Helal Anwoar

Helal Anwoar

A writter.

25/08/2023
24/08/2023

(বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ কবি মোশাররফ হোসেন খানের ৬৬তম জন্ম বার্ষিকী সৌজন্যে)

দুঃসাহসী নাবিক
হেলাল আনওয়ার

তিমির রাত্রি ভেঙে তিনি এলেন
জীর্ণ নীড়ের এক সাহসীনী মায়ের
কোমল কোল জুড়ে।
সাড়ম্বরে সকাল হলো
আলোড়িত হলো মায়ের হৃদয়।
শ্বাপদ সংকুলতায় তিনি উঁচিয়ে তুললেন ঘুমন্ত স্বপ্ন
বিষণ্ণতা কখনো ছুঁতে পারেনি তাঁকে
বংশীবাদকের মতো কবিতার সুরে
গেয়ে যান অহিংস পৃথিবীর জন্যে।
বিস্তীর্ণ বক্ষে তাঁর
থোকা থোকা ফুলের পাঁপড়ি
সাহসের অগ্নিস্ফুলিঙ্গ
নতুন স্বপ্নের সুনিপুণ কারিগর।
তাঁর স্পর্শ তাবৎ ভূ-ভাগে
মেঘের সদম্ভ বাহুর বিপরীতে
শক্ত শিলার মতো অনড় তিনি।
ছেষট্টি বসন্তের সম্মিলিত সুরে
আজো তিনি অজেয় দুঃসাহসী এক নাবিক।

07/08/2023

নিত্য ছড়া
হেলাল আনওয়ার

এ আমার সোনা মনি
চাঁদের মতো রূপের খনি
মুখখানি যে জোসনা মাখা
অঙ্গ ভরা ছবি আঁকা।

এ আমার হৃদয় ভরা সুখ
এ আমার স্বপ্ন জাগা বুক।

07/08/2023

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

23/04/2023

Vocal: Najib Kamran

21/04/2023

Description

খুশির মেলা।। টাইফুনের শিশুদের ঈদের গান।Khushir Mela।Taifun Eid kids Song.

Taifun Shilpigosthi - টাইফুন শিল্পীগোষ্ঠী
32
Likes
367
Views
Apr 21
2023
গান: খুশির মেলা
কথা: হেলাল আনোয়ার
সুর: গোলাম মাওলা

ঈদ এলোরে সবুজ পাতায়
চাঁদ হাসে ঐ নীলের সুতায়
বুনো হাঁসের সারি যেমন
মিলে মিশে থাকে
খুশির মেলা ঐ বসেছে
মন পবনের বাঁকে।।

ঈদ এলোরে ঈদ এলোরে ঈদ এলোরে ভাই
ধনী গরীব সবাই সমান নাইরে বিভেদ নাই।।

চাঁদের বাড়ি আলোর হাসি
আয়না সবে আয়
ভালোবেসে রইবো পাশে
ধনী গরীব ভাই।
ঘরে ঘরে সুখের বাতি
জ্বালবো সবাই দিবা রাতি
মনের কালি দূর করে আজ
ফুল ফোটাতে চাই।।

যাদের বুকে জ্বলছে ধিকে
কষ্ট দুখের চুলা
ওদের পাশে সবাই এসে
মুছে দেবো জ্বালা।
ঈদের খুশি একটু হাসি
মায়া ভরে পাশে বসি
বুকের মাঝে ভালো বেসে
দেবো ওদের ঠাই

শিল্পী:
নুসাইবা
সাবিহা
সাবা
সাইমা
মারিয়া
মার্জিয়া
নাবিলা
ফাবিহা
মুমতাহীনা
নাজিফা
সাওদা
কায়রা
নুসাইবা
রিফা
মাহিরা
মীনা
তাসনিম
জান্নাতী
মুনতাহা
আরিশা
ফাতিহা

কৃতজ্ঞতা:
রাজিবুর রহমান পলাশ
মঞ্জুরুল ইসলাম
ইস্রাফিল হোসাইন
জাহিদুর রহমান নাঈম
সাইদুল ইসলাম
জাকির হুসাইন
তৌহিদুর রহমান
এবং
টাইফুন শিল্পীগোষ্ঠী'র সাবেক পরিচালকবৃন্দ।

গ্রাফিক্স:
হারুনুর রশীদ

সাউন্ড কম্পোজ:
তাহান খান তামিম

স্টুডিও:
মেলোসনিক

সম্পাদনায়:
জাহিদ হাসান

ক্যামেরা:
জাহিদ হাসান
মুসতাহিদুল ইসলাম

ড্রোন:
মাহবুবুর রহমান সাওন

লোকেশান:
কৃষি কলেজ, খুলনা

সার্বিক সহযোগিতা:
আবদুল্লদহ বীন আজাদ
জহিরুল হক রিফাত
সামিদুল ইসলাম
এম এ সাঈদ
তাজাম্মুল হক তাসনীম
সাইদুল ইসলাম মুনসেফ

পরিচালনা সহকারী :
মুস্তাহসিন বিল্লাহ সবুজ
আসিফুর রহমান সায়িব

পরিচালনায়:
নূরুজ্জামান নোমান

21/04/2023

Singer: Amir Hamza
Lyric: Helal Anwoar
Tune: Mahfuz Mamun
Cast: Amir Hamza
Record label: 2iTune Studio
Sound Design: Mahfuz Mamun
DOP: Mohiuddin
Mixing & Mastering: Adib
Assist. Director: Amir Hamza
Director: Mahfuz Mamun

13/04/2023

নেক আমলই এই জীবনের অমূল্য রতন

সুর ও শিল্পি: Hosain

26/03/2023

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা💝

19/03/2023

প্রসন্ন-প্রলয়

পাড় ভাঙা নদী
হেলাল আনওয়ার

তোমার আশ্রমে সেদিন হয়তো
আমি ছাড়া আর কেউ ছিলোনা
ভেন্টিলেটারের মাঝে দুটো চড়ুই
অন্য ক্ষুধায় শুধু ডানা ঝাপটাচ্ছিলো।
ওদের মুখে কুটা ছিলো,
আগামী নীড়ের স্বপ্নে কির কির করে গান চলে নিরবিচ্ছিন্ন ভাবে।
বাইরে হালকা বাতাস,
স্মৃতির আর্কাইভ থেকে ভেসে আসে উজান-ভাটির গান।
হাজার জিবি র মেমোরি এখন যেন আর আগের মতন সতেজ হয়না।
অনেক কিছুই এলোমেলো হয়ে যায়।
যেদিন তোমার আশ্রম ছেড়েছি
সেদিন ছিল হালকা বৃষ্টির রাত।
সব কিছু ভিজে গিয়েছিলো গন্ডদেশ,বুক এমনকি আমার গায়ের জামা,মাথার বালিশও।
না,তারপর থেকে তোমার আশ্রমে আর ফেরা হয়নি আমার
বুকের দুপাশে চাবুকের ক্ষত
অসহ্য যন্ত্রণায় কতো ছটপট করেছি নীড় ভাঙা নীড়ের মাঝে-
তবু নিসহায় কাকের মতো একাকী কাটিয়ে দিয়েছি রাত।
আমার এ জিবন জানি পাড় ভাঙা নদীর মতন
অথচ,তোমাকে বুঝতে দেয়নি কখনো-

13/03/2023

প্রসন্ন প্রলয়-৫

অন্ধকারের বাঁশি
হেলাল আনওয়ার

হে মেঘ উদ্ভ্রান্ত অবিন্যস্ত মেঘ
চপলা মেয়ের চকিত সরোবরে
নেমে এলে আজন্ম কান্নার বসনে।
কাল থেকে কালান্তর,যুগান্তরের
অপছায়া যেন আজও মুছে যায়নি
পাপিষ্ঠ্য নগর থেকে।
কোথায় আর জানাবো বলো-
ভেতরের বেদনা গুলো!
সব যেন আজ বিনাশের মুখে
নিত্য পণ্যের মতো সস্তা বিবেকের বিকিকিনি
জীবন যৌবন ফিংগার প্রিন্টের মতো
কেবলই ধাঁধাঁর জালে বন্দি।
তারপর নেমে এলে মৃত্যু
হারাম হয়ে যায় কম্পিত স্বপ্নগুলো।
আসো জয়গান গাই
আসো পায়চারি করি
ফুলের কফিন গুলো ভিজিয়ে দিই অশ্রুজলে
দারুন এক মৃত্যুপুরীতে বসে বসে
বাঁজাতে থাকি বিবেক বিধ্বংসী
অন্ধকারের বাঁশি

20/10/2022

রসিক-বেরসিক

কে যাও সামনে দিয়ে
একটু শোনো-
আমি অসহায় নিঃসহায়
তাকাও দোহাই,
-এতো ব্যাস্ত কেনো?

চলে যায় নিজের মতো
সামনে সবাই
কে আর কার দিকে
একটু তাকাই?

পেছনে রয়েছি কেবল
একলা আমি-
বিজনে এখন ভাবি মরুভূমি।

যাবে যাও চলে যাও
নেই অভিযোগ-
কষ্টের কোর্মাটুকু আমি করি ভোগ।

হয়তো কখনো এক মোহনায়
দেখা হবে কথা হবে
একই সাথে রাখা হবে
সুখ-দুঃখ মিশে যাবে সেই
মোহনায়।

09/10/2022

আজ যারা বড় অসহায়

সুরঃ Golam Mawla
পরিবেশনায়ঃ Panvision TV

Youtube link: https://youtu.be/_Aa8lG3HWr0

27/09/2022

রসিক-বেরসিক ৩৩

এক নয়,নয় ছয়
চোখটা ছিল স্বপ্নময়।
এক নয় নয় সাত
তারা গুনে কাটতো রাত।
এক নয় নয় আট
বসতো মনে রঙের হাট।
দুই হাজার বিয়োগ এক
অবাক জীবন লাগে তাক।

এবার নামি সাগরে
সোনালী দিন ভাগরে।

#রসিকবেরসিক

26/09/2022

রসিক-বেরসিক৩২

ফোঁস করেনা
ঠুস করেনা
নেইতো কোনো ফণা
বিষে ভরা
নাগ যে তারা
যায়না তবু চেনা।
ঝোপ লাগেনা
বন লাগেনা
গড়তে তাদের বাস
ছোবল দিলে
যাবে জ্বলে
হতেই হবে লাশ।

যায়না চেনা ভাই-
সাপ যে আমার সবুজ ঘরে
কি হবে উপায়?

#রসিকবেরসিক

24/09/2022

রসিক-বেরসিক ৩১

বন্ধুরা সব বোঝে বেশী
আমি বুঝি কম
আপন ভেবে রাখি বুকে
খুঁজিনি তার দাম।
ওরা সবাই চাঁদের মতো
কিংবা রবি তারা
ওদের কাছে তুচ্ছ আমি
শেয়াল কাঁটার চারা।
মাঝে মাঝে ইচ্ছে হয়
ওদের মতো হতে
দিনের বেলা ছদ্মবেশী
হট রূপসী রাতে।
সীনার মাঝে বিষের বীণা
উথলে ওঠে সুর
ভালোবাসার গহীন নদী
কিংবা সুমুদ্দুর।

আহা এমন হলে বেশ
ভালোবাসার স্বপ্ন চূড়ায়
হতাম নিরুদ্দেশ।

#রসিকবেরসিক

23/09/2022

রসিক-বেরসিক ৩০

সবাই যেমন হাসতে পারে
কইতে পারে কথা
আমি কেন পারিনা ভাই
বুকে চাপা ব্যাথা।
তোমরা যারা আমাই দেখে
উপহাসে হাসো
আমার নিয়ে মশকরাতে
খুক করে সব কাশো।
আমিও ভাই তোমার মতো
শুধু,বলি কম
ভাবো নাতো তোমার হাসি
বন্ধ করে দম।
আমি যে ভাই বোকা সোকা
তাই বলে কি রোষ
তালুকদারি বুঝিনা তাই
এটাই আমার দোষ
মাফ করে দাও ক্ষমা করো
বোকা হয়ে থাকি
অপমানের ব্যাথা গুলো
পুতে পুতে রাখি।

#রসিকবেরসিক

19/09/2022

রসিক-বেরসিক ২৯

অলস সময় আর কাটে না
কুড়ে হয়ে গেছি
শিষ্যরা সব দক্ষ বিজায়
বড় সর্বনাশী।

সবই খোদার দান-
গর্ব ভরে বলে এসব
অভিজ্ঞ শয়তান।

আমি এখন সময় কাটাই
ফাগুন হাওয়া খেয়ে
মনটা বড় খুশি খুশি
এমন শিষ্য পেয়ে।
খুন খারাবি রক্ত খেলা
এসব দেখেই কাটে বেলা
তাইতো আমি সুর ধরেছি
ভাটিয়ালি গান
মনটা আমার ভরে গেছে
খুশিতে আটখান।

কেউ মেশেনা কারো সাথে
ছিন্ন ভালোবাসা
আপন বলে কেউ রবেনা
অরি খানার দশা।
পিতা পুতে মারামারি
ঘরে বাইরে চুরিদারি
ছোট বড় নামী দামী
কেউ পাবেনা মান
এসব কথা হেসে বলে
বুজুর্গ শয়তান।

#রসিকবেরসিক

16/09/2022

রসিক-বেরসিক-২৪

সুধির মশাই অধির বটে
চাতক,মরার পানে
ভয়টা কেবল একটা জাগায়
জ্বলবে অগ্নি বানে।

বাঁচার চেয়ে মরাই ভালো
মরলে জ্বালা নাই
রাতে দিনে ভাবলো বসে
মরতে আমি চাই।

বউয়ের জ্বালা পোলার জ্বালা
ঝিয়ের জ্বালা বুকে
কি লাভ বলো বেঁচে থেকে
এমনি ধুকে ধুকে।

#রসিকবেরসিক

15/09/2022

কেউ যদি বলে,বড় কে বলতো
বলবো দ্বীনের তরে যে নিয়মিত

সুরঃ Alfaz Hossen
শিল্পীঃ Mahfuz Mamun

Ytube link: https://youtu.be/7payekNy1nQ

15/09/2022

রসিক-বেরসিক ২৮

মন ভালোনা বন্ধু আমার
চিন্তায় পড়ে আছি
অফিসে কাল অডিট হবে
কেমন করে বাঁচি।
কাগজ পত্র সবই খাসা
নেইতো কোনো ফোঁকর ফাসা
তবু বলে দিতেই হবে
অনেক টাকা ঘুষ
সাচ্চা কামের বিনিময়ে
পাচ্ছি কেবল তুষ?

বললাম স্যার,দোষ কি আছে
একটু না হয় বলুন
গো বেচারা আমি যে স্যার
সঠিক কিনা বলুন।
হা হা মাথা আছে বেটা
বোঝেন কিনা এটা
টাকা বিনে ফাইল ভুল
টাকা পেলে ঠিক
আপন মনে বলি ও স্যার
ধিক তোমারে ধিক।

#রসিকবেরসিক

14/09/2022

রসিক-বেরসিক ২৬

অফিস পাড়ার বড় সাহেব
আইন মেনে চলি
আইন ছাড়া চল্লে কেউ
বুঝবে পালি পালি।
বিনে টাকায় হয়না সাইন
ফাইল রবে পড়ে
টাকা পেলে ফাইল আবার
উঠবে নড়ে চড়ে।
বেতন কড়ি ব্যাংকে জমা
উপরি আয়ে চলে
ঘুষের সুধা নিতে আমি
সবকিছু যায় ভুলে।
অল্প কড়ি দাঁতে দড়ি
গাড়ি বাড়ি হয়?
তাইতো আমি কাজের আগে
ঘুষের টাকা চাই।
তাসবীর মালা হাতে থাকে
সুন্নতি সাজ গোজ
কপালে মোর খ্যাচ পড়েছে
নামাজ পড়ি রোজ।
হারাম টাকা হালাল করি
ফন্দি ফিকির এঁটে
হেথা হোথা কিনছি জমি
মেদ জমেছে পেটে।
ঢাকায় বাড়ি দামি গাড়ি
ছেলে বিদেশ পড়ে
বিনা কাজে আমি বাবু
আসি বিমান চড়ে।
ঘুষ খাইনা আমি বাু
আইন মেনে চলি
তাইতো আমি সবার সাথে
নীতির কথা বলি।

#রসিকবেরসিক

14/09/2022

পুরোনো অ্যালবাম থেকে।
সুখ্যাত তরঙ্গ শিল্পীগোষ্ঠী যশোর Official এর Rtv তে গাওয়া"উড়ে যায় বলাকা”শিরেনামের গানটি প্রথম প্রকাশিত হয় " #উড়েযায়বলাকা"( ৫ম অ্যালবাম- তরঙ্গ শিল্পীগোষ্ঠী যশোর) অ্যালবামে।
গানটির সুরকারঃ Alfaz Hossen

তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ফেইজবুক পেইজ https://www.facebook.com/TorongoJSR/

উড়ে যায় বলাকা অ্যালবাম
https://youtu.be/FsRlG1oBB0I

08/09/2022

রসিক-বেরসিক-২৭

লেখা পড়া শিখে মোরা
অনেক বড় হবো
খারাপ পথে খারাপ কাজে
ভুলেও নাহি যাবো।
ভালো মানুষ হতে হলে
কোরান জানা চাই
আল হাদীসের আলো নিয়ে
জীবন গড়ি ভাই।।

মন্দ লোকের চলাফেরা
কেউ বাসনা ভালো
মনে তাদের পুরিষ ভরা
কালো শুধুই কালো
তাই সকলে আয়রে চলে
ভালো মানুষ হবো বলে
পড়া লেখা করে যদি
সত্য খুঁজে পাই।।

আমরা যেন লাগতে পারি
সমাজ গড়ার কাজে
সত্যটাকে রাখতে বুকে
চলবো বুঝে সবুজে।
কেউ ছোটনা সবাই সমান
কর্ম দিয়ে করবো প্রমাণ
জ্ঞানের আলোয় আলোকিত
করবো সমাজ ভাই।।

#রসিকবেরসিক

08/09/2022

বৃষ্টি হয়তো থেমে যাবে
মনের বৃষ্টি কি ঝরবে তখনো।💝

কথাঃ Helal Anwoar
সুরঃ Alfaz Hossen
শিল্পিঃ Mahfuz Mamun

26/08/2022

রসিক-বেরসিক ২৫

রয়ে যাবো বোকা
হেলাল আনওয়ার

মা বলতো গরু আমার
বাপ বলতো গাধা
আসলে যে ছিলাম আমি
বড্ড সাদাসিধা।
বন্ধুরা সব বলতো হেসে
পাগলাটে এক ছেলে
পাঠের পড়া যেতাম ভুলে
পাঠশালাতে গেলে।
সহপাঠী বলতো যখন
আমটা পেড়ে আন্
চুরি কাজ করবোনা তাই
ধরতাম নানা ভান।
মিথ্যা বলা মহা পাপ
শিখাই ছিলো মা
মিথ্যা কথা আর বলিনি
না কখনো না।
ভালো মানুষ হতেই হবে
বলতো সদা বাপ
তাই ভেবেছি খারাপ হলে
সেটা হবে পাপ।
সবাই না হয় হোকনা চতুর
শিখুক রঙের ধোকা
ভালো হতে আমি বন্ধু
রয়ে যাবো বোকা।

#রসিকবেরসিক

Videos (show all)

খুশির মেলা।
ঈদের নতুন গান
নেক আমলই এই জীবনের অমূল্য রতন
আজ যারা বড় অসহায়
কেউ যদি বলে!
বৃষ্টি ⛈️

Website