Md Kabir Hossain

Md Kabir Hossain

Digital Marketer, Social Media Management and Social Media Advertising Specialist

mdkabirhossain.com Hey, I am Md. I also work at UpWork. I am self-confident.

Kabir Hossain, I am a digital marketer in the freelancer sector. Currently, I am working at Fiverr as an independent freelancer and have been ranked as a level 2 freelancer for my high-quality work! In the last 4 years, I have completed 500+ projects with 150+ clients from 100+ countries around the world. I specialize in Facebook-Instagram Marketing, Twitter Marketing, LinkedIn Marketing-Advertisi

28/03/2024

আলহামদুলিল্লাহ আমার Fiverr account এর ২ টা Gig এ fiverr choice badge পেয়েছি 😍

23/02/2024

সফলতার কোন গোপন রহস্য নাই, পরিশ্রমের লোনাপানি থেকে জন্ম নেয় সফলতার বীজ"!

13/02/2024

👍🖤

12/02/2024

আমরা প্রায়ই শুনি, "জীবন ছোটো। সুতরাং, উপভোগ করো।"

কিন্তু, একথা খুব কম লোকই বলে, "পরকাল চিরস্থায়ী। সুতরাং, প্রস্তুতি নাও।"

©️সংগ্রহীত।

11/02/2024

আর কতদিন কবিদের জন্ম - মৃত্যু সাল আর কবিতা মুখস্ত করবেন?? এইসব বালছাল বাদ দিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন তাহলে দেখবেন লেখাপড়ার পাশাপাশি আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারছেন। তখন আর চাকরির জন্য কারো পায়ে ধরতে হবে না উল্টো চাকরি দেওয়ার জন্য আপনি মানুষ খুঁজবেন।

ইংরেজি শিখুন, কম্পিউটারে পারদর্শী হন এবং ড্রাইভিং শিখে রাখুন। সব সময় সৃজনশীল চিন্তা ভাবনা করতে শিখুন তাহলে দেখবেন আপনি আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন।

22/01/2024

দেশ থেকে হারিয়ে যাচ্ছে- মানবতা, উদারতা আর ভালোবাসা। পাল্লা দিয়ে বাড়ছে শুধু পর*নিন্দা, হিং*সা, অহংকার আর লোভ।

Photos from Md Kabir Hossain's post 12/01/2024

খেজুরের রস 😋😋😋

11/01/2024

জীবনে সফল হতে চাইলে
দুটো জিনিস প্রয়োজন:-
জেদ আর আত্মবিশ্বাস

20/12/2023

সত্যিকার অর্থে শিখার কোন শেষ নেই, মানুষ সারাজীবনই শিক্ষা গ্রহণ করতে পারে। আর মার্কেটিং হচ্ছে এমন একটা সেক্টর যেখানে সব সময় আপডেট থাকতে হয়। কারণ দেশের একটা ছোট্ট পরিবর্তনেও মার্কেটিং ও ব্যবসায় ব্যাপক প্রভাব ফেলতে পারে 🙄

যারা ভাবেন যে সব কিছু শিখে ফেলেছেন তারা বোকার স্বর্গে বাস করছে, এমন মানুষ থেকে দূরে থাকবেন। আমি সব সময়ই শিখি, সবার কাছ থেকেই শিখি, আমি শিখতে ও শেখাতে ভালোবাসি ♥️

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র 📌

©️

19/11/2023

বিপদের বন্ধুই আসল বন্ধু, বিপদে বন্ধুর পরিচয়, বিপদে আত্মীয়দের চেনা যায়। বিপদে পড়লে মানুষের আসল রুপ চেনা যায়.........!

জীবন মানেই যুদ্ধ। এখানে প্রতিনিয়ত নিজের এবং অন্যের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয়। তাইতো জীবনে কমবেশি সবাই ছোট কিংবা বড় কোনো বিপদের সম্মুখীন হন। কেউ কেউ বিপদের মুখোমুখি হয়ে বিজয় লাভ করেন আবার কেউ কেউ বিপদ মোকাবেলা করতে না পারায় পরাজিত হন।
বিপদের সময় চারপাশে অন্ধকার ছাড়া আর কিছু নজরে আসে না। কুল খুঁজে না পেয়ে অনেকেই তখন বিপদ থেকে উদ্ধার হতে অন্যের দ্বারস্থ হন। এক্ষেত্রে সবাই যে উপকারে আসে তা কিন্তু নয়।

জীবনের চলার পথে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই কেউ আমাদের অনেক বহু কাছের বন্ধু হয়ে যায় আবার কেউ শত্রু। বাস্তব জীবনে চলতে হলে আপনি কখনোই একা চলতে পারবেন না। জীবনে চলার পথে আপনার বন্ধুর প্রয়োজন হবে। আর পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অনেক বন্ধুই থাকে। কিন্তু সব বন্ধুই প্রকৃত হয় না। একজন বন্ধুকে চিনতে হলে আপনার অবশ্যই বিপদে পড়তে হবে। আপনি যদি বিপদে পড়েন তাহলেই বোঝা যাবে কে আপনার প্রকৃত বন্ধু আর কে প্রকৃত বন্ধু না। আপনি যখন বিপদে পড়বেন তখন প্রকৃত বন্ধু কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না। আর যে আপনার প্রকৃত বন্ধু না সে আপনার বিপদ দেখলেই আপনাকে ছেড়ে চলে যাবে।

তবে আজকের দিনে বন্ধু চেনাটাই সবচেয়ে কঠিন কাজ। ছোটবেলা থেকে আমরা ‘দুই বন্ধু ও ভালুকে’র গল্পটা জানি। যেখানে এক বন্ধু আরেক বন্ধুকে রেখেই নিজে বাঁচার তাগিদে গাছে উঠে পড়ে। যদিও অন্য বন্ধু তাৎক্ষণিক বুদ্ধির জোরে বেঁচে যায়। কিন্তু এ গল্পটার নীতিকথাটি হল- বিপদের সময় যে বন্ধু তোমাকে ত্যাগ করে সে প্রকৃত বন্ধু নয়। তার সঙ্গ পরিত্যাগ করাই উত্তম।

বন্ধুত্বের বিশ্বস্ততার উদাহরণ নিয়েও অনেক গল্প রয়েছে

অন্যদিকে বিপদ কেটে যাওয়ার পর বিপদের বিষয়ে ভুলে যাওয়া সব থেকে বড় ভুল।

>> প্রথমত, যারা আপনাকে বিপদে ফেলেছে তাদের কথা কখনো ভুলবেন না। ভবিষ্যতে সবসময় তাদের থেকে সাবধান থাকবেন।

>> দ্বিতীয়ত, যারা বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আপনার প্রকৃত বন্ধু নয়। তারা এক ধরনের পরজীবী। ভবিষ্যতে কখনো তাদের থেকে কোনো প্রকার আসা ভরসা রাখবেন না।

>> তৃতীয়ত, যারা আপনার বিপদের সময় আপনার পাশে থেকেছে, আপনার মনোবল বৃদ্ধি করেছে, আপনাকে সহায়তা করেছে, তারা আপনার সত্যিকারের বন্ধু। তাদের নিজের জীবন থেকে হারিয়ে যেতে দেবেন না।

19/10/2023

পকেট শূন্য পুরুষেরা কোথায়ও শান্তি পায় না, না পায় প্রেমিকার কাছে। না শান্তি পায় নিজের স্ত্রীর কাছে। না শান্তি পায় পরিবারের কাছে। না সুখ পেয়ে থাকে এ জগতে! এদেরে নিঃশব্দহীন হয়ে বাঁচতে হয়,তখন এদের মুখের কথাও সবার কাছে তিক্ত মনে হবে।

তাই এ জগতে পকেট ভর্তি টাকাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়।

28/11/2022

চাহিদা যত কম জীবন তত সুন্দর

22/10/2022

মানুষকে সম্মান দিতে পারাটা সুন্দর ব্যক্তিত্বের পরিচয়। মানুষকে সম্মান করুন, আল্লাহ্ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। 🖤

19/10/2022

October 19 2022 - It's your day, Let's Celebrate!

Wishing you all Happy International Freelancer Day.

10/10/2022

এই পয়েন্টগুলো মাথায় 🧠 রাখুন —

✅ আপনার স্কিল থাকলে, ব্যবসা করতে টাকা লাগে না!
✅ ক্লায়েন্ট হান্টিংয়ে ফাইভারের চেয়ে, সোশ্যাল মিডিয়া বেটার অপশন!
✅ ফ্রিল্যান্সিংয়ের চেয়ে, নিজের বিজনেস — আরো বেটার অপশন!
✅ যতই স্কিল শিখুন না কেন, মার্কেটিং আর সেলস না জানলে কোনো লাভ নেই!
✅ সময় ব্যাক করে না, কিন্তু টাকা ব্যাক করে!
✅ একটা কমিউনিটি করুন! কয়েক বছর পরে হলেও সেটা কাজে আসবে!
✅ আপনার পাশের ছেলে-মেয়ে কি করছে সেটা দেখা বাদ দেন! আপনার হাত-পা-ব্রেইন-নাক-কান-গলা সবই আছে, আই থিংক — তাহলে কেন আরেকজনকে কপি করছেন?

মনে রাখবেন, আপনার যেকোনো স্কিলকেই প্রোডাক্টে কনভার্ট করে সেল করে আয় করা সম্ভব!

আই রিপিট, যেকোনো স্কিল! 🔥

10/10/2022

ফ্রিল্যান্সিং কে বাংলাদেশের মত এত সস্তা আর কোন দেশ বানায় নাই মনে হয়! তাই হয়ত ফাইবার শক্ত থেকে শক্ততর করে ফেলছে তাদের সকল নিয়ম!

কোন কিছু কে এতটা কম পাত্তা না দেয়া ভালো না!!

যে হারে ফ্রিল্যান্সিং শিক্ষক এবং শিক্ষার্থীর জন্ম হচ্ছে এতে ফ্রিল্যান্সার থেকে ফাইবার ও আপওয়ার্কের একাউন্ট ক্রিয়েট ই শুধু বাড়ছে! আর ডেমো প্রোসেসে গিগ দেয়ার প্রতিযোগীতা!!

শিখার মত কিছু না শেখার আগেই সবার একাউন্ট খোলা লাগে৷ বেওয়ারিস লাশের মত কিছুদিন পর সেই একাউন্ট ফাইবারের ওয়েব সাইটের কোন কোনে পড়ে থাকে মুখ থুবরে!

এর হার কত পরিমান কোন ধারণাই মানুষের নাই!!

ফাইবার যদি ভবিষ্যতে নতুন ফ্রিল্যান্সারদের একাউন্ট খোলার সুযোগ ই না দেয় তখন অবস্থা টা কি হবে বুঝেন একটু!!

স্কিল বাড়ান ভালো মত, তারপর একাউন্ট খুলতে আসেন৷ আধা আধুরা কাজ শিখে একাউন্ট খোলা বন্ধ করেন৷

© সংগৃহীত

09/10/2022

আপনি যদি "সঠিক সময়ের" জন্য অপেক্ষা করতে থাকেন তবে আপনি আপনার সমস্ত সময় এবং সম্পদ নষ্ট করতে থাকবেন।

আপনি কীভাবে অনুভব করেন তা নিয়ে কেউ চিন্তা করে না যতক্ষণ না আপনি তাদের অনুভব করেন, তারা আপনাকে কীভাবে অনুভব করেন।

জীবনে, আমরা কখনই বন্ধু হারাই না, আমরা কেবল শিখি কে সত্যিকারের।
..এই জীবনে সবাই তোমাকে পছন্দ করবে না! আর সবার পছন্দ বা অপছন্দ করায় কিচ্ছু যায়ও আসে না!

জীবন কে সেরার আসনে বসাতে গেলে সবার প্রিয় হওয়ার কোন প্রয়োজনই পড়ে না!

07/10/2022

আলহামদুলিল্লাহ্‌ ❤️
#জুম্মামোবারক

03/10/2022

রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি"‼️🌼
আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটাও লিখিত। একটি দানাও কম না আবার একটি দানা বেশিও না।
ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তায়ালা নিয়েছেন।
আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত কিন্তু আমার।
যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়েই ঐ ১ কোটি টাকা আয় করে তারপর আমি মারা যাবো আবার হারাম উপায়ে হলেও ঐ ১ কোটিই... নাথিং মোর অর নাথিং লেস (Nothing more or nothing less)!!!
আমি যেই ফলটি আজকে ঢাকায় বসে খাচ্ছি, সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড বা অন্য কোন দেশ থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে, তখনই এটা নির্ধারিত যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।
আলহামদুলিল্লাহ্‌...
কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।
আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি।
আল্লাহ্‌ তায়ালা আমাদের সঠিক পথ ও রিজিক এর তৌফিক দান করুন, আমিন।।।

03/10/2022

সময় কাটানোর জিনিস নয় !
সময় কাজে লাগানোর।
কারণ পার্থিব জীবন পরীক্ষার হল মাত্র!

29/09/2022

আলহামদুলিল্লাহ 😍

26/09/2022

মানুষের সবচেয়ে বড় শত্রু তার অহংকার,
আর সবচেয়ে ভালো বন্ধু - তার কাজ ,
যা দ্বারা হালাল উপার্জন হয়।

25/09/2022

believe in yourself

24/09/2022

যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্য কমন কিছু প্রশ্নের উত্তর ......

1. ফ্রিলান্সিং কি?
2. আমি ফ্রিলান্সিং করতে চাই!
3. আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?
4. কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?
5.যাদের জন্য ফ্রিল্যান্সিং নয়?

★ ফ্রিল্যান্সিং কী?
ফ্রিলান্সিং হলো মুক্তপেশা। আপনি কাজ করবেন আপনার ইচ্ছে মতো। আপনি চাইলে সকাল ১০ টা তেও কাজ করতে পারেন আবার আপনি চাইলে রাত ১২ টাতেও কাজ করতে পারেন। এর মানে এক কথায়, ফ্রিলান্সিং হলো আপনার পছন্দের কাজ আপনি যেখানে খুশি যখন খুশি করতে পারবেন একদম মুক্তভাবে

★ আমি ফ্রিল্যান্সিং করতে চাই!😇
খুবই ভাল কথা আপনি ফ্রিল্যান্সিং করতে চান। এখন আপনার জানা দরকার ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনার কি কি লাগবে? বা কি দরকার আপনার। ফ্রিলান্সিং এর জন্য সর্ব প্রথমে আপনার প্রয়োজন নিজের ইচ্ছেশক্তি, তারপর স্কিল, ডিভাইস, ইন্টারনেট কানেকশন ইত্যাদি।

★ আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারব?😊
যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব। এইযে আপনি এখন যে ব্লগ পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।
আপনি চাইলেই মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন না কিন্তু ফ্রিলান্সিং জগতে অনেক কাজ আছে যেগুলো মোবাইল দিয়েই করা সম্ভব। যেমন- লিখালিখি করা, ওয়েব ডিজাইন করা, ডাটা এন্ট্রি, ট্রান্সলেট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ আরো অনেক কাজ।

★ কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?🤔
আপনি যদি প্রথমেই টাকা আয়ের কথা চিন্তা করেন, তবে ফ্রিলান্সিং আপনার জন্য না। আপনাকে প্রথমেই একটা বিষয় নির্বাচন করতে হবে যে বিষয় নিয়ে আপনি কাজ করতে চান। তারপর আপনাকে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, তারপর আপনি কাজের চিন্তাভাবনা করতে পারেন।

★যাদের জন্য ফ্রিল্যান্সিং নয়?

যারা শর্টকাটে সাফল্য পেতে চায়
যারা অল্প কাজ শিখেই আয় করতে চান
যাদের নিজের দক্ষতা বৃদ্ধির প্রতি মনোযোগ নেই
যারা মনে করেন ফ্রিল্যান্সিং মানেই ঘরে বসেই মাস শেষে ৫০/৬০ হাজার টাকা আয় করা
যারা মনে করেন ৩/৪ মাসের একটি কোর্স করলেই মেন্টর সব শিখিয়ে দিবেন এবং পরবর্তীতে আর কিছু শেখা লাগবে না
যারা ভাবেন, “কিছুদিন দেখি, পরে শিখে নিবো নে”।
যারা নিয়মিত এবং নির্দিষ্ট পরিমান সময় দিতে পারবেন না
যাদের পরিশ্রম করার মানষিকতা এবং সামর্থ্য নেই
যারা অল্প পরিশ্রমে বেশী আয় করতে চান
অন্যের সাক্সেস এর স্ক্রিনশট / টাকা দেখে ফ্রিল্যান্সার হতে চান নিজের মনের ইচ্ছা না থাকা সত্বেও.

23/09/2022

23/09/2022

যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাদের জন্য কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করলাম..

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব কি না..

মোবাইল দিয়ে আপনি মার্কেটিং এর কিছু কাজ শিখতে পারবেন ভিডিও দেখে টুকটাক প্রেকটিস করতে পারবেন বাট মার্কেট প্লেসে সার্ভিস দেওয়ার মতো কাজ মোবাইল দিয়ে সম্ভব নয় কিছু কাজ করা গেলেও নতুন হিসেবে সম্ভব নয় এক কথায় ছাগল দিয়ে হাল চাষ করার মতো।

দরকার হলে মোবাইল বিক্রি করে ১৫.২০ হাজারের মধ্যে পুরোনো কম্পিউটার কিনেন তারপর স্কিল ডেভেলপ শুরু করেন ফ্রিল্যান্সিং টা কে টিভি চ্যানেল বা সস্তা হকার কিছু মেন্টররা যেভাবে উপস্থাপন করে ঠিক ততোটাই কঠিন এখানে প্রতিটা মূহুর্তে নিজের দক্ষতা এবং ধর্যের পরিক্ষা দিতে হয় ।

অনেক হকার আছে হকারি করার জন্য ইনবক্সে নিয়ে গিয়ে সস্তা মোটিভেশন দিবে আর নতুন হিসেবে আপনার কাছে সে মোটিভেশন অমৃতের মতো লাগবে তাই বলি হকারদের ইনবক্সে গিয়ে প্রতারিত হবেন না..
আপনাকে যারা ইনবক্সে ডেকে তাদের হকার সমিতির সহ-সভাপতি সভাপতির সফলতার গল্প শুনাবে তখন লাইভ তাদের মার্কেট প্লেস অবস্থান দেখতে চাইবেন তখনি বুঝবেন আমার কথার সত্যতা কতটা

কিছুক্ষণ পর পর শুধু সফল ফ্রিল্যান্সাররা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তাদের প্রফাইলে থাকে ওয়ার্ক এট ফ্রিল্যান্সার.কম আপওয়ার্ক ফাইবার আবার অ্যাফিলেট মার্কেটার অথছো তারা জানেও না অ্যাফিলেট মার্কেটিং কি

সেক্টর সম্পর্কে জানুন কোনটা ভালো লাগে বুঝুন তারপর ঐ সেক্টর নিয়ে সার্চ করুন শিখা শুরু করেন ইনকামের চিন্তা এখন করবেন না আগে শিখেন..প্রথমতো আপনাকে বাছাই করতে হবে আপনি কোন সেক্টরে আগ্রহী তার পর সে বিষয় সম্পর্কে রিসার্চ করুন..

৪.৫ বছর আগে হয়তো এমন কম ছিল তবে বর্তমানে ইউটিউবে সব ধরনের কোর্স পাওয়া যায় ডিজিটাল মার্কেটিং বলেন আর গ্রাফিক্স ডিজাইন সব পাবেন শুধু সার্চ করবেন..বর্তমানে বেশির ভাগ ট্রেনিং সেন্টার গুলো ধোঁকাবাজ । একজন ফ্রিল্যান্সার ২০.৩০ টা ওর্ডার কমপ্লিট না করেই ট্রেনিং সেন্টার খুলে বসে বেশির ভাগ ট্রেনিং সেন্টার। যার ফলে সামান্য কিছু শিখিয়ে মাঠে নামিয়ে দেয় । তাই আমার দৃষ্টিতে স্কিল ডেভেলপের অন্যতম মাধ্যম গুগল ইউটিউব।

23/09/2022

বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয়।
হালাল উপার্জন করাটাই গর্বের বিষয়।

Videos (show all)

😯😯😮  so beautiful so elegant just looking like a wow.  #viral #wow
মা ভালো না থাকলে, কিছুই ভালো লাগেনা।
মানুষ তার এই জীবনে কতবার হেরে যায়?আমার মতে, মানুষ তার এই জীবনে ৬/ছয়বার হেরে যায় ।
one day i become rich🤞 and i will do something for them🖤Inshallah
শিক্ষক: তোমাকে যদি টাকা অথবা সম্মানের মধ্যে যেকোনো একটাকে বেছে নিতে বলা হয়, তুমি কোনটা নেবে? ছাত্র: আমি টাকা নেবো। শিক্ষ...
মা ভালো না থাকলে, কিছুই ভালো লাগেনা।😞আল্লাহ তুমি পৃথিবীর সকল মা' কে সুস্থতা দান করো আমিন।🖤
আমার স্বপ্নগুলো" মরে গেছে 💔  তবে আমি হারিনি
মানুষ তার এই জীবনে কতবার হেরে যায়?আমার মতে, মানুষ তার এই জীবনে ৬/ছয়বার হেরে যায় ।১। টাকার কাছে !!!টাকা যার প্রয়োজনের...
নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের। তাইনিজেই নিজেকে উপহার দিলাম 🤣😍#aimlessk #freelancerkabirhossain
কারো   ব্যাক্তিত্বের প্রেমে পড়ে দেখো, তার সবকিছুই তোমার সুন্দর মনে হবে..বয়সের সাথে সাথে হয়তো তার চুল, গায়ের রঙ কিছুই থাক...
আপনি কি চেষ্টা করে ক্লান্ত?করবেন না...আপনি কি হাল ছেড়ে দিচ্ছেন?করবেন না...হাল ছেড়ে দেওয়া আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে ...
Wow!!!😮কোরিয়ান গ্রাম!Location: South Korea

Website

https://mdkabirhossaink.blogspot.com/