AI Doctor
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AI Doctor, Writer, .
এমন কুটনা খালা,মামা,মামী, চাচী অনেক আছে আমাদের পাশে যারা আমাদের ভালো চায় না।
মেয়েদের জীবন😐
শশুর বাড়ী থেকে ঈদ করতে বাবার বাড়িতে আসছি । কারণ শাশুড়ি অনেক পেরা দেয়। কিছু দিন একটু শান্তি করতে। ৪-৫ দিন যেতে না যেতেই বাবা মার ও ব্যাবহার খুব সুন্দর হয়ে যাচ্ছে। তখন শুধু চোখের পানি আটকে রেখে ভাবতেসি মেয়ে দের জীবন👍
আমি জীবনে অনেক টাকা পয়সার মালিক হতে চাই। শুধু মাত্র আমার মা বাবার জন্য একটু সুখ দিতে।
যখন কোনো মধ্যবিত্ত পরিবারের সবার বড়ো মেয়ে হয় মেঝ সন্তান ও মেয়ে হয় । আর বাবা মা ও বৃদ্ধ হতে থাকে এর চেয়ে কষ্টের আর কিছুই হয়না। বিয়ে হওয়ার পর মেয়েরা শশুর বাড়িতে থাকে না পারে বাবা মা কে কোনো অর্থ সম্পদ দিয়ে সাহায্য করতে না পারে সইতে।
আমরা মেয়েরা এমন একটা মানুষ যাদের বিয়ের পর শশুর বাড়ির সম্মান পাওয়ার জন্য সবাই বাবার অর্থ সম্পদ দেখে শশুর বাড়ির লোকজন। যে বাবা যত বড়ো গরু অথবা ছাগল আর বাজার পাঠাতে পারবে শশুর বাড়িতে সেই মেয়ের সম্মান পাওয়ার যোগ্যতা ততই বাড়বে। মাঝে মাঝে এগুলো দেখলে মেয়ে হওয়া টা খুব অপরাধ মনে হয়।
একটা কথা আমার মা কে যারা বা যে সম্মান করে না আমিও তাদের কোনো দিন ও সম্মান করবো না। সে যত বড়ই প্রেসিডেন্ট হোক আমি তাদের সম্মান করবো না।
জানেন একজন ভালো
মানুষ কখন Toxic হয়?? যখন সে নিজের Ethics এর বাইরে গিয়ে সবার জন্য করেও দিন শেষে তাদের বদনাম কুড়ায়৷
অহংকার মনে এই নয় যে আপনি ভালো জামা পড়ছেন ভালো বাড়ী করেছেন। অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা। মানুষের সাথে খারাপ ব্যাবহার করা। মানুষকে নিচু করে খোটা মেরে কথা বলা । মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলা। এইগুলোই প্রকৃত অহংকার। এই গুলো বেশি দিন থাকেনা যারা এমন করে আল্লাহ তায়ালা তাদের বিচার ঠিঠাকমতো করে দেন।
অনেক সময় আমরা কিছু না করেও অনেক দোষী হয়ে যাই। তখন মনে হয় ইসস সব যদি ঠিক হয়ে যেতো। যে ভুল না করেও দোষী হয়েছি টা যদি ঠিক করা যেতো।
একটা মানুষ শুরুতেই খারাপ হয়না। যখন সে দেখতে পারে যে তার আসে পাশে খারাপে ভরা তখন ওই মানুষ টা খারাপ হতে বাধ্য।
কিছু কিছু মেয়ে আছে এদের ভাব টাই এমন যে মনে হয় এরা এক এক জন প্রেসিডেন্ট এর নাতি। কিন্তু খোঁজ নিয়া দেখেন এদের যোগ্যতা ও নাই এদের ভাব নেয়ার মত কিছু নাই।
যারা মানুষের অবস্থান দেখে মানুষের সাথে ব্যাবহার করে তাদের চেয়ে নিকৃষ্ট আর কেউ নেই পৃথিবীতে। মানুষ হিসাবে আমাদের সবার সাথেই ভালো ব্যাবহার করা উচিত। সে গরীব হোক বা বড়লোক👍
Respect বা সম্মান এমন একটা জিনিস যে আপনি কাউকে সম্মান করলে আপনিও তার থেকে সম্মান পাবেন।
কখনও ছেলে মেয়ে বিয়ে দেয়ার সময় ছেলের বাবার কি আছে আছে বা মেয়ের বাবার কি আছে কয়টা বাড়ী এগুলো দেখবেন না। বরং ছেলের যোগ্যতা কি, সৎ কিনা , সব চেয়ে বড় ছেলে কর্মঠ কিনা তা দেখবেন।আর মেয়ের ক্ষেত্রে মেয়ে সৎ কিনা,মেয়ের চরিত্র কেমন ,ব্যাবহার কেমন সেটা দেখবেন।
আইফোন নিয়া যারা শোঅফ করে তাগো আমার কাছে খুব ছেসরা লাগে।
কিছু কিছু পাবলিক আছে এরা বন্ধু বান্ধব এর আইফোন নিয়ে মিরর পিক তুইল্যা এমন ভাব দেখায় মনে হয় যে তারা একজন বিল গেটস এর ছেলে মেয়ে🤣
অনেক সময় মনের ভিতর অনেক কথা জমা থাকে। একটা সময় সেই কথা গুলো কষ্ট হয়ে চোখের পানি হয়ে ঝরে যায়।
ফকিন্নি রা যখন বড়লোক হয় তখন তাদের অহংকার বেড়ে যায়।
কিছু মানুষের জন্মই হয়েছে কুটনামি করার জন্য। এরা এত কুটনামি পারে যে তাদের কুটনামিতে অস্কার বিজয়ী করা উচিত 👍
শাশুড়ি কখনো মা হয় না। আর বউরা কোনো দিন মেয়ে হতে পারেনা। আর এটাই বাস্তব
© রূপকথা
ছেলেদের মায়ের আসল রূপ বুঝা যায় যখন ছেলে বিয়ে করে।
© রূপকথা