Peaceful Life with Islam

Peaceful Life with Islam

Assalamualaikum wa rahmatullah. If you want to know more about Islam�stay with us�

Photos from Peaceful Life with Islam's post 23/07/2023

Masha Allah ❤️

09/07/2022

In Shaa Allah❤️

Photos from Peaceful Life with Islam's post 08/07/2022

Mashallah View Of Hajj 2022❤️

(Collected pic)

30/06/2022

In shaa Allah❤️

Collected pic

14/12/2021

Marry a guy who can speak good words to you, even though he is mad at you. The best of a partner is when he is angry,he doesn't try to insult you.🌷
Because he has that much respect for you and doesn't want to lose you in a simple argument..🖤

10/12/2021

Yes❤️

09/12/2021

In shaa Allah❤️

(C)

07/12/2021

In shaa Allah❤️

06/12/2021
05/12/2021

Kothata shundor❤️

(C)

05/12/2021

❤️❤️

30/11/2021

Ameen

27/11/2021

এই ছবিতে যাকে ইমামতি করতে দেখছেন তিনি দুনিয়াবি পেশায় IUBAT ভার্সিটির একজন সিকিউরিটি গার্ড ।
আর তার পিছনে যারা নামাজ পড়ছেন তারা এক এক জন ভার্সিটির শিক্ষক বা শিক্ষার্থী , কেউ ল্যাব এসিসট্যান্স, কেউ বা ভার্সিটির কর্তব্যরত মানুষ । যা এক কথায় বলা যায় তার(ইমাম) থেকে বড় বড় দুনিয়াবি হাই প্রোফাইলের মানুষ । ইসলাম কখনো হিংসা-বিদ্বেষ শিখায় না।🖤
ইসলাম সুন্দর 🥰🥀

Location: IUBAT_Indoor_MOSQUE

Collected

22/11/2021

Yes🖤❤️

21/11/2021

❤️❤️❤️

21/11/2021

Turn Back To Islamic ❤️

18/11/2021

✅ ১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি।

১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।

২.তোর মুখে ফুল চন্দন পড়ুক।
(ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী)

৩.কষ্ট করলে কেষ্ট মেলে
(কেষ্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন?)

৪.মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল?
(মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ)

৫.মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
(এটি ইসলামের নামে কটুক্তি করা)

৬.লক্ষী ছেলে, লক্ষী মেয়ে লক্ষী স্ত্রী বলা।
(হিন্দুদের দেব-দেবির নাম লক্ষী তাই ইসলামে এটি হারাম)

৭.কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলা।
(জন্ম-মৃত্যু একমাত্র আল্লাহ তায়ালার হাতে)

৮.দুনিয়াতে কাউকে শাহেনশা বলা।
(এর অর্থ রাজাদের রাজাধীকার)

৯.নির্মল চরিত্র বোঝাতে ‘ধোয়া তুলসি’ পাতা বলা।
(এটি অন-ইসলামিক পরিভাষা, যা হারাম)

১০.ইয়া খাজাবাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা।
(এগুলা বলা শির্ক এবং ইসলামের সবচেয়ে বড় পাপ)

১১.ইয়া আলি, ইয়া রাসূল (সঃ) বলে ডাকা,
(মানে দোয়া করা অর্থে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া)
(আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে কিছু পার্থনা করা শির্ক)

১২.বিসমিল্লায় গলদ বলা।
(এটি সরাসরি কুফরি)

১৩. মৃত্যুর সাথে পান্জালড়া বলা।
(এটি কুফরি বাক্য, তাই সাবধান)

১৪. মধ্যযুগীয় বর্বরতা বলা।
(মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ)

১৫.মন ঠিক থাকলে পর্দা লাগে না বা মনের পর্দাই আসল পর্দা।
(ইসলাম ধ্বংসকারী একটি মতবাদ ও চিন্তা )

১৬ নামায না পড়লেও ঈমান ঠিক আছে বলে দাবী করা।
(যা ইসলাম থেকে বের করার মূলনীতি)

তাই মুসলিম বোনেরা যখন এমন টাইপের কথা বলবেন, খুব সাবধানে,বুঝেশুনে বলবেন।

আর এসব কথা ভুলেও কখন মুখে আনবেন না যা বলা আর মানা কুফুরি করা হয়!!

আল্লাহ তায়ালা আমাদের ভুলগুলো ক্ষমা করুন এবং সহীহ আমল গুলো কবুল করুন, আমীন

- সংগৃহীত ও পরিমার্জিত

15/11/2021

শুয়ে আছেন বসে আছেন নিউজ ফিড স্ক্রোল করছেন?
চলুন গেম খেলি সবাই। আমলের গেম।
সুবহানাল্লাহ্ - ২০

আলহামদুলিল্লাহ্
-২০

আল্লহুআকবার-২০
আসতাগফিরূল্লাহ-২০
সূবহানাল্লহি ওয়া বিহামদিহি সূবহানাল্লহিল আযিম। ২০

⛔আমল করার উদ্দেশ্যে একটাই আল্লাহর সন্তুষ্টি অর্জন। এতে যেন আমরা "রিয়া" বা লোক দেখানো ইবাদতে পরিণত না করি।
সময় শুরু। 🕞🕞

Collected

03/11/2021

🛑শুদ্ধ সালাম🛑

সালাম একটি দুআ। সালাম একটি উত্তম আমল।
আল্লাহ তাআলা আদম (আঃ)কে সর্বপ্রথম সালামের শিক্ষা দেন। সালামের ব্যাপক প্রসার এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসা ও মহব্বতের সৃষ্টি হয়। আমরা যাকে সালাম দিচ্ছি,তার জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ও শান্তি বর্ষনের জন্য দুআ করছি। এর সহীহ উচ্চারণের প্রতি গুরুত্ব দেয়া জরুরি। কমপক্ষে এতটুকু বিশুদ্ধ উচ্চারণ অবশ্যই জরুরি,যার দ্বারা অর্থ ঠিক থাকে।
❌সালামের ভুল সমূহ-
১. আস্লামোলাইকুম
২. আসসালামকুম
৩. স্লামালাইকুম
ইত্যাদি…
✅ সঠিক সালাম হচ্ছেঃ
السلام عليكم
"আস-সালা-মু আলাইকুম"
(অনুবাদ- আপনার ওপর শান্তি বর্ষিত হোক)
অথবা,
السلام عليكم ورحمة الله وبركاته
"আস-সালা-মু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু"
(অনুবাদ- আপনার ওপর শান্তি ও আল্লাহর রহমত,আল্লাহর বরকত বর্ষিত হোক)
❌সালামের উত্তরের ভুল সুমূহ:-
১. অলাইকুম
২. আলাইকুম
৩. ওলাইকুম আসসালাম
৪. উলায়কুমোস সালাম
৫. ওলায়কাম আসসালাম
ইত্যাদি…
✅ সালাম এর সহীহ জবাবঃ
وَعَلَيْكُمُ السَّلَامُ
"ওয়া আলাইকুমুস সালাম"
(অনুবাদ- আপনারও ওপর শান্তি বর্ষিত হোক)
অথবা,
وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
"ওয়া আলাইকুমুস সালাম,ওয়া রাহমাতুল্লাহি, ওয়া বারাকাতুহু"
(অনুবাদ- আপনারও ওপর শান্তি ও আল্লাহর রহমত,আল্লাহর বরকত বর্ষিত হোক)

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যতক্ষণ না তোমাদের পারস্পরিক ভালোবাসা গড়ে উঠবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলে দেব না, যা করলে তোমরা একে অপরকে ভালবাসতে লাগবে? (তা হচ্ছে) তোমরা আপোসের মধ্যে সালাম প্রচার কর।’

আবূ ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ‘‘হে লোক সকল! তোমরা সালাম প্রচার কর, (ক্ষুধার্তকে) অন্নদান কর, আত্মীয়তার বন্ধন অটুট রাখ এবং লোকে যখন (রাতে) ঘুমিয়ে থাকে, তখন তোমরা নামায পড়। তাহলে তোমরা নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে।’’

Cp❤️

02/11/2021

Collected

01/11/2021

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়।

দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।

কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।

ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে।

নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।

মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়,

17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।

60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।

90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।

এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।

আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।
কিসের জন্য এতো আয়োজন???

তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এবং পুনরায় মাটিতেই ফিরিয়ে আনবো।
[সূরা ত্বহা, আয়াত ৫৫]
Collected

Photos from Peaceful Life with Islam's post 01/11/2021

🖤 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🖤

পাকিস্থানের একটি মাদ্রাসায় ইসলামের দুশমনের বিস্ফোরনে কিছু কুরআন এর পাখি শহিদ হয়😭😭

হে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন💓

C

27/10/2021

হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না:

হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, ''যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত-পালিত হয়েছে, তা জান্নাতে প্রবেশ করবে না।'' (সুনানে বায়হাকি, ৫৫২০)

Collected

25/10/2021

❤️❤️

22/10/2021

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ

সবাইকে বলছি পুরোটা পড়বেন
একটা শব্দ ও বাদ দিবেন না
সামান্য একটু সময় ব্যয় করুন
আশা রাখেন ঠকবেন না ইনশাআল্লাহ

কেমন আছেন???

যেমনই থাকেন একটু মুচকি হাসেন
এবার বলেন, আলহামদুলিল্লাহ
আবার বলেন
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল

সারাদিনে অনেক গুনাহ করলাম এবার আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নিই

❤️আল্লাহুম্মাগফিরলি

❤️আসতাগফিরুল্লাহ

❤️আসতাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি

❤️আসতাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুম ওয়া আতুবু ইলাইহি

যাক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শেষ
আশা রাখি আল্লাহ মাফ করে দিবেন ইংশাআল্লাহ❤️❤️

আল্লাহকে একটু স্মরণ করা যাক এবার

❤️সুবহানআল্লাহ
❤️আলহামদুলিল্লাহ
❤️আল্লাহু আকবর
❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)~

তাজবী তো পড়লেন এবার নেকির বস্তাটা নিয়ে যান

❤️আল্লাহুম্মাগফিরলিল মু'মিনিনা ওয়াল মুমিনাত

আলহামদুলিল্লাহ

❤️লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ

পেয়ে গেলেন তো বিশ লাখ নেকি
আলহামদুলিল্লাহ

❤️জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলাহু

এখন থেকে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার জন্য সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে

খুশি হয়ে একবার তো বলতে পারেন আলহামদুলিল্লাহ

❤️আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ

নিচে যান.....

এবার পড়েন
❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

যখন উঠে দাড়াবেন তখন পড়বেন........
❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

বসে থাকলে পড়বেন....
❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

হাঁটার সময় পড়বেন.....
❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

বিছানায় শুয়ে পড়বেন.....
❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)
❤️লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ (সাঃ)

১০ বার পড়া হয়ে গেল আলহামদুলিল্লাহ

যে ব্যক্তি প্রতিদিন ১০ বার কালেমা পড়বে কেয়ামতের দিন তার চেহারা নূর হয়ে থাকবে

দয়াময় আল্লাহ তা'আলার প্রশংসা।

Collected

21/10/2021

Millions of Muslims wish ❤️
Ameen

16/10/2021

Masha Allah❤️

Videos (show all)

–ইফতার সামনে রেখে দোয়া করলে আল্লাহ কবুল করেন🥰🥀 আলহামদুলিল্লাহ
যে সময় গুলাতে দোয়া করলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।🌺🌸
Ya Allah Save Us From Hellfire 🔥🔥🤲 Mufti Menk's Emotional Dua❤️🥀
In shaa allah one day❤️
বাবার মোবাইল দেখে মেয়ের মৃত্যু⚠️🥀🥀 কী ছিলো সেই মোবাইল এ?   MD Golam Sarwar Saide🥀 খুব সুন্দর ওয়াজ❤️
Beautiful messages from Allah to us❤️
❤️❤️🕋
Best view in the world❤️🕋 Subhan allah❤️
আমি জান্নাতি না জাহান্নামী এই টেনশনে ঘুম আসেনা আমার.....🥀।   মিজানুর রহমান আজহারী।🌸🥀
Ayatul Kursi🥀

Website