Harualchari Students' Network-HSN

Harualchari Students' Network-HSN

হারুয়ালছড়ি সকল শিক্ষার্থীর আন্তঃসম্পর্কের লক্ষ্যে গঠিত হারুয়ালছড়ি স্টুডেন্টস' নেটওয়ার্ক।

31/07/2023

চট্টগ্রাম বোর্ডের SSC ২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র ছাত্রীদের জন্য একটি র‍্যাংকিং অ্যাপ। এইখানে মোট নাম্বার এবং জিপিএ এর ভিত্তিতে খুব সহজেই আপনি আপনার র‍্যাংকিং টা জানতে পারবেন, যার ফলে কলেজ চয়েজের সময় আপনি আপনার র‍্যাংকিং অনুযায়ী কলেজ সিলেক্ট করে আবেদন করতে পারবেন। অ্যাপের লিঙ্ক কমেন্টে দেয়া হয়েছে।

Post courtesy: Jahedul Islam Tarek,Founder member,HSN

22/07/2023

*********বিজ্ঞপ্তি************
এতদ্বারা হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক
গ্রীষ্মের ছুটি বাতিল হওয়ায় ২৩/০৭/২০২৩ খ্রিঃ থেকে বিদ্যালয়ের সকল শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। তাই সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত থেকে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

~বিদ্যালয় কর্তৃপক্ষ

Copied from: হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়

17/07/2023

বৃহত্তর ফটিকছড়ি-হাটহাজারী সংশ্লিষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন -- ''নববাক'' এর- ২০২৩-২০২৪ কার্যকরী কমিটির --

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন- হারুয়ালছড়ির কৃতি শিক্ষার্থী প্রিয় আবু জাফর ভাই।

তাঁকে হারুয়ালছড়ি স্টুডেন্টস' নেটওয়ার্কিং এর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা। 💙

29/05/2023

হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২০ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ ইমন সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৫৪.৫০ মার্ক পাওয়ায় হারুয়ালছড়ি স্টুডেন্টস নেটওয়ার্কিংয়ের পক্ষ থেকে অভিনন্দন!❤️

27/05/2023

Congratulations Dear Md. Ariful Islam,Co-founder Harualchari Student Networking(HSN) for getting chance in Chittagong University.

B unit Merit position: 94th
D unit Merit position: 384th.

27/05/2023

অভিনন্দন মুহাম্মদ আরিফুল হক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'ডি' ইউনিটে ৫৩০ তম।
আলিম: জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা।
দাখিল: গাউছিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।

Photos from Harualchari Students' Network-HSN's post 27/05/2023

অভিনন্দন মোঃ আশরাফুর রহমান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'ডি' ইউনিটে ১২৮ তম।
কলেজ: নাজিরহাট কলেজ।
স্কুল: হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়।

অভিনন্দন মোঃ আরিফুল ইসলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'ডি' ইউনিটে ৩৮৪ তম।
কলেজ: নাজিরহাট কলেজ।
স্কুল: হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়।

24/05/2023

অভিনন্দন মুহাম্মদ আরিফুল হক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটে ২৭৮ তম।
আলিম: জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা।
দাখিল: গাউছিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।

23/05/2023

অভিনন্দন মোঃ আরিফুল ইসলাম ভাইয়া।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 'বি' ইউনিটে ৯৪তম।
কলেজ: নাজিরহাট কলেজ।
স্কুল: হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়।

23/05/2023

অভিনন্দন মোঃ আশরাফুর রহমান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 'বি' ইউনিটে ৩০৬ তম।
কলেজ: নাজিরহাট কলেজ।
স্কুল: হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়।

28/08/2022

সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।

22/05/2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2021-2022 শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স ভর্তি শুরু হয়েছে। প্রপার গাইডলাইন ও সঠিকভাবে আবেদন করতে আইটি সেন্টার যোগাযোগ করুন।

08/02/2022

Congratulations zia vaiya.
Department of Anthropology,Cumilla University 🌺

:: DBBL Scholarship :: 05/01/2022

ডাচ্ বাংলা ব্যাংক স্কলারশিপ আবেদন লিংকঃ

https://app.dutchbanglabank.com/DBBLScholarship/vwparamSscScholarshipApplicationAction.action?batch_id=SSC-2022

:: DBBL Scholarship :: DBBL Scholarship Template

04/01/2022

একাদশ শ্রেনীতে ভর্তির সময় চয়েজ লিস্ট খুব সতর্ক হয়ে বানাবা! কারন এটা ভুল করলে পরে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না..

এটাকে প্রাইরোটি লিস্ট বলতে পারো , যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা তোমার বেশি সেটা উপরের দিকে রাখবা!

ধরো, তুমি চান্স পেলা তোমার চয়েজ লিস্টের ২ কলেজে এখন মাইগ্রেশানে তুমি ২য় কলেজ থেকে ১ম কলেজে চান্স পেয়ে যেতে পারো কিন্তু কখনোই ২য় নম্বরটাতে চান্স পেয়ে চয়েজ লিস্টের ৩য় কলেজে ভর্তি হতে পারবে না!
ধরলাম তোমার চয়েজ লিস্টঃ
১ - ঢাকা কলেজ
২ - ঢাকা সিটি কলেজ
৩ - সরকারি বিজ্ঞান কলেজ
এখন চান্স পেলা ঢাকা সিটি কলেজে লিস্টের ২য় টা! মাইগ্রেশান শেষে ঢাকা কলেজে চান্স পেয়ে যেতে পারো কিন্তু কখনোই সরকারি বিজ্ঞান কলেজে যেতে পারবা না! তাই তোমার প্রাইরোটি অনুযায়ী লিস্ট বানাবা❤️

১. ১ম ধাপে চান্স পাওয়ার পর নিশ্চয়ন করলে অটোমেটিক মাইগ্রেশন শুরু হয়ে যাবে এটা তুমি বন্ধ করতে পারবা না!
২. ১ম ধাপে চান্স পাওয়ার পর কলেজ পছন্দ না হলে ২য় ধাপে ফি দিয়ে আবার আবেদন করতে পারবা!
৩. মাইগ্রেশনের জন্য কোনো ফি লাগবে না!
৪. চয়েজ লিস্টের ১ম কলেজে চান্স পেলে আর মাইগ্রেশন হবেনা, সেটাতেই ভর্তি হতে পারবা!
৫. সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে পারবা!

30/12/2021

নোটিশ, হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়।

https://harualcharihighschool.blogspot.com/2021/12/blog-post.html

২০২২ সালের নতুন পাঠ্যসূচি ও বই সংক্রান্ত নোটিশ ******* জরুরি নোটিশ ******* এতদ্বারা হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,ন...

30/12/2021

হারুয়ালছড়ি স্টুডেন্টস নেটওয়ার্কিং এর প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল্লাহ আল মুবিনকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়াই অভিনন্দন ও শুভেচ্ছা।

29/12/2021

এসএসসি ও সমমানের ফল জানবেন যেভাবে...

কাল সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরীক্ষার ফল একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে।

মোবাইল:
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2021 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2021 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

ওয়েবসাইটে:
নির্ধারিত ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।

Education Board Bangladesh

16/12/2021

সবাইকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।🇧🇩
এদেশের স্বাধীনতার জন্য যেসকল বীরপুরুষেরা আত্মোৎসর্গ করেছেন তাঁদের প্রতি রইলো সশ্রদ্ধ সালাম।❤️

23/11/2021

হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী 'মোহাম্মদ মিজানকে' অভিনন্দন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট।মেরিট পজিসন ১৫০৬।

02/11/2021

২০২১ সালের এসএসসি পরিক্ষা শুরু হবে চলতি মাসের ১৪ তারিখ।সময় বেশি নেই।হেলা করা যাবে না।পেইজের সকল এসএসসি পরিক্ষার্থীদের জন্য শুভ কামনা।তোমাদের সফলতা কামনা করছি।

Photos from Harualchari Students Networking-HSN's post 30/10/2021

মিজান ভাই'কে অভিনন্দন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।সি ইউনিটে মেরিট পজিশন - ৭৬।

20/10/2021

শিক্ষা মন্ত্রণালয় থেকে অফিসিয়াল সিলেবাস দিয়ে দেওয়া হয়েছেI
যারা এখনো সিলেবাস সংগ্রহ করেননি,তারা এখনই সংগ্রহ করে নিনI
ধন্যবাদI

13/10/2021

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা হবে ৩ বিষয়ের বাংলা, ইংরেজি ও গণিতের, পরীক্ষায় নম্বর ৫০ + অ্যাসাইনমেন্টেরর গড় থেকে ৪০ + স্কুল পরিষ্কার পরিছন্ন কাজে অংশগ্রহনে ও মাস্ক পরা ১০= মোট ১০০

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রস্তুতি কীভাবে নেবে 10/10/2021

https://www.prothomalo.com/education/examination/%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রস্তুতি কীভাবে নেবে এইচএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষার্থ.....

05/10/2021

নতুন পদ্ধতি তে হবে এবারের এসএসসি পরীক্ষা।

02/10/2021

এইচএসসি পরীক্ষার আর ২ মাস বাকি! কি করবো?

১: আফসোস, আক্ষেপ, টেনশনের পরিমাণ বা গভীরতা নিয়ে পরীক্ষায় কোন প্রশ্ন আসবে না। তাই ডেইলি ১ ঘন্টার বেশি টেনশন করা যাবে না। শুধু বিকাল ৫.০০ থেকে ৬.০০(সন্ধ্যা হওয়ার আগের ১ ঘন্টা) রাস্তায় হেঁটে হেঁটে ইচ্ছে মতো টেনশন করতে পারবা। তবে সূর্য ডোবার সাথে সাথে টেনশনের চ্যাপ্টার ক্লোজ।

২: যারা ফার্স্ট-সেকেন্ড হয় তারা সারাদিন কুত্তার মতো পড়ালেখা করে (যাকে বলে ডগ ফাইট)। তুমি ফার্স্ট সেকেন্ড না হইলেও পরীক্ষার আগ পর্যন্ত তাদের মতো দুনিয়াদারি ভুলে সারাদিনে পড়ার পিছনে লেগে থাকতে হবে।

৩: ফেইসবুক, ভাইবারের চ্যাটিং নির্ভর রিলেশনকে টাটা বাই বাই করতে হবে। আবেগের কাতুকুতু লাগলে প্রেমের ঘাটুর ঘুটুর ১ ঘন্টার মধ্যে শেষ করবে। তারপরেও প্রিয়জন খুব বেশি প্রেসার দিলে তাকে কিছুদিনের জন্য এক্স বানায় রাখো। পরীক্ষার পরে থাকলে থাকবে, না থাকলে নাই।

৪: ঘুম থেকে উঠে, দাঁত ব্রাশ করে, নাস্তা খাওয়ার পরেই যে পড়তে বসা যাবে এমন কোন কথা নাই। মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সাথে সাথেই পড়া শুরু করে দিবা। এক ঘন্টা পড়ে, দাঁত ব্রাশ করতে যাবা। আরো এক ঘন্টা পড়ে নাস্তা করতে যাবা। একইভাবে “বাইর থেকে এসে জামা কাপড় খুলে, ঘাম শুকানোর আগে পড়া যাবে না”- এমন কোন আইন নাই। তাই ক্লাস, ল্যাব বা বাইর থেকে এসে ডাইরেক্ট পড়তে বসে যাও। পড়তে পড়তেই ঘাম শুকিয়ে যাবে।

৫: সকাল ৭.০০ এর মধ্যেই ঘুম থেকে উঠে যেতে হবে। ক্লাস, কোচিং, প্রাকটিক্যাল না থাকলে বাথরুমে যাওয়া ছাড়া দুপুর ১২.০০ এর আগে রুম থেকে বের হওয়া যাবে না। কোন একটা জিনিস নিয়ে একটানা ৪৫ মিনিট পড়ার টার্গেট নিয়ে পড়া শুরু করবা। শেষ না হইলে আরেকটু বেশি সময় নিয়ে হলেও টার্গেট শেষ করতে হবে। তারপর ১৫ মিনিট ব্রেক।

৬: কোন কিছু পড়া শেষের ১৫ মিনিটের ব্রেক অবশ্যই এনালগ ব্রেক হতে হবে। কোন প্রকারের ল্যাপটপ, মোবাইল, ফেইসবুক, ভাইবার, জন্মদিনের উইশ করা যাবে না। দরকার হলে বাথরুমে যাও, মুখে পানি দাও, হাঁটাহাঁটি করো। আর হাটতে হাটতে এতক্ষণ যা পড়ছিলা সেটা মনে মনে রিভাইজ দিতে থাকো।

৭:.দুপুর ১২.০০ এর দিকে গোসল করো, খাওয়া দাওয়া করো, নামাজ পড়ো। দরকার হলে আধা ঘন্টা রেস্ট নাও। কোন অবস্থাতেই দুপুরে দেড়-দুই ঘন্টার আয়েশি ঘুম দেয়া যাবে না।

৮: দুপুরে ক্লাস, কোচিং না থাকলে ১.৩০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত সকালের মতো ৪৫ মিনিট টার্গেট নিয়ে পড়বা। টার্গেট এচিভ হলে ১৫ মিনিটের এনালগ ব্রেক নিয়ে মনে মনে রিভাইজ দিবা। সকাল এবং দুপুর পড়ালেখার মোক্ষম সময়। এই সময়টায় যতবেশি সম্ভব কাজে লাগাতে হবে।

৯: বিকাল ৫.০০ থেকে ৬.০০ (সন্ধ্যার আগের ১ ঘন্টা) টেনশন করার টাইম। এই সময়টায় রাস্তার এক পাশে বা কোন খেলার মাঠের পাশ দিয়ে মাথা নিচু করে হাটতে হাটতে টেনশন মনের মাধুরী মিশিয়ে টেনশন করো। টেনশন করার কিচ্ছু না থাকলে রিলাক্স করো। কারো সাথে দেখার করার থাকলে দেখা করো। ফটোকপি নোট সংগ্রহ করো। এবং সন্ধ্যা হওয়ার আগে বাসায় ফিরো।

১০: সন্ধ্যা ৬.৩০ থেকে ৭.৩০কোন টিউশনি থাকলে সেটা করো। নচেৎ এই সময়টা ইজি স্টাইলে পড়ো। সকাল বা দুপুরের পড়া বাকি থাকলে বা কোন কারণে করতে না পারলে সন্ধ্যায় পুষিয়ে দিতে হবে।

১১: রাত ৭.৩০ থেকে ৯.৩০ রিভিশন টাইম। প্রথম এক ঘন্টা আজকে যা যা পড়ছো সেগুলার রিভিশন দাও। পরের এক ঘন্টায় গতকাল যা যা পড়ছিলা রিভিশন দাও। রিভিশন না দিলে সারা দিনের পড়া সব ভুলে যাবে। রাত ১০.০০ এর মধ্যে ডিনার শেষ করবা।

১২: প্রিয়জন থাকলে রাত ১০.০০ থেকে ১১.০০ পর্যন্ত ভাবের বিনিময় করবা। আর প্রেম না থাকলে, এই সময়টা রিলাক্স মুডে আগামীকালকে কি কি পড়বা সেগুলা সেট করবা। সারাদিনের ইম্পরট্যান্ট পয়েন্ট গুলা খাতায় লিখে রাখবা। যাতে পরে খুব দ্রুত রিভিশন দিতে পারো। আর ১১.০০ এর মধ্যে ঘুমাই যেতে হবে। কোন অবস্থাতেই ১১.৩০ টার বেশি জেগে থাকা যাবে না।

১৩: প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘন্টা ঘুমাতে হবে। নচেৎ ব্রেইনের কার্যকারিতা কমে যাবে। এবং ভোর সাতটার আগে ঘুম থেকে উঠে যেতে হবে।

১৪: ক্লাস, প্রাকটিক্যাল এবং পড়া রিলেটেড কোন প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হওয়া যাবে না। এবং যতক্ষণ বাইরে থাকবা ততক্ষণ (বাসে, রিক্সায়, ক্লাসের গ্যাপে) বই খাতা খুলে রিভাইজ দিতে থাকবা।

১৫: পরীক্ষার যতদিন বাকি সেটাকে তিন দিয়ে ভাগ করে প্রথম দুই ভাগের কোনদিন কোন সাবজেক্ট পড়বা এমন একটা রুটিন বানাতে হবে। রুটিনের শুরুতে ভালো পারো এমন দুইটা সাবজেক্ট রাখবা। মাঝখানে যেগুলা কম পারো সাবজেক্টগুলা পড়বা। আর বাকি যে তিন ভাগের এক ভাগ বাকি রয়ে গেছে সেখানে সব সাবজেক্টগুলা দ্রুত রিভিশন দিতে হবে। তারমানে তিনভাগের প্রথম দুইভাগে ভালো করে পড়বা এবং শেষের ভাগে রিভিশন দিবা।

১৬: কোন চ্যাপ্টার শুরু করার আগে দশ মিনিট সময় নিয়ে, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, আগের বছরে কি কি প্রশ্ন পরীক্ষায় আসছে এক নজর দেখে নাও। তারপর ইম্পরট্যান্ট সূত্রের প্রমাণ, সংজ্ঞা, ফর্মুলা, গাণিতিক সমস্যাগুলো পড়ো।

১৭: ঘন্টা হিসেবে নয়, টার্গেট হিসেবে পড়ো। আজকে ছয় ঘন্টা পড়বো চিন্তা না করে, যতক্ষণ লাগুক না কেনো আজকে এই এই চ্যাপ্টার শেষ করবো চিন্তা করো।

১৮: কখনোই গোসল করে বা ভাত খেয়ে পড়তে বসবো চিন্তা করব না। বরং চিন্তা করো এইটা পড়া শেষ করেই গোসল করবো। এইটা শেষ না হওয়া পর্যন্ত দুনিয়া উল্টে যেতে পারে আমি গোসল করবো না। পড়া শেষ না করা পর্যন্ত ক্ষুধায় মারা যেতে পারি মাগার ভাত খেতে যাবো না।

১৯: কোন কারণে পড়া না আগাইলেও ধৈর্য হারানো যাবে না। একটু টায়ার্ড হলে বাইরে হেটে আসো বা ১৫-২০ টা পুশ-আপ দিয়ে দাও। 7 minute exercise app ডাউনলোড করে ৭ মিনিট ব্যায়াম কর নাও।

২০: কিছুক্ষণ বসে বসে পড়ার পর যদি দেখো পড়া আগাচ্ছে না, তাহলে দাঁড়িয়ে পড়বে। কিছুক্ষণ দুই পায়ের উপর দাঁড়িয়ে থাকার পরে এক পায়ে দাঁড়িয়ে পড়বে। না হয় হেঁটে হেঁটে পড়বে। টানা পাঁচদিন ভালো পড়ালেখা হওয়ার পরে একদিন একটু কম হইলে আফসোস না করে পরেরদিন পুষিয়ে দেয়ার জন্য মানুষিক প্রস্তুতি নাও।

২১: হাতের কাছেই শুকনা খাবার- বিস্কুট রাখো। চা কফি খোয়ার অভ্যাস থাকলে খাও। তবে দিনে তিন কাপের বেশি খাবা না।

২২: পরীক্ষার আগে পরীক্ষা দাও। কোথাও মডেল টেস্ট দিতে পারলে ভালো। আর না পারলে নিজেই একটা-দুইটা ইম্পরট্যান্ট প্রশ্ন বা অংক শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে লিখো।

২৩: পড়ার আগে নিজের ভিতরে জানার কৌতূহল সৃষ্টি করে, পড়ার পর মিশন কমপ্লিট হয়ে গেছে চিন্তা করে পুলকিত অনুভব করো। পড়ালেখাকে বোঝা হিসেবে চিন্তা করবা না। বরং পড়ালেখা একটা খেলা। এইটা পড়া বুঝা, মনে রাখা, পরীক্ষার খাতায় লেখার খেলা।

২৪: যারা পরীক্ষার আগেও সিরিয়াস না হয়ে, ড্যাম কেয়ার ভাব নিয়ে চলতেছে। বা অল্প পড়েই পেরে যাই- ভাব পিটায়। তাদের এড়িয়ে চলো।
--------- উপরের রুটিনটার মতো একটা রুটিন দুনিয়ার সবার আছে। ইনফ্যাক্ট দুনিয়ার সবচেয়ে আইলসা, সবচেয়ে খারাপ, সবচেয়ে ফাঁকিবাজ স্টুডেন্টেরও ২৪ ঘন্টার এমন একটা রুটিন আছে (যদিও তারা সেটা উপলব্ধি করে না, করতে চায় না)। জীবন উপভোগ করার নাম ফাঁকিবাজি করা পোলাপান একটা-দুইটা মুভি দেখা শুরু করলে, দুই-তিন ঘন্টায় বাথরুমেও যায় না। জোর করে বেশি বেশি চা খেয়ে রাত জেগে থাকে খেলা দেখতে।
ইন্টারনেটে একবার ঢুকলে ২ ঘন্টা চেয়ার থেকে উঠে না। আড্ডা, তাস খেলতে বসলে খাওয়া দাওয়ার কথা ভুলে যায়। সো, একটু ক্লোজলি চিন্তা করলে দুনিয়ার সবারই একটা রুটিন আছে, ফাঁকিবাজদেরও রুটিন আছে, যেটাতে সে অভ্যস্ত। এখন একটু সচেতনভাবে পরীক্ষার তরী পার হওয়ার জন্য তার লাইফ স্টাইলের একটা মুভির পরিবর্তে তিনঘন্টা পড়া ঢুকানোর মানসিকতা কিছুদিনের জন্য না আনলে, টেনেটুনে পাস করাও অসম্ভব হয়ে যাবে।
সো, উপরের রুটিনটা রোবটদের জন্য না। ফাঁকিবাজদের ফাঁকিবাজির অপশনগুলা, পরীক্ষার কিছু জন্য, একটু পরিবর্তন করে নেয়া রুটিন।
#কালেক্টেড
-ঝংকার মাহবুব

02/10/2021

BREAKING NEWS...এটাই চূড়ান্ত
✅HSC-21 পরিক্ষার মানবন্টন:

♦বিজ্ঞানঃ সৃজনশীল ৮ টি থাকবে এর মধ্যে ২ টির উত্তর দিতে হবে।(২০ মার্ক)
♦mcq ২৫ টি থাকবে ১২ টি দিতে হবে।(১২মার্ক)
♦প্রাকটিক্যালঃ ৫ মার্ক
♦সময়ঃ ১ ঘন্টা ৩০ মি।
♦পূর্ণমানঃ ৩৭ ( ২০+১২+৫) & JSC+SSC=13 mark

🔰ব্যবসা ও মানবিকঃ ১০ টি সৃজনশীল থাকবে ৩ টির উত্তর দিতে হবে (৩০ মার্ক)
🔰mcq ৩০ টি থাকবে ১৫ টি দিতে হবে।(১৫ মার্ক)
🔰সময়ঃ১ ঘন্টা ৩০ মিনিট
🔰পূর্ণমানঃ৪৫

সোর্সঃ ৭১ টিভি

01/10/2021

নবম-দশম শ্রেণির বর্তমান পদার্থবিজ্ঞান বইটির তুলনায় পূর্বের বইটিতে বেসিক থিওরি এবং ম্যাথম্যাটিকাল অংশ খুব ভালোভাবে দেওয়া আছে।বর্তমান বইটিতে ম্যাথ এবং সমীকরণিক অংশ খুব কম;যা একজন এসএসসি পরীক্ষার্থীর জন্য যথেষ্ট নয়।

নবম-দশম শ্রেণির শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের সুবিধার্থে পূর্বের বইয়ের পিডিএফ লিংক নিচে দেওয়া হলোঃ
https://drive.google.com/file/d/0B1Pe5i84diyhUFpBUExiV1VGMVk/view?usp=drivesdk&resourcekey=0-lFMX9H1aKoRvL2Bu3lJ1sA

29/09/2021

SSC Mark Distribution. ..

Website