OLI ACADEMY
মেডিকেল ভর্তির প্রাইভেট প্রোগাম।
📣ভার্সিটি ব্যাচ- ২০২০-২১
🔶শুরু হয়েছে সাবজেক্ট ফাইনাল ।
🌞পেপার ফাইনাল এবং মডেল টেস্ট আপকামিং ।
প্রতিদিন একটি করে পেপার এর উপর ১০০ মার্ক এর পরীক্ষা এবং সলভ ক্লাস।
এই শেষ সময় শুধু ক্লাস এর জন্য বসে না থেকে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি দেখে নাও ।
কোর্স ফি:১০০০/-
সময়ঃ১২টা এবং ৩ টা
ইক্বরা ভার্সিটি এডমিশন কেয়ার
ভূমি অফিস সংলগ্ন,রাধাবল্লভ, রংপুর
আলহামদুলিল্লাহ Fahad Academy for Biology - FAB ও OLI ACADEMY এর পক্ষ হতে সবার কঠোর প্রচেষ্টায় আমরা সিলেটের গোয়াইনঘাট সহ বেশ কয়েকটি এলাকায় মেডিকেল চেক আপ,ফ্রি ওষুধ এবং ১ সপ্তাহ এর জন্য ৩০০ টি পরিবার কে ত্রান সামগ্রি পৌছায় দিতে পেরেছি।
ইনশাআল্লাহ কুড়িগ্রাম হবে আমদের পরবর্তী ভেন্যু।
ফাহাদ ভাইয়া🤔
ত্রান এর জন্য মানুষের হাহাকার😭
ইন্ডিয়ার কাছে আমরা সবাই।
ফ্রি মেডিকেল চেকআপ এবং ওষুধ বিতরণ।
চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প।OLI ACADEMY and Fahad Academy for Biology - FAB
চলছে বোঝাই এর কাজ।।সুরমা নদীতে।।
সিলেটে ত্রান বিতরণ।
Fahad Academy for Biology - FAB and OLI ACADEMY এর পক্ষ হতে সিলেটের গোয়াইনঘাট এ ৩০০ টি পরিবার এর মাঝে খাবার বিতরণ, মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কর্মসূচি চলছে।
ইনশাআল্লাহ চলবে।। সবাই দোয়া করবেন
বুটেক্সের ভর্তি আবেদন শেষ হবে ২ জুলাই। ছবি ও স্বাক্ষর আপ্লোড শুরু হবে ৪ জুলাই থেকে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ জুলাই থেকে।
ব্রেকিং ~
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স ) অধিভুক্ত বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে সরকারি ৮ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৷
সেশন : ২০২১-২২
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী
পরিক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে
১। আবেদন শুরুঃ- ০৫-০৭-২০২২ সকাল ১০.০০
২। আবেদন শেষঃ- ০৭-০৮-২০২২, রাত ১২.০০
৩। পরীক্ষার তারিখঃ ২০-০৮-২০২২
৪। ফলাফল প্রকাশঃ- ২৩-০৮-২০২২
৫। আবেদন ফিঃ- ১,০০০টাকা
৬। আবেদনের যোগ্যতাঃ SSC এবং HSC তে আলাদাভাবে ৪.০০ করে, এবং HSC তে পদার্থ,রসায়ন,গনিত এ ৩.৫ ও ইংরেজিতে ৩.০০ সহ মোট ১৬.৫০ পয়েন্ট থাকতে হবে।
৭। পরিক্ষার বিষয়ঃ পদার্থ-৩০ , রসায়ন-৩০ ,গনিত-৩০ এবং ইংরেজি-১০ টি প্রশ্ন থাকবে প্রতি প্রশ্নের মার্ক ২
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ মার্ক কাটা।
( ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না )
সময় - ১ ঘন্টা ২০ মিনিট
৮। পরীক্ষার কেন্দ্রঃ-নোয়াখালী, পাবনা, চট্টগ্রাম, বরিশাল, ঝিনাইদহ, রংপুর, জামালপুর এবং গোপালগঞ্জ
৯। সেকেন্ড টাইম আছে
১০। সকল কলেজ পাবলিক
১১ । সিটসংখ্যা - ৯৬০ ( প্রতিটি কলেজে ১২০ টি করে )
সার্কুলার ও ভর্তি প্রস্তুতির জন্য জয়কলি প্রকাশিত প্রযোজ্য বই দেওয়া হলো।
হবে নাকি কুইজ?
সাড়া দাও
#চ.বি আপডেট
চবিতে গত ১ সপ্তাহে ভর্তি আবেদন প্রায় ৪৫ হাজার ছাড়িয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দু’টি উপ-ইউনিট মিলে সপ্তাহে মোট ৪৪ হাজার ৪৪৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। মঙ্গলবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের পরিচালক ড. খাইরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চবির চারটি ইউনিট (এ, বি, সি, ডি) ও দু’টি উপ-ইউনিট (বি-১, ডি-১) মিলে মোট ৪৪ হাজার ৪৪৬টি আবেদন পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৮ হাজার ৬০০টি, ‘বি’ ইউনিটে ১০ হাজার ১৯৪টি ও ‘সি’ ইউনিটে ৩ হাজার ৩৫৮টি এবং ‘ডি’ ইউনিটে ১০ হাজার ৪১৮টি আবেদন পড়েছে।
তিনি আরও জানান, চবির ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ও ‘বি-১’ ইউনিটে ৮৭৬টি আবেদন পড়েছে।
আগামী ৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে।
বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইন্সটিটিউট রয়েছে। আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। এর মধ্যে এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, বি ইউনিটে ১ হাজার ২২১টি, সি ইউনিটে ৪৪১টি, ডি ইউনিটে ১ হাজার ১৬০টি। উপ-ইউনিটের মধ্যে বি১ ইউনিটে ১২৫টি ও ডি১ ইউনিটে ৩০টি আসন রয়েছে। বাকি ৭০৭টি কোটায়।
তথ্যসূত্রঃ The Daily Campus
ভার্সিটি ব্যাচের সময়সূচিঃ
দুপুর ➡️১২ঃ০০-৩ঃ০০
বিকাল➡️ ৩ঃ০০-৬ঃ০০
পরীক্ষাঃChemistry(2nd)-1,4
আজ বিশ্ব মরুকরণ ও খরা মোকাবিলা দিবস। অনেক বছরের প্রচেষ্টার পর চীন ২৪২৪ বর্গকিলোমিটার এলাকাকে মরুকরণ থেকে রক্ষা করতে পেরেছে। এখন প্রতিবছর দেশে বনায়নের করা হচ্ছে ৩৬০০০ বর্গকিলোমিটার এলাকা। মরুকরণ মোকাবিলা ও নিয়ন্ত্রণে বিশাল সাফল্য অর্জন করেছে চীন।
➡️৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন
০১/০৭/২০২২ থেকে ২০/০৭/২০২২ তারিখ পর্যন্ত চলবে।
আবেদন ফি ৭৫০ টাকা।
ভর্তি পরীক্ষার সময়সূচি:
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট- ২৬/০৮/২০২২
বিজ্ঞান ইউনিট-১২/০৮/২০২২
বাণিজ্য ইউনিট - ১৯/০৮/২০২২
আজকে শেষ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন।
🚫Reminder🚫
⚠️JU Admission
➡️আজকে ১৬ জুন রাত ১১ঃ৫৯ মিনিট এ শেষ হচ্ছে স্বপ্নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন।।
GST তথা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি নির্দেশিকা -
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্যতা, সময়সূচী, আবেদন পদ্ধতি ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলি ...।
দেখে নাও। 💙
◼️রা.বি,জা.বি,গুচ্ছ ভার্সিটি,কৃষি গুচ্ছ ভার্সিটি এক্সাম ব্যাচ।
শুরু হয়েছে।
⏩এই মুহুর্তে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নেয়াই হবে বুদ্ধিমানের কাজ।
IQRA VARSITY ADMISSION CARE
(একটি অলি একাডেমি প্রতিষ্ঠান)
ভূমি অফিস সংলগ্ন,রাধাবল্লভ,রংপুর
এবারে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে না সিলেকশন, পরীক্ষা দিতে পারবে সবাই।
🔥ঢা.বি পরবর্তী
রা.বি,জা.বি,চ.বি,গুচ্ছ ভার্সিটি,কৃষি গুচ্ছের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে
📖রিভিশন+এক্সাম ব্যাচ এ ভর্তি চলছে.
⏩এই শর্ট সময়ে নিজেকে যাচাই এবং নিজের গ্যাপ পূরণ করতে চলে আসো ক্লাস এবং এক্সাম এ।
◼️ক্লাস এবং এক্সাম শুরুঃ ১২ই জুন,২০২২
💵কোর্স ফিঃ ১৫০০/-
IQRA VARSITY ADMISSION CARE
(একটি অলি একাডেমি প্রতিষ্ঠান)
ভবন-০২, ভূমি অফিস সংলগ্ন,রাধাবল্লভ,রংপুর।
DU A UNIT question
GST🤟
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী রবিবার (১২ জুন) প্রকাশ করা হবে। যদিও আগামীকাল শুক্রবার অথবা শনিবার এই বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। বৃহস্পতিবারের (৯ জুন) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তি প্রকাশের তিনদিন পর ১৫ জুন থেকে আবেদন শুরু হবে।
২০১৭ সালে এসএসসি পাসকৃতদের ভর্তি পরীক্ষায় সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, গত ৫ জুনের সভায় যারা ২০১৭ সালে এসএসসি পাস করেছে তাদের ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আজকের সভায় সেটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতেও সেটি উল্লেখ করা হয়েছে।
এদিকে আগামী ১৫ জুন থেকে ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২৫ জুন পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদনে নির্দিষ্ট তারিখ শেষে আর অতিরিক্ত সময় বাড়ানো হবে না। আবেদন শেষে আগামী ৩০ জুলাই থেকে এসব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে গতবারের চেয়ে এবারে ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীরা শুধু একবারই টাকা দিতে হবে। পাশাপাশি ১শ’ নাম্বারের ভর্তি পরীক্ষায় ৩০ নাম্বারে পাস নাম্বার নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিয় ঢাবি ভর্তিইচ্ছু শিক্ষার্থীবৃন্দ, অবশেষে তোমরা তোমাদের বহুল প্রতিক্ষীত কাঙ্খিত -স্বপ্নকে পূর্ণতা দানের আরো একটি শুভলগ্নের মুখোমুখি। গর্বিত ঢাবিয়ান হওয়ার প্রত্যাশায় (অলি একাডেমির) পক্ষ থেকে সবার প্রতি রইল আন্তরিক শুভ কামনা।
,,,,,,,"দূর কর ভয়
করতে হবে জয়।
,,,,,,,,,,,বিজয় তোমারি হবে.... কথা দিলাম।................................. IQRA VARSITY ADMISSION CARE..(একটি অলি একাডেমি প্রতিষ্ঠান).
ঢা.বি.-ক ইউনিট ভর্তি পরীক্ষার্থীদের OLI ACADEMY এর পক্ষ থেকে জানাই শুভ কামনা।
➖➖গুচ্ছের(এ টু জেড) সফল প্রস্তুতি ২২➖➖
⬛যেগুলো জানতে হবে
✅আবেদন ১৫ জুন থেকে।
✅নেগেটিভ মার্ক থাকবে ০.২৫।
✅মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়।
✅সেকেন্ড টাইম আছে।
✅আসন সংখ্যাঃ ২৪ হাজারের মত।
✅পাশ মার্ক ৩০।
⬛আবেদন ফি ১৫০০ টাকা।
◼গুচ্ছের আবেদন যোগ্যতা : (চতুর্থ বিষয় বাদে)
➖বিজ্ঞান : ৭.০০
➖বাণিজ্য : ৬.৫০
➖মানবিক : ৬.০০
🔳গুচ্ছে সিলেকশন নেই
তাই সবাই পরীক্ষা দিতে পারবে।
◼ পরীক্ষার নতুন তারিখঃ
✍️ক ইউনিট (বিজ্ঞান) : ৩০ জুলাই
✍️খ ইউনিট (মানবিক) : ১৩ আগস্ট
✍️গ ইউনিট (বাণিজ্য) : ২০ আগস্ট
🔳মানবন্টন
✅এ ইউনিট (বিজ্ঞান)
➖আবশ্যিক
✍️পদার্থ - ২৫
✍️রসায়ন -২৫
➖ঐচ্ছিক
✍️গণিত/ জীববিজ্ঞান -২৫
✍️বাংলা /ইংরেজি-২৫
✅বি ইউনিট (মানবিক)
➖বাংলা -৩৫
➖ইংরেজি -৩৫
➖সাধারণ জ্ঞান-৩০
✅সি ইউনিট (বাণিজ্য)
🔳হিসাববিজ্ঞান -৩৫
🔳ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা -৩৫
🔳বাংলা -১৫
🔳ইংরেজি -১৫
⬛কিছু শর্তঃ
🔳বিজ্ঞানের জন্য এ ইউনিট মানবিকের জন্য বি
ইউনিট বাণিজ্যের জন্য সি ইউনিট নির্ধারিত
🔳বিভাগ পরিবর্তন বলে কোনো ইউনিট নেই
তবে নিজ ইউনিটে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন
করতে পারবে।
🔳বিজ্ঞানের জন্য পদার্থ, রসায়ন বাধ্যতামুলক।
🔳গণিত ও জীববিজ্ঞানের যেকোনো একটি বা দুটিই
উত্তর করতে পারবে।
দুটি উত্তর করলে বাংলা বা ইংরেজি উত্তর করা
লাগবে না।
🔳একই প্রশ্নে সবার পরীক্ষা হয় তাই প্রশ্ন একটু
কঠিন হওয়ার সম্ভবনা আছে।
🔳মানবিক থেকে ৬০,বিজ্ঞানের ৫৫, বাণিজ্যের ৬৫
মার্ক সেভ জোন বলা যায়।
কম বেশিতেও চান্স হয়।
🔳সেকেন্ড টাইম থাকার কারনে কম্পিটিশন একটু
বেশিই হবে।
⬛গুচ্ছভুক্ত ২৩ টি বিশ্ববিদ্যালয় হল-
1️⃣জগন্নাথ বিশ্ববিদ্যালয়
2️⃣ইসলামী বিশ্ববিদ্যালয়
3️⃣খুলনা বিশ্ববিদ্যালয়
4️⃣কুমিল্লা বিশ্ববিদ্যালয়
5️⃣জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
6️⃣বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
7️⃣বরিশাল বিশ্ববিদ্যালয়
8️⃣রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
9️⃣বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
🔟শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
➖বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
1️⃣1️⃣শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
1️⃣2️⃣হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
1️⃣3️⃣মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
1️⃣4️⃣নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
1️⃣5️⃣যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
1️⃣6️⃣পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
1️⃣7️⃣বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
1️⃣8️⃣রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
1️⃣9️⃣বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
2️⃣0️⃣পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
2️⃣1️⃣ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
2️⃣2️⃣ কিশোরগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
2️⃣3️⃣ঠাকুরগাও বিশ্ববিদ্যালয়
Collected..
ওয়েটিং থেকে কার চান্স হলো দেখে নাও,,
কার কোথায় মাইগ্রেশন হলো জানাও,,
২১-২২ এম বি বি এস এডমিশন টেস্ট
😲ফ্রি!ফ্রি!ফ্রি!😲
⏭️আসছে ১০ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিট ভর্তি পরীক্ষা.
তাই আমরা আয়োজন করতে যাচ্ছি ঢা.বি.স্টান্ডার্ড মডেল টেস্ট পরীক্ষা.
পরীক্ষার আগের হুবুহু প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা দিয়ে নিজেকে এগিয়ে রাখো অন্যের থেকে.
↪️মডেল টেস্ট পরীক্ষা থাকছে সবার জন্য একদম ফ্রি.
▶️পরীক্ষার ফলাফলের প্রথম ৩ জনের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার🔥
📚পরীক্ষাঃ৬ জুন,২০২২
📟সময়ঃসকাল(৯টা এবং দুপুর ১২ টা)
IQRA VARSITY ADMISSION CARE
( একটি অলি একাডেমি প্রতিষ্ঠান)
#ব্রেকিং
গুচ্ছ এক্সাম
৩০ জুলাই ক ইউনিট
১৩ আগস্ট খ ইউনিট
২০ আগস্ট গ ইউনিট
৪ টা mcq ভুল করলে ১ মার্ক কাটা 🙂
➡️গুচ্ছে পাস মার্ক ৩০
➡️আবেদন ফি ১৫০০
#গুচ্ছে আবেদন যোগ্যতা কমিয়েছে।
➡️ বিজ্ঞান - ৭.০০
➡️ বাণিজ্য - ৬.৫
➡️ মানবিক - ৬.০০
থাকলে পরীক্ষা দিতে পারবে।
গুচ্ছভুক্ত ২৩ টি বিশ্ববিদ্যালয় হলো-
১--জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
২--ইসলামী বিশ্ববিদ্যালয়,
৩--খুলনা বিশ্ববিদ্যালয়,
৪--কুমিল্লা বিশ্ববিদ্যালয়,
৫--জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,
৬--বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,
৭--বরিশাল বিশ্ববিদ্যালয়,
৮--রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,
৯--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়,
১০--শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়,
১১--শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
১২--হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
১৩--মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
১৪--নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
১৫--যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
১৬--পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
১৭--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
১৮--রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
১৯--বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
২০--পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
২১--কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়,
২২--চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
২৩--ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
🔥আগামীকাল ভার্সিটি প্রোগ্রাম এর রুটিনঃ
⏯️ক্লাসঃম্যাথ
📖অধ্যায়ঃবহুপদী ও বহুপদী সমীকরন
😎ক্লাস নিবেনঃএনামুল ভাইয়া(বুয়েট)
GST Update🔥
💥গুচ্ছ ভর্তি পরীক্ষায় আইসিটি থাকছে না💥
১.এবারের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয়টি বাদ দেওয়া হয়েছে। আইসিটির পরিবর্তে সংশ্লিষ্ট বিভাগের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
২.বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ এবং রসায়ন বিষয়ের বাধ্যতামূলক উত্তর দিতে হবে।
৩.গণিত এবং জীববিজ্ঞানের যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে। তবে কেউ চাইলে গণিত এবং জীববিজ্ঞান দুটো বিষয়েরই উত্তর করতে পারবে।
৪.জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করলে তাকে বাংলা অথবা ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।
Source: The Daily Campus
গুচ্ছের ভর্তি পরীক্ষার সময়সূচি🔥
ক ইউনিট - ৩০ জুলাই
খ ইউনিট - ১৩ আগস্ট
গ ইউনিট - ২০ আগস্ট
🔥H.S.C-2023🔥
✅বায়োলজি নতুন ব্যাচে ভর্তি চলছে.
↪️আসন সংখ্যা খুবই সীমিত।
⏯️নতুন ভাবে যারা বায়োলজির ভীতি দূর করতে চাও,বায়োলজির বস হতে চাও! চলে আসো রবি,মঙ্গল,বৃহস্পতিবার বিকাল ৪ঃ০০-৫ঃ০০ টায়.
OLI ACADEMY
(রাধাবল্লভ মসজিদের পূর্ব পার্শ্বে,রংপুর)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি➡️
🔥H.S.C-2022🔥
⏺️BIOLOGY REVISION BATCH এ ভর্তি চলছে।
◾বি.দ্র:REVIOSION Batch এ ভর্তি হলেই H.S.C প্রস্তুতি +MODEL TEST সম্পূর্ণ ফ্রি!
◼️H.S.C প্রস্তুতি ব্যাচে ক্লাস নিবেন দেশ সেরা বুয়েটিয়ান,বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল এর ভাইয়ারা।
➡️তোমরা যারা ভাবতেছো পরীক্ষার আগে ঠিক এই মুহুর্তে নিজেকে যাচাই করতে,নিজের দূর্বলতা গুলো কাটিয়ে উঠতে এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নিজেকে এগিয়ে রাখতে তোমাদের জন্যই আমাদের এই কোর্স।
🔹কোর্স ফিঃ৪০০০/- (সীমিত সময়ের জন্য ১০০০/- ছাড় চলছে)
↪️ক্লাস শুরুঃ২৫ই মে থেকে
↪️সময়ঃবিকাল ৫ টা
ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত।তোমরা প্রস্তুত তো??
শুভেচ্ছান্তে,
OLI ACADEMY
( রাধাবল্লভ মসজিদের পূর্বদিকে,রংপুর)
প্রয়োজনে কলঃ 01722-865987 বা 01715-377457
Videos (show all)
Contact the school
Website
Opening Hours
Monday | 08:00 - 20:00 |
Tuesday | 08:00 - 20:00 |
Wednesday | 08:00 - 20:00 |
Thursday | 08:00 - 20:00 |
Friday | 08:00 - 20:00 |
Saturday | 08:00 - 20:00 |
Sunday | 08:00 - 20:00 |