Freelancer Nasim
I'm a freelancer & also a professional Digital Marketer .
Everybody should know this...
❤❤❤আলহামদুলিল্লাহ !!!❤❤❤
জীবনের জন্য গুরুত্তপূর্ণ ও মূল্যবান একটি সিদ্ধান্ত নিয়ে নিলাম ।
💻Freelancer হিসেবে জীবনের যাত্রা শুরু করলাম ।💻
আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ।😊 আমি যেন সফল 📈 হতে পারি ।🥰🥰🥰
❤❤❤ফেসবুক মার্কেটিং কি? কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন?আমি কি ফেসবুক মার্কেটিং করতে পারব?❤❤❤
ফেসবুক বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্ক।😮
প্রায় ২.২৭ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে, যার মধ্যে প্রায় ১.৫ বিলিয়ন মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করছে।
আজকাল আমাদের দেশে ১০ বছরের ছেলে মেয়ে থেকে শুরু করে যুবক বৃদ্ধ প্রায় সবাই ফেসবুক ব্যবহার করছে।
প্রতিদিন মিনিমাম ৩০ মিনিট সময় ফেসবুকে ব্যয় করে না, এমন লোকের সংখ্যা আমাদের দেশে খুব কম আছে।😮
💻আর সেই সুযোগে ফেসবুককে কাজে লাগিয়ে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পন্য সহজে আমাদের কাছে পৌছে দিচ্ছে।💻
বিশেষকরে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়ার কারনে ফেসবুকের মাধ্যমে ডিজিটিাল মার্কেটিং বর্তমানে বেশ সহজ হয়ে উঠেছে।📈
😊সাধারণত কোন ব্যবসা প্রতিষ্ঠানের পন্য বা প্রোডাক্ট বিক্রি করার জন্য সেগুলোর বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌছে দেওয়াকে মার্কেটিং বলে।😊
এক সময় ছিল যখন ব্যবসায়িরা তাদের পন্য বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের দিয়ে বাড়ি বাড়ি পন্য পাঠাতো।
তারপর ধীরে ধীরে রেডিও ও টেলিভিশন আবিষ্কার হওয়ার পর মানুষ তার ব্যবসার পণ্যের বিজ্ঞাপনের জন্য রেডিও এবং টেলিভিশনে বিজ্ঞাপন দিতে থাকে।
📲কালক্রমে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর ব্যবসায়িরা তাদের পন্যের প্রচারের জন্য ইন্টারনেটকে বেছে নেয়।
আর ইন্টারনেটের মাধ্যমে পন্যের প্রচার ঘটিয়ে সেই পন্য মানুষের কাছে বিক্রি করার কৌশলকে ডিজিটাল মার্কেটিং বলে।📲
ফেসবুকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারির কাছে কোন প্রতিষ্ঠানের পন্য বা সেবা প্রচার করাকে ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে।❤❤❤
🥰🥰🥰আমরা এইভাবেই ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে পারি ।🥰🥰🥰
❤❤❤আলহামদুলিল্লাহ ❤❤❤
অনেক ভাল লাগছে ,,,
✊অসাধারণ একটি ফ্রিল্যান্সিং মিটিং ছিল।
❣️করোনায় অনেক কিছু বিকল হয়ে গেলেও, থেমে নেই আমরা ফ্রিলান্সার ভাই বোনেরা।🤍
আলহামদুলিল্লাহ🥰🥰🥰
ধন্যবাদ ❤❤🥰 Islam Anik 🥰❤❤vaiya কে
এত সুন্দর করে আমদের বুঝানোর জন্য ।
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এই যুগে ইন্টারনেটের মাধ্যমে আমরা সকল কাজ মুহূর্তের মদ্ধে ই করতে পারি ।
এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়✊
💻ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে সফল হওয়া যায় । অল্প সময়ে অনেক টাকা আয় করা যায় । তার জন্য আগে আমাদেরকে জানতে হবে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) কি?
★ ডিজিটাল মার্কেটিং (Digital marketing) হলো ডিজিটাল মিডিয়া বা প্রযুক্তিকে ব্যবহার করে অনলাইন বা ইনটারনেটের মাধ্যমে কোনো International Company/ local Company এর হয়ে মুক্তভাবে বিভিন্ন কাজ পরিচালনা করা 💁♀️।
ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) এর সেরা ৮ টি মাধ্যম :
1. Search engine optimization (SEO)
2. Search Engine Marketing (SEM)
3. Content marketing
4. Social Media Marketing(SMM)
5. Digital Display Marketing
6. Mobile Marketing
7. Email Marketing
8. Affiliate Marketing