জেনারেল নলেজ - General Knowledge

জেনারেল নলেজ - General Knowledge

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জেনারেল নলেজ - General Knowledge, Education Website, .

09/12/2022
06/12/2022

SSC CHSL NOTIFICATION RELEASE
APPLICATION GOING ON

06/12/2022

2022 প্রাইমারি টেট পরীক্ষার কিছু বৈধ নিয়মাবলী সকল প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জানানো হচ্ছে:-

1. আপনার/তোমার পরীক্ষা দেওয়ার রুমে একজন invigilator থাকবেন; রুমটিতে পরীক্ষার্থীদের সংখ্যা 25 জন হবে।

2. সকাল 9:30am থেকে 11:00am এর মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে যেতে হবে।

3. কোনোভাবেই 11:00am এর পরে প্রবেশ গ্ৰহণযোগ্য নয়।

4. 11:30am এর মধ্যে আপনার admit card, id proof check করা হবে।

5. Invigilator 11:30am থেকে 11:45 এর মধ্যে পরীক্ষা সম্পর্কীত যাবতীয় বিষয় ভালোভাবে বুঝিয়ে দেবেন।

6. 11:45am এ তোমাকে booklet and included omr (প্রশ্নপত্র এবং তার মধ্যে থাকা omr) দেওয়া হবে।

7. 11:45am থেকে 11:59am অবধি পরীক্ষার বিষয়ে যাবতীয় নিয়মাবলী প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় থাকা তথ্যটি ভালো করে পড়তে হবে।

8. 12:00pm থেকে 2:30pm অবধি পরীক্ষা চলবে। এবং এর মাঝে 2:25pm এ warning bell বাজবে।

9. পরীক্ষাকেন্দ্র cctv দ্বারা ঘেরা থাকবে।

10. পরীক্ষার্থী তার সাথে কোনো ধাতব বস্তু রাখতে পারবে না। যেমন, হাতের আংটি, বালা, চুরি, কানের দুল, গলার চেন ইত্যাদি ধাতু দিয়ে বানানো বস্তু।

11. নিজের original id proof নিয়ে যেতে হবে। যেমন: মাধ্যমিকের admit / আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স।

12. Admit card এর দুই কপি জেরক্স।

13. যে ছবি admit card এ আছে, সেই ছবিই দু কপি নিতে হবে।

14. নিজস্ব কালো কালির বল পেন নিয়ে যাবেন।

15. Original omr যেটা গোলাপি রং য়ের দেখতে হবে, সেটা invigilator নিয়ে নেবেন, সাথে 1টি printed admit card.

16. অবশ্যই দেখে নেবে, তোমার booklet, admit card এবং তোমার omr এ invigilator সই করেছেন কি না!

17. Original omr এর নীচে একটি কার্বন কপি থাকবে সেটি এবং প্রশ্নপত্র টি তুমি/আপনি নিয়ে আসতে পারবে/পারবেন।

18. কোনো কারণে সময়ের আগে পরীক্ষা শেষ হয়ে গেলে অথবা বেরিয়ে যেতে চাইলে invigilator এর পরামর্শ নিতে হবে।

সংগৃহীত

Website