Ashraf Ullah Khan

Ashraf Ullah Khan

পড়া-লেখা, সাহিত্য সংস্কৃতি ও শিক্ষাম?

22/11/2023
19/11/2023

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩
( ২০২৩ সনের ৩৬ নং আইন )
ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও নাগরিকের স্বীয় মালিকানাধীন ভূমিতে দখল ও প্রাপ্য অধিকার নিশ্চিতকরণে ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রয়োজনীয় প্রতিকারের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ সুসংহত বিধান করা প্রয়োজন; এবং

যেহেতু ভূমি বিরোধ দ্রুত নিরসন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
১। (১) এই আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।

(২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

সংজ্ঞা
২। (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে-

(১) “এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898 ) এর section 6 এর sub-section (2) এর clause (b) এ বর্ণিত Executive Magistrate;

(২) “কর্তৃপক্ষ” অর্থে জেলা প্রশাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত আদালত বা অন্য কোনো কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(৩) “জেলা প্রশাসক” অর্থে জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক বা, ক্ষেত্রমত, জেলা প্রশাসক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবেন;

(৪) “জেলা ম্যাজিস্ট্রেট” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর section 10 এ বর্ণিত District Magistrate;

(৫) “দলিল” অর্থে ভূমির মালিকানা হস্তান্তর বা বণ্টনের উদ্দেশ্যে সম্পাদিত বা কৃত যে কোনো দলিল, বায়না দলিল, রসিদ, আম মোক্তারনামা, নকশা, স্কেচ, ম্যাপ, হাত নকশা, খতিয়ান, ডুপ্লিকেট কার্বন রসিদ, ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা, বরাদ্দপত্র, ছাড়পত্র, অনাপত্তিপত্র, এফিডেভিট এবং এতদ্‌সংক্রান্ত অন্য কোনো দলিলও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(৬) “ফৌজদারি আদালত” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর অধীন পরিচালিত যে কোনো শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত; (৭) “ফৌজদারি কার্যবিধি” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898);

(৮) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(৯) “ব্যক্তি” অর্থে যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, কোম্পানি, অংশীদারি কারবার, ফার্ম, সমিতি বা সংঘও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(১০) “ভূমি” অর্থ State Acquisition and Tenancy Act, 1950 (Act No. XXVIII of 1951) এর section 2 (16) এ সংজ্ঞায়িত Land;

(১১) “সরকারি স্বার্থযুক্ত ভূমি” অর্থ এইরূপ ভূমি যাহাতে, সরকার, জেলা প্রশাসক বা অন্য কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা বা কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বত্ব বা স্বার্থ রহিয়াছে।

(২) এই আইনে ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি, ক্ষেত্রমত, Survey Act, 1875 (Act No. V of 1875), Transfer of Property Act, 1882 (Act No. IV of 1882 ), Non-Agricultural Tenancy Act, 1949 (Act No. XXIII of 1949) এবং State Acquisition and Tenancy Act, 1950 (Act No. XXVIII of 1950) এ যেই অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।

এই আইনের বিধানাবলির অতিরিক্ততা
৩। এই আইনের বিধানাবলি অন্যান্য আইনের কোনো বিধানের ব্যত্যয় না হইয়া উহার অতিরিক্ত হইবে।

ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড
৪। (১) ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে নিম্নবর্ণিত কোনো কার্য ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক) অন্যের মালিকানাধীন ভূমি স্বীয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা;

(খ) তথ্য গোপন করিয়া কোনো ভূমি, সম্পূর্ণ বা উহার অংশবিশেষ, কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা:

(গ) স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি, তদ্‌কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া, কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা;

(ঘ) কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ হস্তান্তর বা সমর্পণ করা;

(ঙ) মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা;

(চ) কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা; এবং

(ছ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন।

(২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ বর্ণিত কোনো অপরাধ সংঘটন করিলে তজ্জন্য তিনি অনধিক ৭(সাত) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।

ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দণ্ড
৫। (১) ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত নিম্নবর্ণিত কোনো কার্য ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক) কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার বা কোনো দাবি বা অধিকার সমর্থন করিবার অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করিতে বাধ্য করিবার অথবা প্রতারণা করা যাইতে পারে এইরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুতকরণ;

(খ) কোনো দলিল বা উহার অংশবিশেষ এইরূপ কোনো ব্যক্তি কর্তৃক বা তাহার কর্তৃত্ববলে প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত বলিয়া বিশ্বাস করিবার অভিপ্রায়ে, যে ব্যক্তি কর্তৃক বা যে ব্যক্তির কর্তৃত্ববলে উহা প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত বা অবগত, অথবা এইরূপ কোনো সময়, যে সময় উহা প্রস্তুত, স্বাক্ষরিত, সিলমোহরকৃত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত বা অবগত, অসাধু বা প্রতারণামূলকভাবে অনুরূপ দলিল বা উহার অংশবিশেষ প্রস্তুত, স্বাক্ষর, সিলমোহর বা সম্পাদন;

(গ) কোনো দলিল সম্পাদিত হইবার পর আইনানুগ কর্তৃত্ব ব্যতিরেকে, অসাধু বা প্রতারণামূলকভাবে, উহার কোনো অংশ কর্তন করা বা অন্য কোনোভাবে উহার কোনো গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন;

(ঘ) সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুতকরণ;

(ঙ) অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর, সিলমোহর, সম্পাদনা বা পরিবর্তন করিতে বাধ্য করা।

(২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ বর্ণিত কোনো অপরাধ সংঘটন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৭(সাত) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।

ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত অপরাধ রোধে ব্যবস্থা
৬। (১) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন দায়েরকৃত মামলায় কোনো দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত হইলে, সংশ্লিষ্ট আদালত উক্ত মামলার রায় বা আদেশের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করিয়া উহা প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে সংশ্লিষ্ট নথি, রেজিস্টার বা রেকর্ডপত্রে লিপিবদ্ধ করিবার আদেশ প্রদান করিবেন।

(২) ভূমি হস্তান্তর, জরিপ, রেজিস্ট্রেশন, রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো কার্যক্রমে প্রদর্শিত বা উপস্থাপিত কোনো দলিল বা তথ্য ভূমি বিষয়ক প্রতারণা বা জালিয়াতি করা হইয়াছে মর্মে বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করিয়া উহা বিচারার্থ উপযুক্ত ফৌজদারি আদালতে প্রেরণ করিবে।

(৩) কোনো ব্যক্তির নামে ভূমির State Acquisition and Tenancy Act, 1950 (Act No. XXVIII of 1951) এর section 143 বা 144 এর অধীন প্রণীত বা হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকিলে এবং অনুরূপ খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হইলে, তিনি উক্ত ভূমি বিক্রয়, দান, হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর, পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন বা দলিল রেজিস্ট্রেশন করিতে পারিবেন না;

তবে, শর্ত থাকে যে, এই ধারার বিধানাবলি দ্বারা কোনো ভাবেই (Registration Act, 1908 (Act No XVI of 1908) বিধানাবলি খর্ব করিবে না।

অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড
৭। (১) State Acquisition and Tenancy Act, 1950 (Act No. XXVIII of 1951) এর section 143 বা 144 এর অধীন প্রণীত হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকারসূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুগভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে, কোনো ব্যক্তি উক্ত ভূমি স্বীয় দখলে রাখিতে পারিবেন না।

(২) আইনানুগভাবে দখলের অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা যাইবে না এবং তাহাকে উক্ত ভূমির দখল বা উহাতে প্রবেশে বাধা প্রদান করা যাইবে না।

১) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) বা (২) এর বিধান লংঘন করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২(দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন:

তবে শর্ত থাকে যে, উত্তরাধিকারসূত্রে বা হস্তান্তরের মাধ্যমে মালিকানাপ্রাপ্ত ভূমির দখলদার ব্যক্তি রেকর্ড সংশোধন বা স্বীয় স্বত্ব ঘোষণার দাবিতে মামলা বা অন্য কোনো কার্যধারা দায়ের করিয়া থাকিলে তাহার উক্ত কার্য এই ধারার অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না।

অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার
৮। (১) কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে, তিনি দখল পুনরুদ্ধার করিবার জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবেন।

(২) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত উচ্ছেদ বা দখলচ্যুত করা হইয়াছে মর্মে সন্তুষ্ট হইলে, তাহাকে তাহার পূর্ব-দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করিবার নিমিত্ত যথাযথ আদেশ প্রদান ও এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।

(৩) উপ-ধারা (২) এর অধীন ব্যবস্থা গ্রহণ করিবার জন্য, উভয়পক্ষের বক্তব্য গ্রহণ ও সরেজমিন তদন্ত করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, যথাযথভাবে নোটিশ জারি করা সত্ত্বেও কোনো পক্ষ ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকিলে সরেজমিনে তদন্ত ও প্রয়োজনীয় অনুসন্ধান করিবার পর লিখিত আদেশ প্রদান করা যাইবে।

(৪) উপ-ধারা (১) এর অধীন কোনো আবেদন প্রাপ্তির পর হইতে ৩(তিন) মাসের মধ্যে উহার নিষ্পত্তি, প্রযোজ্য ক্ষেত্রে, দখল পুনরুদ্ধার করিতে হইবে এবং কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ উহাতে অসহযোগিতা বা অবহেলা করিলে তাহার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাইবে।

(৫) উপ-ধারা (১) এর অধীন সংক্ষুব্ধ কোনো ব্যক্তি নিজে বা তদকর্তৃক নিয়োজিত কোনো ব্যক্তির মাধ্যমে মামলা পরিচালনা করিতে পারিবেন।

(৬) জেলা ম্যাজিস্ট্রেট এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের মধ্যে দায়িত্ব বণ্টন বা অধিক্ষেত্র নির্ধারণ করিয়া আদেশ জারি করিতে পারিবেন।

(৭) কোনো দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধার সংক্রান্ত কোনো মামলা বিচারাধীন থাকিলে একই বিষয়ে এই ধারার অধীন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না:

তবে শর্ত থাকে যে, উক্ত আদালত তাহার নিকট দায়েরকৃত বা বিচারাধীন কোনো মামলা উহার কোনো পক্ষের আবেদনক্রমে বা স্বীয় বিবেচনায় এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিতে পারিবে।

(৮) এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের অন্যান্য পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে:

তবে শর্ত থাকে যে, অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ধারা ১৪৫ এর বিধান অনুসরণ করিয়া ব্যবস্থা গ্রহণ করা যাইবে।

ক্রেতা বরাবর বিক্রিত ভূমির দখল হস্তান্তর না করিবার দণ্ড
৯। বিক্রয়ের জন্য নির্ধারিত মূল্যের সম্পূর্ণ অর্থ বিক্রেতা বরাবর পরিশোধ করা সত্ত্বেও যদি তিনি, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, ক্রেতা বরাবর উক্ত ভূমির দখল হস্তান্তর না করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২(দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।

সীমানা বা ভূমির ক্ষতিসাধনের দণ্ড
১০। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির আইনানুগভাবে দখলকৃত ভূমির সীমানা বা সীমানা চিহ্নের ক্ষতিসাধন করেন অথবা এইরূপ কোনো কার্য করেন যাহাতে উক্ত ভূমি অথবা উহাতে অবস্থিত স্থাপনা, বৃক্ষ, ফসলের কোনো ক্ষতি সাধিত হয়, তাহা হইলে অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল, প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ বা ক্ষতিসাধনের দণ্ড
১১। যদি কোনো ব্যক্তি সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য কোনো ভূমি অবৈধ উপায়ে দখল বা উহাতে প্রবেশ করেন বা কোনো স্থাপনা বা কাঠামো নির্মাণ করেন অথবা উক্ত ভূমি বা উহার কোনো স্থাপনা, বৃক্ষ বা সীমানা চিহ্নের কোনো ক্ষতিসাধন করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ ভরাট, শ্রেণি পরিবর্তন, ইত্যাদির দণ্ড
১২। যদি কোনো ব্যক্তি অবৈধভাবে সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য কোনো ভূমি আংশিক বা সম্পূর্ণভাবে ভরাট করিয়া উহার শ্রেণি বা প্রকৃতি পরিবর্তন করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন:

তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো কার্য দ্বারা স্থায়ীভাবে পরিবেশের ক্ষতি সাধিত হইলে উহা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১নং আইন) অনুযায়ী বিচারযোগ্য হইবে।

মাটির উপরি-স্তর কর্তন ও ভরাটের দণ্ড
১৩। যদি কোনো ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরি-স্তর কর্তন করেন অথবা জমির রেকর্ডীয় মালিকের বিনা অনুমতিতে জমিতে বালু বা মাটি দ্বারা ভরাট করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন:

তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি তাহার বসতবাড়ি নির্মাণ বা স্বীয় প্রয়োজনে স্বীয় মালিকানাধীন ভূমি হইতে সীমিত পরিসরে, জমির ঊর্বরতার ক্ষতিসাধন না করিয়া, ভূমি কর্তন বা উত্তোলন করিলে উহা এই ধারার অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না।

অপরাধ প্রতিরোধে ব্যবস্থা
১৪। (১) যদি কোনো ব্যক্তি ধারা ১১, ১২ বা ১৩ এ বর্ণিত অপরাধমূলক কোনো কার্য করেন, তাহা হইলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট ভূমি হইতে বেআইনী দখল, স্থাপনা, প্রতিবন্ধকতা বা প্রযোজ্য ক্ষেত্রে অবৈধভাবে ভরাটকৃত মাটি, বালু, ইত্যাদি অপসারণ করিতে এবং উক্ত ভূমিকে উহার পূর্বের শ্রেণি বা প্রকৃতিতে পুনরুদ্ধারের উদ্দেশ্যে যথাযথ আদেশ প্রদান ও এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।

(২) এই ধারার অধীন ব্যবস্থা গ্রহণের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে:

তবে শর্ত থাকে যে, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত Government and Local Authority Lands and Buildings (Recovery of Possession) Ordinance, 1970 (Ordinance No. XXIV of 1970) এর বিধান অনুসরণ করিয়া ব্যবস্থা গ্রহণ করা যাইবে।

আদেশ অমান্যে দণ্ড
১৫। যদি কোনো ব্যক্তি ধারা ৮ এর অধীন প্রদত্ত কোনো আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য বা লঙ্ঘন করেন বা উহা বাস্তবায়নে বাধা প্রদান বা প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, তাহা হইলে উক্তরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।

অপরাধ সংঘটনে সহায়তা বা প্ররোচনার দণ্ড
১৬। যদি কোনো ব্যক্তি এই আইনে বর্ণিত কোনো অপরাধ সংঘটনে সহায়তা বা প্ররোচনা প্রদান করেন তাহা হইলে উক্তরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি প্রকৃত অপরাধ সংঘটনকারী ব্যক্তির সমপরিমাণ দণ্ডে দণ্ডনীয় হইবেন।

অপরাধ পুনঃসংঘটনের দণ্ড
১৭। এই আইনের কোনো ধারার অধীন কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হইয়া সাজাপ্রাপ্ত হইলে এবং পরবর্তীতে একই অপরাধ পুনঃসংঘটন করিলে তিনি যে ধারায় ইতিপূর্বে দোষী সাব্যস্ত হইয়াছেন উক্ত ধারায় নির্ধারিত দণ্ডের দ্বিগুণ পরিমাণ দণ্ডে দণ্ডনীয় হইবেন।

কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন
১৮। এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনকারী ব্যক্তি কোনো কোম্পানি বা ফার্ম হইলে, তাহা বাংলাদেশে নিগমিত (incorporated) হউক বা না হউক, উক্ত কোম্পানির মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব বা অন্য কোনো কর্মকর্তা উক্ত অপরাধের জন্য ব্যক্তিগতভাবে দায়ী হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্তরূপ অপরাধ সংঘটন তাহার অজ্ঞাতসারে হইয়াছে অথবা উহা রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।

অপরাধের বিচার
১৯। (১) এই আইনের অধীন অপরাধসমূহ, আমলযোগ্য (cognizable), ধারা ৪ ও ৫ এ বর্ণিত অপরাধ অ-জামিনযোগ্য (non-bailable), অন্যান্য ধারায় বর্ণিত অপরাধ জামিনযোগ্য এবং আপোষযোগ্য (compoundable) হইবে।

(২) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, এই আইনের অধীন অপরাধসমূহ প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হইবে।

(৩) এই আইনের অধীন অপরাধের বিচার মামলা প্রাপ্তির তারিখ হইতে ১৮০ (একশত আশি) দিনের মধ্যে সমাপ্ত করিতে হইবে।

(৪) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, এই আইনের অধীন অপরাধের বিচার ও আপিলের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলি প্রযোজ্য হইবে।

ক্ষতিপূরণ ও প্রতিকার
২০। (১) এই আইনে বর্ণিত অপরাধের বিচারকালে যদি কোনো ফৌজদারি আদালতের নিকট প্রতীয়মান হয় যে, ন্যায়বিচার নিশ্চিত করিবার উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তির অনুকূলে দখল অর্পণ করা আবশ্যক, তাহার হইলে আদালত তদ্‌উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করিতে পারিবে।

(২) এই আইনে বর্ণিত অপরাধের বিচারকারী ফৌজদারি আদালতের নিকট যদি প্রতীয়মান হয় যে, সংঘটিত অপরাধের ফলশ্রুতিতে কোনো ব্যক্তি বা সংস্থা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইয়াছে, তাহা হইলে উক্ত আদালত অপরাধীর নিকট হইতে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করিয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা সংস্থাকে প্রদানের আদেশ প্রদান করিতে ও এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।

সাক্ষীর সুরক্ষা
২১। ফৌজদারি আদালত সংক্ষুদ্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিত্তে বা স্থীয় বিবেচনায় বিচারাধীন মামলার বাদী বা কোনো সাক্ষীকে নিরাপত্তা বা সুরক্ষা প্রদানে প্রয়োজনীয় আদেশ প্রদান ও ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।

মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য
২২। এই আইনের ধারা ৪, ৫, ১৫ ও ১৭ এ বর্ণিত অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধসমূহ মোবাইল কোর্ট আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৯ নং আইন) এর তফসিলভুক্ত হওয়া সাপেক্ষে, মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য হইবে।

ভূমির তথ্য সম্বলিত সমন্বিত ডাটাবেজ প্রস্তুতকরণ
২৩। (১) সরকার, সরকারি স্বার্থযুক্ত, দেওয়ানি মোকদ্দমাভুক্ত, ফৌজদারি মামলা ও সরকারি বা বেসরকারি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা দায়বদ্ধ জমির তথ্য এবং ভূমি হস্তান্তর, নিবন্ধন, জরিপ, রেজিস্ট্রেশন ও রেকর্ড হালনাগাদকরণ সংক্রান্ত তথ্য প্রাপ্তি ও যাচাইয়ের উদ্দেশ্যে আন্তঃব্যবহারযোগ্য সমন্বিত ডাটাবেজ প্রস্তুত করিবে।

(২) সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষসমূহ উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবে।

সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তা
২৪। (১) এই আইনের অধীন ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক আইন শৃঙ্খলা বাহিনী, সংবিধিবদ্ধ সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান প্রয়োজনীয় সহায়তা প্রদান করিবে।

(২) কর্তৃপক্ষ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনবোধে কোনো বেসরকারি প্রতিষ্ঠান, এজেন্সি বা কারিগরি জ্ঞান ও দক্ষতাসম্পন্ন কোনো ব্যক্তিকে এক বা একাধিক দায়িত্ব সম্পাদনের জন্য নিয়োগ করিতে পারিবে।

(৩) উপ-ধারা (২) এর অধীন নিয়োগের উদ্দেশ্যে আবশ্যকীয় খরচের পরিমাণ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হইবে, যাতা প্রতিকার প্রার্থী সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থা অথবা প্রয়োজ্য ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক প্রদেয় হইবে।

অস্পষ্টতা দূরীকরণ
২৫। এই আইনের কোনো বিধানের অস্পষ্টতার কারণে উহা কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে সরকার, আইনের অন্যান্য বিধানের সহিত সামঞ্জস্য রাখিয়া উক্ত অসুবিধা দূরীকরণার্থ আদেশ দ্বারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।

বিধি প্রণয়নের ক্ষমতা
২৬। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে, তবে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার আদেশ দ্বারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।

ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
২৭। (১) এই আইন প্রবর্তনের পর সরকার, যথাশীঘ্র সম্ভব, সরকারি গেজেটে প্রজ্ঞান দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ প্রকাশ করিবে।

(২) বাংলা পাঠ ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে, বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

11/11/2023

Practice makes a man perfect...
গরুর গোশত রান্নার রেসিপি,
Like, Comment, share and follow ⏩⏩ Ashraf Ullah Khan

06/11/2023

Photos from Ashraf Ullah Khan's post 28/09/2023

My dream, one day insaAllah ❤️

23/09/2023

ঢাকার বিভিন্ন কলেজে অধ্যয়নরত কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কৃতি শিক্ষার্থীদের সাথে।
মাস্টার দা সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২২ সেপ্টেম্বর-২০২৩(জুমাবার)

23/07/2023

ফাজিল পরীক্ষার সংশোধিত সময়সূচি-২০২১

23/07/2023

জীবনের অনিবার্য চরম, নিষ্ঠুর বাস্তবতায় হেরে যায় সোনালী স্বপ্নগুলো।।।

03/07/2023

মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান -২০২৩ বক্তব্য রাখছেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ খাঁন
তাং:২জুলাই'২৩, রবিবার

Photos from Ashraf Ullah Khan's post 06/06/2023

NTRCA+Primary Teacher Recruitment

20/05/2023

(Collected)
প্রিয়তমা,

আমি আগেই জানতাম বিসিএস বিজয় না করলে বাঙ্গালি সমাজে কোনো মূল্য নেই | এখন বিয়ের প্রপোজাল দিলেও তোমার বাবা আমাকে সাট আপ! Adieu বলে দিবে |

কি করবো বলো? পিএসসির সরল প্রশ্নের তাণ্ডবে নিজের বর্তমান নামই ভুলে গেছি পূর্বপদ কিংবা Rank কীভাবে মনে রাখবো!

তুমি তো জানো, পরীক্ষার আগেরদিনও পড়াশোনা না করে বাঁশি বাজাতে চল্লিশ মাইল দূরে চলে যাই! দ্রুত হেঁটে বাসায় ফিরলেও শুধু Lay করেই রাত চলে যায়!

ইংলিশ বলতে পারলেও পরীক্ষায় কোনো কাজে আসলো না | দুজনের মাঝে Between বসে জানলেও Choir মানে গায়কদল এটা কখনো শিখা হয়নি!

তুমি তো জানো! আমি ১৬ বছর বয়সেও কাউকে ROSE দেয়ার সাহস করিনি! তবে তোমার সুন্দর ছবি আঁকা দেখেই তোমার সাথে মিতালী শুরু, তোমার ছবি নিয়ে আমি Pride করি |

আমি ব্রজবুলি ভাষা জানিনা তবে তিব্বতী ভাষার অনুবাদ করা কবিতা নিজের নামে চালিয়ে দিতে পারি! অবশ্য চতুর হলে অক্ষরবৃত্ত ছন্দে যুদ্ধকাব্যও লেখতাম! আসলে আমার ভালোবাসার ধ্বনি দৃশ্যমান না হলেও ভালোবাসার উচ্চতা অনেক!

ইচ্ছে ছিলো বিয়ের পঞ্চবার্ষিকীর পূর্বেই ক্রোমোজোম মিলিয়ে Ten Son এর মালিক হয়ে উল্লাস করে সপ্তম আদমশুমারিতে নাম তুলবো!! ইশ! ন্যাটোর মত কূটনীতি জানলে ২২তম ফিফা বিশ্বকাপ তোমাকে নিয়েই দেখা হতো!!

আমি রবীন্দ্রনাথের মত তপোবন প্রেমিক! তোমাকে ২ নং সেক্টর ঢাকা থেকে গাইবান্ধায় ঘুরতে নিয়ে যাবো!

কত স্বপ্ন ছিলো বড় জেলা রাঙ্গামাটি কিংবা সেন্টমার্টিনের আশেপাশে ঘুরবো কিংবা সিলেটের মণিপুরি এলাকা থেকে ১১টি জিআই পণ্য কিনে দিবো!

পরীক্ষা দিতে গিয়ে আমার পথে বুয়েটের অনেক বিদ্যাসাগরের সাথে দেখা! তুমিই বলো তাদের সাথে কীভাবে পারবো! আমি উড়োজাহাজের গতিকে ট্যাকেল দিতে পারবো??

প্রিয়তমা! সাধারণ জ্ঞান কিন্তু ফাটিয়ে দিয়েছি! এগুলো তুমিও জানো আমরা ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে ভিক্টোরিয়ান এইজ থেকে মুক্তি পেলেও ৪৯ সালে আওয়ামী মুসিলিম লীগ & রাষ্ট্রভাষার জন্য ৫২ তে সর্বদল একত্র হয়ে ৩ নাম্বার অনুচ্ছেদে বাংলাকে বসাই! আর ৭ মার্চের ভাষণ আজও হৃদয়ে কম্পন জাগায়!

পরীক্ষা দিয়ে আমার মন ভাঙ্গছে, ভাবছি ১৯৮৪ তে জন্ম নিলে একটা ভালো জব হতো | ইশ! কোনোরকমে কর্মকমিশন ভাইভায় যেতে পারলেই জয় বাংলা স্লোগান ভুল করতাম না!

কত আশা ছিলো! বিসিএস ক্যাডার হলে মানি লন্ডারিং না করে ২০১৩ সালের e-TIN অনুযায়ী কর দিবো |

তোমাকে নিয়ে ময়মনসিংহের মৎস্য দেখে বৃহৎ সৌরবিদ্যুৎও দেখিয়ে আনতাম | খুলনার দিকে গেলে গণহত্যা যাদুঘর ও ৫টি জেলা দিয়েই সুন্দরবন দেখাতাম! চট্টগ্রামে গেলে বন গবেষণা ঘুরাতাম |

প্রিয়তমা! সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র তিতাস গ্যাসক্ষেত্রের
প্রধান খনিজ সম্পদ গ্যাস ফুরালেও আমার ভালোবাসা ফুরাবে না!! তবে মিথেন গ্যাস থেকে কীভাবে ইউরিয়া স্যার তৈরী হয় আমি জানি না!

আমি ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ডেজার্টের কথা চোখ বুঝলেই কল্পনা করতে পারি যেমন কল্পনা করতে পারি তোমাকে!

ইশ! ঠিকমতো পড়াশোনা করলে আজ আমি ম্যানিলায় ধান গবেষক কিংবা অণুজীববিজ্ঞানী হতে পারতাম কিংবা ফ্রাঙ্কফুর্টে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকে জব পেলেও পেতে পারতাম!

১৯৭৫ সালে ভারতের সাথে সংযুক্ত সিকিম দেখাতে নিয়ে গেলে ৬২ এর চীন-ভারত যুদ্ধের স্থানও দেখিয়ে আনতাম! এর পাশেই চীনের বেল্ট এন্ড রোড কিংবা তিব্বত উপত্যাকাও দেখাতে ভুল করতাম না!

হ্যাঁ! ইন্দোনিশার বালির কথাও এই বান্দার মনে আচেহ তবে অত টাকা পাবো কই!? টাকা হলে তো তোমাকে শ্রীলংকার এলিফেন্ট, আলজেরিয়া কিংবা প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া দেখাতে নিয়ে যেতাম!

প্রিয়!... পিএসসির এমন গভীরতম স্থান থেকে প্রশ্ন আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে | Utilitarianism উচ্চারণ করতেই আমার দাঁত ভাঙ্গার অবস্থা!! আমার বুঝে আসে না পানির উপরিভাগে দ্রবীভূত অক্সিজেন থাকলে ভিতরের মাছ বাঁচে কীভাবে!? সিএফসি কেনো বাড়ে না সেটাও বোধগম্য নয় | তুমি বুৃঝো?

বিদ্যুৎ উৎপাদনে বেশি গ্রীণহাউজ গ্যাস উৎপাদন মনে পড়লেও ভারসাম্যপূর্ণ পরীক্ষা দিতে পারিনি | ২০০৭ সালের ১৫ নভেম্বরের সিডরের বাতাসের প্যারার কথা মনে পড়লেও Meteorology অনেক চিন্তা করেও মনেএলো না!

২০০ নটিক্যালের অর্থনৈতিক সমুদ্রসীমা কিংবা ভূমিকম্পের এপিসেন্টার দিতে দিতে সময় শেষ! ঘড়ির কাঁটা একটু বিপরীত দিকে ঘুরলে মন্দ হতো না!

আহা! সারাজীবন NaCl খেলেও এর গঠন নিয়ে চিন্তা করিনি! SiO2 কিংবা ZnO এর কথা নাইবা বললাম | প্রিয়তমা তুমিই বলো কমার্সের ছাত্ররা চার্লসের সূত্র কীভাবে পারবে? NO বলতে শুধু "না" জানতাম কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখি এটা নাকি প্রাইমারি দূষক!

এত High পারফরমেন্স আমার দ্বারা হবে না | টেলিভিশনের উত্তর রেডিও কীভাবে হয় তাও জানি না! আসলে আমি কিছুই জানি না!

বিশ্বব্রহ্মাণ্ডে বসবাস করেও সর্বোচ্চ উপাদান হাইড্রোজেন তা জানি না!! তবে এটুকু জানি সুষম খাদ্যে খেলে রক্তের গ্রুপ ঠিক থাকবে!!

প্রিয়তমা, কিছু প্রশ্ন আমার মাথার উপর দিয়ে গেছে!
২ কিলোবাইট মেমোরী এড্রেস করতে নাকি ১১টি এড্রেস লাইন দরকার!!

প্রিয়তমা তুমিই বলো হেক্সাডেসিমেল, এমবডেড পরীক্ষার আগে না দেখে গেলে কী পারা যায়? Ipv4 এর জটিল এড্রেসের সংকেত আমার রাউটারে কখনো আসেনি! চিকিৎসায় কম্পিউটারের ব্যবহার জানলেও ক্লাউড কম্পিউটিং ভালো করে জানা হয়নি গো!

ল.সা.গু গ.সা.গু অনুপাত কিংবা অর্থপূর্ণ সংখ্যার রহস্য বুঝলেও তোমার মনের ভেদ আজও বুঝিনি!

তুমিই বলো! যার বেতনই শুরু হয়নি তাকে বেতন কমানো বাড়ানোর ম্যাথ না দিয়ে x-এর মান কিংবা পঞ্চম পদ বের করতে দিলেই তো হতো! আমার তো বুদ্যঙ্ক ১৪০ নয় যে সরলরেখার সমীকরণ বের করে ফেলবো!

Tan£ কিংবা লগের মাথ সমাধান করতে করতে ক্লান্ত হয়ে যাই | বৃত্তচাপের দৈর্ঘ্য কিংবা তোমার মনের দৈর্ঘ্য কোনোটাই আমার কাছে অর্থপূর্ণ নয়!

প্রেয়সী! আমার কিন্তু J*ট কিংবা 7/G বের করতে ১০ সেকেন্ডেও লাগেনি! তুমি তো জানো সুশাসনও ভাবলেই পারা যায়!

তাইতো স্বল্প পরিমাণ ভারসাম্য এখনও আছে, পরের বিসিএসটি হবে সম্পূর্ণ আলাদা!

ভেবেছিলাম আমার জন্য তোমাকে রিসার্ভ করবো কিন্তু আমার শর্তহীন আদেশ তোমাকে মানতে হবে না কারণ আইনের শাসনে সবারই মত প্রকাশের অধিকার আছে!

আমি Farsighted হলে জোয়ান থাকতেই কিছু করতাম! জানি এত ডিসকাসের পর কিছু থাকে না তবু আমার মূল্যবোধের উৎস হারিয়ে যায়নি! মিস্ট্রেস আমাকে আর কিছুদিন সহ্য করো!

আহা!! আমাদের বিয়ে ঠিক হয়ে থাকলেও আনুষ্ঠানিকভাবে বিয়েটা হলো না! অন্তত TIFA কর রাখা উচিত ছিলো! আর্সেনিকে ৩৩ বছরে বছরে মৃত্যু না হলেও Pneumonia কিংবা Plague রোগে যেকোনো সময় মারা যেতে পারি!

Othello যেমন Desdomina কে প্রমিজ করেছিলো তুমিও প্রমিজ করেছিলে আমার সাথে কারো Compare to করবে না | সেই উক্তি কী মিথ্যা হয়? আমি বিচার বিভাগের কাছে ১৯৮৫ সালের পারিবারিক আদালত আইন সম্পর্কে জানতে চাইলেও তারা বললো আইন প্রণয়ন তাদের কাজ নয় |

আমার কোনো Spyware নাই, থাকলে তোমাকে প্রটোকল দিয়ে রাখতাম! আমার ফায়ালওয়াল ভেঙ্গে কেউ তোমাকে ফিশিং করে সার্বজনিন গেইটে নিয়ে যেতে পারতো না!

আমার দুর্দিনেও ALU এর আউটপুটে নয়
তোমার হৃদয়ে আমার স্থান ছিলো তবে এখন তুমি আমাকে Deny করতেই পারো! জানি না তোমার জীবনে আমার পরে কে আসবে! এখন আমার Courteous আচরণও তোমার কাছে Rude মনে হবে | ফেসবুকে তোমার কালি ছবি থাকলেও বাস্তবে তুমি রুপসী! তুমি আমার মনের নোবল জয়ী নারী! তোমাকে নিয়ে লেখতে গেলে আমার কলমের কালি পুরিয়ে যাবে | না, তোমার জন্য ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্পের মত পাগলামি করবো না কারণ আমার ভালো মন্দ মূল্যবোধ হারিয়ে যায়নি | তুমি তো জানো আমি সামান্য পূণ্য করলেও সুশাসন ও শুদ্ধাচারে বিশ্বাসী | তোমাকে insist করবো না বরং মুক্ত করে দেয়াই আমার জন্য সমীচীন |

পিএসসি কী বুঝাতে চাইলো জানি না | হয়তো বুঝাতে চেয়েছে বৃহত্তম কোণ বের করতে না পরলে ৬০ টাকার দড়ি কিনে আত্মহত্যা করাই ভালো! অথবা স্বল্প পরিমাণ সম্ভাবনা দিয়ে কিচ্ছু হবে না জেনেই প্রতি পাতা বই ২১ পয়সায় বিক্রি করে দিতে বলছে!

যা বুঝলাম আমার মতো পোষাগরুর পান ব্যবসায়ী হওয়া কিংবা ইছামতির তীরে গীত গাইতে গাইতে গো চরাণো ছাড়া উপায় নেই! তোমার প্রতি আমার দূর্বলতা থাকবেই, তোমার জন্য লেগে থাকবো তবে কোর্টে বিয়ে করে বাজে রেকর্ড করতে চাই না! প্রয়োজনে ১ হাজার বছর অপেক্ষা করবো!! কোনোদিন জেলে গেলেও নভেরা আহমেদের মত মনের ভাস্কর্যে তোমার সহস্রাব্দ ছবি আঁকবো!

ইশ! GPU কিংবা DBMS এর কাজ জানলে কম্পিউটার দোকান দিয়ে দিতাম!

আমি আলালের ঘরের দুলাল নই | এখন রিটার্ন করে ব্রাইট ফিউচারের জন্য জীবনযুদ্ধ করবো তবে জীবনের Acme তে পোঁছালেও নিজেকে শেলীর মত Ozymandias দাবি করবো না!

© মাহবুব অর রশিদ (বিসিএসের ২০০ প্রশ্ন সংযুক্ত করে গল্পলিখন)

Photos from Ashraf Ullah Khan's post 19/05/2023

৪৫তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট-২০২৩
তাং: ১৯মে ২০২৩, সকাল; ১০-১২টা

09/05/2023

https://www.facebook.com/124753984835699/posts/1242900089687744/?mibextid=ZbWKwL

আজকে (০৭/০৫/২৩) থেকে ঢাকায় আরেকটি নতুন পাসপোর্ট অফিস (পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব, আফতাব নগর) যাত্রা শুরু করলো।
ইতিমধ্যে যারা সেই অফিসের অধীন থানা বর্তমান ঠিকানা হিসেবে দিয়েছেন তাঁদেরকে আফতাব নগর পাসপোর্ট অফিসে সকল কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আপনাদের অফিস আগারগাও সিলেক্ট হলেও তা এখন সিস্টেম থেকে আফতাব নগর অফিসে ট্রান্সফার করা হয়েছে। আপনার শিডিউল তারিখ অনুযায়ী সেই অফিসে গিয়ে যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
ধন্যবাদ!

#পাসপোর্টঅফিস_আফতাবনগর

05/05/2023

https://m.facebook.com/story.php?story_fbid=251899877365603&id=100076367760305&mibextid=ZbWKwL

Room to Read এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।

Read Before Apply
Apply Procedure
Send application & resume (please use your name in naming CV) to Senior Manager - People Operations, Room to Read Bangladesh through email with the applied position's title in the subject line to [email protected]
Any persuasion attempt will disqualify your candidacy. Only shortlisted candidates will be contacted.
Room to Read is an equal opportunity employer committed to identifying & developing the skills & leadership of people from diverse backgrounds.
"Qualified female candidates are strongly encouraged to apply"
Click to view detail in Hotjob advertisement
*Photograph must be enclosed with the resume.

Apply Procedure
Send your CV to [email protected]

01 No Post Apply Link: https://hotjobs.bdjobs.com/jobs/room/room335.htm
02 No Post Apply Link: https://hotjobs.bdjobs.com/jobs/room/room336.htm
03 No Post Apply Link: https://osv-rtr.wd5.myworkdayjobs.com/en-US/RoomToRead/job/Bangladesh---Main---Dhaka/Officer--IDTS_R-02392?locations=71fd72b1ef2d4bb486a438572d85262c
Company Information
Room to Read Application Deadline: 13 May 2023

14/03/2023

NTRCA তথা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কোন বিষয় থেকে কতজন নিয়েছে দেখে নিন।

১. Lecturer পদে Accounting বিষয়ে শুন্য পদ ছিল 120 টি। সিলেক্ট করেছে ১২০ জনকে

২. Lecturer পদে Agriculture বিষয়ে শুন্য পদ ছিল 89 টি। সিলেক্ট করেছে 89 জনকে

৩. Lecturer পদে Arabic বিষয়ে শুন্য পদ ছিল 2492 টি। সিলেক্ট করেছে 1640 জনকে

৪. Lecturer পদে Art and Textile Costumes বিষয়ে শুন্য পদ ছিল 2 টি। সিলেক্ট করেছে 2 জনকে

৫. Lecturer পদে Banking বিষয়ে শুন্য পদ ছিল 12 টি। সিলেক্ট করেছে 12 জনকে

৬. Lecturer পদে Bengali বিষয়ে শুন্য পদ ছিল 1254 টি। সিলেক্ট করেছে 12 54 জনকে

৭. Lecturer পদে Botany বিষয়ে শুন্য পদ ছিল 56 টি। সিলেক্ট করেছে 56 জনকে

৮. Lecturer পদে Botany/Zoology বিষয়ে শুন্য পদ ছিল 19 টি। সিলেক্ট করেছে 19 জনকে

৯. Lecturer পদে Chemistry বিষয়ে শুন্য পদ ছিল 142 টি। সিলেক্ট করেছে 142 জনকে

১০. Lecturer পদে Computer Operation বিষয়ে শুন্য পদ ছিল 50 টি। সিলেক্ট করেছে 37 জনকে

১১. Lecturer পদে Economics বিষয়ে শুন্য পদ ছিল 151 টি। সিলেক্ট করেছে 150 জনকে

১২. Lecturer পদে English বিষয়ে শুন্য পদ ছিল 631 টি। সিলেক্ট করেছে 631 জনকে

১৩. Lecturer পদে Entrepreneur Development বিষয়ে শুন্য পদ ছিল 7 টি। সিলেক্ট করেছে 7 জনকে

১৪. Lecturer পদে Finance বিষয়ে শুন্য পদ ছিল 16 টি। সিলেক্ট করেছে 16 জনকে

১৫. Lecturer পদে Finance, Banking and Insurance বিষয়ে শুন্য পদ ছিল 54 টি। সিলেক্ট করেছে 33 জনকে

১৬. Lecturer পদে Geography and Environment বিষয়ে শুন্য পদ ছিল 48 টি। সিলেক্ট করেছে 48 জনকে

১৭. Lecturer পদে Hadith বিষয়ে শুন্য পদ ছিল 119 টি। সিলেক্ট করেছে 3 জনকে

১৮. Lecturer পদে History বিষয়ে শুন্য পদ ছিল 77 টি। সিলেক্ট করেছে 77 জনকে

১৯. Lecturer পদে Home Economics বিষয়ে শুন্য পদ ছিল 10 টি। সিলেক্ট করেছে 10 জনকে

২০. Lecturer পদে Information and Communication Technology বিষয়ে শুন্য পদ ছিল 934 টি। সিলেক্ট করেছে 388 জনকে

২১. Lecturer পদে Islamic History বিষয়ে শুন্য পদ ছিল 348 টি। সিলেক্ট করেছে 348 জনকে

২২. Lecturer পদে Islamic History and Culture বিষয়ে শুন্য পদ ছিল 131 টি। সিলেক্ট করেছে 131 জনকে

২৩. Lecturer পদে Islamic Studies বিষয়ে শুন্য পদ ছিল 124 টি। সিলেক্ট করেছে 124 জনকে

২৪. Lecturer পদে Library and Information Science বিষয়ে শুন্য পদ ছিল 48 টি। সিলেক্ট করেছে 30 জনকে

২৫. Lecturer পদে Management বিষয়ে শুন্য পদ ছিল 123 টি। সিলেক্ট করেছে 123 জনকে

২৬. Lecturer পদে Marketing বিষয়ে শুন্য পদ ছিল 32 টি। সিলেক্ট করেছে 32 জনকে

২৭. Lecturer পদে Mathematics বিষয়ে শুন্য পদ ছিল 285 টি। সিলেক্ট করেছে 285 জনকে

২৮. Lecturer পদে Philosophy বিষয়ে শুন্য পদ ছিল 108 টি। সিলেক্ট করেছে 108 জনকে

২৯. Lecturer পদে Physics বিষয়ে শুন্য পদ ছিল 131 টি। সিলেক্ট করেছে 131 জনকে

৩০. Lecturer পদে Political Science বিষয়ে শুন্য পদ ছিল 330 টি। সিলেক্ট করেছে 330 জনকে

৩১. Lecturer পদে Production Management and Marketing বিষয়ে শুন্য পদ ছিল 55 টি। সিলেক্ট করেছে 22 জনকে

৩২. Lecturer পদে Psychology বিষয়ে শুন্য পদ ছিল 36 টি। সিলেক্ট করেছে 36 জনকে

৩৩. Lecturer পদে Sanskrit বিষয়ে শুন্য পদ ছিল 5 টি। সিলেক্ট করেছে 5 জনকে

৩৪. Lecturer পদে Social Welfare/Social Work বিষয়ে শুন্য পদ ছিল 45 টি। সিলেক্ট করেছে 45 জনকে

৩৫. Lecturer পদে Social Works/ Social Welfare বিষয়ে শুন্য পদ ছিল 13 টি। সিলেক্ট করেছে 13 জনকে

৩৬. Lecturer পদে Sociology বিষয়ে শুন্য পদ ছিল 104 টি। সিলেক্ট করেছে 104 জনকে

৩৭. Lecturer পদে Statistics বিষয়ে শুন্য পদ ছিল 28 টি। সিলেক্ট করেছে 28 জনকে

৩৮. Lecturer পদে Zoology বিষয়ে শুন্য পদ ছিল 47 টি। সিলেক্ট করেছে 47 জনকে।

Videos (show all)

Practice makes a man perfect...গরুর গোশত রান্নার রেসিপি,Like, Comment, share and follow ⏩⏩ Ashraf Ullah Khan
জীবনের অনিবার্য চরম, নিষ্ঠুর বাস্তবতায় হেরে যায় সোনালী স্বপ্নগুলো।।।
মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান -২০২৩ বক্তব্য রাখছেন সংগ...
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক বিষয়ে কথা বলছেন শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ স...
Visit Liberation War Museum from Monday to Saturday - 10:00 AM to 05:00 PM (Except Govt. Holiday) and experience the hea...
বার আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রামে ৫০তম ঐতিহাসিক জসনে জুলুসে নবি প্রেমিক জনতার ঢল।১২-০৩-১৪৪৪/ ০৯-১০-২০২২ রবিবার।মুরাদপুর,...
ইয়াজিদের মর্যাদাআলোচনায়: পীর সাহেব চরমোনাই
"পান্তা ভাতের জল- তিন পুরুষের বল"!পান্তা আমি খাই না- পুঁটি মাছ পাই না!
ঢাবি অধিভুক্ত কলেজের প্রশ্নপত্র ফাঁস! RAB মিডিয়া সেন্টার থেকে সরাসরি.... ২২আগস্ট-২০২২

Website