Ekramul Islam Biswas

Ekramul Islam Biswas

Islamic university, kushtia.

26/12/2022

قُلِ اللّٰهُمَّ مٰلِکَ الۡمُلۡکِ تُؤۡتِی الۡمُلۡکَ مَنۡ تَشَآءُ وَ تَنۡزِعُ الۡمُلۡکَ مِمَّنۡ تَشَآءُ ۫ وَ تُعِزُّ مَنۡ تَشَآءُ وَ تُذِلُّ مَنۡ تَشَآءُ ؕ بِیَدِکَ الۡخَیۡرُ ؕ اِنَّکَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲۶﴾

বল, ‘হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন। আর যাকে চান অপমানিত করেন, আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান’। আল-বায়ান

বল, ‘হে আল্লাহ! তুমি সমুদয় রাজ্যের মালিক, যাকে ইচ্ছে রাজ্য দান কর আর যার থেকে ইচ্ছে রাজ্য কেড়ে নাও এবং যাকে ইচ্ছে সম্মানিত কর আর যাকে ইচ্ছে অপদস্থ কর, তোমারই হাতে সব রকম কল্যাণ, নিশ্চয়ই তুমি সকল বস্তুর উপর ক্ষমতাবান’। তাইসিরুল

তুমি বলঃ হে রাজ্যাধিপতি আল্লাহ! আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার নিকট হতে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন; যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন; আপনারই হাতে রয়েছে কল্যাণ। নিশ্চয়ই আপনিই সর্ব বিষয়ে ক্ষমতাবান। মুজিবুর রহমান

Say, "O Allah, Owner of Sovereignty, You give sovereignty to whom You will and You take sovereignty away from whom You will. You honor whom You will and You humble whom You will. In Your hand is [all] good. Indeed, You are over all things competent. Sahih International

26/12/2022

وَ اِنۡ یَّمۡسَسۡکَ اللّٰهُ بِضُرٍّ فَلَا کَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ؕ وَ اِنۡ یَّمۡسَسۡکَ بِخَیۡرٍ فَهُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۷﴾

আর যদি আল্লাহ তোমাকে কোন দুর্দশা দ্বারা স্পর্শ করেন, তবে তিনি ছাড়া তা দূরকারী কেউ নেই। আর যদি কোন কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনিই তো সব কিছুর উপর ক্ষমতাবান। আল-বায়ান

আল্লাহ তোমার কোন ক্ষতি করতে চাইলে তিনি ছাড়া কেউ তা সরাতে পারবে না। আর তিনি যদি তোমার কল্যাণ করতে চান, তবে তো সব কিছুই করার তাঁর ক্ষমতা রয়েছে। তাইসিরুল

আল্লাহ যদি কারও ক্ষতি সাধন করেন তাহলে তিনি ছাড়া সেই ক্ষতি দূর করার আর কেহ নেই, আর যদি তিনি কারও কল্যাণ করেন, (তাহলে আল্লাহ সেটাও করতে পারেন, কেননা) তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। মুজিবুর রহমান

And if Allah should touch you with adversity, there is no remover of it except Him. And if He touches you with good - then He is over all things competent. Sahih International

22/12/2022

নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কার্যাবলী করেছে আর নিজেদের রবের প্রতি ঝুকে পড়েছে এরুপ লোকেরাই হচ্ছে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে।(,,,সুরা হুদ,,,আয়াত,,,২৩)

22/12/2022

আল্লাহ আমাদেরকে মানুষ এবং জীন শয়তানের আইন ও হাসাদ থেকে রক্ষা করুন,আমিন।

21/12/2022

শয়তানের চক্রান্ত যতই শক্তিশালী মনে হোক না কেনো, আল্লাহর ভাষায় এ চক্রান্ত অতি দুর্বল।মুমিনদের জন্য এক আল্লাহই যথেষ্ট। দরকার ধৈর্য্য, আগুন শক্তিশালী হলেও, কাঠ পোড়াতে তার কিছুটা সময় লাগে।

19/12/2022

"বিসমিল্লাহীর রহমানীর রহীম"
আর যারা পার্থিব জীবন এবং এর আরাম আয়েশ কে কামনা করে, আমি তাদের কৃতকর্মের ফলগুলি দুনিয়াতেই দিয়ে দেয়, তাদের জন্য কিছুই কম করা হয়না।
এরা এমন লোক যে, তাদের জন্য আখিরাতে/শেষ বিচারে জাহান্নাম ছাড়া কিছুই নেই; আর তারা যা কিছু করছে তা বিফল হবে।(,,,সুরা হুদ,,,আয়াত,,,১৫ এবং ১৬)

18/12/2022

"বিসমিল্লাহীর রহমানীর রহীম"
আর যদি আমি কিছু দিনের জন্য তাদের থেকে আমার শাস্তিকে মুলতবি করে রাখি তাহলে তারা বলতে থাকে: সেই শাস্তিকে কিসে আটকে রেখেছে? স্মরণ রেখো, যেদিন ওটা তাদের উপর এসে পড়বে, তখন তা কারো পক্ষে নিবারণ করা সম্ভবই হবেনা, আর যা নিয়ে তারা উপহাস করতো, তা এসে তাদেরকে পাকড়াও/ঘিরে নিবে।(,,,সুরা হুদ,,,,আয়াত:৮)

17/12/2022

"বিসমিল্লাহীর রহমানীর রহীম"
পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রানী/সৃষ্টি নেই যাদের রিজিক আল্লাহর জিম্মায় না রয়েছে, আর তিনি প্রত্যেকের দীর্ঘ অবস্হানের স্হান এবং অল্প অবস্হানের স্হানকে জানেন, সবই নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। (সূরা,,,হুদ, আয়াত,,,,৬)

16/12/2022

"বিসমিল্লাহীর রহমানীর রহীম"
আর যারা ধৈর্য ধারণ করে এবং নেক কাজ করে এমন লোকদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট প্রতিদান।,,,,(সূরা হুদ,,,আয়াত ১১)..

21/11/2022

Allah is the best planner, one day the wrost people will destroy by the grace of our protector, who is always save us from the hazardous situation. So, don't worry, stay faith in our lord who is the most merciful. If you are a man who is n.t able to protect yourself from the enemies destruction! don't loose hope, Allah surely answer and protest them here and hereafter.

Website