AMIRA VLOCK
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AMIRA VLOCK, Blogger, .
মাথার উপর বটবৃক্ষের ছাঁয়া নেই আজ ৮ বছর! এই বৃক্ষের ছাঁয়া যতদিন ছিলো,ততদিন বুঝিনি জীবন কি? জীবনের মানেই বা কি? এসব নিয়ে ভাববার সময়-ই বা কই ছিলো। দিন-রাত বন্ধুু-বান্ধব নিয়ে ঘুরে বেড়াতাম,উড়ে বেড়াতাম,আড্ডায় মগ্ন থাকতাম। ন্যায় অন্যায়,সেটা আবার কি? ধুর। বুঝে,না বুঝেই করে ফেলতাম। অন্যায় হলে নালিশ যেতো বটবৃক্ষের কাছে। বটবৃক্ষ কথায় হোক,ভুল স্বীকার করে হোক,হাতে ধরে,পায়ে ধরে,অথবা অর্থদন্ড দিয়ে যেমনেই হোক সমাধান করতেন। ব্যাস-তাতে আমার কি? এরপর সামান্য বকতেন শাসন করতেন সব ঠিক হয়ে যেতো। এরই নাম বটবৃক্ষ!!
যেদিন থেকে এই বটবৃক্ষের ছাঁয়া মাথার উপর থেকে নাই হয়ে গেছে। সেদিন থেকেই অগ্নি তাপে জ্বলছি,বুঝতে শিখেছি জীবন কি,জীবনের মানে কি! এখন অন্যায় ভাবে কেউ আঘাত করলেও দেখার মতো কেউ নেই,এতিম এর মতো নীরবে দু'ফোটা চোখের জল ফেলে ঘরে ফিরতে হয়,অন্যায়ের বিচার হয়না! একটা সময় কোন কিছুই কেয়ার করতামনা,আর এখন কোনটা ভুল করছি,কোনটা সঠিক করছি,এই ভাবতে ভাবতেই সময় গড়িয়ে যায়। কারণ- আমার ভুল শোধরাবার মতো বটবৃক্ষ নেই!
পরিশেষে- পৃথিবীর সকল বটবৃক্ষদেরকে আল্লাহ তায়া'লা বাঁচিয়ে রাখুক হাজার বছর। এই দোয়া করি।
আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ্ যেনো আমার আব্বাকে পরপারে ভালো রাখেন। আমীন
মনোরঞ্জন রেস্তরা
আমাদের দেশ অনেক সুন্দর
Dubai airport tunnel