশ_রেলওয়ে
সন্মানিত যাত্রীবৃন্দ 🌼🏵️
🔰 আগামী ১১ই আগষ্ট ২০২১ ইং তারিখ থেকে সীমিত আকারে স্বাস্থবিধি মেনে ৫০% আসন ফাঁকা রেখে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মোট ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু করবে।
🔴 টিকিট বিক্রয়ের তারিখ পরবর্তিতে জানিয়ে দেয়া হবে।
🟥 সকলের জন্য কিছু বিশেষ নির্দেশনাঃ
✅ কোন প্রকার ভাড়া বৃদ্ধি করা হবে না।
✅ প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার হতে ক্রয় করতে হবে।
✅ কাউন্টার বন্ধ থাকবে।
✅ সকল অগ্রীম টিকিট যাত্রার ৫ (পাঁচ) দিন পূর্বে ক্রয় করতে পারবেন।
✅ অনলাইনে ক্রয়কৃত টিকিট ফেরত দেয়া যাবে না।
✅ কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার হতে দেয়া হবে।
✅ আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ থাকবে।
✅ ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমনের জন্য অনুরোধ করা হলো।
✅ টিকিটবিহীন কোন যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমন করতে পারবেন না।
✅ ট্রেনে প্রতিনিয়ত বিশেষ চেকিং অভিযান চলবে, তাই বিনাটিকিটে ট্রেন ভ্রমণ করা থেকে বিরত থাকুন। এক্ষেত্রে কারো সাথে অবৈধ লেনদেন করবেন না।
⚠️ বিশেষ প্রয়োজন ব্যতীত রেলভ্রমন করবেন না।
🛡️ অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোন যাত্রীতে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না।
🛡️ ঘরে থাকুন সুস্থ্য থাকুন।
🛡️ করোনা প্রতিষেধক টিকা গ্রহন করুন।
🛃 নির্দিষ্ট বিনে ময়লা ফেলুন।
আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।
ধন্যবাদ
বাংলাদেশ রেলওয়ে
বিঃ দ্রঃ ট্রেনের নামের লিষ্টে পরিবর্তন হতে পারে।
আজ ১৯ টি মালবাহী ওয়াগন নিয়ে ভারতের হলদিবাড়ি থেকে চিলাহাটি আসছে ভারতীয় ইঞ্জিন।
সর্বাধিক তথ্য, ভিন্ন মাত্রার, উচ্চমানের ভিডিও ফুটেজ সহ চিলাহাটি হলদিবাড়ি রুটে মালবাহী ট্রেন চালুর ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলেও দেয়া আছে, সেখান থেকে দেখলে উপকৃত হবো। প্লিজ সাপোর্ট মী।
https://youtu.be/OpuFMNWwAXY
চিলাহাটি হলদিবাড়ি রুটে মালবাহী ট্রেন চলবে আগামীকাল ১ আগস্ট থেকে। এই রুটের আপডেট বিস্তারিত তথ্যসহ সবার আগে পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
ক্লিক করুনঃ https://bit.ly/2rKms86
আগামীকাল থেকে চিলাহাটি হলদিবাড়ি রুটে মালবাহী ট্রেন চলবে।
এই রুটের সকল আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
ক্লিক করুনঃ https://bit.ly/2rKms86
Youth Net Bd - YouTube চিলাহাটিসহ সারা দেশের উল্লেখযোগ্য বিভিন্ন সংবাদ,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির খবর, বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা,শিক্ষা .....
সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হবে। শুরুতে ২৮ জোড়া ট্রেন চলাচল করবে।
এক আসন ফাঁকা রেখে ৫০% শতাংশ টিকিট বিক্রি হবে।
কাউন্টারে কোনো টিকিট পাওয়া যাবে না।
সব টিকিট বিক্রি হবে অনলাইনে।
নিম্নের ট্রেনগুলো আগামীকাল থেকে চলাচল করতে পারে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত চলাচল করবে মিতালী এক্সপ্রেস।
মিতালী এক্সপ্রেস।
২৭ মার্চ ২০২১ উদ্বোধন হলো ঢাকা-নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন সার্ভিস "মিতালী এক্সপ্রেস"।